Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreChandrayaan-3: চাঁদের বুকে ফের জেগে উঠবে ল্যান্ডার আর রোভার! কী জানালেন ISRO-র বিজ্ঞানী?
নিউজ ডেস্ক: ফের কাজ করা শুরু করবে মিশন চন্দ্রযান-৩? ISRO-র বিজ্ঞানীর মন্তব্যে আশায় বুক বাঁধতে চলেছে দেশ। চাঁদের বুকে ১ দিন অর্থাৎ পৃথিবীর নিয়মে ১৪ দিন কাটানোর পর ঘুমিয়ে পড়েছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। ১৪ দিন ধরে চাঁদে টানা সূর্যালোক থাকার কারণে গবেষণার কাজ চালিয়ে গিয়েছিল রোভার আর ল্যান্ডার। কিন্তু অন্ধকার নামার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে তারা। আগামীকাল, ২২ সেপ্টেম্বর চাঁদে ফের নামবে দিন। এই কারণে প্রশ্ন উঠছে, সূর্যালোক পেলে কি জেগে ওঠার সম্ভাবনা রয়েছে এই দুই যন্ত্রের?
এই বিষয়ে মুখ খুলেছেন চন্দ্রযান-৩ মিশনের প্রজেক্ট ডিরেক্টর পালানিভেল ভিরামুথুভেল। তিনি বলেন, 'চাঁদের রাত খুব মারাত্মক ব্যাপার। এই সময় -১৭৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় চাঁদের তাপমাত্রা। এই তাপমাত্রা সওয়ার পর বিক্রম আর প্রজ্ঞানের সঠিকভাবে সাড়া দেওয়া নিয়ে সন্দেহ থাকেছেই।' তিনি আশঙ্কা করেন, এই মারাত্মক ঠান্ডায় ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের কলকব্জা ঠিক থাকতে নাও পারে' তবে ISRO যে হাল ছেড়ে দেয়নি সে কথাও জানিয়েছেন ভিরামুথুভেল। তাঁর বক্তব্য, আশা ক্ষীণ থাকলেও একেবারে সেই সম্ভাবনা নেই সে কথাও বলা যাবে না।
অন্যদিকে মিশনের সাফল্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, মিশন চন্দ্রযান সম্পূর্ণ সফল। চাঁদের বুকে ১ দিনের মিশনই লক্ষ্য ছিল আমাদের। এই সময়ের মধ্যে একাধিক চমকপ্রদ গবেষণা আর তথ্যের সন্ধান পেয়েছে চন্দ্রযান-৩। জলের অস্তিত্ব পাওয়া সম্ভব কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন,' চাঁদের দক্ষিণ মেরুতে জল থাকার সম্ভাবনা প্রবল। সেখান থেকে ইতিমধ্যে অক্সিজেন মিলেছে।' আগামীদিনে চাঁদের থেকে বিদ্যুৎ উৎপাদন করা কিংবা লঞ্চিং প্যাড তৈরি করে চাঁদ থেকেই জ্বালানি ফাইল করে অন্য গ্রহে মিশন পাঠানোর সম্ভাবনার কথাও উঠে এসেছে তাঁর বক্তব্যে।
West-Bengal | Updated: 11:44 AM, Thu Sep 21, 2023
ISRO Chairman: ইন্ডিগোর উড়ানে অভিনব অভ্যর্থনা ইসরো প্রধানকে, আপ্লুত এস সোমনাথ
নিউজ ডেস্ক: ২৩ আগস্ট চাঁদের মাটি
ছুঁয়েছে ভারত। তারচেয়ে বড় কথা, বিশ্বের প্রথম দেশ হিসেবে চন্দ্রপৃষ্ঠের রহস্যময় দক্ষিণ মেরুতে নেমেছে ইসরোর
চন্দ্রযান ৩। মহাকাশ গবেষণায়
যুগান্তকারী সাফল্যে গর্বিত গোটা দেশ। কুর্নিশ জানাচ্ছে দুনিয়া। নেপথ্যে ভারতের
বিজ্ঞানীরা। যে মেধাবী দলটির নেতৃত্ব ছিলেন ইসরো প্রধান এস সোমনাথ। সম্প্রতি বিমান সংস্থা ইন্ডিগোর উড়ানে উষ্ণ অভ্যর্থনা
পেলেন তিনি। হৃদয়স্পর্শী মুহূর্তটি ইনস্টাগ্রামে শেয়ার করেন এক বিমানসেবিকা যা
ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ভাইরাল ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ইসরোর চেয়ারম্যান মিস্টার এস সোমনাথ। আমাদের উড়ানে এস
সোমানাথকে অভ্যর্থনা জানাতে পেরে গর্ব বোধ করছি। নিজেদের ফ্লাইটে এমন ‘নায়কদের’
পাওয়া সবসময়ই আনন্দের। নেটিজেনদের পছন্দ হয়েছে এই ভিডিও।
সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার
করেছিলেন পূজা শাহ নামের এক বিমানসেবিকা। সেখানে দেখা গিয়েছে, এস সোমনাথকে নিয়ে বিমানসেবিকা জানাচ্ছেন
যে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের উপস্থিতিতে তারা যারপরনাই আনন্দিত। মিস্টার সোমনাথ এবং তাঁর দলের জন্য করতালির ঝড় বয়ে যায় কিছুক্ষণের
মধ্যেই। বিমানসেবিকা বলেন, ‘আপনাকে উড়ানে
পেয়ে গর্বিত আমরা। ভারতকে গর্বিত করার জন্যছ আপনাকে ও আপনার টিমকে অভিনন্দন।’
West-Bengal | Updated: 12:27 PM, Fri Sep 01, 2023
Chandrayaan-3: চাঁদের বুকে এক সপ্তাহ, বিক্রমের ছবি পাঠাল প্রজ্ঞান
নিউজ ডেস্ক: চাঁদের মাটিতে প্রজ্ঞানের নামার সময় সেই ছবি ক্যামেরাবন্দি করে পাঠিয়েছিল বিক্রম। এবার চাঁদের মাটিতে দাঁড়িয়ে বাহন বিক্রমের ছবি তুলল রোভার প্রজ্ঞান। ISRO-র সোশ্যাল মিডিয়া পোস্টে গতকাল ছবিটি পোস্ট করে লেখা হয়,'Smile, please! Pragyan Rover clicked an image of Vikram Lander this morning.' পোস্টে জানানো হয়েছে ছবিটি তুলেছে প্রজ্ঞানের শরীরে থাকা নেভিগেশন ক্যামেরা NavCam।
উল্লেখ্য, ইতিমধ্যে চাঁদে এক সপ্তাহ কাটিয়ে দিয়েছে রোভার। আর এর মধ্যেই অক্সিজেন, সালফার-সহ একাধিক মৌলের সন্ধানে সফল হয়েছে সে। আপাতত জোরকদমে হাইড্রোজেন খুঁজে চলেছে প্রজ্ঞান। এদিকে রোভার ও ল্যান্ডারের সব পেলোডই সঠিকভাবে কাজ করে চলেছে বলে জানিয়েছে ISRO। গতকাল বিক্রমের যে শেষ ছবিটি পাঠায় প্রজ্ঞান, সেই সময় ১৫ মিটার দূরত্ব ছিল উভয়ের মধ্যে।
উল্লেখ্য, সেকেন্ডে এক সেন্টিমিটার গতিতে চাঁদের মাটিতে হেঁটে বেড়াচ্ছে সৌরচালিত প্রজ্ঞান। চাঁদের বুকে অন্ধকার নামলে কাজ বন্ধ করে দিতে হবে রোভারকে। জানা যাচ্ছে, সম্প্রতি চাঁদে একটি ১০০ মিলিমিটার গর্তের মুখে পড়েছিল প্রজ্ঞান, তবে বৈজ্ঞানিকদের সতর্ক দৃষ্টি থাকার ফলে সফলভাবে সেই গর্তকে এড়িয়ে যেতে সক্ষম হয়েছে রোভার। ৮ কিলোগ্রাম ওজনের রোভার আপাতত তার ৬ টি পা নিয়ে জোরকদমে খোঁজ করছে হাইড্রোজেন। এদিকে বরফের খোঁজও করা হবে বলে জানা গেছে। ৭ দিন পেরিয়ে বাকি আরও ৭ দিন। এখন দেখার শেষ সপ্তাহে চাঁদের দক্ষিণ মেরুর বুকের আর কোন কোন জমে থাকা রহস্যের সন্ধান দিতে পারে প্রজ্ঞান।
West-Bengal | Updated: 12:45 PM, Thu Aug 31, 2023
Chandrayaan-3: চাঁদের বুকে মিলল অক্সিজেন-সালফার, এবার হাইড্রোজেনের খোঁজে প্রজ্ঞান
নিউজ ডেস্ক: বিরাট সাফল্য পেল মিশন চন্দ্রযান-৩। চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে হাঁটাচলা করাই যেখানে প্রতিপদে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে রোভার প্রজ্ঞানকে, এবার সেই বাধার মধ্যেই বড় খোঁজ মিলল চাঁদের মাটিতে। চন্দ্রপৃষ্ঠে অক্সিজেন এবং সালফারের অস্তিত্বের কথা নিশ্চিত করল প্রজ্ঞান। লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি (LIBS) পদ্ধতির সাহায্যে আবিষ্কার করা হয়েছে এই গুরুত্বপূর্ণ উপাদান। এবার হাইড্রোজেন মিললেই চাঁদের দক্ষিণে জলের অস্তিত্ব প্রমাণ করে দেখাতে পারবে ভারত।
চাঁদে প্রথম ইন-সিটু পরীক্ষা ছিল এটাই। এই পরীক্ষায় অক্সিজেন এবং সালফার বাদেও লুমিনিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ক্রোমিয়াম, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ এবং সিলিকন ইত্যাদি মৌলেরও কমবেশি খোঁজ মিলেছে বলে নিশ্চিত করে রোভার। LIBS ছাড়াও প্রজ্ঞানের কাছে রয়েছে আরও একটি পেলোড, যার নাম আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোমিটার বা APXS। LIBS যে উপাদানগুলির খোঁজ পাচ্ছে, সেগুলির পরিমাণ এবং গুণমান পরীক্ষা করবে APXS। সেই সঙ্গে চাঁদের বুকে খনিজ পদার্থের খোঁজও চালাচ্ছে এই পেলোড।
রোভার ছাড়াও বিক্রমের সঙ্গে থাকা ৪ টি পেলোড রয়েছে, যেগুলির রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। চাঁদের পিঠে সূর্য থেকে আসা প্লাজমা কণার পরিমাণ নির্ধারণ করবে একটি পেলোড, যেখানে অন্যগুলির কাজ থাকছে চাঁদের গতিশীলতা, ভূমিকম্পের প্রবণতা পরিমাপ। আবার ChaSTE পেলোড ইতিমধ্যে নির্ধারন করেছে চাঁদের তাপমাত্রার তারতম্য। আপাতত জোর কদমে নতুন খোঁজের সন্ধানে লেগে রয়েছে চন্দ্রযান-৩। সূত্রের খবর, অক্সিজেন আবিষ্কারের পর বর্তমানে চাঁদের বুকে হাইড্রোজেন ও বরফের খোঁজ চালাচ্ছে প্রজ্ঞান।
