Saturday, December 07, 2024

Logo
Loading...
google-add

Amit Shah: আজ কলকাতায় আসছেন শাহ, রবিতে ঠাসা কর্মসূচি

Sweta Chakrabory | 11:38 AM, Sat Oct 26, 2024

নিউজ ডেস্ক: আজ, শনিবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাত ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান। এদিন রাতে নিউটাউনের একটি হোটেলে রাতে থাকবেন তিনি। আগামিকাল, অর্থাৎ রবিবার সকাল ১১টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার পৌঁছবে নদিয়ার কল্যাণীতে। সেখানে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, পেট্রাপোলে মৈত্রীদ্বারের উদ্বোধন করবেন তিনি।

কল্যাণী থেকে দুপুর একটা নাগাদ অমিত শাহের পৌঁছানোর কথা ছিল হুগলির আরামবাগে। সেখানে একটি সরকারি কর্মসূচি ছিল। সরকারি ওই সমবায় কর্মসূচিতে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলার অনুষ্ঠান ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Union Home Minister)। ঠিক হয়েছিল আরামবাগেই মধ্যাহ্নভোজ সারবেন তিনি। এরপর আরামবাগ থেকে কলকাতায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু, বৃষ্টির কারণে আরামবাগের মাঠে জল জেমে গিয়েছে। সেই মাঠে শাহের চপার নামতে পারবে না। তাই আরামবাগের কর্মসূচি বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, কল্যাণী থেকে সরাসরি কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি) দলীয় কর্মসূচি রয়েছে তাঁর।

শাহর সফরকে সামনে রেখে একদিকে যেমন জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি শিবির, পাশাপাশি এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একটি প্রশ্ন। তা হল, আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে কী সাক্ষাৎ হবে অমিত শাহের? কারণ এই প্রশ্নটা এখন জোরালো হয়ে উঠতে শুরু করেছে একটি ইমেলের মাধ্যমে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশকে কেন্দ্র করে।‌

আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল এ রাজ্য। শুধু এ রাজ্য বললে ভুল হবে। প্রতিবাদ হয়েছিল দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও। ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের লাগাতার অনশন আন্দোলন শেষ হতে না হতেই আরজি কর কাণ্ডের নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তাঁর বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইমেইল মারফত চিঠি লিখে অনুরোধ করেন যে,‌ তাঁর সঙ্গে তিনি এবং তাঁর স্ত্রী দেখা করতে চান। যদিও এখনও পর্যন্ত অমিত শাহের দফতরের পক্ষ থেকে এ ব্যাপারে সরকারিভাবে সাক্ষাতের কোনও সূচি প্রকাশ করা না হলেও রাজ্য বিজেপি শিবিরের এক সূত্র মোতাবেক খবর, অমিত শাহের এই বঙ্গ সফরে আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

State News

google-add
google-add