Saturday, December 07, 2024

Logo
Loading...
google-add

Kali Puja: মা কালীর উপর দণ্ডায়মান মহাদেব! কলকাতার উপকণ্ঠে এক মন্দিরে প্রতিষ্ঠিত এই মূর্তি, জানুন এর রহসময় উপাখ্যান


Sweta Chakrabory | 16:01 PM, Thu Oct 31, 2024

নিউজ ডেস্ক: মহাদেবের বুকের উপর দণ্ডায়মান মহাকালী – কালীর এই রূপের সঙ্গেই পরিচিত আমরা। কিন্তু, এর বিপরীত মূর্তি দেখা যায় মধ্যমগ্রামের মহাকাল মন্দিরে (Madhyamgram kali temple)। মহাদেব এখানে চতুর্ভুজ, নীলবর্ণ এবং তিনি দক্ষিণাকালিকার দেহে পা রেখে দণ্ডায়মান - অর্থাৎ সাধারণ কালীমূর্তির সম্পূর্ণ বিপরীত অবস্থান। আসুন আজ কালী পুজোর পুণ্য লগ্নে জেনে নি এই মন্দিরের রহসময় উপাখ্যান।

কথিত আছে, প্রলয় থামাতে কালীকে নিরস্ত করার জন্য তাঁর পায়ের নীচে শুয়ে পড়েছিলেন মহাদেব। এই মূর্তি প্রকৃতি আর পুরুষের ভারসাম্যের প্রতীক। কিন্তু তন্ত্রশাস্ত্রের "নিগম" পদ্ধতির অনুসারে, মধ্যমগ্রামের এই মন্দিরে প্রকৃতি (দেবী কালী) পুরুষের(মহাদেব) নিয়ন্ত্রণাধীন বলে ধরা হয়। মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদু রোড ধরে মিনিট তিনেক হাঁটলেই পাওয়া যাবে এই মূর্তি। সকালে ১০-১.৩০টা এবং বিকেলে ৫-৮ টা খোলা থাকে মন্দির (Madhyamgram kali temple)। এই সময়ে গেলেই এই মন্দিরে দর্শন করা যাবে এই বিস্ময়কর দেবমূর্তি। মূল মন্দিরটির গঠন একেবারেই সাদামাটা। মন্দির চত্বরে দুইটি পৃথক মন্দিরে হনুমানজির মূর্তি ও শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। প্রতি অমাবস্যায় ভোগ হয় ঠাকুরের। হয় নিয়মিত হোম-যজ্ঞ। বিশালদেহী মহাবাহন "ভৈরব"- কে বাবার প্রসাদী সন্দেশ ভোগ দিয়ে, নিষ্ঠাভরে নিত্যপূজা হয় এই মন্দিরে।

জানা যায়, আজ থেকে আনুমানিক অর্ধ শতাব্দী পূর্বে মন্দিরের (Madhyamgram kali temple) প্রতিষ্ঠাতার বাড়ীতে একটি এইরকম ছবি-সম্বলিত ক্যালেণ্ডার ঝোড়ো হাওয়ায় উড়ে এসে পড়ে। ক্যালেন্ডারটি যে কোথা থেকে উড়ে আসে কিছুই জানা যায় না। কিন্তু, মূর্তিটি বিস্ময়কর বোধ হয় তাঁর। এরপর থেকেই স্বপ্নে এই মূর্তি প্রায়ই দেখতে পান তিনি। শেষ পর্যন্ত তিনি মন্দির প্রতিষ্ঠা করে এই মূর্তির পূজা শুরু করেন। এরপর থেকেই এরকম ভিন্নধর্মী ব্যতিক্রমী মহাকাল মূর্তির পূজা আরম্ভ হয়। এই মূর্তির পূজা ভারতের মাত্র তিন জায়গায় প্রচলিত- বেনারস, উজ্জয়িনী, এবং এই মধ্যমগ্রাম, যার মধ্যে পূর্ণাঙ্গ মূর্তি একমাত্র এখানেই অবস্থিত।

google-add
google-add
google-add

Health And Environment

Science And Tech

google-add

Education

google-add

Politics

google-add
google-add
google-add

State News

google-add
google-add