নিউজ ডেস্ক: আগামীকাল ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর হাসপাতালের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুন মামলার শুনানি রয়েছে। আর তার আগে ফের ‘রাত দখল’-র কর্মসূচির ডাক দিয়েছেন সাধারণ মানুষ। আজ ৪ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত দখলের জন্য নারী-পুরুষ নির্বিশেষে সকলে পথে নামবেন বলেই জানা যাচ্ছে। এর আগে আরজি করকাণ্ডে (RG Kar Protest) সুবিচারের দাবিতে স্বাধীনতা দিবসের আগেরদিন রাত দখলের অভিনব প্রতিবাদের সাক্ষী ছিলেন রাজ্যবাসী। এবার আরও একবার পথে নামছে আমজনতা।
বুধবার রাতে আরজি কর কাণ্ডে (RG Kar Protest) সুবিচার চেয়ে ফের সাধারণ মানুষকে পথে নামার আর্জি জানিয়ে সমাজমাধ্যমে জোর প্রচার শুরু হয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে কলকাতার ধর্মতলা, শ্যামবাজার, যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড, গড়িয়াহাট, লেক গার্ডেন্স লর্ডস মোড়, কলেজ স্ট্রিট, নিউ টাউনের বিশ্ব বাংলা গেট, বেহালা, সিঁথির মোড় সহ শহরের বিভিন্ন প্রান্তে আরজি কর কাণ্ডের কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলও হওয়ার কথা। এর পাশাপাশি, মধ্যমগ্রাম, বারাসত, কল্যাণী, আসানসোল, বালুরঘাট, কৃষ্ণনগর, শ্রীরামপুর, চুঁচুড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত দখল (Raat Dokhol) কর্মসূচি হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে আন্দোলনকারী চিকিৎসকরা রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়েছেন, আজ রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বাড়ির আলো নিভিয়ে মোমবাতি হাতে বাইরে বেরিয়ে মানববন্ধন গড়ে তোলার। তারপর সাধারণ মানুষ নামবেন রাত দখলের (RG Kar Protest) লক্ষ্যে। জানা গিয়েছে, এই কর্মসূচিতে যোগ দিতে পারেন তিলোত্তমার মা ও বাবা। জনপ্রিয় এক সংবাদমাধ্যমে তিলোত্তমার মা জানান, আমার মেয়ের বিচারের জন্য আন্দোলন আরও জোরদার করুন। প্রয়োজনে আমি এবং তিলোত্তমার বাবা আন্দোলনকারীদের সাথে পথে নামবো।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি রয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ফের উঠবে। স্বতঃপ্রণোদিত ভাবেই আরজি কর কাণ্ডে হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। এর আগের শুনানিতে পুলিশি তদন্ত নিয়েও একাধিক প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য জানাবে রাজ্য সরকারও। আর এই শুনানির আগের রাতে রাজ্যজুড়ে ফের প্রতিবাদে (RG Kar Protest) সরব হবেন রাজ্যবাসী।