নিউজ ডেস্ক: শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার–সহ তিনজনকে আটক করেছে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। ধৃতদের নাম আন্তো দাস, নূরে আলম মমিন ও সফিকুল ইসলাম। এর মধ্যে একজন শিলিগুড়ির এবং দুজন মালদার কালিয়াচকের বাসিন্দা।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মালদার কালিয়াচক থেকে ব্রাউন সুগার পৌঁছে দিতে শিলিগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহানন্দা সেতু সংলগ্ন এলাকায় পৌঁছেছিল নূরে আলম মমিন ও সফিকুল ইসলাম। এই বিষয়টি আগেই জানতে পেরেছিল। এরপর প্রধান নগর থানার সহায়তায় এসওজি অভিযান চালায় এবং দুজনকেই গ্রেফতার করে। দুজনকে তল্লাশি করে ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছে, এক ব্যক্তির ব্রাউন সুগারের ডেলিভারি নিতে আসার কথা ছিল। বাজেয়াপ্ত ব্রাউন সুগারের মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে। তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ।