Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreBJP: স্বস্তি জিতেন্দ্র তিওয়ারির! উঠে গেল নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক: আসানসোলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠে গেল জিতেন্দ্র তিওয়ারির। বিচারপতি জয়মাল্য বাগচী এই নির্দেশ দেন মঙ্গলবার। কম্বলকাণ্ডে পদপিষ্টের ঘটনায় শর্ত সাপেক্ষে জিতেন্দ্র তিওয়ারি হাইকোর্ট থেকে জামিনে মুক্ত পেয়েছিলেন। সেখানে শর্ত ছিল তিনি আসানসোল পুর এলাকায় ঢুকতে পাবেন না। সেই নিষেধাজ্ঞা উঠে গেল।
উল্লেখ্য ২০২২ সালের ১৪ ডিসেম্বর আসানসোলের
রেলপারের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠান হয়। এর অন্যতম
পৃষ্ঠপোষক ছিলেন জিতেন্দ্র জায়া কাউন্সিলর চৈতালি তিওয়ারি। এই অনুষ্ঠানে রাজ্যের
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। তিনি চলে যাওয়ার পরেই কম্বল বিতরণ
শুরু হয়। তাতে হুড়োহুড়ি পড়ে যায়। তাতে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়।
ঝালি বাউরি নামে মৃত এক মহিলার পরিবারের সদস্যর
অভিযোগের ভিত্তিতে আসানসোল উত্তর থানার পুলিশ একটি মামলা করে। তাতে ৮ জন গ্রেফতার
হয়।
চলতি বছরের ১৮ মার্চ দিল্লির কাছে নয়ডায়
যমুনা এক্সপ্রেসওয়ে থেকে আসানসোল উত্তর থানার পুলিশ জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার
করেছিল। একমাস প্রেসিডেন্সি জেলে থাকার পর হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পান তিনি।
আসানসোল কম্বল কান্ডে হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে
জামিনে মুক্ত রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। সেই জামিন দেওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান
শর্ত ছিল,
যে আদালতে আসানসোল কম্বল কান্ডে মামলা চলছে, সেখানে
শুনানির দিনে হাজিরা দিতে হবে। আসানসোল পুর এলাকায় জিতেন্দ্র তিওয়ারি ঢুকতে পাবেন
না। এর মাঝে পঞ্চায়েত ভোটে তিনি দুর্গাপুরে প্রচারে আসতে পারলেও আসানসোল আসতে
পারেননি। প্রায় ৬ মাস ধরে তিনি শিল্প শহরের বাইরে ছিলেন। নিজের বাড়িতে ঢুকতে
পারেননি। এবার আসানসোল ঢোকার সেই নিষেধাজ্ঞা উঠে গেল হাইকোর্টের নির্দেশে। ফলে
স্বস্তি পেলেন তিনি।
West-Bengal | Updated: 10:27 AM, Wed Sep 13, 2023
Dhupguri bypoll result: ধস নামেনি ভোটে, ধূপগুড়ির ভোটারদের ধন্যবাদ জানাল বিজেপি
West-Bengal | Updated: 16:39 PM, Fri Sep 08, 2023
Lok Sabha Election 2024: বিজেপির বিরুদ্ধে বাংলায় আসন সমঝোতা! কী ইঙ্গিত দিল কংগ্রেস?
নিউজ ডেস্ক: বেঙ্গালুরুতে সৌহার্দ্যপূর্ণ নৈশ ভোজের পর মুম্বইয়ে আরও কাছাকাছি, আরও ঘনিষ্ঠ হতে দেখা যায় বিজেপি তথা মোদী-বিরোধী INDIA জোটকে। ২৪-এ বিজেপিকে হারানোর উদ্দেশ্য নিয়ে তৈরি এই মহাজোটের শুরু থেকেই আসন সমঝোতা আর প্রধান মুখ নিয়ে উঠছে প্রশ্ন। জোটের প্রধান দল কংগ্রেস, অনেক দল তা স্বীকার করে নিলেও স্বীয় রাজ্যে স্বয়ং কংগ্রেসের সঙ্গেই কুস্তি লড়তে দেখা যাচ্ছে সেই দলের নেতাদের। এর জলজ্যান্ত উদাহরণ পশ্চিমবঙ্গ, দিল্লি, পাঞ্জাব। তাই বাংলায় তৃণমূল আর দিল্লি-পাঞ্জাবে আপের সঙ্গে কীভাবে আসন সমঝোতা সম্ভব, এই নিয়েই সরগরম জোটের ভবিষ্যৎ।
এই অবস্থায় কিছুটা মধ্যপন্থা নীতি নিল কংগ্রেস হাইকমান্ড। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে তৃণমূল কিংবা দিল্লি ও পাঞ্জাবে আম আদমি পার্টির সঙ্গে একান্তই আসন সমঝোতা না হলে কিছু আসনে হতেই পারে বন্ধুত্বপূর্ণ লড়াই! কংগ্রেসের বক্তব্য, আগামী লোকসভা ভোটে বিজেপিকে হারাতে বাংলাতে তৃণমূল-বাম-কংগ্রেসের প্রকাশ্য মহাজোট হোক। কিন্তু শেষ পর্যন্ত না হলে বেশ কিছু আসন একে অপরকে ছেড়ে দেওয়ার কথা ভাবা হবে। জানা যাচ্ছে, এই নিয়ে ইতিমধ্যেই এক কদম এগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভায় কংগ্রেসের জেতা বহরমপুর এবং মালদা-দক্ষিণ ছেড়ে দিতে পারে তৃণমূল। অন্যদিকে পাঞ্জাবে আপের সঙ্গে আসন নিয়ে সমঝোতা না হলেও দিল্লিতে কেজরিওয়ালের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করতে সমস্যা হবে না কংগ্রেসের বলে খবর।
এদিকে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথা হওয়ার পর বামেদের সঙ্গেও আলোচনা হবে আসন সমঝোতা নিয়ে। তবে বাম-কংগ্রেস দুই শীর্ষ নেতৃত্বই চিন্তিত বাংলার রাজ্য নেতা-কর্মীদের নিয়ে। ইতিমধ্যেই রাজ্য কংগ্রেসে তৃণমূলের সঙ্গে সমঝোতা নিয়ে প্রকাশ্যে শুরু হয়েছে গোষ্ঠী দ্বন্দ্ব। সেটিং স্ট্যাম্প ঘাড়ে নিয়ে লেজেগোবরে অবস্থা বামেদেরও। এই অবস্থায় কংগ্রেসের মধ্যস্থতায় বামেদের সঙ্গেও আসন সমঝোতা নিয়ে নাকি কথা বলবে তৃণমূল! যদিও কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে আর সিপিএম-এর সীতারাম ইয়েচুরি উভয়েই রাজ্য নেতাদের সঙ্গে আলোচনা করে রণকৌশল ঠিক করবেন বলে জানিয়েছেন। তবে আগামী লোকসভার রণকৌশলের উপরই যে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেসের ভবিষ্যৎ নির্ভর করতে চলেছে, তা এক কথায় নিশ্চিত।
West-Bengal | Updated: 15:20 PM, Tue Sep 05, 2023
Udhayanidhi Stalin: সনাতন ধর্ম শেষ করে দেওয়ার হুমকি স্টালিন-পুত্রের, 'তুষ্টিকরণ' তোপ বিজেপির
নিউজ ডেস্ক: শুধুমাত্র তুষ্টিকরণের জন্য অপমান করা হয়েছে সনাতন ধর্মকে, এমনটাই মন্তব্য করলেন গৃহমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, বিগত দিন ২ ধরে সনাতন ধর্ম নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। মুম্বইতে বিরোধী INDIA জোটের বৈঠকের পরপরই সনাতন ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্টালিনের ছেলে উদয়নিধি স্টালিন। তিনি বলেছিলেন,'সনাতন ধর্ম হলো ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনার মতোই। এই কারণে একে শেষ করে দেওয়া উচিত।' এই মন্তব্যের পরই উদয়নিধির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতারা।
এদিকে, স্টালিন-পুত্রকে সমর্থন করতে এসে সনাতন নিয়েই আরও এক বিতর্কিত মন্তব্য করে বসেন কংগ্রেস নেতা ও সাংসদ কার্তি চিদম্বরম। তিনি সমাজ মাধ্যমে লেখেন,'সনাতন ধর্ম একটি বর্ণযুক্ত সমাজের বিধি ছাড়া আর কিছুই নয়।' আর উদয়নিধির পর কার্তি চিদম্বরমের এমন খোলা ব্যাট চালানো নিয়ে আরও আক্রমণাত্মক বিজেপি নেতারা। শুধু অমিত শাহ নন, এই নিয়ে সরাসরি INDIA জোটকেই তুলোধোনা করেছেন বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি টিপ্পনী কেটে বলেন, রাহুলেরম হব্বতের দোকানে সনাতন ধর্ম বিরোধী পণ্য কীভাবে বিক্রি হচ্ছে!
