Tuesday, September 17, 2024

Logo
Loading...
google-add

Bird Flu: ফের ছড়াচ্ছে বার্ড ফ্লু! ভিনরাজ্য থেকে ডিম-মাংস ঢোকা এবার নিষিদ্ধ এ রাজ্যে


Sweta Chakrabory | 13:47 PM, Fri Sep 06, 2024

নিউজ ডেস্ক: এবার থেকে অন্য রাজ্য থেকে ডিম এবং মুরগির গাড়ি পশ্চিমবঙ্গে ঢোকা নিষিদ্ধ করল প্রশাসন। সপ্তাহখানেক আগেই জানা গিয়েছিল, ওড়িশার পুরী জেলার পিপিলি এলাকায় বার্ড ফ্লু (Bird Flu) ভাইরাসের সন্ধান মিলেছে। আর তার জেরে মারা যাচ্ছে হাজার হাজার মুরগি। এমত পরিস্থিতিতে বাংলায় ভিন রাজ্য থেকে আসা সমস্ত পোল্ট্রি মুরগির গাড়ি ঢোকা বন্ধ করল রাজ্য প্রশাসন। প্রতিবেশী রাজ্য থেকে ডিমের গাড়িও ঢুকতে দেওয়া হচ্ছে না।

ওড়িশা, অন্ধ্রপ্রদেশ থেকে পোলট্রির মুরগির গাড়ি গুলি মূলত পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকা দিয়েই এরাজ্যে ঢোকে। এবার ওই এলাকা দিয়ে মুরগির গাড়ি ঢোকা বন্ধ করে দিল প্রশাসন। এক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্তাদের কড়া নজরদারি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দাঁতন এলাকাতে যারা মুরগি প্রতিপালন করেন তাঁদেরও বিশেষভাবে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে এই এলাকার মুরগি পালনকারীদের পোল্ট্রি থেকেও স্যাম্পল কালেকশন করে দেখা হচ্ছে সংক্রমণ (Bird Flu) কোনওভাবে শুরু হয়েছে কি না।

আসলে কোনওভাবে বার্ড ফ্লু (Bird Flu) আক্রান্ত মুরগির ডিম এরাজ্যে ঢুকে পড়লে তা খাওয়ার পর এখানেও সংক্রণণ ছড়িয়ে পড়ার ব্যাপক আশঙ্কা থেকে যাবে। তাই আপাতত বাইরের কোনও রাজ্য থেকেই ডিম কিংবা মুরগির গাড়ি ঢুকছে না রাজ্যে। তবে শুধু ওড়িশা নয়, অন্ধ্র থেকে আসা ডিম এবং পোল্ট্রি মুরগির গাড়িগুলোকে বাংলায় ঢুকতে দেওয়া হয়নি। ফেরানো হয়েছে রাজ্যে সীমানা থেকেই। দাঁতনের দুই জায়গায় নাকা পোস্ট বসানো হয়েছে। সারা রাত্রি চলছে চেকিং। রাতেই বেলদার এসডিপিও, এবং দাঁতন থানার আইসি সব গাড়ি গুলিকে দাঁড় করিয়ে, পেপার চেক করেন। সেখানে ছিলেন পশু ও পাখিদের চিকিৎসকরা।

এ প্রসঙ্গে দাঁতনের প্রাণী চিকিৎসক জয়দেব গোস্বামী জানান, ওড়িশা রাজ্যে বার্ড ফ্লু (Bird Flu) সংক্রমণ ছড়িয়েছে হু হু করে। আমাদের এই রাজ্য যেহেতু ওড়িশার একেবারেই সন্নিকটে, তাই বেশি সতর্কতা।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add