Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreIndia vs Pakistan Hockey: চেন্নাইয়ের মাঠে তেরঙ্গা ঝড়! শেষ চারে ভারত, বিদায় পাকিস্তানের
নিউজ ডেস্ক: চেন্নাইয়ের মাঠে ঝড় ভারতীয় হকি দলের। পাকিস্তানকে কার্যত নাস্তানাবুদ করে ছাড়লন হরমনপ্রীত সিংরা। ভারত ৪-০ গোলে হারাল পাকিস্তানকে। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক হরমনপ্রীত সিংহ। গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে গেল ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টিকে থাকতে হলে এই ম্যাচে অন্তত পক্ষে ড্র করতে হত পাকিস্তানকে। হেরে যাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে গেল তারা। গ্রুপ লিগ থেকে বিদায়ের পর পাকিস্তান হকির হাঁড়ির হাল পরিষ্কার।
এ বারের প্রতিযোগিতায় দু’দলের খেলা দেখে মনে হচ্ছিল, অনেক বেশি আক্রমণাত্মক খেলা শুরু করবে ভারত। কিন্তু হল তার উল্টো। প্রথম মিনিটেই আক্রমণে গিয়ে ভারতকে চমকে দেয় পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেন পাকিস্তানের মুহম্মদ খান। রেফারি গোল দেন। রিভিউ নেয় ভারত। রিপ্লে দেখে গোল বাতিল করেন টেলিভিশন আম্পায়ার। কিন্তু ভারতের বিরুদ্ধে পেনাল্টি কর্নারের সিদ্ধান্ত দেন তিনি। উমর ভুট্টোর ক্রস থেকে সুফিয়ানের শট ভালো বাঁচান গোলরক্ষক কৃষ্ণ পাঠক।
প্রাথমিক ধাক্কা সামলে খেলায় ফেরে ভারত। মাঝমাঠ থেকে লম্বা বলে খেলা শুরু করে তারা। বক্সের মধ্যে ভালো জায়গায় বল পেয়েও যান মনদীপ সিংহ। কিন্তু গোল করতে পারেননি তিনি। খেলা দেখে বোঝা যাচ্ছিল মাঠমাঠের দখল নিতে সমস্যা হচ্ছে ভারতের। তাই অনেক বেশি লং বলে খেলছিল তারা। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগেই পেনাল্টি কর্নার পায় ভারত। হার্দিক সিংহের ক্রস থেকে জোরালো শটে গোল করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। ১-০ এগিয়ে যায় ভারত।
আরও পড়ুন: প্যারিসের ক্লাবে জার্সি বিক্রি মেসির, ক্ষোভ ভক্তদের
দ্বিতীয় কোয়ার্টার থেকে অনেক বেশি ছন্দে খেলা শুরু করে দু’দলই। নিজেদের মধ্যে ছোট ছোট পাসে বিপক্ষ বক্সে ওঠার চেষ্টা করে তারা। কিন্তু সজাগ ছিল দু’দলের রক্ষণই। ফলে সুযোগ তৈরি হলেও গোল হচ্ছিল না। ২২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত। আবার গোল করেন হরমনপ্রীত। গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ২-০ এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারের বাকি সময়ে দাপট দেখায় ভারত। একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে পাকিস্তান বক্সে। চাপ সামলাতে হিমশিম খায় পাক রক্ষণ। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় দু’দল।
তৃতীয় কোয়ার্টারে আরও আক্রমণাত্মক খেলা শুরু করে ভারত। পাকিস্তানের খেলোয়াড়েরা খেই পাচ্ছিল না। দুই প্রান্ত ধরে একের পর এক আক্রমণ করছিলেন মনপ্রীত সিংহ, কার্থি সেলভমেরা। অতিরিক্ত চাপে পেনাল্টি কর্নার দিতে বাধ্য হয় পাকিস্তান। এ বার গোল করেন যুগরাজ সিংহ। ৩-০ এগিয়ে যায় ভারত। ততীয় কোয়ার্টারে ভারত আরও দুটো গোল পেতে পারতো। তিনটি কোয়ার্টারেই খেলার ভাগ্য নির্ধারণ হয়ে যাওয়ায় চতুর্থ কোয়ার্টারে বেশ কয়েক জন পরিবর্ত খেলোয়াড় নামান ভারতীয় কোচ ক্রেগ ফুল্টন। তার পরেও আক্রমণ কমেনি। কার্থির একটি গোল বাতিল করেন রেফারি। অন্য দিকে খেলা যত গড়াচ্ছিল তত ক্লান্ত হয়ে পড়ছিল পাকিস্তান। তার মাঝেই আরও একটি গোল করে যায় ভারত। বক্সের মধ্যে ঢুকে ক্রস বাড়ান মনদীপ। সেই বলে স্টিক ছুঁইয়ে গোল করেন আকাশদীপ সিংহ। ৪-০ এগিয়ে যায় ভারত। সেখান থেকে ম্যাচে ফেরার সুযোগ ছিল না পাকিস্তানের। হেরেই মাঠ ছাড়ে তারা। সেই সঙ্গে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় তাদের।