এই বিতর্কে প্রশ্ন উঠছে উদয়নিধি কি নাস্তিক হিসেবে এমন মন্তব্য করেছেন? কিন্তু ভাইরাল হয়েছে একটি পুরনো ভিডিও, যেখানে স্টালিন-পুত্রকে বলতে দেখা যাচ্ছে,'আমি নিজেকে খ্রিস্টান বলতে গর্ব করি।' এমনকি নিজেকে মুসলিম বলতেও গর্ব বোধ করেন তিনি এমনও জানিয়েছেন সেই বক্তব্যে। তাহলে সনাতনের বিরুদ্ধে তাঁর এমন বক্তব্য কি সত্যিই ভোটব্যাঙ্ককেন্দ্রীয় রাজনীতি? উঠছে প্রশ্ন।
West-Bengal | Updated: 18:01 PM, Mon Sep 04, 2023
BJP Win: বড় জয় শুভেন্দুর! স্থায়ী সমিতিতে একচেটিয়া জয় বিজেপির
নিউজ ডেস্ক: ধোপে টিকল না তৃণমূল। শুভেন্দু-দিব্যেন্দুর উপস্থিতিতে নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির স্থায়ী
সমিতিতে একচেটিয়া জয় পেল বিজেপি। তৃণমূল
ও বিজেপি উভয় পক্ষের আসন সংখ্যা ছিল ১৫টি করে। কিন্তু স্থায়ী
সমিতির বোর্ড গঠনে অংশ নিয়ে সব হিসেব নিকেশ বদলে দিলেন নন্দীগ্রামের বিধায়ক
শুভেন্দু অধিকারী ও তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।
ভোটাভুটিতে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিগুলি
একচেটিয়া ভাবে দখলে রাখল বিজেপি। তবে দিব্যেন্দু কোথায় ভোট দিয়েছেন সেই বিষয়ে
প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। এর আগে বোর্ড গঠনে লটারির মাধ্যমে সভাপতির পদটি
ছিনিয়ে নিয়েছিল বিজেপি। আর আজ সবকটি স্থায়ী সমিতিতেই বিজেপির জয়জয়কার হল। সমিতি
দখলের পর শুভেন্দুর উক্তি, “আমার সঙ্গে লড়তে গেলে দম
লাগে”।
জানা গেছে ভোটাভুটি চলাকালীন তৃণমূলের এক
সদস্য অসুস্থ হয়ে পড়ায় ঘাসফুল শিবির ভোট বাতিলের দাবী জানায়। কিন্তু সেই দাবী
মানতে রাজি হয়নি বিজেপি। এরপরেই স্থায়ী সমিতি গঠনের ভোটাভুটি
বয়কট করে বেরিয়ে আসেন তৃণমূলের প্রতিনিধিরা। তাঁরা নন্দীগ্রাম ১ ব্লক অফিসের বাইরে
রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে থাকেন। তবে এতেও স্থায়ী সমিতি
গঠনে কোনও প্রভাব পড়েনি। কিছু সময় বাদেই শুভেন্দু অধিকারী বাইরে এসে জানিয়ে দেন,
তাঁরাই সবকটি সমিতি দখলে রেখেছেন। তবে বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনানুগ
ব্যবস্থা নিতে পারেন বলে নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্ব জানিয়েছে।
এদিন নন্দীগ্রামের পঞ্চায়েত সমিতির স্থায়ী
সমিতি গঠন ঘিরে ছিল চাপা উত্তেজনা। ব্লক অফিস চত্বরে জারি হয় ১৪৪ ধারা। নিয়ম অনুযায়ী
পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনে অংশ নেন সমিতির জয়ী সদস্যরা। সেই সঙ্গে
পঞ্চায়েতগুলির প্রধান এবং এলাকার বিধায়ক ও সাংসদ এই ভোটাভুটিতে ভাগ নেন। সেই মতোই
এদিন সকাল ১০টা নাগাদ পঞ্চায়েত সমিতিতে হাজির হন তৃণমূলের প্রতিনিধিরা। কিছু সময়
বাদেই দল বেঁধে গাড়িতে করে আসেন বিজেপির জন প্রতিনিধিরা। সমিতির অফিসে আসেন সাংসদ
দিব্যেন্দু ও বিধায়ক শুভেন্দু অধিকারী। এই জয়ে বিজেপি কর্মীদের মনোবল
অনেকটাই বাড়বে বল মনে করা হচ্ছে।
West-Bengal | Updated: 11:13 AM, Wed Aug 30, 2023
BJP Campaining: ধূপগুড়িতে শান্তনু ঠাকুর, ঝড় তুললেন প্রচারে
নিউজ ডেস্ক: ধূপগুড়ি উপনির্বাচনে
বিজেপি প্রার্থীর হয়ে ঝড় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তাপসী রায়ের সমর্থনে
এদিন দেখা গেল জনস্রোত।
ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ধূপগুড়িতে উপনির্বাচনে বিজেপির প্রচারে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সোমবার দুপুরে মতুয়া সংগঠনের
তরফে বিজেপি প্রার্থীর সমর্থনে একটি র্যালির আয়োজন করা হয়। সেই র্যালিতে যোগ
দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ধুপগুড়ি বাস টার্মিনাস এলাকা থেকে
শহরের নেতাজি পাড়া হয়ে একটি বেসরকারি ভবনে শেষ হয় র্যালিটি। প্রার্থী নির্বাচনকে
কেন্দ্র করে দলীয় কোন্দলের বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি
বলেন, সকলেরই টিকিট পাওয়ার একটা আশা থাকে। টিকিট বিতরণ
পর্যন্ত এরকমটা হবেই আবেগের মুখে স্বাভাবিক। এখন সব সমস্যা মিটে গেছে আমরা জয়ের
ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। ধুপগুড়ি উপ নির্বাচনে এবার বিজেপি ফের জয়লাভ করতে
চলেছে বলে দাবি মন্ত্রীর।
West-Bengal | Updated: 18:16 PM, Mon Aug 21, 2023
Jadavpur University Update: যাদবপুর কাণ্ডে পুলিশের তদন্তে আস্থা নেই শুভেন্দুর, চাইলেন N.I.A. তদন্ত
নিউজ ডেস্ক: যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় পুলিশের তদন্তে আস্থা নেই বিরোধী দলনেতার। এই ঘটনায় সিট তদন্ত দাবি করলেন তিনি। তবে কাশ্মীরি ছাত্রের সার্টিফিকেট বিতর্কের ঘটনায় তিনি কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করলেন।
প্রসঙ্গত যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ তদন্ত কমিটি শুক্রবার পঞ্চমবারের জন্য বৈঠকে বসতে চলেছে। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের। জানা গিয়েছে যাদবপুরের প্রাক্তন ও বর্তমান আরো বেশ কয়েকজন ছাত্রকে জিজ্ঞাসাবাদ করবে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা।
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে এবিভিপির বিক্ষোভ কর্মসূচিতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। সেই সময় তাঁকে কালো পতাকা দেখায় অতি বাম এক ছাত্র সংগঠনের সদস্যরা। শুভেন্দু অধিকারী সভামঞ্চ ছাড়তেই এবিভিপি সমর্থকদের ওপর একতরফা হামলা চালায় ওই অতিবাম সংগঠনের ছাত্ররা এমনটাই অভিযোগ। ছাত্রীদের সঙ্গেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে তারা। বিক্ষোভকারীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সমর্থকরা মিশে গিয়েছিল বলে দাবি করেন শুভেন্দু। শুক্রবার দলের ১৫ জন বিধায়ককে নিয়ে মৃত ছাত্রের নদীয়ার বাড়িতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কথা বলবেন মৃত ছাত্রের পরিবারের। তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত যাদবপুরের পরিস্থিতি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু।
