Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreAyodhya Ram Temple: অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে ২২ জানুয়ারি
নিউজ ডেস্ক: ডিসেম্বরের শেষে সম্পন্ন হয়ে যাবে রাম মন্দির নির্মাণের কাজ। পুজো হবে ২২ জানুয়ারি। ২৪ জানুয়ারি ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দ্বার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে এমনটাই জানালেন মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র।
নৃপেন্দ্র বলেন, “মন্দিরের নিচতলার নির্মাণকাজ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা ছিল। আর সেই মতোই কাজ এগিয়ে চলেছে।” তিনি জানান, এই মুহূর্তে মন্দিরের চূড়ায় একটি যন্ত্রম স্থাপন করা হবে। আপাতত তার ডিজাইনিং এবং তৈরির কাজ চলছে বেঙ্গালুরুতে। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, রুরকি এবং পুনের একটি ইনস্টিটিউট যৌথভাবে এর জন্য একটি কম্পিউটারাইজড প্রোগ্রাম তৈরি করেছে।
অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন নৃপেন্দ্র। তাঁর কথায়, “রাম লালার অভিষেক অনুষ্ঠানে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে ২০-২৪ জানুয়ারির মধ্যে যেকোনও দিনে ‘প্রাণ প্রতিষ্ঠা’র অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।”
১৪ জানুয়ারি মকর সংক্রান্তির পরে রাম লালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করবে মন্দির নির্মাণ কমিটি। আর তার জন্য হিন্দু রীতি মেনে ১০ দিনের আচার, পুজোপাঠ চলবে। এরপর ২৪ জানুয়ারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দ্বার।
উল্লেখ্য, মোট ৮ একরের উপর তৈরি হয়েছে বিশ্বের বৃহত্তম রাম মন্দির। যার দৈর্ঘ্য ৩৮০ ফুট এবং প্রস্থ ২৫০ ফুট। মন্দিরের উচ্চতা ১৬১ ফুট। ৩৯২টি স্তম্ভ ধরে রাখবে বিশাল এই মন্দিরটিকে। খাঁটি সেগুন খাট দিয়ে তৈরি হচ্ছে মন্দিরের ৪৬টি দরজা। গর্ভগৃহের দরজা হবে স্বর্ণখচিত। মন্দির কমিটির চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, “মন্দিরটি অন্তত ১০০০ বছর অক্ষত ত্থাকবে। এমন ভাবনা নিয়েই এটি নির্মাণ করা হচ্ছে।”
West-Bengal | Updated: 15:39 PM, Wed Sep 27, 2023
Indian Navy: চিনের ‘স্ট্রিং অফ পার্লস’ চক্রান্তকে জবাব দিতে তৈরি ‘MQ-9B’ প্রিডেটর ড্রোন
নিউজ ডেস্ক: ভারত মহাসাগরের দিকে ওঁত পেতে বসে রয়েছে চিন। চিনের স্ট্রিং ওফ পার্লস চক্রান্তকে জবাব দিতে তৈরি ভারত। মাঝেমধ্যেই গোয়েন্দা নৌজাহাজ ও সাবমেরিন পাঠিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করে ড্রাগন। চিনকে যোগ্য জবাব দিতে তৈরি ভারতের ব্লু ওয়াটার নেভি। নৌসেনাকে আরও ধারালো করতে অস্ত্রভাণ্ডারে আসতে চলেছে আরও ১৫ টি প্রিডেটর ড্রোন। যা মহাসাগরে ভারতীয় নৌসেনার তৃতীয় চোখ হিসেবে কাজ করবে। শুধু নীল জলে পাহারা নয় শত্রুকে খতম করে ওস্তাদ এই চালকবিহীন বিমান। চোখের পলকে শত্রুকে সলিল সমাধি দিতে সিদ্ধহস্ত এই ড্রোনের হেলফায়ার মিসাইল। ভারত মহাসাগরের সমগ্র এলাকার উপর কড়া নজরদারির জন্য আইএনএস রাজালি (INS Rajali) থেকে ‘প্রিডেটর ড্রোন’টিকে সম্প্রতি উড়িয়ে পরীক্ষা করেছে ভারতীয় নৌসেনা।
উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে মার্কিন সংস্থা ‘জেনারেল অ্যাটোমিকস্’ থেকে জরুরি ভিত্তিতে দুটি ঘাতক ড্রোন লিজে নিয়েছিল নৌসেনা। বুধবার তামিলনাড়ুর নৌ বিমানঘাঁটি থেকে সেই ড্রোনের শক্তি পরীক্ষা করলেন নৌসেনার ড্রোন ইউনিটের ফাস্ট ইন কমান্ড লিউটিন্যান্ট কমান্ডার বর্ষা। সেনার তিন বাহিনীর জন্য মোট ৩১টি ঘাতক ড্রোনের বরাত দিয়েছে ভারত।
প্রিডেটর সিরিজের এমকিউ-৯বি ‘সিগার্ডিয়ান ড্রোন’ ৫০ হাজার ফুট উচ্চতা থেকে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। একটানা ৩০ ঘণ্টায় ৪-৮ হাজার কিমি অতিক্রম করতে সক্ষম এই ড্রোন। ঘাতক এই ড্রোনের বহন ক্ষমতা সর্বোচ্চ ১৭৪৬ কেজি। ঘণ্টায় ২৩০ কিলোমিটার গতিতে উড়তে পারে ড্রোনটি। সমুদ্র ও পার্বত্য অঞ্চল, যেকোনও পরিবেশে শত্রুর উপর তীক্ষ্ণ নজর রাখতে সক্ষম প্রিডেটর ড্রোনটি।
এখানেই শেষ নয়। বিশ্বে ঘাতক হিসাবে খ্যাত এই ড্রোনের অস্ত্রভাণ্ডারে রয়েছে মার্কিন হেলফায়ার মিসাইল। এছাড়া রয়েছে সাইডউইন্ডার ‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র এবং ‘এয়ার-টু-গ্রাউন্ড’ মিসাইল। সেইসঙ্গে ঘাতক এই ড্রোনে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন গাইডেড বোমা জিবিইউ-৩৮(GBU-38)।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে মার্কিন সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় মার্কিন সংস্থা জেনারেল অ্যাটোমিকস্(General Atomics)-এর সঙ্গে ৩১টি ঘাতক ড্রোন কেনার চুক্তি স্বাক্ষর করে ভারত। চুক্তি অনুযায়ী, ১৫টি ড্রোন পাবে ভারতীয় নৌসেনা। বায়ুসেনা ও সেনা পাবে ৮টি করে মোট ১৬টি ড্রোন।
West-Bengal | Updated: 13:59 PM, Wed Sep 27, 2023
Women Reservation Bill: মহিলাদের জন্য সংরক্ষণে ‘অনিচ্ছা’ থাকলেও সমর্থন, ভোপালে বিরোধীদের কটাক্ষ করে বললেন মোদী
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোপাল থেকে বিরোধীদের তির্যকভাবে বিঁধলেন। সংসদের বিশেষ অধিবেশনে ইতিমধ্যেই উভয়কক্ষে পাশ হয়েছে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বা মহিলা সংরক্ষণ বিল। বিরোধীরাও ওই বিলকে সমর্থন করেছে। কিন্তু বিরোধীদের সমর্থন নিয়ে ইন্ডিয়া জোট কটাক্ষ করতে ছাড়লেন না নরেন্দ্র মোদী।
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে সোমবার মোদী ‘কার্যকর্তা মহাকুম্ভ’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। বছর শেষে এ রাজ্যে বিধানসভা ভোট। সেখানে মোদী বিরোধীদের দাম্ভিক বলে অভিহিত করেছেন। বিরোধীদের মহিলা সংরক্ষণ বিলে সমর্থন নিয়ে কটাক্ষ করে মোদী বলেন, “অনিচ্ছা নিয়েই বিরোধী দাম্ভিক জোট মহিলা সংরক্ষণ বিলে সমর্থন দিয়েছে”। মহিলাদের জন্য লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ সংরক্ষণের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিলটি আপাতত রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায়।
মধ্যপ্রদেশের আগের কংগ্রেস সরকার প্রতিশ্রুতি রাখেনি বলে অভিযোগ করেন মোদী। প্রধানমন্ত্রীর অভিযোগ, এখনকার যুবকেরা কংগ্রেসের দুর্নীতি, অপশাসন ও আইনশৃঙ্খলার অবনতি দেখেছেন। তিনি বলেন, “কংগ্রেস কখনও গরিবদের জন্য ভাবেনি। মধ্যপ্রদেশকে দুর্বল রাজ্যে পরিণত করেছিল কংগ্রেস। কেন্দ্রের উন্নয়ন প্রকল্পের সর্বদা বিরোধিতা করে এসেছে”।
প্রধানমন্ত্রী এদিন জনগণের উদ্দেশে বলেন, “বিজেপি ক্ষমতায় ফিরলে প্রতিশ্রুতি রাখবে। ডাবল ইঞ্জিন সরকার উন্নয়নে গতি আনবে।”
West-Bengal | Updated: 17:00 PM, Mon Sep 25, 2023
Akshardham Mandir: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির এবার মার্কিন মুলুকে, উদ্বোধন অক্টোবরে
নিউজ ডেস্ক: দেশের অন্দরে ‘অপমানিত’ সনাতনী ধর্ম। অথচ বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে সনাতনী ধর্মের!
এখনও পর্যন্ত বিশ্বের বৃহত্তম মন্দির হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে কম্বোডিয়ার অঙ্গকর ওয়াট মন্দির। এবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির পেতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি(New Jersey)। নাম ‘স্বামীনারায়ণ অক্ষরধাম’ মন্দির। বর্তমান প্রযুক্তি, শিল্পকলায় তৈরি ভারতের বাইরে এই বৃহৎ মন্দিরটির দ্বারোদঘাটন হবে অক্টোবরের ৮ তারিখে। দ্বারোদঘাটন করবেন ব্যাপস(BAPS)-এর আধ্যাত্মিক প্রধান মহন্ত স্বামী মহারাজ। তবে দর্শনার্থীদের জন্য এই মন্দিরের প্রবেশদ্বার খুলবে ১৮ অক্টোবর থেকে।
নিউ ইয়র্কের টাইমস্ স্কোয়ার(Times Square) থেকে প্রায় ৯০ কিমি দূরে এবং ওয়াশিংটন ডিসি(Washington DC) থেকে ২৮৯ কিমি উত্তরে তৈরি করা হয়েছে এই মন্দির। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয় এবং সকল হিন্দুদের জন্য যে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই মন্দির তা বলাই বাহুল্য।
অক্ষরধামের সাত চমক…
নিউ জার্সির রবিনসভাইল টাউনশিপে ১৮৩ একর জায়গার উপর তৈরি হয়েছে এই মন্দির
মন্দিরটি দৈর্ঘ্যে ২৫৫ ফুট, প্রস্থে ৩৪৫ ফুট এবং উচ্চতায় ১৯১ ফুট
মার্কিন মুলুকে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয় ২০১১ সালে
১২ বছর ধরে তৈরি এই মন্দিরের নির্মাণকাজে যুক্ত ছিলেন সাড়ে ১২ হাজারের বেশি মার্কিন ভলেন্টিয়ার
প্রধান উপাসনালয় সহ মন্দিরটিতে রয়েছে ১২টি উপ-মন্দির, ৯টি শিখরের মতো কাঠামো এবং ৯টি পিরামিড শিখর
ঐতিহ্যবাহী পাথরের স্থাপত্যের বৃহত্তম উপবৃত্তাকার গম্বুজও রয়েছে
মন্দিরটির নির্মাণে ব্যবহার করা হয়েছে চুনাপাথর, গ্রানাইট, বেলেপাথর এবং মার্বেল সহ প্রায় দুই মিলিয়ন ঘনফুট পাথর
অক্ষরধাম মন্দিরের প্রতিটি পরতে রয়েছে হিন্দুত্বের ছোঁয়া। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থের অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে মন্দিরের ভিতরের দেওয়ালের নকশা। সেইসঙ্গে খোদাই করা হয়েছে ১০ হাজার মূর্তি। এছাড়া ভারতীয় বিভিন্ন বাদ্যযন্ত্র ও নৃত্যকলাকেও ফুটিয়ে তোলা হয়েছে নকশার মাধ্যমে।
মন্দির নির্মাণ প্রসঙ্গে অক্ষরধামের এক সন্ন্যাসী জানান, বিশ্বের পশ্চিমে একটি হিন্দু মন্দির নির্মাণের স্বপ্ন দেখেছিলেন মন্দিরের প্রধান প্রমুখ স্বামী মহারাজ। গোটা বিশ্বের মানুষের জন্যই খোলা থাকবে এই মন্দির।
West-Bengal | Updated: 16:25 PM, Mon Sep 25, 2023
JD(S)-BJP Alliance: জল্পনার অবসান, এনডিএ জোটে এবার জেডি(এস)
নিউজ ডেস্ক: বৃহস্পতিবারই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং তাঁর ছেলে এইচ ডি কুমারস্বামী। জল্পনা শুরু হয়, তবে কী এনডিএ শিবিরে নাম লেখাবেন বর্ষীয়ান এই জেডিএস নেতা! এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলাল জনতা দল(সেকুলার)।
শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন এইচডি কুমারস্বামী। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। সেই বৈঠকের পরই বিজেপির তরফে ঘোষণা করা হয়, এনডিএ জোটে যোগ দিচ্ছে জেডি(এস)।
সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে দু’দলের জোটের সমীকরণ নিয়ে বৈঠক হয় দুই নেতার মধ্যে। সেইসঙ্গে, নির্বাচনে কর্ণাটকের আসন বন্টন নিয়েও আলোচনা হয় তাঁদের বলে খবর। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারবেন দেবেগৌড়া।
কুমারস্বামীর সঙ্গে এদিনের বৈঠকের একটি ছবি এক্স হান্ডেলে পোস্ট করেছেন নাড্ডা। লিখেছেন, “এনডিএ জোটের শরিক হওয়ার জেডিএস-এর সিদ্ধান্তে আমি খুশি হয়েছি। আমরা ওনাদের স্বাগত জানাচ্ছি। এতে এনডিএ আরও শক্তিশালী হবে এবং মোদীজির ‘নতুন ভারত, শক্তিশালী ভারত’এর লক্ষ্য পূরণ হবে।”
উল্লেখ্য, দুই দলের জোট নিয়ে জল্পনা শুরু হয় বিজেপি নেতা বিএস ইয়েদিইউরাপ্পা(BS Yediyurappa)-এর বক্তব্যের পর। সম্প্রতি তিনি জানান, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য জেডি(এস)-এর সঙ্গে আলোচনার কথা ভাবছে তাঁর দল। এই আবহে বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন জেডি(এস)-এর দুই শীর্ষ নেতা। বৈঠকের পর জোটের সম্ভাবনা আরও জোরাল হয়। শুক্রবার তাতে সিলমোহর পড়ল।
প্রসঙ্গত, ’১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে লড়াই করে জেডি(এস)। কিন্তু নির্বাচনী ময়দানে বিজেপির কাছে ভরাডুবি হয় জোটের। কর্ণাটকের ২৮টি লোকসভা আসনের মধ্যে বিজেপি জেতে ২৫টি আসন। এমনকি, বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীও জিতে যান মাণ্ড্য লোকসভা আসনে। রাজনৈতিক বিশ্লেষক মহলের দাবি, সেই হারের পুনরাবৃত্তি চায়না জেডি(এস)। আর তাই লোকসভার আগে এনডিএ-এর দিকে পা বাড়াল তারা।
West-Bengal | Updated: 19:23 PM, Fri Sep 22, 2023
Women Reservation Bill: মোদী হাসি মুখে ছবি তুললেন, সমর্থনের পরও প্রশ্ন রাহুলের
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে রয়েছেন মহিলা সাংসদেরা। প্রধানমন্ত্রীর মতো অন্য সাংসদেরাও ভিক্টরি সাইন দেখাচ্ছেন। সংসদের বাইরে তোলা এই ছবি নিজের এক্স হ্যান্ডেলে শুক্রবার পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘নারী শক্তি বন্দন অধিনিয়মের মাধ্যমে আরও উজ্জ্বল হবে ভারতের ভবিষ্যৎ’। পাশাপাশি দলীয় সাংসদদের ‘পরিবর্তন মশাল’ বলেও অভিহিত করেন তিনি।
লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়েছে নারী শক্তি বন্দন অধিনিয়ম। হাসি মুখে প্রধানমন্ত্রীর ছবি কার্যত জয় হিসেবেই দেখছে গেরুয়া শিবির। কবে মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ আসন সংরক্ষণ চালু করা যাবে তা নিয়ে বিতর্ক থাকলেও রাজ্যসভায় কার্যত বিনা বাধায় বিলটি পাশ হয়েছে। লোকসভায় এআইএমআইএম-এর দুই সাংসদ বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। কিন্তু রাজ্যসভায় বিলের পক্ষে ভোট পড়ে ২১৪টি। বিপক্ষে কোনও ভোট পড়েনি। এভাবে সমর্থন জানানোর জন্য বিরোধীদের ধন্যবাদ জানান মোদী।
তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “গণতান্ত্রিক দেশের উন্নতিতে একটা দারুণ সুন্দর মুহূর্ত। ১৪০ কোটি ভারতবাসীকে অভিনন্দন। বিরোধীদের এই সমর্থনে আমি অত্যন্ত আনন্দিত। বিলটি আইনে পরিণত হলে আমাদের দেশের নারীর ক্ষমতা বেড়ে যাবে। সেইসব নারীদের শ্রদ্ধা, যাঁরা আমাদের দেশের জন্য আত্মবলিদানের নিদর্শন রেখেছেন।” বৃহস্পতিবার দলীয় কার্যালয়েও মোদীকে সংবর্ধনা জানান মহিলা কর্মীরা।
সংসদের দুই কক্ষে ঐতিহাসিক বিলের পক্ষে ভোট দিলেও মোদী সরকারকে কটাক্ষ করা থেকে বিরত নেই কংগ্রেস। শুক্রবার বিশেষ অধিবেশন শেষ হতে না হতেই দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কেন্দ্রকে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রশ্ন করেন, “পাশ হয়ে গেলেও মহিলা সংরক্ষণ বিলকে কেন এখনই আইনে পরিণত করছে না মোদী সরকার? কেন্দ্রের শীর্ষ আধিকারিকদের ৯০ জনের মধ্যে ওবিসি ৩ জন কেন?” রাহুলের অভিযোগ, ওবিসি জনগণনা এড়িয়ে যাওয়ার জন্য পাশ করানো হয়েছে এই বিল।
প্রসঙ্গত বিল নিয়ে লোকসভা ও রাজ্যসভায় আলোচনার সময় কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে, জনগণনা ও সীমানা পুনর্বিন্যাস না হওয়া পর্যন্ত বিলটিকে আইনিভাবে লাগু করা সম্ভব নয়। সেইসঙ্গে বিজেপির তরফে জেপি নাড্ডা জানান, দলের ৩০৩ জন সাংসদের মধ্যে ৮৫ জন ওবিসি। এমনকি প্রধানমন্ত্রী নিজেই একজন ওবিসি। সেক্ষেত্রে কংগ্রেসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
West-Bengal | Updated: 18:05 PM, Fri Sep 22, 2023
India-Canada Relation: দেশ থেকে কূটনীতিক কমাক কানাডা, বার্তা ভারতের
নিউজ ডেস্ক: ক্রমশ তলানিতে ঠেকছে ভারত-কানাড দ্বিপাক্ষিক সম্পর্ক। বৃহস্পতিবারই কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার সেদেশের কূটনীতিক আধিকারিকদের সংখ্যা কমানোর পক্ষে সাওয়াল করল ভারত।
দু’দেশের কূটনৈতিক টানাপোড়েন নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। জানান, যাদের ভিসা রয়েছে তাঁরা ভারতে আসতে পারবেন। তবে নতুন করে ভিসা দেওয়া স্থগিত রাখা হয়েছে। এরপর তাঁর সংযোজন, “বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করবে ভারত। আশা করি কানাডায় আমাদের কূটনীতিকদের প্রতিও একই আচরণ করবে সেদেশের প্রশাসন।”
সেইসঙ্গে তিনি বলেন, “কানাডার ভারতীয় হাই কমিশনের যতজন ভারতীয় কূটনীতিক রয়েছেন, তার থেকে অনেক বেশি কানাডিয়ান কূটনীতিক ভারতে রয়েছে। আশা করি এবার সেই সংখ্যা কমানোর কথা ভাববে সেদেশের প্রশাসন।” পাশাপাশি সেদেশে বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বাগচি জানান, তাদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কোনও সমস্যায় পড়লে তারা ভারতীয় দূতাবাসের সঙ্গে যেকোনও সময়ে যোগাযোগ করতে পারবে।
উল্লেখ্য, হরদীপ সিং নির্জ্জর হত্যা নিয়ে ভারত-কানাডার মধ্যে চলা রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের মধ্যেই এল এই চাঞ্চল্যকর খবর। সূত্রের খবর, সুখদুল সিং ওরফে সুখা দুনেকে নামে আরও এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যা করা হয়েছে কানাডার উইন্নিপেগে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই খুন হয়েছে সুখা দুনেকে বলে প্রাথমিক রিপোর্ট। এই আবহে বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এদিনের বক্তব্যে দু’দেশের সম্পর্ক সংঘাতে আরও একমাত্রা যোগ হল, তা বলাই বাহুল্য।
West-Bengal | Updated: 11:01 AM, Fri Sep 22, 2023
Women Reservation Bill: লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল, এবার নজর রাজ্যসভায়
নিউজ ডেস্ক: শাসক-বিরোধী তরজার পর অবশেষে লোকসভায় পাশ হল বহু প্রতিক্ষিত মহিলা সংরক্ষণ বিল। বুধবার সংসদের বিশেষ অধিবেশনের তৃতীয় দিনে ৪৫৪ ভোট পড়ে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এর পক্ষে। বিপক্ষে ভোট দেন মাত্র দু’জন সাংসদ। এবার পালা রাজ্যসভার।
বৃহস্পতিবার সংসদের বিশেষ অধিবেশনের চতুর্থ দিনে মহিলা সংরক্ষণ বিল পেশ করা হবে। ফের আলোচনা হবে শাসক-বিরোধী পক্ষের মধ্যে। জানা গিয়েছে, বিজেপির তরফে ১৪ জন মহিলা সাংসদ এই বিল নিয়ে আলোচনা করবেন। দলের তরফে প্রথম বক্তা হবেন জেপি নাড্ডা। এরপর একে একে মহিলা সাংসদরা আলোচনা করবেন এই বিল নিয়ে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নামও রয়েছে এই বক্তার তালিকায়।
উল্লেখ্য, মঙ্গলবার এই বিলের আলোচনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের নিম্নকক্ষ। বিরোধীরা দাবি জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে আইনতভাবে লাগু করতে হবে এই বিল। যদিও কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জনসুমারি এবং সীমানা পুনর্বিন্যাসের পরই আইন কার্যকর করা সম্ভব।
প্রসঙ্গত, সংসদের উচ্চকক্ষে এই বিল পাশ হয়ে গেলে বাকি থাকবে শুধু রাষ্ট্রপতির স্বাক্ষর। তিনি বিলে স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। লোকসভায় যেভাবে বিরোধীদের সমর্থন পাওয়া গিয়েছে, রাজ্যসভাতেও তার অন্যথা হবে না মত দাবি পর্যবেক্ষক মহলের। বিলটি পাশ হলে দেশের সব বিধানসভা এবং লোকসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
West-Bengal | Updated: 10:43 AM, Thu Sep 21, 2023
Women Reservation Bill: ঐতিহাসিক! শাসক বিরোধী যুগলবন্দিতে পাশ হল মহিলা সংরক্ষণ বিল
নিউজ ডেস্ক: ভোটাভুটির মাধ্যমে লোকসভায় পাশ হল মহিলা সংরক্ষণ বিল। ৪৫৪-২ ভোটে পাশ হল এই বিল। বুধবার শাসক দলের হয়ে বিলের পক্ষে সওয়াল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, স্মৃতি ইরানিরা। অন্যদিকে, বিরোধীদের তরফ থেকে এদিন প্রথম বক্তব্য রাখেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তবে শাসক বিরোধী উভয় পক্ষের বেশিরভাগ দল এদিন এই বিলের সমর্থনে ছিলেন। বিলের বিরুদ্ধে ভোট দেন এআইএমআইএম(AIMIM)-এর দুই সাংসদ।
তৃণমূল, কংগ্রেস সহ অন্য বিরোধীদল এই বিলের পক্ষে থাকলেও কবে বাস্তবায়িত হবে তা নিয়ে শাসক শিবিরকে ঘিরে ধরার চেষ্টা করে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, ডিলিমিটেশন হওয়ার পর ২০২৬ সাল থেকে দেশ জুড়ে এই আইন লাগু হবে।
প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, একটি ঐতিহাসিক ঘটনা ঘটবে এই বিশেষ অধিবেশনে। অনেকেই মনে করছিলেন 'নারীশক্তি বন্দন অধিনিয়ম' কিংবা সহজ ভাষায় মহিলা সংরক্ষণ বিল পর্বতের মুষিক প্রসব। কিন্তু দিনের শেষে দেখা গেল বাস্তবে এই বিল ছিল ঐতিহাসিক। কারণ যে বিল রাজীব গান্ধী, নরসিংহ রাও, দেবেগৌড়া, অটল বিহারী বাজপেয়ীর মত প্রবাদপ্রতিম রাজনীতিবিদরা কালঘাম ছুটিয়েও পাশ করাতে পারেননি তা হাসতে হাসতে পাশ করাল কেন্দ্রের বর্তমান শাসক দল। এমন প্রেক্ষাপটে এই বিল আনা হল যেখানে এই বিলের বিরোধিতা করা মানে ৫০ শতাংশ জনতাকে অখুশি করার মত একটা বড় রাজনৈতিক ঝুঁকি থেকে যায়। অন্যদিকে নতুন সংসদ ভবনে এই প্রথম কোন বিল পাশ হল। সব মিলিয়ে বাস্তবেই ঐতিহাসিক ঘটনা ঘটল এদিনের নয়া সংসদ ভবনে।
West-Bengal | Updated: 10:08 AM, Thu Sep 21, 2023
India-Canada Conflict: কানাডার ভারতীয়দের ‘সতর্ক’ থাকার বার্তা বিদেশ মন্ত্রকের
নিউজ ডেস্ক: ক্রমশ ঊর্ধ্বমুখী ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্ক সংঘাতের পারদ। গতকাল কানাডার ভারতীয় নাগরিকদের উদ্দেশে জরুরি ভিত্তিতে নির্দেশিকা জারি করেছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডোর সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে খোঁচা দিয়ে নির্দেশিকায় বলা হয়েছে, ‘গোটা ভারতে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে’। এবার তার জবাব দিল ভারত। কানাডা প্রবাসী ভারতীয়দের সতর্ক করে পাল্টা নির্দেশিকা জারি করল বিদেশমন্ত্রক।
ভারত সরকারের সেই নির্দেশিকা নিজের এক্স হ্যান্ডেলে(পূর্বের ট্যুইটার) শেয়ার করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। তাতে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, “কানাডার মাটিতে ভারতীয় নাগরিকরা ভারত বিরোধী তৎপরতা এবং রাজনৈতিক প্ররোচনামূলক ঘৃণার জেরে হিংসার শিকার হতে পারেন।”
কূটনীতির রীতি ভেঙে ভারতের বিরুদ্ধে কানাডার প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে চরম টানাপড়েন তৈরি হয়েছে। এমতবস্থায় বিদেশমন্ত্রকের আশঙ্কা, “পরিস্থিতির সুযোগে ভারত বিরোধী শক্তি ভারতীয় কূটনীতিক ও নাগরিকদের নিশানা করতে পারে।” সেকারণে প্রবাসীদের ‘উত্তেজনাপূর্ণ’ এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক।
পাশাপাশি, ভারতীয় পড়ুয়াদের অবিলম্বে ওটাওয়া ভারতীয় দূতাবাস এবং টরন্টো ও ভ্যাঙ্কুভারের কনস্যুলেট জেনারেলের দফতরে নাম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রবাসীরা ‘madad.gov.in’-এ নাম নথিভুক্ত করতে পারেন বলে জানিয়েছে ভারত সরকার।
প্রসঙ্গত, বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নির্জ্জরের হত্যার দায় ভারতের উপর চাপিয়ে ইতিমধ্যেই ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কানাডা। সেইসঙ্গে, কানাডার সংসদে ভারতের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন খোদ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেদেশের মাটিতে এই বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ভারতবিরোধী কার্যকলাপ চালালেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ট্র্যুডো সরকার। বরং গণতান্ত্রিক অধিকারের দোহাই দিয়ে বারেবারে আড়াল করে চলেছেন এই ভারত-বিরোধীদের।
West-Bengal | Updated: 18:38 PM, Wed Sep 20, 2023
Socialist Secular Row: সংবিধানের ‘মূল সংস্করণ’ দেওয়া হয়েছে, বিরোধীদের মোক্ষম জবাব আইনমন্ত্রীর
নিউজ ডেস্ক: সংবিধানের প্রস্তাবনার ‘মূল সংস্করণ’ তুলে দেওয়া হয়েছে সাংসদদের হাতে। ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’ শব্দ নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে এবার এমনটাই জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। তাঁর কথায়, “সংবিধান রচনার সময় ‘সমাজতান্ত্রিক’ ‘ধর্মনিরপেক্ষ’ শব্দগুলি ছিল না। ১৯৭৬ সালে সংবিধানের ৪২তম সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।”
মঙ্গলবার নতুন সংসদ ভবনে প্রথমবার অধিবেশন শুরুর আগে সাংসদদের বিশেষ উপহার দেওয়া হয়। সেখানেই ছিল সংবিধানের কপি। বুধবার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী অভিযোগ করেন, সংবিধানের সেই প্রস্তাবনা থেকে ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’ শব্দ দুটি মুছে ফেলা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে অধীর বলেন, “আমি যখন সংবিধান পড়ছিলাম তখন এই দুটো শব্দ খুঁজে পাইনি। পরে নিজে থেকেই জুড়ে দিয়েছি এই দুই শব্দ। ১৯৭৬ সালে তো সংশোধন করে শব্দগুলি যোগ করা হয়েছিল। এই আচরণ থেকেই বোঝা যায়, বর্তমানে সংকটে পড়েছে সংবিধান।” তাঁর অভিযোগ, “ইচ্ছাকৃতভাবে সংবিধান পালটে দেওয়ার চেষ্টা চলছে।”
কংগ্রেস সাংসদের এই অভিযোগের জবাব দিতে আসরে নামেন বিজেপির আর এক সাংসদ সুশীল মোদী। তিনি বলেন, “আমরা তো একবারও বলিনি যে এটা সংবিধানের সংশোধিত কপি। প্রথম সংবিধানের কপিতে এই শব্দগুলো ছিল না। তাছাড়া বর্তমান সমাজে কী সোশালিস্ট শব্দটির কোনও গুরুত্ব রয়েছে? অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।”
West-Bengal | Updated: 17:31 PM, Wed Sep 20, 2023
Women Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল পাশ হলে কী হবে?
নিউজ ডেস্ক: আইনসভায় মহিলাদের প্রতিনিধিত্ব কি সত্যিই বাড়বে? মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পেশ হতেই এ প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী সরকার এ বিষয়ে সন্দিহান হলেও অনেকে পূর্বের অভিজ্ঞতা মনে করাচ্ছেন। বছরের পর বছর এনিয়ে টানাপড়েন লক্ষ্য করা গিয়েছে। মঙ্গলবার নতুন সংসদ ভবনে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল পেশ করেন মহিলা সংরক্ষণ বিল। যার পোশাকি নাম ‘নারী শক্তি বন্ধন অধিনিয়ম’।
কী এই ‘নারী শক্তি বন্ধন অধিনিয়ম’?
• লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে
• ৩৩ শতাংশের মধ্যে তফসিলি জাতি, উপজাতি এবং অ্যাংলো-ইন্ডিয়ানদের জন্য উপ-সংরক্ষণ করা হবে
• প্রতিটি লোকসভা নির্বাচনের পর সংরক্ষিত আসনগুলিকে পরিবর্তন করতে হবে
পর্যবেক্ষকদের মতে, বর্তমানে মহিলা ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই ভোটব্যাঙ্কেই নজর মোদী সরকারের। সুতরাং লোকসভা নির্বাচনের আগে এই বিল কেন্দ্রের তুরুপের তাস হতে পারে।
মহিলা সংরক্ষণ বিল আইনে পরিণত হলে কী হবে?
• সংরক্ষণের জন্য অনেক পুরুষই লোকসভা বা বিধানসভায় প্রার্থীপদ পাবেন না
• বর্তমানে লোকসভায় মহিলা সদস্যের সংখ্যা ১৫ শতাংশের ধারে কাছে।
• আবার অনেক বিধানসভায় মহিলা প্রতিনিধির সংখ্যা ১০ শতাংশের কম
• ফলে মহিলাদের জন্য আসন সংরক্ষণ হলে পুরুষদের প্রার্থীপদ কমবে
এদিকে, মঙ্গলবার বিল পেশ হওয়ার আগেই তরজা শুরু হয় লোকসভায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “অটলবিহারী বাজপেয়ীর আমলে বেশ কয়েকবার এই বিল পেশ করা হয়। কিন্তু যথেষ্ট সমর্থনের অভাবে পাশ করানো যায়নি এই বিল। তবে আমি মনে করি ঈশ্বর আমাকেই বেছে নিয়েছেন এই বিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।”
অন্যদিকে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি জানান, বাজপেয়ী আমলের অনেক আগে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীনই এই বিল আনার পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমানে সেই বিলের নাম পরিবর্তন করে জনতাকে বিভ্রান্ত করতে চাইছে সরকার। এদিকে, তাঁর এই দাবির জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “সেই সরকারের আর অস্তিত্ব নেই। বিলটির মেয়াদও শেষ হয়ে গিয়েছে।” তবে শুধু অধীরই নন। ‘বিলটি নিজেদের’ বলে দাবি করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার সাংসদ ভবনে প্রবেশের আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইয়ে বিল আপনা হে’।
প্রসঙ্গত, মহিলাদের ক্ষমতায়নের কথা বলে সব রাজনৈতিক দলই। নরেন্দ্র মোদীও মহিলাদের আরও ক্ষমতা দিতে চান। এই বিল তাঁর সেই উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাবে।
West-Bengal | Updated: 16:55 PM, Wed Sep 20, 2023
Parliament special session: পুরনো সংসদ ভবনের শেষ দিনে আবেগতাড়িত মোদী, ইঙ্গিত ঐতিহাসিক সিদ্ধান্তের?
নিউজ ডেস্ক: পুরনো সংসদ ভবনকে বিদায় জানানোর দিন আজ। শেষ দিনে সংসদ ভবনের ৭৫ বছর উদযাপন অনুষ্ঠানে ইতিমধ্যেই বক্তব্য রাখতে শুরু করেছেন নরেন্দ্র মোদী। পুরনো সংসদের সঙ্গে ভারতের স্বাধীনতা পরবর্তী নেতামন্ত্রীদের স্মৃতি রোমন্থন করে আবেগতাড়িত হয়ে পড়েন নরেন্দ্র মোদী। তাঁর কথায়, স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় গণতন্ত্রের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে সংসদ ভবনকে কেন্দ্র করে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বল্লভাই প্যাটেল থেকে শুরু করে অটলবিহারী বাজপেয়ীর কথা। পাশাপাশি এই সংসদ ভবনেই তাঁর আমলে যে সব ঐতিহাসিক বিল আনা হয়েছে সেই বিষয়েও স্মৃতি রোমন্থন করেন মোদী।
বক্তব্যে মোদীর কথায় উঠে আসে গণতন্ত্রের জয়গান। এ প্রসঙ্গে কংগ্রেসকে কটাক্ষও করতে দেখা যায় তাঁকে। মোদী বলেন, ভারতীয় গণতন্ত্রের ভিত এতটা শক্তিশালী বলেই একদা ৪ সংসদের দল আজ দেশ চালাচ্ছে, আর ৭০ বছর ভারত শাসন করা দল বিরোধীতায়। এক দেশ এক কর, ৩৭০ ধারা বিলোপ, গরিবদের জন্য ১০% সংরক্ষণের মতো ঐতিহাসিক বিলের সাক্ষী এই সংসদ ভবন বলে সাংসদদের স্মরণ করান মোদী। সেই সঙ্গে করোনাকালে বেতন কম নিয়ে দেশের কল্যাণে দান, ক্যান্টিনের ভর্তুকি তুলতে সাহায্য করার জন্য সাংসদেরকেও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, সংসদে বিশেষ অধিবেশনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, সোমবার সূচী অনুসারে শুরু হয়ে গেল ৫ দিনের এই বিশেষ অধিবেশন। অধিবেশন শুরুর আগে সাংসদদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আগামীকাল, গণেশ চতুর্থীর দিনেই নতুন সংসদ ভবনে পা রাখা হবে বলে জানান তিনি। অর্থাৎ সেই দিক থেকে আজই শেষ অধিবেশন পুরনো সংসদ ভবনে। তবে নতুন ভবনে পা রাখার পাশাপাশি এই সংক্ষিপ্ত অধিবেশনটিতে যে কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে তারও ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে।
West-Bengal | Updated: 12:59 PM, Mon Sep 18, 2023
PM Modi: বিশেষ অধিবেশনের শুরুতে দেশবাসীর উদ্দেশে বার্তা মোদীর
নিউজ ডেস্ক: ‘আয়তনে ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ’। বিশেষ অধিবেশনের শুরুতে দেশবাসীর উদ্দেশে সোমবার এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ, পাঁচ দিনের সংসদের এই ‘অমৃত কাল’এ নেওয়া হতে পারে একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত।
১৮ সেপ্টেম্বর, সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। অধিবেশনের সূচনার আগে নয়া ভবনের বাইরে দাঁড়িয়ে একাধিক ক্ষেত্রে দেশের উন্নতির প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জি২০ সম্মেলনে (G20 Summit) ভারতের সাফল্যের কথা বলেন তিনি। জানান, ভারতের বৈচিত্রের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক এই সম্মেলন। বলেন, “আফ্রিকাকে জি২০-তে স্থায়ী সদস্য পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। আর সেটা সর্বসম্মতিতে গৃহীত হয়েছে। বৃহত্তর এশিয়ার আজ নেতৃত্ব দিচ্ছে ভারত। দেশের সাফল্যে নতুন যুগের সূচনা হয়েছে।”
সেইসঙ্গে এদিন বিশ্বকর্মা পুজোর উল্লেখ করে তিনি বলেন, “বিশ্বকর্মা প্রগতি, উদ্ভাবনের দেবতা। আর বর্তমান সময় আমাদের দেশের জন্য উন্নয়ন ও উদ্বাবনের সময়। ভারত আজ এক নয়া আত্মবিশ্বাস অনুভব করছে।” পাশাপাশি তাঁর সংযোজন, “আগামীকাল গণেশ চতুর্থী। গণেশ বিঘ্ন দূর করেন বলে মনে করা হয়। দেশের উন্নয়নের ক্ষেত্রেও কোনও বিঘ্ন আসতে দেওয়া যাবে না। তাই সংসদের এই বিশেষ অধিবেশন ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ।” ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে চাইছেন বলেও জানালেন মোদী।
এরপরই বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, “অভিযোগ এবং সমালোচনার জন্য অনেক সময় রয়েছে। তবে জীবনে এমন অনেক মুহূর্ত আছে যা আপনাকে উৎসাহী করে তোলে। পাঁচ দিনের এই বিশেষ অধিবেশন আমার কাছে ঠিক সেই রকম একটি মুহূর্ত। তাই সংসদের সকল সদস্যদের কাছে আমার অনুরোধ, এই অধিবেশনে যোগ দিয়ে তারা তাদের সময়ের সদ্ব্যাবহার করুক।”
উল্লেখ্য, মঙ্গলবার গণেশ পুজোর পর নতুন সংসদ ভবনে কাজ শুরু হবে। এদিন সেই প্রসঙ্গে লোকসভার ভাষণে তাঁর প্রথম সংসদ ভবনে প্রবেশের স্মৃতিচারণ করেন মোদী। বলেন, “দেশবাসীর কষ্টের দ্বারা উপার্জিত অর্থের সাহায্যে কঠোর পরিশ্রমের মাধ্যমে পুরোন এই সংসদ ভবন তৈরি করা হয়েছিল। সুতরাং আমরা নতুন ভবনে স্থানান্তরিত হলেও পুরোন এই ভবন সর্বদা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
West-Bengal | Updated: 12:04 PM, Mon Sep 18, 2023
One Nation One Election: এক দেশ এক নির্বাচন নিয়ে সামনে এল বড় আপডেট
নিউজ ডেস্ক: অবশেষে 'এক দেশ এক নির্বাচন' নিয়ে সামনে এল বড় আপডেট। আগামী ২৩ সেপ্টেম্বরেই বসতে চলেছে এই নিয়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠকটি। কমিটির প্রধান রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই সঙ্গে এই কমিটিতে রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, রাজ্যসভায় বিরোধী দলের প্রাক্তন নেতা গুলাম নবি আজাদ, এন কে সিং, সুভাষ কাশ্যপ, হরিশ সালভে এবং সঞ্জয় কোঠারি।
যদিও এক ভোট এক আইন লাগু করতে হলে সংবিধানেও পরিবর্তন আনা জরুরি। এদিকে জনপ্রতিনিধিত্ব আইনের বিষয়টি নিয়েও আলোচনা হবে কমিটিতে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সমালোচনায় মুখর হয়েছে একাধিক রাজনৈতিক দল। এক অংশের বক্তব্য এক ভট এক আইন লাগু হলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আঞ্চলিক দলগুলি। তবে কেন্দ্র অবশ্য দাবি করেছে, সকলের মতকে গুরুত্ব দিয়েই এই বিষয়টি কার্যকরি করা হবে। লোকসভা, রাজ্য বিধানসভা, পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন একসঙ্গে করার বিষয়টি সম্পর্কে একটি সিদ্ধান্ত নিতেই কেন্দ্রীয় সরকার এই কমিটি গঠন করে।
প্রসঙ্গত, নির্বাচনের বিপুল খরচ নিয়ে এর আগেও মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের বক্তব্য, এক দেশ এক নির্বাচন লাগু হলে বিপুল পরিমাণ অর্থের অপচয় রোধ করা সম্ভব হবে। বস্তুত ক্রমবর্ধমান নির্বাচনী খরচও বৃদ্ধি পাচ্ছে তাল মিলিয়ে। ১৯৫১-৫২ সালের লোকসভা নির্বাচনে যেখানে খরচ হয়েছিল ১১ কোটি টাকা, সেখানে ২০১৯ নির্বাচনে খরচ হয়েছে প্রায় ৬০০০০ কোটি। এই তথ্য তুলে ধরেই কেন্দ্র দাবি করেছে লোকসভা আর বিধানসভা ভোট একসঙ্গে আয়োজন করার।
West-Bengal | Updated: 18:04 PM, Sat Sep 16, 2023
Sanatan Dharma: হাজার বছর ধরে ভারতকে রক্ষা করছে সনাতন ধর্ম', বিরোধীদের ধুয়ে দিলেন Modi
West-Bengal | Updated: 13:38 PM, Fri Sep 15, 2023
India-China Relation: চিনের এই মানচিত্র দেখেছেন কখনও! জানুন কত দেশ গিলে খেয়েছে ড্রাগন
নিউজ ডেস্ক: ব্রিক্সের মঞ্চে সীমান্তে শান্তির পক্ষে সওয়াল করেছিল চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই ভারতের অংশকে নিজেদের মানচিত্রে দেখিয়ে ফের বিতর্ক উস্কে দেয় বেজিং। চিনের সেই বাড়বাড়ন্তের জবাবে এবার সেদেশের আসল মানচিত্র প্রকাশ করলেন ভারতের প্রাক্তন আর্মি স্টাফ জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে(MMNaravane)।
নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে জেনারেল নারাভানে লিখেছেন, ‘অবশেষে চিনের আসল মানচিত্র কেউ খুঁজে পেয়েছে’। সেই মানচিত্র দেখে বোঝাই যাচ্ছে আসল আয়তনে বেশ ছোট দেশ চিন। অথচ সময়ের সঙ্গে সঙ্গে বেশকিছু এলাকা বলপূর্বক অধিগ্রহণ করেছে ড্রাগনের দেশ। ভারতের তিব্বত এবং লাদাখের অংশও রয়েছে সেই তালিকায়। রয়েছে দক্ষিণ চিন সাগরের বেশকিছুটা অংশ।
ব্রিক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হওয়ার পর সেদেশের প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের ওয়েবসাইটে ২০২৩ সালের ‘কাল্পনিক’ মানচিত্র প্রকাশ করে বেজিং। সেখানে ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসাবে দাবি করে তারা। এখানেই শেষ নয়। ১৯৬২ সালের যুদ্ধে জবর দখল করা লাদাখের অংশ আকসাই চিনের সম্পূর্ণ প্রদেশকে নিজেদের বলে দাবি করে চিন।
চিনের এই দুঃসাহসিকতার তীব্র সমালোচনা করে ভারত। বিদেশমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় ‘অরুণাচল প্রদেশ ভারতের ছিল, আছে আর থাকবে’। সমালোচনায় মুখর হয় রাশিয়া, মালয়শিয়া এবং ফিলিপিনস্ও। এবার বেজিংকে মোক্ষম দাওয়াই দিলেন প্রাক্তন সেনাপ্রধানও।
West-Bengal | Updated: 17:09 PM, Thu Sep 14, 2023
Special Parliament Session: বিশেষ অধিবেশনের ‘সম্ভাব্য’ আলোচ্যসূচি ঘোষণা কেন্দ্রের
নিউজ ডেস্ক: আগামী ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন। সংসদীয় বিষয়ক মন্ত্রীর সেই ঘোষণার পর থেকে জাতীয় রাজনীতিতে এই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে কী ‘এক দেশ, এক নির্বাচন’, অভিন্ন দেওয়ানি বিধি, দেশের নামবদল ইত্যাদি বিলগুলি নিয়ে আলোচনা হবে এই অধিবেশনে? উঠতে থাকে প্রশ্ন। তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অধিবেশনের আলোচ্যসূচির একটি ‘অস্থায়ী তালিকা’ প্রকাশ করল কেন্দ্র।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আসন্ন অধিবেশনে সম্ভাব্য চারটি বিল পেশ করবে সরকার। সেগুলি হল পোস্ট অফিস বিল, অ্যাডভোকেট সংশোধনী বিল, প্রেস ও রেজিস্ট্রেশন বিল এবং গুরুত্বপূর্ণ মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল। গত ৩ অগাস্ট বাদল অধিবেশন চলাকালীন সংসদের উচ্চকক্ষে অ্যাডভোকেট সংশোধনী বিল এবং প্রেস ও রেজিস্ট্রেশন বিলটি পেশ করে কেন্দ্রীয় সরকার। বাকি দুই বিল পেশ করা হয় ১০ অগাস্ট। তাৎপর্যপূর্ণভাবে এতদিন যে বিষয়গুলি নিয়ে জল্পনা শুরু হয়েছিল, তার কোনও বিলই এই তালিকায় নেই।
উল্লেখ্য, সম্প্রতি একটি অর্ডিন্যান্স পেশ করে কেন্দ্র জানায়, এই নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কোনও ভূমিয়া থাকবে না। কমিটিতে কেবলমাত্র থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও কেন্দ্রীয় এক মন্ত্রী। এবার সেটিকে বিল আকারে আনার জন্য বিশেষ অধিবেশনে আলোচনা করবেন রাজ্যসভার সাংসদরা বলে জানিয়েছে কেন্দ্র।
শুধুমাত্র বিল পেশ নয়। আসন্ন অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের। জানা গিয়েছে, ভারতীয় গণতন্ত্রের ৭৫ বছরের ইতিহাস নিয়ে আলোচনা হবে এই অধিবেশনে। আলোচনা হবে সংসদ ভবনের ভূমিকা নিয়েও।
প্রসঙ্গত, বিশেষ অধিবেশনের আগে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র সরকার। অধিবেশনের আলোচ্য বিষয়বস্তু নিয়ে কথা হতে পারে ১৭ সেপ্টেম্বরের এই বৈঠকে। সেইসঙ্গে, অধিবেশনের পাঁচদিনই দলের সমস্ত সাংসদকে উপস্থিত থাকার জন্য উইপ জারি করেছে বিজেপি।
West-Bengal | Updated: 13:58 PM, Thu Sep 14, 2023
C-295MW for IAF: শত্রুর ঘুম ওড়াবে বায়ুসেনার C-295 বিমান
নিউজ ডেস্ক: সীমান্তে শান্তির পক্ষে সওয়াল করলেও আদপে তা বজায় রাখতে অক্ষম চিন। অন্যদিকে, দেশের নিরাপত্তা বলয় ভেদ করে ক্রমাগত ভারতে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। এই আবহে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে মরিয়া ভারত সরকার। এবার দুই শত্রুকে যোগ্য জবাব দিতে আরও শক্তিশালী হওয়ার পথে দেশের বায়ুসেনা। শীঘ্রই বায়ুসেনার ঘরে আসছে স্পেনের সামরিক পরিবহন বিমান সি-২৯৫(C-295)।
বুধবার আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক এই বিমান ভারতের হাতে তুলে দিচ্ছে স্পেনের সংস্থা এয়ারবাস(Airbus)। দু’বছর আগে ৫৬টি বিমানের জন্য এই সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে নয়াদিল্লি। যার মধ্যে ১৬টি বিমান তৈরি হবে স্পেনেই। আর বাকি ৪০টি বিমান গুজরাতের ভাদোদরায় এয়ারবাসের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করবে টাটা। ইতিমধ্যেই বিমান নেওয়ার জন্যে স্পেনের উদ্দেশে রওনা দিয়েছেন বায়ুসেনা প্রধান মার্শাল ভিআর চৌধুরী(Air Marshal VR Chaudhari)।
উল্লেখ্য, বায়ুসেনার পুরনো সামরিক পরিবহন বিমান ‘অভ্র’(Avro)এর পরিবর্তে অত্যাধুনিক সি-২৯৫এমডব্লিউ(C-295MW) ব্যবহার করা হবে বলে খবর প্রতিরক্ষা দফতর সূত্রে। ৯ টন পর্যন্ত পরিবহন ক্ষমতাসম্পন্ন এই বিমানে রয়েছে রিয়ার র্যাম্প দরজা। যুদ্ধক্ষেত্রে যা দ্রুত সেনা ও প্রয়োজনীয় আগ্নেয়াস্ত্র পরিবহনে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি বিশেষজ্ঞ মহলের। এছাড়া, চুক্তি অনুযায়ী অত্যাধুনিক এই বিমান নির্মাণে ব্যবহার করা হবে দেশীয় পদ্ধতিতে তৈরি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট। পাশাপাশি, প্রতি ঘণ্টায় ৪৮০ কিমি গতিবেগে ১১ ঘণ্টা উড়তে পারবে অত্যাধুনিক এই বিমান।
West-Bengal | Updated: 15:02 PM, Wed Sep 13, 2023
Parliament Special Session: নতুন সংসদ ভবনে ড্রেস কোড কেন্দ্রের
নিউজ ডেস্ক: আগামী ১৮ সেপ্টেম্বর থেকে সংসদে পাঁচ দিনের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে একটি পুজোর পরই আনুষ্ঠানিক সূচনা হবে নতুন সংসদ ভবন ‘সেন্ট্রাল ভিস্তা’র। তার আগে সংসদের কর্মীদের জন্য তৈরি হচ্ছে নতুন ইউনিফর্ম। জানা গিয়েছে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়ায় তৈরি করা হচ্ছে এই পোশাক।
নতুন সংসদের নতুন ড্রেস কোড তৈরি করছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি(NIFT)। জানা গিয়েছে, আমলারা এতদিন বন্ধগলা স্যুট পরতেন। তার বদলে এবার থেকে গোলাপি রঙের নেহরু জ্যাকেট থাকবে। সেইসঙ্গে, সাদার উপর হালকা গোলাপী পদ্মের নকশা করা শার্ট। আর কর্মীরা পরবেন খাকি রঙের প্যান্ট।
নয়া ড্রেস কোড অনুযায়ী সংসদের মার্শালরা সাফারি স্যুটের পরিবর্তে ক্রিম রঙের কুর্তা পাবেন। সঙ্গে মাথায় পরবেন মণিপুর পাগড়ি। সংসদ চত্বরে মোতায়েন নিরাপত্তারক্ষীরাও পাবেন একটি নতুন ইউনিফর্ম। জানা গিয়েছে, সাফারি স্যুটের পরিবর্তে এবার থেকে তারা পরবেন মিলিটারিদের মতো ক্যামোফ্লেজ পোশাক। মহিলা কর্মচারীরা পুরনো ডিজাইনের পরিবর্তে নতুন ডিজাইনের একটি পোশাক পাবেন বলে খবর।
West-Bengal | Updated: 17:47 PM, Tue Sep 12, 2023
Justin Trudeau: শেষ হয়েছে সম্মেলন, বিমান বিভ্রাটের কারণে এখনও দিল্লিতে কানাডার প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: ৩৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও মেলেনি সমাধান। বিমান বিভ্রাটের কারণে এখনও দিল্লিতে আটকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডো। মঙ্গলবার বিকেলে দেশের উদ্দেশে রওনা দিতে পারবেন তিনি বলে অনুমান কানাডার প্রধানমন্ত্রীর দফতরের অনুমান। তবে সূত্রের খবর, তাঁদের ফেরত নিয়ে যাওয়ার জন্য বিকল্প বিমান এবং ত্রুটিযুক্ত প্লেন সারানোর জন্য যন্ত্রাংশ পাঠানো হয়েছে কানাডা থেকে।
রবিবার দুপুরে জি২০ সম্মেলন(G20 Summit) শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পার্শ্ববৈঠক সারেন ট্র্যুডো। বৈঠক শেষে সূচি অনুযায়ী রাত ৮টার সময় ছেলে সহ দিল্লির বিমানবন্দরে পৌঁছে যান তিনি। কিন্তু সেই সময় বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে তাঁর। উড়ান কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, সমস্যার সমাধান করে উড়তে দীর্ঘ সময় লাগবে। ফলে সেখান থেকে ফের হোটেলে ফিরে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী সহ কানাডার প্রতিনিধি দল।
মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে মুখ খুলেছে কানাডার প্রধানমন্ত্রীর দফতর। প্রেস সচিব মহম্মদ হুসেনের কথায়, “ভারত থেকে কানাডার প্রতিনিধি দলকে ফিরিয়ে আনতে যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের সসস্ত্র বাহিনী। যদিও এখনও সমস্যা পুরোপুরি মেটেনি। তবে সেনার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ প্রধানমন্ত্রীর বিমান কানাডার উদ্দেশে রওনা দেবে।”
বলাই বাহুল্য, বিমান বিভ্রাটের এই বিষয়টি ট্র্যুডোর ভারত সফরে আরও দুর্দশা বাড়িয়ে তুলেছে। কূটনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে ওঠে ২০১৮ সালে তাঁর প্রথম ভারত সফর। কানাডায় এক ভারতীয় রাজনীতিককে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তি সেইসময় তাঁর সফরের তালিকায় অতিথি হিসাবে স্থান পায়। বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে বেশ চাপানউতোর চলে। এদিকে, এবার তাঁর সফরের মধ্যে কানাডার মাটিতে ভারত বিরোধি বিচ্ছিন্নতাবাদী সংগঠন নিয়ে প্রকাশ্যে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী।
West-Bengal | Updated: 12:02 PM, Tue Sep 12, 2023
Ayushman Bhava: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘আয়ুষ্মান ভব’ অভিযান কেন্দ্রের
নিউজ ডেস্ক: আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আর সেই উপলক্ষে এবছর ‘আয়ুষ্মান ভব’ প্রচারাভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দেশের প্রতিটি প্রান্তে কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পগুলির বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী ১৩ সেপ্টেম্বর এই প্রচারাভিযানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পগুলির সহজলভ্যতা এবং সচেতনতা বাড়াতে বেশ কিছু অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হবে। আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে বিশেষ এই কর্মসূচি। তাঁর কথায়, “আয়ুষ্মান ভব প্রচারাভিযানের অধীনে ১ লক্ষ ১৭ হাজারেরও বেশি স্বাস্থ্যকেন্দ্রে আয়ুষ্মান মেলার আয়োজন করবে কেন্দ্র। সমস্ত দরিদ্র-মধ্যবিত্তের চিকিৎসার জন্য এই মেলার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পাশাপাশি, পরিচ্ছন্নতা অভিযানও চালানো হবে।”
সেইসঙ্গে মনসুখ মাণ্ডব্য আরও জানান, ‘আয়ুষ্মান ভারত’ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা যোজনা। প্রতিটি পরিবার ৫ লক্ষ টাকার স্বাস্থ্য প্যাকেজ পেয়ে থাকে এই প্রকল্পের আওতায়। এবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আরও ৬০ হাজার আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
প্রসঙ্গত, প্রতিবছর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একাধিক জনসেবামূলক কাজ করে থাকে কেন্দ্র। গতবছর টিবি রোগ নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছিল কেন্দ্রের তরফে। সেইসঙ্গে, ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা মুক্ত ভারতের সঙ্কল্প নেওয়া হয় সরকারের তরফে। এছাড়া, ২০২১ সালে করোনার ভ্যাকসিনেশনের উপর জোর দেওয়া হয়েছিল সরকারের তরফে। আর সেইমতো প্রধানমন্ত্রীর জন্মদিনে রেকর্ড সংখ্যক ভ্যাকসিনেশনও হয়েছিল দেশজুড়ে।
West-Bengal | Updated: 18:08 PM, Mon Sep 11, 2023
India-China Relation: বিশ্বের উচ্চতম সামরিক বিমানঘাঁটি এবার লাদাখে!
নিউজ ডেস্ক: দু’দেশের মধ্যে সীমান্ত সমস্যা অব্যাহত। ব্রিকস-এর মঞ্চে শান্তির পক্ষে সওয়াল করেও চিরাচরিত স্বভাবে তা বাস্তবায়িত করা থেকে পিছু হটেছে চিন। এবার চিনের পাল্টা হিসাবে নয়া কৌশল নিল নয়াদিল্লি। লাদাখে বিশ্বের উচ্চতম সামরিক বিমানঘাঁটি গড়ার সিদ্ধান্ত নিল ভারত।
লাদাখের নিওমা প্রদেশে এই বিমানঘাঁটিটি তৈরি করবে প্রতিরক্ষামন্ত্রকের অধীনস্থ বর্ডার রোড অর্গানাইজেশন(BRO)। এই নির্মাণ প্রকল্পে খরচ হবে প্রায় ২১৮ কোটি টাকা। আগামী ১২ সেপ্টেম্বর জম্মুর দেভক ব্রিজ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানঘাঁটির শিলান্যাস করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেইসঙ্গে প্রতিরক্ষা বিষয়ক আরও ৯০টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এর মধ্যে বাগডোগরা ও বারাকপুর বিমানঘাঁটির আধুনিকীকরণও রয়েছে।
এই প্রসঙ্গে বিআরও প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী বলেন, “চিনের আগ্রাসন ঠেকাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা(LAC) বরাবর ৩৪৮৮ কিলোমিটার পরিকাঠামো নির্মাণকাজ শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার। এর ফলে লালফৌজকে যোগ্য জবাব দিতে ভারতের আরও বেশি সুবিধা হবে।” তিনি আরও জানান, ইতিমধ্যেই মোট ১১ হাজার কোটি টাকার ২৯৫টি প্রকল্পের কাজ শেষও হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, এলএসি থেকে প্রায় ৪৬ কিমি দূরে অবস্থিত এই নিওমা প্রদেশ। উচ্চতা প্রায় ১৩ হাজার ৪০০ মিটার। মূলত এই এলাকা দিয়েই লাদাখের বিভিন্ন জায়গায় মোতায়েন ভারতীয় সেনাদের রসদ ও অস্ত্র সরবরাহ করা হয়। ফলে এই এলাকায় সামরিক বিমানঘাঁটি নির্মাণের কাজ শেষ হলে অতিরিক্ত সাহায্য পাবে ভারতীয় বায়ুসেনা। আগের থেকে অনেক বেশি উন্নত হবে লাদাখ সীমান্ত।
West-Bengal | Updated: 16:56 PM, Mon Sep 11, 2023
Rishi Sunak: হাসিনার পাশে হাঁটু গেড়ে বসে কী শুনলেন
সুনক? ছবি ভাইরাল হতেই উত্তাল নেটপাড়া
নিউজ ডেস্ক: ইতিমধ্যেই 'ভারতের জামাই' ঋষির একাধিক মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও অক্ষরধাম
মন্দিরে বৃষ্টির মধ্য়ে স্ত্রীয়ের মাথায় 'কেয়ারিং
স্বামী'-র ভূমিকায় ছাতা ধরতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার স্বামীর
প্রতি যত্নশীল অক্ষতা ঠিক করে দিচ্ছেন টাই। কোনও মুহূর্তেই ছবিই লেন্সবন্দি করতে
ভোলেননি সাংবাদিকরা। রাজনীতির বাইরে সেইসব ছবি নজর কেড়েছে নেটিজেনদের। আর এরই মধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে ঋষির আর একটি ছবি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী
ঋষি সুনকের একটি ছবি মন ছুঁয়ে গিয়েছে সবার। দুইজনের কথোপকথনের ছবিটি ঘিরে জোর
চর্চা।
ভাইরাল ছবিটিতে দেখা গিয়েছে কাঠের
চেয়ারে বসে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পাশেই খালি পায়ে, হাঁটু গেড়ে বসে আছেন ঋষি সুনক। গল্পে মশগুল দুই
রাষ্ট্রপ্রধানই। হাসিনার দাঁড়িয়ে কথা বলতে যাতে অসুবিধা না হয় সেই কথা বিবেচনা
করেই ঋষি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছেন। তবে তাঁরা অবশ্য কী নিয়ে কথা বলেছেন তা
জানা যায়নি। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এহেন সৌজন্যমূলক ব্যবহার মন জয় করেছে
বাংলাদেশি মানুষের। সুনক-হাসিনার এই আলাপচারিতার ছবি পোস্ট করে নেটিজেনদের অনেকেরই
মন্তব্য,
'ঋষি সুনকের কোনও অহং বোধ নেই। বড় মাপের মানুষরা বোধহয়
এমনই হন।'ঋষির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকে এই মুহূর্তটি 'মিষ্টি' বলে আখ্যা দিয়েছেন।
জি-২০ সম্মেলনে যোগ দিতে এসে নিজেকে 'গর্বিত হিন্দু' বলেও পরিচয় দিয়েছেন ঋষি। জি-২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে স্ত্রী অক্ষতা
মূর্তিকে নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দির ঘুরে আসেন। খালি পায়েই মন্দির পরিদর্শন
করেন তিনি। গুরুত্বপূর্ণ বৈঠকেরও মাঝেও ভারতবাসীর মন কিনে ফেলেছেন ব্রিটিশ
প্রধানমন্ত্রী ঋষি সুনক।
West-Bengal | Updated: 16:46 PM, Mon Sep 11, 2023
Rishi Sunak: বিচ্ছিন্নবাদ বরদাস্ত নয়, স্পষ্ট বার্তা সুনকের
নিউজ ডেস্ক: ব্রিটেনের মাটিতে কোনওরকম বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ বরদাস্ত নয়। জি২০-এর(G20 Summit) আবহে স্পষ্ট বার্তা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক(Rishi Sunak)।
আন্তর্জাতিক মহাসম্মেলনে যোগদানের জন্য শুক্রবার দিল্লিতে পা রাখেন ঋষি সুনক। দু’দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ঋষি সুনকের মধ্যে। আলোচনা হয় ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী সংগঠন প্রসঙ্গেও। এই প্রসঙ্গে ঋষির স্পষ্ট বার্তা, “বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে ভারত সরকারের সঙ্গে কাজ করছে ব্রিটেন। এধরণের কার্যকলাপকে ব্রিটেন সরকার কোনওভাবে সমর্থন করবে না।”
সেইসঙ্গে তাঁর সংযোজন, “ইতিমধ্যেই এই বিষয়ে দু’দেশের প্রতিরক্ষা মন্ত্রকের আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদকে গোঁড়া থেকে নির্মূল করার জন্য দু’দেশের মধ্যে তথ্যের আদানপ্রদান করা হচ্ছে।”
গত মার্চে লন্ডনের ভারতীয় দূতাবাসে কার্যত তাণ্ডব চালায় বিচ্চিন্নতাবাদী সংগঠন। দফতরের সামনে টাঙানো ভারতীয় পতাকা খুলে ফেলে নিজেদের পতাকা উত্তোলন করে তারা। বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে শুরু হয় চাপানউতোর। এই নিয়ে ব্রিটিশ প্রশাসনের তীব্র সমালোচনা করে ভারত। অবশেষে পরস্থিতি সামাল দিতে অগাস্টে তিনদিনের সফরে আসেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী টম টুজেনডোট। বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে বিচ্চিন্নতাবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণে তহবিল তৈরি করে ব্রিটেন। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন ঋষি সুনক।
West-Bengal | Updated: 13:51 PM, Mon Sep 11, 2023
G-20 Summit 2023: সুপারহিট জি-২০, মোদীর প্রশংসায় পঞ্চমুখ এবার 'জওয়ান' কিং খান!
নিউজ ডেস্ক: মোদী সরকারকে বিশেষ পছন্দ নয় তাঁর, এমনটাই এতদিন জেনে এসেছিল গোটা দেশ। কিন্তু সকলকে অবাক করে দিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন সেই কিং খান! একটা সময় অসহিষ্ণুতা প্রসঙ্গে কেন্দ্রের সমালোচনা করে বিরাগভাজন হয়েছিলেন বিজেপি সমর্থকদের মধ্যে। কিন্তু জি-২০ সম্মেলনের সাফল্যের পর যেভাবে এক্স হ্যান্ডেলে ভূয়সী প্রশংসা করতে দেখা গেল তাঁকে নরেন্দ্র মোদীর, তা দেখে ভিরমি খেয়ে যাবেন তাঁর অতি কট্টর বিরোধীরাও। সেই সঙ্গে অবশ্যই মোদী-বিরোধীরাও।
নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট করা জি-২০ সম্মেলনের একটি ভিডিও রিপোস্ট করেছেন শাহরুখ। সেই সঙ্গে পোস্টে লিখেছেন,'মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন। ভারতের জি- ২০ সভাপতিত্বের সাফল্য এবং বিশ্বের সাধারণ মানুষের কথা ভেবে একটি সুন্দর ভবিষ্যতের আশায় দেশগুলির মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য। এটি প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে সম্মান ও গর্বের অনুভূতি নিয়ে এসেছে। স্যার, আপনার নেতৃত্বে আমরা বিচ্ছিন্নভাবে নয়, একসঙ্গে উন্নতি করব। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ...'।
প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েই একের পর এক রেকর্ড করে চলেছে শাহরুখ অভিনীত ছবি জওয়ান। ছবি মুক্তির আগে তিরুপতি মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর বক্স অফিসে প্রথম দিন থেকেই ঝড় তুলেছে ছবিটি। আর জি-২০ সম্মেলনের শেষে যেখানে একাধিক প্রসঙ্গ নিয়ে সমালোচনা করতে দেখা যাচ্ছে তথাকথিত মোদী-বিরোধীদের, সেখানে দাঁড়িয়ে শাহরুখের এই উলটো সুর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, এই প্রথমবার প্রধানমন্ত্রীর এমন ভূয়সী প্রশংসা করতে দেখা গেল কিং খানকে। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার নরেন্দ্র মোদীর সরাসরি প্রশংসা করে মোদী-বিরোধীদের বুকের ব্যথা বাড়িয়ে তুললেন পাঠান?
West-Bengal | Updated: 12:46 PM, Mon Sep 11, 2023
UNSC: মোদীর কাছে মাথা নোয়ালেন এরদোয়ান! জাতিসংঘের স্থায়ী আসনে দাবিকে স্বাগত জানাল তুর্কি
নিউজ ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের
অন্তর্ভুক্তির দাবি দীর্ঘদিনের। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপ্রাণ চেষ্টা
চালাচ্ছেন। কিন্তু বাধার দেওয়াল হয়ে দাঁড়িয়ে চিন। বদলে যাওয়া সমীকরণে রাশিয়ার অবস্থান
স্পষ্ট নয়। কিন্তু মোক্ষম সময়ে পুরোনো শত্রু বন্ধুর অবতার অদয় হল। জাতিসংঘের
নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তির দাবিকে স্বাগত জানালেন তুর্কি প্রেসিডেন্ট।
বললেন ভারত জাতিসংঘের স্থায়ী সদস্য হলে তা হবে গর্বের বিষয়।
এত দিন ভারতের সঙ্গে তুর্কির সম্পর্ক ছিল যেন বুনো ওল আর বাঘা
তেঁতুল। আরমেনিয়া আজারবাইজান যুদ্ধের পর সেই সম্পর্কে আরও ফাটল তৈরি হয়। কারণ আজারবাইজানকে
সমরাস্ত্র দিয়ে সাহায্য করে তুর্কি। অন্যদিকে পিনাক রকেট লঞ্চার সিস্টেম সহ আরও বহু
সমরাস্ত্র দিয়ে পাল্টা আরমেনিয়ার সাহায্য করে ভারত। কিন্তু সেই পরিস্থিতি বদলে গেল
G-20’র বৈঠকে। শত্রুতার মনোভাব ছেড়ে বন্ধুত্বের হাত বাড়ানোর ইঙ্গিত দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের
স্থায়ী আসনের দাবিকে স্বাগত জানালেন তিনি। G-20’র বৈঠক শেষে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) স্থায়ী
আসনে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান একে 'গর্বের বিষয়' বলে অভিহিত করেন। তিনি আরও বলেন,
“বিশ্ব পাঁচটি রাষ্ট্রে সীমিত নয়। তা (মার্কিন,
যুক্তরাজ্য, ফ্রান্স, চীন
ও রাশিয়া) চেয়েও বড়। ভারতের মতো একটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে থাকা,
আমরা গর্বিত হব। । ১৯৫ টি নন কাউন্সিল সদস্য
দেশ রোটেশন পদ্ধতির
মাধ্যমে সাময়িক ভাবে কাউন্সিল সদস্য হতেই পারে”।
ভারতের স্থায়ী সদস্যতাকে স্বাগত জানানোর পাশাপাশি নিরাপত্তা
পরিষদের বর্তমান ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিলেন তুর্কি প্রেসিডেন্ট। তার মতে
পাঁচটি শক্তিধর রাষ্ট্রের পাশাপাশি আরও সদস্যের স্থায়ী পদ থাকা উচিত। ১৯৫ টি দেশের
কাছেই রোটেশন ব্যবস্থার মাধ্যমে কিছু সময়ের জন্য ভিটো পাওয়ার থাকা উচিত। এতে জাতীয়
পর্যায়ে জাতিসংঘের প্রতি বিশ্বাস আরও বাড়বে।
প্রসঙ্গত জাতিসংঘে ভারতের অনতর্ভূক্তির দাবিকে আগেই সমস্ররথন জানিয়েছে আমেরিকা ফান্সের
মত দেশ। বড় বাধা একমাত্র চিন। কিন্তু পাশাপাশি চন্দ্রযানের পাল্টা লুনা ২৫ মিশন এবং
G-20’র বৈঠকে অনুপস্থিত হয়ে রাশিয়া কি বার্তা
দিতে চায় তা বিশ্লেষণ করছে বিদেশ মন্ত্রক।
West-Bengal | Updated: 12:44 PM, Mon Sep 11, 2023
African Union: দীর্ঘ অপেক্ষার অবসান, ভারতের উদ্যোগে জি২০-এর স্থায়ী সদস্য হল আফ্রিকান ইউনিয়ন
নিউজ ডেস্ক: আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। এবার তা সফল হল। অবশেষে ভারতের উদ্যোগে জি২০(G20 Committee) জোটের স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন(African Union)। শনিবার মহাসম্মেলনে আগত সকল প্রতিনিধিদের সহমতে সভাপতি হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আফ্রিকার ৫৫টি দেশ নিয়ে তৈরি হয়েছে আফ্রিকান ইউনিয়ন। এদিন ভারত মণ্ডপমে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানি। আন্তর্জাতিক মহাজোটে তাঁকে স্বাগত জানিয়ে মোদী বলেন, “সকলের সম্মতিতে আফ্রিকান ইউনিয়নকে জি২০ জোটের স্থায়ী সদস্য করা হল। ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে জোটে তাঁর আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।”
মোদীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউনিয়ন কমিশনের প্রধান মৌসা ফাকি মাহামাত। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন তিনি। লিখেছেন, “দীর্ঘদিন ধরে এই অন্তর্ভুক্তিকরণের অপেক্ষায় ছিলাম। কমিটির সদস্য হিসেবে বিশ্বব্যাপী যেকোনও সমস্যায় কার্যকর অবদান প্রদান করবে ইউনিয়ন।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে গ্লোবাল সাউথ-এর উন্নতির পক্ষে সওয়াল করেছেন মোদী। জি২০ কমিটিতে ‘গ্লোবাল সাউথ’ যাতে স্থায়ী সদস্যপদ পায়, সেই প্রচেষ্টায় ছিলেন তিনি। উল্লেখ্য, এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকাকে একত্রে ‘গ্লোবাল সাউথ’ বলা হয়। অবশেষে মোদীর সেই প্রচেষ্টা সফল হল বলে মত কূটনৈতিক মহলের।
West-Bengal | Updated: 18:32 PM, Sat Sep 09, 2023
Bharat for G20 Nameplate: জি২০-এর নামফলকে ‘ভারত’এর বার্তা মোদীর
নিউজ ডেস্ক: তবে কী সত্যি বদলে যাচ্ছে দেশের নাম? দেশবাসীর মনে ফের এই প্রশ্ন উস্কে দিল জি২০ সম্মেলন(G20 Summit 2023)। দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’ করার পক্ষে সওয়াল করেছে মোদী সরকার। এবার সেই বিষয়ে সিলমোহর দিয়ে দিলেন খোদ প্রধানমন্ত্রী।
শনিবার দিল্লির ‘ভারত মণ্ডপম’এ শুরু হয়েছে ১৮তম জি২০ সম্মেলন(G20 Summit 2023)। পরম্পরা মেনেই এদিন সকল রাষ্ট্রনেতাদের স্বাগত জানান মোদী। এরপরই সম্মেলনের সভাপতি হিসেবে উদ্বোধনী ভাষণ শুরু করেন তিনি। সেখানে তাঁর সামনের নামফলকে দেখা গেল বড় বড় অক্ষরে লেখা ‘ভারত’। নিয়মানুযায়ী প্রতিটি দেশের প্রতিনিধিদের সামনে তাঁদের দেশের নাম লেখা ফলক রাখা হয়। প্রধানমন্ত্রী মোদীর ক্ষেত্রে তার অন্যথা হয়নি। তবে নিজের সামনে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ লেখা ফলক রেখে দেশের নামবদলে নিজের অবস্থান স্পষ্ট করলেন মোদী, বলাই বাহুল্য।
আরও পড়ুন: G20 Leaders’ Declaration: ‘পরমাণু অস্ত্র ব্যবহার গ্রহণযোগ্য নয়’, ইউক্রেন ইস্যুতে যৌথ ঘোষণা জি২০ নেতাদের
উল্লেখ্য, জি২০-তে রাইসিনা হিলের তরফে নৈশভোজের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা প্রকাশ্যে আশার পর থেকেই বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়। শুরু হয় শাসক-বিরোধী তরজা। এদিকে, ১৮ সেপ্টেম্বর থেকে ৫ দিনের সংসদে বিশেষ অধিবেশনের ডাক দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে অধিবেশনের কারণ স্পষ্ট না করায় দেশের নামবদলের প্রস্তাব পেশ করা হতে পারে বলেও শুরু হয় জল্পনা।
তবে শুধু নামফলকেই নয়, বিদেশি প্রতিনিধিদের জন্য তৈরি বুকলেটেও ব্যবহার করা হয়েছে ‘ভারত’। বুকলেটে লেখা, “ভারত হল দেশের সরকারি নাম। ১৯৪৬-৪৮ সালের আলোচনার পাশাপাশি ভারতীয় সংবিধানেও এর উল্লেখ রয়েছে।” এমনকি, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রাচীন ঐতিহ্য তুল ধরার জন্য কেন্দ্রের বিশেষ প্রদর্শনী ‘দ্য মাদার অফ ডেমোক্রেসি’-তে দেশের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে ‘ভারত’কে। এই আবহে মোদীর নামফলকে ‘ভারত’ ব্যবহার বিশেষ তাৎপর্যপূর্ণ বলে দাবি রাজনৈতিক মহলের।
West-Bengal | Updated: 18:02 PM, Sat Sep 09, 2023
G20 Leaders’ Declaration: ‘পরমাণু অস্ত্র ব্যবহার গ্রহণযোগ্য নয়’, ইউক্রেন ইস্যুতে যৌথ ঘোষণা জি২০ নেতাদের
নিউজ ডেস্ক: ইউক্রেনে শান্তি ফেরাতে এবার উদ্যোগী পশ্চিমী শক্তিধর দেশগুলি। যৌথ ঘোষণাপত্রে সেদেশে দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনার জন্য এবার আহ্বান জানাল জি২০-এর সদস্য দেশগুলি।
সেইসঙ্গে, কোনও আঞ্চলিক অধিগ্রহণে শক্তি প্রয়োগের হুমকি থেকে বিরত থাকার জন্য সকল সদস্য দেশগুলির কাছে আবেদন জানান হয়েছে ওই ঘোষণাপত্রে। কোনও রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণেও ভাবনা চিন্তার কথা বলা হয়েছে। পাশাপাশি, পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা ব্যবহারের হুমকি কোনও ভাবে গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ওই ঘোষণাপত্রে।
এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন। ক্রমাগত রুশ হামলায় ঘরছাড়া বহু মানুষ। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পশ্চিমের এই দেশটি। ভেঙে গিয়েছে সেদেশের বাণিজ্যিক, অর্থনৈতিক, শিক্ষা ক্ষেত্রের পরিকাঠামো। একাধিক আলোচনা-পর্যালোচনার পরও মেলেনি সমাধানসূত্র। তবে যুদ্ধের কারণে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া। সেইসঙ্গে শস্য চুক্তি লঙ্ঘন এবং প্রাচীন সৌধের উপর আক্রমণের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধ অপরাধী’র তকমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত(International Criminal Court)।
এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক বাণিজ্য। এই আবহে দিল্লির ‘ভারত মণ্ডপম’এ অনুষ্ঠিত হয়েছে ১৮তম জি২০ সম্মেলন(G20 Summit)। যদিও আন্তর্জাতিক মঞ্চে সমালোচনা এড়াতে বৈঠক থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পরিবর্তে দেশের প্রতিনিধি হিসেবে দিল্লি এসেছেন বিদেশমন্ত্রী সার্গেয় লাভরোভ। তাঁর উপস্থিতিতে ভারতের সভাপতিত্বে এদিন ঘোষণাপত্র পেশ করলেন জি২০ নেতারা। বুঝিয়ে দিলেন, যুদ্ধের কারণে যে ক্ষত তৈরি হয়েছে, তা শীঘ্রই সমাধান করতে চাইছেন সকলে।
West-Bengal | Updated: 17:03 PM, Sat Sep 09, 2023
PM Modi in G20: জি২০-এর মঞ্চে ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা মোদীর
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অবিশ্বাসের বাতাবরণ দূর করে বিশ্বাসের ভিত মজবুত করতে হবে। শনিবার ভারত মণ্ডপমের(Bharat Mandapam) মঞ্চ থেকে জি২০ সম্মেলনের(G20 Summit) উদ্বোধনী ভাষণে ‘সাব কা সাথ, সাব কা বিশ্বাস’-এর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী বলেন, “জি২০ সম্মেলনের সভাপতি হিসেবে ভারতের আবেদন, বিশ্বজুড়ে তৈরি হওয়া অবিশ্বাসের বাতাবরণ দূর করে বিশ্বাস এবং ভরসার পরিবেশ তৈরি করতে হবে। এই সময় আমাদের সকলের একসঙ্গে চলার সময়। এই সময় ‘সাব কা সাথ, সাব কা বিকাশ, সাব কা বিশ্বাস, সাব কা প্রয়াস’ এই মন্ত্রই আলো দেখাবে আমাদের।” সেইসঙ্গে প্রধানমন্ত্রীর সংযোজন, “উত্তর-দক্ষিণের বিভেদ কিংবা পূর্ব-পশ্চিমের দূরত্ব, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা, খাদ্যসংকট, স্বাস্থ্য, জ্বালানি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সমস্যা তৈরি হলে আমাদের একত্রে তার সমাধান খুঁজতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখেই আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে।”
প্রসঙ্গত, ১৮তম জি২০ সম্মেলনের আসর এবার বসেছে ভারতে। আন্তর্জাতিক এই মহাসমাবেশে যোগদানের জন্য দিল্লিতে এসেছেন জি২০ সদস্য দেশের প্রায় সকল রাষ্ট্রনেতারা। এসেছেন ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড, আফ্রিকান ইউনিয়ন এবং রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা। তাৎপর্যপূর্ণভাবে গুরুত্বপূর্ণ এই বৈঠক এড়িয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তাঁর তথাকথিত ‘বন্ধু’ প্রেসিডেন্ট শি জিনপিং।
কূটনৈতিক বিশ্লেষক মহলের দাবি, একজন ইউক্রেনের যুদ্ধ তো অন্যজন ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার আবহে নিজেদের এই মহাসম্মেলন থেকে বিরত রাখাই শ্রেয় বলে মনে করেছেন। এই আবহে মোদীর ‘বসুধৈব কুটুম্বকম’এর বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নাম না করেই মোদী জিনপিং বা পুতিনকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন পশ্চিমী শক্তিগুলি একত্রিত হলে যেকোনও সমস্যা সমাধান করা যাবে।
West-Bengal | Updated: 14:25 PM, Sat Sep 09, 2023
Britain PM Rishi Sunak: ‘গর্বিত হিন্দু’, ভারতে পা রেখেই বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: তিনি ভারতের জামাই। শুধু তাই নয়, ভারতীয় বংশোদ্ভূতও তিনি। ভারতের সঙ্গে তাঁর নারীর টান থাকলেও, জন্ম থেকে বড় হওয়া সবই তাঁর ব্রিটেনে। আর ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই ঋষি সুনকের প্রথম ভারত সফর। জি ২০ সম্মেলনে যোগ দিতে স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে ভারতে পা রেখেছেন তিনি। আর ভারতে পা রেখেই নিজেকে 'গর্বিত হিন্দু' বলে দাবি করলেন ঋষি সুনক।
প্রধানমন্ত্রী হওয়ার পর ভগবৎ গীতা সামনে রেখে শপথ নিয়েছিলেন তিনি। গত বছর জন্মাষ্টমীতে পরিবারকে সঙ্গে নিয়ে মন্দিরেও যেতে দেখা গিয়েছিল তাঁকে। আর এবার ভারতের মন্দিরে পা রাখবেন বলে জানিয়েছেন তিনি। ভারতে পা রেখে বেশ খুশি হয়েছেন বলে জানিয়েছেন ঋষি সুনক।
শুক্রবার বিকেলেই দিল্লিতে পৌঁছন ঋষি সুনক। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। ‘জয় সিয়া রাম’ বলে সুনককে স্বাগত জানান তিনি। উপহার হিসেবে তাঁর হাতে ভগবৎ গীতা, হনুমান চল্লিশা ও রুদ্রাক্ষ তুলে দেন।
শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ঋষি সুনক। সেখানে বাণিজ্য চুক্তি-সহ একাধিক বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। দিল্লিতে পা রাখার পর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকও করেছেন তিনি।
West-Bengal | Updated: 11:56 AM, Sat Sep 09, 2023
G-20 Summit: অতিথিদের আপ্যায়ন থেকে মোদীর এক্স হ্যান্ডেল, বিশেষ আকর্ষণে নটরাজ
নিউজ ডেস্ক: আজ, শনিবার শুরু জি-২০ বৈঠক। দিল্লির প্রগতি ময়দানে সদ্য উন্মোচিত 'ভারত মণ্ডপম'-এ স্বাগত জানানো হবে বিদেশি অতিথিদের। আর এই স্বাগত আড়ম্বরের মধ্যে এবার মূল আকর্ষণ ২৮ ফুটের ধাতব নটরাজ মূর্তি। ভারত মণ্ডপম ভবনের সামনে স্থাপন করা হয়েছে এই মূর্তিটিকে। মূর্তিটি যে বিশেষ, তা এবার প্রমাণিত হলো প্রধানমন্ত্রীর একটি বিশেষ পদক্ষেপে। বর্তমানে প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলের ব্যাকগ্রাউন্ড কভার পিকচারে শোভা পাচ্ছে নটরাজ স্থাপত্যটির ছবিটি।
উল্লেখ্য, মূর্তিটি ১৯ টন ওজনের। প্রায় ১৮ জন কর্মী দিনরাত কাজ করেছেন মূর্তিটি নির্মাণ করতে। এদিকে অতিথিদের আপ্যায়নে দেখানো হবে ‘মাদার অফ ডেমোক্র্যাসি’ নামের এক প্রদর্শনী। সেখানে ভারতের গণতান্ত্রিক কৃষ্টিকে তুলে ধরা হবে জনসমক্ষে। বৈদিক যুগের ইতিহাস গাথা থেকে শুরু করে আধুনিক যুগ, সবটাই ধরা থাকবে প্রদর্শনীতে। ১৬টি ভাষা ব্যবহৃত হবে প্রদর্শনীর অডিওয়। ইংরেজির পাশাপাশি অডিও চলবে ফরাসি, ইটালিয়ান, কোরিয়ান ও জাপানি ভাষাতেও।
প্রসঙ্গত, মূর্তিটি তামিলনাড়ুর স্বামী মালাইয়ের ভাস্কর রাধাকৃষ্ণণ স্থপতি এবং তাঁর কর্মীরা প্রায় ৭ মাস ধরে নির্মাণ করেন। সূত্রের খবর, রাধাকৃষ্ণণের ৩৪ প্রজন্ম চোল সাম্রাজ্যের সময় থেকে মূর্তি তৈরি করে আসছে। রাধাকৃষ্ণণের পিতা, ভাস্কর দেবসেনাপতি স্থপতি, দিল্লির জনকপুরীর রাজরাজেশ্বরী মন্দির সহ ব্রোঞ্জের চোল ভাস্কর্য তৈরির জন্য পরিচিত।
West-Bengal | Updated: 10:06 AM, Sat Sep 09, 2023
By-Election Result: ত্রিপুরার দুটি আসনেই বিজেপির কাছে ক্লিন বোল্ড সিপিএম
নিউজ ডেস্ক: হাজার চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারল না বামেরা। ত্রিপুরার দুটি বিধানসভা আসনে গেরুয়া ঝড়। জয় নিয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল বিজেপি। অন্যদিকে ভোট কারচুপির অভিযোগ তুলে গণনা বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল বামেরা। যদিও গণনা শুরুর পর দেখা গেল বিজেপি শুধু জিতছেই না, নির্বাচনী ময়দানে কার্যত ধরাসায়ী বামেরা।
ধানপুর কেন্দ্রটি বিজেপিরই ছিল। তবে বক্সানগর নিয়ে খানিক চিন্তায় ছিল গেরুয়া শিবির। কেন্দ্রটি সিপিএম-এর দখলে থাকার পাশাপাশি সংখ্যালঘু অধ্যুষিত। তবে নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেল, কোথায় সংখ্যালঘু! কোথায় বাম! দুটি আসনেই বাম প্রার্থীদের ব্যাপক ব্যবধানে জিতেছেন বিজেপি প্রার্থীরা। বক্সানগরে বিজেপি প্রার্থী তফোজ্জল হুসেন পেয়েছেন ৩৪,১৪৬ ভোট ও সিপিএম-এর মিজান হুসেন পেয়েছেন ৩,৯০৯ ভোট। অন্যদিকে, ধানপুরে বিজেপির বিন্দু দেবনাথ পেয়েছেন ৩০,০০৭ ভোট এবং বামপ্রার্থী কৌশিক চন্দ পেয়েছেন ১১,১৪৬ ভোট। ফল প্রকাশের পর এক্স-এ পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য। লেখেন, ‘কমিউনিস্টদের জন্য সমস্ত রাস্তা বন্ধ’।
ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনে জোট করেছিল বাম-কংগ্রেস। পৃথকভাবে লড়েছিল তিপ্রা মথা। নির্বাচনে ১৩টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হয়ে ওঠে তারা। যদিও উপনির্বাচনে কোনও প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্যের প্রধান এই বিরোধী দল। তবে সিপিএম-কে সমর্থন করার সিদ্ধান্ত জানায় তারা। বিজেপি-কে হারাতে কার্যত এক অলিখিত মহাজোট হয়েছিল তিন দলের মধ্যে। অথচ তা সত্ত্বেও প্রতিহত করা গেল না বিজেপি শক্তিকে।
আরও পড়ুন: By-Election: নিরাপত্তার ঘেরাটোপে দেশের ৬ রাজ্যের বিধানসভা উপনির্বাচন
উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর ত্রিপুরার পাশাপাশি দেশের আরও ৫টি রাজ্যে হয় উপনির্বাচন। যারমধ্যে আরও একটি রাজ্য, উত্তরাখন্ডের বাগেশ্বর কেন্দ্রের জয় ঝুলিতে পুরেছে গেরুয়া শিবির। তবে বাকি ৪টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের ধূপগুড়িতে অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি দল। তৃণমূলের নির্মলচন্দ্র রায়ের কাছে হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী তাপসী রায়।
অন্যদিকে, কেরলের পুথুপল্লিতে বিজেপি প্রার্থী দিলেও, লড়াই ছিল মূলত বাম-কংগ্রেসের মধ্যে। সেখানে বামপ্রার্থী জ্যাক থোমাসকে প্রায় ৩৬ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেসের চণ্ডী ওম্মেন। এদিকে, ঝাড়খণ্ডের দুমরি কেন্দ্রে গণনার শুরু থেকে এগিয়ে ছিলেন বিজেপি সমর্থিত আজসু পার্টির প্রার্থী যশোদা দেবী। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি দল। শেষ হাসি হেসেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী বেবি দেবী। গেরুয়া শিবিরের গড় হওয়া সত্ত্বেও উত্তরপ্রেদেশের ঘোসিতে ধাক্কা খেয়েছে দল। শেষ পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্রে বিজেপির থেকে ভাল ব্যবধানে এগিয়ে ইন্ডিয়া জোটের সঙ্গী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি।
West-Bengal | Updated: 18:08 PM, Fri Sep 08, 2023
G20 Summit Menu: বাইডেন, ট্র্যুডো, ম্যাক্রোঁদের কী খাবার পরিবেশন করবে ভারত?
নিউজ ডেস্ক: ৯ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে বহু অপেক্ষার জি২০ সম্মেলন(G20 Summit)। এই প্রথম আন্তর্জাতিক মহাসম্মেলনের আয়োজন করেছে ভারত। তাই সংস্কৃতি, নিরাপত্তা, আতিথেয়তায় কোনও রকম ফাঁক রাখতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার। সবকিছুর পাশাপাশি মহাসম্মেলনের খাদ্য তালিকাতেও নেই কোনও ফাঁক।
দেশের যাবতীয় বিখ্যাত স্ট্রিট ফুড সহ তালিকায় রাখা হয়েছে বিভিন্ন বিদেশি খাবার। চলতি বছরটিকে ‘আন্তর্জাতিক মিলেট বর্ষ’ হিসাবে পালন করছে ভারত। সেকারণে ইন্দো-ওয়েস্টার্ন খাবারের এই তালিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মিলেটকে। দেশের বিভিন্ন পাঁচতারা হোটেলের মোট ১২০ জন শেফ বানিয়েছে মিলেটের তৈরি বিভিন্ন খাবার। তালিকায় রয়েছে মিলেট রাইস, রাগির লাড্ডু, মিলেট থালি, মিলেট ইডলির মতো খাবার। তবে সম্পূর্ণ নিরামিষ খাবারের ব্যবস্থা করা হয়েছে সম্মেলনে আগত অতিথিদের জন্য।
আরও পড়ুন: G20 Summit 2023: জি২০ সম্মেলনের মধ্যে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক মোদীর
দেশের ঐতিহ্য তুলে ধরতে মিলেট ছাড়াও খাদ্য তালিকায় রাখা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের বিখ্যাত খাবারগুলিকে। রাজস্থানের ডাল বাটি চুরমা, দক্ষিণ ভারতের বিশেষ মশলা ধোসা, বাংলার রসগোল্লা, বিহারের লিট্টি চোখার মতো খাবারগুলি পরিবেশন করা হবে বাইডেন, সুনক, ট্র্যুডোদের।
উল্লেখ্য, ইতিমধ্যেই সম্মেলনে যোগদানের জন্য দিল্লি এসে পৌঁছে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ইটালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক সহ একাধিক দেশের রাষ্ট্রনেতা ও বিদেশি প্রতিনিধিরা। শুক্রবার নিজের সরকারি বাসভবনে মার্কিন প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মরশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। এক্স(পূর্বের ট্যুইটার) হ্যান্ডেলে সেকথা নিজেই জানিয়েছেন তিনি।
West-Bengal | Updated: 16:05 PM, Fri Sep 08, 2023
G20 Summit 2023: জি২০ সম্মেলনের মধ্যে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক মোদীর
নিউজ ডেস্ক: মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। ৯ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানের আইটিপিও কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে চলেছে এবারের জি২০ সম্মেলন(G20 Summit)। দু’দিনের এই হাইভোল্টজ সম্মেলন চলাকালীন ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার থেকেই বৈঠক শুরু করবেন মোদী বলে খবর।
লক্ষ্য দু’দেশের মধ্যে বাণিজ্যিক, আর্থিক, সর্বোপরি কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করা। আর তাই শুক্রবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে বৈঠক করবেন মোদী। এদিনই বৈঠক সারবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। এছাড়া, দ্বিপাক্ষিক বৈঠকের তালিকায় রয়েছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, স্পেনের প্রতিনিধিরা, ব্রিটেনের প্রধানমন্ত্রীও। সেইসঙ্গে বৈঠক করবেন জাপান, জার্মানির সঙ্গেও। জানা গিয়েছে, শনিবার সম্মেলনের প্রথম দিনই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মোদী।
সম্মেলনের শেষদিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্নভোজনের পরিকল্পনা রয়েছে মোদীর। পাশাপাশি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডোর সঙ্গে পার্শ্ববৈঠক করবেন তিনি। বৈঠক করবেন কোমোরোস, তুর্কি, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল প্রভৃতি দেশের প্রতিনিধিদের সঙ্গেও। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গেও মোদি আলোচনায় বসবেন। এছাড়াও রাষ্ট্রপ্রধানদের নিয়ে জি-২০ সম্মেলনেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, আন্তর্জাতিক এই মহাসমাবেশের প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখেনি ভারত সরকার। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। সভাস্থলে পৌঁছতে যাতে মন্ত্রীদের কোনও রকম সমস্যায় পড়তে না হয়, সে কথা মাথায় রেখে নয়া অ্যাপ তৈরি করেছে কেন্দ্র সরকার। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় প্রাচীন ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে একাধিক প্রাচীন প্রতিকি মূর্তি দিয়ে সাজানো হয়েছে আইটিপিও কমপ্লেক্সকে। এককথায় রীতিমতো সাজ সাজ রব সমগ্র দিল্লিতে।
West-Bengal | Updated: 13:15 PM, Fri Sep 08, 2023
BJP-JDS Alliance: লোকসভায় বিজেপির সঙ্গে জোটের সিদ্ধান্ত দেবেগৌড়ার জেডি(এস)এর
নিউজ ডেস্ক: তেলেগু দেশম পার্টির(Telegu Desam Party) পর এবার জনতা দল সেকুলার(Janata Dal Secular)। ’২৪-এর লোকসভা নির্বাচনে কর্ণাটকে ‘নীতিগতভাবে’ বিজেপির সঙ্গে জোটের সিদ্ধান্ত নিলেন জেডি(এস) প্রধান এইচডি দেবেগৌড়া।
সম্প্রতি দলের বাকিদের সঙ্গে একটি বৈঠক করেন জেডি(এস) প্রধান এবং তাঁর ছেলে এইচডি কুমারাস্বামী(HD Kumaraswamy)। সেখানেই এই জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রে খবর, জোটের সমীকরণ নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যেই বিজেপি-এর সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন দেবেগৌড়া। আপাতত রাজ্যের ৫টি লোকসভা আসন নিয়ে কথা হয়েছে দুই নেতার মধ্যে। মান্ড্য, হাসান, তুমাকুরু, চিকবল্লপুর এবং বেঙ্গালুরু রুরাল আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছেন দেবেগৌড়া। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে লড়াই করেছিল জেডি(এস)। কর্ণাটকের ২৮টি আসনের মধ্যে ২৫টি আসন পেয়ে জয়ী হয় বিজেপি। অন্যদিকে, একটি মাত্র আসন পায় কংগ্রেস-জেডি(এস) জোট। তবে এবার একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ৯১ বছরের দেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী।
গত জুলাইয়ে লোকসভা নির্বাচন প্রসঙ্গে দেবেগৌড়া সাফ জানিয়ে দেন, কংগ্রেস-বিজেপি কারওর সঙ্গেই নয়। আসন্ন লোকসভা নির্বাচনে স্বতন্তভাবে লড়বে তাঁর দল জেডি(এস)। বলেন, “এক, পাঁচ, ছয় যতগুলো আসনই পাই না কেন, একাই পাব। কোনও দলের সঙ্গে জোটের প্রশ্ন নেই”। সুতরাং, দেবেগৌড়ার পরিবর্তিত সিদ্ধান্ত তাঁর দলের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
West-Bengal | Updated: 11:59 AM, Fri Sep 08, 2023
G20 Summit: জি২০ সম্মেলনে থাকছেন না স্পেনের প্রেসিডেন্ট! কিন্তু কেন?
নিউজ ডেস্ক: পুতিন, জিনপিংয়ের পর এবার পেদরো সানচেজ। জি২০ সম্মেলনে(G20 Summit) যোগদানের জন্য দিল্লি আসছেন না স্পেনের প্রেসিডেন্ট। করোনা পজেটিভ তিনি। সেকারণে সম্মেলনে আসতে পারছেন না পেদরো।
যদিও এমনি কোনও শারীরিক সমস্যা নেই তাঁর বলেও জানিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট। দেশের প্রতিনিধি হিসাবে আন্তর্জাতিক এই মহাসমাবেশে থাকবেন স্পেনের প্রথম ভাইস প্রেসিডেন্ট নাদিয়া কালভিনো সান্তামারিয়া এবং বিদেশমন্ত্রী যোসে ম্যানুয়েল আলবারেজ বলে জানিয়েছেন পেদরো। এই নিয়ে এক্স (পূর্বের ট্যুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি।
উল্লেখ্য, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে জি২০-তে আসতে পারছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবৃতি দিয়ে আগেই জানিয়ে দিয়েছে মস্কো। অন্যদিকে, সম্মেলনে আসছেন না চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাজনৈতিক মহলের দাবি, ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার জন্য এই সম্মেলন এড়িয়ে চলাই শ্রেয় বলে মনে করেছেন চিনা প্রেসিডেন্ট। তবে সম্মেলনে বেজিংয়ের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রিমিয়ার।
অন্যদিকে, স্ত্রী জিল বাইডেনের করোনা পজেটিভ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভারত সফর নিয়েও শুরু হয়েছিল জল্পনা। যদিও তিনি আসছেন বলেই জানিয়েছে হোয়াইট হাউস। এই আবহে ফের এক রাষ্ট্রনেতার অনুপস্থিতিতে কী হয়! এখন সেটাই দেখার।
West-Bengal | Updated: 11:06 AM, Fri Sep 08, 2023
Chief Election Commissioner: আইন মেনেই হবে পরিবর্তন, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার
নিউজ ডেস্ক: সংবিধান মেনেই ভোটগ্রহণ প্রক্রিয়ায় পরিবর্তন হবে। ‘এক দেশ এক নির্বাচন’ জল্পনা উস্কে দিয়ে এমনটাই জানালেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
মধ্যপ্রদেশের ভোট প্রস্তুতি খতিয়ে দেখার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নির্বাচন কমিশনের কাজ হল সংবিধান এবং জনপ্রতিনিধি আইন মেনে কাজ করা। সুতরাং আইনে যা আছে তাই হবে।” এরপরই তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু সময়মতো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা’।
উল্লেখ্য, দেশজুড়ে একইসঙ্গে লোকসভা এবং প্রতিটি রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার। চলতি মাসে এই নিয়ে একটি কমিটিও গঠন করে কেন্দ্র। শীর্ষে রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেইসঙ্গে কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার প্রাক্তন সাংসদ গুলাম নবি আজাদ, ১৫তম অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এনকে সিং, লোকসভার প্রাক্তন সচিব জেনারেল ডঃ সুভাষ সি কাশ্যপ, বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে। এছাড়া কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও রয়েছেন এই কমিটিতে।
বুধবারই কমিটির চেয়ারম্যান কোবিন্দের সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক করেন অমিত শাহ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও। তিনি অবশ্য কমিটির বৈঠকে বিশেষ আমন্ত্রিত হিসেবেই থাকবেন। সূত্রের খবর, কেন্দ্রের পরিকল্পনা দ্রুত সম্পন্ন করার জন্য এই বৈঠক। এই আবহে মুখ্য কমিশনারের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
West-Bengal | Updated: 16:06 PM, Thu Sep 07, 2023
G20 Summit 2023: দিল্লির কোথায় থাকবেন জি২০ সম্মেলনে আগত রাষ্ট্রনেতারা?
নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে, এই নিয়ে আলোচনার জন্য আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে জি২০ সম্মেলন(G20 Summit)। আন্তর্জাতিক এই মহাসমাবেশের এবারের আয়োজক দেশ ভারত। রাজধানী দিল্লির প্রগতি ময়দানের আইটিপিও কমপ্লেক্সে হবে এই সম্মেলন।
সম্মেলনে যোগদানের জন্য ভারতে আসছেন বিভিন্ন দেশের তাবড় রাষ্ট্রপ্রধানরা। কিন্তু জানেন কী দিল্লিতে এসে কোথায় থাকবেন প্রথম সারির নেতারা? জানা গিয়েছে, দিল্লির বিলাসবহুল ‘আইটিসি মৌর্য্য’ হোটেলে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ‘সাঙরি লা’ হোটেলে থাকবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। চিনা প্রতিনিধি দল থাকবেন দিল্লির ‘তাজ হোটেল’এ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডো থাকবেন বিলাসবহুল পাঁচতারা ‘দ্য ললিত হোটেল’এ। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার অ্যান্থনি আলবানিজ থাকবেন দিল্লির ‘ইম্পেরিয়াল হোটেল’এ।
প্রসঙ্গত, স্ত্রী জিল বাইডেন করোনা পজেটিভ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভারত সফর নিয়ে শুরু হয়েছিল জল্পনা। অবশেষে হোয়াইট হাউসের তরফে জানানো হয় জি২০ সম্মেলনে যোগ দেবেন তিনি। শুধু তাই নয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারবেন তিনি।
এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারত সফরে আসছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। সম্মেলনে যোগদানের আগেই প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ সুনক বলেন, ‘সঠিক সময় সঠিক স্থানে রয়েছে ভারত’। তবে এই প্রথম জি২০ সম্মেলন থেকে বিরত থাকছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। যদিও তাঁর বদলে ভারতে আসছেন প্রিমিয়ার। অন্যদিকে, ইন্দোনেশিয়ার আসিয়ান সম্মেলনে যোগদানের পর ভারতে আসবেন কানাডা এবং অস্টেলিয়ার প্রধানমন্ত্রীরা।
West-Bengal | Updated: 14:06 PM, Thu Sep 07, 2023
PM Narendra Modi: ‘দেশের নাম বিতর্কে মৌন থাকুন’, নির্দেশ মোদীর
নিউজ ডেস্ক: ভারত নাকি ইন্ডিয়া। দেশের নাম বদল ইস্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি। এই আবহে দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক মহাসমাবেশ জি২০ সম্মেলন(G20 Summit)। বিদেশি প্রতিনিধিদের সামনে দেশের সম্মান রক্ষায় তাই মন্ত্রীদের এই বিষয়ে কোনও মন্তব্য না করার পরামর্শ দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরং সনাতন ধর্ম বিতর্কে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনকে যোগ্য জবাব দেওয়ার নির্দেশ দিলেন তিনি।
বৃহস্পতিবার আসিয়ান-ভারত সম্মেলনের জন্য ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেন মোদী। তার আগে জি২০ সম্মেলনে দলের নেতা-মন্ত্রীদের কী করা উচিত, কী উচিত নয়, তা বুঝিয়ে দেওয়ার জন্য বৈঠক করেন তিনি। সূত্রের খবর সেই বৈঠকে মন্ত্রীদের পরামর্শ দেন, “ইতিহাস ঘাঁটতে যাবেন না। কিন্তু ভারতীয় সংবিধান অনুসরণ করে বাস্তব অবস্থা তুলে ধরুন। সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলুন।”
যদিও সবাই এই বিষয়ে মন্তব্য করতে পারবেন না বলেও জানিয়েছেন মোদী। শুধু যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই কেবল এই সংক্রান্ত বিষয়ে বিবৃতি দেবে। বহু চর্চিত জি২০ সম্মেলনের জন্য সেজে উঠেছে রাজধানী। ভারতের ইতিহাস, প্রাচীন ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে নাম বদলের বিষয়ে যাতে কেউ কোনও বেফাস মন্তব্য করে না বসেন, বিষয়টি নিশ্চিত করতে এই পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
তবে সনাতনী ধর্ম নিয়ে কেউ কোনও মন্তব্য করলে, তার যোগ্য জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন মোদী। বৈঠকে যদিও ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পুত্র উদয়নিধি স্ট্যালিনের নাম উল্লেখ করেননি তিনি। তবে দলের নেতা-মন্ত্রীদের তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এমন মন্তব্য করলে তার যথাযথ প্রতিক্রিয়া দিতে হবে। সনাতনী ধর্ম নিয়ে করা বিতর্কিত মন্তব্যে আক্রমণাত্মক হওয়ার পরামর্শ দিয়েছে মোদী।
রাজনৈতিক বিশ্লেষক মহলের দাবি, মোদী জমানায় আন্তর্জাতিক মঞ্চে অনেক এগিয়ে রয়েছে ভারত। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যে, অর্থনীতিতে ক