নিউজ ডেস্ক: মঙ্গলবার কিংস্টনের স্যাবাইনা পার্কে ১০১ রানে জিতেছে টাইগাররা। অর্থাৎ ১৫ বছর ৪ মাস ১৭ দিন পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। ২০০৯ সালের সিরিজে ২-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করেছে সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৬৮ রান করে। ১৮ রানে পিছিয়ে থাকা ক্যারিবিয়ানরা ২৮৭ রানের লক্ষ্য পায়। এরপর তাইজুলের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় ১৮৫ রানে। ম্যাচ সেরা তাইজুল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন ৫০ রানে। সব মিলিয়ে এই টেস্টে ৭৪ রান শিকার করেন ৬ উইকেট। সিরিজ সেরার পুরস্কার জেডেন সিলসের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন তাসকিন আহমেদ।