নিউজ ডেস্ক: সামনেই লোকসভা ভোট। আর এবার সেই ভোট প্রচারে বেড়িয়েই এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ল যাদবপুরের তৃনমূল প্রার্থী সায়নী ঘোষ। শুক্রবার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভা এলাকার ৩৪ নং ওয়ার্ডে প্রচারে যান তৃনমূল প্রার্থী সায়নী ঘোষ। আর সেখানে গিয়েই এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন সায়নী।
এদিন পানীয় জলের অভাব, রাস্তা ও নিকাশি নিয়ে এলাকাবাসীরা ক্ষোভ উগড়ে দেন তৃনমূল প্রার্থীর ওপর। ভোট না দিলে রাস্তা হবে? প্রশ্ন যাদবপুরের তৃণমূল প্রার্থীর । ‘ভোট দিলেও রাস্তা হবে না’, পাল্টা সরব এলাকাবাসী।
এ প্রসঙ্গে ৩৪ নম্বর ওয়ার্ডের এক অভিযোগকারী বাসিন্দা বলেন,”ভোট দিয়ে কোনও লাভ নেই। কোনও পার্টিকেই ভোট দেওয়া ঠিক নয়। কাউকে ভোট দেব না। জল তো আছে, ড্রেনের জল বেরনোর কোনও জায়গা নেই। জলের কথা বলি না, জল কেউই দেবে না। ড্রেন দেয় না, আবার জল। আরে খাবার জলই ঠিক মতো দেয় না।”
স্থানীয় বাসিন্দাদের মূল অভিযোগ, রাজ্যের শাসক দল বদল হলেও তাঁদের কোনও সুরাহা হয়নি। এরপরেই বিক্ষোভকারীদের পাল্টা জবাব দিয়ে সায়নী বলেন, ‘জলের প্রকল্পের কাজ হয়ে গিয়েছে, ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। এই যে রাস্তাগুলো দেখছেন আপনারা, এখানে খোঁড়া আছে কারণ জলের লাইন বসানো হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে বুঝতে হবে’।
উল্লেখ্য ২০২৪ লোকসভা ভোটে যাদবপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্র থেকে সায়নী ঘোষকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। গতবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী। তবে এবার দাপুটে যুব নেত্রী সায়নীর ওপর আস্থা রেখেছে দল। এবার সেই সায়নীই প্রচারে বেরিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন। এখন অপেক্ষা শুধু ভোটের ফলাফলের।