Saturday, December 07, 2024

Logo
Loading...
google-add

UPI in Maldives: ভারতের ইউপিআই চালু হচ্ছে মলদ্বীপেও! সিদ্ধান্ত মুইজ্জু সরকারের

Sweta Chakrabory | 17:36 PM, Mon Oct 21, 2024

নিউজ ডেস্ক: ভারতের তাৎক্ষণিক অর্থ লেনদেন ব্যবস্থা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) এ বার চালু হতে চলেছে মলদ্বীপেও। অনলাইনে টাকা লেনদেন বা কোনও কিছু কেনাকাটা করতে ভারতে ব্যবহার করা হয় ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস, সংক্ষেপে ইউপিআই (UPI)। এই ব্যবস্থারই সুবিধা এবার মিলবে মলদ্বীপে। ফলে মলদ্বীপ বেড়াতে গিয়ে আর নগদ লেনদেনর ঝক্কি পোহাতে হবে না ভারতীয়দেরও।

চলতি মাসের শুরুর দিকে ভারতে এসেছিলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হয়। মলদ্বীপকে ডিজিটাল এবং আর্থিক দিক থেকে সহায়তার আশ্বাস দিয়েছে নয়াদিল্লি। তার পরেই মলদ্বীপের মন্ত্রিসভায় ভারতীয় ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু চিনপন্থী। তাঁর আমলে নানা কারণে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকে মলদ্বীপের। তার জেরে মলদ্বীপ বয়কটের ডাক দেন ভারতীয় পর্যটকরা। পেটে টান পড়ে দ্বীপরাষ্ট্রের। কারণ ফি বছর যত পর্যটক মলদ্বীপ বেড়াতে যান, তার সিংহভাগই ভারতীয়। এর পরেই নড়েচড়ে বসে মুইজ্জু প্রশাসন। চলতি মাসের শুরুর দিকে ভারতে আসেন তিনি। তবে দেশে ইউপিআই চালু করার আগে একটি কেন্দ্রীয় সহায়তা ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেন মুইজ্জু। জানিয়ে দেন, দ্বীপরাষ্ট্রের সমস্ত ব্যাঙ্ক, টেলিকম সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং তথ্যপ্রযুক্তি সংস্থাকে ওই ব্যবস্থার অধীনে আনা হবে। অর্থমন্ত্রক, প্রযুক্তি মন্ত্রক-সহ একাধিক মন্ত্রককে ইউপিআই চালু করার বিষয়ে একত্রে কাজ করতে বলা হয়েছে।মলদ্বীপ সরকারের আশা, দেশে এই ব্যবস্থা চালু (UPI in Maldives) হলে অর্থনীতিতে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। বৃদ্ধি পাবে আর্থিক লেনদেন।

উল্লেখ্য, মুইজ্জু ক্ষমতায় আসার পরে ভারতের সঙ্গে মলদ্বীপের সম্পর্কের অবনতি হয়েছিল। মোদীর লক্ষদ্বীপ সফরে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছিল মুইজ্জুর মন্ত্রীদের বিরুদ্ধে। তার পর ভারতে ‘বয়কট মলদ্বীপ’ রব ওঠে। পর্যটকদের তরফে মলদ্বীপের বহু টিকিটও বাতিল করে দেওয়া হয়। মলদ্বীপ থেকে এই সময়েই ভারতে সেনা সরিয়ে নিতে বলেন মুইজ্জু। সব মিলিয়ে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছিল। তবে তাতে আর্থিক সঙ্কটের মুখোমুখি হয় মলদ্বীপ। ভারত থেকে প্রতি বছর প্রচুর পর্যটক ওই দেশে যান। এর পর ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতিতে মন দেয় মুইজ্জু সরকার।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add