নিউজ ডেস্ক : শনিবার আইপিএলের দ্বিতীয় দিনেই অভিযান শুরু করতে চলেছে কলকাতা। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ২০২৪ আইপিএলের দ্বিতীয় দিন শনিবার জোড়া ম্যাচ। মোহালিতে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচটি কলকাতার ইডেনে অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ।
উল্লেখ্য ২০২২-এর ডিসেম্বরে ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফেরার পর, এই প্রথম ২২ গজে প্রতিযোগীতামূলক ম্যাচ খেলতে নামছেন ঋষভ পন্ত, প্রায় এক বছরের বেশি সময় পর। দিল্লিকে এবার তিনি নেতৃত্বও দেবেন। তাঁর নেতৃত্বে দিল্লির সামনে এবার কঠিন চ্যালেঞ্জ।
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের প্রত্যাবর্তন, এক বছর অনুপস্থিতির পর শ্রেয়স আয়ারের ফিরে আসা, আইপিএলের অন্যতম দুই দামি ক্রিকেটার মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের দ্বৈরথ— শনিবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকতে চলেছে অনেক কিছুরই।
কেকেআরের হয়ে সবচেয়ে বেশি আকর্ষণ থাকবে নিঃসন্দেহে স্টার্ককে নিয়ে। আইপিএলের ইতিহাসে নজির ভাঙা ক্রিকেটার ৯ বছর পর আইপিএলে ফিরে কেমন খেলেন তা দেখতে মুখিয়ে অনেকেই।
প্রসঙ্গত শুক্রবার আইপিএল ২০২৪-এর শুরুতেই লড়াই ছিল ধোনি-কোহলির। যদিও দুই তারকাই ইতিমধ্যে নিজ নিজ আইপিএল দলের ক্যাপ্টেন্সি ছেড়েছেন। কোহলি আগেই ফ্যাফ ডু’প্লেসির হাতে আরসিবির বাগডোর তুলে দিয়েছেন। ধোনি এবারই নেতৃত্ব ছেড়েছেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে।আরসিবির ৬ উইকেটে ১৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৮.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে আইপিএল ২০২৪ অভিযান শুরু করে চেন্নাই সুপার কিংস।