Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreAbhishek Banerjee - Rujira Banerjee: অভিষেকের পাশাপাশি রুজিরাকেও নোটিস! নিয়োগ দুর্নীতিতে ইডির নজরে পুরো পরিবার
নিউজ ডেস্ক: আবারও অভিষেককে নোটিস পাঠাল ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে। সূত্রের খবর ৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। ৩ অক্টোবর অভিষেককে ইডি তলব করলেও সেদিন হাজিরা এড়িয়ে যান তিনি। কেন্দ্রের কাছে বকেয়া টাকার দাবি নিয়ে দিল্লিতে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ মামলায় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ইডি তলব করেছে। অন্যদিকে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়কে ৬ অক্টোবর ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ৭ অক্টোবর হাজিরার জন্য ইডি আগেই নোটিস পাঠিয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র সূত্রেই ওই সংস্থার কথা উঠে আসে। বিচারপতি অমৃত সিনহা ওই সংস্থার শীর্ষব্যক্তিদের সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ দেন। অভিষেক অবশ্য সিঙ্গলবেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে অভিযোগ দায়ের করেছেন। ১০ অক্টোবর নিয়োগ মামলায় আদালতে রিপোর্ট জমা দেওয়ার কথা ইডির। ঠিক তার আগের দিন অভিষেককে ইডি তলব করল।
নিউজ ডেস্ক: আবারও অভিষেককে নোটিস পাঠাল ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে। সূত্রের খবর ৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। ৩ অক্টোবর অভিষেককে ইডি তলব করলেও সেদিন হাজিরা এড়িয়ে যান তিনি। কেন্দ্রের কাছে বকেয়া টাকার দাবি নিয়ে দিল্লিতে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ মামলায় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ইডি তলব করেছে। অন্যদিকে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়কে ৬ অক্টোবর ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ৭ অক্টোবর হাজিরার জন্য ইডি আগেই নোটিস পাঠিয়েছিল।
নিয়োগ দুর্নীতি মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র সূত্রেই ওই সংস্থার কথা উঠে আসে। বিচারপতি অমৃত সিনহা ওই সংস্থার শীর্ষব্যক্তিদের সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ দেন। অভিষেক অবশ্য সিঙ্গলবেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে অভিযোগ দায়ের করেছেন। ১০ অক্টোবর নিয়োগ মামলায় আদালতে রিপোর্ট জমা দেওয়ার কথা ইডির। ঠিক তার আগের দিন অভিষেককে ইডি তলব করল।
West-Bengal | Updated: 16:10 PM, Wed Oct 04, 2023
Suvendu Adhikary: "তৃণমূলের মালিকের ঘরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা”, অভিষেকদের নিশানা শুভেন্দুর
নিউজ ডেস্ক: দিল্লিতে বসে এবার বড় অভিযোগ করলেন শুভেন্দু। বাংলার রাজনীতি নিয়ে এখন সরগরম রাজধানী দিল্লি। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক অবরোধের অভিযোগে দু’দিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কর্মসূচি চলছে। অন্যদিকে বুধবার দিল্লিতেই বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ওই কর্মসূচিকে ‘নাটক’ বললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, “লোকসভার আগে হারানো জনসমর্থন ফিরে পেতেই এমন রাজনৈতিক প্রচার। রাজধানীর বুকে মিথ্যা এবং ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর নাটক করছে তৃণমূল”। আগে এক্স হ্যান্ডেলেও শুভেন্দু কটাক্ষ করে লিখেছিলেন, “চোর মাচায়ে শোর”।
মনরেগা প্রকল্পে টাকার দাবি নিয়ে সোমবার ও মঙ্গলবার কর্মসূচি রেখেছিল তৃণমূল কংগ্রেস। সোমবার রাজঘাটে ধর্না ও তাকে ঘিরে অশান্তিও হয়েছে। আর মঙ্গলবার যন্তরমন্তরে কর্মসূচিতে সামিল হলেন অভিষেকরা। তার কিছু দূরে বসে শুভেন্দু বললেন, “এরা কমপক্ষে পাঁচ-ছয় হাজার কোটি টাকা তুলে নিয়ে নিজেদের ঘরে, তৃণমূলের কার্যালয়ে, তৃণমূলের মালিকের ঘরে পাঠিয়ে দিয়েছে। এটা বড় দুর্নীতি”। নাম না করে অভিষেককেও বিঁধেছেন শুভেন্দু।
