Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreCow Smuggling: গরু পাচার মামলা দিল্লি যেতেই নয়া কৌশল পাচারকারীদের
নিউজ ডেস্ক: গরু পাচার মামলা দিল্লিতে স্থানান্তর হতেই ফের সক্রিয় গরু পাচার চক্র। অভিযোগ এলাকার কয়েকজন প্রভাবশালী গরু পাচারের ঘটনায় লিপ্ত রয়েছে। স্থানীয়দের অভিযানে বুধবার গভীর রাতে গরু বোঝাই লরি আটক হয় জামুরিয়ায়। গাদাগদি করে ৩৮ টি গরু বোঝাই লরিতে একটি মৃত গরু উদ্ধার। ক্ষুব্ধ পশুপ্রেমীরা।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা বৃজ মোহন পাসোয়ান বলেন, " পাচার বহুদিন বন্ধ ছিল। আবার কয়েকদিন ধরে দেখছি ট্রাকে করে গরু এদিক সেদিক নিয়ে যাওয়া হচ্ছে। খুব খারাপ অবস্থায় একটা প্রাণী ওপর আরেকটা প্রাণী গাদাগাদি করে নিয়ে যায়। রাস্তায় অনেক পশু মারা যায়। অমানবিক কাজ চলছে। পুলিশ হাত পেতে টাকা নেয় কিন্তু গাড়িতে কি আছে তাচোখে দেখে না। আগে গরুর গাড়িতে অনেক বেআইনি জিনিস পাচার হত। এদিন সেরকম একটা গাড়ি দেখে আমরা ধরে ফেলি। কিন্তু খালাসি ড্রাইভার কথা বলার সময় হঠাৎ দৌড়ে পালিয়ে যায়"।
প্রসঙ্গত গরু পাচারের মামলা স্থানান্তরিত হয়েছে আসানসোল থেকে থেকে দিল্লিতে। দিল্লির রাউস এভিনিউ আদালতে গরু পাচার সংক্রান্ত ইডি ও সিবিআইয়ের মামলা শুরু হয়েছে। অভিযোগ আসানসোল সিবিআই আদালত থেকে সরে যেতেই ফের সক্রিয় হয়ে উঠেছে গরু পাচার চক্র। এরই মাঝে ৩৮ টি গরু বোঝাই বড় লরি ধরা পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর। জামুরিয়ার স্থানীয় মানুষজন ধরে ফেললেন সেই লরি। রাতের অন্ধকারে গরুগুলি পাচারের ছক কষা হচ্ছিল অভিযোগ স্থানীয়দের। এবারের ঘটনাস্থল আসানসোলের নিঘা। অভিযোগ নিঘার ১৯ নম্বর জাতীয় সড়কে একটি গরু বোঝাই লরি আটক করে জামুরিয়া থানার পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী।
পুলিশ গরু বোঝাই লরিটি আটক করেছে।
লরিতে ১৮ টি গরু এবং ১৩ টি বাছুর ছিল। গরু বোঝাই লরির কাগজ পত্র রয়েছে কিনা তা
খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অভিযোগ ওই লরির চালক এবং খালাসী পুলিশ
আসার আগেই পালিয়ে যায়। তাই কাগজপত্র ঠিকমত তাদের
হাতে আসেনি। লরিটির নম্বর পশ্চিমবাংলার। তাই ঝাড়খন্ড থেকে লরিটি ঢুকে
কোথায় যাচ্ছিল সেই নিয়ে ধন্ধে রয়েছে তারা। ওই লরিতে যেভাবে গাদাগাদি করে গরু নিয়ে যাওয়া হচ্ছিল তাতে একটি বাছুর
মারা যায়। বেশ কয়েকটি গরু অসুস্থ বলে
অভিযোগ। রাতেই জামুরিয়া থানার শ্রীপুর এলাকা থেকে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি
এলাকায় গরু বোঝাই ওই লরিটি নিয়ে যাওয়া হয়। আপাতত স্থানীয় একটি গোশালায়
গরুগুলিকে রাখা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
West-Bengal | Updated: 11:23 AM, Thu Sep 28, 2023
India Alliance: গলার কাঁটা জোট, তৃণমূলের সঙ্গে ঘর করা নিয়ে নিজের ঘরেই চাপে CPM
নিউজ ডেস্ক: INDIA মহাজোট যে গলার কাঁটা হয়ে উঠেছে সিপিএম-এর জন্য, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব। বিজেপিকে সরাতে গিয়ে বাংলায় আদায় কাঁচকলায় থাকা তৃণমূলের কাছাকাছি পৌঁছে গিয়েছে দল, এই অভিযোগ উঠেছে সিপিএম-এর নিচু তলা থেকেই। আর এই বিষয় নিয়েই উপরের স্তরে জোট করে কার্যত ল্যাজেগোবরে দল। ফায়দা লুঠছে বিজেপি। তৃণমূল-সিপিএম সেটিং তত্ত্বের অভিযোগে মুখ পুড়ছে পার্টির বঙ্গ নেতৃত্বেরও। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা চলেছে সদ্য সমাপ্ত সিপিএম-এর রাজ্য কমিটিতে। এদিকে এই আবহে আজ শনিবার থেকে আগামীকাল রবিবার পর্যন্ত দিল্লিতে বসছে ২ দিনের পলিটব্যুরো বৈঠক। এই বৈঠকে বঙ্গ নেতাদের জোট সংক্রান্ত বক্তব্যকে গুরুত্ব দেওয়া হতে পারে বলে খবর।
এদিকে গত বুধবার দিল্লিতে NCP প্রধান শরদ পাওয়ারের বাসভবনে বসেছিল INDIA জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। আর এখনও পর্যন্ত সমন্বয় কমিটির জন্য সিপিএম-এর মুখ নির্বাচিত না হওয়ার কারণে বৈঠকে অংশ নেননি ইয়েচুরিরা। অবশ্য বৈঠকের পরেরদিন পাওয়ারের সঙ্গে একান্ত সাক্ষাৎ করে আসেন ইয়েচুরি নিজে। জোটের ভবিষ্যৎ রণকৌশল নিয়েই কথাবার্তা হয়েছে তাঁদের মধ্যে বলে জানা যায়। কিন্তু রাজ্য নেতৃত্বের বাধার কারণেই জোটে এখনও সক্রিয়ভাবে অংশ নিতে পারছে না দল বলে খবর।
সূত্রের খবর, জোট নিয়ে ধীরে চলো নীতি গ্রহণ করেছে সিপিএম-এর কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যের নিচুস্তরের সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে এখনও মেটেনি তৃণমূলের সঙ্গে একই ছাতায় থাকা নিয়ে দ্বন্দ্ব। সবেচেয়ে বড় কথা, এবারের পঞ্চায়েত ভোটে হওয়া রাজনৈতিক হিংসার বলি হতে হয়েছে দলের বহু কর্মীকে। এরপরেও শুধুমাত্র বিজেপিকে সরাতে তৃণমূলের সঙ্গে হাত মেলানোকে ভালোভাবে দেখতে পারছেন না দলের কর্মীরা। তবে সিপিএম-এর কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য জোটের জন্যই আগ্রহী। কিন্তু কর্মীদের ক্ষোভে লাগাম টানতে প্রথমে জোটের প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানোর উদ্যোগ নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। এই কারণে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে হাওড়ায় রাজ্য কমিটির বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে সূত্রে।
West-Bengal | Updated: 12:33 PM, Sat Sep 16, 2023
Karam Utsav 2023: করম পুজোয় সরকারি ছুটি ঘোষণা নবান্নর
নিউজ ডেস্ক: আগামী ২৫ সেপ্টেম্বর করম পুজো উপলক্ষ্যে পূর্ণদিবস ছুটি ঘোষণা
করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই
মর্মে নবান্নর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজভবনও রাজ্য সরকারের
সিদ্ধান্তে স্বীকৃতি দিয়েছে। এতদিন মূলত এই উৎসব যাঁরা পালন করতেন শুধু তাঁরাই
ছুটি পেতেন। অর্থাৎ সেকশনাল ছুটি ছিল এটি। এবার থেকে এই ছুটি পাবেন প্রত্যেক
সরকারি দফতরের কর্মীরা।
মূলত গ্রাম বাংলাতেই ধুমধামের সঙ্গে
পালন করা হয় এই করম উৎসব। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে মূলত ফসল কাটার উৎসব হিসাবে করম পরব পালিত হয়ে থাকে। এই
বছর ২৫ সেপেম্বর পড়েছে দিন। ভারতের ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়, অসম, ওড়িশায় পালনের পাশাপাশি এ রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহলে এই পুজো পালন করা হয়।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বাংলায় সব উৎসবকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, আর তাই রঘুনাথ মুর্মু থেকে পঞ্চানন বর্মা সবার জন্মদিনকে ছুটি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এদিকে রাজ্য সরকারি কর্মীরা এই সেপ্টেম্বর মাসের শেষদিকে মোত ৩ দিন ছুটি পাবেন বলে জানা গিয়েছে। অর্থাৎ ২৩ তারিখ শনি ও ২৪ তারিখ যেহেতু রবিবার পড়ছে সেই কারণে একটানা শনি-রবি-সোম তিনদিন ছুটির উপভোগ করবেন কর্মচারীরা। নবান্নর নির্দেশিকা অনুযায়ী, ২৫ তারিখ রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, পুরসভা এবং পঞ্চায়েত অফিসের কাজ বন্ধ থাকবে।
West-Bengal | Updated: 10:21 AM, Wed Sep 13, 2023
C V Ananda Bose: মধ্যরাতে অ্যাকশনের হুঁশিয়ারি রাজ্যপালের, 'ভ্যাম্পায়ার' বলে আক্রমণ ব্রাত্যর
নিউজ ডেস্ক: 'তুঘলকি কাজ', 'মাঝরাতে অ্যাকশন' আর 'ভ্যাম্পায়ার'-- ফের চরমে শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে সংঘাত। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। উল্লেখ্য, গতকাল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের বৈঠকে ডাকেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রাররা। সেই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্রাত্য বসু অভিযোগ জানান, রাজভবন থেকে চাপ দিয়ে বৈঠকে আসতে নিষেধ করা হয়েছিল অনেক রেজিস্ট্রারকে। সেই সঙ্গে রাজ্যপালের কাজকর্মকে তুঘলকি বলেও আখ্যা দেন তিনি।
আর এই বিষয়ে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রতিক্রিয়া চাওয়া হলে শিক্ষা মন্ত্রীকে কার্যত হুঁশিয়ারির ভাষায় তিনি বলেন, আজ মাঝরাতে কেমন অ্যাকশন হয় দেখতে পাবেন। আর রাজ্যপালের এই প্রতিক্রিয়ার পর ফের সোশ্যাল মিডিয়ায় তাঁকে আক্রমণ করেন ব্রাত্য বসু। এবার ভ্যাম্পায়ারের সঙ্গে রাজ্যপালের তুলনা টানতে দেখা যায় তাঁকে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'সাবধান, সাবধান, সাবধান! শহরে নতুন ভ্যাম্পায়ার এসেছে। শহরবাসী নিজেদের খেয়াল রাখুন। ভারতীয় পুরাণ মতে রাক্ষস প্রহরের জন্য অপেক্ষায় আছি।'
এর আগে জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীনও রাজ্য-রাজ্যপাল সংঘাত দেখা গিয়েছিল বারেবারে। আনন্দ বোস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে প্রাথমিকভাবে সুসম্পর্ক দিয়ে মেয়াদের সূচনা করলেও ধীরে ধীরে সেই সম্পর্ক হয়েছে তিক্ত। পঞ্চায়েত ভোটের সময়ে রাজ্যে লাগামহীন সন্ত্রাসের মোকাবিলায় রাজ্যপালের নেওয়া পদক্ষেপ নিয়েও অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল সরকারকে। আর বর্তমানে উপাচার্য নিয়োগ নিয়ে সেই সংঘাত পৌঁছে গেছে তুঙ্গে। মধ্য রাতের মধ্যে কী পদক্ষেপ নেন রাজ্যপাল তা নিয়ে এখন চাপান-উতোর শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, তাহলে কি রাজ্য নিযুক্ত সমস্ত উপাচার্যকেই বরখাস্ত করতে চলেছেন রাজ্যপাল?
