শনিবার ইডেনের ময়দানে সানরাইজার্স হায়দরাবাদের
বিরুদ্ধে ২৫ বলে অপরাজিত ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন
আন্দ্রে রাসেল। এই ইনিংস খেলতে গিয়ে তিনি মেরেছেন ৭টি ছক্কা আর ৩টি চার। এর ফলে আইপিএলে ২০০ ছক্কা মারার
কীর্তি গড়েছেন এই ক্যারিবীয় তারকা।
Tags: andre russelIPLKKRsrh