সোমবারই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বলেছিলেন, একশ দিনের কাজে দুর্নীতির সিবিআই তদন্ত চান। এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করে তিনিও সিবিআই তদন্তের দাবি জানাবেন বলে জানান শুভেন্দু।
অভিষেকদের কর্মসূচিকে আগেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অভিযোগ করেছেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট করা হয়েছে, তা উদ্ধার করতে হবে।
West-Bengal | Updated: 18:35 PM, Tue Oct 03, 2023
Abhishek Banerjee: অভিষেকের আবেদনের শুনানি বুধবার, কেন ইডির তলব এড়ানোর বিষয় আগে জানাননি? প্রশ্ন আদালতের
নিউজ ডেস্ক: আজ অর্থাৎ মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। কিন্তু এদিন ইডির ডাকে সাড়া দেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের কর্মসূচিতে তিনি এখন দিল্লিতে। আর এদিনই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন তাঁর আইনজীবী।
অভিষেকের পক্ষ থেকে দ্রুত শুনানির দাবি জানানো হয়েছিল। কিন্তু এদিন শুনানি হল না। সমস্ত নথি সময়ে ডিভিশন বেঞ্চে এসে না পৌঁছনোর জন্যই শুনানি একদিন পিছিয়ে গেল। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে বুধবার ওই মামলার শুনানি হবে।
ইডির তলব এড়াতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। ইডির হাজিরায় সাড়া দেবেন না সেকথা আগে কেন জানাননি? আদালত এই প্রশ্ন তোলে। জবাব অভিষেকের আইনজীবী জানান, পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি থাকায় তিনি হাজিরা তিনি পারছেন না। এর আগে রাজনৈতিক কর্মসূচির দিনে অভিষেককে তলব করা হয়েছে বলে অভিযোগ করেন। যদিও আদালত প্রশ্ন তোলে, হাজিরা না দেওয়ার বিষয় কেন আগে ইডিকে জানানো হয়নি ? অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন মঙ্গলবার তিনি ইডির কাছে যাবেন না।
মূলত হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহার নির্দেশ ছিল, ৩ অক্টোবরের তদন্তপ্রক্রিয়া যেন কোনওভাবে বিঘ্নিত না হয়। এমনকী কেন্দ্রীয় সংস্থা যে কোনও পদক্ষেপ করতে পারবে বলেও জানায় আদালত। এদিন হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন জানান অভিষেক। ইডির হাজিরা এড়ানো ও সিঙ্গল বেঞ্চের নির্দেশের ব্যাখ্যা চেয়ে আবেদন জানিয়েছেন। বুধবার সেই মামলার শুনানি হবে।
West-Bengal | Updated: 15:35 PM, Tue Oct 03, 2023
Giriraj Singh: ১০০ দিনের কাজে দুর্নীতিতে সিবিআই চান গিরিরাজ, রাজঘাট থেকে তৃণমূলের ধর্না সরাল পুলিশ
নিউজ ডেস্ক: রাজ্যের বকেয়া নিয়ে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচির মধ্যেই পাল্টা তোপ গিরিরাজ সিংয়ের। সোমবার গান্ধী জয়ন্তীতে রাজঘাটে ধর্নায় বসেছিল তৃণমূল। পুলিশ তাদের একসময় সরিয়ে দেয়। অন্যদিকে এদিনই গিরিরাজ একশ দিনের কাজে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবি তুললেন।
এমএনরেগা প্রকল্পে ১০০ দিনের কাজে বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ রাজ্য সরকারের। এমনকী আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলেই অভিযোগ। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক অবরোধের প্রতিবাদ জানাতে দিল্লি চলো কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো সোমবার রাজঘাটে গান্ধীর সমাধিস্থলের কাছে ধর্নায় বসে তৃণমূল সাংসদ, মন্ত্রী, বিধায়ক-সহ নেতা-কর্মীরা। কিন্তু দিল্লি পুলিশ সেখান থেকে সরে যেতে বলে। ধর্নার কারণে অন্য কেউ গান্ধীজির সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে পারছিলেন না বলে জানায় দিল্লি পুলিশ। শেষ পর্যন্ত গান্ধীজির সমাধিক্ষেত্রের বাইরে অশান্তি বেধে যায়। তৃণমূল অভিযোগ করে দিল্লি পুলিশ জোর জবরদস্তি করেছে। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনও শেষ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