West-Bengal | Updated: 17:32 PM, Sat Sep 09, 2023
Strike in Darjeeling: ২৪ ঘণ্টা বন্ধের ডাক, ছাত্রীমৃত্যুর ঘটনায় উত্তপ্ত দার্জিলিং
নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত পাহাড়। ২৪ ঘণ্টার বন্ধের ডাক দিল গোর্খা জনমুক্তি মোর্চা সহ দার্জিলিংয়ের অন্যান্য রাজনৈতিক দলগুলি। ১৭ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র উত্তপ্ত পাহাড়ের পরিস্থিতি। এর আগে ১২ ঘণ্টার শিলিগুড়ি বনধের ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। যদিও ওই বনধের বিরোধিতা করে তৃণমূল। বিমল গুরুং-এর নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম), কমিউনিস্ট পার্টি অফ রেভল্যুশনারি মার্কসিস্ট (সিপিআরএম) এবং অজয় এডওয়ার্ডসের নেতৃত্বাধীন হামরো পার্টি শুক্রবার জানিয়েছে, শনিবার দার্জিলিং এবং কালিম্পং-এ ২৪ ঘন্টার সাধারণ ধর্মঘট পালন করা হবে।
একই ইস্যুতে শনিবার পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দেয় গোর্খা সেবা সেনা নামে নতুন একটি দল। তার ঠিক পরপরই পাহাড়ে ২৪ ঘণ্টার ডাক দেয় বিমল, অজয়ের দল। দার্জিলিং শহরের বেশ কয়েকটি অরাজনৈতিক সংগঠনও শনিবার সন্ধ্যায় একটি সমাবেশের ডাক দিয়েছে। ইতিমধ্যেই ছাত্রীমৃত্যুর ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত জারি রয়েছে এখনও।
West-Bengal | Updated: 10:48 AM, Sat Aug 26, 2023
Self Defence Training: ছাত্রী খুনের জের! স্কুলে আত্মরক্ষার প্রশিক্ষণ
নিউজ ডেস্ক: এবার পড়ুয়াদের আত্মরক্ষার কৌশল শেখাতে জেলা জজের নির্দেশে সব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হবে প্রশিক্ষণ। দার্জিলিং জেলার আওতাধীন সব সরকারি ও বেসরকারি স্কুলে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। এই সিদ্ধান্ত নিয়েছে ডিআই দপ্তর। একই সঙ্গে স্কুলের সামনে এবং স্কুল সংলগ্ন রাস্তায় সিসি ক্যামেরায় মুড়ে ফেলার আবেদন যাবে পুলিশের কমিশনারের কাছে। স্কুল গেটের সামনে সন্দেহভাজন ব্যক্তিদের ঘোরাফেরা রুখতে উইনার্স টিমকে নজরদারির চালানোর আবেদন জানাতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর।
শিলিগুড়ির মাটিগাঁড়ার নাবালিকা খুনের ঘটনার পর
উত্তাল শহর। নাবালিকাকে স্কুল থেকে ফেরার পথে বন্ধুত্বের ছলে ফুঁসলিয়ে ঝোপঝাড়ে
নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা ও ইট দিয়ে খুনের ঘটনার বিবরণ গাঁ শিউরে তুলেছে
শহরের অভিভাবকদের। ঘটনার পর থেকেই একদিকে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা সতর্ক
করেছেন ছাত্রীদের। অন্যদিকে চাপা আতঙ্ক গ্রাস
করছে অভিভাবক মহলে। তবে এই আতঙ্ক কাটিয়ে ছাত্র-ছাত্রীদের প্রতিরোধ গড়ে তুলতে
শেখানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা স্কুল শিক্ষা দপ্তর। চলতি মাসেই আদালতের জেলা জজের নির্দেশে শিলিগুড়ি শিক্ষা জেলার সমস্ত স্কুল গুলির শিক্ষিক শিক্ষিকাদের
কিভাবে পড়ুয়াদের আত্মরক্ষা কৌশল, সন্দেহভাজন ব্যক্তির
সংস্পর্ষে এলে সহজেই তা বুঝে ওঠা এবং অপদকালীন পরিস্থিতির মুখে মোকাবিলায় আত্ম
নির্ভর ভাবে গড়ে তোলার যায় তার প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষ প্রশিক্ষণ শিবিরে সব
স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিদের উপস্থিতি থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে
জানান শিলিগুড়ি শিক্ষা জেলা উচ্চ মাধ্যমিক স্কুল পরিদর্শক (ডিআই) রাজীব প্রামাণিক।
তিনি
বলেন, “সব সরকারি ও
বেসরকারি স্কুলে স্কুলে আত্মরক্ষার প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। চিঠি মারফত সে নির্দেশিকা যাবে স্কুল গুলিতে। গুড টাচ ও ব্যাড টাচ, কু মতলব সম্পন্ন ব্যক্তি সংস্পর্শে এলেই যাতে পড়ুয়ারা সচেতনা হতে পারে ও
আত্ম রক্ষা করতে পারে সে কৌশল শেখানো হবে তাদের। একই সঙ্গে যে মর্মান্তিক ঘটনা
ঘটেছে তার পর স্কুলের সামনে এবং স্কুল সংলগ্ন রাস্তায় সিসি ক্যামেরায় মুড়ে ফেলার
আবেদন যাবে পুলিশের কমিশনারের কাছে। স্কুল গেটের সামনে সন্দেহজনক ব্যক্তি যুবকদের
ঘোরাফেরা রুখতে উইনার্স মহিলা পুলিশের বিশেষ বাহিনীর নজরদারির চালানোর বিষয়েও পুলিশ কমিশনারকে আবেদন জানাব”। পাশাপাশি অভিভাবকেরা বাড়িতে যাতে শিশুদের বন্ধুত্ব সুলভ পরিবেশে
সংবেদনশীল বিষয়গুলি নিয়ে সচেতন করতে পারেন সেজন্য স্কুল কর্তৃপক্ষকে পড়ুয়াদের
অভিভাবকদের সঙ্গেও কথা বলতে হবে।
West-Bengal | Updated: 17:46 PM, Thu Aug 24, 2023
Police Transfer: পুলিশে রদবদল, বদলি ২২ জন অফিসারের
নিউজ ডেস্ক: পশ্চিম মেদিনীপুর জেলা
পুলিশে ব্যাপক রদবদল হল। বদলি করা হল একাধিক থানার ওসি-কে। বদলি করা হয়েছে
অন্যান্য অফিসারদেরও। সব মিলিয়ে ২২ জন পুলিশ অফিসারকে বদলি করা হল।
বদলি করা হল
ঘাটাল থানার ওসিকে। পরিবর্তে ঘাটাল থানার ওসি হলেন রামজীবনপুর ফাঁড়ির ইনচার্জ শঙ্খ
চ্যাটার্জী। পরিবর্তে রামজীবনপুর ফাঁড়ির ইনচার্জ করা হল চন্দ্রকোনা থানার এসআই
রাজকুমার দাসকে। সবং থানার ওসি সুব্রত বিশ্বাসকে বদলি করা হল চন্দ্রকোনা থানায়।
খরিদার ইনচার্জ চঞ্চল সিংহকে সবং এর ওসি করা হল। কোতয়ালি থানার এসআই তরুন দে-কে
বদলি করা হল কেশিয়াড়ি থানায়। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার
ধৃতিমান সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে
পুলিশ অফিসারদের বদলির কথা জানান। রুটিন মাফিক এই বদলি বলে পশ্চিম মেদিনীপুর জেলা
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়।
West-Bengal | Updated: 16:57 PM, Fri Aug 18, 2023
West-Bengal | Updated: 14:38 PM, Fri Aug 18, 2023
West-Bengal | Updated: 14:00 PM, Thu Aug 10, 2023
Howrah: শেষকৃত্যেও তোলাবাজির শিকার হাওড়ার মানুষ
নিউজ ডেস্ক: কথায় আছে মরেও শান্তি নেই। হাওড়ায় যেন সেই প্রবাদের পুনরাবৃত্তি। শবদাহ করতে গিয়েও হেনস্থার শিকার শ্মশানযাত্রীরা। প্রিয় মানুষের চলে যাওয়ার শোকের সময় শেষকৃত্য করতে গিয়ে ডোমের অত্যাচারে অতিষ্ঠ হতে হচ্ছে গঙ্গা পারের শহরের মানুষদের।
জানা গেছে হাওড়ার সালকিয়া শ্মশানে দীর্ঘদিন ধরে বন্ধ ইলেকট্রিক চুল্লি। কাঠে দেহ পোড়াতে গেলে ডোম দর হাঁকাচ্ছে বহু গুণ বেশি টাকা। একে বেশি দাম দিয়ে কাঠ কিনতে হচ্ছে তার ওপর বকশিসের নামে পাঁচ থেকে দশ হাজার টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। বাধ্য হয়ে মৃতের পরিবারদের বহুগুণ বেশি টাকা দিয়ে পোড়াতে হচ্ছে তদেহ । হাওড়ার সালকিয়া বাঁধাঘাট এখন অস্বস্তির আর এক নাম।
আরও পড়ুন: Suvendu Adhikari: মূল্যবৃদ্ধির পেছনে পুলিশের তোলাবাজি অভিযোগ শুভেন্দুর
জানা যাচ্ছে গত মাসের শেষের দিকে এই শ্মশানের ইলেকট্রিক চুল্লি মেরামত শুরু হয়েছে। মেরামত চলবে ১৯ আগস্ট পর্যন্ত। ততদিন এখানে আসা মৃতদেহ কাঠের চুল্লিতে পোড়াতে হবে। কিন্তু অভিযোগ, ডোমেরা মানুষ বুঝে যেমন তেমন দর হাঁকাচ্ছে। তার ফলে কেউ সেই মরদেহ নিয়ে অন্যত্র জায়গায় চলে যাচ্ছে, আবার কেউ বেশি টাকা দিয়ে বাধ্য হয়ে কাঠের চুল্লিতে মৃতদেহ পোড়াচ্ছেন। সমস্যার মুখে পড়তে হচ্ছে মৃতদেহ পোড়াতে আসা লোকজনদের।
এ বিষয়ে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, “হাওড়া পুরসভার যে বিভাগ এই দায়িত্ব বহন করে তারা কি ডোমেদের টাকা দিতে পারছে না যে ডোমদের যেমন তেমন মরা পোড়ানোর জন্য দর হাঁকাতে হচ্ছে । হাওড়া পুরসভার এই বিভাগ দেউলিয়া হয়ে গিয়েছে বলে তিনি জানান। তিনি বলেন সালকিয়া বাঁধাঘাট শ্মশানে সবকিছু উন্নয়ন এনজিও করেছে। তাহলে হাওড়া পুরসভা কি করছে বলে প্রশ্ন তোলেন তিনি।
West-Bengal | Updated: 12:03 PM, Sat Aug 05, 2023
Suvendu Adhikari: মূল্যবৃদ্ধির পেছনে পুলিশের তোলাবাজি অভিযোগ শুভেন্দুর
নিউজ ডেস্ক: রাত ৮ টার পর পুলিশ রাস্তায় থাকে না। পুলিশ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাছ, মাংস ও সবজির দাম বৃদ্ধির পেছনে পুলিশের তথাকথিত মান্থলি ব্যবস্থাকে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার বেহালার বড়িশা হাইস্কুলের সামনে পথ দুর্ঘটনায় এক দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে গাফিলতি ও তোলাবাজির অভিযোগ আনেন বিক্ষোভকারীরা। এলাকায় পুলিশ ও ক্ষুব্ধ জনতার খন্ডযুদ্ধে ধুন্ধুমার বেধে যায় ওই এলাকায়। পুলিশের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, “রায়না থেকে কলকাতা পর্যন্ত তিন জায়গায় হপ্তা দিতে হয় পুলিশকে। এর জেরেই অল্প দামের মাছ কলাতায় চড়া দামে বিকোচ্ছে”।
রাতের শহরে সবজির গাড়ি আটকে পুলিশের হাত পাতার ঘটনা প্রত্যক্ষে করেছে প্রায় সব শহরবাসী। এঘটনা নতুন নয়। শাসকের এই দৃশ্য আটকাতে কোন পদক্ষেপ বিশেষ চোখে পড়ে না। পথে সুরক্ষার নামে দেখা যায় শুধু মুখ্যমন্ত্রীর “সেফ ড্রাইভ সেভ লাইফ” লেখা পোস্টার। পোস্টার লাগিয়ে কি আদৌ কোন সুরক্ষা হয় জানতে চায় শহরবাসী।
West-Bengal | Updated: 17:41 PM, Fri Aug 04, 2023
POCSO: ৫২ বছর বয়সী ব্যক্তিকে কুকীর্তির জন্য ২০ বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক: পিতৃহীন পাঁচ বছরের নাবালিকাকে নিপীড়নের মামলায় ৫২ বছরের এক ব্যক্তিকে কুড়ি বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। চার বছরেরও বেশি সময় ধরে চলা এই মামলায় শুক্রবার দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের বিশেষ পকসো আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই নির্দেশ দেয়।
আদালতের সরকারি আইনজীবী অমিতাভ রায় জানান, ২০১৯ এর ২৭ এপ্রিল নামখানা থানার রাজনগরের বাসিন্দা বছর ৫২’র অনুপ কামিলা ওই নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণ করে বলে পুলিশের কাছে অভিযোগ জানান নিগৃহীতার দাদু। ভারতীয় সংবিধানের ৩৭৬ এ বি এবং ৬ পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারী অফিসার অলোক মন্ডল গ্রেফতার করেন অভিযুক্তকে।
এদিন বিচারক সর্বানী মল্লিক চট্টোপাধ্যায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছর সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছ'মাসের কারাবাসের নির্দেশ দেন। নিগৃহীতার পরিবারকে আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে। এই মামলায় ১৪ জন সাক্ষী ছিলেন। বিচার চলাকালীন জেল হেফাজতেই রাখা হয়েছিল অভিযুক্ত ব্যক্তিকে। হাইকোর্টেও বেশ কয়েকবার অভিযুক্তের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। আদালতের রায়ে খুশি নাবালিকার পরিবার।
West-Bengal | Updated: 17:35 PM, Fri Aug 04, 2023
RSS Brigade: 'লক্ষ কন্ঠে গীতাপাঠ' রেকর্ড গড়তে চলেছে তিলোত্তমা
নিউজ ডেস্ক: লক্ষ কন্ঠে গীতাপাঠ। আর এস এস ঘনিষ্ঠ সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ লোকসভা নির্বাচনের আগে চমক দিতে চলেছে। মুলত হিন্দুত্বের ওপর ভর করে ঝড় তুলতে চাইছে বিশ্ব হিন্দু পরিষদ। বিজেপির জন্য মাঠ তৈরি করতেই এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সূত্রের খবর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দ্বারকার শংকরাচার্য, রাষ্ট্রপতি দৌপদী মুর্মু, রাজ্যপাল সি ভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নওশাদ সিদ্দিকী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ রাজ্যের সমস্ত দলের সাংসদ ও বিধায়কদের।
গীতা পাঠের মত মহৎ কর্মসূচিকেও কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ এপ্রসঙ্গে বলেন, “প্রতিদিন কোটি কোটই মানুষ গীতা পড়েন। কিন্তু বিজেপি হিংসা ও বিদ্বেষ ছড়াতে ধর্মীয় মঞ্চকে ব্যবহার করে। গীতাকে ব্যবহার করে রাজনীতির চেষ্টা হচ্ছে”। কুণাল ঘোষের মন্তব্যকে খন্ডন করে বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া সেলের তরফে সৌরিশ মুখার্জী বলেন, “গীতা পাঠের অনুষ্ঠানের সঙ্গে কোন রাজনৈতিক দলের যোগ কিংবা রাজনীতির কোন বিষয় নেই। সকল দলের ও অন্য মতের মানুষকেও আমন্ত্রন জানানো হয়েছে। গীতার বাণী নির্দিষ্ট কোন মত পথ কিংবা সময়ের জন্য নয়। সবার জন্য গীতার বাণী। কুণালবাবু এতে রাজনীতি বা অন্য কোনো বিষয় কি উদ্দেশ্যে খুঁজতে গেলেন তিনিই বলতে পারবেন”।
রাজনীতির কারবারিরা যাই বলুনা কেন লক্ষ কন্ঠে গীতাপাঠের পোস্টারে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে গেছে। বহু মানুষ ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন অনুষ্ঠানে যাওয়ার জন্য। ধর্ম বর্ণের উর্ধ্বে উঠে সকল মতের মানুষকে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানোয় সংহতির পক্ষে শুভ সংকেত বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
West-Bengal | Updated: 17:26 PM, Fri Aug 04, 2023
ব্যালটের পর এবার ভোটার কার্ডের বান্ডিল উদ্ধার পুকুর থেকে
নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পুকুর ও জলাশয় থেকে ব্যালট বাক্স ও ব্যালট পেপারের উদ্ধারের ঘটনা ঘটে। এবার রাস্তার পাশের একটি পুকুর থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। উত্তর চব্বিশ পরগণার গোপালনগর থানার দক্ষিণ সুন্দরপুর গ্রামে পুকুর থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে ভোটার কার্ড।
পুকুরের মালিক নজরুল মন্ডল মাছ ধরতে এসে তার জালে একটি ভোটার কার্ডের বান্ডিল ওঠে। খবর পেয়ে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়। ওই বান্ডিলটির মধ্যে ১৮ টি ভোটার কার্ড ছিল। যার মধ্যে স্থানীয় এবং আশপাশের এলাকার মানুষের পরিচয়পত্র রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
আরও পড়ুন: BJP MLA: বিধানসভায় চাকরিপ্রার্থীদের আওয়াজ জোরালো করলেন বিজেপি বিধায়ক
