নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিন পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তবে এখনই তাঁর জেল-মুক্তি হচ্ছে না। কারণ ইডি মামলায় জামিন পেলেও, সিবিআই মামলার জেরে তাঁকে জেলেই থাকতে হচ্ছে।
শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তিনটি শর্তে জামিন দিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্রকে। বলা হয়েছে, মামলার সঙ্গে যুক্ত কোনও তথ্য ও প্রমাণ নষ্ট করা যাবে না। সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। এছাড়াও পাসপোর্ট জমা রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না তিনি। নিম্ন আদালতের এলাকার বাইরেও যেতে পারবেন না তিনি।