তবে তৃণমূল কংগ্রেস যে কারণে দু’দিন ব্যাপী রাজধানীতে কর্মসূচি নিয়েছে। এদিন সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রী। এদিন গিরিরাজ সিং বলেন, “১০০ দিনের কাজে ৫৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। ইউপিএ আণলের থেকে অনেক বেশি। ২৫ লক্ষ জবকার্ডে হেরফের করা হয়েছে। অুসন্ধান কমিটির সঙ্গে সহযোগিতা করা হয়নি। এখন মনে হচ্ছে তদন্তভার সিবিআইকে দিতে হবে। ২৫ লক্ষ ভুয়ো জবকার্ড। এর তদন্ত হওয়া উচিত।”
মমতা বন্দ্যোপাধ্যায়কেও হুঁশিয়ারি দিয়েছেন গিরিরাজ। তিনি বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছি। গরিবের লুঠ করা টাকা গরিবদের ফিরিয়ে দিন। ২৫ লক্ষ ভুয়ো জবকার্ডের টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, এটা কেন্দ্রীয় সরকার ও দেশবাসী জানতে চায়”।
West-Bengal | Updated: 16:48 PM, Mon Oct 02, 2023
Abhishek in ED: হাজিরা দিলেন অভিষেক
নিউজ ডেস্ক: তলব করার প্রতিবাদ জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগে হাজিরা এড়ালেও অবশেষে বুধবার সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে সকাল ১১টা ৩৪ মিনিট নাগাদ এলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক। তার আগের দিন মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। চেয়েছিলেন রক্ষাকবচ। তবে লিখিত রক্ষাকবচ না থাকলেও মৌখিক রক্ষাকবচ রয়েছে তার। আবেদন শোনার পর বিচারপতি জানান, ইডি এই বিষয়ে আগেই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পালন করেছে। তাই নতুন করে কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই অভিষেকের। শুনানির সময় ‘সমন মানেই অভিযুক্ত নয়। এবং গ্রেফতারি নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডাকার’ আশ্বাস দিয়েছেন ইডি-র কৌঁসুলিও।
জানা গেছে এদিন দুপুর ১২:০০ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি আধিকারিক। মঙ্গলবার রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রশ্নমালা তৈরি করে রাখেন ইডি আধিকারিকরা। অভিষেক লিপ্স অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর পদ ছেড়ে দিলেও সি ই ও পদে রয়েছেন বলে ইডি সূত্রে খবর। তবে ডিরেক্টর পদে রয়েছেন অভিষেকের পরিবারের তিন সদস্য। গুরুত্বপূর্ণ পদে ছিলেন কালিঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। লিপ্স অ্যান্ড বাউন্ডস সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন রয়েছে ইডির। সেগুলি সম্পর্কে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত বুধবার বিরোধী জোটের সমন্বয় কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু তদন্তে সহযোগিতার স্বার্থে বৈঠকে যোগ দেওয়া হল না অভিষেকের। এক্ষেত্রে তৃণমূল শিবিরের প্রশ্ন সমন্বয় কমিটির বৈঠক কবে হবে তা আগেই ঘোষণা করা হয়েছিল। তা সত্বেও একই দিনে তলবের পিছনে রাজনৈতিক ষডযন্ত্রের ইঙ্গিত খুঁজে পাচ্ছে ঘাসফুল শিবির।
West-Bengal | Updated: 11:59 AM, Wed Sep 13, 2023
নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
প্রসঙ্গত ৩১ ডিসেম্বরের মধ্যে
ধূপগুড়ি মহকুমা হবে, উপনির্বাচনের প্রচারে গিয়ে ঘোষণা করেছিলেন
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি
সহ অন্যান্য বিরোধী দলগুলির প্রশ্ন, মহুকুমা হবে এই ঘোষণা করার দায়িত্ব রাজ্য প্রশাসনের।
অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের কে? এমনকি নির্বাচনের আগে ধূপগুড়িতে আদর্শ আচরণবিধি
লাগু রয়েছে। সেই সময় কিভাবে উনি উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিতে পারেন?