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যেভাবে এবার ভোট হয়েছে তাতে ভোটার কার্ডগুলি এই শাসক দলের লোকজন কোনও কাজে ব্যবহার করে পরে কাজ হয়ে যাওয়ায় পুকুরে ফেলে দিয়ে থাকতে পারে। প্রসঙ্গত রাজ্যের নানান প্রান্তে এর আগে ব্যালট বাক্স উদ্ধারের ঘটনা ঘটেছে। বহু জায়গায় ব্যালট পেপার পাওয়া গেছে পুকুর, খাল ও নদীর পার থেকে। রাস্তার ধার থেকে উদ্ধার হয়েছে পোরা ব্যালট পেপার। কিন্তু ভোটার কার্ডের মত গুরুত্বপুর্ণ ব্যক্তিগত নথি কিভাবে দুষ্কৃতীদের হাতে চলে এল তা নিয়ে তৈরী হয়েছে জল্পনা। এই নথি যদি কোন দুষ্কৃতিমূলক কার্যকলাপে ব্যবহার হলে তাহলে দায় কার প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। এক্ষেত্রে দেখার পুলিশ আদৌ সদর্থক কোন পদক্ষেপ নেয় কি না।
West-Bengal | Updated: 17:31 PM, Thu Aug 03, 2023
BJP MLA: বিধানসভায় চাকরিপ্রার্থীদের আওয়াজ জোরালো করলেন বিজেপি বিধায়ক
West-Bengal | Updated: 14:18 PM, Wed Aug 02, 2023
TMC: আরও বিপাকে তৃণমূল, রাজভবনে চালু অ্যান্টি করাপশন সেল
নিউজ ডেস্ক: রাজভবনে অ্যান্টি করাপশন সেল চালু করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মূলত দুর্নীতির সঙ্গে লড়াইয়ের জন্য রাজভবনের এই বিশেষ বিভাগের পথ চলা শুরু করলেন। যদিও রাজভবনের এই পদক্ষেপে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফ থেকে রাজ্যপালের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হলেও তৃণমূলের তরফ থেকে রাজ্যপালের উদ্যোগের সমালোচনা করা হয়েছে।
রাজভবন থেকে রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী দুর্নীতি আটকাতে যে পদক্ষেপের কথা বলেছেন সেই পথেই নাকি হাঁটছে রাজভবন। কাউকে টাকা দেবেন না”। প্রসঙ্গত এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় রাজভবনে খোলা হয়েছিল পিস রুম। এবার খোলা হলো এন্টি করাপশন সেল। মূলত নিয়োগের ক্ষেত্রে কেউ ঘুষ চাইলে রাজভবনে তথ্য প্রমান সহ অভিযোগ জানানোর কথা বলা হয়েছে।
আরও পড়ুন: TMC MP Scam: প্রতারণার সঙ্গে নাম জড়াল তৃণমূল সাংসদের, অভিযোগ ইডি দপ্তরে
রাজ্যপাল দুর্নীতির প্রসঙ্গে বলেন, “মুখ্যমন্ত্রী দুর্নীতি আটকাতে যা করণীয় বলেছেন তাই আমরা করছি। বন্ধুহীনদের বন্ধু হওয়ার চেষ্টা করছে রাজভবন। রাজভবন তার লক্ষণ রেখার মধ্যে থেকে কাজ করছে”। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করছেন বলে দাবি করলেও তৃণমূল মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, “রাজ্যপাল বিজেপিকে খুশি করার জন্য কাজ করছেন। রাজভবনকে বিজেপির দপ্তরে পরিণত করেছেন। তিনি সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন”। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য এপ্রসঙ্গে বলেন, “প্রশাসন তার দায়িত্ব পালন করছে না। মুখ্যমন্ত্রী দুর্নীতি রুখতে ব্যর্থ হয়েছেন। তাই রাজ্যপাল রাজ্যের অভিভাবক এবং সাংবিধানিক প্রধান হিসেবে তার এক্তিয়ারের মধ্যে থেকে কাজ করার চেষ্টা করছেন”।
West-Bengal | Updated: 12:20 PM, Wed Aug 02, 2023
Reliance Jute সরকারি উদাসীনতা ও শ্রমিক অসন্তোষ, বন্ধ হওয়ার পথে জুটমিল
নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে পশ্চিমবঙ্গে বন্ধ হওয়ার পথে আরও একটি জুটমিল। মালিক শ্রমিক দ্বন্দ্ব ও সরকারের উদাসীনতার জেরে বন্ধ হতে বসেছে উত্তর চব্বিশ পরগণা জেলার ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল। বেশ কয়েক বছর ধরেই এই জুট মিলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। এমনকি এই জুট মিলে একাধিকবার পড়েছে সাসপেনশন ওফ ওয়ার্ক নোটিশ।
জানা গেছে ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে কাজ করেন পাঁচ হাজার শ্রমিক। কিন্তু বেশ কয়েকদিন ধরেই শ্রমিক ও মালিক কর্তৃপক্ষর মধ্যে অসন্তোষ ও দ্বন্দ্ব লেগেই ছিল। রিলায়েন্স মিলের শ্রমিকদের অভিযোগ মাত্রা অতিরিক্ত কাজের চাপ বাড়িয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ। অতিরিক্ত কাজের চাপে নাজেহাল মিল শ্রমিকরা। আর এই শ্রমিক অসন্তোষের জেরেই আর মিলে কাজ করতে আসছে না শ্রমিকরা।
তবে মিল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত মিল বন্ধ করে দেওয়ার কোন নোটিশ দেয়নি। রিলায়েন্স মিলের নির্দিষ্ট একটি ডিপার্টমেন্টের শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। যদিও পুরো মিলের বাকি শ্রমিকরা কর্মহীন অবস্থায় রয়েছে। গোটা বিষয় নিয়ে শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, “শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে মিল কর্তপক্ষের সাথে যাবতীয় কথাবার্তা বলব। দ্রুত পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে”। প্রসঙ্গত সরকারের উদাসীনতায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক জুটমিল। পশ্চিমবঙ্গে বাম আমলে রুগ্ন হয়ে ওঠা জুট শিল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শেষ পর্যায়ে এসে ঠেকেছে বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতারা মালিক পক্ষের দিকে ঝুঁকে আছেন বলে অভিযোগ শ্রমিকদের একাংশের।
West-Bengal | Updated: 11:11 AM, Wed Aug 02, 2023
TMC MP Scam: প্রতারণার সঙ্গে নাম জড়াল তৃণমূল সাংসদের, অভিযোগ ইডি দপ্তরে
নিউজ ডেস্ক: বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান রুহির বিরুদ্ধে অভিযোগ জানাতে ই. ডি. দপ্তরে প্রতারিতদের সঙ্গে নিয়ে আসেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। তৃণমূল সংসদের বিরুদ্ধে বহু মানুষকে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ আনলেন শঙ্কুদেব পন্ডা।
সোমবার রাতে সল্টলেকের ইডি দফতরে আসেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। তার সাথে আসেন বেশ কয়েকজন ব্যক্তি, যারা প্রতারিত হয়েছে বলে দাবি করেন। তাদের অভিযোগ কো-অপারেটিভের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে ৫ লক্ষ ৫৫ হাজার করে টাকা দেন শতাধিক ব্যক্তি। তাদের দাবি ওই সময় এই কোম্পানির ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি।
আরও পড়ুন: NIA: রিষড়া কাণ্ডের তদন্তে নামল এনআইএ
প্রতারিতদের দাবি তাদের বলা হয়েছিল পরবর্তী চার বছরের মধ্যে তাদেরকে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে। যদিও তারা ২০১৮ সালের পরেও ফ্ল্যাট না পেয়ে আদালতের দ্বারস্থ হয়। এরপর আদালতের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে। যদিও প্রতারিতদের আরও দাবি মোট ৪২৯ জনের কাছ থেকে যে টাকা ওই কোম্পানির একাউন্টে গিয়েছিল, তার থেকেই ওই কোম্পানির ডিরেক্টররা ব্যক্তিগত ফ্ল্যাট কেনে যার মধ্যে নুসরত জাহানও রয়েছে। পরে মামলাকারী ও সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ ওঠে।
সোমবার রাতে বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা বেশ কয়েকজন প্রতারিতদের নিয়ে ইডি দপ্তরে উপস্থিত হন। পন্ডা জানান, তিনি প্রতারিত মানুষদের হয়ে ইডির কাছে তদন্ত করার দাবি জানিয়েছেন। বিজেপি নেতা এই পুরো ঘটনাটিকে একটি আর্থিক তছরুপ বলে দাবি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন আদালতের তরফে নুসরাত জাহানকে এই মামলায় সশরীরে উপস্থিত হবার জন্য সমন পাঠানো হলেও, তিনি একবারও আদালতের সম্মুখীন হননি। শঙ্কুদেব পান্ডা জানিয়েছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি এই প্রতারিতরা বিচার না পায় তাহলে তিনি তাদের নিয়ে কলকাতার পথে আন্দলনে নামবেন।
West-Bengal | Updated: 15:16 PM, Tue Aug 01, 2023
NIA: রিষড়া কাণ্ডের তদন্তে নামল এনআইএ
West-Bengal | Updated: 11:05 AM, Tue Aug 01, 2023
Calcutta High Court: তৃণমূলের গালে ফের আদালতের থাপ্পড়
নিউজ ডেস্ক: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে হুঙ্কার দিয়েছিলেন অভিষেক। তাঁর ঘেরাও অভিযানে জল ঢেলে দিল কলকাতা হাইকোর্ট। স্থগিতাদেশের ফলে ৫ আগস্ট ঘেরাও অভিযান হচ্ছে না কার্যত ধরেই নিয়েছে তৃণমুল। অভিষেকের মন্তব্যের ওপর প্রশাসনের অন্ধত্ব নিয়ে সোমবার প্রশ্ন তুলেছে আদালত। ৫ জুলাই এই কর্মসূচী না করার নির্দেশ দিয়েছে আদালত।২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাবে ডাক দিয়েছিলেন। এই কর্মসূচিকে খানিকটা সংশোধন করে সমর্থন করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবার এই কর্মসূচির ওপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। ফলে ৫ আগস্ট এই কর্মসূচি হচ্ছে । অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে বিজেপির বড় মাঝারি ও ছোট সকল নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন।
এই ঘেরাও কর্মসূচির প্রতিবাদ জানিয়ে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানেই রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। তিনি বলেন, “প্রশাসন কেন নিজে থেকে পদক্ষেপ নিল না। কেউ যদি এই ধরনের মন্তব্য করে তাহলে প্রশাসন কেন ব্যবস্থা নেবে না। ধরুন কেউ বলল হাইকোর্ট ঘেরাও করবে। তাহলে কি প্রশাসন ব্যবস্থা নেবে না”। বিচারপতি এহেন মন্তব্য প্রশাসনের ভূমিকা ও মেরুদন্ডের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল।
একুশে জুলাই এর মঞ্চ থেকে অভিষেক ঘোষণা করেছিলেন জেলা স্তর থেকে ব্লক স্তর এমনকি বুথ স্তর পর্যন্ত বিজেপির নেতারা যে যেখানে থাকেন সকলের বাড়ি ঘেরা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ সংশোধন করে বাড়ি থেকে অন্তত ১০০ মিটার দূরে কর্মসূচি করার নির্দেশ দিয়েছিলেন। এদিনের একুশে জুলাইয়ের কর্মসূচী নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “২১ জুলাইয়ের জন্য আদালতের কাজ হয়নি। সাড়ে ১১টার মধ্যে কোর্ট ফাঁকা হয়ে যায়। আমরা বিচারপতিরা উঠে যেতে বাধ্য হই। আপনারা রাজনিতি করুন আপত্তি নেই। কিন্তু আপনাদের জন্য সাধারণ মানুষ কেন ভুগবে? এর পরেই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টচার্যের বেঞ্চ জানিয়ে দেয় ৫ আগস্ট কোন রকম ঘেরাও কর্মসূচী করা চলবে না। সাধারণ মানুষের সমস্যা হয় এরকম কোন নির্দেশ আদালত দিতে পারে না। পাসাপাশি রাজ্যকে তাঁর বক্তব্য হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে।
আদালতের নির্দেশের পর বিজেপি নেতা অমিত মালব্য টুইট করে লেখেন, “ আদালতের এই নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আরও খারাপ হল। বলার অপেক্ষা রাখে না তাঁর দল পশ্চিমবঙ্গে রাজনৈতিক জমি হারাচ্ছে”। এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টচার্য বলেন, “সমাজে আতংকের আবহ তৈরী করার কর্সুচী ছিল। দুর্নিতির তদন্ত চলছে যদি কেউ গ্রেপ্তার হত তাহলে এই সব চিহ্নিত বিজেপি নেতাদের এদের বাড়ি জালিয়ে দেওয়া হত। মুখ্যমন্ত্রী নিজে জানেন এই কর্মসূচী করা যায় না। তবু স্নেহের কারণে কর্মসূচী বাতিল করলেন না। সংশোধন করলেন। কিন্তু আদালতের নির্দেশের পর তারা কি করবেন তাদের ব্যাপার অনেক সময় তারা আদালতের নির্দেশ অগ্রাহ্য করেই থাকেন”।
West-Bengal | Updated: 17:01 PM, Mon Jul 31, 2023
Purulia News: শিলান্যাস হয়েছে ৭ বছর, আজও হয়নি সেতু
নিউজ ডেস্ক: শিলানাস্যের পর কেটে গেছে সাত-সাতটা বছর। কিন্তু পুরুলিয়া এক নম্বর ও আড়শা ব্লকের সংযোগকারী কাঁসাই নদীর ওপর আজও সেতু গড়ে ওঠেনি। সেতু নির্মাণে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগ হাতে প্রকল্প নিয়ে কাজ শুরু করলেও তা মাঝপথে থমকে রয়েছে। তাই ফি বছর বর্ষার সময় নদী পারাপারে বাঁশ দিয়ে অস্থায়ী সেতু তৈরি করা যেন পুরুলিয়ার এই অঞ্চলের মানুষ জনের নিয়তি হয়ে গিয়েছে।
পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের ন'কোটির বেশি টাকায় ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এই সেতুর শিলান্যাস করেছিলেন ওই বিভাগের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। ওই শিলান্যাসে দিন বদলের স্বপ্ন দেখেছিলেন জেলার বলরামপুর ও জয়পুর বিধানসভার মানুষজন। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবের মুখ দেখল না। বলরামপুর বিধানসভার মধ্যেই রয়েছে পুরুলিয়া এক ব্লক। জয়পুর বিধানসভায় আড়শা। এই সেতু নির্মাণে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে থেকে এলাকার মানুষজন লড়াই করে যাচ্ছেন। একের পর এক আবেদনপত্র জমা করেছেন প্রশাসনের সংশ্লিষ্ট দফতরগুলিতে। কিন্তু কোনো কাজ-ই হচ্ছে না। এই সেতু নির্মাণে যেভাবে ডিপিআর (ডিটেলস প্রোজেক্ট রিপোর্ট ) তৈরি করা হয়েছিল সেই মোতাবেক কাজ করতে গিয়ে বিপুল অর্থ খরচ হচ্ছে। তাই প্রকল্প রূপায়ণকারী সংস্থা পিছিয়ে গিয়েছে বলে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগ সূত্রে খবর।
তাই ২০২২ সালের মত এবারও গ্রামের মানুষজন নিজেদের মধ্যে চাঁদা আদায় করে কয়েক দিন ধরে দিন-রাত পরিশ্রমে নদীর বুকে বাঁশ দিয়ে অস্থায়ী সেতু তৈরি করেছেন। তবে সম্পূর্ণভাবে বাঁশের সাঁকো তৈরির কাজ এখনও হয়নি। আরও কয়েকদিন সময় লাগবে। এই কাজে যুক্ত থাকা আড়শা ব্লকের বামুনডিহা গ্রামের বাসিন্দা রাখাল সিং সর্দার, মহেশ্বর মাহাতো জানান, "বর্ষা এলেই এই এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ জনের রুটি- রোজগার কার্যত বন্ধ হয়ে যায়। সেই কথা মাথায় রেখেই গত বছরের মতো এবারও আমরা বাঁশের অস্থায়ী সেতু তৈরি করছি। আমরা চাই অবিলম্বে স্থায়ী সেতু নির্মাণ করুক সরকার। ফি বছর বর্ষায় এই সমস্যা থেকে আমরা মুক্তি চাই।"
বছরের অন্যান্য সময় এই কাঁসাই নদীর বুকে জল না থাকলেও জুন-জুলাই থেকে এই নদী ভরে ওঠে। যদিও এবার সেভাবে বৃষ্টি না হওয়ায় জলের গভীরতা অনেকটাই কম। কিন্তু মানুষজন যাতে এই বৃষ্টির সময় মসৃণভাবে যাতায়াত করতে পারেন তাই আগেভাগেই এই অস্থায়ী সেতু তৈরীর কাজ শুরু করলেন গ্রামের মানুষজন। আড়শা ব্লকের কুদাগাড়া গ্রামের বাসিন্দা রমেশ মাঝি, তুম্বা- ঝালদা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন মাহাতো বলেন, "আশপাশ গ্রামের সকলের কাছে চাঁদা আদায় করে দিন-রাত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা এই অস্থায়ী সেতুর কাজ করছি। যাতে এই বিস্তীর্ণ এলাকার মানুষজনকে এই বর্ষায় ঝুঁকি নিয়ে পারাপার করতে না হয়।" কিন্তু এই সেতু হবে কবে?
