Wednesday, October 04, 2023

Odisha-365
upload

বলিউড

ranbir kapoor

ED Summons Ranbir Kapoor: বেটিং কাণ্ডে তছরুপের অভিযোগ! ইডির নিশানায় ঋষিপুত্র রণবীর 

নিউজ ডেস্ক: আইনি জটে পড়েছেন বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। আর্থিক প্রতারণা মামলায় কখনো নাম জড়িয়েছে জ্যাকলিনের আবার কখনো নোরা ফাতেহির। এবার আইনি জটে বলিউড অভিনেতা রণবীর কপুর। অভিনেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। অনলাইন গেমিং কাণ্ডে ডাক পড়েছে ঋষিপুত্রর। নেপথ্যে আর্থিক তছরুপের কাণ্ড বলেই সূত্রের খবর। আগামী ৬ অক্টোবর অভিনেতাকে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।

অনলাইন বেটিং করার জন্য বিভিন্ন অ্য়াপ রয়েছে বাজারে। ক্রিকেট খেলার মরসুমে বিশেষ করে আইপিএল চলার সময় এই অ্যাপগুলি নিজেদের প্রমোট করে। তার জন্য বেছে নেন নামজাদা তারকা ও কনটেন্ট ক্রিয়েটরদের। এমনই এক অ্যাপ মহাদেব বুক অ্যাপ। অন্য একটি মাদার কোম্পানির অধীনস্ত এই কোম্পানির বিজ্ঞাপনের মুখ ছিলেন রণবীর। ইডির সূত্রে খবর, মহাদেব বুক অ্যাপ প্রমোটারদের সঙ্গে আর্থিক লেনদেন সবটাই ক্যাশ টাকাতে করেছিলেন ঋষিপুত্র। পুলিশ এবং ইডির অফিসারেরা একাধিক বার এই সংস্থাকে জিজ্ঞাসাবাদ করেই তা জানতে পেরেছে বলেই জানা গিয়েছে।

ইডি আরো জানিয়েছে যে, এই ঘটনায় ১১২ কোটি টাকা হওয়ালা মারফত একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়া হয়েছিল। আরো ৪২ কোটি টাকা হোটেল বুকিং ও অন্যান্য খাতে ক্যাশ টাকাতেই করা হয়েছিল। জানা গিয়েছে যে, মহাদেব বুক অ্যাপটি সাবসিডিয়ারি কোম্পানির পর্যায়ে পড়ে। তাই ইডির নজর পড়ে এর উপর। শুধুমাত্র রণবীরই নয়, বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীদের এই ঘটনার জেরে ডাকতে পারে ইডি।

মহাদেব বুক অ্যাপ প্রমোটারের কর্ণধার সৌরভ চন্দ্রকারের বিয়ে উপলক্ষে ফেবরুয়ারি মাসে ইউনাইটেট আরব এমিরেটেস-এ নিমন্ত্রিত ছিলেন বলিউডের বেশ কিছু শিল্পী। তাঁদেরকেও ইডি ডাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেই তালিকায় রয়েছেন টাইগার শ্রফ, সানি লিওনি, নেহা কক্কর, আতিফ আসলাম, রাহাত ফাতেহ আলি খান, আলি সাগর, বিশাল দাদলানি, ভারতী সিংহ, ভাগ্যশ্রী, সুখিন্দর সিংহ প্রমুখ।  

salman

Salman Khan Tiger 3: বলিউডে ৩৫ বছর পার সলমনের! কবে আসছে 'টাইগার ৩'-এর ট্রেলার, জানালেন নিজেই 

নিউজ ডেস্ক: বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছেন বলিউডের তাবড় তাবড় অভিনেতারা। সেই দলে রয়েছেন শাহরুখ, সলমন, আমিরও। কিন্তু চলতি বছর ভাগ্য ফিরেছে শাহরুখের। পর পর দু'টি ব্লকবাস্টার দিয়েছেন তিনি। কিন্তু ভাগ্যদেবী ফিরে তাকাননি সলমনের দিকে। চলতি বছর অনেকদিন পরে মুক্তি পায় সলমনের ছবি কিসি কা ভাই কিসি কি জান। মেরে কেটে ১০০ কোটি অবধি পৌঁছেই থেমেছে এই ছবির দৌড়। ইদে মুক্তি পেলেও হলে টিকে থাকতে পারেনি এই ছবি। যদিও এইবার আসতে চলেছে বহু প্রতীক্ষিত টাইগার ৩। টিজার মুক্তি পেলে তা ভাইরাল হয়ে পরে কিন্তু কবে আসছে এই ছবির ট্রেলার?

