Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreBJP-JDS Alliance: লোকসভায় বিজেপির সঙ্গে জোটের সিদ্ধান্ত দেবেগৌড়ার জেডি(এস)এর
নিউজ ডেস্ক: তেলেগু দেশম পার্টির(Telegu Desam Party) পর এবার জনতা দল সেকুলার(Janata Dal Secular)। ’২৪-এর লোকসভা নির্বাচনে কর্ণাটকে ‘নীতিগতভাবে’ বিজেপির সঙ্গে জোটের সিদ্ধান্ত নিলেন জেডি(এস) প্রধান এইচডি দেবেগৌড়া।
সম্প্রতি দলের বাকিদের সঙ্গে একটি বৈঠক করেন জেডি(এস) প্রধান এবং তাঁর ছেলে এইচডি কুমারাস্বামী(HD Kumaraswamy)। সেখানেই এই জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রে খবর, জোটের সমীকরণ নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যেই বিজেপি-এর সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন দেবেগৌড়া। আপাতত রাজ্যের ৫টি লোকসভা আসন নিয়ে কথা হয়েছে দুই নেতার মধ্যে। মান্ড্য, হাসান, তুমাকুরু, চিকবল্লপুর এবং বেঙ্গালুরু রুরাল আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছেন দেবেগৌড়া। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে লড়াই করেছিল জেডি(এস)। কর্ণাটকের ২৮টি আসনের মধ্যে ২৫টি আসন পেয়ে জয়ী হয় বিজেপি। অন্যদিকে, একটি মাত্র আসন পায় কংগ্রেস-জেডি(এস) জোট। তবে এবার একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ৯১ বছরের দেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী।
গত জুলাইয়ে লোকসভা নির্বাচন প্রসঙ্গে দেবেগৌড়া সাফ জানিয়ে দেন, কংগ্রেস-বিজেপি কারওর সঙ্গেই নয়। আসন্ন লোকসভা নির্বাচনে স্বতন্তভাবে লড়বে তাঁর দল জেডি(এস)। বলেন, “এক, পাঁচ, ছয় যতগুলো আসনই পাই না কেন, একাই পাব। কোনও দলের সঙ্গে জোটের প্রশ্ন নেই”। সুতরাং, দেবেগৌড়ার পরিবর্তিত সিদ্ধান্ত তাঁর দলের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
West-Bengal | Updated: 11:59 AM, Fri Sep 08, 2023
INDIA Meet: আদৌ ঠিক হবে বিশেষ অধিবেশনের রণকৌশল? INDIA জোটের বৈঠক ঘিরে উঠছে প্রশ্ন
নিউজ ডেস্ক: আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। সদ্য সমাপ্ত বাদল অধিবেশনের পর কেন্দ্রের হঠাৎ ডাকা এই বিশেষ অধিবেশন নিয়ে জাতীয় রাজনীতিতে চলছে বিস্তর জল্পনা। কী কারণে এই অধিবেশন, তা এখনও স্পষ্ট করে কিছু জানায়নি কেন্দ্র। তবে অধিবেশনের রণকৌশল স্থির করতে উঠে পড়ে লেগেছে বিরোধী জোট ইন্ডিয়া(I.N.D.I.A)। ডাকা হয়েছে বৈঠক।
সূত্রের খবর, ৫ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে সকল বিরোধী সাংসদদের নিয়ে হবে এই বৈঠক। বিশেষ অধিবেশনে কী হতে পারে? বিজেপি-এর পাল্টা হিসাবে বিরোধীদের রণকৌশল কী হবে? বছরের শেষে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে কী পদক্ষেপ নেওয়া হবে? আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীদের স্ট্র্যাটেজিই বা কী হবে? প্রভৃতি বিষয়গুলি নিয়ে আলোচনার হওয়ার কথা রয়েছে বলে খবর।
আরও পড়ুন: I.N.D.I.A Alliance: ১৩ সদস্যের কমিটি তৈরি ‘ইন্ডিয়া’র, নেই আসন বন্টনের রফাসূত্র
শুক্রবারই তৃতীয় বৈঠক সম্পন্ন করেছে বিরোধী জোট। বৈঠকের পর জোটের একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে আসন রফা বা জোটের লোগো নিয়ে কোনও সমাধান সূত্র মেলেনি। অন্যদিকে আবার জোটের নেতাদের এক একজনের বক্তব্যের পরই সভা ছেড়ে বেরিয়ে গিয়েছেন তারা। এমনকি জোটের আহ্বায়ক কে হবেন? তা এখনও ঠিক করে উঠতে পারেনি বিরোধী শিবির। সুতরাং জোটের এই অনিশ্চিত আবহে দিল্লির বৈঠকে নতুন কী পরিকল্পনা গৃহীত হবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বিশ্লেষক মহলের একাংশের দাবি, তিনটে হাইভোল্টেজ বৈঠকের পরেও অনিশ্চিত জোটের সমীকরণ। এই আবহে দিল্লির বৈঠকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আদৌ কী কোনও সমাধান খুঁজে পাবে বিরোধী শিবির?
লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ(NDA) জোটের আসন সংখ্যা ৩৫৩টি। যার মধ্যে শুধুমাত্র বিজেপির আসন সংখ্যাই হল ৩০৩টি। সুতরাং, এই লক্ষ্যভেদ করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে বিরোধী শিবিরকে, তা বলার অপেক্ষা রাখে না। তবে এই মুহূর্তে জোটের মধ্যে রয়েছে বিস্তর মতানৈক্য। ফলে আসন্ন ৫ রাজ্যের বিধানসভা ভোট কিংবা লোকসভা ভোটে বিজেপি বিরোধি লড়াই খুব একটা সহজ হবে না বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষক মহলের।
West-Bengal | Updated: 13:10 PM, Mon Sep 04, 2023
2024 Lok Sabha Election: প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় মোদীর ধারে কাছে নেই কেউ, কোথায় স্থান মমতার?
নিউজ ডেস্ক: লোকসভার ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনীতির ময়দানে তরজা বাড়ছে শাসক-বিরোধীদের। বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের মোকাবিলায় কংগ্রেসসহ ২৬ টি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছে INDIA জোট। ২৪-এ মোদীর বিজয় রথ আটকাতে আদাজল খেয়ে ইতিমধ্যেই নেমে পড়েছে সদ্য প্রতিষ্ঠিত এই জোট। তবে রাজনীতির অঙ্গনে যে যুদ্ধই চলুক না কেন, আগামী লোকসভা নির্বাচনে কার ভাগয়ে ছিঁড়বে শিকে, তা ঠিক করবে জনগণের রায়। সম্প্রতি দেশ জুড়ে এবিপি নিউজ ও সি ভোটার একটি সমীক্ষা চালায়, যেখান থেকে উঠে আসে আগামী প্রধানমন্ত্রী হিসেবে কাকে প্রথম পছন্দ জনগণের।
৭ হাজার ৬৯৬ জনকে নিয়ে করা এই সমীক্ষা থেকে উঠে এসেছে, এখনও দেশের ৬২% নাগরিকের প্রথম পছন্দ হলেন নরেন্দ্র মোদী। অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে দেখতে ইচ্ছুক মাত্র ১৯% লোক। আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জন্য হাত তুলেছেন ৬% মানুষ। এদিকে, বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সমীক্ষা অনুযায়ী, প্রধানমন্ত্রীর দৌড়ের ধারে কাছে নেই তাঁর নাম। ২.৭% ব্যক্তির পছন্দের প্রার্থী তিনি।
উল্লেখ্য, গত ১৮ জুলাই থেকে ১৯ অগাস্ট পর্যন্ত চালানো হয়েছে সমীক্ষাটি। বিপুল সংখ্যক জনগণকে নিয়ে সমীক্ষাটি চালানো না হলেও এক প্রকার নিশ্চিত, INDIA জোট তৈরি করেও মোদীর সমর্থনের ধারেকাছে পৌঁছতে পারেনি বিরোধী শিবির। এদিকে মোদীর বিরুদ্ধে রাহুলের পরিবর্তে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পক্ষপাতী কংগ্রেসেরই একাংশ। মোদীর বিরুদ্ধে এবার বেনারস লোকসভা কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে প্রিয়াঙ্কার। তবে আপাতত প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মোদীকে টক্কর দেওয়ার মতো যে দ্বিতীয় কেউ নেই, তা এক প্রকার পরিষ্কার।
West-Bengal | Updated: 10:09 AM, Tue Aug 22, 2023
PM Narendra Modi: বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থনীতি হয়ে উঠছে ভারত, নির্বাচনী শঙ্খনাদ বাজালেন মোদী
নিউজ ডেস্ক: বিরোধীদের INDIA জোটের আবহেই লোকসভার বিউগল বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সন্ধ্যায় দিল্লির প্রগতি ময়দান কনভেনশন সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভা থেকেই ২০২৪ লোকসভা ভোটে ফের তাঁর নেতৃত্বেই এনডিএ জোট লড়াই করতে চলেছে বলে ঘোষণা করে দেন তিনি। 'ভারত মণ্ডপম' নামের এই কনভেনশন সেন্টারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানের ভাষণেই দেশকে বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থনীতিতে পরিণত করবেন বলে প্রতিশ্রুতি দেন মোদী।