আরও পড়ুন: Loksabha Election: ২৪-এর মহারণে প্রস্তুত বিজেপি! তালিকা প্রকাশ দলের
খুব স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রীও বদল হয়ে গিয়েছে। বদল হয়েছে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে বিভাগীয় সচিব। সেই সঙ্গে জেলাশাসক থেকে এই দুই ব্লকের বিডিওরাও। কিন্তু থমকে থাকা সেতুর কাজ এগোয়নি। এই বিষয়টির প্রতিক্রিয়া নিতে বর্তমানে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের চিফ এক্সিকিউটিভ অফিসার শংকর নস্করকে একাধিকবার ফোন করা হলেও কোন সাড়া মেলেনি। তবে বর্তমানে এই বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু বলেন, " ওই সেতুর বিষয়টি মাথায় রয়েছে। গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। খুব শীঘ্রই আধিকারিকরা ওখানে পরিদর্শন করতে যাবেন।"
কিন্তু এই আশ্বাস শুনে শুনে বছর পার হয়ে যায়। থমকে থাকা সেতু সম্পূর্ণ করতে কোন কাজই শুরু হয়নি। পঞ্চায়েত নির্বাচনের আগে এই সেতু নির্মাণের জন্য এলাকার মানুষজন গণস্বাক্ষর সম্বলিত আবেদন পত্র জমা করেন বিভাগীয় মন্ত্রী, জেলাশাসক সভাধিপতির কাছে। কিন্তু আশ্বাস-ই সার। এবারও বাঁশ দিয়ে তৈরি সাঁকোতেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হবে এলাকাবাসীকে।
West-Bengal | Updated: 12:37 PM, Mon Jul 31, 2023
Loksabha Election: ২৪-এর মহারণে প্রস্তুত বিজেপি! তালিকা প্রকাশ দলের
নিউজ ডেস্ক: ২৪ এর মহারণে ঝাঁপানোর লক্ষ্যে নিজেদের ঘর গুছিয়ে ফেলল বিজেপি। বিজেপির নবগঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশিত হল। আগামীতে নির্বাচনী কমিটি তৈরি হলেও দলের এই কেন্দ্রীয় কমিটির ওপর ভর করেই অনেকটাই ২৪ এর লোকসভা নির্বাচনের জন্য ঝাঁপাবে বিজেপি।
নতুন কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক (সংগঠনের) দায়িত্ব পেয়েছেন বি এল সন্তোষ। দলীয় ভাবে এই দায়িত্ব বিজেপিতে খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় সভাপতির পর এই পদ দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। সহ সম্পাদক সংগঠন পদে আসীন হলেন শিব প্রকাশ। এছাড়া সচিব পদে এলেন বিজয়া রাহতকর, সত্যা কুমার, অরবিন্দ মেনন, পঙ্কজা মুন্ডে, ডাঃ নরেন্দ্র সিং রৈনা, ডাঃ অল্কা গুর্জর, অনুপম হাজরা, ওমপ্রকাশ ধুর্বে, ঋতুরাজ সিনহা, আশা লকড়া, কামাখ্যা প্রসাদ তাসা, সুরেন্দ্র সিং নাগর, অনিল অ্যান্টনি।
আরও পড়ুন: Cattle Smuggling Case: গরু পাচার মামলা দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু
কোষাধ্যক্ষ হলেন রাজেশ অগ্রওয়াল এবং সহ কোষাধ্যক্ষ নরেশ বন্সল। সহ সভাপতি পদে এলেন ডাঃ রমণ সিংহ, বসুন্ধরা রাজে, রঘুবর দাস, সৌদান সিং, বৈজয়ন্ত পান্ডা সরোজ পান্ডে, রেখা বর্মা, ডি কে অরুনা, এম চুবা আও, আব্দুল্লা কুট্টি, লক্ষীকান্ত বাজপেয়ী, লতা উসেন্ডি, তারিক মন্সুর। জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহ, কৈলাশ বিজয় বর্গীয়, দূষ্যন্ত কুমার, তরুণ চুগ, বিনোদ তাওড়ে। সুনীল বন্সল, সঞ্জয় বন্দী, রাধা মোহন আগ্রওয়াল।
রাজ্যের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কেন্দ্রীয় পদাধিকারী তালিকা থেকে বাদ পড়লেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । তিনি জাতীয় স্তরে সহ সভাপতি ছিলেন। তালিকায় একমাত্র বাংলার প্রতিনিধি হিসেবে রইলেন অনুপম হাজরা। এপ্রসঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আগামী লোকসভা নির্বাচনে সাংসদ পদে যারা প্রার্থী হতে পারেন তাদের এবার জাতীয় স্তরে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে”।
West-Bengal | Updated: 13:12 PM, Sat Jul 29, 2023
Cattle Smuggling Case: গরু পাচার মামলা দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু
নিউজ ডেস্ক: এবার গরু পাচার মামলাটাকে দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করল ইডি। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ইডি মামলা স্থানান্তরের আবেদন করার পরেই জল্পনা তৈরি হয়েছে, তা হলে অনুব্রত মণ্ডল, তার কন্যা সুকন্যা মন্ডল এবং তাঁর প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেনের মামলা দিল্লির রাউস এভিনিউ আদালতেই হবে বলে মনে করছে আইনজীবীদের একাংশ।
শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচার মামলা স্থানান্তরের আবেদন করে ইডি। তাদের আবেদন মামলাটি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে স্থানান্তরিত করা হোক। সেখানেই চলুক মামলার বিচারপ্রক্রিয়া। ইডির এই আবেদনে সাড়া দিয়ে বিচারক রাজেশ চক্রবর্তী ১৯ অগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। সেদিন অনুব্রত মন্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ আপত্তি জানাবেন বলে জানান।
গরু পাচার মামলায় প্রথমে সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়ে এখন দিল্লির তিহাড় জেলে বন্দি অনুব্রত, তার কন্যা, তার প্রাক্তন দেহরক্ষী সহগল, এনামুল হক এবং বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার।
আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, “আসানসোলের সিবিআই আদালত যদি মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেন, তা হলে অনুব্রত, সায়গলদের বিচারের ট্রায়াল সেখানেই হবে। তার ফলে যত সাক্ষী রয়েছেন, তাঁদের সকলকেই দিল্লি গিয়ে সাক্ষ্য দিতে হবে। সিবিআইকে সমস্ত নথি দিল্লিতে নিয়ে যেতে হবে। তার থেকে ভালো হয় যদি সরকার আসানসোলের সিবিআই আদালতকে ইডির বিশেষ আদালত করে দিক যদি আইনে থাকে।
West-Bengal | Updated: 18:00 PM, Fri Jul 28, 2023
BJP on Manipur: মণিপুর নিয়ে বিধানসভায় সোমবার আলোচনা, কী লাভ হবে প্রশ্ন বিজেপির?
নিউজ ডেস্ক: সচিবালয় থেকে বিবৃতিতে ইতিমধ্যে মণিপুরের ঘটনাকে নৃশংস, নারকীয়, বর্বর এমন সব শব্দে অভিহিত করে সেই রাজ্য আর কেন্দ্র সরকারের আরও উদ্যোগী হওয়ার কথা উল্লেখ করে সেখানকার সরকারের কাছে মণিপুরে শান্তি প্রতিষ্ঠার দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হিংসার ঘটনায় মহিলাদের উপর সব থেকে আক্রমণ হচ্ছে। তাদের নিশানা করা হচ্ছে। গোটা রাজ্য জ্বলছে। লুঠপাট, অরাজকতা চলছে রাজ্যে। মানুষের ন্যূনতম স্বাধীনতা খর্ব হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত। সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। হিংসাশ্রয়ী এই সংঘর্ষের ছবি শুধু মণিপুর রাজ্যের না, গোটা দেশের ইমেজকে কালিমালিপ্ত করেছে বলে অভিযোগ।
শাসক দলের ৫ প্রতিনিধি ইতিমধ্যে সেখানে ঘুরে এসে রিপোর্ট দিয়েছে মুখ্যমন্ত্রীকে। এই অমানবিক পরিস্থিতির তীব্র নিন্দা করে রাজ্য বিধানসভা দাবি করেছে কেন্দ্র অবিলম্বে মণিপুরকে শান্ত করুক। এই বিধানসভার আবেদন, মণিপুরের মানুষ সর্বস্তরে শান্তি আর বিশ্বাস বজায় রাখুক। বুধবার বিএ কমিটিতে এই নিন্দা প্রস্তাব পেশ করেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, তাপস রায়, বিরবাহা হাঁসদা, জুন মালিয়া, কল্লোল খাঁ, অশোক দেবরা। সোমবার নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। তবে রাজনীতির ঘোলা জলে মাছ ধরার জন্য অন্য রাজ্যের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে আখেরে কতটা লাভ পাওয়া যাবে প্রশ্ন বিজেপির।
West-Bengal | Updated: 17:02 PM, Fri Jul 28, 2023
Suvendu Adhikari: বোমা ফাটালেন শুভেন্দু, প্রকাশ্যে এল ১৫২ কোটির দুর্নীতি!
নিউজ ডেস্ক: ১৫২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের অধীনস্থ সংস্থা ওয়েবেলে এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। রিকস্ট ফর প্রপোজাল বাতিল করে নতুন ধারা ঢুকিয়ে টেন্ডার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তার।
শুক্রবার তিনি বোমা ফাটাবেন আগেই জানিয়েছিলেন। বেশ বড় সড় বোমা ফাটালেন শুভেন্দু। যে আইপ্যাককে দিয়ে দল চালানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে তাদের যেন উপরি বকশিস দেওয়া হচ্ছে! অভিযোগ দিল্লির একটি কোম্পানির যোগ্যতা থাকা সত্বেও সেই কোম্পানিকে বাতিল করে আইপ্যাকের সঙ্গে যুক্ত এম এস ভিসন সিকিউরিটি প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাকে টেন্ডারের ধারা পরিবর্তন করে চুক্তি পাইয়ে দেওয়া হয়েছে। টেন্ডারের ধারা বদল এবং পছন্দের সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য ওয়েবেলের আধিকারিকদের ওপর চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন এদিন সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু কাগজ দেখিয়ে বলেন, “ দিল্লির একটি সংস্থাকে প্রথমে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। টেন্ডারের প্রথম ধাপে দিল্লীর একটি সংস্থাকে বেঁছে নেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের উঁচুতলার সেই কাজ পছন্দ হয়নি। পরে ওয়ার্ক অর্ডারে বেশ কিছু ধারার পরিবর্তন করা হয়। তার মধ্যে অন্যতম শেষ পাঁচ বছরে ২০০ আসন বিশিষ্ট কল সেন্টার থাকতে হবে। বিরোধী দলনেতার অভিযোগ আইপ্যাক নামক সংস্থার সঙ্গে যুক্ত সংস্থাকে বাড়তি সুযোগ পাইয়ে দেওয়ার জন্য টেন্ডারে এই ধারা যোগ করা হয়। মোট ১৫২ কোটি ৪৭ লক্ষ ৩৬ হাজার ৮৮১ টাকার এই কাজে টেন্ডারের ক্ষেত্রে নিয়ম বহির্ভূত কাজ হয়েছে। নিয়ম বদলে আধিকারিকদের ওপর চাপ দিয়ে পছন্দের সংস্থাকে জনগনের ট্যাক্সের ১৫২ কোটির বকশিস পাইয়ে দেওয়া হয়েছে অভিযোগ শুভেন্দুর।
West-Bengal | Updated: 16:53 PM, Fri Jul 28, 2023
Sikkim: ছ'মাসের বদলে এবার মিলবে একবছরের ছুটি! সদ্য হওয়া মায়েদের সুখবর দিল সিকিম
নিউজ ডেস্ক: মাতৃত্বের স্বাদ আরো মধুর করতে ঐতিহাসিক পদক্ষেপ নিল সিকিম সরকার। এবার সদ্য মা হওয়া মহিলারা ১২ মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন। তবে সদ্য জন্মানো শিশুর পাশাপাশি যত্ন প্রয়োজন তার মায়েরও। তাই কেবল মহিলাদেরই নয়, শিশুর বাবাকেও এক মাসের পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করবে সিকিম সরকার। তবে এই ছুটি কেবল সরকারি কর্মাচারীদের জন্য প্রযোজ্য বলেই জানানো হয়েছে।
ভারতের সকল রাজ্যের মধ্যে সিকিমের জনসংখ্যা সবচেয়ে কম। মাত্র ৬.৩২ লক্ষ। ফলে সিকিমের সরকারি কাজে আধিকারিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কাজের পাশাপাশি পরিবারকেও যাতে সময় দেওয়া যায় তাই এই সিদ্ধান্ত, জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।
সিকিমের স্টেট সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন-এর বার্ষিক জেনারেল মিটিং-এ এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। যদিও এখনও কোনো সরকারি বিবৃতি জারি হয়নি। ১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা আইন অনুযায়ী যেকোনো কর্মরতা মহিলা ৬ মাসের বা ২৬ সপ্তাহের ছুটি পেয়ে থাকেন। সিকিমে এইবার তা ১২ মাসের ছুটি পাওয়া যাবে।
West-Bengal | Updated: 15:33 PM, Thu Jul 27, 2023
Suvendu Adhikari:
