নিউজ ডেস্ক: শুক্রবার আইপিএল ২০২৪-এর দশম লিগ ম্যাচে সম্মুখসমরে নামছে ফ্যাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
প্রথম ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দারুণভাবে আইপিএল অভিযান শুরু করেছে কেকেআর। আর এবার দ্বিতীয় জয় তুলে নিয়ে চেন্নাই সুপার কিংসকে ছুঁয়ে ফেলার চেষ্টা করবেন শ্রেয়াস আইয়াররা। এমনটাই আশা কেকেআর ফ্যানদের।
অন্যদিকে আইপিএলের প্রথম ম্যাচেই হারতে হয়েছে আরসিবিকে। দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছেন কোহলিরা। ৩৯ বলে ৭৭ রানের ইনিংসে কোহলি আরসিবিকে চলতি সিজনের প্রথম ম্যাচে জয় এনে দিয়েছেন। তবে আজকের ম্যাচে কি ফলাফল হয় এখন সেটাই দেখার।
উল্লেখ্য এর আগে চিন্নাস্বামীতে নিজেদের ঘরের মাঠে কোহলিরা এগারোবার মুখোমুখি হয়েছেন কেকেআরের। যার মধ্যে শাহরুখ খানের টিমের জয়ের সংখ্যাটা সাত। শুধু তাই নয়, দুই টিমের ক্রিকেটীয় যুদ্ধ ঘিরে উত্তেজনার গনগনে আঁচটাও একইরকম ছড়াচ্ছে। এখন শুধুই অপেক্ষা খেলা শুরু হওয়ার।