Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreDengue in Saltlake: ফের ডেঙ্গুতে মৃত্যু সল্টলেকে, মৃত দত্তাবাদের প্রৌঢ়া
নিউজ ডেস্ক: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত আরও একজনের মৃত্যু হল। মৃতের নাম প্রতিমা মণ্ডল (৫২)। তিনি ১১৫ নম্বর দত্তাবাদ রোডের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, বিগত চারদিন ধরে জ্বরে ভুগছিলেন প্রতিমা মণ্ডল। বুধবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয়েছিল বিধাননগর মহকুমা হাসপাতালে। এর আগেও সল্টলেকে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। এ ই ব্লকের বৃদ্ধ পিনাক সরকারও সম্প্রতি ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যান। বিধাননগর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বর্তমানে ২,০০০ ছাড়িয়েছে।
সল্টলেকে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এনিয়ে পুরসভার উপর ক্ষুব্ধ বাসিন্দারা। দত্তাবাদ এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকা পরিষ্কার পরিছন্ন রাখার জন্য পুরসভার উদ্যোগের অভাব রয়েছে। জায়গায় জায়গায় নোংরা আবর্জনা পড়ে থাকে। রাস্তার মধ্যে গর্ত থাকায় সেখানেও জমা জলে মশা বংশ বিস্তার করছে বলে অভিযোগ। তবে পুরকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মশা মারার তেল ও ব্লিচিং পাউডার ছড়াচ্ছেন।
West-Bengal | Updated: 17:41 PM, Thu Sep 28, 2023
Dengue in Bengal: চিন্তায় কপালে ভাঁজ ফেলেছে ডেঙ্গি
নিউজ ডেস্ক: ক্রমশ মাথাচাড়া দিচ্ছে বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। পরিস্থিতি বেগতিক বুঝে শহর ও জেলায় নতুন করে জারি করা হয়েছে সতর্কতা। কয়েকটি জেলার বেশকিছু গ্রামাঞ্চলকে ডেঙ্গির ‘হটস্পট’ বলে ঘোষণাও করেছে প্রশাসন।
এবার পরিস্থিতি সামাল দিতে নয়া পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন। ডেঙ্গি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে। যাতে জেলাগুলিতে চিকিৎসার জন্য প্রয়োজনে অনলাইন মাধ্যমে পরামর্শ নিতে পারেন স্বাস্থ্য আধিকারিকরা। শহরে রোগী রেফারের প্রবণতা কমাতে এই পদক্ষেপ রাজ্যের। কোনও কোনও জেলার সঙ্গে একাধিক বিশেষজ্ঞকেও যুক্ত করা হতে পারে বলে সূত্রের খবর।
জেলার পাশাপাশি গ্রামাঞ্চলগুলিতেও মাথায় ভাঁজ ফেলেছে ডেঙ্গি। দফায় দফায় বৃষ্টির কারণে জল জমে থাকছে রাস্তায়। ফলে জমা জলে জন্ম নিচ্ছে ডেঙ্গিবাহী মশা। আর সেইসঙ্গে দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে সঠিক চিকিৎসা পরিষেবার অভাবে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। ডেঙ্গির প্রকোপ বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায় ৮টি ‘হটস্পট’ চিহ্নিৎ করা হয়েছিল। এবার হুগলির বলাগড়, পাণ্ডুয়া, চণ্ডীতলাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ডেঙ্গি নিয়ে চিন্তা বাড়িয়েছে উত্তরের জেলা মালদাও। জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ওই জেলায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা প্রায় ১,০৩২ জন।
এদিকে জেলাগুলির পাশাপাশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে কলকাতাতেও। তবে পরিস্থিতি মোকাবিলায় আরও তৎপর হয়েছে পুরসভা। কলকাতা পুরসভার সমস্ত সাস্থ্যকেন্দ্র রাত পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যভবন। সপ্তাহে তিন দিন সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকবে পুরসভার স্বাস্থ্যকেন্দ্র। আর সপ্তাহে দু’দিন সেগুলি খোলা থাকবে সন্ধ্যা পর্যন্ত।
West-Bengal | Updated: 11:27 AM, Mon Sep 25, 2023
Dengue Vaccine: এই প্রথম দেশে আসছে ডেঙ্গির টিকা,
ট্রায়াল শুরু হবে নভেম্বরেই
নিউজ ডেস্ক: শেষমেশ ভারতে আসতে
চলেছে ডেঙ্গির টিকা। নভেম্বর মাসেই দেশজুড়ে শুরু হবে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। দেশের
মোট ২০টি কেন্দ্রে ট্রায়াল হওয়ার কথা। এ রাজ্যে ক্লিনিক্যাল ট্রায়াল হবে বেলেঘাটা
নাইসেডে। আইসিএমআর এবং প্যানাসিয়া বায়ো টেক লিমিটেডের যৌথ উদ্যোগে ট্রায়াল হবে।
পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হবে ১০ হাজারেরও বেশি মানুষকে।
ফি বছর এ রাজ্য তো বটেই, গোটা দেশে ডেঙ্গির শিকার হন বহু মানুষ। যত্রতত্র জমা জল, চারদিকে নোংরা-আবর্জনা, নিয়মিত নর্দমা পরিষ্কার না হওয়া সহ নানা কারণে এ রাজ্যে প্রতি বছর ডেঙ্গির বলি হন বহু মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যায় কয়েক হাজারের গন্ডি। দেশবাসীকে ডেঙ্গির হাত থেকে রক্ষা করতে দেশে শুরু হয়েছিল ডেঙ্গির প্রতিষেধক তৈরির কাজ। প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালের পর চলতি বছরের মার্চ-এপ্রিলে চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল হওয়ার কথা ছিল। কিছু জটিলতার কারণে টিকায় পরিবর্তন করতে হয়। সেই কাজ শেষ হয়েছে। তাই এবার হবে চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল।
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। সম্প্রতি স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাজ্যে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৩৫৮ জন। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২৮ হাজার ৬৭। ডেঙ্গি সংক্রমণে শীর্ষস্থানে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত ৬ হাজার ৯২৫ জন। ২ নম্বরে নদিয়া, আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬৯। তৃতীয় কলকাতা। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪১৬ জন। এরপর রয়েছে মুর্শিদাবাদ। সেখানে আক্রান্ত ৩ হাজার ৪০৭। হুগলিতে ২ হাজার ৬০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬৮। বেসরকারি মতে, রাজ্যে এখনও পর্যন্ত ৩১ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ৩ জনের।
West-Bengal | Updated: 16:50 PM, Thu Sep 21, 2023
Dengue Death: ডেঙ্গিতে প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রীর
নিউজ ডেস্ক: দক্ষিণ দমদম ২৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। সংযুক্তা পাল নামে ওই কিশোরী প্রবল জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। সেখানেই চিকিৎসাধীন ছিল সে। বুধবার সকালে তার মৃত্যু হয়। মতিঝিল গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু হওয়ায় এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। এদিন সকাল ১১:২৫ মিনিট নাগাদ মৃত্যু হয় সংযুক্তার। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি উল্লেখিত আছে বলে বেসরকারি হাসপাতাল সূত্রে খবর।