West-Bengal | Updated: 10:40 AM, Wed Aug 30, 2023
chandrayaan-3: চাঁদের মাটিতে তাপমাত্রা নিয়ে অভিনব খোঁজ দিল রোভার
নিউজ ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরু থেকে বিশ্বকে প্রথম আবিষ্কার সম্পর্কে জানালো প্রজ্ঞান। চাঁদের তাপমাত্রা নিয়ে বড় খোঁজ দিল চন্দ্রযান। বিক্রমের পেলোড তথ্য অনুযায়ী, চাঁদের মাটির গড় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস মতো হয়। আর চন্দ্রপৃষ্ঠের গভীরে গেলে কমতে থাকে তাপমাত্রা। আর এই তাপমাত্রার তারতম্য দেখা যায় অনেকটা। মাটির নীচে ৮০ সেন্টিমিটার গভীরতায় তাপমাত্রা হ্রাস পেতে পারে ১০ ডিগ্রি পর্যন্ত। এটি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলেছেন, চাঁদের পৃষ্ঠ তাপ ধরে রাখতে সক্ষম নয়।
জনৈক বিজ্ঞানীর কথায়, পৃথিবীতে এই তাপমাত্রার তারতম্যের সঙ্গে চাঁদে প্রাপ্ত তারতম্যে আকাশপাতাল পার্থক্য। যখন আমরা পৃথিবীর অভ্যন্তরে দুই থেকে তিন সেন্টিমিটার গভীরে যাই, তখন তাপমাত্রার ফারাক হয় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। চাঁদের ক্ষেত্রে এই তারতম্য অনেকটাই। উল্লেখ্য, চাঁদের দক্ষিণ মেরুতে তাপমাত্রার তারতম্যের যে হদিশ চন্দ্রযান পেয়েছে তা বেশ আশ্চর্জনক। ৭০ ডিগ্রি থেকে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে এই অংশে।
অন্যদিকে, ISRO-র বৈজ্ঞানিক বিএইচ দারুকেশা জানিয়েছেন, আমরা আশা করেছিলাম এই অঞ্চলের তাপমাত্রা মোটামুটি ২০-৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই তাপমাত্রা ৭০ ডিগ্রি। এদিকে বিক্রম আরও জানিয়েছে ২০ সেন্টিমিটার উচ্চতায় প্রায় ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে চাঁদের তাপমাত্রা। চাঁদে পৌঁছে বিক্রমের দেওয়া এই অভিনব তথ্য ভারতের সৌজন্যে জানতে পারল গোটা পৃথিবী।
West-Bengal | Updated: 12:25 PM, Mon Aug 28, 2023
Chandrayaan-3: ভারতকে নিচু দেখানোর চেষ্টা, কোহিনূর নিয়ে ট্রোলড ব্রিটিশ সাংবাদিক
নিউজ ডেস্ক: চন্দ্রযানের দক্ষিণ মেরু বিজয় চোখের বালি হয়ে উঠল একাধিক ব্রিটিশ সংবাদ মাধ্যমের কাছে! ২০০ বছর প্রভুত্ব করা দেশের এই সাফল্য সহ্য করতে অপারগ ব্রিটিশ সংবাদ মাধ্যমের একাংশ। নাসা- সহ একাধিক দেশ বিভিন্নভাবে সাহায্য করেছে ভারতের চন্দ্রযান মিশনকে। সেই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জ্ঞান ধেয়ে এসেছিল ব্রিটিশ মিডিয়া জগতের তরফে। এবার আক্রমণের ঝাঁঝ বাড়াতে আরও এক কদম এগিয়ে ভারতকে দেওয়া ব্রিটেনের সব অনুদান ফেরত চেয়ে বসলেন ব্রিটিশ সাংবাদিক প্যাট্রিক ক্রিস্টিস।
সংবাদ পরিবেশনকালে প্যাট্রিক ভারতের চন্দ্রযান মিশনকে শুভেচ্ছা জানানোর পর বলেন, ভারত এত উন্নতি করেছে। তাই জানতে চাই ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত যে ২৩০ কোটি টাকা অনুদান দিয়েছিল ব্রিটেন, সেটা কবে ফেরত দিচ্ছে ভারত?' তাঁর খোঁচা, চলতি বছরেও ভারতকে মোটা অঙ্কের অনুদান পাঠাবে ব্রিটেন। তাই যে দেশ মহাকাশ গবেষণায় মিশন পাঠাতে সক্ষম, সেই দেশকে আর্থিক সাহায্য করা যুক্তিযুক্ত নয়।
ব্রিটিশ সাংবাদিকের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রতিবাদ করে ওঠেন ভারতীয় নেটিজেনরা। কেউ কেউ দাবি করেন, আগে ভারতে NGO চালানো বন্ধ করুক ব্রিটেন। আবার কেউ বলেন, ২০০ বছর ধরে ৪৫ লক্ষ কোটি ডলার লুঠ করে নিয়ে গেছে ইংল্যান্ড। ২৩০ কোটি টাকা সুদসমেত কেটে বাকিটা ফেরত দেওয়া উচিত তাহলে তাদের। অনেকে আবার শুধু ইংল্যান্ডে নিয়ে যাওয়া ভারতের কোহিনূর ফেরত চেয়ে কটাক্ষ করেন প্যাট্রিককে। উল্লেখ্য, ২০০ বছরে ব্রিটেন যে পরিমাণ অর্থ ভারত থেকে লুঠ করে, তা বর্তমান ব্রিটেনের GDP-র প্রায় ১৫ গুণ!
West-Bengal | Updated: 15:26 PM, Sat Aug 26, 2023
Pragyan Rover Update: প্রজ্ঞানের উপর গোয়েন্দাগিরি! কী বলছে ইসরো?
নিউজ ডেস্ক: প্রজ্ঞানের চন্দ্রপৃষ্ঠ ছোঁয়ার মুহুর্তটা ঠিক কেমন ছিল? সেই ভিডিয়ো প্রকাশ করল ইসরো। এ যেন পুর্ণিমার আলোয় স্বপ্নের গাড়ির টেস্ট ড্রাইভ। বিক্রমের পেট থেকে বেরিয়ে এল প্রজ্ঞান। টুইটে ভিডিয়োটি শেয়ার করে ইসরোর পক্ষ থেকে জানানো হয়, ‘‘ এভাবেই চন্দ্রযান-৩ এর ল্যান্ডার থেকে রোভার বেরিয়ে চাঁদের মাটিতে নামল।’’ ভিডিয়োটি প্রকাশের আগে আরও একটি টুইট করে ইসরো জানায়, চাঁদে পৌঁছনোর পর চন্দ্রযান-৩-এর সব ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। চাঁদে নামার আগে ল্যান্ডারের ক্যামেরা থেকে এই দৃশ্য লেন্সবন্দী করা হল”। ঠিক যেন প্যারাগ্লাইডারের হেলমেটে লাগানো অ্যাকাশন ক্যামেরার ছবি।
বৃহস্পতিবার ইসরো টুইট করে জানায়, ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতে সে হেঁটে-চলে বেড়াচ্ছে। প্রাথম দিকে এক সেন্টিমিটার প্রতি সেকেন্ড গতিতে চন্দ্রপৃষ্ঠে চলাচল করছে রোভার। এই রোভারের উপর নজর রাখছে চন্দ্রযান-২ এর অর্বিটার। ফলে এই মিশনের জন্য এখন দুটি অর্বিটার রয়েছে ইসরোর হাতে। প্রজ্ঞান রোভারের চাকার মধ্যে এক দিকে ইসরোর লোগো এবং অন্য দিকে ভারতের অশোকস্তম্ভ খোদাই করা আছে। প্রজ্ঞান এগোলে চাঁদের মাটিতে তার ছাপ পড়ার কথা। রোভার আগামী ১৪ দিন চাঁদে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে। প্রজ্ঞান থেকে সেই তথ্য থেকে নিয়ে বিক্রম ইসরোর দপ্তরে পাঠাবে।
প্রজ্ঞানের সঙ্গে রয়েছে একাধিক দিকনির্দেশক স্বয়ংক্রিয় ক্যামেরা। চাঁদের মাটিতে অনুসন্ধান চালাবে সে। একাধিক বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে চাঁদে নেমেছে প্রজ্ঞান। কোটি কোটি বছর ধরে চাঁদের ভূপৃষ্ঠ কী ভাবে তৈরি হয়েছে, কোন কোন উপাদান দিয়ে চাঁদের মাটি তৈরি, উল্কাপাতের ফলে সেখানে কোন পরিবর্তন এসেছে কি? চাঁদে আদৌ কোন দিন বায়ুমন্ডল ছিল কি না তা খতিয়ে দেখবে প্রজ্ঞান। আগামী দু’সপ্তাহ ধরে স্পেকট্রোমিটার বিশ্লেষণের মাধ্যমে চাঁদের মাটিতে কোন ধরনের খনিজ বস্তু আছে, তা খুঁটিয়ে দেখবে সে।
সৌরশক্তির জোরেই কাজ করবে বিক্রম এবং প্রজ্ঞান। সেই কারণে চাঁদে দিনের বেলার সময়টিকে বেছে নিয়েছে ইসরো। আগামী ১৪ দিন চাঁদে দিনের আলো থাকবে। সূর্য ডুবে গেলে কি চন্দ্রযান-৩-এর ‘মৃত্যু’ অবধারিত? ইসরো জানিয়েছে, ল্যান্ডার এবং রোভারটির চাঁদে থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। সূর্যের আলো নিভলেই তাদের কাজ ফুরিয়ে আসবে। অন্ধকারে আর কোনও কাজ করতে পারবে না। তবে আরও ১৪ দিন পরে চাঁদে সূর্যোদয় হলে আবার শক্তি সঞ্চয় করে মাঠে নামবে প্রজ্ঞান। এই সম্ভাবনাই বেশি।
চন্দ্রযান-৩ এর পর ইসরোর লক্ষ্য ‘চন্দ্রযান-৪’। এই অভিযানের জন্য জাপানের সংস্থা সঙ্গে হাত মিলিয়েছে ভারত। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা ‘জাক্সা’ এবং ভারতের ‘ইসরো’ যৌথ ভাবে লুপেক্স (লুনার পোলার এক্সপ্লোরেশন) মিশনে কাজ করবে। যাকে ‘চন্দ্রযান-৪’ নামেও চিহ্নিত করা হচ্ছে। লুপেক্সে মূলত চাঁদের মেরুকেন্দ্রিক পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ চালাবে ভারত এবং জাপান। খুঁজবে সবচেয়ে আলোচিত প্রশ্নটির জবাব— চাঁদে কি আদৌ জল আছে?
West-Bengal | Updated: 16:36 PM, Fri Aug 25, 2023
Pragyan Rover: চাঁদের মাটিতে অশোক স্তম্ভ আঁকল প্রজ্ঞান
নিউজ ডেস্ক: চাঁদে পথ চলা শুরু প্রজ্ঞানের। ইসরো জানিয়েছে অবতরণের
চার ঘণ্টা পর বিক্রমের গর্ভ থেকে বেরিয়ে আসে এই রোভার। চাঁদের মাটিতে পদার্পন করে জ্ঞান
আহরণের পথে এগিয়েছে প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে বুধবার সন্ধ্যায়
সফলভাবে অবতরণ করে চন্দ্রযান-৩। এই মিশনের সাফল্যের জন্য সারা পৃথিবী থেকে অভিনন্দন কুড়িয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
এই মুহুর্তে গোটা পৃথিবীর নজর রয়েছে প্রজ্ঞানের গবেষণার দিকে।
বুধবার ২৩ অগাস্ট সন্ধ্যা
৬:০৪ মিনিটে ভারত এক নতুন ইতিহাস তৈরি করল।
চাঁদের এই অঞ্চল সবচেয়ে দুর্গম। ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করতে সক্ষম
হয়েছে। চন্দ্রযান ৩-এর এই রোভার প্রজ্ঞানের চাকার মধ্যে খোদাই করা
আছে ইসরোর লোগো এবং ভারতের অশোক স্তম্ভ। ফলে যতবার চাঁদের মাটিতে
চাকা গড়াচ্ছে, ততবার অশোক স্তম্ভের চিহ্ন আঁকা হচ্ছে চাঁদের মাটিতে। ছয় চাকা বিশিষ্ট রোভার
প্রজ্ঞানের একটি চাকায় রয়েছে এই অশোক স্তম্ভ। অন্য আর একটি চাকায় রয়েছে ভারতীয়
মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর লোগো। ফলে বৈজ্ঞানিক অগ্রগতি এবং
মহাকাশ অনুসন্ধানের প্রতি ভারতের দৃঢতার প্রতীক চিহ্ন বহন
করছে প্রজ্ঞান।
গোটা দেশ এখন সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছে
যখন প্রজ্ঞান রোভারের মাধ্যমে ইসরো চাঁদে কী কী গবেষণা হল সে সম্পর্কে জানাবে। প্রজ্ঞান রোভারে ছয়টি চাকা রয়েছে যার সাহায্যে এই রোভার চন্দ্রপৃষ্ঠে চলাচল করবে। বৈজ্ঞানিকরা রোভারের পাঠানো তথ্য বিশ্লেষণ করবেন। এই
রোভার এক সেন্টিমিটার প্রতি সেকেন্ড গতিতে
চন্দ্রপৃষ্ঠে চলাচল শুরু করেছে। প্রজ্ঞানের মাধ্যমে চাঁদের আবহাওয়া, তাপমাত্রা সংক্রান্ত তথ্য তালাশ করা হবে। এছাড়াও রোভারে বেশ কয়েকটি পেলোড রয়েছে
যার মাধ্যমে আগামী ১৪ দিনে চাঁদে জল,
খনিজ ভূমিকম্প, ও চাঁদের মাটির অধ্যয়ন করা হবে।
চাঁদে সফট ল্যান্ডিং করে এই মিশনের মাত্র
অর্ধেক সাফল্য এসেছে এমনটাই দাবি ইসরোর। এবার ইসরোর
কাছে আসল চ্যালেঞ্জ হল চাঁদ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। মাত্র
১৪ দিনে যা করার যা করতে হবে ইসরোকে। পৃথিবীতে ২৪ ঘণ্টায়
একটি দিন হলেও চাঁদে পৃথিবীর ১৪ দিন সমান একটি দিন হয়। তারপর আগামী ১৪ দিন থাকবে শুধুই অন্ধকার। ফলে পরবর্তী গবেষণা করতে গেলে আরও
১৪ দিন অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে রোভারের পিঠে লাগানো
সোলার প্যানেলের মাধ্যমে তাকে চার্জ করে আবার কর্মক্ষমতা
পেতে হবে। তবে এখনও ইসরোর তরফ থেকে
স্পষ্ট করে জানানো হয়নি আগামী ১৪ দিনে রোভার চাঁদে কত
দূরত্ব অতিক্রম করবে।
ইসরো জানিয়েছে ল্যান্ডার এবং রোভারে পাঁচটি বৈজ্ঞানিক উপকরণ রয়েছে। সেগুলিকে ল্যান্ডার
মডিউলের ভিতরে রাখা হয়েছে। রোভারের ভিতরে রয়েছে আলফা পার্টিকাল এক্স-রে এসপেক্ট্রোমিটার। এটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ মনে করা হচ্ছে কারণ এর মাধ্যমেই চাঁদের মাটির রাসায়নিক গঠন সম্পর্কে গবেষণা চালানো হবে।
৪০ দিন আগে ১৪ জুলাই ভারতের চন্দ্রযান ৩ ১৪০ কোটি ভারতবাসীর আশা ভরসা নিয়ে এগিয়ে যায় চাঁদের দিকে। চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের সফল অবতরণের পর এবার রোভার প্রজ্ঞান কাজ
করা শুরু করেছে। প্রজ্ঞান রোভার ইতিমধ্যেই চন্দ্রপৃষ্ঠের ছবি
তোলা শুরু করেছে। আগামী ১৪ দিন প্রজ্ঞানের মাধ্যমে
চন্দ্রমায় গবেষণা চালাবে ইসরো। বিক্রমের ক্যামেরা থেকে বেশ কয়েকটি ছবি তোলা হয়েছে। এর
মধ্যে চন্দ্রযান
৩-এর ল্যান্ডিং সাইটের একটি অংশ দেখানো হয়েছে। সেটি
বেশ সমতল। ইসরো ইতিমধ্যেই চাঁদের সেই ছবি
প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ল্যান্ডিং মডিউলে রয়েছে বেশ কয়েকটি সেন্সর যার মধ্যে রয়েছে এক্সেলেরো মিটার, অল্টিমিটার, ডপলার ভেলোসিমিটার, ইনক্লাইনোমিটার, টাচ ডাউন সেন্সর।
West-Bengal | Updated: 17:32 PM, Thu Aug 24, 2023
Chandrayaan-3 Success: ইসরোর বিজ্ঞানীদের প্রশংসা করে মোদীকে শুভেচ্ছা জানালেন দালাই লামা
নিউজ ডেস্ক: চাঁদের দুর্গম দক্ষিণ মেরু জয় করার পর গোটা পৃথিবী শুভেচ্ছা জানাচ্ছে ভারতকে। দেশ-বিদেশ থেকে এই অসামান্য কীর্তির জন্য বাহবা পাচ্ছে ISRO। এবার ভারতীয় মহাকাশ সংস্থার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা-বার্তা পাঠালেন ধর্মগুরু দালাই লামা। মোদীর কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন,'চন্দ্রযান-৩-এর সফল অবতরণ ভারতের জন্য এক গৌরবময় অভজ্ঞতা। ভারতীয়রা সর্বদা বিজ্ঞানকে প্রসার করে চলেন। আমি ISRO প্রধান এবং তাঁর সহকর্মীদের এই মহান কীর্তিকে শুভেচ্ছা জানাতে চাই। তাঁদের নিঃস্বার্থ ত্যাগ ছাড়া এই কাজ সফল হতো না। ভারতীয় বিজ্ঞানীরা দেশের বিজ্ঞান-প্রযুক্তির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন।'
উল্লেখ্য, সুদীর্ঘকাল ধরে ভারতের অতিথি হিসেবে রয়েছেন দালাই লামা। তিনি স্বয়ং নিজেকে ভারতের প্রবীনতম অতিথি বলে থাকেন। তিনি মনে করেন এই সাফল্যের পর আরও উন্নতির শিখরে পৌঁছবে ভারতের বিজ্ঞান-প্রযুক্তি। রাশিয়া-আমেরিকার উন্নততর প্রযুক্তির সঙ্গে যেভাবে প্রতিযোগিতা করছে ভারত, তাতে বেজায় খুশি দালাই লামা।
প্রসঙ্গত, চন্দ্রযান-২-এর বাজেট ছিল ৯৭০ কোটি টাকা। সেই মিশনের ল্যান্ডার ব্যর্থ হলেও ৪ বছর পর চাঁদ ছুঁতে সক্ষম হলো বিক্রম। তবে আশ্চর্যের বিষয়, এবারের বাজেট আগের বাজেটের ২/৩ হওয়া সত্ত্বেও সমস্যা হয়নি বিজ্ঞানীদের। কম বাজেটেও যে মহাকাশে ইতিহাস রচনা করা সম্ভব, সেই দৃষ্টান্তই বিশ্বের কাছে তুলে ধরল ISRO।
West-Bengal | Updated: 16:42 PM, Thu Aug 24, 2023
Chandrayan 3| Google Doodle: ইসরোকে ডুডল উপহার গুগলের!
