নিউজ ডেস্ক: কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই এখন শীতের পরশ, ভোরে ও রাতে ঠান্ডা একটু বেশিই অনুভূত হচ্ছে। কলকাতার তুলনায় আবার গ্রাম বাংলায় শীতের শিরশিরানি বেশি টের পাওয়া যাচ্ছে। আগামী কিছু দিন মোটামুটি এমনই থাকবে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া, তাপমাত্রার বিশেষ একটা হেরফের হওয়ারও সম্ভাবনা নেই, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে আরও কিছুটা, এদিন সকালে কলকাতার নূন্যতম তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। কলকাতা ও লাগোয়া জেলাগুলির তুলনায় পুরুলিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে শীতের দাপট এখন বেশি। উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতেও কনকনে ঠান্ডা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। সব জেলাতেই কমবেশি কুয়াশার প্রভাব পড়তে চলেছে।