West-Bengal | Updated: 10:24 AM, Thu Aug 10, 2023
India vs West Indies: জিতে জরিমানা ওয়েস্ট ইন্ডিজকে, হেরেও জরিমানা ভারতকে
নিউজ ডেস্ক: স্লো ওভার রেটের জন্য ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ত্রিনিদাদে ছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। টেস্ট ও ওয়ানডে সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারতীয় দল। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতই ছিল ফেভারিট কিন্তু দিনান্তে শেষ হাসি তোলা ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। ম্যাচ হেরে ভারতকে দিতে হচ্ছে জরিমানা। আবার ম্যাচ জিতেও ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা ধার্য করা হয়েছে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামের ম্যাচে সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে পারেনি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দল।
আরও পড়ুন: Pakistan Cricketers: আন্দোলনের জেরে বেতন বাড়ল পাক ক্রিকেটারদের
ভারত পিছিয়ে ছিল এক ওভার। ভারতের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। অন্যদিকে ক্যারিবিয়ানরা পিছিয়ে ছিল দু’ ওভার। রোভম্যান পাওয়েলের দলের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়। আইসিসি-র রিলিজ অনুযায়ী, হার্দিক পাণ্ডিয়া ও রোভম্যান পাওয়েল নিজেদের ভুল স্বীকার করে নেন। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১৪৯ রান। রান তাড়া করতে নেমে ভারত করে ১৪৫ রান।
West-Bengal | Updated: 13:43 PM, Sat Aug 05, 2023
T20 Series- India vs West Indies: টি-২০ সিরিজে প্রথম ম্যাচ হার ভারতের
নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ: ১৪৯-৬ (২০ ওভার) পাওয়েল ৪৮, পুরান ৪১ || ভারত: ১৪৫-৯ (২০ ওভার) তিলক ৩৯ || ৪ রানে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ।
টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই হারবে ভারত। কল্পনাতে আসেনি। কিন্তু হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম ম্যাচেই ভারতের পরাজয়। টসে জিতে ফিল্ডিং করার সাহস এ দিন দেখায়নি ওয়েস্ট ইন্ডিজ। আগে নিজেরা ব্যাট করেছিল। কিন্তু নির্দিষ্ট ১৪৯ রান তুলতে পারেনি ভারত। হার মাত্র চার রানে। টেস্ট-ওয়ানডে সিরিজ আগেই জিতেছিল ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ফেভারিট ছিল টিম ইন্ডিয়াই। প্রথম ম্যাচে শেষ হাসি তোলা থাকল ওয়েস্ট ইন্ডিজের জন্য। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।
বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারের শেষে ক্যারিবিয়ানরা করে ৬ উইকেটে ১৪৯ রান। ২০ ওভারে ভারত করে ৯ উইকেটে ১৪৫ রান। ভারত হারল চার রানে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রান করেন রোভম্যান পাওয়েল (৩২ বলে ৪৮)। নিকোলাস পুরান করেন ৪১। ওপেনার ব্র্যান্ডন কিং ১৯ বলে ২৮ রান করেন। এই তিন ব্যাটারই উল্লেখযোগ্য রান করেন ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে। ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চহাল ২টি করে উইকেট নেন। এদিন মুকেশ কুমারের টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে। উইকেট অবশ্য পাননি বাংলার পেসার। কিন্তু তাঁর বোলিং নির্দিষ্ট ছাপ দেখাতে সক্ষম।
আরও পড়ুন: Manoj Tiwari: ক্রিকেটকে বিদায় জানালেন মনোজ তিওয়ারি
ওয়েস্ট ইন্ডিজের রান তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার ঈশান কিষান ও শুভমান গিল বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই অর্ধ শতরান করে নজির গড়েছিলেন ঈশান কিষান। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অবশ্য চলল না তাঁর ব্যাট। মাত্র ৬ রানে ফিরলেন তিনি। তাঁর আগে অবশ্য ডাগ আউটে ফিরতে হয় শুভমান গিলকে (৩)। স্পিনার হোসেনের বল এগিয়ে গিয়ে মাটিরতে গিয়ে নিজের উইকেট খোয়ান শুভমান।
দুই ওপেনার চলে যাওয়ার ধাক্কা সামলানোর কাজ করেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। মুকেশ কুমারের মতো এদিন তিলক ভার্মারও দেশের হয়ে আত্মপ্রকাশ ঘটে। ঠিক যখন মনে হচ্ছে ক্রিজে জমে গিয়েছেন সূর্যকুমার যাদব, ঠিক তখনই ব্যক্তিগত ২১ রানে সূর্য ফেরেন হোল্ডারের বলে। ভারতের রান তখন তিন উইকেটে ৬৭। দিন যত গড়াচ্ছিল, উইকেট হয়ে যাচ্ছিল মন্থর। শট খেলা কঠিন হয়ে পড়ছিল। দুঃখের কথা, শেষ পাঁচ ওভারে প্রয়োজনীয় ৩১ রান তুলতে না পারার ব্যর্থতা ভারতকে চেপে ধরেছে।
অভিষেক ম্যাচে বেশ ভাল ব্যাট করছিলেন তিলক ভার্মা। দল যখন তাঁর কাছ থেকে বেশি রান চাইছে, ঠিক সেই সময়ে হেটমায়ারের হাতে ধরা পড়লেন তিনি। ২২ বলে ৩৯ রান করে ফেরেন তিলক। ৪ উইকেটে ভারতের রান তখন ৭৭। সঞ্জু স্যামসন ও অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ৭৭ থেকে দলকে পৌঁছে দেন ১১৩ রানে। বেশ পরিকল্পনা করে এগোচ্ছিলেন তিনি। কিন্তু ১৫.১ ওভারে অধিনায়ক পাণ্ডিয়া বোল্ড হন হোল্ডারের বলে। তার কিছুক্ষণ পরেই রান আউট হন সঞ্জু স্যামসন (১২)। ভারত দ্রুত উইকেট হারিয়ে হয়ে যায় ৬ উইকেটে ১১৩। পরিস্থিতি কঠিন করে ফেলে টিম ইন্ডিয়া। অক্ষর প্যাটেল দ্রুত রান তুলতে গিয়ে ফেরেন ১২ রানে। অর্শদীপ সিং দুটো চার মেরে জয়ের সম্ভাবনা বাড়িয়েছিলেন। কিন্তু শেষ ওভারের প্রথম বলেই বোল্ড হন কুলদীপ। বাকি কাজ আর করতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। মোক্ষম সময়ে ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হন। প্রথম টি-টোয়েন্টিতে হার মানতে হল ভারতকে।
West-Bengal | Updated: 13:11 PM, Fri Aug 04, 2023
India vs West Indies: রেকর্ড কুল-জা জুটির, পাঁচ উইকেটে জয় ভারতের
নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ- ১১৪ (২৩ ওভারে) || ভারত- ১১৮/ ৫ উইকেট (২২.৫ ওভারে)
