Sunday, October 13, 2024

Logo
Loading...
google-add

Paralympics 2024: প্যারালিম্পিক্সে একই ইভেন্টে জোড়া পদক জয় ভারতের, পাঁচটি সোনা-সহ ভারতের মোট পদকসংখ্যা এখন ২৪


Sweta Chakrabory | 16:53 PM, Thu Sep 05, 2024

নিউজ ডেস্ক: এবারের প্যারিস প্যারালিম্পিক্সে (Paralympics 2024) জয়জয়কার ভারতের। আবারও একটি সোনা এল ভারতের ঘরে। বুধবার রাতে এফ৫১ ক্লাব থ্রো ইভেন্টে সোনা জিতলেন ধরমবীর। একই ইভেন্টে রুপো পেয়েছেন ভারতের প্রণব সুরমা। এ বারের প্যারালিম্পিক্সে এই প্রথম একই ইভেন্টের প্রথম দুই স্থানে শেষ করলেন দু’জন ভারতীয়।

তবে এই ইভেন্টের (Paralympics 2024) ফাইনালে শুরুটা কিন্তু ভাল হয়নি ধরমবীরের। প্রথম চারটি ফাউল হয়। তখনও বোঝা যায়নি পঞ্চম থ্রো-তে কামাল করে দেখাবেন তিনি। নিজের পঞ্চম থ্রোয়ে ৩৪.৯২ মিটার থ্রো করেন ধরমবীর। যেই দূরত্ব আর কোনও প্রতিপক্ষ অতিক্রম করতে পারেনি। যার ফলে সোনা জয় নিশ্চিত হয়ে যায় ধরমবীরের। অপরদিকে, ভারতের অপর প্রতিযোগী নিজের দ্বিতীয় থ্রোয়ে ৩৪.৫৯ মিটার ছোড়েন প্রণব সুরমা। ধরমবীরের দূরত্ব আর অতিক্রম করতে না পারলেও রুপো জয় নিশ্চিত হয়ে যায় তাঁর। একই ইভেন্টে ভারতের জোড়া পদক জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দুই অ্যাথলিট।

বুধবার রাতের এই ইভেন্টের পর প্যারিস প্যারালিম্পিক (Paralympics 2024) গেমসে ভারতের পদক সংখ্যা দাঁড়াল মোট ২৪টি। তারমধ্যে রয়েছে ৫টি সোনা, ৯টি রুপো ও ১০টি ব্রোঞ্জ। আরও বেশি পদক জয়ের আশায় দেশবাসী।

উল্লেখ্য, এফ৫১ ক্লাব থ্রো ইভেন্ট (Paralympics 2024) সেই প্রতিযোগীদের জন্য যাদের শরীরের নীচের অংশ, হাত বা পায়ের নড়াচড়া সীমিত। সব প্রতিযোগীই বসে ইভেন্টে অংশগ্রহণ করেন। ক্লাব ছোড়ার জন্য তাঁদের কাঁধ এবং বাহুর শক্তির উপর নির্ভর করেন। হরিয়ানার সোনিপতে নিজের গ্রামে ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছিলেন ধরমবীর। কোমরের নীচ থেকে বাকি অংশ অসাড় হয়ে যায়। সতীর্থ প্যারা-ক্রীড়াবিদ সারোহার পরামর্শে প্যারা-স্পোর্টসের সঙ্গে পরিচয় ধরমবীরের। অন্যদিকে, প্রণব ছোটবেলা থেকে ক্রিকেট এবং রোলার হকি খেলতে ভালবাসতেন। কিন্তু ১৬ বছর বয়সে তাঁর মাথায় এক দিন সিমেন্টের চাঙর ভেঙে পড়ে। মেরুদণ্ডে বড় চোট লাগে। তাঁরও শরীরের নীচের অংশ অসাড় হয়ে যায়। পরিবারের সমর্থন এবং ইতিবাচক মানসিকতার সাহায্যে তিনি প্যারা-স্পোর্টসে আসেন।

google-add
google-add
google-add

Spiritual

Science And Tech

google-add

Education

google-add
google-add

State News

google-add
google-add