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন,' পূর্ব থেকে পশ্চিম কি উত্তর থেকে দক্ষিণ, সব দিক থেকেই ক্রমশ পরিবর্তিত হছে ভারতের পরিকাঠামো। সর্বোচ্চ উচ্চতায় দীর্ঘতম টানেল, সবচেয়ে উঁচু মূর্তি, বৃহত্তম স্টেডিয়াম সবকিছুই রয়েছে ভারতের। যান চলাচলের যোগ্য সর্বাধিক দৈর্ঘের রাস্তাও রয়েছে ভারতেই।' পাশাপাশি 'ভারত মণ্ডপম' নির্মাণ নিয়েও আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকে ভারতীয়দের দেওয়া উপহার হলো এই কনভেনশন সেন্টার। এই সেন্টারেই অনুষ্ঠিত হবে জি-২০ সংক্রান্ত ইভেন্টও। বিশ্বের কাছে এই নির্মাণটি আরও উচ্চস্থানে নিয়ে যাবে ভারতকে।
আরও পড়ুন: PM Modi and Yogi Adityanath: মোদী এবং যোগীর আধারের তথ্য বদলের অভিযোগ, গ্রেফতার ১
এই বক্তব্যের মাঝেই ভারতের অর্থনীতির সশক্তিকরণ তাঁর সরকারের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। এ প্রসঙ্গেই মোদী বলেন,' মোদী সরকারের প্রথম মেয়াদের সময় দশম শক্তিশালী অর্থনীতির দেশ ছিলাম আমরা। দ্বিতীয় মেয়াদে আমরা উঠে আসি পঞ্চম স্থানে। আর আমার বিশ্বাস, আমাদের সরকারের তৃতীয় মেয়াদে বিশ্বের সেরা ৩ টি অর্থনীতির মধ্যে থাকবে ভারত। এটাই ভারতীয়দের কাছে মোদী সরকারের গ্যারেন্টি।' এ যাবৎ তিনটি মেয়াদে মোদী সরকার কোন কোন দিক থেকে পূর্ববর্তী UPA সরকারকে টেক্কা দিয়েছে তার খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী।
West-Bengal | Updated: 12:47 PM, Thu Jul 27, 2023
Election 2024: বিজেপি-বিরোধী শিবিরে ডাক না পেয়ে অভিমানের সুর ওয়েইসির দলে
নিউজ ডেস্ক: ২০২৪ লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোটের মহাগঠবন্ধনে স্থান পেল না AIMIM অর্থাৎ আসাদুদ্দীন ওয়েইসির দল। ব্যাঙ্গালুরুতে গতকাল ২৬ টি দলের জোটের নামকরণ করার পর হয় সাংবাদিক বৈঠক। কিন্তু বিজেপি-বিরোধী এই শিবিরে ডাক পেলেন না তিনি। সূত্রের খবর, ব্যাঙ্গালুরুতে ডিনার পার্টিতে সব বিজেপি-বিরোধী দলকে সোনিয়া গান্ধী আমন্ত্রণ জানালেও এড়িয়েয় গেছেন মিমকে।
এবার এই বিষয়ে মুখ খুললেন দলের মুখপাত্র ওয়ারিস পাঠান। অভিমানের সুরে তাঁকে বলতে শোনা যায়,' তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি অস্পৃশ্য বলে মনে করে আমাদের।' মিমকে আমন্ত্রণ না জানানোর নৈতিকতা নিয়ে প্রশ্নও তোলেন তিনি। তাঁর বক্তব্য, 'এই জোটে স্থান পেয়েছে কদিন আগেও বিজেপির সঙ্গে থাকা পার্টিগুলি।' কিন্তু তাঁর দল কেন্দ্র সরকারের কাজকর্মের সমালোচনায় বড় ভূমিকা পালন করলেও ব্রাত্য রাখা হয়েছে তাঁদের।
কদিন আগে বিজেপির সঙ্গে থাকা পার্টিগুলির আজকের INDIA Alliance-এ প্রথম সারিতে দেখা যাওয়া মেনে নিতে পারেন নি ওয়ারিস। তিনি এই মন্তব্য করে আসলে বিজেপির একদা জোটসঙ্গী নীতীশ কুমার, মেহবুবা মুফতি এবং উদ্ধব ঠাকরেকে কটাক্ষ করেছেন বলে মত রাজনৈতিক মহলের। আবার গুজরাত ভোটের সময় কংগ্রেসের কঠোর সমালোচনা করা আপ-এর জোটে যোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এখানে উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বেশকিছু আসনে প্রার্থী দিয়েছিল মিম। আর সেই সময় থেকেই তৃণমূলের চক্ষুশূল হয়ে পড়ে তারা। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তৃনমূলের মুসলিমভোট কাটার জন্য বিজেপির সঙ্গে সমঝোতা করেই বাংলায় পা রেখেছে মিম।
West-Bengal | Updated: 17:20 PM, Wed Jul 19, 2023
Election 2024: সাংবাদিক বৈঠকে অনুপস্থিত নীতীশ, জন্মেই কি হোঁচট খেল ইন্ডিয়া অ্যালায়েন্স?