West-Bengal | Updated: 13:10 PM, Fri Aug 18, 2023
Shantipur Panchayet Samity: শান্তিপুরে তৃণমূল আউট বিজেপি ইন
নিউজ ডেস্ক: তৃণমূলের হাত ছাড়া শান্তিপুর
পঞ্চায়েত সমিতি। জেলার মধ্যে এই প্রথম পঞ্চায়েত সমিতি যা দখল করতে সক্ষম হল
বিজেপি। টানা তৃণমূল এক দশক এই পঞ্চায়েত সমিতি নিজেদের দখলে রাখার পর তৃণমূলের বিরুদ্ধে
ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠে। পালা বদল হয় শান্তিপুরে।
শান্তিপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর বিজেপির নবনিযুক্ত সভাপতি হলেন নৃপেন মন্ডল। যিনি হরিপুর ১০ নম্বর পঞ্চায়েত সমিতি থেকে জয়লাভ করেছিলেন। অপরদিকে
সহকারি সভাপতি হিসেবে নিযুক্ত হন চঞ্চল চক্রবর্তী, তিনি
ফুলিয়া টাউনশিপ ২৮ নম্বর পঞ্চায়েত সমিতি থেকে জয়লাভ করেন। পঞ্চায়েত সমিতি
দখলের পর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিজয় উল্লাস লক্ষ্য করা যায়।
এদিনের বোর্ড গঠন অনুষ্ঠানে উপস্থিত রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। রানাঘাট উত্তর-পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস, চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলেও খোঁচা দিতে ছাড়লেন না শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। তিনি বলে, “বিজেপি জিতেছে ভাল কথা। কতদিন ধরে রাখতে পারে দেখব আমরা। অপারেষন লোটাস হলে অপারেশন টিএমসি হতে কতক্ষণ। অন্যদিকে বিজেপি সংসদ জগন্নাথ সরকারের দাবি, “পঞ্চায়েত নির্বাচনে মানুষ যেভাবে বিজেপির প্রতি আস্থা রেখেছে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোটই দেবে না মানুষ”।
West-Bengal | Updated: 16:36 PM, Thu Aug 17, 2023
Dhupguri By-election: পাখির চোখ ধূপগুড়ি, মিঠুন চক্রবর্তী সহ ৪০ জন তারকাকে মাঠে নামাবে বিজেপি
নিউজ ডেস্ক: ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন।
এই উপনির্বাচন বিজেপির কাছে লোকসভা নির্বাচনের আগে যেন লিটমাস টেস্ট। তাই উপনির্বাচনে
জিততে মরিয়া গেরুয়া শিবির। এবার এই উপ নির্বাচনের জন্য ৪০ জন তারকা
প্রচারকের নাম ঘোষণা করল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে আশানুরূপ
ফলাফল না হওয়ায় চাপে গেরুয়া শিবির, অভিযোগ তৃণমূলের।
শুধুমাত্র একটি
বিধানসভার উপ নির্বাচনে এর আগে কখনও এতজন তারকা প্রচারককে ময়দানে নামায়নি বিজেপি। মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনে
গা ঘামিয়ে নিতে চাইছে তারা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ উত্তরবঙ্গে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় ৪০ জনকে
ময়দানে নামাতে চলেছে বিজেপি।
তবে বিষয়ে বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ি বলেন, “দলের কেন্দ্রীয়
কমিটি রাজ্য কমিটির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যেকটি নির্বাচন দলের কাছে
গুরুত্বপূর্ণ। তা উপনির্বাচনই হোক না কেন। আর যে ৪০ জনের নাম ঘোষণা হয়েছে তাদের বেশিরভাগ
বাংলার নেতৃত্ব। বিজেপির তারকা প্রচারক নরেন্দ্র মোদী, অমিত শাহ, জে পি নাড্ডা বা কোন
বড় মাপের ক্যাবিনেট মন্ত্রী তাঁরা কেউই থাকছেন না। রাজ্যের নেতাদের ওপরেই এই নির্বাচন
জয়ের দায়িত্ব রয়েছে”।
প্রসঙ্গত এই নির্বাচনে প্রার্থীতে চমক দিয়েছে বিজেপি। প্রার্থী
হয়েছে পুলওয়ামায় নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়। তারকা প্রচারক বলা হলেও বেশিরভাগ বাস্তবে
রাজ্যের নেতা। তালিকায় রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট
চট্টোপাধ্যায়, নিশীথ প্রমাণিক, অনন্ত মহারাজ, রাজু বিস্তা, অভিনেতা ও দলের নেতা হিরণ
সহ রাজ্যের প্রায় সমস্ত প্রথম সারির নেতৃত্ব।
West-Bengal | Updated: 13:12 PM, Thu Aug 17, 2023
Dhupguri By-Election: ধূপগুড়ি উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি
নিউজ ডেস্ক: ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করল বিজেপি। ২০১৯’এ পুলওয়ামার জঙ্গি হামলায় শহিদ সিআরপিএফ কর্মী জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে এবার প্রার্থী করেছে গেরুয়া শিবির। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই ঘোষণা করেছে দলের কেন্দ্রীয় কমিটি। সেইসঙ্গে ত্রিপুরার দুটি বিধানসভা উপনির্বাচনেও প্রার্থীর নাম এদিন ঘোষণা করেছে বিজেপি।
গত বিধানসভায় তৃণমূলের মিতালি রায়কে হারিয়ে ধূপগুড়ির এই আসনে জয় পেয়েছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। রাজবংশী প্রধান ধূপগুড়িতে সেবারই প্রথম জয় আসে বিজেপির ঝুলিতে। কিন্তু বিধানসভা অধিবেশনে যোগ দেওয়ার জন্যে কলকাতায় এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিষ্ণুপদ। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে ২৫ জুলাই মৃত্যু হয় তাঁর। বিজেপি প্রার্থীর মৃত্যুর পর স্বাভাবিকভাবে খালি হয়ে যায় ধূপগুড়ির এই আসনটি।
উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি সহ দেশের আরও ৫টি রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অগাস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ অগাস্ট। উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৮ সেপ্টেম্বর।
West-Bengal | Updated: 18:25 PM, Wed Aug 16, 2023
BJP Bharatmata Puja: জেলায় জেলায় ভারত মাতার পুজন করল জাতীয়তাবাদী সংগঠন
নিউজ ডেস্ক: বৈদিক মন্ত্রোচ্চারণ, চন্ডি পাঠ এবং যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে পুজো করা হল ভারত মাতার। মঙ্গলবার বিজেপির কলকাতার সদর কার্যালয় ছাড়াও রাজ্যজুড়ে পালন হল স্বাধীনতা দিবস। দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। প্রতিটি জেলায় বিজেপির দলীয় কার্যালয়ে ভারত মাতার পুজোর মাধ্যমে দেশ ভক্তির প্রকাশ করল জলপাইগুড়ি শহরবাসী।
জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়া মর্ডান ওয়েলফেয়ার ক্লাব আয়োজিত এই পুজো দুই দশকের পুরোনো। এবছরের পুজো তাদের ২৪তম বর্ষে পদার্পণ করল। অন্যদিকে জেলা বিজেপি পার্টি অফিসেও ধুমধাম করে ভারত মাতার পুজো করা হয়। এছাড়াও শহরের বেশ কয়েকটি জায়গা থেকে ভারত মাতার পুজো করা।
চাকদহ চৌমাথা জাতীয় সড়কে ১০০ মিটার তেরঙ্গা পতাকা নিয়ে শোভাযাত্রায় বের হয়। এবিভিপির পরিচালনায় সকল স্তরের মানুষের সহযোগিতায় চাকদহ চৌরাস্তা থেকে সম্প্রীতি মঞ্চ পর্যন্ত এই শোভাযাত্রায় শামিল হন চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ, রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার ও উৎসাহী সাধারণ মানুষ।
এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে শহরের রাস্তায় একটি র্যালী বের করা হয় রেসকোর্স পাড়া মর্ডান ওয়েলফেয়ার ক্লাবের পক্ষ থেকে। তার পরেই শুরু হয় ভারত মাতার পুজো। এলাকার মহিলা পুরুষ থেকে শুরু করে কচিকাঁচাকেও পুজোতে অংশ নিতে দেখা যায়।
একই চিত্র দেখা যায় বিজেপি অফিসেও। এদিন মর্ডান ওয়েলফেয়ার ক্লাবের প্রাক্তন সভাপতি অরিন্দম সুর বলেন, “ এলাকায় সমস্ত ধর্মের লোকের বসবাস। অন্যদিকে জলপাইগুড়ি জেলার পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান সীমান্ত। আবার ঢিলছোঁড়া দুরত্বে চিন সীমান্ত। যে কারনে দেশকে রক্ষা করতে প্রথমে দেশাত্মবোধের প্রয়োজন। সেই চিন্তা করেই দুই দশক আগে ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের দিন এই পুজোর সুচনা করা হয়েছিল। যা এখনও বজায় রাখা হয়েছে”।পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে বলে জানান তিনি।
West-Bengal | Updated: 16:41 PM, Tue Aug 15, 2023
পঞ্চগব্য, তুলসি বেলপাতা পঞ্চায়েত শোধন করল বিজেপি
নিউজ ডেস্ক: হরিণঘাটা ব্লকের আটটি
পঞ্চায়েতের মধ্যে সাতটি পঞ্চায়েত তৃণমূলের দখলে। একটির
দখল নিয়েছে বিজেপি। নগরউখড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে।
২২ টি বুথের মধ্যে এগারোটি পেয়েছে
বিজেপি। ছটি পেয়েছে তৃণমূল কংগ্রেস। তিনটি পেয়েছে সিপিআইএম। কংগ্রেস পেয়েছি
দুটি। ১১ তারিখে হরিণঘাটা ব্লকের নগরউখড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন
করে বিজেপি। আজ ১৪ ই আগস্ট পঞ্চায়েতে বসার আগে গো চোনা,
দুধ, গোবর, ঘি, মধু,
দুর্বা, বেলপাতা, তুলসীপাতা,গঙ্গার জল দিয়ে পঞ্চায়েত ধুয়ে শোধন করে কাজ
কর্ম শুরু করল বিজেপি। পরবর্তীতে পঞ্চায়েতের ভেতর পুরোহিত দিয়ে
হলো চণ্ডীপাঠ।
জানা যায় ওই পঞ্চায়েতের প্রধান হলেন প্রফুল্ল
দেবনাথ। উপপ্রধান শম্পা দাস। প্রধান প্রফুল্ল
দেবনাথ গ্রাম পঞ্চায়েতের প্রধানের চেয়ারে বসলেন সোমবার
প্রধানের চেয়ারে বসে তিনি বলেন, “আজ থেকে পাঁচ বছর এই পঞ্চায়েতের
প্রধানের দায়িত্ব থাকব। মানুষের জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই”।
পঞ্চায়েত ভবন শোধন প্রসঙ্গে তিনি এবং
উপপ্রধান শম্পা দাস বলেন তৃণমূলের দখলে ছিল এই পঞ্চায়ত। তৃণমূল দখলে রেখে শুধু দুর্নীতি করেছে। মানুষের জন্য কিছু করেনি। নিজেদের পকেট ভরেছে। দুর্নীতিবাজ তৃণমূলের হাত থেকে এই পঞ্চায়েতকে মুক্ত
করে মানুষের কাজে ব্রত হওয়ার আগে পঞ্চায়েতকে আমরা শোধন করে নিলাম।
West-Bengal | Updated: 14:49 PM, Mon Aug 14, 2023
JP Nadda: লোকসভা নির্বাচনের রোডম্যাপ ঠিক করে দিতে বঙ্গ সফরে জেপি নাড্ডা
নিউজ ডেস্ক: লক্ষ্য ’২৪-এর লোকসভা নির্বাচন। বাংলা দখলের ঘুঁটি সাজাতে দু’দিনের বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। শনিবার থেকে রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
বিজেপি সূত্রে খবর, শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত কর্মশালার উদ্বোধন করবেন নাড্ডা। চলবে দু’দিন ধরে। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্চায়েত স্তরের নেতৃত্বের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার কথাও রয়েছে তাঁর।
উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’ও। এই কর্মশালায় বাংলা ছাড়া বিহার, ওড়িশা,ঝাখড়ণ্ড এবং আন্দামান-নিকোবরের বিজেপি প্রতিনিধিদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে বলে খবর দলীয় সূত্রে। রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দলের খামতি এবং সেগুলিকে নিরশন করার উপায় নিয়ে আলোচনার কথা রয়েছে এই কর্মশালায়।
২০১৯-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ১৮ টি আসন জিতেছিল। তবে এবার সেই সংখ্যা বৃদ্ধির দিকেই নজর গেরুয়া শিবিরের। আর তাই কর্মশালা উদ্বোধনের পরই এদিন রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে নাড্ডার। মূলত আসন্ন লোকসভা নির্বাচনের রোডম্যাপ বাতলে দেওয়ার জন্যই এই বৈঠক বলে খবর।
রবিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। আর তারপরই শহরের এক পাঁচতারা হোটেলে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিধায়ক এবং সাংসদদের সঙ্গে পৃথক একটি বৈঠক করার কথা রয়েছে নাড্ডার।
প্রসঙ্গত, বাংলায় এসে '২৪-এর লোকসভা নির্বাচনে ৩৫ আসনের টার্গেট দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপির শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠকে সেই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আলোচনা করতে চলেছেন নাড্ডা বলে খবর। ফলে এই পরিস্থিতিতে দলের সর্বভারতীয় সভাপতির বঙ্গে আগমনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দলীয় নেতা-কর্মীরা।
West-Bengal | Updated: 12:11 PM, Sat Aug 12, 2023
BJP Member: বিজেপির পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার পুলিশের
