নিউজ ডেস্ক: উপনির্বাচনে বিপুল জয় তৃণমূলের। বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের ৬ প্রার্থীকেই তাঁদের বিপুল জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তায় তিনি কার্যত ধুয়ে দিয়েছেন বিজেপিকে।
তৃণমূল নেত্রীর সুরেই বিজেপিকে জমিদার ‘কটাক্ষ করেছেন তিনি। বিশেষ ভাবে তিনি ধন্যবাদ জানিয়েছেন মাদারিহাটের মানুষকে, যেখানে এই প্রথমবার পদ্ম সরিয়ে ফুটল ঘাসফুল।
অভিষেক লিখলেন, ‘”বাংলাকে বদনাম করার জন্য নিজেদের স্বার্থে জমিদার, সংবাদমাধ্যম এবং কলকাতা হাইকোর্টের একাংশ নিজেদের স্বার্থে যে গল্প তৈরি করেছিল মানুষ তাকে খারিজ করে দিয়েছে। প্রথমবার সেবা করার সুযোগ দেওয়ার জন্য মাদারিহাটের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ। গণতান্ত্রিক পথে বাংলায় বিরোধীদের নির্মূল করে দেওয়ার জন্য মানুষকে আমার বিনম্র প্রণাম। সাধারণ মানুষ বিরোধীদের মিথ্যা প্ররোচনায় গুরুত্ব না দিয়ে আমাদের ওপরেই আস্থা রেখেছেন। জেলা, ব্লক এবং অঞ্চল ভিত্তিক তৃণমূল স্তরের কর্মীদের আমি কৃতজ্ঞতা জানাই। তাঁদের কঠিন পরিশ্রম এবং মানুষের পাশে থাকার অক্লান্ত প্রচেষ্টাই বাংলার সম্মান এবং গর্বকে রক্ষা করেছে”।