নিউজ ডেস্ক: চাকরি দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। কাঠগড়ায় দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরিশ সরকারের বিরুদ্ধে। সম্প্রতি মহকুমা আদালতের মাধ্যমে কুশমণ্ডী থানায় মামলা দায়ের করেছে কলকাতার এক ব্যক্তি। অভিযোগ, গ্রুপ ডি-র চাকরি করিয়ে দেওয়ার নামেই ওই টাকা নেওয়া হয়েছে। যদিও বা অভিযোগ দায়েরের পর ওই মামলাকারী প্রকাশ্যে আসেননি।
তবে অম্বরীশ সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বরং তিনি এই ঘটনার জন্য তার দলেরই কয়েকজন নেতার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন। এদিকে এক্স হ্যান্ডলে অম্বরীশের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের এমন হেভিওয়েট নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসক তৃণমূলও।