নিউজ ডেস্ক: বোর্ড গঠন ঘিরে শুক্রবার উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার পন্ডিতপোতা-২ গ্রাম পঞ্চায়েতে। বোর্ড গঠনের আগেই ননী গোপাল বাড়ুই নামে এক পঞ্চায়েত সদস্যকে অপহরণ করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে বিজেপি পাঁচ সদস্য পঞ্চায়েত অফিসে যাবার সময় কয়েকজন দুস্কৃতি এক জনকে অপহরন করে বলে অভিযোগ। পুলিশ অপহৃত বিজেপি সদস্যকে উদ্ধার করার পরে পঞ্চায়েত দপ্তরে পৌছে দেয়। অপহৃত পঞ্চায়েত সদস্যের জামা ছিড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তার মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।
২০ আসন বিশিষ্ট পন্ডিতপোতা -২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস ১১, বিজেপি ৫ এবং নির্দল ৪ জন সদস্য জয়ী হয়েছেন। নির্দল চার জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে হয় ১৫। তৃণমূল কংগ্রেসের ১৫ জন সদস্য থাকলেও শুক্রবার সকালে বিজেপির পাঁচজন একত্রিত হয়ে পঞ্চায়েত অফিসে যাওয়ার সময় কয়েকজন সদস্য ননী গোপাল বাড়ুই নামে এক বিজেপি পঞ্চায়েত সদস্যকে অপহরণ করে বলে অভিযোগ। পুলিশ অভিযোগ পেয়ে তাকে উদ্ধারে সচেষ্ট হয়। অপহৃত বিজেপি সদস্যকে উদ্ধার করে পঞ্চায়েত অফিসে নিয়ে আসেন তার সতীর্থরা। তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনা অস্বীকার করে বলা হয় তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কেন অহেতুক বিজেপির সদস্যকে অপহরণ করা হবে। যাকে অপহরণ করা হয়েছে বলে রব উঠেছিল সে বোর্ড গঠন পক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এই ঘটনাকে কেন্দ্র এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।
West-Bengal | Updated: 17:37 PM, Fri Aug 11, 2023
Agnimitra Paul: বোর্ড গঠনে বাধা, রাস্তায় বসে বিক্ষোভ অগ্নিমিত্রার
নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার
থানার কৃষ্ণপুর অঞ্চলে বৃহস্পতিবার বোর্ড গঠনের দিন ধার্য
করা হয়। স্থানীয় বিডিও এমনটাই তাদের জানিয়েছিলেন বলে দাবী বিজেপির ।
কিন্তু বৃহস্পতিবার কোন কারণ না জানিয়ে বোর্ড গঠন স্থগিত করে দেওয়া হয় বলে অভিযোগ
বিজেপির। গেরুয়া শিবিরের দাবী তৃণমূলকে অনৈতিকভাবে বোর্ড গঠনের সুযোগ করে দিতেই এই
পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযোগে এদিন অগ্নিমত্রা
পল এদিন রাস্তায় বসে বিক্ষোভ দেখান।
এদিন বিজেপি নেতৃত্ব বোর্ড গঠনের জন্য নিয়ে এই পঞ্চায়েত দপ্তরের আসে। হঠাৎ করে বিডিও জানান বোর্ড গঠন আজ হচ্ছে না। ক্ষোভে ফেটে পড়েন বিজেপি সমর্থকরা। খবর পেয়ে এলাকায় আসেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। কিন্তু তাকে আটকে দেওয়া হয়। পঞ্চায়েত দপ্তরের কাছে যেতে দেওয়া হয়নি তাকে। মাধবপুর বাজারে রাস্তার উপরে বসে বিক্ষোভ শুরু করেছেন অগ্নিমিত্রা পল এবং বিজেপি সমর্থকেরা।
উল্লেখ্য এই কৃষ্ণপুর পঞ্চায়েতে ১৯ সদস্যের মধ্যে তৃণমূল ৫, আইএসএফ ৩, নির্দল ১, বিজেপি ১০ আসন পায়। বিজেপি নির্দল সদস্যকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয়। অগ্নিমিত্রা পলের দাবি, বিডিও জানান বোর্ড গঠন হবে না কারণ স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাকি তাকে অনুরোধ জানিয়েছেন ফোর্স না থাকায় আইনশৃঙ্খলাজনিত কারনে বোর্ড গঠন স্থগিত রাখা হোক। তৃণমূলকে বাড়তি সুযোগ করে দিতেই এই পদক্ষেপ দাবি বিজেপির।
West-Bengal | Updated: 17:19 PM, Thu Aug 10, 2023
BJP: পঞ্চায়েত দখল করে আনন্দ উৎসব বিজেপির
নিউজ ডেস্ক: ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। যদিও বৃহস্পতিবার এই পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে উত্তেজনাকর পরিস্থতি সৃষ্টি করার অভিযোগ তোলে বিজেপি। অন্যদিকে বোর্ড গঠন শেষে ব্যান্ড বাজিয়ে আনন্দ উৎসবে মাতেন বিজেপি কর্মীরা।
শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা
কেন্দ্রের ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের বৃহস্পতিবার
বোর্ড গঠন হয়। এই বোর্ড গঠনকে কেন্দ্র করে আশিঘর সংলগ্ন
ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিসের সামনে তৃণমূল-বিজেপি তুলকালাম কাণ্ড ঘটে। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা
এলাকা। উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা
এড়াতে অঞ্চলের সামনে মোতায়েত রয়েছে বিশাল পুলিশ বাহিনী।পাশাপাশি
জারি করা হয়েছে ১৪৪ ধারা।
উল্লেখ্য ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের চারটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে গেলেও হাতছাড়া হয়ে যায় ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতে মোট ৩০ টি আসনের মধ্যে বিজেপি ১৯টি আসন পেয়ে অঞ্চল দখল করে। তৃণমূলের দখলে যায় ১১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বিজেপি বোর্ড দখল করে। এই বোর্ড গঠনকে কেন্দ্র করেই আজ ডাবগ্রাম-২ অঞ্চলে একদিকে বিজেপি কর্মী সমর্থকরা পতাকা হাতে নিয়ে গেরুয়া আবির ছড়িয়ে বিজয় উল্লাসে মেতে উঠে স্লোগান তুলতে থাকে। অন্যদিকে এই গ্রাম পঞ্চায়েতটি হাতছাড়া হলেও বিরোধী আসন ধরে রাখতে পেরে বিষাদের মাঝেও আনন্দের রেশ তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। তারাও দলীয় পতাকা হাতে নিয়ে পাল্টা স্লোগান তুলতে থাকে। তৃণমূল কংগ্রেস আশা প্রকাশ করেছে বিজেপি বোর্ড দখল করলেও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধানই এবারও প্রধানের ভূমিকায় থাকবে। যদিও বিজেপি ঘোষণা করে দিয়েছে রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন মিতালী মালাকার ও উপপ্রধান সুপেন রায়।
West-Bengal | Updated: 17:14 PM, Thu Aug 10, 2023
Sukanta Majumder: 'কাপড় খুলে নেওয়া হবে!', সুকান্ত মজুমদাকে হুঁশিয়ারি সহকারী জেলা শাসকের