জানা গেছে দক্ষিণ দমদমের পাশাপাশি ডেঙ্গি পরিস্থিতির ওপর সরাসরি নজর রাখছে বিধাননগর ও কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার ১৬ টি বোরো ভিত্তিক পর্যালোচনা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গি আক্রান্ত ব্যক্তির বাড়ির কাছে পৌঁছতে হবে। ভেক্টর কন্ট্রোলকে পৌঁছে ডেঙ্গির লার্ভা থাকতে পারে এমন আলাকায় যেতে হবে। কেস ভিত্তিক কাজ করতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
আরও
নির্দেশ দেওয়া হয়েছে ৫৬ নম্বর ওয়ার্ডের কামারডাঙা রেলের অঞ্চলকে
পরিষ্কার করা হবে। পরশু অর্থাৎ বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কাঁচের
ফ্যাক্টরিতে ড্রোন চালিয়ে স্প্রে করা হবে। ডেপুটি মেয়রের দেওয়া তথ্য
অনুযায়ী কলকাতায় সেপ্টেম্বরে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ২৭০০ জন
ডেঙ্গিতে আক্রান্ত ছিল। অতীন ঘোষ জানিয়েছেন ‘‘এখন সম্ভবত ৩০০০এর মত ডেঙ্গি আক্রান্ত
হতে পারে। গত বছর এই অংক ২৪০০ ছিল। এখন
অবধি ৩ জনের মৃত্যু হয়েছে কলকাতা পুর এলাকায়।’’
West-Bengal | Updated: 16:30 PM, Wed Sep 20, 2023
Dengue in Kolkata: কলকাতায় এবার ডেঙ্গি আক্রান্ত তরুণ চিকিৎসকের মৃত্যু
নিউজ ডেস্ক: ডেঙ্গি আক্রান্ত কলকাতার এক তরুণ চিকিৎসকের মৃত্যু হল। রাজ্যে ডেঙ্গির প্রকোপ ক্রমশই বাড়ছে। সম্প্রতি ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের বোনের। এ সপ্তাহেই ডেঙ্গি আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এম টেকের এক পড়ুয়ারও মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে দক্ষিণ কলকাতার বাসিন্দা এই চিকিৎসকের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়।
মৃত চিকিৎসকের নাম দেবদ্যুতি চট্টোপাধ্যায়। তিনি ঢাকুরিয়ার বাসিন্দা। কয়েকদিন আগে তিনি ডেঙ্গি আক্রান্ত হন। প্রথমে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল বলে জানা গিয়েছে। কিন্তু প্লেটলেট অস্বাভাবিকভাবে নেমে যায়। মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। আগে ওই চিকিৎসকের কিডনি প্রতিস্থাপন হয়েছিল বলে জানা গিয়েছে। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি আক্রান্ত হওয়ার উল্লেখ রয়েছে।
West-Bengal | Updated: 17:50 PM, Fri Sep 15, 2023
Dengue Death: ডেঙ্গিতে মৃত্যু কলকাতায়
নিউজ ডেস্ক: ফের কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হল। জানা গেছে সুস্মিতা দত্ত কলকাতার ১১৮ নম্বর ওয়ার্ডের নিউ আলিপুরের সাহাপুর এলাকার বাসিন্দা। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সুত্রে খবর।
জানা গেছে বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন তিনি। তাঁর স্বাস্থ্যের
অবনতি হওয়ায় ৩৩ বছরের ওই গৃহবধূকে নিউ
আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে
স্থানান্তরিত করা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। শুক্রবার
ল্যান্সডাউনের একটি নার্সিংহোমে নিয়ে গিয়ে ভেন্টিলেশনে দেওয়ার পর রাত সাড়ে ১০টা
নাগাদ মৃত্যু হয় ওই রোগিণীর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর
উল্লেখ রয়েছে।
West-Bengal | Updated: 17:34 PM, Sat Sep 02, 2023
Mumbai News: একই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
নিউজ ডেস্ক: একইসঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ১৪ বছরের এক কিশোরের। বিরল তথা এই দুর্ভাগ্যজনক ঘটনাটি মুম্বইয়ের কুরলার। সূত্রের খবর, অগাস্ট মাসের শুরু থেকেই জ্বরে ভুগছিল ওই কিশোর। তবে চিকিৎসা নিয়ে গাফিলতিতেই নাকি বাড়তে থাকে সমস্যা। চিকিৎসার পরিবর্তে স্থানীয় কোনও হাতুড়ের টোটকার উপরেই নির্ভর করতে হয়েছিল বলে খবর। প্রায় এক সপ্তাহ ধরে এই টোটকার উপর নির্ভর করে চিকিৎসা চলে তার।
এরপর অবস্থার উন্নতি না হলে গত ১৪ অগাস্ট কস্তুরবা হাসপাতালের একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে কিশোরের পরিবার। সরকারি ওই হাসপাতাল পরীক্ষা করে দেখে একই সঙ্গে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার ভাইরাস রয়েছে ছেলেটির শরীরে। আরও বিস্ময়কর, এই পরীক্ষার পর আরও একটি পরীক্ষা করানো হলে দেখা যায় ডেঙ্গু ম্যালেরিয়ার পাশাপাশি লেপ্টোস্পাইরোসিস রোগেও আক্রান্ত এই কিশোর।
চিকিৎসার শুরু থেকেই ফুসফুসে গুরুতরভাবে জটিলতা তৈরি হলে দেখা দেয় প্রবল শ্বাসকষ্ট।এরপর ভেন্টিলেশনে রাখা হয় কিশোরকে। তার ক্রিয়েটিনিনের মাত্রাও বেশি ছিল বলে জানানো হয়েছিল ডাক্তারি রিপোর্টে। হাসপাতালে ভর্তির ৩ দিনের মাথায় মৃত্যু হয় তার। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেওয়ায় মৃত্যু হয়েছে কিশোরের। হাসপাতালের চিকিৎসক গিরিশ রাজধ্যক্ষ জানান, একসঙ্গে তিনটি রোগে আক্রান্ত হওয়া অসম্ভব নয়। তবে এই ঘটনা অত্যন্ত বিরল। পাশাপাশি তিনি বলেন, সময়মতো উপযুক্ত চিকিৎসা হলে বাঁচানো সম্ভব হতো ছেলেটিকে।
West-Bengal | Updated: 18:17 PM, Thu Aug 31, 2023
Dengue in Bengal: এক মাসে ১০ হাজার পার! ডেঙ্গু নিয়ে আশঙ্কার মেঘ রাজ্যজুড়ে
নিউজ ডেস্ক: ডেঙ্গু আক্রান্তের গ্রাফটা যেন ক্রমেই উর্ধ্বমুখী। তিন হাজার
থেকে শুরু করে প্রথমে দশ হাজারের সীমা স্পর্শ করেছিল রাজ্যের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।
এবার সেই সীমাও পেরিয়ে গেল। এক মাসের মধ্যে রাজ্য জুড়ে ডেঙ্গি সংক্রমণ বেড়ে দাঁড়াল
১৩ হাজার। স্বাস্থ্য দফতরের ৩০তম সপ্তাহের রিপোর্টেই দেখা গিয়েছে, গত জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি
আক্রান্তের সংখ্যা ছিল ৩৩৬৯। মাত্র এক মাসে সেটি বেড়ে হয়েছে ১৩ হাজার। অর্থাৎ, শুধু অগস্ট মাসেই রাজ্যে ১০ হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত
হয়েছেন।
চিকিৎসকেরা জানাচ্ছেন, গত বছরেও ডেঙ্গির বাড়বাড়ন্ত হয়েছিল অগাস্ট মাসেই। ওই মাসের শেষের দিকে রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা
ছিল ১০ হাজারের ঘরে। এবার অবশ্য সেই সংখ্যাটি ভালো রকমেরই
বেশি রয়েছে। সেই সঙ্গে এখনও পর্যন্ত ভারী বৃষ্টি না হওয়ায় ডেঙ্গির প্রকোপ আরও
বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলেও জানাচ্ছেন চিকিৎসকেরা।
এবছর প্রথম থেকেই ডেঙ্গি আক্রান্তের
তালিকায় প্রথমে ছিল নদিয়া। কিন্তু অগাস্টের
মাঝামাঝি সময় থেকে প্রথম সারিতে উঠে আসে উত্তর ২৪ পরগনা। সেখানে মোট আক্রান্ত
প্রায় চার হাজার। ওই জেলার সব থেকে বেশি আক্রান্ত রয়েছে বিধাননগরে। তার পরেই আছে
দক্ষিণ দমদম। কলকাতায় আক্রান্তের সংখ্যা এখনও হাজারের ঘরে প্রবেশ করেনি বলেই খবর।
West-Bengal | Updated: 11:44 AM, Tue Aug 29, 2023
Dengue: ডেঙ্গু জ্বরে কাবু গোটা রাজ্য, সুস্থ থাকতে প্রতিরোধ গড়ে তুলুন বাড়িতেই
নিউজ ডেস্ক: বর্ষাকালে সাধারণ জ্বর-সর্দির সঙ্গে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে পশ্চিমবঙ্গে। কার্যত আতঙ্কের রূপ নেয় ডেঙ্গু। মশা বাহিত এই রোগের প্রকোপে পরে প্রাণ হারায় প্রচুর মানুষ। কলকাতায় ডেঙ্গুর প্রকোপ সাধারণত বেশি হলেও এই বছর জেলাতেও ডেঙ্গুর বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। ডেঙ্গু সংক্রমনের খবর আসছে প্রায় প্রতিটি জেলা থেকেই। ইতোমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফে ডেঙ্গুর গাইডলাইন জারি করা হয়েছে। ডেঙ্গুর চিকিৎসা নিয়েও গাইডলাইন জারি করেছে স্বাস্থ্য দফতর।
দু'দিনের বেশি জ্বর, মাথাব্যথা, গা-হাত-পা ব্যথা থাকলে অবশ্যই রক্ত পরীক্ষা করতে বলেছে স্বাস্থ্য দফতর থেকে। নাকমুখ থেকে রক্তক্ষরণ এমনকী শরীরের কোথাও যদি ব়্যাশ দেখা যায় তবে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ ও ডেঙ্গু রক্ত পরীক্ষা বাধ্যতামূলক। ডেঙ্গু সচেতনতায় শুধুমাত্র স্বাস্থ্য দফতর বা পুরকর্মী নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে তাই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত।
যে কোন মশাবাহিত রোগের আঁতুর ঘরই হচ্ছে মশার ডিম পাড়ার জায়গা, তাই যেসব জায়গায় মশা ডিম পাড়ে সেগুলো পরিষ্কার রাখার দায়িত্ব সাধারণ মানুষেরই। বাড়ির চারপাশে কোন জায়গায় জল জমে থাকলে সে জল অবশ্যই পরিষ্কার করতে হবে। তারপাশে ব্লিচিং পাউডার বা কীটনাশক ছড়িয়ে দেওয়া উচিত। প্রয়োজনে স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করতে হবে। কীটনাশক মশা মারার স্প্রে ইত্যাদি ছাড়াও আগাছা পরিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে অবশ্যই মশারির ভেতর ঘুমাতে হবে। প্রয়োজনে বর্ষাকালে জানলায় মশার নেট লাগানো দরকার।
বাইরে বেরোলে অবশ্যই হাত পা-ঢাকা পোশাক পরতে হবে। শিশুদেরও একইভাবে হাত-পা ঢাকা পোশাক পরানোর অভ্যাস করুন। প্রয়োজনে মশা মারার ওষুধ, তেল, স্প্রে ইত্যাদি ব্যবহার করুন। তবে রাসায়নিকের থেকে ভেষজ ধুপ বা উপাদানের মাধ্যমে মশা তাড়ানোর ব্যবস্থা নিন। মনে রাখতে হবে, মশা তাড়ানোর ওষুধ কিছুদিন পর পর বদলে ফেলা দরকার। কারণ একই ওষুধের মশার নিজের দেহ প্রতিরোধ করে তোলে।
West-Bengal | Updated: 16:08 PM, Tue Aug 01, 2023
Dengue: ফের ডেঙ্গুতে মৃত্যু এক বৃদ্ধার, প্লেটলেট ঘাটতি ঠেকাতে নয়া নির্দেশিকা জারি রাজ্যে