ভারত জয়ী পাঁচ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একদিনের ম্যাচে হারিয়ে ভারতীয় ক্রিকেট টিম আধিপত্য বজায় রাখল। পাঁচ উইকেটে জিতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রীতিমতো ঝড় তুলে দিলেন দুই বোলার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজা। রেকর্ড গড়লেন দুই বোলার। তাঁরা দু’জন মিলে ৭ উইকেট তুলে নিলেন। এই প্রথম ভারতের কোনও বাঁহাতি স্পিনার জুটি এক দিনের ক্রিকেটে ৭ উইকেট নিল।
বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারত যে অনায়াসে জিতবে সেই আন্দাজ করাই গিয়েছিল। কিন্তু কোনও রকম প্রতিরোধই যে ক্যারিবিয়ান বাহিনী গড়তে পারবে না, সেটা ভাবা যায়নি। বৃহস্পতিবার শুরুতে হার্দিক পান্ডিয়া এবং মুকেশ কুমার একটি করে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিংয়ে ভাঙন ধরান। শার্দূল ঠাকুর একটি উইকেট নেন। বাকি সাতটি উইকেটই তুলে নিলেন জাডেজা এবং কুলদীপ। জাডেজা নিলেন তিনটি উইকেট এবং কুলদীপ চারটি।
আরও পড়ুন: Bharat Gourab Title: টাটাকে 'ভারত গৌরব' ইস্টবেঙ্গলের
কুলদীপ তিন ওভার বল করে চারটি উইকেট নেন। বিশ্বকাপের আগে এই পারফরম্যান্স ভারতের বাঁহাতি স্পিনারকে দলে নিজের জায়গা পাকা করতে সাহায্য করবে। এক সময় কুলদীপ এবং যুজবেন্দ্র চহালের জুটিকে ‘কুল-চা’ বলা হত। এখন জাডেজার সঙ্গে জুটি বেঁধে যে স্পিন আক্রমণ তৈরি করেছেন কুলদীপ, তাতে ‘কুল-জা’ জুটি ভারতীয় দলের শক্তি হয়ে উঠতেই পারে।
বিশ্বকাপে সুযোগ না পাওয়া একটি দলের বিরুদ্ধে যে দাপটের সঙ্গে জেতার কথা ছিল, ভারত প্রায় সেই ভাবেই জিতল। প্রথমে বল করে ওয়েস্ট ইন্দিজ়কে ১১৪ রানে অলআউট করে দেন ভারতীয় বোলারেরা। ৫০ ওভারের ম্যাচে ১১৫ রান ছিল যথেষ্ট সহজ লক্ষ্য। তাই রোহিত শর্মা, বিরাট কোহলিদের শুরুতে নামাতে চায়নি ভারত। তরুণদের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ১১৫ রান তুলতে গিয়েও শেষ পর্যন্ত নামতে হল রোহিতকে। পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ জিতল ভারত।
West-Bengal | Updated: 11:39 AM, Fri Jul 28, 2023
India vs West Indies 2nd Test: দশের মধ্যে রোহিত, যশস্বীর লাফ
নিউজ ডেস্ক: দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নের সঙ্গে যুগ্মভাবে নবম স্থানে রয়েছেন তিনি। একমাত্র ভারতীয় হিসাবে টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন রোহিত। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রায় ৭ মাস ক্রিকেটের বাইরে থাকা ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি আপাতত টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় রয়েছেন ১২তম স্থানে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় এক ধাপ নিচে নেমে গিয়েছেন পন্থ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করলেও ক্রমতালিকায় উন্নতি হয়নি বিরাট কোহলির (Virat Kohli)। তিনি রয়ে গিয়েছেন ১৪তম স্থানেই
তবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দীর্ঘ লাফ দিয়েছেন তরুণ যশস্বী জয়সওয়াল। অভিষেক টেস্টে সেঞ্চুরি করেই তিনি উঠে এসেছিলেন ৭৪ নম্বরে। দ্বিতীয় টেস্টের পর আরও ১১ ধাপ উন্নতি হল তরুণ ভারতীয় ওপেনারের। আপাতত ৬৩ নম্বরে রয়েছেন ভারতীয় ওপেনার। ২১ বছরের ব্যাটারের ঝুলিতে রয়েছে ৪৬৬ পয়েন্ট। অন্যান্য ভারতীয়দের মধ্যে শুভমন গিল রয়েছেন ৫১ নম্বর স্থানে। ব্যাটারদের তালিকায় শীর্ষে এখনও কেন উইলিয়ামসন।
আরও পড়ুন: Harmanpreet Kaur-Mithali Raj: হরমনকে ধমক মিতালির
এদিকে বোলারদের ক্রমতালিকায় এখনও শীর্ষে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয়দের মধ্যে একধাপ উপরে উঠে রবীন্দ্র জাদেজা রয়েছেন ষষ্ঠ স্থানে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা জশপ্রীত বুমরাহ এখনও রয়েছেন দ্বাদশ স্থানে। অলরাউন্ডারদের তালিকায় এখনও শীর্ষে জাদেজা। আর অশ্বিন দুই নম্বরে।
West-Bengal | Updated: 13:48 PM, Thu Jul 27, 2023
Kapil Dev: প্রত্যাশার চাপ সামলাতে পারলেই বিশ্বজয়: কপিল
নিউজ ডেস্ক: প্রত্যাশার চাপ সামলানোর কথাই বলছেন প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় টিমের ক্যাপ্টেন কপিলদেব। ১৯৮৩ সালের বিশ্বজয়ী টিমের ক্যাপ্টেন কপিল মঙ্গলবার বেঙ্গালুরুতে সাংবাদিকদের বলেন, ‘আমি জানি না, বিশ্বকাপে কী ঘটতে চলেছে। ভারতের দল নির্বাচন তো এখনও হয়নি। শুধু এইটুকু জানি, ঘরের মাঠে ভারত বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবেই নামবে।’
৫ অক্টোবর থেকে ভারতে বসছে বিশ্বকাপের আসর। ঘরের মাঠে, সেই ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কপিল মনে করেন, চাপ সামলানোটা বড় পরীক্ষা হবে ভারতের। প্রাক্তন অলরাউন্ডার কপিল আরও বলেছেন, ‘সব কিছু নির্ভর করবে একটা ব্যাপারের উপরে। সেটা হল, সব দিক থেকে আসা প্রত্যাশা কী ভাবে সামলায় দলটা।’
আরও পড়ুন: ACC Mens's Emerging Asia Cup 2023: পাকিস্তানের জয়ে উল্লাস বাংলাদেশের
কপিল আরও বলেছেন, ‘‘ঘরের মাঠে আমরা একবার বিশ্বকাপ জিতেছি। আমি নিশ্চিত, যারা দলে সুযোগ পাবে, তাদের ক্ষমতা থাকবে ভারতকে আরও এক বার বিশ্বকাপ এনে দেওয়ার। চার বছর অন্তর বিশ্বকাপ ফিরে আসে। আশা করব, ভারতীয় ক্রিকেটাররা তৈরি থাকবে নিজেদের সেরাটা দেওয়ার জন্য।’ কপিলের কথায়, ‘আমাদের সময় ছবিটা অন্য রকম ছিল। এত ক্রিকেট হত না। এখন তো ক্রিকেটাররা প্রায় ১০ মাস ক্রিকেট খেলছে। তাই চোট-আঘাত থেকে দূরে থাকতে হলে ক্রিকেটারদের শরীরের উপরে বেশি নজর দিতেই হবে।’ যোগ করেন, ‘প্রত্যেকের শরীর এক-এক রকমের। প্রত্যেকের নিজস্ব ফিটনেস-রুটিন থাকা উচিত।’
এ বারের বিশ্বকাপে খেলতে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজ়কে। যা নিয়ে কপিলের মন্তব্য, ‘ওয়েস্ট ইন্ডিজ়কে বিশ্বকাপে না দেখাটা সত্যিই কষ্টের। একটা ৫০ ওভারের প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজ় থাকছে না, এটা ভাবাও কষ্ট। এত সব বিশাল মাপের ক্রিকেটার ওখান থেকে বেরিয়েছে। আমি জানি না, ওদের সমস্যা ঠিক কী। তবে আশা করব, আবার ফিরে আসবে ওয়েস্ট ইন্ডিজ স্বমহিমায়।’
West-Bengal | Updated: 11:11 AM, Wed Jul 26, 2023
India vs West Indies 2nd Test: বৃষ্টিতে ম্যাচ ড্র, সিরিজ রোহিতদের
নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছিল ভারত। স্যার ভিভের দেশে গিয়ে টেস্ট সিরিজে প্রাধান্য দেখাল ভারত। টেস্ট সিরিজ জিতে নিল রোহিত শর্মার দল। পোর্ট অফ স্পেনের টেস্ট ম্যাচ অবশ্য উল্লেখযোগ্য হয়ে থাকল বিরাট কোহলির জন্য। মাইলফলকের টেস্ট ম্যাচে কোহলি সেঞ্চুরি হাঁকিয়ে স্যার ডন ব্র্যাডম্যানকে স্পর্শ করেন কোহলি।