নিউজ ডেস্ক: এবার ইসরোকে শুভেচ্ছা জানিয়েছে খোদ গুগল। বুধবার চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে নামার পর থেকেই উত্তেজিত গোটা দেশ। শুভেচ্ছা বন্যায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। দেশ বিদেশ থেকে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছাবার্তা জানানো হচ্ছে। এইবার গুগলের তরফেও শুভেচ্ছা জানানো হয়েছে ইসরোকে। পৃথিবীর যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়, কীর্তি, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ও দিনকে স্মরণীয় করে রাখতে গুগলের সার্চবারে ডুডুল বানানো হয়। গুগলের সিইও সুন্দর পিচাই একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ডুডুল নিয়ে তাঁর টিম বিস্তারিত গবেষণা করে তবেই ঠিক করে কোন বিষয়ের উপর কিরকম ডিজাইনের ডুডুল তৈরি হবে। তাই গুগলের এই ডুডুল আক্ষরিক অর্থেই ভীষণ সম্মানের। গত সপ্তাহেই ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ডুডুল বানিয়েছিল গুগল। যেখানে ভারতের বিভিন্ন অংশের শাড়ির নকশাকে গুরুত্ব দেওয়া হয়েছিল।
চন্দ্রযানের অবতরণের পরের দিনই তাই এই সাফল্য উদযাপন করতে ডুডুল তৈরি করে গুগল। বৃহস্পতিবার সকাল থেকেই চন্দ্রযানের সাফল্যের ডুডুলটি দেখা যাচ্ছে। নীল রঙের ব্যাকগ্রাউন্ডের উপর উজ্জ্বল হয়ে আছে চাঁদ। আর চাঁদের নিচে প্রজ্ঞান রোভারকে দেখা যাচ্ছে। নীল রঙকে মহাকাশ হিসেবে দেখানো হয়েছে এই ডুডলে। আর চাঁদের আশেপাশে ফুটে আছে বেশ কিছু তারা। ডুডুলটিতে ইমোজি দিয়ে চাঁদের হাসিমুখ দেখা গিয়েছে। এই ডুডুলটির উপর মাউসের কার্সার রাখলে ফুটে উঠছে একটি লেখা। 'চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার অবতরণকে উদযাপন করা হচ্ছে'।
ডুডুলে দেশের নাম উল্লেখ না থাকলেও চন্দ্রযানের সাফল্যের কারণে আলাদা করে দেশের নাম উল্লেখ না করলেও চলবে। কারণ, বুধবার ইতিহাস তৈরি করেছে ভারত। ২৩ অগাস্ট ঠিক সন্ধ্যে ৬ টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফ্ট ল্যান্ডিং করেছে চন্দ্রযান ৩। শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে উত্তরণ করার পর ৪০ দিনের মাথায় চাঁদে অবতরণ করে চন্দ্রযান ৩। আমেরিকা, চিন এবং রাশিয়ার পরে ভারত চতুর্থ এমন দেশ যা চাঁদের মাটিতে পা রেখেছে। একই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়ে বিশ্বে প্রথম স্থান দখল করেছে ভারত। ১৪ দিন চাঁদের মাটিতে অনুসন্ধান চালাবে প্রজ্ঞান রোভার। অন্ধকারাচ্ছন্ন, জ্বালামুখে ভর্তি চাঁদের দক্ষিণ মেরু নিয়ে কৌতুহল ছিল দীর্ঘদিনের। এইবার সেই কৌতুহল মেটাতে প্রজ্ঞান রোভারের মুখ চেয়ে বসে আছে সারা বিশ্ব।
West-Bengal | Updated: 15:13 PM, Thu Aug 24, 2023
Chandrayan 3 | Priyanka Chopra: চাঁদ ছুঁয়েছে চন্দ্রযান ৩, ইসরোকে শুভেচ্ছা বার্তা দেশি গার্লের
নিউজ ডেস্ক: ৪০ দিনের অপেক্ষার পরে বুধবারই নির্দিষ্ট সময় চাঁদে সফ্ট ল্যান্ডিং করে 'চন্দ্রযান ৩'। ইসরো জানায় চন্দ্রযান তিনের বাজেট ছিল মোটে ৬১৫ কোটি টাকা। অপরদিকে বলিউড ও হলিউডে সিনেমা তৈরীর বাজেট হয় এর থেকে বেশি। সম্প্রতি মুক্তি পেয়েছে আদিপুরুষ যার বাজেট ছিল ৭০০ কোটি টাকা। আবার হলিউডে এই অংক আরো অনেক বেশি। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল মহাকাশ অভিযান নিয়ে একটি ছবি 'গ্র্যাভিটি'। হলিউডের এই ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ৮২৬ কোটি টাকা। কিন্তু বাস্তবের মহাকাশ অভিযান সিনেমার থেকেও কম খরচে বাস্তবায়িত হয়ে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।
বুধবার, ২৩ আগস্ট, ঠিক সন্ধে ছ'টা চার মিনিটে চাঁদের মাটিতে পা রাখে চন্দ্রযান ৩। তারপর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসে যেতে থাকে ইসরো। সারা দেশের মানুষ তো বটেই, শুভেচ্ছা বার্তা আসতে থাকে বিদেশ থেকেও। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে শুভেচ্ছা জানায় বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও। বাদ জাননি প্রিয়াঙ্কা চোপড়াও। ওইদিন সন্ধ্যায় চন্দ্রযান ৩-এর ছবি এবং প্রজ্ঞান রোভারের ছবি ইনস্টাগ্রামে স্টোরিতে দেন তিনি। প্রিয়াঙ্কা লেখেন এই সাফল্যে তিনি ভীষণ গর্বিত এবং চন্দ্রযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাই।
চন্দ্রযান ৩ ল্যান্ড করার পরে তার মধ্যে থেকে বেরিয়ে আসে প্রজ্ঞান রোভার। শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে উত্তরণ করার পর ৪০ দিনের মাথায় চাঁদে অবতরণ করে চন্দ্রযান তিন। আমেরিকা, চিন এবং রাশিয়ার পরে ভারত চতুর্থ এমন দেশ যা চাঁদের মাটিতে পা রেখেছে। একই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়ে বিশ্বে প্রথম স্থান দখল করেছে ভারত। ১৪ দিন চাঁদের মাটিতে অনুসন্ধান চালাবে প্রজ্ঞান রোভার। অন্ধকারাচ্ছন্ন, জ্বালামুখে ভর্তি চাঁদের দক্ষিণ মেরু নিয়ে কৌতুহল ছিল দীর্ঘদিনের। এইবার সেই কৌতুহল মেটাতে প্রজ্ঞান রোভারের মুখ চেয়ে বসে আছে সারা বিশ্ব।
West-Bengal | Updated: 12:29 PM, Thu Aug 24, 2023
Chandrayaan 3: ‘চাঁদ মামা দূরের ছিল, এবার ট্যুরের হবে’, বললেন মোদী
নিউজ ডেস্ক: নয়া ইতিহাস গড়ল ভারত। নানা জল্পনা, দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার(ISRO) তৈরি ‘চন্দ্রযান-৩’। সেই সঙ্গে, বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল ভারত। দেশের বিজ্ঞানীদের এই সফলতায় উচ্ছ্বসিত আপামর ভারতবাসী।
উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্যে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন তিনি। কিন্তু বিদেশে থাকলেও দেশের এই সাফল্যে অংশগ্রহণে কোনও ফাঁক রাখতে নারাজ মোদী। তাই ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে ভার্চুয়ালি অবতরণের সফলতা ভাগ করে নিলেন তিনি। চাঁদের মাটিতে বিক্রম পা রাখার পরই জাতীয় পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘ঐতিহাসিক এই মুহূর্ত দেশের উন্নয়নে নতুন পথ দেখাবে’।
তিনি বলেন, “টিম চন্দ্রযানকে, বিজ্ঞানীদের আমার শুভেচ্ছা। তাঁরা এই মুহূর্তটির জন্যে বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন। ১৪০ কোটি দেশবাসীকে শুভেচ্ছা।” এরপরই তিনি বলেন, “এতদিন বাচ্চারা বলত চাঁদ মামা অনেক দূরে থাকে। তবে এবার বলবে চাঁদ মামা ট্যুরের হবে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “চাঁদের এই অঞ্চলে কোনও দেশ পৌঁছতে পারে নি। আজ ভারত সেই দুর্লভ ইতিহাসের সাক্ষী রইল। তবে এই সাফল্য শুধু ভারতের নয়, গোটা বিশ্বের মঙ্গলের জন্য আমাদের এই প্রয়াস নিবেদিত। আমাদের এই সাফল্য বিশ্বের অন্যান্য দেশকেও চন্দ্রাভিযানে উৎসাহিত করবে।” পাশাপাশি, আগামীদিনে চাঁদের বাইরে যাবে ভারত বলেও এদিন স্পষ্ট জানিয়ে দেন মোদী। তাঁর কথায়, “এবার সূর্যে পাড়ি দিতে চলেছে আদিত্য মিশন। শুক্র গ্রহের উদ্দেশে পাড়ি দেবে ভারত।”
প্রসঙ্গত, চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে পৌঁছতে পারেনি পৃথিবীর কোনও দেশ। কিন্তু পৌঁছল ভারত। সেই সঙ্গে চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ স্থানে পৌঁছলে ভারত। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ‘চন্দ্রযান-৩’এর সময় লেগেছে ১৯ মিনিট। তৈরি হয়েছে ইতিহাস।
West-Bengal | Updated: 19:08 PM, Wed Aug 23, 2023
Chandrayaan 3: চাঁদের মাটি ছুঁতে চলেছে চন্দ্রযান ৩! দেখুন সরাসরি ইসরোর পেজ থেকে
West-Bengal | Updated: 12:43 PM, Wed Aug 23, 2023
Chandrayaan-3 landing: আজই চাঁদের পিঠে বিক্রম, ঐতিহাসিক মুহূর্তের দোরগোড়ায় দেশ
নিউজ ডেস্ক: অপেক্ষার আর ৭ ঘণ্টা! আজই সন্ধ্যা ৬ টা বেজে ৪ মিনিটে চাঁদের বুকে পালকের মতো নামতে চলেছে ভারতের মহাকাশ বিজয়ের সলতে চন্দ্রযান-৩। সন্ধ্যা পৌনে ছটা নাগাদ চাঁদের দিকে নেমে আসার প্রক্রিয়া শুরু করবে ল্যান্ডার। রাশিয়ার সুপার জায়েন্ট মহাকাশযান লুনা-২৫ মুখ থুবড়ে পড়ার পর গোটা বিশ্বের চোখ আজ চন্দ্রযানের দিকে। কারণ, সফট ল্যান্ডিং সফল হলে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণে প্রথম দেশ হবে ভারত। আর চাঁদের রহস্যময় এই অঞ্চলের অজানা তথ্য হাতে আসবে ভারতের।
ISRO সূত্রে খবর, সফল অবতরণের জন্য কটি বিন্দু খাপে খাপে সফল করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। প্রথমত, সঠিক সময়ে সঠিকভাবে ল্যান্ডারের গতি নিয়ন্ত্রণ করা। দ্বিতীয়ত, অবতরণের সময় লম্বভাবে অর্থাৎ খাড়াভাবে রাখতে হবে ল্যান্ডারকে। আর শেষ চ্যালেঞ্জটি হল ISRO-র বেছে নেওয়া নির্দিষ্ট স্থানেই অবতরণ করানো বিক্রমকে। এই বিন্দুগুলি সঠিকভাবে সফল হলেই ইতিহাস গড়বে ভারত। আর অবতরণের শেষ ২০ মিনিটই যে সবচেয়ে শ্বাসরুদ্ধকর, তা ইতিমধ্যেই জানানো হয়েছে ISRO-র তরফে।
উল্লেখ্য, ল্যান্ডিং সফল হলে চন্দ্রযান থেকে বেরিয়ে এসে কাজ শুরু করবে রোভার প্রজ্ঞান। ৫০০ মিটার এলাকা পর্যন্ত হেঁটে গিয়ে কাজ করবে এই রোভার। ১৪ দিন ধরে চাঁদের দক্ষিণ মেরুর ভূমিরূপ, আবহাওয়া, জল-বরফের অস্তিত্ব সম্পর্কে তথ্য পাঠাবে তথ্য। NASA-র তরফে জানানো হয়েছিল, কয়েক কোটি বছর ধরে চাঁদের দক্ষিণ মেরুতে প্রবেশ করেনি সূর্যালোক। তাই দক্ষিণ মেরু বিজয় ISRO তথা ভারতের জন্য একটি অসামান্য গৌরবের কীর্তি রাখতে চলেছে, তা বলা চলে নিঃসন্দেহে।
West-Bengal | Updated: 11:11 AM, Wed Aug 23, 2023
Chandrayaan-3 Landing: আগামীকালই চাঁদের মাটিতে বিক্রম, হার্ট বিট বাড়াবে শেষ ২০ মিনিট
নিউজ ডেস্ক: লুনা-২৫ ভেঙে পড়ার পর চন্দ্রযান-৩ অবতরণ নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ইসরো। এই কারণে প্রয়োজনে বিক্রমের ল্যান্ডিং পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনাও করছিলেন বিজ্ঞানীরা। ইসরোর 'স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার'-র অধিকর্তা নীলেশ এম দেশাই জানিয়েও দিয়েছিলেন, আবহাওয়া কিংবা যান্ত্রিক গোলযোগ থাকলে ল্যান্ডিং পিছিয়ে করে দেওয়া হতে পারে আগামী রবিবার ২৭ অগাস্ট। তবে শেষ খবর পাওয়া অব্ধি আগামীকালই অর্থাৎ পূর্ব নির্ধারিত ২৩ অগাস্টেই চাঁদের বুকে নামানো হবে বিক্রমকে। তবে সময়টা কিছুটা বাড়িয়ে করা হয়েছে সন্ধ্যা ৬ টা ৪ মিনিট।
প্রোপালশন মডিউলের থেকে ল্যান্ডার বিচ্ছিন্ন হওয়ার পর দুই দফায় কমিয়ে আনা হয়েছে চন্দ্রযানের গতিবেগ। চন্দ্রযান-২-এর ক্ষেত্রে এই গতি কমানোর কাজটিতেই ব্যর্থ হওয়ায় শেষ মুহূর্তে স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল চাঁদের দক্ষিণ মেরু ছোঁয়ার। তবে সূত্রের খবর, এ পর্যন্ত দুই দফা মিলিয়ে পরিকল্পনা অনুসারেই কমানো সম্ভব হয়েছে গতিবেগ। তবে ল্যান্ডিংয়ের সময় পালকের মতো চাঁদের মাটি ছোঁয়াই এখন ISRO-র প্রধান লক্ষ্য। এদিকে বিজ্ঞানীরা জানাচ্ছেন ৩০ কিলোমিটার উচ্চতা থেকে চাঁদে নামার সময় পর্যন্ত মোট ২০ মিনিট চন্দ্রযান এবং ISRO-র জন্য খুব চ্যালেঞ্জিং ব্যাপার। সম্পূর্ণ মিশনটির সাফল্য নির্ভর করছে এই ২০ মিনিট সময়ের উপর।
উল্লেখ্য, চন্দ্রযান-২-এর বিক্রম ল্যান্ড করতে না পারলেও এখনও চাঁদের চারদিকে প্রদক্ষিণ করছে এর অরবিটারটি। ইতিমধ্যে এই অর্বিটারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তুলতে সক্ষম হয়েছে চন্দ্রযান-৩-এর বিক্রম। আগামীকাল বিকেল ৫.২০ মিনিট থেকে অবতরণের লাইভ সম্প্রচার করা হবে ISRO-এর অফিসিয়াল সাইট থেকে। isro.gov.in সাইটে ক্লিক করে সেই সময় থেকে দেখতে পাওয়া যাবে এই সম্প্রচার। আপাতত, চাঁদের অধরা অঞ্চল ছোঁয়ার নেশায় বিশ্বরেকর্ড তৈরি করার আশায় বুক বাঁধছে ভারত।
West-Bengal | Updated: 16:44 PM, Tue Aug 22, 2023
Chandrayaan-3: প্রপালশন মডিউল থেকে সফলভাবে বিচ্ছিন্ন ল্যান্ডার, এবার পাখির চোখ সফট ল্যান্ডিং
নিউজ ডেস্ক: চাঁদ ছোঁয়ার স্বপ্নে আরও এক কদম এগিয়ে গেল চন্দ্রযান-৩। গতকাল চাঁদের শেষ কক্ষপথে সফল প্রবেশের পরপরই আজ পরিকল্পনামাফিক সঠিক সময়েই চন্দ্রযান থেকে বিচ্ছিন্ন হলো ল্যান্ডার বিক্রম। ISRO সূত্রে আগেই জানানো হয়েছিল ১৭ অগাস্ট অর্থাৎ আজ দুপুর ১ টা থেকে ১.৩০ এর মধ্যে প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার। আপাতত এই কাজেও সফল ল্যান্ডার বিক্রম। এবার পাখির চোখ সফট ল্যান্ডিং।
চন্দ্রযান-২ এর ক্ষেত্রেও ল্যান্ডার সফলভাবে বিচ্ছিন্ন হলেও সফট ল্যান্ডিংয়ে ব্যর্থ হয়েছিল সেই মিশন। এই কারণে এবার ল্যান্ডিং নিয়ে বিশেষ সতর্কতা নিয়েছে ISRO। জানা যাচ্ছে, ল্যান্ডিং আরও নিরাপদ করতে এবার ৫০০ বর্গ মিটারের পরিবর্তে নির্বাচন করা হয়েছে ৪x২.৪ কিলোমিটার এলাকা। বদল হয়েছে ল্যান্ডারের নকশাতেও। ল্যান্ডারে রয়েছে এবার ৪ টি থ্রাস্টার, যা আগের মিশনে ছিল ১ টিই। আপাতত চাঁদের নিকটতম বিন্দু পেরিলুনের ৩০ কিলোমিটার উচ্চতা থেকে চূড়ান্ত অবতরণের কাজ শুরু করবে বিক্রম।
উল্লেখ্য, আগামী ২৩ অগাস্ট বিকেল ৫.৪৭ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে পালকের মতো নেমে আসার কথা চন্দ্রযান-৩-এর। NASA-র মতে, চাঁদের এই দুর্গম এলাকায় সূর্যালোক প্রবেশ করেনি কয়েক কোটি বছর ধরে। এ পর্যন্ত কোনও দেশই জয় করতে পারেনি দক্ষিণ মেরু। এই অঞ্চলেরই ভূমিরূপ পরীক্ষা, জলের অস্তিত্ব নিয়ে তথ্য জোগাড় করতে চলেছে চন্দ্রযান-৩। এদিকে চন্দ্রযানের আগেই লুনা-২৫ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে দাবি রাশিয়ার।
West-Bengal | Updated: 14:43 PM, Thu Aug 17, 2023
Chandrayaan-3: শেষ কক্ষপথেও সফল চন্দ্রযান, আগামীকালই বিচ্ছিন্ন হবে ল্যান্ডার বিক্রম
নিউজ ডেস্ক: ক্রমশ লক্ষ্যের দিকে এগিয়ে চলছে চন্দ্রযান-৩। ১৪ জুলাই উৎক্ষেপণের পর থেকেই গোটা পৃথিবীর চোখ এখন ভারতের এই মিশনের দিকে। এরই মধ্যে একের পর এক কক্ষপথ পরিবর্তনে সাফল্য পেয়েছে চন্দ্রযান। এবার চাঁদের পঞ্চম তথা শেষ কক্ষপথেও সফলভাবে পৌঁছে গেল সে। আর কক্ষপথের মিশন শেষ করে এবার চাঁদের বুকে নামার প্রস্তুতি শুরু করছে চন্দ্রযান।
সূত্রের খবর, আগামীকাল বৃহস্পতিবারই চন্দ্রযান-৩ থেকে আলাদা হতে চলেছে ল্যান্ডার বিক্রম। এর আগে টুইট করে ISRO জানিয়েছে, ১৫৩ কিমি X ১৬৩ কিমি কক্ষপথে ইতিমধ্যে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। তবে এই সফলতার মাঝেই চিন্তা বেড়েছে বিজ্ঞানীদের। কারণ এবার গতিবেগ কমিয়ে সফট ল্যান্ডিংই হলো তাঁদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর আগে একই উদ্দেশ্য নিয়ে চাঁদে অবতরণের শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। সেবার সফট ল্যান্ডিংই হয়েছিল ফাঁস।