২০২৩ সালে অনেকগুলি মাইল ফলক তৈরি হচ্ছে বলিউডে। তার মধ্যে একটি সলমন খানের বলিউডে ৩৫ বছর পূর্তি। ১৯৮৮ সালে বিবি হো তো অ্যায়সি ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সলমন। এইবছর যা ৩৫ বছরে পড়ল। বিষয়টি নিয়ে উৎসাহিত সলমনের অনুরাগীরা। দীর্ঘ এই কেরিয়ারে পর্দায় অ্যাকশন হিরো হিসেবে কাজ করতে পছন্দ করেন সল্লুভাই। তাই ৩৫ বছর পূর্তির বছরে টাইগার ৩ এর কাজ করতে পেরে খুশি তিনি। দিওয়ালিতে মুক্তি পাবে টাইগার ৩। অক্টোবরের মাঝামাঝি সময়ে ট্রেলার মুক্তি পাবে বলেই জানিয়েছেন ভাইজান।

অনেকদিন পরে বড়পর্দায় টাইগার ও জোয়াকে দেখতে পাবেন অনুরাগীরা। আপাতত অপেক্ষা ট্রেলারের।  সম্প্রতি প্রকাশ্যে এসেছে সলমন খানের একটি ভিডিয়ো যা দেখে অবাক নেটিজেনরা। নাচতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন তিনি। অসুস্থ নাকি বয়সের ভারে এমনটা তা নিয়ে চিন্তিত তাঁর অনুরাগীরা।

sky force

Akshay Kumar-Sky Force: পাকিস্তানের উপর প্রথম এয়ার স্ট্রাইকের গল্প বলবেন অক্ষয়, প্রকাশ্যে স্কাই ফোর্সের টিজার

নিউজ ডেস্ক: মহাত্মা গান্ধির জন্মজয়ন্তীতে বড় চমক দিলেন বলি অভিনেতা অক্ষয় কুমার। ২রা অক্টোবর শুধু গান্ধিজির জন্মজয়ন্তীই নয়, ভারতের আরেক কৃতি সন্তান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীও বটে। এই দিনেই অক্ষয় তাঁর পরবর্তী ছবির টিজার প্রকাশ্যে আনলেন। জানালেন মুক্তির তারিখও। দেশভক্ত হিসেবে অক্ষয়ের নামডাক রয়েছে টিনসেল টাউন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দফতর পর্যন্ত। এবার ফের দেশভক্তির ছবিতেই ফিরছেন তিনি। লাল বাহাদুর শাস্ত্রীর আমলে হওয়া ভারতের পর্থম এয়ার স্ট্রাইকের গল্প বলবে অক্ষয়ের ছবি স্কাই ফোর্স।

ষাটের দশকে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। সেসময় ভারত পাক যুদ্ধে ভারতের প্রথম এয়ার স্ট্রাইক হয়েছিল। সেই গল্পই তুলে ধরা হবে এই ছবিতে। ভারতীয় বীর সেনা জওয়ানরা সেসময় পাকিস্তানের উপর অতি দক্ষতার সঙ্গে প্রথম এয়ার স্ট্রাইক করেছিলেন। টিজারে সেই ঝলক দেখা গিয়েছে। ভারত পাক যুদ্ধের সময় লাল বাহাদুর শাস্ত্রী দেশবাসীকে কী বলেছিলেন, কীভাবে জওয়ানদের অনুপ্রেরণা দিয়েছিলেন তিনি সেটার ক্লিপও দেখা যায় এখানে। সেই সঙ্গে শোনা যায় বারবার ভেসে ওঠা জয় হিন্দ ধ্বনি।

