নিউজ ডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। চলছে সিবিআই তদন্ত। ঘটনার দ্রুত বিচার চেয়ে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ থেকে তারকারা। আর এইবার আরজি কর কাণ্ডের বিচার চেয়ে আগামী কয়েকদিনের বিরাট কর্মসূচি (RG Kar Protest BJP) ঘোষণা করল বিজেপি। এদিন দলের তরফে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ধরনা মঞ্চ থেকে এই ঘোষণা করেন।
এ প্রসঙ্গে রবিবার সুকান্ত মজুমদার জানিয়েছেন, আগামী ২৮ অগাস্ট ফের বঙ্গ বিজেপি শিবির ধরনায় (RG Kar Protest BJP) বসতে চলেছে ধর্মতলাতে। সুকান্ত মজুমদার বলেন, ”পুলিশের কাছে অনুমতি চেয়েছি। না দিলে আদালতে যাব। মহিলা কমিশনে তালা লাগানো হবে।” জানা গিয়েছে, আগামী ২৮শে অগাস্ট বেলা দুটোয় পালিত হবে এই কর্মসূচি। এরপরে আগামী ২৯ অগাস্ট রাজ্য জুড়ে জেলাশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হবে। আগামী ২ সেপ্টেম্বর ব্লকে ব্লকে অফিসারদের সামনে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়াও আগামী ৪ সেপ্টেম্বর বেলা ১১ টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজ্য জুড়ে চাক্কা বনধের ডাক দিয়েছে বিজেপি।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রায় ১৮ দিন কেটে গিয়েছে। ন্যায় বিচারের দাবিতে এখনও পশ্চিমবঙ্গে আন্দোলন চলছে। সুপ্রিম কোর্টের আপিলের পরেও বাংলার জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি চলছে। বস্তুত, আরজি কর কাণ্ডের তদন্ত সিবিআই-এর হাতে যাওয়ার পর থেকে আর কাউকে গ্রেফতারি করা হয়নি। এই ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সেই সঞ্জয় রায়কেই ক্রমাগত জেরা চালিয়ে যাচ্ছে সিবিআই। পাশাপাশি আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও বাড়িতে তল্লাশি চলছে ওই মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এহেন পরিস্থিতিতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার একাধিক রাজনৈতিক কর্মসূচি (RG Kar Protest BJP) ঘোষণা করলেন বিজেপি-র রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার।