Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreSameer Wankhede Trolling: 'বাপ সে বাত কর' ডায়লগ নিয়ে ট্রোলিং, 'ভয় পাই না' পাল্টা পোস্ট সমীর ওয়াংখেড়ের
নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এখন কেবল জওয়ান-রাজ। ট্রেলারেই দর্শকদের মনে আগুন ধরিয়ে দিয়েছে জওয়ান। তাই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'জওয়ান'-এর ট্রেলারের বেশকিছু অংশ। যেদিকে নজর যায় দেখা শুধু জওয়ান-এ শাহরুখ খানের সংলাপ। এক জায়গায় প্রতিপক্ষকে বেত দিয়ে পিটিয়েছেন শাহরুখ। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে যে, 'বেটে কো হাত লগানে সে প্যহলে বাপ সে বাত কর'। এই ডায়লগ শুনে নেটিজেনদের একাংশের দাবি, কিং খান আসলে 'জওয়ান' এর মাধ্যমে আরিয়ান খানের গ্রেফতারি নিয়েই ঠুকেছেন সমীর ওয়াংখেড়েকে।
সমীর ওয়াংখেড়ে প্রাক্তন NCB কর্তা। মাদক মামলায় আরিয়ান খানকে অ্যারেস্ট করেছিলেন তিনি। কিং খানের এই ডায়ালগ ধরে শাহরুখ অনুরাগীরা ট্রোল করতে শুরু করে দিয়েছে প্রাক্তন NCB কর্তা সমীর ওয়াংখেড়েকে। এর পরেই নিজের X (পূর্বতন ট্যুইটার) হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সমীর ওয়াংখেড়ে। মূলত লেখিকা নিকোল লিয়ন্সের একটি লাইন ধার করে লিখেছেন তিনি। তিনি লিখেছেন যে,'আমি আগুন চেটেছি এবং আমি প্রতিটি সেতু পুড়িয়ে সেই ছাইয়ের উপর নেচেছি। আমি তাই তোমার দেখানো নরকের ভয় পাই না।'এই উক্তি আমায় সব সময় অনুপ্রেরণা দেয়!
সমীর ওয়াংখেড়ের এই পোস্টের পরেই আরো জোরালো হয় ট্রোলিং। শাহরুখ অনুরাগীরা সমীরকে উদ্দেশ্য় করে বলেন যে, 'এইখানে আগুন কিন্তু শাহরুখ খান'। আবার অনেকে বলেন, 'তোমার জন্য বেল্ট ট্রিটমেন্ট অপেক্ষা করছে।' প্রসঙ্গত, ২০২১ সালে মাদক মামলায় নাম জড়িয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানের। মুম্বইয়ে একটি প্রমোদ তরীতে আয়োজিত পার্টিতে মাদক পাচারের অভিযোগে অতর্কিতে হানা দিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। সেই পার্টি থেকেই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন আরিয়ান। প্রায় একমাস হাজতবাস করতে হয় তাঁকে। তবে আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ না মেলায় অবশেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে জানা যায় আরিয়ানকে গ্রেফতার করে শাহরুখের কাছে ২৫ কোটি টাকা দাবি করেছিল সমীর। পরে NCB -এর পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে।
West-Bengal | Updated: 16:09 PM, Fri Sep 01, 2023
Sayantika Banerjee: সায়ন্তিকার সঙ্গে একফ্রেমে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী! বিদেশে কী করছেন দুই তারকা?
নিউজ ডেস্ক: একবার ফের চর্চার মুখে বাঙালি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দুই বাংলা মিলিয়েই এখন তাঁর অনুরাগী সংখ্যা অগুন্তি। টলিউড তো বটেই এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের চলচ্চিত্র জগত ঢালিউডেও পা রেখেছেন তিনি। কাজ করেছেন বাংলাদেশি তারকা শাকিব খানের সঙ্গেও। তবে এইবার তাঁকে নিয়ে চর্চা শুধু বাংলাতেই সীমাবদ্ধ নেই। তা ছড়িয়ে গিয়েছে ওপার বাংলাতেও। আসলে এই মুহুর্তে বাংলাদেশে একটি ছবির শুটিংয়ের জন্য ঢাকায় গিয়েছেন অভিনেত্রী। সেখানকার বিভিন্ন মুহুর্ত ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গেও। বাংলাদেশে বসেই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেই ছবিতে তাঁর পাশে দেখা গিয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাসকে। ফলে কৌতুহলী হয়ে উঠেছে তাঁর অনুরাগীরা।
সকলেই কৌতুহলী, বাংলাদেশে একসঙ্গে কী করছেন তাঁরা? তবে কি এবার রাজীবের কোনো নতুন ছবিতে নায়িকার আসনে দেখা যাবে তাঁকে? যদিও জানা গিয়েছে যে, গত জুলাই মাস থেকেই বাংলাদেশে রয়েছেন পরিচালক রাজীব বিশ্বাস। ঢালিউডের একটি ছবি পরিচালনার দ্বায়িত্ব রয়েছে তাঁর। অপর দিকে ছবির শুটিংয়ের জন্য সেখানে গিয়েছেন সায়ন্তিকা। তাই দুজনেই পূর্ব পরিচিত হওয়ায় হয়তো সেখানেই দেখা করেছেন তাঁরা। রাজীবের পরিচালনায় এর আগে 'বিন্দাস' ছবিতে কাজ করেছেন সায়ন্তিকা। যদিও বাংলাদেশে রাজীবের পরিচালনায় সায়ন্তিকা কোনো কাজ করছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখযোগ্য, বর্তমানে ওপার বাংলার তারকা জায়েদ খানের সঙ্গে নতুন ছবিতে কাজ করছেন সায়ন্তিকা। ছবির নাম 'ছায়াবাজ'। যদিও এটাই তাঁর প্রথমবার বাংলাদেশে কাজ নয়। ২০১৮ সালে অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনীত 'নাকাব' ছবি মুক্তি পেয়েছিল তাঁর। নতুন ছবিতে কাজের বিষয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, বিগত কয়েক মাস ধরেই কথা চলছিল। ছবির চিত্রনাট্য পছন্দ হওয়াতে রাজি হয়ে যান তিনি। ২০১৮ সালের পর এটি তাঁর দ্বিতীয় বাংলাদেশি ছবি। তাই স্বাভাবিকভাবেই বড় পর্দায় তাঁকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন বাংলাদেশের ভক্তরা।
West-Bengal | Updated: 12:58 PM, Fri Sep 01, 2023
Jawan Trailer: মেট্রো হাইজ্যাক করেও আবদার গান শোনানোর! 'জওয়ান' ট্রেলারে একের পর এক চমক শাহরুখের
নিউজ ডেস্ক: অবশেষে মুক্তি পেল শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি 'জওয়ান'-এর ট্রেলার । ছবি মুক্তির ঠিক এক সপ্তাহ আগে সামনে এল ট্রেলার। প্রিভিউ এসেছিল আগেই, তখন থেকেই চাপা উত্তেজনা ছিল দর্শকদের মনে। ভক্তদের সেই উত্তেজনাকেই জিইয়ে রেখে বৃহস্পতিবার সকালে ট্রেলারটি প্রকাশ্যে আনেন নির্মাতারা। ট্রেলারটির শুরুতেই শাহরুখের কণ্ঠে শোনা যাচ্ছে এক রাজার গল্প যিনি অনেক যুদ্ধে হেরেছেন আর তাই এখন তাঁর রাগ ফেটে বেরোচ্ছে। একজন সৈনিকের ভূমিকায় বাদশাকে দেখা যাবে এই আভাস আগেই ছিল। কিন্তু এবার বাদশার বিভিন্ন রূপ দেখা গিয়েছে।
প্রিভিউ-তে দীপিকাকে দেখা গিয়েছিল। তবে তা খুবই কম সময়ের জন্য। ট্রেলারে সেই সব দৃশ্যের উপর থেকে যবনিকা সরেছে। শাহরুখের চরিত্রটি ভিলেনের সঙ্গেও সামঞ্জস্য রেখে সাজানো হলেও সেখানে রবিনহুডের ছায়া দেখা যায়। একসময় তাঁকে সৎ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেলেও একসময় দেখা যায় মেয়েদের দল নিয়ে একটি মেট্রো রেল হাইজ্যাকের পরিকল্পনা করছে। নয়নতারাকে ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে প্রিভিউতে সবচেয়ে কম সময়ের জন্য দেখতে পাওয়া, বিজয় সেতুপতিকে একজন ধনী অস্ত্র ব্যবসায়ীর ভূমিকায় দেখা গিয়েছে। সব মিলিয়ে জমজমাট 'জওয়ান ট্রেলার'। বৃহস্পতিবার থেকেই অগ্রিম বুকিং শুরু হয়ে যাবে বলেই জানিয়েছে নির্মাতারা।
'জওয়ানে'র উত্তেজনা এখন তুঙ্গে তা বলাই বাহুল্য। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে শাহরুখের লুক এবং সংলাপে। সকলেই মুখিয়ে রয়েছেন ছবিটি চাক্ষুস দেখার জন্য। এই ছবির হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে পরিচালক অ্যাটলি সহ দক্ষিণী অভিনেতা-অভিনেত্রী বিজয় সেতুপতি ও নয়নতারার। বিশেষ ক্যামিও রোলে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। গৌরি খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত জওয়ান মুক্তি পেতে চলেছে ৭ সেপ্টেম্বর। হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে এই ছবি।
West-Bengal | Updated: 17:20 PM, Thu Aug 31, 2023
Gadar 2 BO Collection: ১৮ দিনেও অপ্রতিরোধ্য ‘গদর ২'! মুক্তির পর ১৮ দিনে আয় কত?
নিউজ ডেস্ক: বক্স অফিসে এখনও ছক্কা হাঁকিয়ে চলেছে 'গদর ২'। ১১ই অগাস্ট মুক্তি পেয়েছে এই ছবি। তারপর থেকেই ভাঙছে একের পর এক রেকর্ড। হিন্দিতে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্য়ে সবচেয়ে কম সময়ে ৪৫০ কোটি টাকার ব্যবসার রেকর্ড গড়েছে 'গদর ২'। ভেঙে ফেলেছে শাহরুখ খানের 'পাঠান'-এর রেকর্ডও। ১৭ দিনের মাথায় ৪৫০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে 'গদর ২', অন্যদিকে এই ক্লাবে ঢুকতে পাঠানের সময় লেগেছিল ১৮ দিন। মুক্তির পর মাত্র দুই সপ্তাহের মধ্যে ৪০০ কোটির বেশি ব্যবসা করে ইতোমধ্যেই নজির তৈরি করেছে এই ছবি। এবার 'দঙ্গল', 'কেজিএফ ২' ও 'বাহুবলী ২'- এর রেকর্ড ভেঙে এবার কম সময়ে তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির জায়গা দখল করেছে 'গদর ২'।
চলচ্চিত্র বানিজ্য বিশ্লেষকদের মতে মুক্তির প্রথম সপ্তাহে 'গদর ২' আয় করেছিল ২৮৪.৬৩ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে সেই আয় নেমে দাঁড়ায় ১৩৪.৪৭ কোটি টাকা। তৃতীয় সপ্তাহের শুধুমাত্র শুক্রবারেই আয় করে ৭.১ কোটি টাকা, শনিবারে তা বেড়ে দাঁড়ায় ১৩.৭৫ কোটি টাকা এবং রবিবারে এই ছবির আয় হয় ১৬.১০ কোটি টাকা। এমনকি ছবি মুক্তির ১৮ দিনের মাথাতেও কোটির উপরেই আয় করছে এই ছবি। ১৮তম দিনেও সাড়ে চার কোটি টাকা আয় করেছে 'গদর ২'। সবমিলিয়ে ১৮ দিনের মাথায় ৪৬০.৫৫ কোটি টাকা আয় করেছে সানি দেওলের ছবি।
সাধারণ দর্শকতো বটেই, 'গদর ২' নিয়ে উচ্ছ্বসিত ছিলেন খোদ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এই ছবি দেখতে চেয়েছিলেন, আর সেই জন্য রাষ্ট্রপতি ভবনে বসেছিল 'গদর ২'- এর স্পেশাল স্ক্রিনিংয়ের আসর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও নিজ বাসভবনে এই ছবি দেখেছিলেন। চলচ্চিত্র বানিজ্য বিশ্লেষকদের মতে ধীরে ধীরে ৫০০ কোটির বক্স অফিস ক্লাবে ঢুকতে চলেছে 'গদর ২'। বিতর্ক থাকলেও একের পর এর পালক জুড়ছে এই ছবির মুকুটে। প্রশংসিত হয়েছে সানি দেওল ও অমিশা পাটেলের অভিনয়ও।
West-Bengal | Updated: 13:07 PM, Tue Aug 29, 2023
New Parliament Building: 'গদর ২'-এর মুকুটে নয়া পালক! নতুন সংসদ ভবনে ছবির প্রদর্শন
নিউজ ডেস্ক: দেশ জুড়ে ভালোই ব্যবসা করছে 'গদর ২'। দুই সপ্তাহের মধ্যে ৪০০ কোটির ব্যবসা করে ইতোমধ্যেই নজির তৈরি করেছে এই ছবি। বিতর্ক থাকলেও একের পর এর পালক জুড়ছে এই ছবির মুকুটে। প্রশংসিত হয়েছে সানি দেওল ও অমিশা পাটেলের অভিনয়ও। আর এই বার লোকসভায় দেখানো হবে 'গদর ২'। গুরদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওল। তাই সেই সূত্রেই সানি-সহ অন্যান্য় বেশ কিছু সাংসদের অনুরোধেই নাকি দেখানো হচ্ছে এই ছবি। আগামী ৩ দিন ধরে নতুন সংসদ ভবনে দেখানো হবে সানির ছবি।
ভারতীয় সিনেমায় ইতিহাসে 'গদর ২'-এর জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বলেই মনে করছেন নির্মাতারা। নতুন সংসদ ভবনে এই প্রথম কোনও ছবি দেখানো হচ্ছে। ২৫ অগাস্ট থেকে শুরু হবে এই ছবির প্রদর্শনী। চলবে মোট তিন দিন। এই তিন দিনে মোট ৫টি শোয়ের আয়োজন করা হয়েছে। নতুন সংসদ ভবনের বালযোগী অডিটোরিয়ামে এই ছবি দেখানো হবে।
এর আগে রাষ্ট্রপতি ভবনেও দেখানো হয়েছিল 'গদর ২'। মুক্তির দুইদিনের মাথায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু এই ছবি দেখার ইচ্ছে প্রকাশ করেন। তাঁর ইচ্ছেতেই রাষ্ট্রপতি ভবনে স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয় 'গদর ২'-এর। উপস্থিত ছিলেন ছবির অভিনেতা-অভিনেত্রী-পরিচালক সহ অন্যান্য কলাকুশলীরা। চলতি সপ্তাহেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লক্ষ্ণৌয়ে নিজ বাসভবনে এই ছবিটি দেখেন। সানি এবং অমিশা এই দিন সেখানে না থাকলেও উপস্থিত ছিলনে পরিচালক অনিল শর্মার ছেলে অভিনেতা উৎকর্ষ শর্মা ও অভিনেত্রী সিমরত কৌর।
West-Bengal | Updated: 12:31 PM, Sat Aug 26, 2023
National Film Awards: হাড্ডাহাড্ডি লড়াই আলিয়া-কঙ্গনার কার ঝুলিতে উঠবে সেরার শিরোপা?
National Film Awards: হাড্ডাহাড্ডি লড়াই আলিয়া-কঙ্গনার কার ঝুলিতে উঠবে সেরার শিরোপা?
নিউজ ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র জগতের বড়ো উৎসব ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে চলেছেন আলিয়া-কঙ্গনা সহ আরো অনেক বলি-টলি তারকারা। কার হাতে উঠবে সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরষ্কার তা নিয়ে ইতোমধ্য়েই শুরু হয়ে গিয়েছে জল্পনা। নমিনেশন হয়ে গিয়েছিল আগেই এবার পালা নাম ঘোষণার।
বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে অনুষ্ঠানটি শুরু হতে চলেছে। দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে একটি সাংবাদিক সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ৬৯ তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর লড়াইয়ে গত বছর থেকেই এগিয়ে ছিল দুটি নাম। আলিয়া ভাট ও কঙ্গনা রানাউত। গঙ্গুবাঈ কাথিয়াওয়ারি ও থালাইভি ছবি দুটির জন্য দুই অভিনেত্রীর নাম উঠে এসেছে নমিনেশনে। অন্যদিকে সরদার উধম ছবির জন্য ভিকি কৌশল ও ৮৩ ছবির জন্য় রণবীর সিং এগিয়ে রয়েছে সেরা অভিনেতা হওয়ার দৌড়ে।
গত বছর ৬৮তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরষ্কার পেয়েছিলেন অজয় দেবগন ও সুরিয়া। তানহাজি দ্য আনসাঙ ওয়ারিওর ছবিতে অভিনয়ের জন্য পুরষ্কার পেয়েছিলেন অজয়। অপরদিকে সুরোরাই পত্রু ছবির জন্য বেস্ট ফিচার ফিল্ম বিভাগে পুরষ্কার পেয়েছিলেন সুরিয়া। এই বছর জয় ভীম, মিন্নাল মুরালী, থালাইভি, সরদার উধম, ৮৩, পুস্পা দ্য রুল, শেরশাহের মতো ছবিগুলি নমিনেশন পেয়েছে।
West-Bengal | Updated: 17:03 PM, Thu Aug 24, 2023
Chandrayan 3 | Priyanka Chopra: চাঁদ ছুঁয়েছে চন্দ্রযান ৩, ইসরোকে শুভেচ্ছা বার্তা দেশি গার্লের
নিউজ ডেস্ক: ৪০ দিনের অপেক্ষার পরে বুধবারই নির্দিষ্ট সময় চাঁদে সফ্ট ল্যান্ডিং করে 'চন্দ্রযান ৩'। ইসরো জানায় চন্দ্রযান তিনের বাজেট ছিল মোটে ৬১৫ কোটি টাকা। অপরদিকে বলিউড ও হলিউডে সিনেমা তৈরীর বাজেট হয় এর থেকে বেশি। সম্প্রতি মুক্তি পেয়েছে আদিপুরুষ যার বাজেট ছিল ৭০০ কোটি টাকা। আবার হলিউডে এই অংক আরো অনেক বেশি। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল মহাকাশ অভিযান নিয়ে একটি ছবি 'গ্র্যাভিটি'। হলিউডের এই ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ৮২৬ কোটি টাকা। কিন্তু বাস্তবের মহাকাশ অভিযান সিনেমার থেকেও কম খরচে বাস্তবায়িত হয়ে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।
বুধবার, ২৩ আগস্ট, ঠিক সন্ধে ছ'টা চার মিনিটে চাঁদের মাটিতে পা রাখে চন্দ্রযান ৩। তারপর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসে যেতে থাকে ইসরো। সারা দেশের মানুষ তো বটেই, শুভেচ্ছা বার্তা আসতে থাকে বিদেশ থেকেও। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে শুভেচ্ছা জানায় বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও। বাদ জাননি প্রিয়াঙ্কা চোপড়াও। ওইদিন সন্ধ্যায় চন্দ্রযান ৩-এর ছবি এবং প্রজ্ঞান রোভারের ছবি ইনস্টাগ্রামে স্টোরিতে দেন তিনি। প্রিয়াঙ্কা লেখেন এই সাফল্যে তিনি ভীষণ গর্বিত এবং চন্দ্রযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাই।
চন্দ্রযান ৩ ল্যান্ড করার পরে তার মধ্যে থেকে বেরিয়ে আসে প্রজ্ঞান রোভার। শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে উত্তরণ করার পর ৪০ দিনের মাথায় চাঁদে অবতরণ করে চন্দ্রযান তিন। আমেরিকা, চিন এবং রাশিয়ার পরে ভারত চতুর্থ এমন দেশ যা চাঁদের মাটিতে পা রেখেছে। একই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়ে বিশ্বে প্রথম স্থান দখল করেছে ভারত। ১৪ দিন চাঁদের মাটিতে অনুসন্ধান চালাবে প্রজ্ঞান রোভার। অন্ধকারাচ্ছন্ন, জ্বালামুখে ভর্তি চাঁদের দক্ষিণ মেরু নিয়ে কৌতুহল ছিল দীর্ঘদিনের। এইবার সেই কৌতুহল মেটাতে প্রজ্ঞান রোভারের মুখ চেয়ে বসে আছে সারা বিশ্ব।
West-Bengal | Updated: 12:29 PM, Thu Aug 24, 2023
Tiger 3: ফাঁস 'টাইগার ৩'-এর গোপন দৃশ্য, শোরগোল সিনেপাড়ায়
নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই নতুন লুকে চমক দিয়েছিলেন বলিউডের ভাইজান। ন্যাড়া মাথায় দেখা গিয়েছিল তাঁকে। আর তাতেই ধরে নেওয়া হয়েছে 'তেরে নাম ২'-এর শুটিং শুরু করবেন তিনি। চলতি বছর প্রায় সবকটি ছবিই বক্স অফিসে লাভের মুখ দেখলেও শুরুতেই মুখ থুবড়ে পড়েছিল সলমন খানের ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'। চলতি বছরে মুক্তি পেতে চলেছে 'টাইগার ৩'। তাই সল্লু অনুরাগীদের মধ্য়ে উত্তেজনা তুঙ্গে। এর মাঝেই ফাঁস হয়ে গিয়েছে সেই ছবির শুটিংয়ের একটি দৃশ্য।
ভাইরাল হওয়া সেই দৃশ্যটি একটি গানের দৃশ্য। টাইগার ফ্র্যাঞ্চাইজির একটি অন্যতম জনপ্রিয় গান হল 'মাশাআল্লা'। সূত্রের খবর সেই গানটিকে ফের নতুন মোড়কে দর্শকদের উপহার দিতে চলেছে এই ছবিতে। নতুন মেজাজে ভীষণ এনার্জেটিক ভঙ্গিতে নাচতে দেখা গিয়েছে ক্যাটরিনাকে। এই দৃশ্য তাই প্রকাশ্যে আসার পরেই সলমন-ক্যাটরিনাকে নিয়ে উৎসাহী দর্শকরা। টাইগার আর জোয়াকে ফের একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন তাঁরা।
শাহরুখ খানের 'পাঠান' রমরমা ব্যবসা করেছিল। তাতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সলমনকে। এবার 'টাইগার ৩'-তে ক্যামিও চরিত্রে দেখা যাবে বাদশাকে। এক পর্দায় তাঁদের দুজনের অ্যাকশন দেখে হলে গলা ফাটিয়েছিল দর্শকরা। তাই এইবার নির্মাতারা সেই অ্যাকশনে কোনো খামতি না রাখতে চাননা। তাই হলিউড থেকে 'অ্য়াভেঞ্জার্স: এন্ডগেম'- এর অ্যাকশন ডিরেক্টরকে নিয়ে আসছেন প্রযোজক আদিত্য চোপড়া।
West-Bengal | Updated: 15:52 PM, Wed Aug 23, 2023
Srabanti Chatterjee: মহাকাশে নাম লেখালেন শ্রাবন্তী! চন্দ্রযানের আগেই পাড়ি দিয়ে তারা ধরলেন অভিনেত্রী
নিউজ ডেস্ক: বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের চেয়েও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকেন তিনি। আবার মাঝে মধ্য়ে বিতর্কেও জড়িয়ে পড়েন। বার বার সম্পর্কে জড়ানো ও তিন বার বিয়ে ভাঙার পরে তাঁর যেকোনো পোস্টই সোশ্যাল মিডিয়াতে হট কেক হয়ে দাঁড়ায়। তাঁর জীবন নিয়ে বাইরের দুনিয়ার যতই মাথা ব্যাথা থাকুক না কেন নিজের জীবনে বিন্দাস তিনি। বাইরের কোনো সমালোচনা তাঁকে ছুঁতে পারে না তা তাঁর সোশ্যাল মিডিয়া দেখেই বোঝা যায়। তবে এই বার সকলকে অবাক করে দিয়ে জন্মদিনে মহাকাশ পাড়ি দিলেন তিনি।
এই মুহূর্তে মহাকাশে চাঁদের মাটিতে পা দিতে অপেক্ষা করছে চন্দ্রযান ৩। কিন্তু তার আগেই মহাকাশে পৌঁছে তাক লাগিয়ে দিলেন এই টলি ডিভা। নিজের সোশ্যাল মিডিয়াতে এই সুখবর জানান তিনি। তা নিয়েই বুধবার সকাল থেকে রীতিমতো সরগরম টলিপাড়া। ১৩ অগাস্ট ছিল তাঁর জন্মদিন। সেই সূত্রে তাঁর জোডিয়াক সাইন বা রাশি হচ্ছে লিও বা সিংহ। জন্মদিনকে স্পেশাল বানানোর বিশেষ উদ্যোগ নিয়েছিলেন তিনি। 'স্টারাকল ইন্টারন্যাশনাল স্টার ডিরেকটরি'র একটি সংশাপত্র প্রকাশ করে তিনি লেখেন যে তাঁর নাম অনুসারে একটি তারার নামকরণ করা হয়েছে।
'লিও কনস্টেলেশন' নক্ষত্রপুঞ্জে অবস্থিত একটি গ্রহের নামকরণ করা হয়েছে 'শ্রাবন্তী'। অভিনেত্রীর পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে শ্রাবন্তী নামাঙ্কিত ওই নির্দিষ্ট নক্ষত্রের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। এছাড়াও সংশাপত্রে বলা যে ২৮ জুলাই ২০২৩ সাল থেকে নিম্নে উল্লিখিত তারার নাম রাখা হয়েছে শ্রাবন্তী। ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে শুরু করে তাঁর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন এই সাফল্যের জন্য। ২০২৪ সালে দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। প্রথমবার জিতুর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
West-Bengal | Updated: 12:28 PM, Wed Aug 23, 2023
Pori Moni: পরীমণির সঙ্গে দাম্পত্য কলহের জেরে চোট? সত্য সামনে আনলেন রাজ নিজেই
নিউজ ডেস্ক: বাংলাদেশের তারকা জুটি পরীমণি ও শরিফুল রাজ, প্রতিদিনই কোনো না কোনো কারণে খবরের শিরোনামে থাকেন তাঁরা। কখনো তাঁদের বৈবাহিক অশান্তির জের আবার কখনো তাঁদের ছেলে রাজ্যর অসুস্থতার কারণে হাসপাতালে ছোটাছুটির খবর। সবেতেই শিরোনামে উঠে আসেন তাঁরা। কিন্তু এইবার একসঙ্গে হাসপাতালে ভরতি এই দম্পতি। জানা গিয়েছে শুক্রবার থেকে জ্বরে কাবু পরীমণি। অন্যদিকে ওই দিনেই আহত রাজ। রাজের একটি রক্তাক্ত ছবি প্রকাশ পেলে গুজব রটে এক ছবি নির্মাতার অফিসে কথাকাটাকাটি হয় তাঁদের। এরপরেই তা হাতাহাতির পর্যায়ে চলে গেলে একসময় আহত হন রাজ।
ছেলের জন্মদিনের পরেই সব মনোমালিন্য কাটিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন রাজ-পরীমণি। হাসি মুখে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায় তাঁদের। কিন্তু তারপরেই এই তারকা দম্পতির হাসপাতালে ভরতির খবরে বেড়েছে জল্পনা। বে পরীমণি একা নন। তাঁর সঙ্গে হাসপাতালে ভরতি আরেক জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও। একসঙ্গে হাত ধরে পরীমণি ও তমা ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
স্পষ্টভাবে কোনো উত্তর না মেলায় শারীরিক নিগ্রহের জল্পনা উঠে এসেছিল। কিন্তু এইবার এই সব গুজব উড়িয়ে দিয়ে মুখ খুললেন শরিফুল রাজ নিজেই। বাংলাদেশি সংবাদমাধ্যম যুগান্তর-কে তিনি জানান ১৭ অগাস্ট সড়ক দুর্ঘটনার মুখে পড়েন তিনি। ঢাকার কাছে তেজগাঁও এলাকায় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে শরিফুলের গাড়ির। তাতেই গাড়ির কাচ ভেঙে আঘাত লাগে তাঁর। ডাক্তারদের কথামতো এখন বিশ্রাম নিচ্ছেন তিনি। সেই সঙ্গে এটিও বলেন যে পরীমণির সঙ্গে দাম্পত্য কলহের মতো কোনো ঘটনা ঘটেনি। এমনকি পুরোটাই কেবল গুজব।
West-Bengal | Updated: 16:53 PM, Tue Aug 22, 2023
Chandrayaan-3: চন্দ্রযান ৩-কে নিয়ে মজা করার শাস্তি! আটক অভিনেতা প্রকাশ রাজ
নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান ৩। শুধু গোটা ভারতই নয় সারা বিশ্ব তাকিয়ে রয়েছে ইসরোর দিকে। ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফ্ট ল্যান্ডিং করার কথা থাকলে মসৃণ জায়গা খুঁজে না পাওয়ায় সময় নিচ্ছেন বিজ্ঞানীরা। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সাফল্যের জন্য গোটা দেশ যখন উন্মুখ হয়ে আছে, তখনই চন্দ্রযান ৩-কে নিয়ে মজা করার জন্য আটক হলেন অভিনেতা তথা রাজনীতিবিদ প্রকাশ রাজ।
সোশ্যাল মিডিয়াতে চন্দ্রযান ৩ নিয়ে একটি কার্টুন পোস্ট করে বসেন প্রকাশ। তাতে দেখা যাচ্ছে কৃষ্ণকায় এক চা বিক্রেতা এক মগ থেকে অন্য মগে অদ্ভুদ কায়দায় চা ঢালছেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন 'বিক্রম ল্যান্ডারের পাঠানো চাঁদের প্রথম ছবি'। সেই ছবি দেখেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। চূড়ান্ত ট্রোলিং হতে হয় তাঁকে। পাল্টা যুক্তি দিলেও তা ধোপে টেকেনা। এবার দিন পেরোতেই তাঁকে আটক করে কর্ণাটকের পুলিশ।
চন্দ্রযান ৩ নিয়ে কুৎসা করার জন্য তাঁর নামে অভিযোগ জমা হয়েছে বলেই জানান কর্ণাটকের বাগালকোট জেলার পুলিশ। কয়েকটি হিন্দু সংস্থার নেতারা প্রকাশ রাজের বিরুদ্ধে বাগালকোটের বনাহাট্টি থানায় অভিযোগ জানান বলেই পুলিশ সূত্রে খবর। তাঁরা প্রকাশের বিরুদ্ধে পুলিশকে পদক্ষেপ নিতেও অনুরোধ করে। তাঁদের মতে এই মিশনের সঙ্গে অনেকগুলি মানুষের অক্লান্ত পরিশ্রম জুড়ে রয়েছে। সারা দেশের মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে সাফল্যের জন্য। সেক্ষেত্রে এমন ঘটনা নিন্দনীয়। অভিযোগ পেয়ে মঙ্গলবারই অভিনেতাকে আটক করে পুলিশ।
West-Bengal | Updated: 13:51 PM, Tue Aug 22, 2023
Nick Jonas: গানের সময় ঘড়ি ছোড়া হল প্রিয়াঙ্কার স্বামীর দিকে, পাল্টা জবাব দিলেন নিক
নিউজ ডেস্ক: সঙ্গীতের সঙ্গে আত্মার যোগ স্থাপন করেন সঙ্গীত শিল্পীরা। প্রেমে পড়া হোক বা প্রেম ভাঙা, মনে রঙিন প্রজাপতি উড়ে বেড়ানো হোক বা মন খারাপের রাত- সবটুকু জুড়ে থাকে গান। আর সেই গান পৌঁছে দেন শিল্পীরা। তাই গানের চেয়ে শিল্পীদের প্রতি ভালোলাগা হয় অনেক বেশি জোরালো। ধরা ছোঁয়ার বাইরে থাকা এই শিল্পীদের কাছ দেখার সৌভাগ্য হলে অনেকেই তাই ঠিক রাখতে পারেননা নিজেদের। হঠাৎই এমন আচরণ করে ফেলেন যা অপ্রীতিকর ঘটনা তৈরি করে। তাঁদের সেই সব আচরণে মেজাজও হারিয়ে ফেলেন গায়ক-গায়িকারা।
বেশ কিছুমাস আগেই অরিজিৎ সিংয়ের কনসার্টেও এমন ঘটনা ঘটে। মঞ্চে গান চলাকালীন অরিজিতের হাত ধরে টানাটানি করতে দেখা যায় এক অনুরাগীকে। ঠান্ডা ও অথচ কড়া ভাষায় সেই অনুরাগীকে তিনি বলেন এমন আচরণ মেনে নেওয়া যায় না। শুধুমাত্র অরিজিৎই নয়, আমেরিকান পপ গায়িকা কার্ডি বি-এর কনসার্টেও অদ্ভুদ আচরণ করে বসেন এক অনুরাগী। গানের মাঝেই কার্ডি বি-কে লক্ষ্য করে পানীয় ছুড়ে মারেন এক ব্যক্তি। তাতেই রেগে গিয়ে পাল্টা মাইক ছুড়ে মারেন তিনি।
আর এবার জোনাস ব্রাদার্সের কনসার্টেও একাধিকবার দেখা যাচ্ছে এমন দৃশ্য। টরোন্টোতে জোনাস ব্রাদার্সের কনসার্ট চলাকালীন নিক জোনাসের দিকে রিস্ট ব্যান্ড ছুড়ে মারেন এক ব্যক্তি। সোজা বুকে এসে লাগে সেই ঘড়ি। মুখে কিছু না বললেও নিক তার দিকে তাকিয়ে আঙুল নাড়িয়ে এমনটা করতে বারণ করেন তিনি। এর আগেও তার দিকে অন্তর্বাস ছুড়ে মারেন এক তরুণী। ওই দিন অনুষ্ঠানে স্বামীর শো দেখতে প্রিয়ঙ্কাও উপস্থিত ছিলেন।
West-Bengal | Updated: 18:03 PM, Mon Aug 21, 2023
Pori Moni: রাজ-পরীমণির রক্তারক্তি কাণ্ডে বাড়ছে জল্পনা! একসঙ্গে হাসপাতালে কেন তমাও?
নিউজ ডেস্ক: প্রতিদিনই কোনো না কোনো কারণে খবরের শিরোনামে থাকেন বাংলাদেশের তারকা জুটি পরীমণি ও শরিফুল রাজ। কখনো তাঁদের বৈবাহিক অশান্তির জের আবার কখনো তাঁদের ছেলে রাজ্যর অসুস্থতার কারণে হাসপাতালে ছোটাছুটির খবর। সবেতেই শিরোনামে উঠে আসেন তাঁরা। কিন্তু এইবার একসঙ্গে হাসপাতালে ভরতি এই দম্পতি। জানা গিয়েছে শুক্রবার থেকে জ্বরে কাবু পরীমণি। অন্যদিকে ওই দিনেই আহত রাজ। রাতে রাজের একটি রক্তাক্ত ছবি প্রকাশ পায়। জানা গিয়েছে মাথায় চোট লেগে সেলাই পড়েছে তাঁর।
ছেলের ধুমধাম করে জন্মদিন পালনের পরেই সব মনোমালিন্য কাটিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন রাজ। হাসি মুখে ছেলের জন্মদিনের কেক কাটতেও দেখা যায় তাঁদের। কিন্তু তারপরেই কী ঘটল যে হাসপাতালে এই তারকা দম্পতি? স্পষ্টভাবে কোনো উত্তর না মেলায় শারীরিক নিগ্রহের জল্পনা উঠে আসছে। তবে পরীমণি একা নন। তাঁর সঙ্গে হাসপাতালে ভরতি আরেক জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও। একসঙ্গে হাত ধরে পরীমণি ও তমা ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
তাঁদের দুইজনের হাতে স্যালাইনের ক্যানুলা করা। ছবির পোস্টে পরীমণি লেখেন আমরা 'পরীতমা'। যদিও বাংলাদেশি সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন যে শরিফুল কোথায় তা তিনি জানেন না। জ্বরের কারণে হাসপাতালে ভরতি তিনি। যদিও তাঁর এই যুক্তি মানতে নারাজ একাংশ। সংবাদমাধ্যম সূত্রের খবর ছবি নির্মাতা রায়হান রাফির অফিসে ফের ঝগড়া হয় রাজ-পরীর। একসময় সেটাই হাতাহাতির রূপ নেয়, আর তাতেই আহত হন রাজ। আর তাঁদের মাঝে পড়ে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী তমা মির্জাও।
যদিও তমা প্রসঙ্গ উঠে আসার পরেই নিজের মতামত জানান তমা। ঘটনার দিন, ১৮ অগাস্ট, পরীমণির সঙ্গে দেখা করার কথা থাকলেও জ্বরের কারণে দেখা করতে পারননি তমা। তার কিছুক্ষণ পরেই জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি হন তিনি। রাজ-পরীর ঘটনার আশেপাশেও ছিলেন না বলেই জানিয়েছেন তমা। ওই দিন হাসপাতালে ভরতির পরে জানতে পারেন পরীমণিও হাসপাতালে ভরতি। হুইলচেয়ারে করে তমার কেবিনে তাঁকে দেখতে এসেই ছবি তুলেছিলেন দুই অভিনেত্রী। বিতর্কিত এই তারকা দম্পতির হাসপাতালে ভরতি নিয়ে জলঘোলা হলেও এখনো তাঁদের তরফে কোনো বক্তব্য প্রকাশ্যে আসেনি।
West-Bengal | Updated: 15:05 PM, Mon Aug 21, 2023
Sunny Deol: একদিন পরেই প্রত্যাহার ভিলার নিলাম, কোন কারণে পার পেলেন সানি?
নিউজ ডেস্ক: মুক্তি পাওয়ার পর থেকেই হল কাঁপাচ্ছে সানি দেওল ও অমিশা প্যাটেল অভিনীত ছবি 'গদর ২'। একদিকে ছবির তুমুল সাফল্য নিয়ে খুশি হলেও এরমধ্য়েই মাথায় হাত পরে সানির। কারণ তিনি নোটিশ পান নাকি তাঁর জুহুর বাংলো, 'সানি ভিলা' নিলামে উঠতে চলেছে। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে 'গদর২'। কিন্তু তাতেও নাকি ৫৫ কোটি টাকা ঋণ নিয়ে সেই টাকা ফেরৎ দিতে পারেননি অভিনেতা। আর তাতেই ৫৬ কোটি টাকার পরিবর্তে মুম্বইয়ের জুহুতে অবস্থিত সানির বিলাস বহুল সানি ভিলা নিলামে তোলার নোটিশ জারি করে একটি ব্যাঙ্ক।
২০ আগস্ট এই নোটিশ জারি করেছিল এই সংশ্লিষ্ট ব্যাঙ্ক। ব্যাঙ্কের নোটিশে বলা হয়েছে বলা হয়েছে যে ৫৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন সানি। কিন্তু সময়মতো তা ফেরত দিতে পারেননি। ফলে ঋণের টাকা ফেরত নিতে সানির বাংলো নিলামে তোলার বন্দোবস্ত করে ব্যাঙ্ক। আগামী ২৫ আগস্ট নিলামে ওঠার কথা ছিল সানির বাংলো।
তবে সোমবারেই সানি ভিলা নিলামের সংশোধনী নোটিশ জারি করে ওই ব্যাঙ্ক। জানায় যে ওই ভিলা নিলাম প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের নোটিশ জারি হওয়াতে স্বস্থিতে সানি। জানা গিয়েছে যে যান্ত্রিক গোলোযোগের কারণে এই নিলাম খারিজ করা হয়েছে। এছাড়াও প্রত্যাহারের বিবৃতিতে নেপথ্যের আরো অনেক কারণ দর্শিয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কটি।
তবে বক্স অফিসে এই মুহূর্তে দাপটের সঙ্গে রাজ করছে সানি দেওল ও অমিশা প্যাটেল অভিনীত ছবি 'গদর ২'। মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে 'গদর ২'। দ্বিতীয় সপ্তাহ শেষেই প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবি। চলতি সপ্তাহেই ৪০০ কোটির ক্লাবে ঢুকে যাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।
West-Bengal | Updated: 12:32 PM, Mon Aug 21, 2023
Manipur: মণিপুরে ২৫ বছর পর স্বাধীনতা পেল হিন্দি সিনেমা! নিষেধাজ্ঞা উড়িয়ে প্রদর্শিত হল 'উরি'
নিউজ ডেস্ক: দু'দশক পরে মণিপুরে প্রদর্শিত হল হিন্দি সিনেমা। ১৯৯৮ সালে শেষবারের মতো হিন্দি সিনেমা দেখেছিল মণিপুরের জনতা। ২০০২ সালে 'পিপলস লিবারেশন আর্মি'র রাজনৈতিক শাখা 'দ্য রেভলিউশনারি পিপলস ফ্রন্ট' মণিপুরে হিন্দি ছবি প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি করে। এই শাখা এখন নিষিদ্ধ হয়ে গেলেও গত ২৩ বছর ধরে মণিপুরে বন্ধই ছিল হিন্দি ছবি দেখানো। এই বছর ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সেই নিষেধাজ্ঞা ভেঙে হিন্দি ছবি প্রদর্শন করা হলো মণিপুরে।মঙ্গলবার মণিপুরের চূড়াচাঁদপুর জেলার একটি অস্থায়ী ওপেন এয়ার থিয়েটারে চলল ভিকি কৌশল অভিনীত ছবি 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'। ছবিটি দেখতে হাজির হয়েছিলেন ওই এলাকার বহু মানুষ।
ছবিটি প্রদর্শনের আয়োজন করে 'হমার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন'। ছবি স্ক্রিনিং এর দিন এই সংস্থার তরফে বলা হয় যে, মেইতেই প্রধান সন্ত্রাসবাদী গোষ্ঠী 'দ্য রেভলিউশনারি পিপলস ফ্রন্ট' এর নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতেই ফের ছবি প্রদর্শন করে তাঁরা। শেষবার ১৯৯৮ সালে করণ জোহর পরিচালিত এবং শাহরুখ খান, কাজল ও রানী মুখোপাধ্যায় অভিনীত ছবি 'কুছ কুছ হোতা হে' প্রদর্শিত হয়েছিল মণিপুরে। অবশেষে ২৫ বছর পর ফের মণিপুরে হিন্দি ছবি পা রাখল। কুকি উপজাতির ওই ছাত্র সংগঠনের দাবি মেইতেই গোষ্ঠীর দীর্ঘদিনের দেশবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং নিজেদের দেশ ভক্তির দৃষ্টান্ত রাখতে হিন্দি ছবি দেখানোর বন্দোবস্ত করেন তাঁরা।
বিগত তিন মাস যাবত অশান্ত মণিপুর। মণিপুরের জনজাতি গোষ্ঠীগুলির মধ্যে গোষ্ঠী সংঘর্ষে জেরবার সেখানকার নাগরিক জীবন। বারে বারে উঠে আসছে একাধিক হিংস্র ঘটনার চিত্র। মেইতেই উপজাতি এবং কুকি উপজাতি সংঘর্ষে রক্তাক্ত হয়েছে এই পার্বত্য রাজ্য। সরকারি হিসেবে নিহতের সংখ্যা ১৬০। হিংসার জেরে ঘর ছাড়া প্রায় ষাট হাজার মানুষ।
West-Bengal | Updated: 17:43 PM, Wed Aug 16, 2023
Alia Bhatt: 'মুছে ফেল, মুছে ফেল!' আলিয়ার লিপস্টিক দেখলেই কেন এমন বলেন রণবীর?
নিউজ ডেস্ক: 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবিতে আলিয়ার লুক প্রকাশ্যে আসার পর থেকেই ট্রেন্ডিং-এ রয়েছে তাঁর মেকআপ লুক। কখনো তিনি দেখাচ্ছেন কীভাবে পর্দার রানির মতো করে সাজতে হবে আবার কখনো শেখাচ্ছেন 'নো মেকআপ মেকআপ লুক'। সবমিলিয়ে মোটামুটি নেটদুনিয়ায় এই মুহূর্তে তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। কিন্তু এর মধ্যেই এক কাণ্ড বাধিয়ে বসেছেন রণবীর ঘরণী। মেকআপ লুকের এমনই এক ভিডিয়োর সময় তাঁর মন্তব্য ঘিরে কটাক্ষের মুখে পড়েছেন পতি-পত্নী দুজনেই।
'ভোগ ইন্ডিয়া'র ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করা ভিডিয়োতে ন্যুড মেকআপ শেখাচ্ছিলেন আলিয়া ভাট। 'হার্ট অফ স্টোন' ছবিটিতে তাঁর এই লুকটিই দেখা গিয়েছে। ফাউন্ডেশন ছাড়াই অল্প সময়ে গ্ল্যামলুক কীভাবে তৈরি করা যায় সেই টিপস দিচ্ছিলেন তিনি। আর তাতেই তিনি দেখিয়েছেন বিশেষ ভাবে লিপস্টিক পরার কায়দা। সাধারণত লিপস্টিক পরার সময়ে ঠোঁটের উপর লিপস্টিক লাগানো হয়। কিন্তু আলিয়া করেন এর উল্টো। লিপস্টিকে ঠোঁট ঘষেন তিনি।
এই বিষয়টি দেখানের পরে তিনি আঙুল দিয়ে ঘষে অর্ধেক লিপস্টিক তুলে ফেলেন যাতে ঠোঁটে কোনো লিপস্টিক আছে তা বোঝা না যায়। এই প্রসঙ্গে তিনি নিজের স্বামীর সম্পর্কে বলেন যে বিয়ের আগে এবং এখনও আলিয়া ঠোঁটে লিপস্টিক লাগালে রণবীর তা মুছে ফেলতে বলেন। কারণ হিসেবে তিনি বলেন যে স্ত্রীর ঠোঁটের স্বাভাবিক রংটিই বেশি পছন্দ করেন তিনি। এর পরেই ধেয়ে আসে কটাক্ষ। নেটিজেনদের মতে আলিয়াকে একপ্রকার কন্ট্রোল করে রণবীর। তাঁকে 'রেড ফ্ল্যাগ' বলেও দাগিয়ে দেন অনেকেই।
আবার অনেকের মতে স্বামীকে বেশিই গ্লোরিফাই করেন তিনি। প্রসঙ্গত, কিছুদিন আগেই রণবীর আলিয়ার বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত। 'মুভি মাফিয়া' নামে করণ জোহরকে ইঙ্গিত করে তিনি বলেন যে ওঁর জন্যই বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল রণবীরকে। 'পাপা কি পরি' ওরফে আলিয়া ভাটকে বিয়ে করার জন্য 'ব্রহ্মাস্ত্র' ছবির অফার করা হয়েছিল তাঁকে। বিয়ে ভেঙে বেরিয়ে আসতে চাইছেন রণবীর, নাম না করে এমনটাও বলেছিলেন তিনি। এবার আলিয়ার কথায় সেই জল্পনাই উস্কে দিল কি?
West-Bengal | Updated: 14:03 PM, Wed Aug 16, 2023
The Elephant Whisperers': অস্কার পেয়েও মেলেনি পারিশ্রমিক! প্রাপ্য বুঝে নিতে আইনি পথে হাঁটলেন মাহুত দম্পতি
নিউজ ডেস্ক: চলতি বছরের অস্কার মঞ্চে ভারতীয় চলচ্চিত্রের গুণে মুগ্ধ হয়েছে গোটা দুনিয়া। অস্কারের মঞ্চে জায়গা করে নিয়েছিল দক্ষিণী সিনেমার গান সহ স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র। স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে সেরার শিরোপা জিতে নেয় 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' ছবিটি। গত মার্চ মাসে হয়ে গিয়েছে অস্কারের অনুষ্ঠান। স্মারক গ্রহণ করেছিলেন পরিচালক কার্তিকি গনসালভেস ও প্রযোজক গুনীত মোঙ্গা। দেশে ফিরলে সেই স্মারক তুলে দেন গজরাজের মাহুত দম্পতির হাতে। যাদের জন্যই এই সফল তথ্যচিত্র।
তবে সম্প্রতি নির্মাতাদের প্রতি অভিযোগ এনেছিলেন ওই মাহুত দম্পতি। বোমান ও বেলির দাবি, অস্কার পাওয়ার পাঁচ মাস কেটে গেলেও ন্যায্য পারিশ্রমিক পাননি তাঁরা। আর এইবার ন্যায্য প্রাপ্য পাওয়ার জন্য আইনি নোটিশ পাঠালেন পরিচালককে। ওই নেটিশে বলা হয়েছে যে বোমান ও বেলিকে থাকার জন্য উপযুক্ত বাড়ি, যেকোনো জায়গায় চালানো যাবে এমন গাড়ি ও পারিশ্রমিক স্বরূপ ন্যায্য অর্থ দেওয়া হবে। যদিও নির্মাতারা কত টাকা দেবেন তা খোলসা করে বললেননি সেই সময়। বলা হয়েছিল ওই তথ্যচিত্র থেকে একটি লভ্যাংশ দেওয়া হবে তাঁদের। সেই ছবি ভালো ব্যবসা তো বটেই, অস্কারও জিতে গিয়েছে। কিন্তু এখনো অবধি তাঁদের পারিশ্রমিক মেটাননি নির্মাতারা।
তামিলনাড়ুর মুদুমালাই অঞ্চলের বাসিন্দা বোমান ও বেলি। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন এক হস্তীশাবককে। তারপর সন্তান স্নেহে বড়ো করে তুলেছিলেন ওই হস্তীশাবক রঘুকে। পরে আরো এক হস্তীশাবক, আম্মু আসে তাঁদের কোলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বোমান জানান, অস্কার জয়ের পর থেকে তাঁদের পাত্তা দেয়নি নির্মাতারা। বারবার অনুরোধ করা সত্ত্বেও পারিশ্রমিক দেননি তাঁরা। কার্তিকীকে ফোন করলে পরে ফোন করবেন বলে কেটে দেন কিন্তু একদিন একদিন করে কেটে গিয়েছে পাঁচ মাস। যদিও এই অভিযোগ নাকচ করেছেন নির্মাতারা। তাঁরা বলেন পারিশ্রমিক আগেই দিয়ে দিয়েছেন তাঁদের।
West-Bengal | Updated: 13:44 PM, Tue Aug 08, 2023
Kangana Ranaut: চন্দ্রমুখী হয়ে ভয় দেখাতে আসরে কঙ্গনা, প্রকাশ পেল দুর্ধর্ষ 'লুক'
নিউজ ডেস্ক: বলিউডের বিতর্কের কুইন বলা হলেও শিরোনামে না থাকলে বোধহয় অস্বস্থি হয় তাঁর। তাই মাঝে মধ্যেই নানানরকম মন্তব্য করে বসেন তিনি। যদিও এইবার ফের শিরোনামে এসেছেন তিনি। কারণ যদিও ভিন্ন। তাঁর নতুন ছবির লুক প্রকাশ্যে এসেছে শনিবার। চরিত্রটি দর্শকদের বেশ পছন্দের। দক্ষিণী হরর ছবি চন্দ্রমুখী মন জয় করেছিল সকলের। এবার চন্দ্রমুখী ২ ছবিতে সেই চরিত্রেই দেখা যাবে কঙ্গনাকে।
সুপারহিট তামিল ছবি চন্দ্রমুখীতে অভিনয় করে মন জয় করেনিয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা। সেই চরিত্রের হিন্দি রিমেকে নজর কেড়েছিলেন বিদ্যা বালন। ২০২২ সালে হিন্দি ছবিটির সিক্যুয়েলে অভিনয় করেছিলেন তাব্বু। এইবার সুপারহিট তামিল ছবিটির সিক্যুয়েলে চন্দ্রমুখীর চরিত্রে মুখ্য় ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।
নতুন এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পি বাসু। প্রযোজনা করছে লাইকা প্রযোজনা সংস্থা। সিনেমাটির প্রথম ছবিতে কঙ্গনাকে শাড়ি-গয়নাতে নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে। ছবিতে একটি রাজকীয় ভাব প্রকাশ পাচ্ছে। এক ঝলকেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থীর দিন মুক্তি পেতে চলেছে এই ছবি। তামিলের পাশাপাশি হিন্দি, তেলুগু ও মালায়লম ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। কঙ্গনার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার রাঘব লরেন্সও।
West-Bengal | Updated: 17:12 PM, Sat Aug 05, 2023
OMG 2: বিপদে পঙ্কজ ত্রিপাঠি! রক্ষাকর্তা রূপে এলেন অক্ষয়, মুক্তি পেল 'ওএমজি ২'- এর ট্রেলার
নিউজ ডেস্ক: সেন্সর বোর্ডের বাধা নিষেধের বেড়াজাল কাটিয়ে অবশেষে মুক্তি পেল অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠি অভিনীত ছবি 'ওএমজি ২'-এর ট্রেলার। বুধবারই এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার কথা ছিল। কিন্তু ইতোমধ্যেই খবর আসে শিল্প নির্দেশক নীতীন দেশাই প্রয়াত হয়েছেন। তাঁকে শ্রদ্ধা জানিয়ে অক্ষয় টুইট করেছিলেন, মর্মান্তিক এই ঘটনার ফলে বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার সকাল ১১ টায় মুক্তি পাবে এই ছবির ট্রেলার।
সেন্সর বোর্ডের নির্দেশে অক্ষয়কে শিবের পরিবর্তে শিবের দূত হিসেবে দেখিয়েছে এই ছবিতে। ট্রেলারের শুরুতেই দেখা যায় যে, মহাদেব নন্দীকে নির্দেশ দিচ্ছেন তাঁর ভক্ত কান্তি শরণ মুদগল বিপদে পড়েছেন, তাঁকে সাহায্য করতে কোনো দূতকে পাঠাতে। আগের ছবি 'ওএমজি'-তে নাস্তিক হিসেবে দেখানো হয়েছিল পরেশ রাওয়ালকে। তবে এইবার আস্তিক পঙ্কজ ত্রিপাঠী। শিবভক্ত পঙ্কজ ত্রিপাঠি নিজের ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে মহাদেবের দ্বারস্থ হয়। তখনই দেখা যায় অক্ষয় কুমারকে।
শিবের দূত হিসেবে ডেডলকে নতুন লুকে ধরা দিয়েছেন অক্ষয়। অন্যদিকে দাপুটে আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছে ইয়ামি গৌতমকে। অমিত রাই পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে নির্ধারিত দিনেই। ১১ আগস্ট দেশজুড়ে মুক্তি পাবে 'ওএমজি ২'। এই একই দিনে মুক্তি পাচ্ছে সানি দেওলের 'গদর ২'। আবার বাংলায় ওই দিনেই মুক্তি পাচ্ছে আরো দুটি ছবি। দেবের 'ব্যোমকেশ ও দূর্গ রহস্য' এবং মধুমিতা-অপরাজিতার 'চিনি ২'। বক্স অফিসে জোরদার রেষারেষি থাকবে বলেই আশা করা যাচ্ছে।
West-Bengal | Updated: 17:55 PM, Thu Aug 03, 2023
Gadar 2: সেন্সর বোর্ডের কাঁচি 'গদর: ২'-তেও! বাদ অ্যাকশন দৃশ্য সহ গীতা-কোরানের সংলাপ
নিউজ ডেস্ক: চলতি মাসে মুক্তি পেতে চলেছে একাধিক হিট ছবির সিক্যুয়েল। ২০০১ সালে মুক্তি পেয়েছিল সানি দেওল ও অমিশা প্যাটেল অভিনীত ছবি 'গদর: এক প্রেম কথা'। সেই সময় তুমুল জনপ্রিয় হয়েছিল ওই ছবি। এবার সেই ছবিরই পরবর্তী অংশ আসতে চলেছে। নাম, 'গদর: দ্য কথা কন্টিনিউজ'। মুক্তির জন্য বাকি মাত্র ৯ দিন। এর মধ্যেই ছবির বেশ কিছু অংশে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড।
একই দিনে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের 'ওএমজি: ২'-ও। আদিপুরুষ নিয়ে সেন্সর বোর্ডের প্রতি ক্ষোভের পরে বেশি সতর্কতা নিচ্ছেন বোর্ডের কর্মকর্তারা। ফলে ধর্মীয় ভাবাবেগ ও দাঙ্গা-রাজনীতি ইত্যাদি বিষয়গুলি খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন তাঁরা। 'গদর' ও 'গদর: ২' দুটি ছবিতেই ভারত-পাক সম্পর্ক নিয়ে বেশ কিছু বিষয়বস্তু রয়েছে। আগের ছবির প্রেক্ষাপট ১৯৪৭ সালের সময়কার হলেও এইবার সেই সময় এগিয়ে গিয়েছে ২০ বছর। অর্থাৎ, সত্তরের দশকের পরিস্থিতিতে এগোবে ছবির গল্প।
প্রথম ছবিতে নিজের স্ত্রী সাকিনাকে ভারতে ফিরিয়ে আনতে ছবির নায়ক সানি ওরফে তারা সিংহ পাড়ি দেয় পাকিস্থানে। সেখানে গিয়ে একাই হইচই ফেলে দেয়। দেখা গিয়েছিল মারাত্মক অ্য়াকশন দৃশ্য, সানির মুখে ছিল মারকাটারি সব ডায়লগ। এমনকী দাঙ্গার দৃশ্যও ছিল। তবে এইবার সেই সব সাম্প্রদায়িক দৃশ্য বাদ দিয়েছে সেন্সর বোর্ড। গীতা ও কোরান থেকে নেওয়া সংলাপগুলিও বাদ পড়েছে ছবি থেকে। ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। দেশ জুড়ে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'গদর: ২', শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম বুকিংও। সবশেষে 'ইউ/এ' শংসাপত্র পেয়েছে এই ছবি।
West-Bengal | Updated: 17:48 PM, Thu Aug 03, 2023
Hrithik Roshan-Saba Azad: ছুটির মুডে হৃতিক, প্রেমিকের মিষ্টি ছবি ছবি পোস্ট সাবার
নিউজ ডেস্ক: ছুটির মুডে বলিউডের গ্রিক গড। প্রেমিকা সাবা আজাদকে নিয়ে বেড়াতে গিয়েছেন তিনি। গন্তব্য দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা। সোশ্য়াল মিডিয়ায় প্রায়শয়ই অ্যাকটিভ থাকেন সাবা। আর সেখানেই তাঁদের সফরের ছবি পোস্ট করেছেন তিনি। তাঁর ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। একটিতে হৃতিক ও সাবার একটি সেলফি এবং অন্যটিতে শুধু হৃতিককে দেখা যাচ্ছে।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের একটি রেস্তোঁরাতে প্রাতঃরাশ সারছিলেন তাঁরা। সামনে একটি কেক এবং এককাপ কফি নিয়ে গালে হাত দিয়ে বসেছিলেন হৃতিক। তাতে লিখেছেন 'আমার হিপ্পো হার্ট'। অন্য ছবিটিতে শীতের পোশাক ও টুপি পরা দুজনের ছবি।
বিগত বেশ কিছু বছর ধরেই সম্পর্কে রয়েছেন হৃতিক-সাবা। সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরেই সাবার সঙ্গে সম্পর্কে জড়ান হৃতিক। যদিও আইনি বিচ্ছেদ হলেও দুই ছেলেকে বড়ো করার জন্য মা বাবার দায়িত্ব সমান ভাবে পালন করে চলেছেন দুজনেই। এখনো খুব ভালো বন্ধু হৃতিক ও সুজান। যদিও মডেল অ্যালি গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন সুজান। বলা ভালো চারজনেই বেশ ভালো বন্ধু। মাঝেমাঝেই দুই ছেলে রিহান ও রিদানকে নিয়ে প্রেমিকা সাবার সঙ্গে ছুটি কাটাতে যান হৃতিক।
West-Bengal | Updated: 17:42 PM, Sat Jul 29, 2023
Kavaalaa: জেলার-এর অডিও লঞ্চে বড় ধামাকা, তমন্নার নাচের তালে ঘায়েল নেটপাড়া
নিউজ ডেস্ক: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি জেলার-এর অডিও লঞ্চের অনুষ্ঠান ছিল শুক্রবার। চেন্নাইয়ের নেহেরু ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি হয়েছিল। আর এই ছবির সবচেয়ে ভাইরাল গান কাভালা-তে পারফর্ম করতে দেখা গেল খোদ অভিনেত্রীকেই। সোশ্যাল মিডিয়ায় গান লঞ্চের অনুষ্ঠানের আগে রিহার্সালের ভিডিয়ো এখন ভাইরাল।
এই গানের হুকস্টেপে মজেছে সকলেই। আর এই বার এই গানের হিন্দি ভার্সন প্রকাশ পেল। গানের নাম 'তু আ দিলবরা'। এতদিন গানের ভাষা না বুঝেই কোমর দুলিয়েছেন নেটিজেনরা। নতুন ভার্সন প্রকাশ পেতেই ভাইরাল 'তু আ দিলবরা'। মুখে মুখে ফিরছে গানের লাইন। যা এর মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
লাইভ এই অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন বহু অনুরাগীরা। বহুবছর পর রজনীকান্তকে দেখা যেতে চলেছে বড়পর্দায়। তাঁর সঙ্গে তমন্নার যুগলবন্দি। ফলে দর্শকদের উৎসাহ চোখে পড়ার মতো। তমন্না ছাড়াও অভিনয়ে রয়েছেন রজনীকান্ত, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, রাম্য কৃষ্ণন, মিরনা মেনন, যোগীবাবু ও বিনায়কন। কমেডি ঘরানার ছবি হলেও রয়েছে ভরপুর অ্যাকশন। নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে ১০ আগস্ট।
West-Bengal | Updated: 14:41 PM, Sat Jul 29, 2023
Abir Chatterjee: 'বাঙালি অভিনেতা বললে গর্ববোধ হয়', কেন এমন বললেন আবীর?
নিউজ ডেস্ক: এক মাসেরও আগে মুক্তি পেয়েছে অবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী অভিনীত ছবি ফাটাফাটি। বডি ইমেজ ও বডি শেমিং নিয়ে গল্প বলে এই ছবি। শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ছবি। বেশির ভাগ হলেই হাউজ ফুল ছিল ফাটাফাটি এবং এখনও ছুটির দিনগুলিতে হাউজফুল হচ্ছে এই ছবি। তবে এইবার সিনেমা হলের পর ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ফাটাফাটি।
ফাটাফাটি ছবিটির গল্প মূলত ফুল্লরাকে নিয়ে আবর্তিত হয়। মোটাসোটা মানুষ হিসেবে ফুল্লরা নিজেকে নিয়ে সবসময় উৎকন্ঠায় ভোগে। যদিও সে নিজে বেশ ভালো দর্জি ও ফ্যাশন সেন্স রয়েছে তাঁর। তাও শুধু মাত্র নিজের ভারি চেহারার জন্য নানান রকম কথা শুনতে হয় তাঁকে। তবে লোকের কটুক্তি বাদ গিয়ে সে নিজের স্বপ্নের পথে পাড়ি জমায়। তাঁর স্বামী এই কাজে তাঁকে যথেষ্ট সাহায্য করে।
ওটিটিতে মুক্তির প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে আবীর চট্টোপাধ্যায় বলেন, এখনো অনেক দর্শক আছেন যারা ছবিটি দেখতে পারেননি কিন্তু দেখতে চান তাঁদের কথা মাথায় রেখেই ওটিটিতে আসতে চলেছে ফাটাফাটি। বলিউডে কাজের প্রসঙ্গ আসলে তাতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথা উঠে আসে।
এক সময় তিনি বলেছিলেন যে বলিউডে তাঁকে বাঙালি অভিনেত্রী বলা হলে তিনি বিরক্ত হন, কারণ তাঁর মতে শিল্পীর কোনো জাতির পরিচয় হয় না। সেই প্রসঙ্গে আবীর বলেন, তাঁকে বাঙালি অভিনেতা বললে তিনি বরং গর্ববোধ করেন। স্বস্তিকা মুখোপাধ্যায় যেমন ঠিক, তেমনই এটাও ঠিক যে একজন অভিনেতার পরিচয়ে তাঁর ইন্ডাস্ট্রিরও পরিচয়।
West-Bengal | Updated: 14:39 PM, Sat Jul 29, 2023
Bawaal: বাওয়াল নিয়ে বাওয়াল চলছেই, তবুও হিট বরুণ-জাহ্নবীর ছবি
নিউজ ডেস্ক: প্রথম ঝলক থেকেই বিতর্কের পালক জুড়েছে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কপুর অভিনীত ছবি 'বাওয়াল'-এর মাথায়। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে দেখানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি মর্মান্তিক চিত্র- হলোকাস্ট। সম্পর্কের টানাপোড়েনকে হলোকাস্টের সঙ্গে তুলনা করাই হয়েছে মস্ত ভুল। আর তাতেই ক্ষিপ্ত ইহুদি মানবাধিকার সংস্থা সাইমন ওয়াইসেনথল সেন্টার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ৬ লক্ষ ইহুদিদের কনসেনট্রেশন গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করা হয়েছিল। ইতিহাসের সেই নির্মম অধ্যায়কেই ছবিতে স্থান দিয়েছেন নীতেশ। কনসেনট্রেশন ক্যাম্পের ভিতরে শুট করা একটি দৃশ্যে জাহ্নবীকে বলতে শোনা গিয়েছে,'আমরা সকলেই কমবেশি হিটলারের মতো। সব সম্পর্ককেই একটা সময় আউশভিৎজের মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়।' এই সংলাপের জেরেই বেজায় চটেছেন দর্শকদের একাংশ। ইহুদি মানবাধিকার সংস্থা বলেছেন যে এই সংলাপ ওই ৬ লক্ষ ইহুদিদের জীবনের মূল্যকে ছোটো করে দেখিয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম থেকে ছবিটিকে তুলে নেওয়ারও আর্জি জানিয়েছেন তাঁরা।
ইতোমধ্যেই শুক্রবার ইস্রায়েলের অ্যামাসেডর নাওর গিলন ট্যুইট করে বলেন যে, 'আমি বাওয়াল ছবিটি দেখিনি এবং যা পড়েছি তার জন্য দেখবোও না। হলোকাস্টের ভয়াবহতা না জেনেই একে তুচ্ছ করে দেখিয়েছে যা অত্যন্ত বিরক্তিকর। আমি আর্জি জানাচ্ছি যারা হলোকাস্টের ভয়াবহতার বিষয়ে জানেন না তাঁদের বিষয়টি সম্পর্কে অবগত করুন।' সম্পর্কের টানাপোড়েনকে হিটলার ও কনসেনট্রেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করা নিতান্তই নিকৃষ্টমানের তা নিয়ে সমালোচনা করছেন অনেকেই। যদিও 'বাওয়াল' ইতোমধ্যেই যথেষ্ট সাফল্য পেয়েছে। অ্যামাজন প্রাইমে 'টপ ১০ ইন ইন্ডিয়া' লিস্টের মধ্যে রয়েছে 'বাওয়াল'।
West-Bengal | Updated: 14:30 PM, Sat Jul 29, 2023
Gadar 2: ভারত-পাক সম্পর্ক নিয়ে বেফাঁস সানি! মুক্তির আগেই বিতর্কের মুখে 'গদর ২'
নিউজ ডেস্ক: কখনো নায়িকার অন্তরঙ্গ মূহুর্তের ছবি ফাঁস বা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, সবমিলিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন সানি দেওল ও অমিশা প্যাটেলের ছবি 'গদর ২'। দুই দশক আগে, ২০০১ সালে মুক্তি পেয়েছিল 'গদর: এক প্রেম কথা', সেই ছবিরই সিক্যুয়েল এই ছবি। সেই সময় যথেষ্ট হিট হয়েছিল 'গদর'। দেশভাগের প্রেক্ষাপটে রচিত একটি প্রেম কাহিনির গল্প বলে ছবিটি। দীর্ঘ ২২ বছর পর সেই ছবির পরের অংশ আসতে চলেছে। কার্গিল বিজয় দিবসের দিনই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার।
ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে গিয়েই বেফাঁস মন্তব্য করে বসেন সাংসদ-অভিনেতা সানি দেওল। 'রাজনীতির কারণেই ভারত পাকিস্থানের মধ্যে ঘৃণার সম্পর্ক তৈরি হয়েছে', তাঁর এই মন্তব্যের জেরে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। কেউ কেউ বিরক্ত আবার কেউ বলেন ছবির প্রচারের জন্যই এই মন্তব্য, বলে কটাক্ষ করেন। আবার অনেকে এই ছবি বয়কটেরও ডাক দিয়েছেন।
২২ বছর পর পর্দায় ফিরছে 'গদর: এক প্রেম কথা'র পরের অংশ। থাকছে সানি-আমিশা জুটি। সত্তরের দশকের সময়কালীন প্রেক্ষাপটে ছবির গল্প। 'গদর' ছবিতে তাঁদের ছেলের ভূমিকায় অভিনয় করে প্রসংশা কুড়িয়েছিলেন উৎকর্ষ শর্মা। এই ছবিতেও তাঁকে ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে তারা সিংয়ের ছেলেকে আটকে রেখেছে পাক সেনা আর তাঁকে ছাড়াতেই পাকিস্থান যাবেন সানি। আগের ছবির মতোই পরতে পরতে রয়েছে অ্যাকশন, থাকবে দেশপ্রেমের বার্তাও। তবে দর্শকদের মন জয় করতে পারবে কিনা তা বোঝা যাবে ১১ আগস্ট।
West-Bengal | Updated: 16:26 PM, Fri Jul 28, 2023
Kavaalaa | Jailer: 'কাভালা'য় মজে গোটা দেশ, ফের ঝড় তুলতে এল হিন্দি ভার্সন
নিউজ ডেস্ক: দক্ষিণী তারকারা ধিরে ধিরে মন জয়ে নিচ্ছে আপামর ভারতবাসীর। শুধু সিনেমার গল্পই নয়, অভিনয়ের জেরেও দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে উঠে আসছে একের পর এক হিট। ভাষাগত বেড়া থাকলেও গানের সুরে মজেছে নেটদুনিয়া। তেমনই একটি গান 'কাভালা'। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি জেলার এ এই গানে পা মিলিয়েছেন তমন্না ভাটিয়া। যা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল।
এই গানের হুকস্টেপে মজেছে সকলেই। আর এই বার এই গানের হিন্দি ভার্সন প্রকাশ পেল। গানের নাম 'তু আ দিলবরা'। এতদিন গানের ভাষা না বুঝেই কোমর দুলিয়েছেন নেটিজেনরা। নতুন ভার্সন প্রকাশ পেতেই ভাইরাল 'তু আ দিলবরা'। মুখে মুখে ফিরছে গানের লাইন।
কাভালা গানের হিন্দি ভার্সনটি গেয়েছেন সিন্ধুজা শ্রীনিবাসন। ছবিটি পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার। ছবির সুরকারের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। এছাড়াও অভিনয়ে রয়েছেন রজনীকান্ত, জ্যাকি শ্রফ, তমন্না ভাটিয়া, শিবা রাজকুমার, রাম্য কৃষ্ণন, মিরনা মেনন, যোগীবাবু ও বিনায়কন। ২০০ কোটি টাকা বাজেটের কমেডি ঘরানার এই ছবি মুক্তি পেতে চলেছে ১০ আগস্ট।
West-Bengal | Updated: 13:50 PM, Fri Jul 28, 2023
Rocky Aur Rani Ki Prem Kahani: রকি-রানির প্রেম ছেড়ে চুমুতেই মজে দর্শক
নিউজ ডেস্ক: শুক্রবার ২৮ জুলাই মুক্তি পেয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'। সাধারণ মানুষ আজ সিনেমাহলগুলিতে দেখতে পাবেন করণ জোহর পরিচালিত এই ছবি। উচ্ছ্বসিত রণবীর-আলিয়ার অনুরাগীরা। তবে কেমন হয়েছে এই ছবি তা নিয়ে কিছুটা সংশয় থেকেই যায়। গাঁটের পয়সা খরচ করে সিনেমা দেখতে যাওয়ার আগে সে পয়সা উসুল হবে কিনা তা চিন্তা করেন অনেকেই। সেক্ষেত্রে বলাই যায় করণ জোহরের টিপিকাল ‘মসালা ছবি’ মিস করে থাকলে আশাহত হবেন না।
বলিউডের মূলধারার ছবিগুলির কয়েকটি উপাদানের মধ্যেই পড়ে চোখধাঁধানো সেট, বিশাল বাড়ি, রঙচঙে জামাকাপড়, নাচগান ও সবশেষে ভরপুর অ্যাকশন। আর চেরি অন টপ বলতে গেলে নায়ক-নায়িকার রোম্যান্স, পাহাড়ের কোলে শিফন শাড়ির আঁচল উড়িয়ে গানের দৃশ্য। বহুদিন পর ফের দর্শক বলিউডে এরকম একটা ছবি পেয়েছে।
সাত বছর পর পরিচালকের আসনে ফিরে করণের জাদুর কাঠি খুব একটা হতাশাজনক হয়নি। বাঙালি পরিবারের মেয়ে রানি আর পাঞ্জাবি পরিবারের ছেলে রকি। শুরুতেই রকির স্টাইলিশ এন্ট্রি দিয়ে শুরু হয় ছবির গল্প। তার পর একে একে ঘটনার মোড় ঘুরতে থাকে। প্রেমে পড়ে রকি আর রানি। তবে বাধ সাধে পরিবার। ঠিক হয় দুজনে তিনমাস করে থাকবে দুজনের বাড়িতে। চেষ্টা করবে বোঝার ও মানিয়ে নেওয়ার। এই সব ফ্যামিলি ড্রামার মধ্যে রয়েছে বেশ কিছু গানও যা এককথায় বেশ ভালো।
অনেকেই বলছ্রেন ছবির শেষদিকটা অহেতুক দীর্ঘায়িত করা হয়েছে। এন্টারটেনিং ছবি হলেও বলিউড যে বলিউডেই রয়েছে তা ফের স্পষ্ট করে এই ছবি। জাতি-সংস্কৃতি নিয়ে স্টিরিয়োটাইপ এখনও বজায় রেখেছে এই ছবি যা অনেকেরই অসন্তোষের কারণ। রণবীর-আলিয়া নিজ নিজ জায়গায় ভালো অভিনয় করেছে। ধর্মেন্দ্র ও শাবানা আজমির রসায়নও চোখে লাগার মতো। বর্ষীয়ান এই জুটির চোখে চোখে প্রেম ও চুমুর দৃশ্য এখন। বক্স অফিসে এই ছবি ক্তটা সাফল্য এনে দেয় তা দেখার অপেক্ষাতেই নেটিজেনরা।
West-Bengal | Updated: 12:37 PM, Fri Jul 28, 2023
Byomkesh O Durga Rohoyso: এক মঞ্চে দুই ব্যোমকেশ, দুই সত্যবতী! ট্রেলার লঞ্চে নয়া চমক
নিউজ ডেস্ক: ব্যোমকেশকে নিয়ে টলিউডের অন্দরে টানাপোড়েন চলছিল আগেই। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ব্যোমকেশ ও দুর্গ রহস্যকে নিয়ে দুই দলে ভাগ হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে। চলতি বছরে দুই জোড়া ব্যোমকেশ-সত্যবতীকে দেখতে পাবে বাঙালি দর্শক। আর এবার সেই টানাপোড়েনের মাঝেই মুক্তি পেল এই ছবির ট্রেলার। তবে ট্রেলারেও চমকের শেষ নেই!