মাত্র ৫৫ সেকেন্ডের টিজারের এই ভিডিয়ো পোস্ট করে অক্ষয় লেখেন, 'আজ গান্ধী শাস্ত্রী জয়ন্তী গোটা দেশ জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান করছে। আর তাই এই দিনের থেকে ভালো দিন আর কীই বা হতে পারত স্কাই ফোর্সের দুর্দান্ত গল্পের কথা ঘোষণা করার জন্য। ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের অজানা কথা। ভালোবাসা দেবেন, হয় হিন্দ, জয় ভারত।' আগামী বছর আজকের দিনে অর্থাৎ, ২ অক্টোবর ২০২৪ সালে মুক্তি পাবে এই ছবি। ছবির প্রযোজনা করছেন জিও স্টুডিয়োজ ও বিং দীনেশ বিজন। এই ছবির মাধ্যমে ডেবিউ করছেন বীর পাহাড়িয়া। ছবিটি যৌথ ভাবে পরিচালনা করবেন অভিষেক কাপুর এবং সন্দীপ কেলওয়ানি। চলতি মাসে মুক্তি পেতে চলেছে অক্ষয়ের মিশন রানিগঞ্জ।

Virat Kohli and Anushka Sharma second Baby

Virat Kohli and Anushka Sharma: ফের আসতে চলেছে নতুন সদস্য! খুশির হাওয়া ‘বিরুষ্কা’ পরিবারে

নিউজ ডেস্ক: ফের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। মেয়ে ভামিকার বয়স মাত্র দু’বছর। এর মধ্যেই আবার খুশির খবর বিরুষ্কার ঘরে। বলিউড জুড়ে এখন একটাই গুঞ্জন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি পরিবারে নতুন সদস্য আসার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বিরাট ও অনুষ্কা। আপাতত, বিষয়টি গোপনেই রাখতে চান বিরাট।

সম্প্রতি একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, একটি ক্লিনিক থেকে বের হচ্ছেন বিরাট ও অনুষ্কা। পাপারাৎজিদের দেখে ছবি তুলতে বারণও করেন বিরাট ও অনুষ্কা। তার পর ক্য়ামেরা এড়িয়ে ঝটপট গাড়িতে উঠে যান।

সূত্রের খবর, কোহলি দম্পতি আগের বারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গত বারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি। সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পুজোর অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলে‌ঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা অনুষ্কার।

২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন অভিনেত্রী। প্রায় দু’বছর হয়ে গেল এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তাঁরা। এর মাঝে ফের খুশির খবর কোহলি পরিবারে।

taylor sophie

Taylor Swift | Sophie Turner: বিচ্ছেদের পর আর পা নয় শ্বশুরবাড়িতে! ঘরছাড়া সোফির ত্রাতা স্বামীর প্রাক্তন প্রেমিকা

নিউজ ডেস্ক: বেশ কয়েক বছরের সম্পর্ক ভেঙে বিচ্ছেদের পথে হেঁটেছেন হলিউডের পপ তারকা জো জোনাস ও অভিনেত্রী সোফি টার্নার। কানাঘুষোয় তাঁদের সম্পর্কের কথা শোনা গেলেও পরে যৌথ বিবৃতি দিয়ে জানান, আসলেই বিবাহবিচ্ছেদ হতে চলেছে তাঁদের। তারপর থেকেই একে অপরের প্রতি অভিযোগের পাহাড় খাড়া করছেন তাঁরা। তিন বছরের প্রেম এবং চার বছরে সংসার করার পরে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যদিও তাঁদের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে তাঁদের দুই কন্যা।

বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন অবস্থায় সন্তানদের নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়েছে প্রাক্তন এই যুগলের মধ্যে। জো আগেই অভিযোগ তুলেছিলেন মেয়েদের দেখাশোনা করেন না সোফি। এমনকি তাঁদের কনসার্ট চলার সময়ও মেয়েদের একাই দেখাশোনা করতেন জো। এখন তাঁদের দুই মেয়ে কোথায় ও কার কাছে থাকবে, তা নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন আদালতের বিচারক। আপাতত আমেরিকার নিউ ইয়র্ক ও তার আশপাশেই জো ও সোফির দুই সন্তানকে রাখার পরামর্শ দিয়েছিল আদালত। নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড, হাডসন ভ্যালির মতো কোনও একটি জায়গায় থাকতে পারে তারা। 

সন্তানদের সঙ্গে থাকার সঙ্গে জন্য ইংল্যান্ড ছেড়ে আমেরিকায় এসেছেন সোফি। কিন্তু এসে শ্বশুড়বাড়িতে ওঠেননি তিনি। বিচ্ছেদের পর আমেরিকায় একপ্রকার ঘরছাড়া সোফি। তবে কোথায় থাকছেন তিনি এখন? জানা গিয়েছে যে পপ গায়িকা টেলর সুইফটের বাড়িতে রয়েছেন সোফি। একটি গোটা অ্যাপার্টমেন্ট মেয়েদের সঙ্গে নিয়ে থাকার জন্য ছেড়ে দিয়েছেন টেলর। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সোফি এবং টেলরের ছবি ভাইরাল হয়েছিল। এখন বোঝা গিয়েছে কেন দেখা করেছিলেন তাঁরা। বলা বাহুল্য টেলর এককালে জো-এর প্রেমিকা ছিলেন। অর্থাৎ প্রাক্তন স্বামীর প্রাক্তন প্রেমিকাই সোফির সাহায্যে এগিয়ে এসেছেন। 

dumbledore

Michael Gambon Death: শোকস্তব্ধ হ্যারি পটার ফ্যানরা, ৮২ বছর বয়সে প্রয়াত হেডমাস্টার ডাম্বলডোর

নিউজ ডেস্ক: ফের দুঃখের খবর হ্যারি পটার ফ্যানদের জন্য। হ্য়াগ্রিডের পর এবার না ফেরার দেশে পাড়ি জমালেন হগওয়ার্টসের হেডমাস্টার ডাম্বলডোর ওরফে মাইকেল গ্যাম্বন। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর পরিবার তাঁর মৃত্যুর খবরে শীলমোহর দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন সহঅভিনেতারা-সহ অনুরাগীরাও। হলিউডে একাধিক ছবিতে কাজ করলেও তাঁর সবচেয়ে জনপ্রিয় চরিত্র হল হ্যারি পটারের হেডমাস্টার ডাম্বলডোর চরিত্রটি।

জে কে রাউলিং রচিত হ্যারি পটার কাহিনিতে হ্যারি, রন, হারমায়নি ছাড়াও সবচেয়ে চর্চিত চরিত্র ছিলেন হেডমাস্টার ডাম্বলডোর এবং প্রফেসর স্নেপ। মাইকেল গ্যাম্বন মারা যাওয়ার পরে তাঁকে শ্রদ্ধা জানাতে ‘হ্যারি পটার অ্যান্ড সসারার্স স্টোন’ বইয়ের একট উদ্ধৃতি ভাইরাল হয়েছে। যেখানে ডাম্বলডোর বলেছিলেন, ‘সবকিছুর পর, সুসংগঠিত মনের কাছে, মৃত্যু কিন্তু পরবর্তী বিশেষ অভিযান’। যার অর্থ ছিল সসারার্স পাথরটি ধ্বংস করে দেওয়া হলে নিকোলাস ফ্লামেল একদিন মারা যাবে। তাই মৃত্যুকে ভয় পাওয়ার মানে নেই বরং এটি এক নতুন পথচলা। তাঁর মৃত্যুতে শোকাহত হ্যারি পটারপ্রেমীরা। 

অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে যে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন মাইকেল গ্যাম্বন। হাসপাতালে স্ত্রী ও পুত্রের উপস্থিতিতেই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন তিনি। থিয়েটার থেকেই অভিনয় জীবন শুরু করেছিলেন মাইকেল। জন্মসূত্রে তিনি আইরিশ। রয়্যাল ন্যাশন্যাল থিয়েটারে লরেন্স ওলিভারের সঙ্গে মাইকেলের যাত্রাপথ শুরু হয়। 'ওথেলো', 'দ্য লর্ড অফ দ্য রিংস', 'দ্য ইনসাইডার', ‘দ্য কিংস স্পিচ’,‘দ্য উইংস অফ দ্য ডাব'-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু হ্যারি পটারের ডাম্বলডোর তাঁকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি। জিতেছিলেন চারটি বাফটা পুরস্কার। ১৯৯৮ সালে ব্রিটিশ রাজপরিবারের তরফে তাঁকে 'নাইটহুড' উপাধিতে সম্মানিত করেছিলেন।

upload
upload
jawan buy 1 get 1

Jawan Buy 1 Get 1 Offer: জওয়ান সাফল্যে নয়া অফার দিলেন শাহরুখ, এবার একটির টিকিটের সঙ্গে মিলবে আরেকটি বিনামূল্যে