নিউজ ডেস্ক: নেতারা একে অপরকে প্রায়ই অকথ্য ভাষায় আক্রমণ করেন। কুকথা বলতে দেখা যায় তাদের। এবার এক সহকারী জেলাশাসকের বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে এতদিন একাজ করার নিদর্শন কম। বিরোধীদের অভিযোগ তৃণমূলের জমানায় জেলাশাসক থেকে শুরু করে বিডিও এসডিও-রা তৃণমূলের হয়ে কাজ করছেন। সেই অভিযোগ আরেকবার উঠে এল। এক কীর্তিমান সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হুমকি ও সার্ভিস রুল ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোগ শ্রীমান বন্দ্যোপাধ্যায় নাকি সুকান্ত মজুমদারকে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে হুমকি দিয়েছেন। এমনকি তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ।
বিজেপির দেওয়া একটি স্ক্রিনশটে দেখা যায় “হারলে আপনাদের কাপড় খুলে নেওয়া হবে”, “মানুষ খুব রেগে গেছে জিততে না পারলে ভীষণ বিপদ আছে” এজাতীয় কথা ব্যভার করা হয়েছে কথোপকথনে। জানা গিয়েছে শ্রীমান বাবু বর্তমানে তিনি খড়্গপুরের ম্যাজিস্ট্রেট পদে আছেন। আগে তিনি হরিরামপুরে বিডিও পদে ছিলেন। এক্ষেত্রে সুকান্ত মজুমদারের প্রশ্ন, “একজন সরকারি আধিকারিক কিভাবে রাজনৈতিক মন্তব্য করতে পারেন এবং কোন দলের নেতাকে হুমকি দিতে পারেন”। তিনি প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই রাজ্য প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা। বিজেপি, সিপিএম কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলের অভিযোগ বিডিও, এসডিও এবং জেলাশাসকরা শাসক দলের হয়ে কাজ করছেন।
আরও পড়ুন: Purulia News: শিলান্যাস হয়েছে ৭ বছর, আজও হয়নি সেতু
শ্রীমান বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনার পর প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আরো প্রশ্ন উঠে গেল। তবে শ্রীমান বন্দ্যোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েও বিজেপির রাজ্য সভাপতিকে কেন ম্যাসেজ পাঠালেন জানতে চাওয়ায় তিনি বলেন, “আমার মামার বাড়ি রায়গঞ্জ এলাকায়। সুকান্ত মজুমদারের সঙ্গে আগে থেকেই পরিচয় রয়েছে, মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে কথা হয় আমাদের। সেই কারণেই হোয়াটসঅ্যাপ মেসেজ করে সুকান্তর কাছে জানতে চেয়েছিলাম মণিপুরের বিষয়টি সত্যি না মিথ্যে। এর বাইরে কিছু লিখিনি”। যদিও ভাইরাল হওয়া হোয়াটস অ্যাপ মেসেজে দেখা যায় বহু রাজনৈতিক মন্তব্য রয়েছে ওই বার্তায়। উল্লেখ্য ২০১৯ সাল থেকে হরিরামপুরের বিডিও পদে ছিলেন তিনি। পরে তার পদোন্নতি হয়। পদোন্নতি পেয়ে তিনি খড়্গপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে আসীন হন। তাঁর বিরুদ্ধে আগেও শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ ছিল বলে বিজেপি সূত্রে খবর।
West-Bengal | Updated: 16:33 PM, Mon Jul 31, 2023
Loksabha Election: ২৪-এর মহারণে প্রস্তুত বিজেপি! তালিকা প্রকাশ দলের
নিউজ ডেস্ক: ২৪ এর মহারণে ঝাঁপানোর লক্ষ্যে নিজেদের ঘর গুছিয়ে ফেলল বিজেপি। বিজেপির নবগঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশিত হল। আগামীতে নির্বাচনী কমিটি তৈরি হলেও দলের এই কেন্দ্রীয় কমিটির ওপর ভর করেই অনেকটাই ২৪ এর লোকসভা নির্বাচনের জন্য ঝাঁপাবে বিজেপি।
নতুন কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক (সংগঠনের) দায়িত্ব পেয়েছেন বি এল সন্তোষ। দলীয় ভাবে এই দায়িত্ব বিজেপিতে খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় সভাপতির পর এই পদ দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। সহ সম্পাদক সংগঠন পদে আসীন হলেন শিব প্রকাশ। এছাড়া সচিব পদে এলেন বিজয়া রাহতকর, সত্যা কুমার, অরবিন্দ মেনন, পঙ্কজা মুন্ডে, ডাঃ নরেন্দ্র সিং রৈনা, ডাঃ অল্কা গুর্জর, অনুপম হাজরা, ওমপ্রকাশ ধুর্বে, ঋতুরাজ সিনহা, আশা লকড়া, কামাখ্যা প্রসাদ তাসা, সুরেন্দ্র সিং নাগর, অনিল অ্যান্টনি।
আরও পড়ুন: Cattle Smuggling Case: গরু পাচার মামলা দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু
কোষাধ্যক্ষ হলেন রাজেশ অগ্রওয়াল এবং সহ কোষাধ্যক্ষ নরেশ বন্সল। সহ সভাপতি পদে এলেন ডাঃ রমণ সিংহ, বসুন্ধরা রাজে, রঘুবর দাস, সৌদান সিং, বৈজয়ন্ত পান্ডা সরোজ পান্ডে, রেখা বর্মা, ডি কে অরুনা, এম চুবা আও, আব্দুল্লা কুট্টি, লক্ষীকান্ত বাজপেয়ী, লতা উসেন্ডি, তারিক মন্সুর। জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহ, কৈলাশ বিজয় বর্গীয়, দূষ্যন্ত কুমার, তরুণ চুগ, বিনোদ তাওড়ে। সুনীল বন্সল, সঞ্জয় বন্দী, রাধা মোহন আগ্রওয়াল।
রাজ্যের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কেন্দ্রীয় পদাধিকারী তালিকা থেকে বাদ পড়লেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । তিনি জাতীয় স্তরে সহ সভাপতি ছিলেন। তালিকায় একমাত্র বাংলার প্রতিনিধি হিসেবে রইলেন অনুপম হাজরা। এপ্রসঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আগামী লোকসভা নির্বাচনে সাংসদ পদে যারা প্রার্থী হতে পারেন তাদের এবার জাতীয় স্তরে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে”।
West-Bengal | Updated: 13:12 PM, Sat Jul 29, 2023
Calcutta High Court: প্রশাসনের সঙ্গে তৃণমূলের যোগ! নজিরবিহীন রায় আদালতের
নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে বিরোধীদের মনোনয়ন পত্র বাতিল করার অভিযোগ উঠেছিল বিডিওদের বিরুদ্ধে। এমনকি গণনা পর্বেও বিডিও ও পুলিশের বিরুদ্ধে বিরোধী দলের প্রার্থীদের জোর করে হারিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগেই যেন সিলমোহর পড়ল আদালতের একটি নির্দেশ ঘিরে।
বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ উলুবেড়িয়ার কাশ্মীরা বেগমের মামলায় সংশ্লিষ্ট বিডিও এসডিওদের সাসপেন্ড করার সুপারিশ করেছে। প্রসঙ্গত উলুবেড়িয়া দুই নম্বর ব্লকের সিপিএম প্রার্থী ফিরোজা বিবি ও ওমজা বিবি নির্বাচনের আগেই অভিযোগ জানিয়েছিলেন তাদের মনোনয়ন পত্র ইচ্ছেকৃতভাবে বিকৃত করে বাতিল করা হয়। বিডিও কাছে সুরাহা চেয়ে আবেদন করেও কোন কাজ হয়নি।