দেব এনটারটেনমেন্ট ভেঞ্চারস ও শ্যাডো ফ্লিল্মস আয়োজিত এই ছবির ট্রেলার লঞ্চ হয়েছে কলকাতার এক পাঁচতার হোটেলে। তবে সেই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন দুই জোড়া ব্যোমকেশ-সত্যবতীই। যা দেখে চোখ কপালে দর্শকদের। ব্যোমকেশকে নিয়ে গত কয়েক মাসের রেষারেষি, সমালোচনা নিমেষেই মিটিয়ে দিলেন দেব। আবার দেবের হয়ে মঞ্চে গলা ফাটালেন স্বয়ং সৃজিত মুখোপাধ্যায়, যিনি ব্যোমকেশ হিসেবে দেবকে কাস্ট করতে অস্বীকার করেছিলেন।
আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে বিরসা দাসগুপ্ত পরিচালিত ব্যোমকেশ ও দুর্গ রহস্য। ব্যোমকেশের চরিত্রে দেব, সত্যবতী রুক্মিণী ও অজিতের চরিত্রে অম্বরীশ। এই দিন সৃজিত দেবকে না নেওয়ার কারণ হিসেবে বলেন যে তিনি ব্য়োমকেশ চরিত্রের জন্য অনির্বাণের কথা ভেবে রেখেছিলেন ফলে মুখ বদল করা সম্ভব ছিল না তাঁর পক্ষে। যদিও ট্রেলার দেখে তিনি সিনেম্যাটিক শটের ভূয়সী প্রসংশা করেছেন।
ট্রেলারের শুরুতেই সংসারী ব্যোমকেশকে দেখা যায়। অন্তঃসত্ত্বা স্ত্রীর দেখভালে ব্যস্ত। এমনকী লেখকের গল্পের বাইরে বেরিয়ে অনাগত সন্তানের জন্য ধূমপানও ছেড়ে দিয়েছেন তিনি। তবে এরপরেই দেখা গেল সত্যান্বেষীর আসল রূপ। সর্প দংশনে মৃত্যু হয় হরিপ্রিয়ার। সত্যের খোঁজে বেরিয়ে পড়েন ব্যোমকেশ। একে একে রহস্য দানা বাঁধে। দুর্গ হাতানোর লড়াই থেকে গুপ্তধনের লোভ, সব মিলিয়ে জমজমাট ট্রেলার 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। যদিও অপর ব্যোমকেশের সঙ্গে রফা হয়ে গিয়েছে আগেই। মুক্তির ডেট পিছিয়েছে সৃজিত। পুজোয় ওটিটিতে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'।
West-Bengal | Updated: 17:44 PM, Thu Jul 27, 2023
Dono: এক জেনারেশন শেষ! এবার বলিউডের হাল ধরতে একই ছবিতে ডেবিউ তিন তারকা-সন্তানের
নিউজ ডেস্ক: দীর্ঘদিন পরে ফের বড় পর্দায় দেখা যেতে চলেছে দেওল পরিবারকে। 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবিতে দেখা যাবে বর্ষীয়াণ অভিনেতা ধর্মেন্দ্রকে। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকার পরে আগামী মাসে আসতে চলেছে সানি দেওলের ছবি 'গদর ২'। তবে শুধু ধর্মেন্দ্র বা সানি দেওলই নয়, এই বছর প্রথম রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন সানি দেওলের কনিষ্ঠ পুত্র রাজবীর দেওল।
মঙ্গলবার রাজশ্রী প্রোডাকশনস প্রযোজনা সংস্থার তরফে মুক্তি পেয়েছে নতুন একটি ছবির পোস্টার। দুই তরুণ-তরুণী সমুদ্রের দিকে মুখ করে বসে রয়েছে। আর সামনে দিগন্ত-বিস্তৃত নীল জলরাশি। যা দেখেই বোঝা যাচ্ছে একটি রোমান্টিক ঘরানার ছবি। ছবির নাম 'দোনো' হলেও এই ছবির মাধ্যমে বলিউডে পাড়ি জমাতে চলেছে তিন তারকা সন্তান!
এই ছবিতে অভিনয় করতে চলেছেন রাজবীর দেওল এবং বলি অভিনেত্রী পুনম ধিলোঁর কন্যা পালোমা ধিলোঁ। অভিনেতা হিসেবে এই ছবিতে দুজনেরই ডেবিউ হতে চলেছে। তবে শুধুমাত্র অভিনেতা নয় পরিচালক হিসেবেও ডেবিউ করতে চলেছে বলিউডের অন্যতম পরিচালক সুরোজ বরজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়া। যদিও এর আগে 'প্রেম রতন ধন পায়ো', 'উঁচাই', 'প্রেম কি সাদি' ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন অবনীশ।
West-Bengal | Updated: 15:40 PM, Thu Jul 27, 2023
Rocky Aur Rani Ki Prem Kahani: বাংলা বলতে গিয়ে হোঁচট! তবুও আলিয়াকে নিয়ে মুগ্ধ নেটপাড়া
নিউজ ডেস্ক: সোমবার নতুন ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন রণবীর-আলিয়া জুটি। শুক্রবার ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'। করণ জোহর পরিচালিত এই ছবি নিয়ে উচ্ছ্বসিত দর্শকমহলের একাংশ। ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলিয়াকে। সঙ্গে রয়েছেন বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরি ও অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। আর তাই কলকাতায় এসে সাংবাদিক সম্মেলনে বাংলাতেই অভিবাদন জানান তিনি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মঙ্গলবার বাংলা অভিবাদনের রিহার্সালের ভিডিয়ো পোস্ট করেন তিনি। যা দেখে কার্যত মুগ্ধ নেটিজেনরা। কালার ব্লক প্রিন্টের শাড়ি পরে মঞ্চে ওঠার আগে কী কী বলবেন তা ঝালিয়ে নিচ্ছিলেন তিনি।
তবে শেষ পর্যন্ত মঞ্চে উঠে লাইন ভুলে যান তিনি। অপ্রস্তুত হয়ে আলিয়া বলেন,'আপনাদের সকলকে দেখে আমি লাইন ভুলে গেছি। আমি রিহার্সাল করে এসেছিলাম।' পরক্ষণেই রণবীর পরিস্থিতি সামাল দিলে বাংলাতেই নিজের অভিবাদন সম্পূর্ণ করেন আলিয়া। তাঁর এই বাংলা বলার প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।
West-Bengal | Updated: 14:00 PM, Wed Jul 26, 2023
Oti Uttam: বড় পর্দায় ফিরলেন মহানায়ক! সৃজিতের উত্তম-স্মরণে নতুন চমক
নিউজ ডেস্ক: বাঙালি সিনেমার স্বাদ বোঝার পরেই অভিনয়ের স্বাদ বুঝিয়েছিলেন এক অভিনেতা। তিনি আর কেউ নন ম্যাটিনি শো-য়ের একছত্র অধিপতি উত্তমকুমার। ষাট-সত্তরের দশকে উত্তম কুমার নামটাই ছিল হিট সিনেমার জন্য যথেষ্ট। সিলভার স্ক্রিনে তাঁকে দেখার জন্য উপচে পড়ত ভিড়। শুধু পর্দাতেই নয়, বাস্তবেও তাঁর মতো রোম্যান্টিক প্রেমিক চাইতেন তরুনীরা। তাঁর আকাশছোঁয়া স্টারডম থাকলেও দর্শকদের কাছে তিনি ছিলেন পাশের বাড়ির ছেলে। আর তাই তো মৃত্যুর ৪৩ বছর পরেও বাঙালির মনের মণিকোঠায় রাজ করে চলেছেন তিনি।
তাঁর ছবিতে এখন মেতে থাকে তরুণ প্রজন্ম। তাঁর কাজ ও তাঁকে নিয়ে এখনও গবেষণা হয়। আর সেই গবেষণার সূত্র ধরেই আরো একবার ফের বড়পর্দায় ফিরছেন বাঙালির একমাত্র মহানায়ক! সোমবার প্রকাশ পেল সৃজিত মুখার্জী পরিচালিত অতি উত্তম ছবির প্রিভিউ। মহানায়কের প্রয়াণের ৪৩ বছর পরে তাঁকে নিয়ে ছবি আসছে। ছবিতে অভিনয় করবেন তিনি স্বয়ং।
ছবির কাহিনির তিন মুখ্য চরিত্র কৃষ্ণেন্দু, সোহিনী ও উত্তম কুমারের নাতি। উত্তম কুমারকে নিয়ে গবেষণা করেন কৃষ্ণেন্দু। গবেষণা করার জন্যই দুই বন্ধু মিলে প্ল্যানচেট করে ডেকে আনেন বাংলা সিনেমার এই কিংবদন্তীকে। এদিকে কৃষ্ণেন্দু-সোহিনীর প্রেমেও বিস্তর কলহ। মরণের ওপার থেকে এসে বাঙালি মেয়েদের স্বপ্নের পুরুষ তাঁদের প্রেমঘটিত সমস্যার সমাধানও বাতলে দেন।
উত্তম কুমার অভিনীত ছবিগুলি থেকে ক্লিপ কেটে-জুড়েই এই গোটা ছবিটা তৈরি। বাংলা সিনেমার ইতিহাসে এই ধরণের ছবি এই প্রথম! পরিচালক সৃজিত মুখার্জী জানান, ২০১৮ সাল থেকে এই ছবির কাজ শুরু করেন তিনি। ঘুরে ঘুরে ছবির ক্লিপগুলির স্বত্ত্ব জোগাড় করতে হয়েছে তাঁকে। প্রিভিউতে উত্তম কুমার অভিনীত কালজয়ী সিনেমাগুলির সংলাপ কেটে নেওয়া হয়েছে। মোট ৫৪ বার ছবিটির চিত্রনাট্য লেখা হয়েছে।
ছবিটিতে অভিনয় করেছেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, গৌরব চট্টোপাধ্যায়, লাবণী সরকার ও শুভাশিস মুখোপাধ্যায়। সংগীতের দায়িত্বে রয়েছেন সপ্তক সানাই দাস। এক্স=প্রেম ছবিতে ডেবিউ করেন তিনি। ডেবিউতেই সপ্তকের সুর তুমুল জনপ্রিয় হয়েছিল। চলতি মাসের ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে এই ছবি।
West-Bengal | Updated: 11:04 AM, Tue Jul 25, 2023
West-Bengal | Updated: 11:24 AM, Thu Sep 14, 2023
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, বিপদ এড়ানোর উপায় কী?
West-Bengal | Updated: 18:17 PM, Thu Aug 31, 2023
Mumbai News: একই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
West-Bengal | Updated: 15:08 PM, Mon Jul 17, 2023
Monsoon Health Tips: পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি? রান্নাঘরেই আছে সুস্থ থাকার টোটকা!
West-Bengal | Updated: 17:46 PM, Thu Jul 13, 2023
Hand Sanitizer: করোনা গেলেও ব্যবহার হচ্ছে স্যানিটাইজার, অজান্তে বাড়ছে না তো বিপদ?
West-Bengal | Updated: 16:54 PM, Wed Jul 12, 2023
Chronic cough causes: কফ জমে গলায়? জেনে নিন সর্দি জমার লক্ষণ আর প্রতিকারের উপায়
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is other culture news
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is culture news
West-Bengal | Updated: 17:47 PM, Fri Jun 02, 2023
Rahul Gandhi's remarks on condition of Dalits, Muslims in India 'bitter truth': Mayawati
West-Bengal | Updated: 17:40 PM, Fri Jun 02, 2023
An open letter to the Indian film industry
West-Bengal | Updated: 17:39 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System ads132
West-Bengal | Updated: 17:37 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System dsf342
West-Bengal | Updated: 17:36 PM, Fri Jun 02, 2023
Girl Finds Strange Eggs Under Her Bed - When Expert Sees It, He Turns
West-Bengal | Updated: 17:33 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System 687342