২ সেপ্টেম্বর ধূপগুড়ির জনসভায় অভিষেকের বিতর্কিত
ঘোষণার প্রতিবাদে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনে
নালিশ জানিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনারকে পাঠানো চিঠিতে
সেই বক্তব্যের লিংক সহ অভিযোগ জানানো হয়েছে। এমনকি সরকারি সম্পত্তিতে তৃণমূল ব্যানার
ও হোর্ডিং লাগাচ্ছে এই অভিযোগও জানানো হয়েছে এবং এর বিরুদ্ধে অবিলম্বে
ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে বিজেপি।
এবিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,
“পিসির কাছ থেকে ভাইপো অনেক গুণ পেয়েছেন। তাঁর মধ্যে একটা অনবরত মিথ্যে কথা বলা। ২১
এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি মহকুমা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এবার ওনার ভাইপো একই প্রতিশ্রুতি দিলেন। আড়াই বছরে দুবার মহকুমা হবে বলে প্রতিশ্রুতি
দেওয়া হল। একই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানানো হচ্ছে”।
West-Bengal | Updated: 16:28 PM, Mon Sep 04, 2023
Leaps and Bounce Controversy: আরও বিপাকে অভিষেক, জানিয়ে দিলেন শুভেন্দু
নিউজ ডেস্ক: রবিবার কলকাতায় ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার
লিপ্স অ্যান্ড বাউন্সের অফিসে হানা দেয় ইডি। এই হানা ঘিরে ফের বেড়েছে রাজনৈতিক উত্তাপ।
দক্ষিণ চব্বিশ পরগনায় ওই সংস্থার বোতলবন্দী জলের কারখানা ছিল। এই জেলার ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিই এই সংস্থার প্রথম দিকে কর্ণধার ছিলেন।
ফলে এসবের মধ্যে কি যোগসূত্র রয়েছে। দুর্নীতির টাকা কোন সংস্থা থেকে কোন সংস্থায়
ঘুরপথে পাঠানো হয়েছে তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বাভাবিকভাবেই অভিষেক
কি এবার আরও বিপাকে পড়তে চলছেন? উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত ২০১২ সালে তৈরি হয়েছিল লিপ্স অ্যান্ড বাউন্স। ২০১৪
সালে ওই সংস্থার দায়িত্ব ছেড়ে দেন অভিষেক। বর্তমানে এই সংস্থার দায়িত্বে রয়েছেন রুজিরা
বন্দ্যোপাধ্যায় (অভিষেকের স্ত্রী), অমিত বন্দ্যোপাধ্যায় (অভিষেকের বাবা) ও লতা বন্দ্যোপাধ্যায়
(অভিষেকের মা)। দায়িত্ব ছেড়ে দিলেও ঘুরপথে ওই সংস্থা তৃণমূল সাংসদের নিয়ন্ত্রণাধীন
রয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তমলুকের নিমতৌড়িতে একটি
জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কালিঘাটের কাকুর বলে ওই সংস্থাকে
দেখানো হচ্ছে। লিপ্স অ্যান্ড বাউন্স অভিষেকের সংস্থা। সাংসদ হওয়ার জন্য তিনি পদত্যাগ
করলেও তার পরিবারের সকলে এখনও সংস্থা চালান। বন্দ্যোপাধায়্যায় পরিবারের কোম্পানী লিপ্স
অ্যান্ড বাউন্স”।
এদিকে হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই এবং
ইডির তদন্তের বিরুদ্ধে তৃণমূল সাংসদ
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রদানের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন
বেঞ্চ তার পর্যবেক্ষণে বলে, “শিক্ষক নিয়োগ ও পুরসভা নিয়োগ কেলেঙ্কারির সম্পর্ক থাকার
সম্ভাবনা আছে”।
রক্ষাকবচ সরে যাওয়ায় এবার কি তাহলে বিপদ বাড়ল ডায়মন্ড হারবারের
সাংসদের? ইডি সুত্রে জানা গেছে ফের তৃণমূল সাংসদকে ডেকে পাঠানো হতে পারে। ওয়াকিবহাল
