নিউজ ডেস্ক: পুজোর মরসুমে রাজনীতির ছোঁয়া। মাত্র একটি পুজোর উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়্যারের উদ্বোধন করে ফিরতেই তাঁকে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভাররতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন বিজেপিকে। তিনি বলেন, “যারা এক সময় বলত বাংলায় পুজো হয় না। তারা বাংলায় পুজোর উদ্বোধন করতে আসছে। তাঁদের মুখে ঝামা ঘষে দেবে জনতা”।
অন্যদিকে চলতি বছর থেকে পুজো করার ইচ্ছে প্রকাশ করে পুজোর অনুমতি চেয়ে
হাইকোর্টের দ্বারস্থ হন হিন্দু সেবা দল নামে একটি সংগঠন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
বেঞ্চ তাঁদের পুজো করার অনুমতি দিয়েছে। আদালতের অনুমতি নিয়ে পুজো করায়
কটাক্ষ করার সুযোগ ছাড়েনি বিজেপি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ” বাংলায় যত দিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবে পুজো করার জন্য আদালতে যেতে হবে”। অন্যদিকে পিতৃপক্ষে পুজো উদ্বোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন
বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। নিউটাউনে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ
করে তিনি বলেন, “উনি ব্রাহ্মণের মেয়ে হয়ে চণ্ডীপাঠ ঠিক করে করতে পারেন না। পিতৃপক্ষে কোণ আক্কেলে দুর্গাপুজোর উদ্বোধন করেন। উনি খেয়ে দেয়ে ইফতার করেন। ঢেকুর তুলতে তুলেতে। উনি কোন ধর্ম মানেন না। কাউকে সম্মান করেন না”।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই কটা দিনে কি রাজনীতি বাদ দিয়ে
সৌজন্য দেখানো যায় না। প্রশ্ন কিন্তু রয়েই গেল।