Saturday, December 07, 2024

Logo
Loading...
google-add
BYJU's LEARNING APP scam

BYJU'S: ৯ হাজার কোটির জরিমানা বাইজুসের, বিদেশি তহবিল ভেঙে আর্থিক তছরূপের অভিযোগ

Editor | 16:57 PM, Tue Nov 21, 2023

নিউজ ডেস্ক: বিদেশি তহবিল আইন লঙ্ঘন করার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদের ৯ হাজার কোটি টাকা জরিমানা করেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তেমনটাই জানানো হয়েছে। যদিও সংস্থার তরফে এই ধরনের কোনও বিজ্ঞপ্তি পাওয়ার কথা অস্বীকার করা হয়েছে। 

ইডি সূত্রের দাবি ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে বাইজুস মোট ২৮ হাজাত কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পেয়েছিল। আর এরই মধ্যে প্রায় ৯ হাজার ৭৫৪ কোটি টাকাও পাঠিয়েছে এই সংস্থা। যদিও ব আইজুস এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

তবে এই সমন ঘিরে বাইজু জানিয়েছে, তারা এমন কোনও চিঠি হাতে পায়নি। ফেমা আইনের আওতায় তারা কোনও নিয়ম লঙ্ঘন করেনি বলেও জানিয়েছে সংস্থা। প্রসঙ্গত, বাইজু অ্যাপটি যে সংস্থার অধীনে সেই ‘থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেড’ ২০১১ সালে স্থাপন করেছিলেন শিক্ষক বাইজু রবীন্দ্রন ও তাঁর স্ত্রী দিব্যা গোকুলনাথ। প্রথমে তাঁরা অনলাইনে প্রতিযোগিতা মূলক পরীক্ষার পড়া পড়াতেন।

প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবর্ষ থেকে বাইজুসের তরফে কোনও আর্থিক বিবৃতি দেওয়া হয়নি। অ্যাকাউন্টের অডিটও করা হয়নি। এই পরিস্থিতি নিয়ে দাবি উঠল ইডির নির্দেশ নিয়ে।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add