মহলের মত নতুন করে তদন্তের গতি বাড়ায় অভিষেকের সমস্যা কমার অন্তত ইঙ্গিত নেই। যদিও
নিজেকে বারংবার নির্দোষ দাবী করেছেন তিনি।
West-Bengal | Updated: 16:20 PM, Tue Aug 22, 2023
Abhishek Banerjee: ভাইরাল হতেই অ্যাকাউন্ট থেকে হাওয়া অভিষেকের ছবি, মঙ্গলকামনায় পুজো রুজিরার
নিউজ ডেস্ক: জনজোয়ার যাত্রার সময় কর্মসূচির চেয়ে বেশি আলোচনার বিষয়বস্তু ছিল অভিষেকের লুক। টলিপাড়ার যে কোন অভিনেতাকে টক্কর দেওয়ার জন্য যথেষ্ট ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ফ্যাশন স্টেটমেন্ট। তার বডি ল্যাঙ্গয়েজ ছিল কনফিডেন্ট। ব্রান্ডেড শার্ট প্যান্ট ও চোখে থাকত ব্র্যান্ডেড চশমা। গাড়ির ছাদে দাঁড়িয়ে কিংবা সান রুফ গাড়ি থেকে হাত নাড়ানো। একেবারে হিরোর ইমেজে তাকে তুলে ধরেছিল তৃণমুলের সমস্ত ফেসবুক পেজ ও টুইটার হ্যান্ডেল।
বিদেশে গিয়ে সেই সময়কে হয়ত মিস করছেন তৃণমূলের নাম্বার-২। তাই রবিবার নিজের ইন্সটা অ্যাকাউন্ট থেকে অভিষেক পোস্ট করেন একটি ছবি। নিউয়র্কের টাইমস স্কোয়ারের সামনে থেকে একটি সেলফি পোস্ট করেন তিনি। চোখে রোদ চশমা। হালকা বেগুনি রঙের পোলো টি শার্ট, পীঠে ব্যাকপ্যাক। রাজনীতিবিদ না টলি পাড়ার হিরো বোঝা বড় দায়। কিন্তু এই ছবি কবেকার তা উল্লেখ ছিল না। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ছবি। কমেন্ট ও বিতর্কের বন্যায় অবশ্য সোমবার এই ছবি আর দেখা যায়নি যুবরাজের অ্যাকাউন্টে। কীভাবে ছবি রিমুভ হল বলতে পারবেন তিনিই।
আরও পড়ুন: Howrah: শেষকৃত্যেও তোলাবাজির শিকার হাওড়ার মানুষ
স্বামী যখন বিদেশে হিরোর লুকে তখন তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে অবশ্য দেখা গেল একেবারে সাধারণ বেশে। স্বামীর মঙ্গলকামনায় তারকেশ্বরে পুজো দিলেন রুজিরা। হালকা নীল রঙের সালোয়ার পড়ে মন্দিরে আসেন রুজিরা। দুধপুকুরে হাত পা ধুয়ে মন্দিরের গর্ভগৃহের বাইরে থেকে পুজো দেন অভিষেক-জায়া। পুজো শেষে দলীয় কাউন্সিলর ও সমর্থকদের সেলফির আবদার মেটান তিনি। প্রসঙ্গত ২৭ জুলাই অভিষেক কলকাতা ছাড়েন। দুবাই হয়ে সস্ত্রীক তার আমেরিকা যাওয়ার কথা ছিল। কিন্তু মাঝেই রুজিরা দেশে ফিরে আসেন। অভিষেক অবশ্য বিদেশেই আছেন। ২০ আগস্ট তার দেশে ফেরার কথা আছে।
West-Bengal | Updated: 15:57 PM, Mon Aug 07, 2023
Calcutta High Court: তৃণমূলের গালে ফের আদালতের থাপ্পড়
নিউজ ডেস্ক: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে হুঙ্কার দিয়েছিলেন অভিষেক। তাঁর ঘেরাও অভিযানে জল ঢেলে দিল কলকাতা হাইকোর্ট। স্থগিতাদেশের ফলে ৫ আগস্ট ঘেরাও অভিযান হচ্ছে না কার্যত ধরেই নিয়েছে তৃণমুল। অভিষেকের মন্তব্যের ওপর প্রশাসনের অন্ধত্ব নিয়ে সোমবার প্রশ্ন তুলেছে আদালত। ৫ জুলাই এই কর্মসূচী না করার নির্দেশ দিয়েছে আদালত।২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাবে ডাক দিয়েছিলেন। এই কর্মসূচিকে খানিকটা সংশোধন করে সমর্থন করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবার এই কর্মসূচির ওপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। ফলে ৫ আগস্ট এই কর্মসূচি হচ্ছে । অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে বিজেপির বড় মাঝারি ও ছোট সকল নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন।
