Saturday, December 07, 2024

Logo
Loading...
google-add

Shah Rukh Khan: সলমনের পর এবার শাহরুখ! বলিউড বাদশাকে খুনের হুমকি, তদন্তে মুম্বই পুলিশ

Sweta Chakrabory | 18:26 PM, Thu Nov 07, 2024

নিউজ ডেস্ক:  সলমন খান, যোগী আদিত্যনাথের পর এবার শাহরুখ খানকে হুমকি বার্তা। ছত্তিশগড়ের রায়পুর থেকে এই হুমকি বার্তা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিন শাহরুখ খানকে খুনের হুমকি দিয়ে মুম্বই পুলিশের ল্যান্ডলাইন নম্বরে উড়ো ফোন আসে। স্বভাবতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বলিউডে। ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্তে নেমেছে মুম্বইয়ের বান্দ্রা পুলিশ। সাইবার সেলও তদন্ত চালাচ্ছে। জানা গিয়েছে, উড়ো ফোনে, শাহরুখের থেকে ৫০ লাখ টাকা দাবি করা হয়েছে।

জানা গিয়েছে, শাহরুখকে মেরে ফেলার হুমকি দিয়ে ওই ফোন এসেছিল রায়পুর, ছত্তিশগঢ় থেকে। ইতিমধ্যেই রায়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে মুম্বই পুলিশের একটি টিম। শাহরুখকে এই প্রথম খুনের হুমকি দেওয়া হল তা নয়, পাঠান এবং জওয়ানের সাফল্যের পর থেকে মৃত্যুর হুমকি পাচ্ছেন শাহরুখ। এর জেরেই ওয়াই প্লাস সিকিউরিটিতে হামেশা মোড়া থাকছেন বাদশা। জানা গিয়েছে, ৩০৮(৪) এবং ৩৫১(৩)(৪) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতি শাহরুখের বন্ধু তথা সহকর্মী অভিনেতা সলমন খানকে বারংবার খুনের হুমকি দেওয়া হয়েছে। গত সোমবার, মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল ইউনিট নিজেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলে দাবি করা এক ব্যক্তি একটি বার্তা পাঠিয়েছে, সেই হুমকি বর্তায় স্পষ্ট বলা হয়, নির্দিষ্ট দাবি না মানলে সলমন খানকে হত্যা করা হবে। তিনি বলেন, ‘সলমন যদি বেঁচে থাকতে চান, তাহলে তাঁর উচিত আমাদের (বিষ্ণোইদের কুলদেবতা) মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়া অথবা ৫ কোটি টাকা দেওয়া। যদি সে তা না করে তবে আমরা তাকে হত্যা করব; আমাদের গ্যাং এখনও সক্রিয়।’

প্রসঙ্গত, গত এপ্রিলে সলমনের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার পর থেকেই ভাইজানের সিকিউরিটি আঁটসাট করেছে মুম্বই পুলিশ, তার মাঝেই গত মাসে সলমন-শাহরুখ ঘনিষ্ঠ রাজনীতিবিদ তথা প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়। সেই খুনের দায়ও গ্রহণ করে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। 

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add