এর পর তারা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি অমৃতা সিনহা এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। যদিও পরে এই মামলায় বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব রায়ের ডিভিশন বেঞ্চ বিচারপতি সিনহার সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দেয়। এবং হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে'র নেতৃত্বে একটি কমিটি গড়ে দেয়। সেই কমিটির রিপোর্টে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের একাংশের লিপ্ত থাকার কথা জানানো হয়েছে। সেই ভিত্তিতেই এই সুপারিশ আদালতের।
আরও পড়ুন: Women Missing: ২০২১ সালে নাবালিকা নিখোঁজেও 'এগিয়ে বাংলা', লজ্জার নজির রাজ্যের
প্রসঙ্গত বিরোধীরা বারংবার অভিযোগ জানিয়ে আসছে প্রশাসনের একটা বড় অংশ বিশেষ করে পুলিশের উঁচুতলা, জেলাশাসক, বিডিও এসডিওরা তৃণমূলের হয়ে কাজ করছেন। আদালতের সুপারিশে বিরোধীদের অভিযোগের প্রামাণ্যাতা কয়েকগুন বেড়ে গেল এমনটাই মত ওয়াকিবহাল মহলের। পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন বিরোধী দলের প্রার্থীদের বের করে দিতে দেখা গেছে পুলিশকে। আদালতের নির্দেশের সঙ্গে সেদিনের ছবির মিল খুঁজে পাচ্ছেন বিরোধীরা।
এ বিষয়ে সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন, “একটা চাল টিপলেই বোঝা যায় ভাত সেদ্ধ হয়েছে কি না। বিডিও এসডিও শাসক দলের হয়ে কাজ করছেন এটা স্পষ্ট। তবে কিসের বিনিময়ে তারা এ কাজ করছেন সেটা প্রমাণ সাপেক্ষ। মনোনয়ন থেকে গণনা সবেতেই শাসক দলের হয়ে কাজ করেছে বিডিও এসডিওরা। নির্বাচন কমিশন ও মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া একাজ করা অসম্ভব। এই ঘটনা ছোট ঘটনা নয়। ব্যাপক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য সংবিধান বিরোধী কাজ করেছেন বিডিও এসডিওরা”। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতির সঙ্গে এই ঘটনার মিল তুলে ধরে বলেন, “যেভাবে নিয়োগ দুর্নীতিতে শিক্ষা দপ্তরের আমলারা মন্ত্রীর সঙ্গে ভাগ বাঁটোয়ারা করে কাজ করেছেন। এক্ষেত্রে তৃণমূল, পুলিশ এবং এই বিডিও এসডিওরা ত্রিস্তর পঞ্চায়েতে ত্রিস্তরীয় দুর্নীতি করেছে”।
West-Bengal | Updated: 17:36 PM, Thu Jul 27, 2023
BJP Protest: বিধানসভায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি, দেখুন সরাসরি
West-Bengal | Updated: 15:41 PM, Thu Jul 27, 2023
Suvendu Adhikari:
মিথ্যে কথা বলছেন মমতা, সোচ্চারে কটাক্ষ করলেন শুভেন্দুনিউজ ডেস্ক: সিদ্ধার্থ শংকর রায়ের জমানা ও বামেদের ৩৪ বছরের জমানায় সাধারণ মানুষের ওপর যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারকেও ছাড়িয়ে গিয়েছে বর্তমান শাসক দলের অত্যাচার। শুক্রবার দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ডহারবার লোকসভার দিয়ারক ও বিষ্ণুপুরের সিংহীর মোড়ের দলীয় কার্যালয়ে সাম্প্রতিক পঞ্চায়েত ভোটে অত্যাচারিতদের সঙ্গে কথা বলতে এসে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডায়মন্ডহারবার মডেলের কড়া সমালোচনা করে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ২৯ জন মারা গিয়েছে পঞ্চায়েত ভোটে। সম্পূর্ণ মিথ্যে কথা। মারা গিয়েছেন ৫৬ জন। কী শহীদ দিবস আপনি পালন করছেন কলকাতায়? পঞ্চায়েত ভোটে যে ৫৬ জন খুন হয়েছেন তাঁরাই তো প্রকৃত শহীদ। এদের প্রতি কোনও দরদ নেই আপনার? যারা খুন করল তাদের তৃণমূল থেকে তাড়ালেন না কেন? কেন মামলা করলেন না? আপনি তো পুলিশমন্ত্রী। পুলিশকে কেন বললেন না খুনি যে দলেরই হোক তাকে গ্রেপ্তার করতে"।
শুভেন্দু আরও বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন, ১৮ জন নাকি তৃণমূলের লোক মারা গিয়েছে। তৃণমূলের লোকেদের মানুষ মারেনি বোমা বাঁধতে গিয়ে মারা গিয়েছে ওরা"। এদিন ৩৫৫ ধারার পক্ষে ফের সওয়াল করে শুভেন্দু বলেন, "আমি দুটো রাস্তা জানি। এক জনগণকে দিয়ে তৃণমূলের কাছ থেকে ক্ষমতা কাড়িয়ে নিতে হবে। কালীঘাট থেকে ইঁট খোলাতে হবে। আর নয় কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োগ করে মানুষকে বাঁচাতে হবে। আইন-শৃঙ্খলা বিপর্যয় হলে সংবিধানই এগিয়ে আসে।"
আরও পড়ুন: Suvendu Adhikari: পুলিশ কমিশনার এবং ওসির অপসারণ চাইলেন বিরোধী দলনেতা
এদিন রাজ্যের সমস্ত বিডিও অফিসে বিজেপির ডেপুটেশন প্রসঙ্গে শুভেন্দু বলেন, "ওরা ভয় পেয়ে গিয়েছে তাই ১৪৪ ধারা জারি করেছে"। ভোটের গণনায় বিষ্ণুপুরে বিজেপির বুথ সভাপতি ভোলানাথ মন্ডলকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। এদিন শুভেন্দু বিষ্ণুপুর থানার আইসিকে একহাত নেন। ভোলানাথ মন্ডলকে খুনের অভিযোগে বিষ্ণুপুর থানা কোনও এফআইআর না নেওয়ার অভিযোগ তুলে আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু। মৃত ভোলানাথ মন্ডলের স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসে গিয়ে মৃতের পরিবারকে দিয়ে এফআইআর করান শুভেন্দু। দিয়ারক ও বিষ্ণুপুরে দু'জায়গাতেই অত্যাচারিতরা বিরোধী দলনেতার কাছে প্রশ্ন তোলেন, তাঁদের মারধরের হাত থেকে কে বাঁচাবে? অত্যাচারিতদের শুভেন্দু সম্পূর্ণ আইনি সাহায্যের আশ্বাস দিয়ে বলেন, সবক্ষেত্রেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর যাঁরা ঘরছাড়া রয়েছেন তাঁদের তালিকা পাঠান। আমার ঘরের দরজা তাঁদের জন্য খোলা থাকবে। আমার বাড়িতেই আমি তাঁদের একদিন দু'দিন নয়, যতদিন প্রয়োজন ততদিনই রেখে দেব।
সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন, " বেঙ্গালুরুতে বাম কংগ্রেস সমঝোতা হয়েছে। আর নিচের তলার বাম-কংগ্রেস কর্মীরা বাংলায় প্রাণ দিচ্ছেন, ঘরছাড়া হচ্ছেন, জেলবন্দী হচ্ছেন। বাম-কংগ্রেস কর্মী ও সমর্থকদের উদ্দেশে শুভেন্দুর পরামর্শ, "বিজেপির সঙ্গে আসুন। একসঙ্গে লড়াই করি আমরা। নিচের তলার বাম-কংগ্রেস কর্মীরা ভাবুন, কাদের জন্য আপনারা প্রাণ দিচ্ছেন, ঘরছাড়া হচ্ছেন।" এদিন রাজ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রীর পোষ্য আখ্যা দিয়ে শুভেন্দুর মন্তব্য, "ওনাকে দিয়ে পঞ্চায়েতে ভোট লুট করেছেন মুখ্যমন্ত্রী। ত্রিশ হাজারের বেশি আসন বিজেপি জিতলেও খাতায়-কলমে ১১ হাজার দেখানো হয়েছে। জঙ্গলের রাজত্ব চলছে বাংলায়। মহিলাদের ওপর নির্যাতন পাঁচলার মত মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো এসব মমতা ব্যানার্জির রাজত্বেই হয়। যারা আজ কলকাতায় উৎসব করছে, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে ডায়মন্ডহারবারে"। যদিও মনিপুর কাণ্ড প্রসঙ্গ সযত্নে এড়িয়ে গিয়ে শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী আগে এরাজ্যের বেটিদের বাঁচান। অন্য রাজ্যের বেটিদের নিয়ে তাঁকে ভাবতে হবে না"।