এই ঘেরাও কর্মসূচির প্রতিবাদ জানিয়ে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানেই রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। তিনি বলেন, “প্রশাসন কেন নিজে থেকে পদক্ষেপ নিল না। কেউ যদি এই ধরনের মন্তব্য করে তাহলে প্রশাসন কেন ব্যবস্থা নেবে না। ধরুন কেউ বলল হাইকোর্ট ঘেরাও করবে। তাহলে কি প্রশাসন ব্যবস্থা নেবে না”। বিচারপতি এহেন মন্তব্য প্রশাসনের ভূমিকা ও মেরুদন্ডের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল।
একুশে জুলাই এর মঞ্চ থেকে অভিষেক ঘোষণা করেছিলেন জেলা স্তর থেকে ব্লক স্তর এমনকি বুথ স্তর পর্যন্ত বিজেপির নেতারা যে যেখানে থাকেন সকলের বাড়ি ঘেরা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ সংশোধন করে বাড়ি থেকে অন্তত ১০০ মিটার দূরে কর্মসূচি করার নির্দেশ দিয়েছিলেন। এদিনের একুশে জুলাইয়ের কর্মসূচী নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “২১ জুলাইয়ের জন্য আদালতের কাজ হয়নি। সাড়ে ১১টার মধ্যে কোর্ট ফাঁকা হয়ে যায়। আমরা বিচারপতিরা উঠে যেতে বাধ্য হই। আপনারা রাজনিতি করুন আপত্তি নেই। কিন্তু আপনাদের জন্য সাধারণ মানুষ কেন ভুগবে? এর পরেই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টচার্যের বেঞ্চ জানিয়ে দেয় ৫ আগস্ট কোন রকম ঘেরাও কর্মসূচী করা চলবে না। সাধারণ মানুষের সমস্যা হয় এরকম কোন নির্দেশ আদালত দিতে পারে না। পাসাপাশি রাজ্যকে তাঁর বক্তব্য হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে।
আদালতের নির্দেশের পর বিজেপি নেতা অমিত মালব্য টুইট করে লেখেন, “ আদালতের এই নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আরও খারাপ হল। বলার অপেক্ষা রাখে না তাঁর দল পশ্চিমবঙ্গে রাজনৈতিক জমি হারাচ্ছে”। এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টচার্য বলেন, “সমাজে আতংকের আবহ তৈরী করার কর্সুচী ছিল। দুর্নিতির তদন্ত চলছে যদি কেউ গ্রেপ্তার হত তাহলে এই সব চিহ্নিত বিজেপি নেতাদের এদের বাড়ি জালিয়ে দেওয়া হত। মুখ্যমন্ত্রী নিজে জানেন এই কর্মসূচী করা যায় না। তবু স্নেহের কারণে কর্মসূচী বাতিল করলেন না। সংশোধন করলেন। কিন্তু আদালতের নির্দেশের পর তারা কি করবেন তাদের ব্যাপার অনেক সময় তারা আদালতের নির্দেশ অগ্রাহ্য করেই থাকেন”।
West-Bengal | Updated: 17:01 PM, Mon Jul 31, 2023
Abhishek Banerjee: বাড়ি ঘেরাওয়ে থাকছেন না, সস্ত্রীক দুবাই হয়ে আমেরিকা রওনা অভিষেকের
নিউজ ডেস্ক: সস্ত্রীক বিদেশ গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিদেশ যাত্রা ঘিরে তৈরী হল বিতর্ক। তাঁর নির্দেশে ৫ আগষ্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি হওয়ার কথা। অথচ নির্দেশ দিয়েই খালাস নেতা। কর্মসূচির আগেই কেন মরিয়া হয়ে দেশ ছাড়লেন অভিষেক তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ি এপ্রসঙ্গে বলেন, “কেন অভিষেক ও তার পরিবারের সদস্যরা বারংবার দুবাই যান সেটা তারাই বলতে পারবেন। তবে চিকিৎসাজনিত কারণ হলে আদালত ছাড়পত্র দিতেই পারে। সেটা আদালত এবং তদন্তকারী সংস্থা বলতে পারবে”। তবে