নিউজ ডেস্ক: গুয়াহাটি মহানগরীর প্রাণকেন্দ্র পানবাজার এলাকায় পুলিশি অভিযানে মাদকদ্রব্য হেরোইন সহ ধরা পড়েছে এক মহিলা। ধৃত মহিলা ড্ৰাগস পাচারকারিণীকে কামরূপ গ্রামীণ জেলার ছয়গাঁও এলাকার বছর ২৬-এর জনৈক মনোয়ারা বেগম বলে পরিচয় পাওয়া গেছে।
আজ মঙ্গলবার পানবাজার থানা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে ২ নম্বর রেলওয়ে গেট এলাকা অভিযান চালিয়েছিল পুলিশের এক দল। অভিযানে ১৫টি ছোট প্লাস্টিকের কনটেইনার থেকে ২০.২১ গ্ৰাম হেরোইন, নগদ ২৫০ টাকা সহ মনোয়ারা বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় তাকে জিজ্ঞাসাবাদের পর প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তার বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, জানিয়েছে পানবাজার থানার সূত্রটি।