নিউজ ডেস্ক: মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও বক্স অফিসে ধরাছোঁয়ার বাইরে জওয়ান। সারা বিশ্বে জওয়ান একমাত্র হিন্দি ছবি যা মাত্র ১৯ দিনেই ১০০০ কোটি টাকা আয় করেছে। এবার জওয়ানের গাড়ির গতি যাতে কমে না যায় সে জন্য নয়া পন্থা অবলম্বন করলেন শাহরুখ। বুধবার রাতে নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে জানালেন 'বাই ওয়ান গেট ওয়ান' অফারের কথা। অর্থাৎ, বৃহস্পতিবার থেকে জওয়ানের টিকিটের উপর মিলবে একটি কিনলে আরেকটি টিকিট বিনামূল্যে পাওয়ার সুযোগ।

অবশ্যই তার জন্য দুটি শর্ত রয়েছে। শুধুমাত্র অনলাইনে বুক মাই শো ও পেটিএম মুভিস অ্যাপের মাধ্যমে আইনক্স, পিভিআর এবং সিনেপলিস মাল্টিপ্লেক্সে টিকিট কাটলেই পাওয়া যাবে এই সুযোগ। বৃহস্পতিবার থেকে শনিবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অফারটি রয়েছে। বিশেষ এই ছাড়ের কথা ঘোষণা করে কিং খান লিখলেন- ‘ভাই কো, বহেন কো/ দুশমন কো, ইয়ার কো/ অ্যান্ড অফ কোর্স আপনে প্যয়র কো/ কাল জওয়ান দিখাইয়েগা। …কাল থেকে পরিবার, বন্ধু বা ভালোবাসা, একটা টিকিট কিনুন আরেকটা ফ্রি পান। গোটা পরিবারের সঙ্গে পান পুরো বিনোদন।’

মুক্তির পর থেকেই জওয়ান ভেঙেছে একের পর এক রেকর্ড। ইতিমধ্যেই বিশ্বজুড়ে বক্স অফিসের ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে শাহরুখ খান অভিনীত এই ছবি। ২১ দিনের মাথাতেও আয় করেছে ৫.১৫ কোটি। যা তৃতীয় সপ্তাহের নিরিখে অনেকটাই। এর আগে ১০০০ কোটির ক্লাবে ঢুকতে পাঠান-এর সময় লেগেছিল ২৭ দিন। সে তুলনায় জওয়ান যে অপ্রতিরোধ্য তা বলাই বাহুল্য। জওয়ানের এই সাফল্যে আমূল-এর তরফে একটি পোস্টারও মুক্তি পেয়েছে। যাতে শাহরুখের কার্টুনকে মাখন খেতে দেখা যায়। পোস্টারটিতে লেখা ছিল 'জওয়ান ১০০০ পেরোলো। আমূল অ্যাটলি বাটারলি ডিলিসিয়াস'। 

2018 movie

Oscar 2024: ২২টি সিনেমা টপকে অস্কারে যাচ্ছে মালয়লম ছবি ‘২০১৮-এভরিওয়ান ইজ আ হিরো’

নিউজ ডেস্ক: আগামী বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে যাওয়ার দৌড়ে এগিয়ে ছিল কেরালা স্টোরি ও গদর ২। রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবিটিকেও অস্কারে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছিল পরিচালক করণ জোহর। কিন্তু সেই সব ছবিকে পিছনে ফেলে অস্কারের মঞ্চে যেতে চলেছে মালয়লম ছবি ‘২০১৮-এভরিওয়ান ইজ আ হিরো’। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে বুধবার দুপুরে হওয়া একটি সাংবাদিক সম্মেলনে চলচ্চিত্র নির্মাতা এবং অস্কারের জন্য বাছাই কমিটির চেয়ারম্যান গিরিশ কাসারভাল্লি এই ঘোষণা করেন। 

তিনি বলেন যে, এই মালয়ালম সিনেমাটি জলবায়ু পরিবর্তনের উপর খুব প্রাসঙ্গিক বিষয়বস্তু তুলে ধরেছে। তাই এটিকে বাছাই করা হয়েছে। কাসারভাল্লির নেতৃত্বে ১৬ সদস্যের একটি নির্বাচন কমিটি এই নির্বাচনের কাজ করেন। দ্য কেরালা স্টোরি (হিন্দি), রকি অর রানি কি প্রেম কাহানি (হিন্দি), মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (হিন্দি), বালাগাম (তেলেগু), ভালভি (মারাঠি), বাপলিওক (মারাঠি) এবং ১৬ আগস্ট, ১৯৪৭ (তামিল)-সহ ২২টি চলচ্চিত্র ছিল তালিকায়। অবশেষে জুড অ্যান্টানি জোসেফ পরিচালিত মাল্টি-স্টারার সারভাইভাল ড্রামা ‘২০১৮-এভরিওয়ান ইজ আ হিরো’-কেই অস্কারের জন্য ভারত থেকে পাঠানো হচ্ছে।