সুত্রের খবর ইতিমধ্যে দুবাইয়ের একটি অ্যাকাউন্ট বন্ধ হয়েছে বিদেশ মন্ত্রকের অনুরোধে। এই যাত্রা ও সেই অ্যাকাউন্ট বন্ধের মধ্যে মিল খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন শেষ বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি তার বাংলার বার্তা নামে ইউটিউব চ্যানেলে অভিষেকের সস্ত্রীক বিদেশ যাত্রার সঙ্গে অ্যাকাউন্ট বন্ধের সময় নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছেন।
আরও পড়ুন: West Bengal Violence: তিন সন্তানকে পিটিয়ে খুন, গ্রেফতার বাবা
তবে অভিষেকের ঘনিষ্ঠ মহলের তরফে দাবি করা হয়েছে চোখের চিকিৎসা করানোর জন্যই অভিষেকের দুবাই ও আমেরিকা যাত্রা। আগামি ৮ আগস্ট আমেরিকার হাসপাতালে তার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। চিকিৎসাও অস্ত্রোপচারের জন্য সময় লাগবে। চিঠি লিখে ইডিকে সেকথা জানিয়েছিলেন অভিষেক। ২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেকের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। চোখে গুরুতর চোট পান তিনি। সেই চিকিৎসা চলছে বিদেশে। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে আমেরিকার বাল্টিমোর হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। সিঙ্গাপুর ও আমেরিকায় চিকিৎসা করিয়ে আগের তুলনায় ভাল দেখতে পান তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক।
West-Bengal | Updated: 15:34 PM, Thu Jul 27, 2023
অভিষেক-পত্নীর বিদেশ যাত্রা আটকানোর কারণ জানতে চাইল সুপ্রিম কোর্ট
নিউজ ডেস্ক: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ-যাত্রা কী কারণে রদ করতে হবে, ইডির কাছে তার ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, বিদেশ যেতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার পর্যবেক্ষণে ইডিকে বিচারপতি সঞ্জয় কিসান কউল বলেন, অভিষেকের বিদেশ-যাত্রা আটকানো ঠিক নয়। অন্যদিকে, অভিষেক-পত্নী রুজিরার দুবাইযাত্রা আটকানোর পর বিষয়টি কোর্টে জানিয়েছিলেন তাঁদের উকিল কপিল সিব্বল। এবার রুজিরাকেও কেন বাধা দেওয়া হয়েছিল, তারও উত্তর ইডির থেকে তলব করেছেন জাস্টিস সঞ্জয় কিসান কউল।
আগামী শুক্রবার রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। সেদিনই এ সংক্রান্ত সমস্ত জবাব দিতে হবে ইডিকে। এর আগে কলকাতা বিমানবন্দর থেকে দুবাই যেতে বাধা দেওয়া নিয়ে কোর্টে জানিয়েছিলেন রুজিরা। তাঁর অভিযোগ ছিল তদন্ত চলাকালীন কোনওরকম বিদেশযাত্রায় নিষেধ করেনি ইডি। তা সত্ত্বেও বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ জানিয়েছিএন তিনি।
অন্যদিকে, চোখের চিকিৎসার জন্য আমেরিকায় যাবেন বলে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন অভিষেক। তাঁর বক্তব্য, আগামী ৮ আগস্ট বিকেলে তাঁর চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েনমেন্ট রয়েছে, এবং তাঁকে চিকিৎসার জন্য আমেরিকা থাকতে হবে ২৪ দিন। এই বিষয়ে ইডির কাছে অনুমতি চাওয়া হলে জবাব দেয়নি ইডি বলে অভিযোগ তাঁর। আজ এর শুনানি হওয়ার কথা জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে।
West-Bengal | Updated: 17:29 PM, Mon Jul 24, 2023
ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক: ফের কলকাতা হাইকোর্টে মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, নিয়োগ মামলায় ইতিমধ্যেই উঠে গেছে সুপ্রিম রক্ষাকবচ। তাই নিয়োগ মামলায় আপাতত ইডি বা সিবিআই জেরার সম্মুখীন হতেই হবে তাঁকে। কিন্তু সুপ্রিম কোর্ট ৪৮২ ধারায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন অভিষেককে। সেই অনুযায়ী জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজ মামলা দাঁয়ের করলেন তিনি।
উল্লেখ্য, গত মার্চ মাসে শহিদ মিনারের সভায় তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে বলে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি এও দাবি করেন, যে মদন মিত্র ও কুণাল ঘোষকেও নাকি তাঁর নাম নেওয়ার জন্য চাপ দিয়েছিল সিবিআই। এরপরই কুন্তল ঘোষ আদালতে চিঠি লিখে দাবি করেন তাঁর বয়ানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দিচ্ছে সিবিআই।
তবে জেলের সিসিটিভি ফুটেজ দেখিয়ে সিবিআই জানায়, কুন্তলের অভিযোগ মিথ্যা। এরপর অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন জাস্টিস অমৃতা সিনহা। অমৃতা সিনহার নির্দেশ খারিজ করার আবেদন জানিয়েই ফের হাইকোর্টের শরণাপন্ন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। আগামী ২৪ জুলাই, সোমবার এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।
West-Bengal | Updated: 16:00 PM, Thu Jul 20, 2023
West-Bengal | Updated: 11:24 AM, Thu Sep 14, 2023
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, বিপদ এড়ানোর উপায় কী?
West-Bengal | Updated: 18:17 PM, Thu Aug 31, 2023
Mumbai News: একই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
West-Bengal | Updated: 15:08 PM, Mon Jul 17, 2023
Monsoon Health Tips: পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি? রান্নাঘরেই আছে সুস্থ থাকার টোটকা!
West-Bengal | Updated: 17:46 PM, Thu Jul 13, 2023
Hand Sanitizer: করোনা গেলেও ব্যবহার হচ্ছে স্যানিটাইজার, অজান্তে বাড়ছে না তো বিপদ?
West-Bengal | Updated: 16:54 PM, Wed Jul 12, 2023
Chronic cough causes: কফ জমে গলায়? জেনে নিন সর্দি জমার লক্ষণ আর প্রতিকারের উপায়
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is other culture news
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is culture news
West-Bengal | Updated: 17:47 PM, Fri Jun 02, 2023
Rahul Gandhi's remarks on condition of Dalits, Muslims in India 'bitter truth': Mayawati
West-Bengal | Updated: 17:40 PM, Fri Jun 02, 2023
An open letter to the Indian film industry
West-Bengal | Updated: 17:39 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System ads132
West-Bengal | Updated: 17:37 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System dsf342
West-Bengal | Updated: 17:36 PM, Fri Jun 02, 2023
Girl Finds Strange Eggs Under Her Bed - When Expert Sees It, He Turns
West-Bengal | Updated: 17:33 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System 687342