নিউজ ডেস্ক: রাজধানী দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এবার দিল্লিতে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুই দুষ্কৃতী। শাহদারা জেলার ডিসিপি প্রশান্ত গৌতম বলেছেন, সুনীল জৈন নামে এক ব্যক্তিকে ফর্শ বাজার থানার অধীনে বিশ্বাস নগর থানা এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। পরে তাঁর মৃত্যু হয়। মোটরবাইকে আসা দুই আততায়ী তাঁকে গুলি করেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ক্রাইম টিমকে ডাকা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
ডিসিপি আরও বলেছেন, “শনিবার সকাল ৮.৩৬ মিনিট নাগাদ আমার একটি পিসিআর ফোন পাই, মোটরবাইকে এসে দু’জন আততায়ী এক ব্যক্তিকে গুলি করেছে। সুনীল জৈন নামে গুলিবিদ্ধ হন, তাঁকে লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালানো হয়। ৫২ বছর বয়সী সুনীল জৈনের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা হুমকির কথা অস্বীকার করেছেন।”