তাঁর ব্যাটিং দেখার জন্য মুখিয়ে ছিল পোর্ট অফ স্পেন। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার জোশুয়া দ্য সিলভা উইকেটের পিছন থেকে কোহলিকে বলে যাচ্ছিলেন, তাঁর শতরান দেখার জন্য কতটা উদগ্রীব তিনি। জোশুয়ার মা-ও দেখা করতে আসেন কোহলির সঙ্গে। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন অবশ্য বৃষ্টির জন্য খেলাই হল না। ফলে অমীমাংসিত ভাবেই শেষ হল ম্যাচ।
আরও পড়ুন: Lionel Messi: মেসির মুখ মেলাতে ৮০৮টি ছাগল !
ওয়েস্ট ইন্ডিজ আর আগের মতো শক্তিশালী নয়। বড্ড দুর্বল। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে কোন দলের পাল্লা ভারী, তা হয়তো যে কোনও ক্রিকেট প্রেমীই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। হলও তাই। সিরিজ গেল ভারতের পকেটে।
West-Bengal | Updated: 11:34 AM, Tue Jul 25, 2023
India vs West Indies 2nd Test 2023: রেকর্ডের মাঝে জয়ের হাতছানি ভারতের
নিউজ ডেস্ক: টানটান উত্তেজনা। পরতে পরতে ক্লাইম্যাক্স। রেকর্ডও। বহুদিন পরে টেস্ট ক্রিকেট ঘিরে এমন উন্মাদনা। দ্বিতীয় টেস্টে ভারতের সামনে জয়ের হাতছানি। ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টেও যেন অ্যাশেজের বাজ়বলের ছোঁয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একেবারে টি-টোয়েন্টির মেজাজে শুরু ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল। ভারত অধিনায়ক রোহিত ৪৪ বলে ৫৭ রানে ফিরে গেলেও ২৮ বলে ৩৭ রানে মেজাজে যশস্বী। বৃষ্টির জন্য লাঞ্চের আগেই সাময়িক বন্ধ হয়ে যায় ম্যাচ। সেই সময় ভারত ১২ ওভারে এক উইকেটে ৯৮ রানে দাঁড়িয়েছিল। লক্ষ্য খুবই স্পষ্ট। অন্তত চারশো রানের লিড দিয়ে শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দেওয়া। চতুর্থ দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়ে ১৮১ রানে ডিক্লেয়ার করে দেয় রোহিত শর্মার টিম। ব্যাট করতে নেমে ৭৬ রানে দু’উইকেট হারায় ব্রায়ান লারার দেশ। ফলে শেষ দিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ২৯৮ রান। হাতে আট উইকেট। চ্যালেঞ্জের মুখে ভারতীয় বোলিংও। ভারতের জয়ের সম্ভাবনা ষোলোভাগ।
চতুর্থ দিনে মাত্র ১০ ওভারেই বিশ্বরেকর্ড গড়ল ভারত। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলি ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন। সেই ম্যাচ শতরানও করেন। এ বার একেবারে অন্য রেকর্ড। যা ভারতীয় ক্রিকেটে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। এখনও পর্যন্ত যতদিনের রেকর্ড নথিবদ্ধ রয়েছে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইনিংসের প্রথম ১০ ওভারে সব থেকে বেশি রান করার নজির গড়ে টিম ইন্ডিয়া। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯০ রান সংগ্রহ করে। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের নামের পাশে। তারা ২০২২ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ইনিংসের প্রথম ১০ ওভারে ৮০ রান সংগ্রহ করে। এবার থেকে সেই নজির লেখা থাকবে রোহিতদের নামে।
আরও পড়ুন: বিরাটের শতরান বাঁচালো ভারতকে
টেস্ট ইনিংসের প্রথম ১০ ওভারে সব থেকে বেশি দলগত রান:-
১. ভারত- ৯০ (বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩)
২. ইংল্যান্ড- ৮০ (বনাম পাকিস্তান, ২০২২)
৩. ওয়েস্ট ইন্ডিজ- ৭৮ (বনাম নিউজিল্য়ান্ড, ২০১৪)
৪. পাকিস্তান- ৭৭ (বনাম ভারত, ২০০৫)
৫. বাংলাদেশ- ৭৬ (বনাম ভারত, ২০০৭)
