নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও তাঁর স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জানা গেছে, সেদেশের রাজনৈতিক দল বিএনপি-র নেত্রী খালেদা জিয়ার গুলশনের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির প্রধান বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন। সেইসঙ্গে তাঁর সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্যও কামনা করেন হাইকমিশনার।
জানা যাচ্ছে, এদিনের এই সাক্ষাৎপর্বে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ উভয় দেশের পারস্পরিক একাধিক বিষয় আলোচনা উঠে আসে।