নিউজ ডেস্ক: আর জি কর আবহে স্বাস্থ্যসাথীর অপব্যবহার নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আর জি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে প্রমাণও রয়েছে। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে!’ আর জি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়ার ডাক্তাররা যে সময় কর্মবিরতিতে ছিলেন, ঘটনাচক্রে সেইসময় স্বাস্থ্যসাথী খাতে খরচ বেড়েছে রাজ্য সরকারের।
অভিযোগ, সরকারি হাসপাতালে কাজ না করলেও ওই সময় দিব্যি বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করে গিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্যসাথীর খরচও বেড়েছে সেকারণেই। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আর জি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে প্রমাণও রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কিন্তু আমার-আপনার নয়। ওই টাকা জনগণের। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ মুখ্যমন্ত্রী আরও জানান, ওই ঘটনায় প্রথম দফার তদন্ত হয়েছে। মিলেছে নানা সূত্র। আরও একবার সবটা খতিয়ে দেখা হচ্ছে।