(যতদিন পর্যন্ত টেস্ট রেকর্ড নথিবদ্ধ রয়েছে)
উল্লেখযোগ্য বিষয় হল, টেস্ট ইনিংসে সব থেকে কম বলে দলগত ১০০ রান পূর্ণ করার সর্বকালীন রেকর্ড গড়ে ভারত। কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১২.২ ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। অর্থাৎ, ৭৪ বলে ১০০ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া। এত কম বলে টেস্ট ইনিংসে দলগত ১০০ রানে পৌঁছতে পারেনি আর কোনও দেশ।
উল্লেখ্য, ম্যাচে বৃষ্টির প্রভাব পড়তে পারে ধরে নিয়েই ভারতীয় দল দ্রুত রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে শেষ ইনিংসে ব্যাট করতে ডাকার পরিকল্পনা করে। তাই হয়েছে। বৃষ্টিতে খেলা বন্ধ হয়েছে। সেই অনুযায়ী দ্বিতীয় ইনিংসের প্রথম ওভার থেকে ব্যাট চালাতে শুরু করেন দুই ভারতীয় ওপেনার। প্রথম ওভারে ১২ রান তোলে তারা। ৬ ওভারের মধ্যেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় টিম ইন্ডিয়া। প্রথম ১০ ওভারে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৯০ রান। ইনিংসের সেই পর্যায় রোহিত শর্মা ৩৯ বলে ৫৬ রান ব্যাট করছিলেন। যশস্বী অপরাজিত ছিলেন ২২ বলে ৩১ রান করে। মাত্র ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করা রোহিত শর্মা শেষমেশ ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫৭ রান করে আউট হন। যশস্বী জসওয়াল ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন।
West-Bengal | Updated: 11:57 AM, Mon Jul 24, 2023
West-Bengal | Updated: 11:24 AM, Thu Sep 14, 2023
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, বিপদ এড়ানোর উপায় কী?
West-Bengal | Updated: 18:17 PM, Thu Aug 31, 2023
Mumbai News: একই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
West-Bengal | Updated: 15:08 PM, Mon Jul 17, 2023
Monsoon Health Tips: পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি? রান্নাঘরেই আছে সুস্থ থাকার টোটকা!
West-Bengal | Updated: 17:46 PM, Thu Jul 13, 2023
Hand Sanitizer: করোনা গেলেও ব্যবহার হচ্ছে স্যানিটাইজার, অজান্তে বাড়ছে না তো বিপদ?
West-Bengal | Updated: 16:54 PM, Wed Jul 12, 2023
Chronic cough causes: কফ জমে গলায়? জেনে নিন সর্দি জমার লক্ষণ আর প্রতিকারের উপায়
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is other culture news
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is culture news
West-Bengal | Updated: 17:47 PM, Fri Jun 02, 2023
Rahul Gandhi's remarks on condition of Dalits, Muslims in India 'bitter truth': Mayawati
West-Bengal | Updated: 17:40 PM, Fri Jun 02, 2023
An open letter to the Indian film industry
West-Bengal | Updated: 17:39 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System ads132
West-Bengal | Updated: 17:37 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System dsf342
West-Bengal | Updated: 17:36 PM, Fri Jun 02, 2023
Girl Finds Strange Eggs Under Her Bed - When Expert Sees It, He Turns
West-Bengal | Updated: 17:33 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System 687342