Tuesday, September 17, 2024

Logo
Loading...
google-add

BJP On RG Kar Protest: তিলোত্তমাকে বিচার দিতে আরও বড় কর্মসূচি শুরু বিজেপির, আজ থেকে টানা ধরনা ধর্মতলায়


Sweta Chakrabory | 12:18 PM, Thu Aug 29, 2024

নিউজ ডেস্ক: তিলোত্তমাকে ন্যায় দিতে এবার ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে শুরু হচ্ছে বিজেপির ধরনা (BJP On RG Kar Protest) কর্মসূচি। এর আগে শ্যামবাজারে পাঁচ দিনের কর্মসূচি ছিল পদ্মশিবিরের। এরপর আজ থেকে আবার শুরু হল আরও বড় কর্মসূচির প্রস্তুতি। আরজি করের ঘটনায় (RG Kar Incident) বিচারের দাবিতে ধর্মতলায় আজ থেকে ৭ দিনের ধরনার ডাক দিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির দাবি, রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। সাধারণ মানুষের কণ্ঠরোধ করছে প্রশাসন। তাই শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছে গেরুয়া শিবির।

জানা গিয়েছে, গতকাল রাত থেকেই এই মঞ্চ বাধার কাজ শুরু হয়েছিল। অভিযোগ, সেই সময় বাধা দেয় পুলিশ। তবে আজ সকাল হতেই ফের ডরিনা ক্রসিংয়েই চলছে মঞ্চ বাধার কাজ। বড় করে তৈরি করা হচ্ছে ধরনা মঞ্চ। চারিদিকে লাগানো হচ্ছে একাধিক মাইক। যদিও ২৯ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান বিক্ষোভ করার জন্য বিজেপি (BJP On RG Kar Protest) হাইকোর্টের দ্বারস্থ হয়। বিজেপির দাবি, এই ধর্নার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। এরপর শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের জন্য অনুমতি দিয়েছে আদালত৷ কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন ধরনা করতে পারবে বিজেপি।

উল্লেখ্য, গত মঙ্গলবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ ব্যানারে পথে নেমেছিল হাজার-হাজার জনতা। নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তারা। আর সেই অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। বিশেষ করে সাঁতরাগাছি-হাওড়া ময়দান-হাওড়া স্টেশন চত্বরের পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। পুলিশ থেকে শুরু করে আম-জনতা আহত হয় অনেকেই। এই ঘটনার প্রতিবাদে বুধবার আবার ১২ ঘণ্টার ধর্মঘট ডাকে বিজেপি। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বনধকে বেআইনি ঘোষণা করা হয়। এরপর আজ থেকে আবার বড় কর্মসূচি শুরু করল বিজেপি। আদালতের অনুমতি নিয়েই এই কর্মসূচিতে সামিল হয়েছেন তারা।

ধরনার পাশাপাশি, আরজি করে (RG Kar Incident) তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সপ্তাহভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিজেপির। ৩০ অগাস্ট বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে রাজ্য মহিলা কমিশনের অফিসে অভিযান করা হবে। দলমত নির্বিশেষে এই অভিযান সমস্ত মহিলাকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকের অফিস ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে। ৪ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি বিডিও অফিসে দিনভর ধরনা কর্মসূচি (BJP On RG Kar Protest) রয়েছে বিজেপির। আর ৬ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি মণ্ডলে দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দিয়েছে তারা।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

State News

google-add
google-add