২০১৮ সালে কেরালায় হওয়া ভয়াবহ বন্যার ঘটনাকে ঘিরেই এই ছবি তৈরি হয়েছে। ৫ মে ২০২৩ সালে মুক্তি পায় এই ছবি। ভালো রিভিউ পাওয়ার পাশাপাশি বক্স অফিসে সাফল্য পায় এই ছবি। মাত্র ৩০ কোটি বাজেটে তৈরি সিনেমাটি, ২০০ কোটি আয় করে বক্স অফিসে। এখনও অবধি এটি সর্বোচ্চ উপার্জনকারী মালয়ালাম সিনেমাও।

শুধুমাত্র সমাজের কাছে কেরালার বন্যার দুঃখজনক ঘটনার চিত্রই তুলে ধরেনি সেই সঙ্গে বর্ণনা করে প্রতিকূলতার মুখে মানবতার অদম্য চেতনাকেও তুলে ধরেছে এই ছবি। ‘২০১৮’ ছবিটিকে অস্কারের মঞ্চে পাঠিয়ে বার্তা জানাতে চায় ফিল্ম ফেডারেশন। সিনেমা বিনোদন দানের পাশাপাশি, বিশ্বব্যাপী সমস্যা সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করে। বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য মানব সচেতনতা তৈরির জন্য একটি শক্তিশালী মাধ্যম হিসেবেও এই ছবি অস্কারের উপযুক্ত বলেই মনে করেছেন বাছাই দলের সদস্যরা। এখন আরআরআর-এর পরে ভারতীয় সিনেমা জগতের মাথায় নয়া পালক জুড়বে কিনা তা এখন সময়ের অপেক্ষা।

tiger 3

Tiger 3: কীসের জন্য ক্যারেকটার সার্টিফিকেট চাইছেন সলমন? টাইগার ৩-এর টিজারে লুকিয়ে চমক!

নিউজ ডেস্ক: পাঠানে টাইগারের দর্শন মিলেছে আগেই। তারপরেই জানা গিয়েছিল টাইগার ৩-এও দেখা যাবে পাঠানের ক্যামিও রোল। সেই থেকেই পর্দার করণ-অর্জুনকে একসঙ্গে দেখতে উদগ্রীব আম জনতা। দুই খানের অনুরাগীরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলেন টাইগার ৩ মুক্তি পাওয়ার। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার প্রকাশ্যে এল সলমন খানের টাইগার ৩এর টিজার। সেই সঙ্গে প্রকাশ পেয়েছে মুক্তির তারিখও। যশ চোপড়ার জন্মবার্ষিকীর দিন প্রকাশ্যে এল সেই টিজার।

টিজারের শুরুতে সলমনকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার নাম অবিনাশ সিং রাঠোর, যদিও আপনারা আমাকে টাইগার বলেই চেনেন। ২০ বছর নিজের সবকিছু ভারতকে রক্ষা করতে লাগিয়ে দিয়েছি। বদলে কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি। আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে টাইগার গদ্দার। দেশের সঙ্গে গদ্দারি করেছে। আমি আপনাদের শত্রু। ২০ বছর সার্ভিস দেওয়ার পর আমি ভারতের থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইছি। আমার ছেলেকে আমি বলব না, ওর দেশ বলবে ওর বাবা কী ছিল, গদ্দার না দেশভক্ত? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।’

যশ রাজ ফ্লিমসের স্পাই ইউনিভার্সের সূত্রপাতই হয়েছিল টাইগার ছবির মাধ্যমে। ২০১২ সালে মুক্তি পেয়েছিল এক থা টাইগার। বক্স অফিসে তুমুল জনপ্রিয় হয়েছিল সেই ছবি। তারপর আসে ২০১৭ সালে টাইগার জিন্দা হ্যায়। এবার ২০২৩ সালে আসতে চলেছে টাইগার ৩। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ১০ নভেম্বর মুক্তি পাবে। পরিচালনা করছেন মণীশ শর্মা। অভিনয় করেছেন সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি। এই প্রথম কোনো খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইমরান হাসমিকে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে পাঠান রূপে শাহরুখ খানকে। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে যশরাজের তরফে শুরু হতে চলেছে টাইগার ভার্সেস পাঠান সিনেমার শুটিংও।

dev anupam

Dev-Anupam Kher: দেবের প্রশংসায় পঞ্চমুখ অনুপম খের, নেপথ্যে কারণ কী?