মিথ্যে কথা বলছেন মমতা, সোচ্চারে কটাক্ষ করলেন শুভেন্দুনিউজ ডেস্ক: সিদ্ধার্থ শংকর রায়ের জমানা ও বামেদের ৩৪ বছরের জমানায় সাধারণ মানুষের ওপর যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারকেও ছাড়িয়ে গিয়েছে বর্তমান শাসক দলের অত্যাচার। শুক্রবার দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ডহারবার লোকসভার দিয়ারক ও বিষ্ণুপুরের সিংহীর মোড়ের দলীয় কার্যালয়ে সাম্প্রতিক পঞ্চায়েত ভোটে অত্যাচারিতদের সঙ্গে কথা বলতে এসে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডায়মন্ডহারবার মডেলের কড়া সমালোচনা করে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ২৯ জন মারা গিয়েছে পঞ্চায়েত ভোটে। সম্পূর্ণ মিথ্যে কথা। মারা গিয়েছেন ৫৬ জন। কী শহীদ দিবস আপনি পালন করছেন কলকাতায়? পঞ্চায়েত ভোটে যে ৫৬ জন খুন হয়েছেন তাঁরাই তো প্রকৃত শহীদ। এদের প্রতি কোনও দরদ নেই আপনার? যারা খুন করল তাদের তৃণমূল থেকে তাড়ালেন না কেন? কেন মামলা করলেন না? আপনি তো পুলিশমন্ত্রী। পুলিশকে কেন বললেন না খুনি যে দলেরই হোক তাকে গ্রেপ্তার করতে"।
শুভেন্দু আরও বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন, ১৮ জন নাকি তৃণমূলের লোক মারা গিয়েছে। তৃণমূলের লোকেদের মানুষ মারেনি বোমা বাঁধতে গিয়ে মারা গিয়েছে ওরা"। এদিন ৩৫৫ ধারার পক্ষে ফের সওয়াল করে শুভেন্দু বলেন, "আমি দুটো রাস্তা জানি। এক জনগণকে দিয়ে তৃণমূলের কাছ থেকে ক্ষমতা কাড়িয়ে নিতে হবে। কালীঘাট থেকে ইঁট খোলাতে হবে। আর নয় কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োগ করে মানুষকে বাঁচাতে হবে। আইন-শৃঙ্খলা বিপর্যয় হলে সংবিধানই এগিয়ে আসে।"
আরও পড়ুন: Suvendu Adhikari: পুলিশ কমিশনার এবং ওসির অপসারণ চাইলেন বিরোধী দলনেতা
এদিন রাজ্যের সমস্ত বিডিও অফিসে বিজেপির ডেপুটেশন প্রসঙ্গে শুভেন্দু বলেন, "ওরা ভয় পেয়ে গিয়েছে তাই ১৪৪ ধারা জারি করেছে"। ভোটের গণনায় বিষ্ণুপুরে বিজেপির বুথ সভাপতি ভোলানাথ মন্ডলকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। এদিন শুভেন্দু বিষ্ণুপুর থানার আইসিকে একহাত নেন। ভোলানাথ মন্ডলকে খুনের অভিযোগে বিষ্ণুপুর থানা কোনও এফআইআর না নেওয়ার অভিযোগ তুলে আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু। মৃত ভোলানাথ মন্ডলের স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসে গিয়ে মৃতের পরিবারকে দিয়ে এফআইআর করান শুভেন্দু। দিয়ারক ও বিষ্ণুপুরে দু'জায়গাতেই অত্যাচারিতরা বিরোধী দলনেতার কাছে প্রশ্ন তোলেন, তাঁদের মারধরের হাত থেকে কে বাঁচাবে? অত্যাচারিতদের শুভেন্দু সম্পূর্ণ আইনি সাহায্যের আশ্বাস দিয়ে বলেন, সবক্ষেত্রেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর যাঁরা ঘরছাড়া রয়েছেন তাঁদের তালিকা পাঠান। আমার ঘরের দরজা তাঁদের জন্য খোলা থাকবে। আমার বাড়িতেই আমি তাঁদের একদিন দু'দিন নয়, যতদিন প্রয়োজন ততদিনই রেখে দেব।
সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন, " বেঙ্গালুরুতে বাম কংগ্রেস সমঝোতা হয়েছে। আর নিচের তলার বাম-কংগ্রেস কর্মীরা বাংলায় প্রাণ দিচ্ছেন, ঘরছাড়া হচ্ছেন, জেলবন্দী হচ্ছেন। বাম-কংগ্রেস কর্মী ও সমর্থকদের উদ্দেশে শুভেন্দুর পরামর্শ, "বিজেপির সঙ্গে আসুন। একসঙ্গে লড়াই করি আমরা। নিচের তলার বাম-কংগ্রেস কর্মীরা ভাবুন, কাদের জন্য আপনারা প্রাণ দিচ্ছেন, ঘরছাড়া হচ্ছেন।" এদিন রাজ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রীর পোষ্য আখ্যা দিয়ে শুভেন্দুর মন্তব্য, "ওনাকে দিয়ে পঞ্চায়েতে ভোট লুট করেছেন মুখ্যমন্ত্রী। ত্রিশ হাজারের বেশি আসন বিজেপি জিতলেও খাতায়-কলমে ১১ হাজার দেখানো হয়েছে। জঙ্গলের রাজত্ব চলছে বাংলায়। মহিলাদের ওপর নির্যাতন পাঁচলার মত মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো এসব মমতা ব্যানার্জির রাজত্বেই হয়। যারা আজ কলকাতায় উৎসব করছে, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে ডায়মন্ডহারবারে"। যদিও মনিপুর কাণ্ড প্রসঙ্গ সযত্নে এড়িয়ে গিয়ে শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী আগে এরাজ্যের বেটিদের বাঁচান। অন্য রাজ্যের বেটিদের নিয়ে তাঁকে ভাবতে হবে না"।
বিরোধী দলনেতা এদিন সমস্ত বিজেপি কর্মী ও তাঁদের পরিবারকে রক্ষার দায়িত্ব বিজেপি নেবে জানিয়ে বলেন, "আমি বিরোধী দলনেতা হিসেবে বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখছি। মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলছি, সমস্ত ঘটনারই কঠিন ব্যবস্থা নেওয়া হবে। যা কিছু ঘটছে তার ফল মারাত্মক হবে। যারা আজ কলকাতায় ডিমভাতের উৎসব করছে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে ডায়মন্ডহারবারে। ভয় পাবেন না। লড়াই চালিয়ে যান। আমার বাড়িতেও বারবার আক্রমণ করিয়েছে।" ডায়মন্ডহারবারের দিয়ারকের দক্ষিণ কুলেস্বর গ্রামে ১৫৮ নম্বর বুথের বিজেপি প্রার্থীর ভোটে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল। এদিন ওই প্রার্থীর বাড়িতে যান শুভেন্দু। সেখানেই ডায়মন্ডহারবার ১ ও ২ নম্বর ব্লকের আক্রান্তদের সঙ্গে কথা বলেন তিনি। আশ্বাস দেন, বিজেপি সবসময়ই পাশে থেকে তাঁদের রক্ষা করবে। এমনকি যাঁদের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, দলের তরফে তাঁদের বাড়িতেও সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানান শুভেন্দু।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু এদিন বলেন, "২৪ এর লোকসভা ভোটে গোহারাণ হারবে বিরোধী জোট। ২০১৯-এও ইউনাইটেড ইন্ডিয়া নামে জোট হয়েছিল বিজেপিকে হারাতে। তার পরিণতি সকলেই দেখেছে। এবার মোদিজি আসন সংখ্যা ৪০০ পার করে যাবেন। বিরোধীদের আসন সংখ্যা অর্ধেকের নিচে নামবে"।
West-Bengal | Updated: 17:56 PM, Fri Jul 21, 2023
Suvendu Adhikari: পুলিশ কমিশনার এবং ওসির অপসারণ চাইলেন বিরোধী দলনেতা
নিউজ ডেস্ক: একুশের আন্দোলন ছিল যুব কংগ্রেসের আন্দোলন। ছিল সিপিএমের বিরুদ্ধে। মারা গিয়েছিলেন কংগ্রেসের কর্মীরা। এখন তৃণমূল মৃতদের নিজের শহিদ বলে চালায়। কটাক্ষ বিরোধী দলনেতার। কংগ্রেসের জোটে সেদিনের আন্দোলনের সব পক্ষই শামিল। রাজনীতির এই জটিল অংককে সহজ ভাষায় কটাক্ষ করে শুভেন্দু বলেন “কিছু দিন আগে এরা তিন জগাই মাধাই বিদায়ী ব্যাঙ্গালোরে ইটিং সিটিং ফিটিং করে ফেলেছে। কে কার সঙ্গে আর কে কার বিপক্ষে বোঝা মুশকিল”।
শুক্রবার একুশে জুলাইয়ের সভা চলাকালীন সারা বাংলা জুড়ে বিডিও অফিস ঘেরাও করে বিজেপি। ময়দানে নামেন বিজেপির রাজ্য স্তরের বহু নেতা। বহু জায়গায় ধ্বস্তাধ্বতি হয় প্রশাসনের সঙ্গে বিজেপি কর্মীদের। বিরোধী দলনেতা এদিনের আন্দোলন প্রসঙ্গে বলেন, “ তৃণমুল ভয় পেয়ছে। সেকারণে ১৪৪ ধারা জারি করেছে। বলেছে বিডিও অফিসে কেউ ঢুকতে পারবে না। আধা কিলোমিটার আগে থেকে বিডিও অফিসে ঢোকা বারণ করেছে। বিডিওদের দিয়ে ভোট লুঠ করিয়েছে। সন্ত্রাসের আঁতুড়ঘর ডায়মন্ড হারবার। ভাইপো পুলিশ এবং সঙ্গে এসডিও বিডিও ত্রয়ী। ৪০০ আসনে বুথ লুঠ করেছে। গণনায় কারচুপি করেছে। বুথ সভাপতি ভোলানাথ মণ্ডলকে খুন করেছে অথচ এফআইআর করতে দেয়নি। আমি সেই এফআইআর করার ব্যবস্থা করব”।
আরও পড়ুন: 21 July: দিদির তাত্ত্বিক কচকচানি হার মানল পেটের কাছে
এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে এক সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। এক্ষেত্রে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী নিরাপত্তায় গলদকে প্রশাসনিক গাফিলতি বলে মন্তব্য করেন। তিনি বলেন, “উদ্বেগের বিষয়। পুলিশকে দিয়ে বাজার করানো, রাখীবন্ধন, ফুটবল খেলা, ভোট লুঠ আর গণনায় কারচুপি ক্রানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দেবে কীভাবে। কালীঘাট থানার ওসি এবং কলকাতা পুলিশের কমিশনারকে সাসপেন্ড করা উচিত”।
West-Bengal | Updated: 17:49 PM, Fri Jul 21, 2023
Locket Chatterjee: বাংলার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন লকেট
নিউজ ডেস্ক: বাংলায় বর্তমান সন্ত্রাসপূর্ণ পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন লকেট চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী বাংলা মণিপুর সকলের জন্য বললেন। এবার দেশবাসীর কাছে বাংলার মানুষের জন্য আওয়াজ তোলার দাবি তুললেন লকেট। মমতা সরকার এবং পুলিশ কেউ বিজেপি কর্মীদের কথা শুনছে না। বাংলার মানুষ বড় অসহায়। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বাংলার বিরোধীদলের অবস্থা তুলে ধরতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন লকেট চট্টোপাধ্যায়।
দাপুটে নেত্রী হিসেবে পরিচিত লকেট চট্টোপাধ্যায়। এদিন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বক্তব্য শেষ করার পর বক্তব্য রাখেন লকেট। বাংলায় যেভাবে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন শুরু হতেই সন্ত্রাসের আবহ তৈরি করা হয়, তা তিনি তুলে ধরেন দেশের সামনে। তার অভিযোগ মুখ্যমন্ত্রী মণিপুর নিয়ে সরব, অথচ তার নিজের রাজ্যে যেভাবে বিজেপি কর্মী সমর্থক এবং মহিলা প্রার্থীরা লাঞ্ছিত, নিপীড়িত এবং অত্যাচারিত হলেন তা নিয়ে একবারে নিশ্চুপ।
আরও পড়ুন: জমি আটকে রাতারাতি তৈরি উদ্যান, কাঠগড়ায় পুরসভা
বাংলার নির্বাচনকে অত্যাচারের পর্ব বলে ব্যাখ্যা করেন লকেট। পাঁচলায় বিজেপির মহিলা প্রার্থী, ডোমজুড়ে তৃণমূল প্রার্থী, উত্তরবঙ্গে রাজবংশি প্রার্থীদের ওপর হওয়া অত্যাচারের কথা তুলে ধরেন সাংসদ লকেট। বাংলায় আগ্নেয়াস্ত্র এবং বোমা নিয়ে এমন ভয়ের পরিবেশ তৈরি করা হল অথচ তার তদন্ত হচ্ছে না, এমনটাই অভিযোগ তার। আরও অভিযোগ, “মুখ্যমন্ত্রী স্লোগান দিয়েছেন এগিয়ে বাংলা আর আজ অত্যাচার, খুন মহিলা পাচার এবং খুনে এগিয়ে বাংলা”। একুশের সমাবেশে তৃণমূল তাদের শহিদদের স্মরণ করে আর সেই সমাবেশে গান-বাজনার প্রসঙ্গ তুলে তীব্র সমালোচনা করেন লকেট চট্টোপাধ্যায়।
West-Bengal | Updated: 15:28 PM, Fri Jul 21, 2023
জমি আটকে রাতারাতি তৈরি উদ্যান, কাঠগড়ায় পুরসভা
নিউজ ডেস্ক: জমিতে ঢোকার রাস্তা বন্ধ করে রাতারাতি পুরসভার উদ্যোগে গড়ে উঠেছে উদ্যান। ভাটপাড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর গাঙ্গুলি পাড়ার ঘটনা। মূলাজোড় ভারতচন্দ্র গ্রন্থাগারের ঠিক উল্টোদিকেই পুরসভার উদ্যোগে গড়ে উঠেছে এই উদ্যান।
জমির মালিক কাজলি গাঙ্গুলির অভিযোগ, “জমিতে প্রবেশ ও বেরোনোর পথ আটকে জোর পাঁচিল তুলে দিয়ে তৈরি হয়েছে উদ্যান। স্থানীয় কাউন্সিলরের কাছে একাধিকবার গিয়েও সুরাহা মেলেনি। কাজলি দেবীর আরও অভিযোগ, “পার্কের পাঁচিল ভাঙার বিনিময়ে ছয় লক্ষ টাকা দাবি করেছেন স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম। এমনকি জমিটা প্রমোটারের হাতে তুলে দেবার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে”। স্বভাবতই নিরাপত্তাহীনতায় ভুগছেন জমির মালিক ওই বৃদ্ধা।
সাংসদ অর্জুন সিং বলেন, “এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছেও ওই বৃদ্ধা অভিযোগ জানিয়েছেন। আশা করছি পদক্ষেপ নেওয়া হবে”। প্রসঙ্গত ব্যারাকপুর মহকুমায় শাসকদলের নেতাদের সঙ্গে জমি মাফিয়াদের আঁতাতের অভিযোগ বহু পুরোনো। একাধিক বার বাসিন্দাদের হুমকির কলরেকর্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা পরেও এই ধরনের ঘটনা থামার ইঙ্গিত নেই।
West-Bengal | Updated: 12:52 PM, Fri Jul 21, 2023
Abhishek Banerjee: এখনই গ্রেপ্তার হবেন না অভিষেক, রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট
নিউজ ডেস্ক: আগামী সোমবার পর্যন্ত অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত কোনো মামলায় কোনো কড়া পদক্ষেপ করা যাবে না নির্দেশ কলকাতা হাইকোর্টের। তার রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট। একইসঙ্গে অভিষেক সংক্রান্ত যাবতীয় নথি এবং তথ্য আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় পরবরতী শুনানি সোমবার। সোমবার বিকেল সাড়ে চারটায় শুনানি করবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালত। অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি ও এস বি রাজুর সময়ের সুবিধায় এই ব্যাবস্থা।
আদালতের এদিন ইডির কাছে জানতে চায় অভিষেককে গ্রেপ্তার করার দরকার আছে কিনা। তাকে হেফাজতে নিয়ে জেরার দরকার আছে কি না। আদালতের প্রশ্নের উত্তরে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, “বেআইনি শিক্ষক নিয়োগের মামলায় তাকে ইডি কবে ডাকার পরিকল্পনা করেছে সেটা এখন বলা যাচ্ছে না। তাকে ১৪ জুন ডাকা হয়েছিল। তিনি আসেনি ভোটে ব্যাস্ততার কথা বলে। তারপরে আর ডাকা হয়নি। ওনার বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য নথি আছে ইডি র কাছে”।
আরও পড়ুন: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
শহীদ সমাবেশের আগের দিন আদালতের তরফে রক্ষাকবচ আসায় স্বস্তির নিঃশ্বাস তৃণমূলে। রক্ষাকবচের জন্য অনেক দিন ধরেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন অভিষেকের আইনজীবীরা। সেই কাঙ্ক্ষিত রক্ষাকবচের মেয়াদ অবশ্যে খুবই অল্প সময়ের। এখন দেখার এই রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হয় কি না।
West-Bengal | Updated: 17:54 PM, Thu Jul 20, 2023
TMC on Manipur Violence: 'সভ্য সমাজে এটা চলতে পারে না', মোদীর সুরে সুর মেলাল তৃণমূলের প্রতিনিধি দল
নিউজ ডেস্ক: উত্তাল মণিপুর পরিদর্শন করে কলকাতায় ফিরল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মণিপুরের বর্তমান অবস্থা নিয়ে বলেন, "ভয়াবহ পরিস্থিতি ওখানে। যে অত্যাচার হয়েছে যে নৃশংসতা যে ভয়াবহতা এটা ভাবা যায় না কোনো সভ্য সমাজে। এটা হতে দিয়েছে, ওখানকার শুধু রাজ্য সরকার নয় কেন্দ্রের সরকার সমানভাবে দায়ী"।
মণিপুরে রিলিফ পাঠানো নিয়ে তিনি বলেন, "আমরা তো সব ব্যবস্থা নিতে পারব না। সবটাই আমার নেত্রী নেবে। কিন্তু আমরা জেনেছি কি খাদ্যদ্রব্য কি বস্তু বেবি ফুড পর্যাপ্ত পরিমাণে তাদেরকে দেওয়া হচ্ছে না। কোনো আলো নেই পাখা নেই। পাঁচ হাজার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ৫৭ হাজার মানুষ ক্যাম্পে রয়েছে। আবার ৬০ হাজার আধা সামরিক বাহিনী নেমেছে। কিন্তু কাজটা মানুষের স্বার্থে যেটা হওয়া উচিত ছিল সেটা ঠিকভাবে হচ্ছে না।
আরও পড়ুন: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
মণিপুরের সব বিধ্বস্ত অঞ্চলে তারা যেতে পেরেছে কিনা সেই প্রসঙ্গে বলেন, "মোটামুটি সব জায়গায় আমরা গিয়েছি। ইম্ফলে নেমে হেলিকপ্টারে করে পাহাড়ে গিয়েছি। যে দুর্গম অঞ্চলে জনজাতি গোষ্ঠী তারা বলছে আমরা অত্যাচারিত। আবার সমতলে যারা রয়েছে তারা বলছে আমরা অত্যাচারিত। কিন্তু ঘটনা হচ্ছে দুই তরফে মানুষ আহত, নিহত ও ঘরছাড়া হয়েছে। এটা সরকারের দেখা উচিত ছিল।
প্রসঙ্গত এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর নিয়ে করা ব্যবস্থা আশ্বাস দিয়ে বলেন, " সারা দেশবাসী লজ্জিত। মণিপুরে যা হয়েছে তার জন্য আমি ব্যথিত। আমার হৃদয় ভারাক্রান্ত। মণিপুরের মেয়েদের সঙ্গে যা হচ্ছে তা কখনও মাফ করা হবে না"। কড়া আইনি পদক্ষেপের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মণিপুরের ঘটনা নিয়ে এই প্রথমবার প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে মোদী বলেন, "এই গণতন্ত্রের মন্দিরের পাশে যখন দাঁড়িয়ে আছি তখন আমার হৃদয় ক্ষোভ ও দুঃখে পরিপূর্ণ। আমি সব মুখ্যমন্ত্রীদের অনুরোধ করব তারা যেন নিজেদের রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আরও কঠিন কঠোর হন"।
West-Bengal | Updated: 17:47 PM, Thu Jul 20, 2023
TMC Shahid Diwas: ২১ জুলাই কলকাতার কোন রাস্তা বন্ধ থাকবে, কেমন থাকবে পরিবহন ব্যবস্থা জেনে নিন
নিউজ ডেস্ক: আগামীকাল তৃণমূল এবং কংগ্রেস শহীদ দিবস পালন করবে। লক্ষাধিক মানুষের ভীড় আছড়ে পড়বে কলকাতায়। অফিস হোক বা নির্দিষ্ট গন্তব্যস্থল হাতে একটু বেশি সময় নিয়ে বেরোবেন। কারন শুক্রবার ট্রেনের বহুলাংশের দখল যাবে রাজনৈতিক কর্মীদের কাছে। কলকাতায় চলবে না ট্রাম। বন্ধ থাকবে একাধিক রুটের বাস। বহু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশ।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ-
• আর্মহার্স্ট স্ট্রিটে উত্তর থেকে দক্ষিণ
• কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত
• বিধান সরণিতে দক্ষিণ থেকে উত্তর
• কলেজ স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে
• ব্রেবর্ন রোডে উত্তর থেকে দক্ষিণে
• হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত
• স্ট্র্যান্ড রোডে দক্ষিণ থেকে উত্তরে
• বিবি গাঙ্গুলি স্ট্রিটে পূর্ব থেকে পশ্চিমে
• বেন্টিঙ্ক স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে
আরও পড়ুন: Calcutta High Court: আঘাত গুরুতর তাও লঘু ধারা? হাইকোর্টে প্রশ্নের মুখে আইসির ভূমিকা
কেমন থাকবে বাস, ট্রাম ও ট্রেন পরিষেবা ?
• ট্রাম চলবে না
• বহু রুটের বাস বন্ধ থাকবে
• ট্রেন ও মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে
• অ্যাপ ক্যাব ও অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সির ক্ষেত্রে সারচার্জ থাকার সম্ভাবনা
কোন ধরনের গাড়িতে নিষেধাজ্ঞা ?
কলকাতা পুলিশের অধীনে সমস্ত এলাকায় মালবাহী যান চালানো যাবে না । ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা রয়েছে । শুধু ছাড় দেওয়া হয়েছে গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি, সব্জি, ফল, ওষুধ এবং দুধের গাড়ির ক্ষেত্রে বাড়ি থেকে বেরোনোর আগে ভাল করে ২১ জুলাইয়ের রুট ম্যাপ দেখে নিতে বলছে পুলিশ ।
(সূত্র: কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের জারি করা নির্দেশিকা)
West-Bengal | Updated: 13:38 PM, Thu Jul 20, 2023
Calcutta High Court: আঘাত গুরুতর তাও লঘু ধারা? হাইকোর্টে প্রশ্নের মুখে আইসির ভূমিকা
নিউজ ডেস্ক: মারধরের অভিযোগ। প্রতারকের বিরুদ্ধে রড দিয়ে মারার অভিযোগ। আঘাত গুরুতর। তাও পুলিশ কেন হালকা ধারা প্রয়োগ করল অভিযুক্তের বিরুদ্ধে, কেন খুনের চেষ্টার অভিযোগ নয়? প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর।
প্রশ্নের জবাব পেতে নদিয়ার শান্তিপুর থানার আই সি এবং আইওকে কেস ডায়েরি সহ আগামী মঙ্গলবার আদালতে হাজির হতে হবে। আদালতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ অভিযোগকারী। সূত্রের খবর সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা হাতানোর গুরুতর অভিযোগ রয়েছে এই মামলায়।
আরও পড়ুন: Calcutta Highcourt: বোর্ড গঠন আটকাতে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে পুলিশ! অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা
জানা গেছে সেলিম মালিতার স্বামীকে কৃষি দপ্তরের গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এই মামলায় অভিযুক্ত চার লাখ টাকা নেয় বলে অভিযোগ। কিন্তু চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইতে অভিযুক্তের বাড়িতে গেলে লোহার রড দিয়ে তাকে পেটানোর অভিযোগ ওঠে। অভিযুক্তের মারধরে গুরুতর আহত হলেও পুলিশ হালকা ধারা প্রয়োগ করায় প্রশ্নের মুখে আদালতে।
West-Bengal | Updated: 12:10 PM, Thu Jul 20, 2023
West Bengal Violence: আলো জ্বালাতেই গুলি, স্বামীর সামনেই খুন মহিলাকে, চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগণায়
নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার হাটপুকুরিয়া গ্রামের দক্ষিণ ডেভিস আবাদ এলাকায় স্বামীর চোখের সামনে গুলি খুন করা হল এক মহিলাকে। নিহত এর নাম ছালিমা সরদার। বয়স ৩১ বছর। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্বামীর নাম বাবুর আলী সরদার।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ঘরের মধ্যে শুয়েছিলেন ওই দম্পতি। তখনই বাইরে কিছু একটা আওয়াজ হয়। সেই আওয়াজ শুনে মহিলা টর্চ জ্বালিয়ে আওয়াজের উৎস সন্ধান করতে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি মাথায় লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই মহিলার।
আরও পড়ুন: PM Modi: মণিপুরের ঘটনায় দোষীদের রেহাই নেই, জানালেন মোদী
বিরাট পুলিশ বাহিনী যায় এলাকায় এবং দেহটি তুলে নিয়ে চলে আসে। এই হঘটনায় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। দেহটি পাঠানো হয়েছে ময়নাতনদের জন্য। কি কারনে খুন হলো ওই মহিলা তা জানার চেষ্টা করছে পুলিশ। পুরনো কোন শত্রুতা কারণেই এই খুন হয়ে থাকতে বলে এমনটাই অনুমান। গভীর রাতে এই ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
West-Bengal | Updated: 12:02 PM, Thu Jul 20, 2023
Vande Mataram Controversy: বন্দে মাতরম গাইলে সৃষ্টিকর্তার অসম্মান হবে! আজব যুক্তি সমাজবাদী বিধায়কের
নিউজ ডেস্ক: বন্দে মাতরম গাইতে পারব না। কারণ আমাদের ধর্মে বারণ আছে। বক্তা মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমী। তাঁর দল নবগঠিত জোটের সদস্য যার নাম INDIA। অথচ দেশের জাতীয় গান গাইতে আপত্তি জোটসঙ্গী দলের বিধায়কের। জাতীয় গান গাইতে আপত্তি তোলায় নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। তাঁর কড়া শাস্তির দাবী উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
বুধবার মহারাষ্ট্রে সাংবাদিক সম্মেলনে হঠাৎ ওই বিধায়ক বলে ওঠেন “যখন বিধাসভায় যখন বন্দে মাতরম গাওয়া হয় তখন আমি উঠে দাঁড়াই। কিন্তু গাই না। বন্দে মাতরম লেখা পড়ি না কারণ আমাদের আমাদের ধর্মে লেখা আছে সৃষ্টিকর্তা ছাড়া কারও কাছে মাথা নত করা যাবে না। কিন্তু আমাকে দেখলেই বন্দে মাতরম বলে অনেকে। যারা এক কাজ করছেন তারা দেশদ্রোহী। তাঁদের শাস্তি হওয়া উচিত”। বিধায়কের এই উক্তির পড়েই শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে।
আরও পড়ুন: PM Modi: মণিপুরের ঘটনায় দোষীদের রেহাই নেই, জানালেন মোদী
এই আগেই একটি মুসলিম সম্প্রদায়ের বহু কট্টরপন্থীরা নেতাদের বিরুদ্ধে জাতীয় গান এবং জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ উঠেছে। অতীতে ২০১৭ সালের জুলাই মাসে মাদ্রাস হাইকোর্ট স্কুল কলেজে সপ্তাহে অন্তত একদিন বন্দে মারতম গাওয়া বাধ্যতামুলক করার নির্দেশ দেয়। সেই সময় এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন মুসলিম সংগঠন। ওই বছর ২০১৭ সালের এপ্রিল মাসে উত্তরাখণ্ড কংগ্রেস এক মাস বন্দে মাতরম না গাওয়ার প্রতিজ্ঞা করে। উত্তরাখন্ড সরকার নির্দেশিকা জারি করে প্রত্যেক অনুষ্ঠানে বন্দে মাতরম গাইতে হবে। নির্দেশিকার বিরোধিতা করে উত্তরাখণ্ডে কংগ্রেসের অনুষ্ঠানে বর্জিত হয় বন্দে মাতরম। ২০১৯ সালেও মধ্য প্রদেশে ক্ষমতায় এসে কংগ্রেস সরকার সচিবালয়ে মাসের প্রথম দিন বন্দে মাতরম গাওয়া বন্ধ করে দেয়। কর্নাটকের কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে ২০২২ সালের জুলাই মাসে কর্নাটকের কংগ্রেস নেতাদের এক সভায় বলতে শোনা যায় ‘‘বন্দে মাতরম গাইবেন না!’’ ২০২১ সালের ২৬ নভেম্বর সংবিধান দিবসে প্রদেশ কংগ্রেস পদাধিকারীদের এক সভায় তিনি দলীয় কর্মসূচিতে বন্দে মাতরম পরিহার করার নির্দেশ দেন বলেন অভিযোগ!