নিউজ ডেস্ক: রাজ্যে বর্ষা প্রবেশ করার পর থেকেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। সেই সূত্রে রাজ্যবাসীকে আগেই সাবধান করেছিল স্বাস্থ্য দফতর। আর এইবার ডেঙ্গুর আক্রমণে প্রাণ হারালেন এক বৃদ্ধা। নদিয়ার রাণাঘাটের বাসিন্দা ওই বৃ্দ্ধা গত বৃহস্পতিবার জ্বর নিয়ে ভরতি হয়েছিলেন কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। শারীরিক অবস্থা খুবই খারাপ থাকায় সিসিইউতে রাখা হয়েছিল তাঁকে। যদিও চিকিৎসায় সাড়া দেননি তিনি। শুক্রবার মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন ডেঙ্গুতে আকান্ত হয়েই প্রাণ হারিয়েছেন তিনি।
উল্লেখ্য গত শনিবার ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থে প্রাণ হারায় নবছরের এক বালিকা। পিকনিক গার্ডেনের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর পল্লবী দে জ্বর নিয়ে ভরতি হয়েছিল। পরীক্ষার পরে জানা যায় ডেঙ্গু হয়েছে তাঁর। চিকিৎসকরা জানান নাক, মুখ, হাতের চামড়া ও প্রস্রাব থেকে রক্ত বেরোচ্ছিল পল্লবীর। শুক্রবার সারাদিনের চেষ্টাতেও শেষ রক্ষা হয়নি। শনিবার মারা যায় সে।
ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করতেই নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। ডেঙ্গুতে আক্রান্ত হলে হু হু করে কমতে থাকে প্লেটলেটস। তাই নতুন নির্দেশিকায় বলা হয়েছে রোগীর দেহে প্লেটলেট ১০ হাজারের নিচে হলে তবেই প্লেটলেট দেওয়া যাবে অথবা দেহে রক্তক্ষরণ হলে। ১০-২০ হাজারের মধ্যে প্লেটলেট থাকলে আর দেওয়া হবে না। এমনকী কতটা প্লেটলেট লাগবে তা প্রেসক্রিপশনে বলে দিতে হবে ডাক্তারকে।
West-Bengal | Updated: 12:49 PM, Tue Jul 25, 2023
West-Bengal | Updated: 11:24 AM, Thu Sep 14, 2023
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, বিপদ এড়ানোর উপায় কী?
West-Bengal | Updated: 18:17 PM, Thu Aug 31, 2023
Mumbai News: একই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
West-Bengal | Updated: 15:08 PM, Mon Jul 17, 2023
Monsoon Health Tips: পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি? রান্নাঘরেই আছে সুস্থ থাকার টোটকা!
West-Bengal | Updated: 17:46 PM, Thu Jul 13, 2023
Hand Sanitizer: করোনা গেলেও ব্যবহার হচ্ছে স্যানিটাইজার, অজান্তে বাড়ছে না তো বিপদ?
West-Bengal | Updated: 16:54 PM, Wed Jul 12, 2023
Chronic cough causes: কফ জমে গলায়? জেনে নিন সর্দি জমার লক্ষণ আর প্রতিকারের উপায়
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is other culture news
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is culture news
West-Bengal | Updated: 17:47 PM, Fri Jun 02, 2023
Rahul Gandhi's remarks on condition of Dalits, Muslims in India 'bitter truth': Mayawati
West-Bengal | Updated: 17:40 PM, Fri Jun 02, 2023
An open letter to the Indian film industry
West-Bengal | Updated: 17:39 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System ads132
West-Bengal | Updated: 17:37 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System dsf342
West-Bengal | Updated: 17:36 PM, Fri Jun 02, 2023
Girl Finds Strange Eggs Under Her Bed - When Expert Sees It, He Turns
West-Bengal | Updated: 17:33 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System 687342