নিউজ ডেস্ক: রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের ষষ্ঠ দিনে আগামী সোমবার উপনির্বাচনে জয়ী ৬ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ৬টি আসনের উপ-নির্বাচনে জয়ী নতুন সদস্যদের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস শপথ বাক্য পাঠ করাবেন। সোমবার দুপুর তিনটে নাগাদ হবে সংক্ষিপ্ত অনুষ্ঠান। বিধানসভার সচিবালয় সূত্রে এই খবর জানা গিয়েছে। অধ্যক্ষের দফতরে ইতিমধ্যেই রাজভবনের তরফে ওই বার্তা এসে পৌঁছেছে।
পরিষদীয় দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় শপথ গ্রহণের বিষয়ে চিঠি লিখেছিলেন রাজ্যপাল। শহরে ফিরে তা গ্রহণ করেছেন রাজ্যপাল। রাজভবন থেকে এরপর সিদ্ধান্তের কথা সরাসরি গতরাতে বিধানসভায় পৌঁছে দেওয়া হয়। রাজভবন সূত্রের খবর, রাজ্যপাল কলকাতার বাইরে ছিলেন। সেই কারণে এই বিষয়ে তাঁর সদিচ্ছার কথা জানাতেই দেরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকও রয়েছে এবং বিধানসভায় তা হবে। ওই বৈঠকের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই খবরের সত্যতা স্বীকার করেছেন।