কংগ্রেসিদের সহযোগী দলের বিধায়ক বন্দে মাতরমকে অসম্মান করবেন এতে অবাক হওয়ার কি আছে বললেন বিজেপির রাজ্য মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য। তিনি আরও বলেন অতীতে বহু উদাহরণ আছে সমাজবাদী পার্টির বিধায়কদের জাতীয় গান জাতীয় প্রতীককে অসম্মান করেছে। মানুষের উচিত এদের চিহ্নিত করা। ওই বিধায়কের কড়া শাস্তি দাবি করছি”।
West-Bengal | Updated: 11:39 AM, Thu Jul 20, 2023
Calcutta Highcourt: বোর্ড গঠন আটকাতে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে পুলিশ! অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা বিজেপির
নিউজ ডেস্ক: গণনা কেন্দ্রে তৃণমূলের বিধায়ক ঢুকে হুমকি দিয়ে জয়ী প্রার্থীর নাম বদল করেছেন। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন সিপিএমের প্রার্থী। এই মামলায় কমিশনের রিপোর্ট তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা। অন্যদিকে হেনস্থার অভিযোগে হাইকোর্টে বিজেপির জয়ী প্রার্থীরা। অভিযোগ নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থীদের পুরনো মামলায় ডেকে হেনস্থা করে সেখানে পঞ্চায়েতের বোর্ড গঠন আটকে দিচ্ছে পুলিশ।
অভিযোগ তৃনমূলের বিধায়ক যোগরঞ্জন হালদারের বিরুদ্ধে। গণনার দিন সিপিএমের প্রার্থী অর্পিতা বনিক সর্দারকে জয়ী ঘোষণার পর ওই কেন্দ্রে যান অভিযুক্ত বিধায়ক। গননা কেন্দ্রে দুষ্কৃতীদের নিয়ে যান। তারপর এক ভোটে পরাজিত হন সিপিএমের প্রার্থী। গণনার দিন কিভাবে গণনা কেন্দ্রে বিধায়ক এত লোক নিয়ে প্রবেশ করল, প্রশ্ন মামলাকারীর। কমিশন কি পদক্ষেপ নিয়েছে জানাতে হবে আদালতকে।
আরও পড়ুন: Calcutta Highcourt: উলটপুরাণ! অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল প্রার্থী
অন্যদিকে হেনস্থার অভিযোগে হাইকোর্টে বিজেপির জয়ী প্রার্থীরা। অভিযোগ, নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থীদের পুরনো মামলায় ডেকে হেনস্থা করে সেখানে পঞ্চায়েতের বোর্ড গঠন আটকে দিচ্ছে পুলিশ। বুধবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীর তরফে আইনজীবী জানান, “মুখ্যমন্ত্রীর ভাইপো এর মধ্যে এক জনসভায় হুশিয়ারি দেন, নন্দীগ্রামে জেতা এইসব প্রার্থীদের জন্য এলাকায় অশান্তি হচ্ছে। অভিযোগ, তারপর থেকে পুলিশ অতিসক্রিয় হয়ে ওইসব জয়ী প্রার্থীদের হেনস্থা করছে। ফলে এটা বোর্ড গঠনের পথে বাধা হয়ে যাচ্ছে”। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দেন। আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
West-Bengal | Updated: 17:36 PM, Wed Jul 19, 2023
Violence in Bengal: ফের উত্তপ্ত ভাঙড়, গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী হাতেম মোল্লা
নিউজ ডেস্ক: মঙ্গলবার রাতে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুরে তৃণমূলের পরাজিত প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে বলে সূত্রের খবর। গুলি চালানোর অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে।
জানা গিয়েছে, তৃণমূল প্রার্থী হাতেম মোল্লার মাথায় গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনা ঘিরে আবারও উত্তপ্ত ভাঙড়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাশিপুর থানার বিশাল পুলিশ ফোর্স।
গুলিবিদ্ধ হাতেমকে জিরেনগাছা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তার অবস্থার সংকটজনক হওয়ায় তাকে কলকাতায় রেফার করে দেয়। পাল্টা তৃণমূল আই এস এফের বেশ কয়েকজনের ওপর চড়াও হয় বলে অভিযোগ। বারংবার রাজ্যের এই প্রান্তে শাসকদলের কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় চাপ বাড়ছে শাসকদলের ওপর।
West-Bengal | Updated: 17:18 PM, Wed Jul 19, 2023
Robbery in West Bengal: ডাকাতির সাজা যাবজ্জীবন! আদালতের দৃষ্টান্তমূলক রায়
নিউজ ডেস্ক: ২১ সেপ্টেম্বর, ২০২১। দিনে দুপুরে চন্দননগরে একটি বেসরকারি ব্যাঙ্ক সংস্থায় গ্রাহক সেজে দুঃসাহসিক ডাকাতি ও গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় চাঞ্চল্য। সেইদিনই চন্দননগর থানার পুলিশ দুঃসাহসিক ডাকাত দলকে মধ্যে তিনজনকে ধরতে সক্ষম হয়। সেই সময় তদন্তে উঠে আসে তিনজন দুষ্কৃতী ভিন রাজ্যের বাসিন্দা। তিনজনেরই বিহারে। তিনজনকে গ্রেফতার করলেও একজন তৎকালীন ওই ঘটনায় পালাতে সক্ষম হয়।
চুঁচুড়া আদালতে বিচারক শিব শংকর ঘোষের এজলাসে তোলা হয় অভিযুক্তদের। সোমবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালত। আজ মঙ্গলবার সাজা ঘোষণার দিন ধার্য করা হয়। সেইমত এদিন মঙ্গলবার ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেয় আদালত।
আদালতের নির্দেশ সোনার পর কার্যত ভেঙে পড়ে অভিযুক্তরা। অভিযুক্তরা হল বিহারের সোনপুরের বাসিন্দা বিট্টু কুমার ওরফে করণ, শেখপুরার বাসিন্দা গুড্ডু কুমার ওরফে ধর্মেন্দ্র, বৈশালীর বাসিন্দা বিট্টু কুমার ওরফে ছোটু।
West-Bengal | Updated: 18:03 PM, Tue Jul 18, 2023
TMC Conflict: তৃণমূলের ঘরে আগুন দিল প্রাক্তন তৃণমূল!
West-Bengal | Updated: 16:57 PM, Tue Jul 18, 2023
Sarbananda Sonowal: মমতাকে ধুয়ে দিলেন সর্বানন্দ সোনেওয়াল
নিউজ ডেস্ক: তৃণমূল গণতন্ত্রের কাঠামোর ক্ষমতার অপব্যবহার করছে। এখানে গণতন্ত্র চলে না। আইনের শাসন নেই। সারা দেশের মানুষ দেখেছে কিভাবে তৃণমূল কংগ্রেস গণতন্ত্র ধ্বংস করছে। সল্টলেকে জাতীয় হোমিওপ্যথি সংস্থার বয়েজ হোস্টেলের শিলান্যাস অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল এভাবেই সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করলেন।
এদিন আন্ডার গ্রাজুয়েট কোর্সে ছাত্রদের জন্য হোস্টেলের শিলান্যাস করা হয়। এই প্রতিষ্ঠান এর আগেই ছাত্রীদের জন্য হোস্টেল ছিল। এবার ছাত্রদের জন্য হোস্টেল হওয়ায় দূরদূরান্ত থেকে আসা পড়ুয়ারা উপকৃত হবে। সল্টলেকের এই হোমিওপ্যাথি ইনস্টিটিউটে প্রত্যেকদিন হাজার হাজার রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসেন। অনেক ক্ষেত্রে অব্যবস্থার অভিযোগ ওঠে।
আরও পড়ুন: Opposition Unity: সোমবার থেকে ‘মহাজোটের’ হাই-ভোল্টেজ বৈঠকের সূচনা
কেন্দ্রীয় মন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা তিনি বলেন, "মানুষের বিশ্বাসের জন্য ওপিডিতে রোগীদের সংখ্যা বাড়ছে। লক্ষ লককহয় মানুষের চিকিৎসা হচ্ছে। সকলে মিলে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে"। এদিন মন্ত্রী ঘোষণা করেন এখানে ১৫০ বেডের হাসপাতাল হবে। পোস্ট গ্রাজুয়েট পড়াশুনা হবে। প্রায় ৩০০০ হাজার মানুষ পিরিতে চিকিৎসা করাচ্ছে এই সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যাতে উন্নততর পরিষেবা দেওয়া যায় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।
West-Bengal | Updated: 17:23 PM, Mon Jul 17, 2023
Unidentified Device: অজানা যন্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য কেশপুরে!
নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে প্যারাসুটের মধ্য দিয়ে আলো জ্বলতে থাকা যন্ত্র মাটিতে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ৩ নম্বর অঞ্চলের পাঁচখুরিতে।
স্থানীয় সূত্রে খবর রবিবার রাত্রি ৮ টা নাগাদ এক অজ্ঞাত যন্ত্র আকাশ থেকে ভেসে আসতে আসতে মাটিতে পড়তে দেখে। পাঁচখুরি গ্রামের বিজয় রায় নামে এক ব্যক্তির বাড়ির সামনে হঠাৎই একটি প্যারাস্যুট জাতীয় জিনিসের সাথে যন্ত্র মাটিতে পড়তে দেখে তার বাড়ির লোকজন। তারপরে পুলিশকে খবর দেওয়া হলে। সিভিক পুলিশ গিয়ে যন্ত্রটি উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: CCTV Theft: কারচুপির অভিযোগের মাঝে সিসিটিভি চুরি! অভিযোগ জানালেন খোদ বিডিও
তবে যন্ত্রটি কি এবং কারা, কী উদ্দেশ্যে ব্যবহার করে তা জানা নেই কারো। অজ্ঞাত এই যন্ত্রকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পাঁচখুরি এলাকায়। গোয়েন্দামূলক কোনো কাজে এই যন্ত্র ব্যবহার করা হচ্ছিল কিনা খতিয়ে দেখছে প্রশাসন। তবে মনে করা হচ্ছে এটি আবহাওয়া সংক্রান্ত গবেষণায় ব্যবহৃত কোনো যন্ত্র হতে পারে।
West-Bengal | Updated: 12:18 PM, Mon Jul 17, 2023
CCTV Theft: কারচুপির অভিযোগের মাঝে সিসিটিভি চুরি! অভিযোগ জানালেন খোদ বিডিও
West-Bengal | Updated: 12:07 PM, Mon Jul 17, 2023
Panchayat Election 2023: পুরুলিয়ায় বিজেপি সাংসদ ও চার বিধায়কের বুথে হার বিজেপির
নিউজ ডেস্ক: নিজের বুথেই হার সাংসদ-বিধায়কদের। জঙ্গলমহল পুরুলিয়ায় বিজেপির সাংসদ ও চার বিধায়কের বুথেই হেরে গিয়েছে গেরুয়া শিবির। সেই সঙ্গে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসন ছাড়া সার্বিকভাবে গ্রাম পঞ্চায়েত, সমিতিও হেরে গিয়েছে বিজেপি। কিন্তু কর্মীদের মনোবল ধরে রাখতে একে ব্যর্থতা বলতে নারাজ পুরুলিয়া জেলা বিজেপি। বরং গণনায় কারচুপি হয়েছে
এই বিষয়টিকে চাউর করে লোকসভায় অঙ্ক সাজানো শুরু করেছে গেরুয়া শিবির। বিজেপির ওই সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর প্রতিক্রিয়া নিতে তাঁকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। বুথে হেরে যাওয়া চার বিধায়ক জয়পুরের নরহরি মাহাতো, বলরামপুরের বানেশ্বর মাহাতো, কাশিপুরের কমলাকান্ত হাঁসদা, রঘুনাথপুরের বিবেকানন্দ বাউরি। বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা বলেন, " ওই বুথগুলিতে ইচ্ছে করে হারানো হয়েছে। তাছাড়া জেলা জুড়ে গণনায় কারচুপি হওয়ায় এটাকে আমরা ব্যর্থতা বলতে নারাজ।" পুরুলিয়া জেলা তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট তথা বিদায়ী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, "অহমিকা এই পতনের কারন। বিজেপি সাংসদ-বিধায়করা আম জনতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন।"
পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। ঝালদা এক নম্বর ব্লকের পুস্তি গ্রাম পঞ্চায়েতের কুদলং এলাকায় পুস্তি হাইস্কুলের বুথে ভোট দেন। গ্রাম পঞ্চায়েতের ফলাফলের নিরিখে ওই বুথে তৃণমূল পেয়েছে ৩৭৪ টি ভোট। বিজেপির প্রাপ্ত ভোট ৩৬৬ টি। ফলে ৮ ভোটে ওই বুথে হেরে গিয়েছে বিজেপি। সাংসদের এই বুথ এলাকা ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতির ২৬ নম্বর আসনের মধ্যে। সেখানেও বিজেপি ৪৬৭ ভোটে পিছিয়ে রয়েছে। ওই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট ১৩১৮, বিজেপির ৮৫১। সাংসদের এই বুথ এলাকা পুরুলিয়া জেলা পরিষদের ১৫ নম্বর আসনের মধ্যে। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট ১৩,৭৪৩। বিজেপি এখানে তিন নম্বরে চলে গিয়েছে। তাদের প্রাপ্ত ভোট ৯,৯৭৯। ফলে গেরুয়া শিবির হেরে গিয়েছে ৩,৭৬৪ টি ভোটে।
আরও পড়ুন: Panchayat Election in Bengal: সরকার ও নির্বাচন কমিশন- ভোট ও ছাপ্পা! আসলে জনগণকে ধাপ্পা
জয়পুরের বিধায়ক নরহরি মাহাতোর বুথ জয়পুর ব্লকের বড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের সেলানি প্রাথমিক বিদ্যালয়। সেখানে গ্রাম পঞ্চায়েতের ফলাফলে বিজেপি হেরে গিয়েছে ৯৭ টি ভোটে। ওই বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট ২৮৬। বিজেপি ভোট পেয়েছে ১৮৯ টি। ওই বুথ ১৪ নম্বর পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে পড়ে। ওই আসনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ১ হাজার ২৮৮ টি। বিজেপি এখানে তিন নম্বরে গিয়ে তাদের প্রাপ্ত ভোট ৮০২। ফলে ওই আসনে বিজেপি হেরেছে ৪৮৬টি ভোটে। বিজেপির বিধায়ক নরহরি মাহাতোর এই বুথ জেলা পরিষদের ১৯ নম্বর আসনে রয়েছে। এই আসনের তৃণমূলের প্রাপ্ত ভোট ১৪ হাজার ৯৬। গেরুয়া শিবির এখানে ভোট পেয়েছে ১০ হাজার ৭৯। ফলে এই আসনে বিজেপি হেরেছে ৪,০১৭ টি ভোটে। জেলা পরিষদের নিরিখে এই বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট ২৬৩। বিজেপির ভোট ১৯০। ফলে এক্ষেত্রেও বিজেপি ৭৩ ভোটে পিছিয়ে।
বলরামপুরের বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো। এবার তাঁর স্ত্রী ভারতী মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের ১৩ নম্বর আসনে প্রার্থী হয়েছিলেন। এই বিজেপি বিধায়কও বলরামপুর গ্রাম পঞ্চায়েতে তাঁর সাপুয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে গ্রাম পঞ্চায়েতের ফলের নিরিখে ৩৭ ভোটে হেরে গিয়েছেন । এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৪০। বিজেপির ৩০৩। এই বুথ বলরামপুর পঞ্চায়েত সমিতির ১৩ নম্বর আসনের মধ্যে রয়েছে। এখানেও বিজেপি ৬৮৪ ভোটে পিছিয়ে। এই আসনে তৃণমূল ভোট পেয়েছে ২,২৫৭ টি। বিজেপির ভোট ১,৫৭৩ টি। বিজেপি বিধায়কের স্ত্রী ভারতী মাহাতো জেলা পরিষদের যে ১৩ নম্বর আসনে প্রার্থী হয়েছিলেন সেই আসনের মধ্যেই পড়ে বিধায়কের সাপুয়া বুথ। এই জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী হেরে গিয়েছেন ৬,১১২ ভোটে। এখানে তৃণমূল ভোট পেয়েছে ২২ হাজার ৩৯৬ টি। বিজেপির ভোট ১৬,২৮৪ টি। কাশীপুরের বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদাও তাঁর নিজের বুথে গ্রাম পঞ্চায়েতের ফলের নিরিখে হেরে গিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের ফলাফলে সুভাষনগরের বুথে বিজেপি হেরে গিয়েছে ২০৪ টি ভোটে। এখানে গেরুয়া শিবির একেবারে তিন নম্বরে চলে গিয়েছে। এই বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩১৪ টি। বিজেপির ১১০। এই বুথ কাশিপুরের দু'নম্বর সমিতির মধ্যে পড়ে। এখানেও বিজেপি পিছিয়ে রয়েছে ২৯৩ টি ভোটে। এখানে তৃণমূল ভোট পেয়েছে ১,৩৫১ টি। বিজেপির প্রাপ্ত ভোট ১,০৫৮টি। এই বুথ রয়েছে ৩২ নম্বর জেলা পরিষদ আসনে।