উল্লেখ্য, আগামীকাল চন্দ্রযান থেকে ল্যান্ডার বিচ্ছিন্ন হওয়ার পর ২৩ অগাস্ট পালকের মতো চাঁদের মাটি ছোঁয়ার কথা। এরপর ল্যান্ডার থেকে আলাদা হয়ে কাজ করবে রোভার। উল্লেখ্য, চাঁদের দুর্গম দক্ষিণ মেরু জয় করে অজানা তথ্য জানাই চন্দ্রযান-৩ মিশনের উদ্দেশ্য। এ পর্যন্ত চাঁদের এই অঞ্চল ধরাছোঁয়ার বাইরে রয়েছে বহির্বিশ্বের কাছে।
West-Bengal | Updated: 18:02 PM, Wed Aug 16, 2023
Chandrayaan-3: চাঁদের থেকে মাত্র ৪৩১৩ কিমি দূরে ‘চন্দ্রযান-৩’, জানাল ইসরো
নিউজ ডেস্ক: স্বপ্নের খুব কাছে চন্দ্রযান-৩(Chandrayaan3)। চাঁদের মাটিতে পা রাখতে আর মাত্র ৪,৩১৩ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তাকে। এবার এমনই তথ্য দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো(ISRO)। শনিবার পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে সফলভাবে প্রবেশ করে মহাকাশযানটি। রবিবার রাতে প্রথমবার কক্ষপথ বদলও করে চন্দ্রযান-৩। এবার আরও একধাপ ভিতরের কক্ষপথে পৌঁছে গিয়েছে সে।
চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে চন্দ্রদর্শন করে ফেলেছে ইসরোর স্বপ্নের এই মহাকাশযান। চাঁদের খুব কাছে থাকাকালীন বেশকিছু ছবিও পাঠিয়েছে সে। ইতিমধ্যেই সেই ছবি ট্যুইটও করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, চারদিকে অন্ধকার। তার মধ্যে ধূসর রঙের একটি গোলক, চাঁদ। চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো অংশও ধরা পড়েছে ভিডিওতে।
১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দেয় ‘চন্দ্রযান-৩’। উৎক্ষেপণের ২২ দিন পর শনিবার পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের কক্ষপথে প্রবেশ করে সে। আর এই ২২ দিনের যাত্রা খুব সহজ ছিল না। তবে ধাপে ধাপে প্রতিটি পর্যায় সফলভাবে পেরিয়েছে চন্দ্রযান-৩।
যদিও এখন সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মহাকাশযানটিকে। চন্দ্রপৃষ্ঠে ‘সফট ল্যান্ডিং’। আগামী ২৩ আগস্ট বিকেলে রোভার প্রজ্ঞানকে চাঁদের মাটিতে নিরাপদে আলতোভাবে অবতরণের কথা ল্যান্ডার বিক্রমের। আর তার জন্যে একটু একটু করে গতি কমাতে হবে মহাকাশযানটিকে। যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় লুনার বাউন্ড ম্যানুভার নাম্বার(LBN)। চার বছর আগে ঠিক এই পর্যায়ে ব্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান-২(Chandrayaan2)। আর এই পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হলে নয়া ইতিহাস গড়বে চন্দ্রযান-৩। সেইসঙ্গে মহাকাশ গবেষণায় নতুন মাত্রা পাবে ইসরো(ISRO)।
West-Bengal | Updated: 15:01 PM, Mon Aug 07, 2023
Chandrayaan-3: চাঁদের কক্ষপথ ছুঁল ISRO, অবতরণের জন্য মানতেই হবে এই শর্ত!
নিউজ ডেস্ক: ইতিমধ্যেই নির্দিষ্ট নিয়ম মেনে পৃথিবীর কক্ষপথ ছেড়েছে চন্দ্রযান-৩। আপাতত চাঁদের কক্ষপথে প্রবেশ করে রুটিনমাফিক পাক খাওয়ার কথা যানের। তবে মিশন সফল করতে এখন একটাই লক্ষ্য, সফট ল্যান্ডিং। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথে প্রবেশ করার সময় চন্দ্রযানের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩৭০০০ কিলোমিটার। এরপর চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর গতি বাড়িয়ে ৪০০০০ কিলোমিটারে পৌঁছে যায় এটি। তবে গতি বাড়ালেও সঠিক সময়ে অর্থাৎ অবতরণকালে এক ঝটকায় অনেকটা কমিয়ে আনতে হবে এই বেগ।
ISRO সূত্রে খবর, ল্যান্ডিংয়ের সময় ঘণ্টাপ্রতি ৮৫৬৮ কিলোমিটার গতি রাখতে হবে চন্দ্রযান-৩ কে। চাঁদের ১০০x৩০ কিলোমিটার কক্ষপথে প্রবেশ করার পরেই কমাতে হবে এই গতি। বিশেষজ্ঞদের মতে, চাঁদে সফলভাবে অবতরণের জন্য সেকেন্ড প্রতি ১ কিলোমিটার গতিবেগ রাখতে হবে, অর্থাৎ প্রতি ঘণ্টায় যা হবে ৩৬০০ কিলোমিটার। পরিকল্পনামাফিক গতি কমে এলে করানো হয়য় অবতরণ। এর আগে ২০১৯ সালে চন্দ্রযান-২ মিশনে চাঁদের একদম কাছে পৌঁছেও শুধুমাত্র সফট ল্যান্ডিংয়ের কারণে ব্যর্থ হয়েছিল সেই মিশন। তবে এবার ত্রুটি শুধরে সঠিকভাবে ল্যান্ডিং করানোর জন্য যাবতীয় প্রযুক্তিগত ক্ষমতা দেওয়া হয়েছে চন্দ্রযান-৩ কে।
উল্লেখ্য, এর আগে রাশিয়া, আমেরিকা, চিন চাঁদ জয় করলেও দুর্গম দক্ষিণ মেরু আজও অধরা বিশ্বের। সেই অসম্ভব কাজকেই সম্ভব করতে এগিয়ে চলেছে চন্দ্রযান-৩। চাঁদে সফটল্যান্ডিং করার পর মহাকাশের অজস্র ছবি ইসরোকে পাঠাবে রোভার। সেই সঙ্গে জানাবে আজও রহস্যাবৃত মহাকাশের একাধিক প্রশ্নের উত্তর। চাঁদের দক্ষিণ মেরুর আবহাওয়া, ভূমিরূপ এমন কি জলের অস্তিত্ব রয়েছে কিনা, তার খবরও পাঠাবে এই মিশন। এখন গোটা ভারত তাকিয়ে আগামী ২৩-২৪ আগস্টের দিকে, যেদিন সফট ল্যান্ডিং করতে চলেছে ভারতবাসীর স্বপ্ন চন্দ্রযান-৩।
West-Bengal | Updated: 11:22 AM, Wed Aug 02, 2023
ISRO: ফের ভারতের PSLV-C56 রকেটে চেপে মহাকাশ পাড়ি দিচ্ছে সিঙ্গাপুরের উপগ্রহ
নিউজ ডেস্ক: সফল উৎক্ষেপণ হয়েছে চন্দ্রযান-৩ এর। আর দিনকয় পরই চাঁদের কক্ষপথ ছোঁবে চন্দ্রযান। কিন্তু এখনও বিশ্রামের দেখা নেই ইসরোর অন্দরে। আগামীকাল সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে সিঙ্গাপুরের ৭ টি কৃত্রিম উপগ্রহ। উপগ্রহগুলি নিয়ে যাবে PSLV-C56 রকেট। ইতিমধ্যে আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মিশনের কাউন্টডাউন।
উল্লেখ্য, প্রধান কৃত্রিম উপগ্রহটি হলো DS-SAR। এটির ওজন প্রায় ৩৬০ কেজি। পৃথিবীর কক্ষপথে স্থাপনের পর ভূস্থানিক চিত্র পাঠাবে এই কৃত্রিম উপগ্রহটি। পাশাপাশি বিভিন্ন সংস্থার প্রয়োজন মতো বাণিজ্যিক চাহিদা মেটাতে ছবি তুলে সরবরাহ করবে এটি। ইজরায়েলের একটি বাণিজ্যিক সংস্থা নির্মিত এই DS-SAR স্যাটেলাইটটিতে রয়েছে উন্নত প্রযুক্তির রেডার পে লোড। যার ফলে জাতীয় নিরপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রের চাহিদা অনুযায়ী মিলবে ছবি, যা ব্যবহৃত হবে বাণিজ্যিক স্বার্থে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসেও টেলিওস-২ এবং লুমিলাইট-৪ নামের সিঙ্গাপুরেরই ২ টি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠিয়েছিল ISRO। ৭৪১ এবং ১৬ কেজি ওজনের এই উপগ্রহ দুটি সফলভাবে কাজ করে চলেছে এখনও। বিমান দুর্ঘটনা সংক্রান্ত তথ্যানুসন্ধান, আবহাওয়ার আপডেট নিয়ে নিখুঁত রিপোর্ট দিচ্ছে প্রধান উপগ্রহ টেলিওস-২। গর্বের বিষয় ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত ইসরো ৩৬ টি দেশের ৪৩১ টি স্যাটেলাইটকে সফলভাবে পাঠিয়েছে মহাকাশে। আগামীকাল ISRO-র সেই মুকুটে যুক্ত হতে চলেছে আরও একটি বিজয়-পালক।
West-Bengal | Updated: 17:44 PM, Sat Jul 29, 2023
Chandrayaan-3: সফল পৃথিবীর শেষ কক্ষপথেও, দ্রুত গতিতে রূপোলী স্বপ্নের লক্ষ্যে ছুটছে চন্দ্রযান
নিউজ ডেস্ক: পঞ্চম পরীক্ষাতেও সফলভাবে উত্তীর্ণ হলো চন্দ্রযান-৩। উৎক্ষেপণ সঠিকভাবে হওয়ার পর নির্ধারিত সময়ের মিনিটখানেক আগেই পৃথিবীর প্রথম কক্ষপথ ছেড়েছিল যানটি। এরপর একে একে সফলভাবে পেরোয় পৃথিবীর আরও ৩ টি কক্ষপথ। আর আজ দুপুর পৌনে ৩ টে নাগাদ সফলভাবে পেরিয়ে গেল কক্ষপথের শেষ ধাপটিও। ইসরোর সময়ানুসারে দুপুর ২ টো থেকে ৩ টের মধ্যে ছেড়ে বেরোনোর কথা ছিল শেষ কক্ষপথটি। এই সাফল্যের খবর অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে জানায় ISRO।
জানানো হয়েছে পৃথিবীর শেষ কক্ষপথ ছেড়ে বেরোনোর পর এবার আরও তীব্র গতির সঞ্চার হবে চন্দ্রযানে। আর এইভাবেই আগামী ১ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান। ইসরো সূত্রে খবর, যানের গতি ধাপে ধাপে বাড়ানোর উদ্দেশ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছিল ৫ টি কক্ষপথকে অতিক্রমণের। ভারতীয় সময় রাত ১২ টা থেকে ১ টার মধ্যে প্রবেশ করার কথা চন্দ্রমার কক্ষপথে। এরপর ল্যান্ডিং সফল হলে আগামী ২৩ কি ২৪ আগস্টেই ইতিহাস গড়তে চলেছে ভারত।
প্রসঙ্গত, এ পর্যন্ত রাশিয়া, আমেরিকা আর চিন বাদে চাঁদে সফল অবতরণ করতে পারেনি অন্য কোনও দেশ। আর ৩ টি দেশই অবতরণ করেছিল নিরক্ষীয় অঞ্চলে। আর ভারত অবতরণ করার চ্যালেঞ্জ নিয়েছে দক্ষিণ মেরু, যা তুলনামূলক জটিল এবং দুর্গম। এই অঞ্চলে এ পর্যন্ত যেতে সক্ষম হয় নি অন্য কোনও দেশ। একটি সূত্রে দাবি করা হয়েছিল, সূর্যালোকের বিপরীতে অবস্থিত চাঁদের এই মেরু অঞ্চলে আলো পৌঁছয় নি কোটি কোটি বছর ধরে। সামান্য ত্রুটির ফলে সফল অবতরণ করতে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। এবার সেই ত্রুটি কাটিয়ে ইতিহাস তৈরির উদ্দেশ্যে চাঁদের দিকে দ্রুত গতিতে ছুঁতে চলেছে ১৪০ কোটি ভারতীয়ের স্বপ্ন চন্দ্রযান-৩।
West-Bengal | Updated: 18:16 PM, Tue Jul 25, 2023
Chandrayan 3: পুরীর সমুদ্রতটে চন্দ্রযান ৩! ঘাবড়ে গেলেন নেটিজেনরা
নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ১৪ জুলাই কাউন্টডাউন শুরু হয়েছিল ইসরোর চন্দ্রযান ৩-এর। গোটা বিশ্বকে সাক্ষী রেখে উৎক্ষেপণ সফল হলো 'চন্দ্রযান-৩'-এর। বাহুবলী LVM-3 সঠিকভাবে পালন করল তার কর্তব্য। সূত্রের খবর, ইসরোর নির্ধারিত ১৬ মিনিটের আগেই পৃথিবীর বাইরের কক্ষপথে পাড়ি জমিয়েছে চন্দ্রযান। ক্রায়োজনিক ইঞ্জিন কাজ শুরু করার পর রকেটের গতিবেগ হয়েছে ঘণ্টায় প্রায় ৩৭০০০ কিলোমিটার। চাঁদের কক্ষপথের দিকে দ্রুতবেগে এগিয়ে চলেছে চন্দ্রযান। আর চাঁদের কক্ষপথে পৌঁছানোর আগেই হঠাৎ পুরীর সমুদ্রতটে দেখা মিলল চন্দ্রযানের। হ্যাঁ, অবাক হওয়ার মতই ঘটনা। আর সেই বিস্ময়কর ঘটনার কৃতিত্ব সম্পূর্ণরূপে ভারতীয় স্যান্ড-আর্টিস্ট সুদর্শন পট্টনায়েকের। সমুদ্রতটে বালি দিয়েই সুদর্শন গড়ে তুললেন আস্ত একটা চন্দ্রযান ৩।
ওড়িশার পুরীর সমুদ্রতটে ২২ ফুট দীর্ঘ একটি চন্দ্রযানের মডেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সুদর্শন পট্টনায়েক। ৫০০টি স্টিলের বাটি আর থালা-প্লেট ইত্যাদি দিয়ে সাজানো এই শিল্পকর্মটি উৎসর্গ করে সুদর্শন লেখেন, ‘বিজয়ী ভবঃ’। চন্দ্রযানের সফল উৎক্ষেপণের মাধ্যমে ভারত সফলভাবে মহাকাশযান উৎক্ষেপণকারী চতুর্থ দেশের মর্যাদায় উন্নীত হল। চন্দ্রযানের উৎক্ষেপণের সাফল্যে সুদর্শনের এই শিল্পকর্ম ইতিমধ্যেই সাড়া ফেলেছে দেশজুড়ে। সফল উৎক্ষেপণের পর থেকে দেশ-বিদেশ থেকে আগত শুভেচ্ছাবার্তার বন্যায় ভেসে যাচ্ছে ISRO। ফ্রান্স সফর থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ-বিজ্ঞানে একটি নতুন অধ্যায় রচনা করছে। এটি প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষার ফসল। এই গুরুত্বপূর্ণ কীর্তি আমাদের বিজ্ঞানীদের নিরলস নিষ্ঠার প্রমাণ। আমি তাঁদের এই নিঃস্বার্থ আত্মত্যাগকে সম্মান জানাচ্ছি।'
আরও পড়ুন: Kolkata Heritage: পড়ুয়াদের জন্য মুক্ত পাঠাগার! নজির গড়ল ১৩৭ বছরের পুরনো কলেজস্ট্রিটের বইয়ের দোকান
শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুও। ISRO কে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই সাফল্য মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তিতে অগ্রগতির জন্য সমগ্র জাতির অটল প্রতিশ্রুতির প্রমাণ দেয়। চন্দ্র অভিযানের সাফল্যের জন্য আমার শুভেচ্ছা।' উৎক্ষেপণের পর ইসরো-প্রধান এস সোমনাথ জানান, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আনুমানিক ২৩ আগস্ট বিকেল ৫.৪৭ মিনিটেই চাঁদের মাটিতে পা রাখবে ল্যান্ডার। আপাতত, আগামী ২৩ আগস্ট তারিখের দিকে অধীর আগ্রহে চেয়ে থাকবে ভারতবাসী, সেই সঙ্গে গোটা বিশ্ব।
West-Bengal | Updated: 17:16 PM, Mon Jul 17, 2023
Chandrayaan-3: নির্ধারিত সময়ের আগেই পৃথিবীর কক্ষপথে চন্দ্রযান-৩, শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: গোটা বিশ্বকে সাক্ষী রেখে উৎক্ষেপণ সফল হলো 'চন্দ্রযান-৩'-এর। বাহুবলী LVM-3 সঠিকভাবে পালন করল তার কর্তব্য। সূত্রের খবর, ইসরোর নির্ধারিত ১৬ মিনিটের আগেই পৃথিবীর বাইরের কক্ষপথে পাড়ি জমিয়েছে চন্দ্রযান। ক্রায়োজনিক ইঞ্জিন কাজ শুরু করার পর রকেটের গতিবেগ হয়েছে ঘণ্টায় প্রায় ৩৭০০০ কিলোমিটার। চাঁদের কক্ষপথের দিকে দ্রুতবেগে এগিয়ে চলেছে চন্দ্রযান।
সফল উৎক্ষেপণের পর থেকে দেশ-বিদেশ থেকে আগত শুভেচ্ছাবার্তার বন্যায় ভেসে যাচ্ছে ISRO। ফ্রান্স সফর থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, 'চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ-বিজ্ঞানে একটি নতুন অধ্যায় রচনা করছে। এটি প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষার ফসল। এই গুরুত্বপূর্ণ কীর্তি আমাদের বিজ্ঞানীদের নিরলস নিষ্ঠার প্রমাণ। আমি তাঁদের এই নিঃস্বার্থ আত্মত্যাগকে সম্মান জানাচ্ছি।'
শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুও। ISRO কে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,'এই সাফল্য মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তিতে অগ্রগতির জন্য সমগ্র জাতির অটল প্রতিশ্রুতির প্রমাণ দেয়। চন্দ্র অভিযানের সাফল্যের জন্য আমার শুভেচ্ছা।' উৎক্ষেপণের পর ইসরো-প্রধান এস সোমনাথ জানান, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আনুমানিক ২৩ আগস্ট বিকেল ৫.৪৭ মিনিটেই চাঁদের মাটিতে পা রাখবে ল্যান্ডার। আপাতত, আগামী ২৩ আগস্ট তারিখের দিকে অধীর আগ্রহে চেয়ে থাকবে ভারতবাসী, সেই সঙ্গে গোটা বিশ্ব।
West-Bengal | Updated: 18:00 PM, Fri Jul 14, 2023
Chandrayaan 3: লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু, সফল উৎক্ষেপণ শ্রীহরিকোটায়- দেখুন সেই ভিডিও সরাসরি
West-Bengal | Updated: 14:24 PM, Fri Jul 14, 2023
Chandrayaan-3: আর ঘণ্টাখানেক! উৎক্ষেপণ হওয়ার আগে জেনে নিন চন্দ্রযান-৩ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
নিউজ ডেস্ক: হাতে গুনে আর মাত্র ঘণ্টাখানেক! আবারও ইতিহাসের সন্ধিক্ষণে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)। শ্রীহোরিকোটা থেকে উৎক্ষেপণ হতে চলেছে চন্দ্রযান-৩ এর। এর আগে চটপট জেনে নেওয়া যাক এবারের মিশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
West-Bengal | Updated: 11:47 AM, Fri Jul 14, 2023
Chandrayaan 3: চাঁদের মেরু জয়ের অধরা স্বপ্ন কি সফল করবে ISRO-এর চন্দ্রযান ভার্সন 3.O?
নিউজ ডেস্ক: মাত্র ২.১ কিলোমিটারের জন্য আশাহত হওয়া এবং ফের আশায় বুক বাঁধার মধ্যে ব্যবধান প্রায় ৪ বছর। ২০১৯ এর ২২ জুলাই লঞ্চ হয়েছিল চন্দ্রযান-২। ইতিহাসের দোরগোড়ায় ছিল সেদিন দেশ, কারণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই যানের ল্যান্ডার পা রাখবে চাঁদের দুর্গমতম স্থান দক্ষিণ মেরুতে, যে রেকর্ড বিশ্বের অন্য দেশের কাছে অধরা। কিন্তু সামান্য ত্রুটির ফলে ISRO সেদিন ব্যর্থ হয় রেকর্ড তৈরি করতে। তবে সেই আংশিক ব্যর্থতার রেশ কাটিয়ে উঠে দিনকয়েক পর যখন 'চন্দ্রযান-৩'-এর ঘোষণা করা হল ইসরোর তরফে, সেদিন থেকেই ফের আশায় বুক বাঁধা শুরু করে ভারত।
কেটে গিয়েছে ৪ টি বছর। চুপিসারে প্রজেক্টের কাজ এগিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। আর, চাঁদের দক্ষিণ মেরু জয়ের রেকর্ড অধরা এখনও। অর্থাৎ, ২ এর অধরা রেকর্ড জয় করার হাতছানির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আগামীকাল ১৪ জুলাই, দুপুর ২.৩৫ মিনিটে শ্রীহোরিকোটা থেকে ফের উৎক্ষেপণ হতে চলেছে ভারতের চাঁদে পাড়ির তৃতীয় যাত্রাটি। ইসরো আধিকারিকদের মতে, উৎক্ষেপণের প্রায় ১ মাস পর চাঁদের কক্ষপথে পৌঁছবে যান, এবং আনুমানিক ২৩- ২৪ আগস্ট চাঁদের পৃষ্ঠে অবতরণ করার কথা ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের। সূত্র মতে, সফট ল্যান্ডিং-এর জন্য প্রযুক্তিগতভাবে এই মিশনকে আরও মজবুত করা হলেও এর বাজেট কিন্তু দ্বিতীয় মিশনের চেয়েও অনেকটাই কম! যেখানে চন্দ্রযান-২ এর বাজেট ছিল ৯৭০ কোটি টাকা মতো, সেখানে চন্দ্রযান-৩ এর বাজেট ৬১৫ কোটি টাকা।
আরও পড়ুন: GST on Multiplex Food: পপকর্ন এবার সাধ্যের ভিতর, কমছে মাল্টিপ্লেক্সে খাবারের দাম
'চন্দ্রযান-২ ' মিশন যেখানে শেষ হয়েছিল, ৩.O ভার্সন শুরু হচ্ছে সেখান থেকেই। অর্থাৎ, আবারও চাঁদের দক্ষিণ মেরুর দুঃসাহসিক যাত্রাই করতে চলেছে এই মিশন। চাঁদের ৭০ ডিগ্রি অক্ষাংশের আশেপাশে ল্যান্ডিং করবে রোভার। উল্লেখ্য, চাঁদের নিরক্ষীয় অঞ্চলের মতো নিরাপদ নয় এই মেরু অঞ্চল। কারণ, এই অঞ্চলের মাটি অত্যন্ত এবড়োখেবড়ো এবং কয়েক হাজার কিলোমিটারের দুর্গম খাদ রয়েছে অসংখ্য। সবেচেয়ে বড় কথা, এই এলাকাটি পৃথিবীর অভিমুখের একদম বিপরীতে, এখানে প্রবেশ করে না সূর্যের আলোও। তাপমাত্রা নেমে যায় -২০৩ ডিগ্রি পর্যন্ত! নাসার দাবি, চাঁদের দক্ষিণ মেরুর একাধিক এলাকায় সূর্যের আলো পৌঁছয়নি কোটি কোটি বছর ধরে!
বাধা অজস্র, যাত্রা দুর্গমতর! তা সত্ত্বেও এবারের মিশনের সফট ল্যান্ডিং নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ইসরো প্রধান শ্রীধর সোমনাথ। তিনি জানিয়েছেন, সফট ল্যান্ডিং সফল করতে শুধরে নেওয়া হয়েছে আগেরবারের ভুল গুলি। আরও উন্নতমানের ল্যান্ডিং সিকোয়েন্স তৈরি করতে ল্যান্ডারে পাঁচটির পরিবর্তে রাখা হয়েছে চারটি থ্রাস্টার ইঞ্জিন। বাড়ানো হয়েছে সোলার প্যানেলের আকার। মজুত করা হয়েছে আরও অধিক পরিমাণে জ্বালানি। মূলত চাঁদের দক্ষিণ মেরুতে জলের উপস্থিতি বিষয়ে তথ্য সংগ্রহ করার দায়িত্বই পুনরায় দেওয়া হয়েছে 'চন্দ্রযান-৩' কে। ISRO-এর ইউটিউব চ্যানেল এবং দূরদর্শনে লাইভ সম্প্রচার দেখানো হবে 'চন্দ্রযান-৩'-এর। ৪ বছর আগের অসম্পূর্ণ সাফল্যকে সাকার করতে গোটা বিশ্বকে সাক্ষী রেখে আবারও একবার ইসরোর নেতৃত্বে বুক বাঁধছে ভারত।
West-Bengal | Updated: 13:12 PM, Thu Jul 13, 2023
West-Bengal | Updated: 11:24 AM, Thu Sep 14, 2023
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, বিপদ এড়ানোর উপায় কী?
West-Bengal | Updated: 18:17 PM, Thu Aug 31, 2023
Mumbai News: একই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
West-Bengal | Updated: 15:08 PM, Mon Jul 17, 2023
Monsoon Health Tips: পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি? রান্নাঘরেই আছে সুস্থ থাকার টোটকা!
West-Bengal | Updated: 17:46 PM, Thu Jul 13, 2023
Hand Sanitizer: করোনা গেলেও ব্যবহার হচ্ছে স্যানিটাইজার, অজান্তে বাড়ছে না তো বিপদ?
West-Bengal | Updated: 16:54 PM, Wed Jul 12, 2023
Chronic cough causes: কফ জমে গলায়? জেনে নিন সর্দি জমার লক্ষণ আর প্রতিকারের উপায়
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is other culture news
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is culture news
West-Bengal | Updated: 17:47 PM, Fri Jun 02, 2023
Rahul Gandhi's remarks on condition of Dalits, Muslims in India 'bitter truth': Mayawati
West-Bengal | Updated: 17:40 PM, Fri Jun 02, 2023
An open letter to the Indian film industry
West-Bengal | Updated: 17:39 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System ads132
West-Bengal | Updated: 17:37 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System dsf342
West-Bengal | Updated: 17:36 PM, Fri Jun 02, 2023
Girl Finds Strange Eggs Under Her Bed - When Expert Sees It, He Turns
West-Bengal | Updated: 17:33 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System 687342