নিউজ ডেস্ক: উত্তরবঙ্গের বিজেপির গড়ে উপনির্বাচনে ঘাসফুলের জয়জয়কার। মাদারিহাট এবং সিতাই দুটি আসনেই জয়ী তৃণমূল। আনুষ্ঠানিক ঘোষণা শুধু বাকি। ইতিমধ্যেই তৃণমূল কর্মীরা গণণাকেন্দ্রের বাইরে বিজয়োৎসব শুরু করে দিয়েছেন। সিতাই আসনটি তৃণমূলের দখলে থাকলেও রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম মাদারিহাট বিধানসভা আসনটিতে জয়ী হল তৃণমূল।
এই জয়ের মধ্যে দিয়েই আলিপুরদুয়ারে খাতা খুলল তৃণমূল।২০২১ সালের নির্বাচনে আলিপুরদুয়ারে ৫-এ ৫ পেয়েছিল বিজেপি।উপনির্বাচনে বিজেপির হাতে থাকা মাদারিহাট দখল করল তৃণমূল। সম্ভবত এটি রাজ্যের এক মাত্র আসন যেখানে তৃণমূল এত দিন জয়ের মুখ দেখেনি। এ বারের উপনির্বাচনে এই ট্রেন্ড ভেঙে চুরমার করে দিলেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। মাদারিহাট আসনের দশম রাউন্ড শেষে গণনায় তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর প্রাপ্ত ভোট ৭৯১৮৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল লোহারের প্রাপ্ত ভোট ৫১০১৮। তৃণমূল এগিয়ে ২৮১৬৮ ভোটে। নির্দল প্রার্থী বুদ্ধিমান লামা ৫০৬১ ভোট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে। আরএসপি প্রার্থী পদম ওরাওঁ ৩৪১২ ভোট পেয়ে রয়েছেন চতুর্থ স্থানে।