আরও পড়ুন: Re-poll in Bengal: বড় খবর! ফের পঞ্চায়েত ভোট বাংলায়! খুব শীঘ্রই হবে নির্বাচনের দিন ঘোষণা
এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট ১৭,৫৬৫। বিজেপির ভোট ৮,৫৮৩। ফলে বিজেপি হেরে গিয়েছে ৮,৯৮২টি ভোটে। রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরিও তাঁর উপর খাজুরা প্রাথমিক বিদ্যালয়ের বুথে হেরে গিয়েছেন পঞ্চায়েতের ফলের নিরিখে।এখানে গ্রাম পঞ্চায়েতের নিরিখে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৩৯। বিজেপির প্রাপ্ত ভোট ২২৭। অর্থাৎ এই বুথে বিজেপির হার ১১২ টি ভোটে। এই বুথ রঘুনাথপুর এক নম্বর ব্লকের ৫ নম্বর পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট ১,৪৬৭ টি। বিজেপির ভোট ৮২৫। ৬৪২টি ভোটে বিজেপি পিছিয়ে। এই বুথে জেলা পরিষদের নিরিখে তৃণমূল পেয়েছে ৩৪৬ টি। বিজেপি ২১৫ টি ভোট। এই স্তরেও বিজেপি ১৩১ ভোটে পিছিয়ে।এই বুথ জেলা পরিষদের ৪৪ নম্বর আসনের মধ্যে পড়ে। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট ১৫ হাজার ৫৮২। বিজেপির ১১,১৩৩। এখানেও বিজেপি ৪,৪৪৯ ভোটে পিছিয়ে।
West-Bengal | Updated: 11:36 AM, Mon Jul 17, 2023
Re-poll in Bengal: বড় খবর! ফের পঞ্চায়েত ভোট বাংলায়! খুব শীঘ্রই হবে নির্বাচনের দিন ঘোষণা
নিউজ ডেস্ক: সাঁকরাইল ব্লকের ১৫টি বুথে ভোট বাতিলের কথা ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছে এখানে ব্যালট পেপার ছিনতাই করা হয়েছিল। এক্ষেত্রে সরাসরি অভিযোগ উঠেছে সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে।
এই ঘটনাকে সাঁকরাইলের পাপ বলে মন্তব্য করলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। পাশাপাশি তার নিদান অবিলম্বে তাদের সতর্ক করা দরকার। রবিবার সন্ধ্যায় ২১ জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে উদয়নারায়ণপুরের খিলা এলাকায় এক সভায় সাঁকরাইলের বিধায়ককে এভাবেই একহাত নিলেন সমীর পাঁজা। সমীর পাঁজা বলেন সাঁকরাইলের ঘটনা একটা পাপ। এই পাপের দায় আমাদের বহন করতে হচ্ছে। দলীয় এইসব নেতৃত্বকে অবিলম্বে সর্তক করা উচিত। এই ঘটনা গোটা হাওড়া জেলাকে কালিমালিপ্ত করেছে।
আরও পড়ুন: Abhishek Banerjee: রাহুল গান্ধীর পথেই কি অভিষেক! জোরালো দাবি সৌমিত্রর
সমীর পাঁজা আরও বলেন সাঁকরাইল ব্লকের ঘটনার ফলে নির্বাচিত সদস্য সদ্যসাদের শংসাপত্র দেওয়া আপাতত স্থগিত হয়ে গিয়েছে। এটা দুঃখের এবং উদ্বেগজনক। সাঁকরাইলের একটা ঘটনা আমাদের লজ্জায় মাথা হেঁট করে দিল। আগামী ২১শে জুলাই উদয়নারাণপুর থেকে প্রায় ২০ হাজার মানুষ ধর্মতলায় যাবেন বলে জানান সমীর পাঁজা।
West-Bengal | Updated: 11:27 AM, Mon Jul 17, 2023
Abhishek Banerjee: রাহুল গান্ধীর পথেই কি অভিষেক! জোরালো দাবি সৌমিত্রর
নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজ করার আবেদন জানালেন বিষ্ণুপুরের কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ। লোকসভার স্পিকার ওম বিলাকে শনিবার চিঠি লিখে তিনি এই আবেদন করেছেন। অভিযোগপত্রে তিনি লেখেন, “ শপথ নেওয়ার সময় একজন সাংসদ দেশের সংবিধানের শপথ নেন। সংবিধানকে শিরোধার্য করেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দেশের বিচারব্যবস্থাকে যেভাবে আক্রমণ করেছেন তা সংসদীয় রীতি-নীতি এবং সংবিধানের পরিপন্থী। আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক”।
তৃণমূলের তরফে দাবি করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছে তা সংসদের বাইরে বলেছেন। সংসদের বাইরের মন্তব্যের জন্য লোকসভার অধ্যক্ষ নিজে থেকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না।প্রসঙ্গত শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে বিচার ব্যবস্থার প্রতি আক্রমণ করে বসেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতাকে রক্ষাকবচ দেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে সরাসরি বিচারপতি রাজশেখর মান্থাকে আক্রমণ করে বসেন। তিনি বলেন একজন বিচারপতি রাজশেখর মান্থা সমাজবিরোধীদের রক্ষাকবচ দিচ্ছেন। ভবিষ্যতে তিনি কোন অপকর্ম করলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না এফআইআর করা যাবে না।
আরও পড়ুন: Jiban Krishna Saha: বিধায়ক জীবনকৃষ্ণের বিরুদ্ধে চার্জশিটে যা উল্লেখ করল সিবিআই
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের নিন্দা করেছেন প্রাক্তন বিচারপতি ও বর্ষীয়ান আইনজীবীরা। অশোক গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে জানিয়েছেন, “একজন সাংসদ যদি বিচার ব্যবস্থা সম্পর্কে এইরকম মন্তব্য করলে কি আর বলা যাবে। বিষয়টিকে আদালত অবমাননাকর হিসেবে নিচ্ছে কিনা। সেটা তাদের ঠিক করতে হবে”। আইনজীবীদের একাংশের মত এক্ষেত্রে আদালত ফৌজদারি মামলা করতে পারে। হাইকোর্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় এই ধরনের মামলা শোনেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেউ আদালতের দৃষ্টি আকর্ষণ করলে মামলা নেওয়া যেতে পারে। আদালত স্বতঃপ্রণোদিতভাবেও মামলা করতে পারে।
West-Bengal | Updated: 10:15 AM, Mon Jul 17, 2023
Scam: ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, তালিকায় নাম অয়ন শীল, কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের
নিউজ ডেস্ক: অয়ন শীল, কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। খাতায় কলমে ১৫ কোটি টাকার সম্পত্তি দেখানো থাকলেও ওই সম্পত্তির বাজার দর ১০০ কোটি টাকার কাছাকাছি বলে দাবি তদন্তকারী সংস্থার।
মূলত ডিড ভ্যালুতে ওই সম্পত্তির পরিমাণ ১৫ কোটি দেখানো হয়েছে। বাজেয়াপ্ত স্থাবর এবং অস্থাবর মিলিয়ে ১২৫ সম্পত্তির মধ্যে রয়েছে বাড়ি, ফ্ল্যাট, ব্যবসায়িক দফতর, মিউচুয়াল ফান্ড ও ব্যাংক অ্যাকাউন্ট। নিয়োগ দুর্নীতি মামলায় এখন পর্যন্ত ১২৬ কোটি ১৭ লক্ষ টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদের মধ্যে কুন্তল ঘোষ, শান্তনু বন্দোপাধ্যায় ও অয়ন শীলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে। ধৃত তিন জনের ব্যাংক একাউন্টে থাকা টাকা, শেয়ারের বিনিয়োগ, জমি ফ্ল্যাট ও ব্যবসায়িক সম্পত্তি সবই বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েক মাস ধরেই জেলে বন্দী রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ শান্তনু বন্দোপাধ্যায় ও অয়নশীল। তদন্ত আরো এগোলে এমন আরো অনেক সম্পত্তির হদিস পাওয়া যাবে বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন: রাতে জয়ী, সকালে হার! গণনা কেন্দ্রের সিসিটিভির ফুটেজ তলব হাইকোর্টের
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা আরো এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও এজেন্ট সুব্রত সামন্ত রায়ের বিরুদ্ধে ১২০ (বি), ১০৯, ২০১, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪২০ এবং দুর্নীতিদমন আইনের দুটি ধারায় মামলা রুজু হয়েছে। সুব্রতর মাধ্যমেই চাকরি-বিক্রির টাকা তোলা হত যা জীবনকৃষ্ণ সাহার মাধ্যমে হাতবদল হত বলে সিবিআইয়ের দাবি। উল্লেখযোগ্যভাবে এই মামলায় আগেই ২০১ ধারায় মামলা রুজু করেছে সিবিআই। যার অর্থ তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। চার্জশিটে সিবিআইয়ের দাবি, জীবনকৃষ্ণ তাঁর দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন এবং বহু তথ্য মুছে ফেলেন। সেই কারণেই তাঁর বিরুদ্ধে ২০১ ধারায় মামলা করা হয়েছে। চার্জশিটে কারণ উল্লেখ করে জানিয়েছে সিবিআই।
West-Bengal | Updated: 10:04 AM, Mon Jul 17, 2023
ফিরল মধ্যপ্রদেশের স্মৃতি! জল চাওয়ায় বিজেপি কর্মীকে প্রস্রাব খেতে বাধ্য করার অভিযোগ তৃণমূলীদের বিরুদ্ধে
নিউজ ডেস্ক: পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপির পোলিং এজেন্ট কে তুলে নিয়ে মারধর। মার খেয়ে প্রায় অজ্ঞান হওয়ার আগে জল চাওয়ায় তাকে প্রস্রাব খেতে বাধ্য করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মধ্যপ্রদেশে আদিবাসী যুবকের গায়ে প্রস্রাবের ঘটনায় মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান পা ধুইয়ে ছিলেন ওই ব্যক্তি। ওই ঘটনায় সরব হওয়া রাজ্যের শাসকদল নিজের বেলায় অবশ্য ওই দাবীকে আশাঢে গল্প বলে দাবী করছে।
শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কর্মীরা বিজয় মিছিল শেষে বিজেপির পোলিং এজেন্ট বরুণ রুইদাসকে ঘিরে ধরে। তাঁর কাছে ফিস্টের টাকা দাবী করে দুষ্কৃতীরা। টাকা না দিতে পারায় তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে এসে ব্যাপক মারধর করা হয় অভিযোগ। সে জল চাইলে তাকে গ্লাসে করে প্রস্রাব খেতে বাধ্য করা হয়। সেই প্রস্রাব সম্পূর্ণ পান না করায় তাঁর ফের মারা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: Jiban Krishna Saha: বিধায়ক জীবনকৃষ্ণের বিরুদ্ধে চার্জশিটে যা উল্লেখ করল সিবিআই
আশঙ্কা অবস্থায় ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় গরবেতা গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি হলে শুক্রবার গভীর রাতে ওই বিজেপি কর্মীকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে পৌঁছায় রাজ্য বিজেপির সহ-সভাপতি সমিত দাস সহ জেলা বিজেপি নেতৃত্ব। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটের তথা বিধায়ক অজিত মাইতির দাবি, ভোট পরবর্তী হিংসার নামে আষাঢ়ে গল্প ফাঁদছে বিজেপি। পাড়াগত বা পারিবারিক গন্ডগোল হলেও তৃণমূলের নাম দিয়ে চালানোর চেষ্টা চালানো হচ্ছে। এভাবে বিভিন্ন এলাকায় প্ররোচনা তৈরি করা হচ্ছে বলেও দাবি অজিত মাইতির। শাসক শিবির যাই বলুক না কেন একের পর এক অভিযোগে শাসকদলের অস্বস্তি যে ক্রমে বাড়ছে তা বলাই বাহুল্য। এই অমানবিক ঘটনার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
West-Bengal | Updated: 16:38 PM, Sat Jul 15, 2023
Panchayat
Election in Bengal: সরকার ও নির্বাচন কমিশন- ভোট ও ছাপ্পা! আসলে
জনগণকে ধাপ্পা
পঙ্কজ কুমার বিশ্বাস: ভোট আসে ভোট যায় বাংলার ছবিটা বদলায় না। ৯০ এর দশকে বিহারে বুথ দখল করে ছাপ্পা হত। বিহার নীতীশ আমলে শুধরে গেলেও মমতা আমলে বাংলা সেই রীতি ধরে রেখেছে। তবে বিহারের অসংগঠিত বুথ দখল প্রক্রিয়া বাংলায় সংশোধিত হয়েছে। প্রশাসনের চোদ্দতলা থেকে গ্রাম বাংলার নিচুতলা অবধি জানে ভোটের দিন কি করতে হবে। স্পষ্ট ইঙ্গিত থাকে। নির্দেশ থাকে অভিযোগ বিরোধীদের। কীভাবে “খেলা হয়” বুঝতে কারো অসুবিধে হয় না। শেষ পঞ্চায়েত নির্বাচনে জনজোয়ার যাত্রা থেকে নির্বাচন কমিশনের ভোট ঘোষণা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে টালবাহানা, ভোটের দিন সন্ত্রাস, গণনা কেন্দ্রে শেষ খেলা পর্যন্ত চোখ বোলানো যায় তাহলে ছবিটা জলের মত পরিষ্কার হয়ে যাবে। শুরু করা যাক জনজোয়ার যাত্রা দিয়ে।
জনজোয়ার যাত্রা
জনজোয়ার যাত্রাতেই ব্যালট লুঠ হওয়া শুরু হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন গ্রাম বাংলার মতামত নেওয়া হবে। নিচুতলা ঠিক করবে প্রার্থী। কিন্তু হল উল্টো। জেলার মোড়েলদের সঙ্গে কথা প্রার্থী ঠিক করল আইপ্যাক। অভিযোগ উঠল টিকিট বিক্রির।
বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ "পঞ্চায়েত যেন পাঁচ বছরের চাকরি" পাকা করতে ময়দানে নেমে পড়লেন প্রার্থীরা। জনজয়ার শেষ হতেই বিনা সর্বদলীয় বৈঠক করে ভোট ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। প্রতিবাদ জানায় বিরোধী দলগুলি।
ভোট ঘোষণা ও মনোনয়ন
৮ জুন পঞ্চায়েত একদফায় পঞ্চায়েত নির্বাচন হবে ঘোষণা করে কমিশন। এক্ষেত্রে বিরোধীদের মত নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। মনোনয়নের জন্য কম সময় দেওয়ার অভিযোগ তোলে বিরোধী দলগুলি। তাদের অভিযোগ ছিল বিডিও অফিসে যে সময় পাওয়া যাচ্ছে তাতে মনোনয়ন দেওয়া সম্ভবপর হচ্ছে না। অন্যদিকে বিডিও অফিসে না এসেই তৃণমূল প্রার্থীদের মনোনয়ন পত্র নেওয়া ও জমা দেওয়ার প্রক্রিয়া সুচারুরূপে চালানোর অভিযোগ ওঠে। মিনাখায় মহিরুদ্দিন গাজী নামে এক তৃণমূল প্রার্থী মক্কায় বসে মনোনয়ন জমা দেন। মনোনয়ন পর্বে এমন ভুরিভুরি অভিযোগ ওঠে শাসকের বিরুদ্ধে। শাসকদলের সঙ্গে বিডিওদের যোগসাজশের অভিযোগ আরও জোরালো হতে শুরু করে।