বিরোধী দলনেতা এদিন সমস্ত বিজেপি কর্মী ও তাঁদের পরিবারকে রক্ষার দায়িত্ব বিজেপি নেবে জানিয়ে বলেন, "আমি বিরোধী দলনেতা হিসেবে বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখছি। মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলছি, সমস্ত ঘটনারই কঠিন ব্যবস্থা নেওয়া হবে। যা কিছু ঘটছে তার ফল মারাত্মক হবে। যারা আজ কলকাতায় ডিমভাতের উৎসব করছে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে ডায়মন্ডহারবারে। ভয় পাবেন না। লড়াই চালিয়ে যান। আমার বাড়িতেও বারবার আক্রমণ করিয়েছে।" ডায়মন্ডহারবারের দিয়ারকের দক্ষিণ কুলেস্বর গ্রামে ১৫৮ নম্বর বুথের বিজেপি প্রার্থীর ভোটে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল। এদিন ওই প্রার্থীর বাড়িতে যান শুভেন্দু। সেখানেই ডায়মন্ডহারবার ১ ও ২ নম্বর ব্লকের আক্রান্তদের সঙ্গে কথা বলেন তিনি। আশ্বাস দেন, বিজেপি সবসময়ই পাশে থেকে তাঁদের রক্ষা করবে। এমনকি যাঁদের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, দলের তরফে তাঁদের বাড়িতেও সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানান শুভেন্দু।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু এদিন বলেন, "২৪ এর লোকসভা ভোটে গোহারাণ হারবে বিরোধী জোট। ২০১৯-এও ইউনাইটেড ইন্ডিয়া নামে জোট হয়েছিল বিজেপিকে হারাতে। তার পরিণতি সকলেই দেখেছে। এবার মোদিজি আসন সংখ্যা ৪০০ পার করে যাবেন। বিরোধীদের আসন সংখ্যা অর্ধেকের নিচে নামবে"।
West-Bengal | Updated: 17:56 PM, Fri Jul 21, 2023
Locket Chatterjee: বাংলার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন লকেট
নিউজ ডেস্ক: বাংলায় বর্তমান সন্ত্রাসপূর্ণ পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন লকেট চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী বাংলা মণিপুর সকলের জন্য বললেন। এবার দেশবাসীর কাছে বাংলার মানুষের জন্য আওয়াজ তোলার দাবি তুললেন লকেট। মমতা সরকার এবং পুলিশ কেউ বিজেপি কর্মীদের কথা শুনছে না। বাংলার মানুষ বড় অসহায়। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বাংলার বিরোধীদলের অবস্থা তুলে ধরতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন লকেট চট্টোপাধ্যায়।
দাপুটে নেত্রী হিসেবে পরিচিত লকেট চট্টোপাধ্যায়। এদিন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বক্তব্য শেষ করার পর বক্তব্য রাখেন লকেট। বাংলায় যেভাবে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন শুরু হতেই সন্ত্রাসের আবহ তৈরি করা হয়, তা তিনি তুলে ধরেন দেশের সামনে। তার অভিযোগ মুখ্যমন্ত্রী মণিপুর নিয়ে সরব, অথচ তার নিজের রাজ্যে যেভাবে বিজেপি কর্মী সমর্থক এবং মহিলা প্রার্থীরা লাঞ্ছিত, নিপীড়িত এবং অত্যাচারিত হলেন তা নিয়ে একবারে নিশ্চুপ।
আরও পড়ুন: জমি আটকে রাতারাতি তৈরি উদ্যান, কাঠগড়ায় পুরসভা
বাংলার নির্বাচনকে অত্যাচারের পর্ব বলে ব্যাখ্যা করেন লকেট। পাঁচলায় বিজেপির মহিলা প্রার্থী, ডোমজুড়ে তৃণমূল প্রার্থী, উত্তরবঙ্গে রাজবংশি প্রার্থীদের ওপর হওয়া অত্যাচারের কথা তুলে ধরেন সাংসদ লকেট। বাংলায় আগ্নেয়াস্ত্র এবং বোমা নিয়ে এমন ভয়ের পরিবেশ তৈরি করা হল অথচ তার তদন্ত হচ্ছে না, এমনটাই অভিযোগ তার। আরও অভিযোগ, “মুখ্যমন্ত্রী স্লোগান দিয়েছেন এগিয়ে বাংলা আর আজ অত্যাচার, খুন মহিলা পাচার এবং খুনে এগিয়ে বাংলা”। একুশের সমাবেশে তৃণমূল তাদের শহিদদের স্মরণ করে আর সেই সমাবেশে গান-বাজনার প্রসঙ্গ তুলে তীব্র সমালোচনা করেন লকেট চট্টোপাধ্যায়।
West-Bengal | Updated: 15:28 PM, Fri Jul 21, 2023
West-Bengal | Updated: 11:24 AM, Thu Sep 14, 2023
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, বিপদ এড়ানোর উপায় কী?
West-Bengal | Updated: 18:17 PM, Thu Aug 31, 2023
Mumbai News: একই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
West-Bengal | Updated: 15:08 PM, Mon Jul 17, 2023
Monsoon Health Tips: পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি? রান্নাঘরেই আছে সুস্থ থাকার টোটকা!
West-Bengal | Updated: 17:46 PM, Thu Jul 13, 2023
Hand Sanitizer: করোনা গেলেও ব্যবহার হচ্ছে স্যানিটাইজার, অজান্তে বাড়ছে না তো বিপদ?
West-Bengal | Updated: 16:54 PM, Wed Jul 12, 2023
Chronic cough causes: কফ জমে গলায়? জেনে নিন সর্দি জমার লক্ষণ আর প্রতিকারের উপায়
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is other culture news
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is culture news
West-Bengal | Updated: 17:47 PM, Fri Jun 02, 2023
Rahul Gandhi's remarks on condition of Dalits, Muslims in India 'bitter truth': Mayawati
West-Bengal | Updated: 17:40 PM, Fri Jun 02, 2023
An open letter to the Indian film industry
West-Bengal | Updated: 17:39 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System ads132
West-Bengal | Updated: 17:37 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System dsf342
West-Bengal | Updated: 17:36 PM, Fri Jun 02, 2023
Girl Finds Strange Eggs Under Her Bed - When Expert Sees It, He Turns
West-Bengal | Updated: 17:33 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System 687342