নিউজ ডেস্ক: একফ্রেমে দুই ভিন্ন ইন্ডাস্ট্রির অভিনেতা! অভিনেতার প্রশংসা ছাড়াও নিজেই করছেন নতুন ছবির প্রচারও। তাঁদের এমন ছবি দেখে অবাক নেটিজেনরা। মঙ্গলবার সকাল সকাল সোশ্য়াল মিডিয়ায় দেবের সঙ্গে ছবি পোস্ট করেন মায়ানগরীর অন্যতম বিখ্যাত অভিনেতা অনুপম খের। এক সোফায় বলিউডের অভিনেতা ও সাংসদ দেবকে দেখে নানান রকম প্রশ্ন ধেয়ে আসতে থাকে। শুধুই কি আলাপচারিতা নাকি এই ছবির নেপথ্যে রয়েছে অন্য গল্প। এমন প্রশ্নই উঠে আসছে।

যদিও অনুপম খের ফেসবুকে দেবের সঙ্গে ছবি শেয়ার করে লেখেন,' আমার অন্যতম প্রিয় বাংলার অভিনেতা। কলকাতা বিমানবন্দরে দেখা হল দেবের সঙ্গে। ওর আসন্ন ছবি ‘বাঘা যতীন’-এর জন্য রইল অনেক শুভেচ্ছা। এই ছবিটা হিন্দিতেও মুক্তি পাবে।' অনুপমের থেকে শুভেচ্ছা পেয়ে দেব আনন্দিত তা বোঝা যাচ্ছে তাঁর হাসি দেখেই। প্রসঙ্গত, চলতি বছর অক্টোবর মাসেই মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ছবি বাঘা যতীন।

বলিউডে পাড়ি জমানোর চেষ্টায় রয়েছেন বাংলা সিনে জগতের বহু তারকারাই। তবে দেশের মানুষের কাছে বাংলা ইন্ডাস্ট্রির ছবি তুলে ধরতে চেষ্টা করছেন দেব-জিৎরা। জিতের পদাঙ্ক অনুসরন করেই হিন্দিতেও মুক্তি পেতে চলেছে বাঘা যতীন। ২০ অক্টোবর হিন্দিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। তার আগে অনুপম খেরের থেকে প্রশংসা পেয়ে খুশি তিনি।

upload

টলিউড

অন্যান্য

ranbir kapoor

Salman Khan Tiger 3: বলিউডে ৩৫ বছর পার সলমনের! কবে আসছে 'টাইগার ৩'-এর ট্রেলার, জানালেন নিজেই 

Akshay Kumar-Sky Force: পাকিস্তানের উপর প্রথম এয়ার স্ট্রাইকের গল্প বলবেন অক্ষয়, প্রকাশ্যে স্কাই ফোর্সের টিজার

Taylor Swift | Sophie Turner: বিচ্ছেদের পর আর পা নয় শ্বশুরবাড়িতে! ঘরছাড়া সোফির ত্রাতা স্বামীর প্রাক্তন প্রেমিকা

Michael Gambon Death: শোকস্তব্ধ হ্যারি পটার ফ্যানরা, ৮২ বছর বয়সে প্রয়াত হেডমাস্টার ডাম্বলডোর

Jawan Buy 1 Get 1 Offer: জওয়ান সাফল্যে নয়া অফার দিলেন শাহরুখ, এবার একটির টিকিটের সঙ্গে মিলবে আরেকটি বিনামূল্যে

Oscar 2024: ২২টি সিনেমা টপকে অস্কারে যাচ্ছে মালয়লম ছবি ‘২০১৮-এভরিওয়ান ইজ আ হিরো’

Soumendu Roy: ফের নক্ষত্রপতন টলিউডে, চিত্রগ্রাহক সৌমেন্দু রায়ের প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া

Tiger 3: কীসের জন্য ক্যারেকটার সার্টিফিকেট চাইছেন সলমন? টাইগার ৩-এর টিজারে লুকিয়ে চমক!

Dev-Anupam Kher: দেবের প্রশংসায় পঞ্চমুখ অনুপম খের, নেপথ্যে কারণ কী?