নিউজ ডেস্ক: উঁচু এলাকায় তুষারপাতের পর কাশ্মীর উপত্যকায় ঠান্ডা বেড়েছে এবং তাপমাত্রা কমেছে। সোমবার গুলমার্গ এবং পহেলগামের মতো পর্যটন স্থানগুলিতে ছিল সবচেয়ে বেশি ঠান্ডা। আবহাওয়া কেন্দ্রের আধিকারিকরা জানিয়েছেন, তুষারপাতের পরে, গুলমার্গের স্কি রিসোর্টে রবি ও সোমবার মধ্যবর্তী রাতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যেখানে আগের রাতে এটি ছিল মাইনাস ১.৫ ডিগ্রি সেলসিয়াস। পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৩ ডিগ্রি সেলসিয়াস ।
শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ৪.০ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শ্রীনগর এবং এর আশেপাশের অঞ্চলে আকাশ মেঘলা ছিল। সোমবার কাজিগুন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ৫.০ ডিগ্রি সেলসিয়াস, কুপওয়ারায় ১.২ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগের পিকনিক স্পটে ২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। এছাড়াও, ১ ডিসেম্বরে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছ। এরপর ৫ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক শুষ্ক থাকবে বলে জানান তিনি।