Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreWest-Bengal | Updated: 13:36 PM, Fri Sep 15, 2023
India-China Relation: চিনের এই মানচিত্র দেখেছেন কখনও! জানুন কত দেশ গিলে খেয়েছে ড্রাগন
নিউজ ডেস্ক: ব্রিক্সের মঞ্চে সীমান্তে শান্তির পক্ষে সওয়াল করেছিল চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই ভারতের অংশকে নিজেদের মানচিত্রে দেখিয়ে ফের বিতর্ক উস্কে দেয় বেজিং। চিনের সেই বাড়বাড়ন্তের জবাবে এবার সেদেশের আসল মানচিত্র প্রকাশ করলেন ভারতের প্রাক্তন আর্মি স্টাফ জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে(MMNaravane)।
নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে জেনারেল নারাভানে লিখেছেন, ‘অবশেষে চিনের আসল মানচিত্র কেউ খুঁজে পেয়েছে’। সেই মানচিত্র দেখে বোঝাই যাচ্ছে আসল আয়তনে বেশ ছোট দেশ চিন। অথচ সময়ের সঙ্গে সঙ্গে বেশকিছু এলাকা বলপূর্বক অধিগ্রহণ করেছে ড্রাগনের দেশ। ভারতের তিব্বত এবং লাদাখের অংশও রয়েছে সেই তালিকায়। রয়েছে দক্ষিণ চিন সাগরের বেশকিছুটা অংশ।
ব্রিক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হওয়ার পর সেদেশের প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের ওয়েবসাইটে ২০২৩ সালের ‘কাল্পনিক’ মানচিত্র প্রকাশ করে বেজিং। সেখানে ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসাবে দাবি করে তারা। এখানেই শেষ নয়। ১৯৬২ সালের যুদ্ধে জবর দখল করা লাদাখের অংশ আকসাই চিনের সম্পূর্ণ প্রদেশকে নিজেদের বলে দাবি করে চিন।
চিনের এই দুঃসাহসিকতার তীব্র সমালোচনা করে ভারত। বিদেশমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় ‘অরুণাচল প্রদেশ ভারতের ছিল, আছে আর থাকবে’। সমালোচনায় মুখর হয় রাশিয়া, মালয়শিয়া এবং ফিলিপিনস্ও। এবার বেজিংকে মোক্ষম দাওয়াই দিলেন প্রাক্তন সেনাপ্রধানও।
West-Bengal | Updated: 17:09 PM, Thu Sep 14, 2023
China-Russia Relations: চিনা মানচিত্রে পুতিনের এলাকা, বন্ধু চিনকে একহাত নিল রাশিয়া
নিউজ ডেস্ক: মানচিত্র বিতর্কে এবার চিনের বিরুদ্ধে কথা বলল রাশিয়াও। উল্লেখ্য, ভারত-সহ বেশ কয়েকটি সীমান্ত লাগোয়া দেশের জমিকে নিজেদের অংশ বলে মানচিত্রে প্রকাশ করেছে বেজিং। এর মধ্যে ভারতের অরুণাচলকেও শামিল করায় উপযুক্ত জবাব দিয়েছিল ভারত। ভারত চিনের প্রকাশিত মানচিত্রের কড়া প্রতিবাদ করে জানিয়ে বলেছিল, শুধুমাত্র ভেবে নিলেই অন্য কোনও দেশের এলাকা চিনের হয়ে যাবে না। উল্লেখযোগ্য প্রকাশিত মানচিত্রে রাশিয়ার সীমান্ত এলাকার কিছু অংশকেও নিজের বলে দাবি করে বসে বেজিং। আর সেই নিয়ে প্রথমবার প্রকাশ্যে অন্যতম বন্ধুদেশ চিনের সমালোচনা করতে দেখা গেল রাশিয়াকে।
সূত্রে প্রকাশ, রাশিয়া সীমান্ত লাগোয়া বোলশই- উসোরিস্কি দ্বীপকে নিজেদের মানচিত্রে দেখিয়ে দিয়েছে চিন। দ্বীপটি অবস্থিত চিন-রাশিয়া সীমান্তের উত্তর-পূর্ব সীমায়। দ্বীপটিতে উভয় দেশেরই অংশ রয়েছে। কিন্তু তা অস্বীকার করে সম্পূর্ণ দ্বীপটি নিজেদের বলে মানচিত্রে দাবি করেছে জিংপিং-এর দেশ। এবার সেই নিয়েই চটল চিনের বেস্ট ফ্রেন্ড রাশিয়া। রাশিয়া বয়ান জারি করে বলে, ২০০৫ সালে এই দ্বীপ নিয়ে দুই দেশের মধ্যে বহু আলোচনার পর সমঝোতা হয়েছিল। তারপরেই উভয় দেশের মতানুসারেই ভাগ করা হয়েছিল এলাকা। রাশিয়ার বক্তব্য, চিনের এই পদক্ষেপের ফলে দুই দেশের বহু বছরের পরিশ্রম জলে গেল। এমনকি পুতিনের দেশ এও দাবি করে, এটা কোনও ভুল নয়। বরং জেনেবুঝেই এই কাজ করেছে চিন।
প্রসঙ্গত, চিন-রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক সর্বজনবিদিত। তবে বিগত মাসখানেক ধরে কিছুটা চিড় ধরেছে সেই সম্পর্কে। তার একটা কারণ অবশ্যই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি। তবে এই সম্পর্ক কিছুটা ক্ষুণ্ণ হওয়ার জন্য বড় ভূমিকা রয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের। প্রযুক্তিগত দিক থেকে চিনের প্রতি অন্ধ ভরসার ফলে চিনা অস্ত্রশস্ত্রের উপর বিশেষ ভরসা করে ইউক্রেনকে টক্কর দিতে নেমেছিল রাশিয়া। কিন্তু চিনের তৈরি ট্যাঙ্ক ও অস্ত্র খুব সহজে ধ্বংস করতে সক্ষম হয়েছে ইউক্রেন সেনা। অন্যদিকে, সম্প্রতি ভারতের আগে চাঁদের দক্ষিণ মেরু জয় করতে লুনা-২৫ যান পাঠিয়েছিল রাশিয়া, যেটির ল্যান্ডারে ব্যবহৃত হয়েছিল চিনা প্রযুক্তি এবং কাঠামো। কিন্তু সেই যানটিও গতি সমালাতে না পেরে ভেঙে পড়ে চাঁদের বুকে। আর বড় অঙ্কের বাজেটে পাঠানো মিশনটির এহেন ব্যর্থতার পরও চিনের প্রতি বিরাগভাজন হয় রাশিয়া। আর এবারে ম্যাপে রাশিয়ার অংশ নিজেদের বলে দেখানোয় চিনের বিরুদ্ধে জমা ক্ষোভ প্রকাশ্যে উগরে দিল এবার পুতিনের দেশ।
West-Bengal | Updated: 15:23 PM, Fri Sep 08, 2023
Tibet Issue: তিব্বতের ঝাঁঝের আঁচ পেল চিন
নিউজ ডেস্ক: রাজধানী দিল্লিতে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে
চলছে G-20 সম্মেলন। রাজধানীর বিভিন্ন প্রান্তে
জোরদার করা হয়েছে নিরাপত্তা। এরই মাঝে চিনা সরকারের বিরুদ্ধে তিব্বতের উপর অবৈধ
জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ দেখায় সেদেশের শরণার্থীদের সংগঠনের প্রতিনিধিরা। তিব্বতের শরণার্থীদের অভিযোগ, চিন অবৈধভাবে দখল করে রেখেছে তাদের দেশ।
তাদের দাবি G-20 বৈঠকে যোগ দেওয়া ১৯ টি দেশকে তারা
জানাতে চায় ড্রাগন কোনভাবেই ভরসার যোগ্য নয়। রাজধানী দিল্লির মজনু কা টিলা এলাকায়
বিক্ষোভ দেখায় তিব্বতের শরণার্থীরা।
তিব্বতের যুব কংগ্রেসের অধ্যক্ষ গম্পো ঢুন্ডুপ বলেন, “ সাত দশক হতে যায়। আমাদের প্রজন্মের অনেকে আমাদের মাতৃভূমি দেখতে পাইনি। আগের প্রজন্মের যারা নিজভূমি থেকে বিতাড়িত হয়েছেন তারা নিজের দেশে শেষ জীবন কাটাতে চান। আমাদের দেশ আমরা ফেরত চাই। ড্রাগন থেকে মুক্তি চাই। ওরা বিশ্বাসযোগ্য নয়। আমাদের দেশ গিলে ফেলার পর ওরা এখন অরুণাচল চাইছে। ভারতের আরও সাবধান হোয়া উচিত”।
প্রসঙ্গত
১৯৫১ সালের মে মাসে শেষ দিকে
চিনের কমিউনিস্ট
সরকারের
নির্দেশে লাল ফৌজ তিব্বতের
উপর হঠাৎ আক্রমণ করে বসে। লাল ফৌজের আক্রমণে লক্ষাধিক মানুষ
নিহত হন। তারপর থেকেই তিব্বতের উপরে অবৈধ নিয়ন্ত্রণ রয়েছে চিনের। যদিও চিন দাবি করে এসেছে তিব্বত তাদেরই অংশ।
প্রসঙ্গত চলতি মাসেই নতুন একটি মানচিত্র জারি করে বেজিং। সেই মানচিত্রে অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অংশ চিনের বলে দাবি করা হয়। ভারতের তরফ থেকে
এর জোরালো
প্রতিবাদ জানানো হয়। এমতাবস্থায়
তিব্বতিদের এই বিক্ষোভ কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। G-20 বৈঠকের আগে তিব্বতি শরণার্থীদের এই
বিক্ষোভ চীনের সেই একতরফা আক্রমণের মাধ্যমে অবৈধ কব্জার স্মৃতি টাটকা করে দিল। যা
চীনের ভাবমূর্তিকে বিপাকে ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
West-Bengal | Updated: 14:20 PM, Fri Sep 08, 2023
Artificial Sun: ভারতের আদিত্য মিশনের মাঝেই চিনের তৈরি আর্টিফিসিয়াল সূর্য নিয়ে বড় খবর
নিউজ ডেস্ক: ডক্টর অক্টোপাস আর স্পাইডারম্যান ছবিতে নকল সূর্য তৈরি করেছিলেন ডঃ অক্টোপাস। সিনেমার বিনোদন জগতের সেই চিত্রনাট্য এবার কি বাস্তবে রূপ দিতে চলেছে ভারতের পড়শি চিন? হ্যাঁ, খবর এমনটাই। নকল সূর্য অর্থাৎ আর্টিফিসিয়াল সূর্য তৈরি করতে চলেছে তারা, এমনটাই দাবি জানিয়েছে জিংপিং-এর দেশ। সেই সঙ্গে আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবীর বাইরে মহাজগতের জল, বরফ-সহ অন্যান্য প্রাকৃতিক শক্তিকে কাজে লাগানোর পরিকল্পনাও চালিয়ে যাচ্ছে দেশটি।
উল্লেখ্য, চাঁদের দক্ষিণ মেরু জয়ের পর ভারত ইতিমধ্যেই লঞ্চ করে দিয়েছে তার প্রথম সৌর মিশন আদিত্য-এল-১। সূর্য সংক্রান্ত একাধিক অজানা রহস্য ভেদ করবে এই মিশন। ঠিক এরই মাঝে চিনের এই নকল সূর্য নির্মাণের ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চিন জানিয়েছে এই কৃত্রিম সূর্য থেকে প্রচুর পরিমাণ আলো এবং তাপ পাওয়া সম্ভব হবে। আর এর থেকে দেশের জ্বালানির চাহিদা মিটতে পারে বলে মনে অনুমান। এমনকি চিন এ দাবিও করেছে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। কোনওরকম তেজস্ক্রিয় বিকিরণের সম্ভাবনা নেই।
প্রসঙ্গত, ২০০৬ সাল থেকেই এই কৃত্রিম সূর্য তৈরি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ড্রাগনের দেশ। চালানো হয়েছে অগণিত পরীক্ষা-নিরীক্ষা। ২০১৮ সাল নাগাদ চিনের এই পরীক্ষা-নিরীক্ষার বিষয় ভাইরাল হয় বিশ্বে, কারণ সেই সময়ে প্রায় ১৮ মিনিট ধরে ৭০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রাখতে সফল হয়েছিল এই নকল সূর্য। দাবি করা হচ্ছে ২০৩৫ সালের মধ্যে এই নকল সূর্য তৈরি শেষ করে ফেলবে বেজিং। এখন দেখার চিনের এই কৃত্রিম সূর্য মানব সমাজের জন্য ক্ষতিকারক নাকি মঙ্গলজনক হতে চলেছে।
West-Bengal | Updated: 13:48 PM, Tue Sep 05, 2023
India-China Conflict: লাদাখে চিনা সুড়ঙ্গ, বাঙ্কার! জি২০-এর আগে প্রকাশিত উপগ্রহচিত্র
নিউজ ডেস্ক: সীমান্ত সমস্যা মেটেনি এখনও। অথচ তার মধ্যে বিতর্কিত মানচিত্র প্রকাশ করে ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণ আরও জটিল করে তুলেছে চিন। এবার তাতে আরও একমাত্রা যোগ হল সদ্য প্রকাশিত একটি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে। ম্যাক্সার টেকনোলজির প্রকাশিত নয়া উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, উত্তর লাদাখের দেপসাং ভূমির ৬০ কিলোমিটার দূরে বড় সুড়ঙ্গ এবং বেশ কয়েকটি বাঙ্কার তৈরি করেছে পিপলস লিবারেশন আর্মি(PLA)। প্রকৃত নিয়ন্ত্রণরেখার পূর্বাংশে ৬২-এর যুদ্ধে জবর দখল করা ভারতের আকসাই চিনের মধ্যে এই নির্মাণ করেছে বেজিং। স্থায়ীভাবে সেনা মোতায়েনের জন্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
ভবিষ্যতে সংঘাতের মোকাবিলা করার জন্যে ভূর্গভস্থ বাঙ্কারে সেনার পাশাপাশি বিশাল সংখ্যক অস্ত্রশস্ত্র এবং বিপুল পরিমাণ রসদ মজুত রাখার ব্যবস্থা করছে চিন। ২০২১ সালের ৬ ডিসেম্বর এবং ২০২৩ সালের ১৮ অগাস্ট তোলা দুটি চিত্র বিশ্লেষণ করে এমনটাই ধারণা প্রতিরক্ষা মন্ত্রকের বলে খবর। উল্লেখ্য, কয়েক মাস আগে প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণে লালফৌজের সেতু নির্মাণের প্রমাণ পাওয়া যায় উপগ্রহচিত্রে। এবার নিয়ন্ত্রণরেখার এতও কাছে ঘাঁটি তৈরি করে নিজের আগ্রাসনী চরিত্রের পরিচয় দিয়েছে বেজিং, তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: Indian China Relation: চিনা মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ, সীমান্তে আদৌ কী শান্তি চায় চিন?
২০২০ সালের গালওয়ান প্রদেশের ঘটনার পর সীমান্তে নিজেদের শক্তি অনেকাংশে বাড়িয়েছে ভারত। আক্রমণাত্মক আগ্নেয়াস্ত্র মোতায়েন করার পাশাপাশি যুদ্ধবিমানের ঘাঁটি তৈরি করেছে ভারত। নিউস্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজির কর্ণধার সমির জোশীর মতে, ভারতীয় সেনার এই তৎপরতা দেখে ভয় পেয়েছে চিন। অন্যদিকে ফোর্স অ্যানালিসিস(Force Analysis)-এর প্রধান প্রতিরক্ষা বিশ্লেষক সিম ট্যাকের(Sim Tack) মতে, ভারতের সম্ভাব্য আক্রমণ রুখতে লাদাখে তার শক্তি আরও বাড়াচ্ছে চিন, তা স্পষ্ট।
প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিলে দেমচক, দেপসাং, গালওয়ান, গোগরার পাশাপাশি প্যাংগং হ্রদের উত্তরে ফিঙ্গার এরিয়া ৮-এর প্রকৃত নিয়ন্ত্রণরেখা দিয়ে অনুপ্রবেশ করে চিনা ফৌজ। রীতিমতো চোরের মতো চলে এসেছিল ফিঙ্গার এরিয়া ৪-এর কাছে। এরপর জুন মাসে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর পরাজয় স্বীকার করে চিন। নতুন করে শুরু হয় দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক শান্তি আলোচনা। এরই মধ্যে প্যাংগং-এর দক্ষিণে হেলমেট টপ থেকে রেচিন লা-র বেশকিছু এলাকায় দখল নেয় ভারতীয় সেনার ‘মাউন্টেন স্ট্রাইক কোর’। ফলে এবারও তার অন্যথা হবে না, তা স্পষ্ট।
West-Bengal | Updated: 11:40 AM, Wed Aug 30, 2023
Indian China Relation: চিনা মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ, সীমান্তে আদৌ কী শান্তি চায় চিন?
নিউজ ডেস্ক: ব্রিকসের পর সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি২০ সম্মেলন(G20 Summit)। তার আগে ভারত-চিন সম্পর্কের টানাপোড়েনকে উস্কে দিল সদ্য প্রকাশিত চিনা মানচিত্র।
প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৩-এর মানচিত্রে চিনের অংশ হিসাবে দেখানো হয়েছে ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশকে। সেই সঙ্গে, দেখানো হয়েছে ৬২-এর যুদ্ধে জবর দখল করা লাদাখের অংশ, যাকে বেজিং আকসাই চিন বলে থাকে। এছাড়াও রয়েছে তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরের বিতর্কিত অংশ।
১৯৬২ সালের যুদ্ধে ভারতের অংশ আকসাই চিনের দখল করে নেয় বেজিং। চিনের দাবি প্রদেশটির সম্পূর্ণটাই নাকি প্রথম থেকেই সেদেশের অন্তর্গত। অন্যদিকে, বেজিংয়ের দাবি দক্ষিণ তিব্বতের অংশ হল অরুণাচল প্রদেশ। যদিও ভারত সাফ জানিয়ে দিয়েছে যে অরুণাচল প্রদেশ ‘দেশের অংশ ছিল, আছে আর থাকবে’।
ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশ চিনের দখল করার চেষ্টা এটাই প্রথম নয়। ২০১৭ সালের এপ্রিলেও একইভাবে কয়েকটি নাম মানচিত্রে তুলে ধরেছিল চিন”। তবে বৃথা চেষ্টা করছে বেজিং বলে স্পষ্ট জানিয়েছেন বাগচি। ঘটনা প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘হতাশ হয়ে এইসব অপপ্রচার করছে চিন’। জি২০ সম্মেলনের আগে এই মানচিত্র প্রকাশ করে তারা যে শান্তির বিপরিত মেরুতে অবস্থান করছে, তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে চিন।
সম্প্রতি ব্রিকসের মঞ্চে সীমান্ত সমস্যা মেটানোর পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শি জিনপিং। বাণিজ্য, অর্থনীতি, প্রতিরক্ষা প্রভৃতি সমস্ত বিষয়ে আলোচনা হয় দু’দেশের রাষ্ট্রনেতার মধ্যে বলে খবর। যদিও সেই বৈঠক নিয়েও কম জলঘোলা হয়নি। চিনের দাবি ভারত নাকি আগে থেকে আবেদন করেছিল আলোচনার জন্যে। অথচ এমন কোনও অনুরোধ বা আবদার করা হয়নি ভারতের তরফ থেকে। আর তা স্পষ্ট জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক।
West-Bengal | Updated: 12:42 PM, Tue Aug 29, 2023
India China Relations: শান্তির কথা বলার পরই ভোলবদল, ফের অরুণাচল দাবি করল ড্রাগন
নিউজ ডেস্ক: BRICS-এ শান্তি ফেরানোর কথা বলার পর ফের ১৮০ ডিগ্রি ঘুরে গেল চিন। সোমবার 'স্ট্যান্ডার্ড ম্যাপ'-এর নতুন সংস্করণে দেশটি অরুণাচল প্রদেশ ও আকসাই চিনের বিতর্কিত অঞ্চলগুলিকে নিজেদের বলে দাবি করে। সেই সঙ্গে তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরকেও নিজেদের অংশ বলে দাবি করে ড্রাগন। যদিও বিষয়টি সামনে আসার পর তীব্র প্রতিবাদ করে ভারত জানিয়ে দেয়, অরুণাচল ভারতের অংশ ছিল, আছে, থাকবে। এর আগেও এইরকম ঘৃণ্য কূটনীতি করেছে চিন। তবে দীর্ঘদিন বাদে মোদী-জিংপিং সাক্ষাতের পর সীমান্ত সমস্যা নিয়ে যে ইতিবাচক ধারণা করা গিয়েছিল, তাতে জল ঢেলে ফের দ্বিপাক্ষিক সম্পর্ককে উত্তপ্ত করে দিল চিনের নোংরা রাজনীতি।
উল্লেখ্য, দিনকয় আগেই দক্ষিণ আফ্রিকায় BRICS সম্মেলনে ভারতের পাশপাশি সীমান্ত সমস্যা মিটিয়ে শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করেছিলেন জিংপিং। কিন্তু চিন যে ৬২-র বিশ্বাসঘাতকতার নীতিতেই চলেছে তা ফের হলো প্রমাণিত। ব্রিকস-এ ইতিবাচক কথা বলার পর সম্মেলনের পরই রঙ বদলে ড্রাগন দাবি করে, ভারতের তরফ থেকে নাকি জিংপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানানো হয়েছিল। এই কারণেই ব্রিকস-এ মোদীর সঙ্গে কথা বলেন জিংপিং।
কিন্তু চিনা বিদেশমন্ত্রকের এই বিবৃতি প্রকাশের পরই চিনের বেলুন ফুটো করে ভারত। ভারতের বিদেশমন্ত্রক জানায়, ভারত নয়, বরং চিনই বহুদিন ধরে ভারত সরকারের কাছে মোদীর সঙ্গে জিংপিংয়ের ব্যক্তিগত সাক্ষাৎ চেয়ে আর্জি জানিয়ে এসেছিল। ভারতের বিবৃতির পর যদিও পালটা বিবৃতি দিতে সাহস করেনি ড্রাগন। তা বলে বদলায়নি নিজেদের স্বভাবকেও। ফের ভারতের ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে চিহ্নিত করে আগুনে ঘি ঢালল জিংপিংয়ের দেশ।
West-Bengal | Updated: 12:29 PM, Tue Aug 29, 2023
BRICS 2023: ব্রিকস মঞ্চে মোদী-জিনপিং বৈঠক ঘিরে শুরু তরজা
নিউজ ডেস্ক: ব্রিকস মঞ্চে আদৌ কী বৈঠক হবে মোদী-জিনপিং-এর? ১৫ তম ব্রিকস সম্মেলনের শুরু থেকেই এই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটলেও দু’দেশের রাষ্ট্রনেতার পার্শ্ববৈঠক নিয়ে তৈরি হয়েছে নতুন তরজা। আলোচনার জন্যে কোন দেশ আগে আবেদন জানিয়েছিল, তা নিয়ে যুযুধান দুই দেশ। চিনের দাবি, বৈঠকের আর্জি এসেছিল ভারতের তরফে। ভারতের পাল্টা, আলোচনার জন্যে আবেদন জানিয়েছিল চিন।
ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর, দ্বিপাক্ষিক বৈঠকের জন্যে সম্মেলনের গোড়া থেকে অনুরোধ জানিয়েছিল চিন। সেই অনুরোধের জবাবে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বেজিংয়ের দাবি, আলোচনার জন্যে সম্মেলনের আগে একটি চিঠি পাঠিয়েছিল ভারত। সম্মেলনের মধ্যে সেকারণে পার্শ্ববৈঠক সারেন দুই রাষ্ট্রনেতা।
ব্রিকস সম্মেলনের শেষে দুই রাষ্ট্রনেতার বৈঠক প্রসঙ্গে ভারতীয় বিদেশ সচিব বিনয় মোহন কয়াত্রা বলেন, “সম্মেলনের শেষে সমস্ত দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এবং জিনপিং-এর সঙ্গে আলোচনায় ভারত-চিন সীমান্তের পশ্চিমি এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যে সমস্যা রয়েছে, তা নিয়ে দ্রুত পদক্ষেপের জন্যে বার্তা দিয়েছেন মোদী।”
কয়াত্রা জানান, দু’দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্যে সীমান্তে শান্তি বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। সীমান্ত চুক্তি সম্মান করতে না পারলে এই সম্পর্ক কখনও ভালো হবে না। আর এই বিষয়টি পার্শ্ববৈঠকে জিনপিংকে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান ভারতের বিদেশ সচিব।
লাদাখের গালওয়ান প্রদেশে দু’বছরের বেশি সময় ধরে ভারত-চিন সংঘাত। এই সমস্যার সমাধানে দুই দেশের মধ্যে একাধিকবার মেজর পর্যায়ের বৈঠক হলেও কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। এমনকি ব্রিকস সম্মেলনের কিছুদিন আগেই দুই দেশের সেনার শীর্ষ পর্যায়ের একটি বৈঠক হয় লাদাখে। কিন্তু তাতেও মেলেনি সমাধান।
এদিকে, জি২০(G20) সম্মেলনে যোগ দেওয়ার জন্যে সেপ্টেমবরে দিল্লি আসার কথা চিনা প্রেসিডেন্টের। এই পরিস্থিতিতে ব্রিকস-এর মঞ্চে দু’দেশের রাষ্ট্রনেতার মধ্যে ঠিক কী আলোচনা হচ্ছে, সেদিকে তাকিয়ে ছিল আন্তর্জাতিক মহল। কথা যদিও হল। তবে কে আগে আলোচনার জন্যে আবেদন জানিয়েছিল, তাল কেটে গেল সেই প্রশ্নে।
West-Bengal | Updated: 17:34 PM, Fri Aug 25, 2023
Arunachal Pradesh: ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ অরুণাচল, আমেরিকার পদক্ষেপে চাপে চিন
নিউজ ডেস্ক: এখনও এক মাসও পূর্ণ হয় নি মোদীর আমেরিকা সফরের। এরই মধ্যে ভারতের পক্ষে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার সংসদে এবার সকল সদস্যের সম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করা হলো, যেখানে অরুণাচল প্রদেশকে ভারতের অভিন্ন অঙ্গ বলে স্বীকার করে নেওয়া হয়েছে। আমেরিকার এই পদক্ষেপ নিশ্চিতভাবে ভারতের বড় এক কূটনৈতিক জয় হিসেবে দেখছেন কূটনীতিবিদেরা।
উল্লেখ্য, বাইডেন-সরকারের এমন পদক্ষেপের কারণে সরকারিভাবে অরুণাচলকে ভারতেরই অবিচ্ছিন্ন অঙ্গ রূপে মেনে নেওয়া হলো আমেরিকার তরফে। এর ফলে চাপে পড়ল চিন। কারণ, অরুণাচল প্রদেশকে বরাবর নিজেদের অঙ্গ বলে দাবি করে এসেছে শি জিংপিং সরকার। একাধিকবার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে অশান্তি পাকানোর চেষ্টাও করা হয়েছে চিনা-সেনার পক্ষ থেকে। এমনকি অরুণাচলের বেশ কিছু এলাকার নাম পর্যন্ত পরিবর্তন করার চেষ্টা করেছিল চিন, যার প্রবল বিরোধিতা করেছিল ভারত। আমেরিকার এই পদক্ষেপের ফলে সীমানা-বিতর্কে চিনের বিরুদ্ধে ভারত যে এবার আরও কঠোর অবস্থান গ্রহণ করতে পারবে তা বলা বাহুল্য।
উল্লেখ্য, সম্প্রতি চিনকে জবাব দিতে এবারের জি-২০ বৈঠক অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত করে ভারত। যদিও বৈঠকে নিজের প্রতিনিধি পাঠায় নি চিন। এমন কি বিষয়টি কোনওরকমে এড়িয়েও গিয়েছিল জিংপিং সরকার। ধারনা করা হচ্ছে, এবার অরুণাচল প্রদেশকে নিয়ে কোনওরকম উস্কানিমূলক পদক্ষেপ নিতে গিয়ে ৫ বার ভাববেন জিংপিং।
West-Bengal | Updated: 12:07 PM, Sat Jul 15, 2023
West-Bengal | Updated: 11:24 AM, Thu Sep 14, 2023
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, বিপদ এড়ানোর উপায় কী?
West-Bengal | Updated: 18:17 PM, Thu Aug 31, 2023
Mumbai News: একই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
West-Bengal | Updated: 15:08 PM, Mon Jul 17, 2023
Monsoon Health Tips: পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি? রান্নাঘরেই আছে সুস্থ থাকার টোটকা!
West-Bengal | Updated: 17:46 PM, Thu Jul 13, 2023
Hand Sanitizer: করোনা গেলেও ব্যবহার হচ্ছে স্যানিটাইজার, অজান্তে বাড়ছে না তো বিপদ?
West-Bengal | Updated: 16:54 PM, Wed Jul 12, 2023
Chronic cough causes: কফ জমে গলায়? জেনে নিন সর্দি জমার লক্ষণ আর প্রতিকারের উপায়
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is other culture news
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is culture news
West-Bengal | Updated: 17:47 PM, Fri Jun 02, 2023
Rahul Gandhi's remarks on condition of Dalits, Muslims in India 'bitter truth': Mayawati
West-Bengal | Updated: 17:40 PM, Fri Jun 02, 2023
An open letter to the Indian film industry
West-Bengal | Updated: 17:39 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System ads132
West-Bengal | Updated: 17:37 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System dsf342
West-Bengal | Updated: 17:36 PM, Fri Jun 02, 2023
Girl Finds Strange Eggs Under Her Bed - When Expert Sees It, He Turns
West-Bengal | Updated: 17:33 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System 687342