নিউজ ডেস্ক: কথায় বলে, গাছে না উঠতেই এক কাঁদি! তেমনই কি হলো আগামী ২০২৪ লোকসভায় কেন্দ্রের বিজেপি সরকারকে হারানোর উদ্দেশ্যে গঠিত বিরোধী-জোট INDIA কে নিয়ে? বেঙ্গালুরুতে বৈঠকের পর গতকাল সাংবাদিক বৈঠক করেন বিরোধীরা। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই বৈঠকে ছিলেন না নীতীশ কুমার। আর নীতীশ কুমারের সাংবাদিক বৈঠকে না থাকা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারণ বিহারের মুখ্যমন্ত্রীই ছিলেন বিজেপি-বিরোধী জোট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। আর সেই নীতীশেরই সাংবাদিক বৈঠকে না থাকাকে কটাক্ষ করে বিজেপির দাবি, নীতীশকে INDIA জোটের আহ্বায়ক না করায় ক্ষুব্ধ হয়েই তড়িঘড়ি পাটনা প্রত্যাবর্তন করেছেন তিনি।
উল্লেখ্য, সাংবাদিক বৈঠকে বিরোধী শিবিরের মধ্যে বক্তব্য রেখেছিলেন মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এবং উদ্ধব ঠাকরে। ফ্লাইটের কারণে অথবা জরুরি কাজে আগে চলে গেছেন নীতীশ বলে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করা হলেও সূত্রের খবর, গঠবন্ধনের INDIA নাম নিয়ে নাখুশ তিনি। জানা গেছে, জোটের নাম নিয়ে আলোচনা না করেই কংগ্রেস সূত্রে ঘোষণা করে দিলে আশ্চর্য হয়ে যান নীতীশ। এমন কি বৈঠকের মধ্যেই নাকি তিনি প্রশ্ন তোলেন- একটি রাজনৈতিক জোটের নাম কীভাবে INDIA রাখা যায়! নীতীশকে গুরুত্ব না দেওয়াতে ক্ষুব্ধ হয়েছে আরজেডি এবং জেডিইউ-এরও একাংশ বলে খবর।
বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির প্রথম সারির নেতারা। বিজেপির রাজ্য সভার সাংসদ সুশীল কুমার মোদী নীতীশকে খোঁচা দিয়ে টুইট করেন,'INDIA জোটের আহ্বায়ক না করাতেই কি নীতীশ ক্ষুব্ধ?' কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবেও। তিনি বলেন,' শুনেছি বিহারের মহাঠগবন্ধনের বড় ভূপতিরা ইতিমধ্যেই বেঙ্গালুরু থেকে ফিরে গিয়েছেন। বর ঠিক হয়নি, পিসেমশাইরা তার আগেই রেগে গেছেন।' এক কথায় জন্মের পরেই স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল ২৬ বিরোধী দলের গঠবন্ধন INDIA জোট।
West-Bengal | Updated: 11:42 AM, Wed Jul 19, 2023
West-Bengal | Updated: 11:24 AM, Thu Sep 14, 2023
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, বিপদ এড়ানোর উপায় কী?
West-Bengal | Updated: 18:17 PM, Thu Aug 31, 2023
Mumbai News: একই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
West-Bengal | Updated: 15:08 PM, Mon Jul 17, 2023
Monsoon Health Tips: পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি? রান্নাঘরেই আছে সুস্থ থাকার টোটকা!
West-Bengal | Updated: 17:46 PM, Thu Jul 13, 2023
Hand Sanitizer: করোনা গেলেও ব্যবহার হচ্ছে স্যানিটাইজার, অজান্তে বাড়ছে না তো বিপদ?
West-Bengal | Updated: 16:54 PM, Wed Jul 12, 2023
Chronic cough causes: কফ জমে গলায়? জেনে নিন সর্দি জমার লক্ষণ আর প্রতিকারের উপায়
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is other culture news
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is culture news
West-Bengal | Updated: 17:47 PM, Fri Jun 02, 2023
Rahul Gandhi's remarks on condition of Dalits, Muslims in India 'bitter truth': Mayawati
West-Bengal | Updated: 17:40 PM, Fri Jun 02, 2023
An open letter to the Indian film industry
West-Bengal | Updated: 17:39 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System ads132
West-Bengal | Updated: 17:37 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System dsf342
West-Bengal | Updated: 17:36 PM, Fri Jun 02, 2023
Girl Finds Strange Eggs Under Her Bed - When Expert Sees It, He Turns
West-Bengal | Updated: 17:33 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System 687342