Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreTips to Look Younger: বার্ধক্যের ছাপ এড়াতে ২৫ বছর থেকেই মেনে চলুন এই নিয়ম, ৩০-এও দেহ থাকবে ফিট!
নিউজ ডেস্ক: দেহে বয়সের ছাপ কমানোর জন্য প্রথমেই প্রয়োজন নিয়ম মেনে চলা। বয়স বাড়ার সাথে সাথে ফিটনেস কমতে থাকে। তাই বয়স ত্রিশের কোটা পেরোনোর আগেই শরীরের প্রতি যত্নশীল হওয়া উচিত। মধ্যকুড়িতে বয়স থাকার সময় থেকেই বেশ কিছু নিয়ম অভ্যাস করা দরকার। যাতে ৩০ বছর বয়স হলেই দেহে বয়সের ছাপ দেহে কম পড়ে। মানুষের বয়স ত্রিশের কোঠা পেরোলেই দেহে ধীরে ধীরে বাসা বাঁধতে থাকে বিভিন্ন ধরনের রোগ। ফলে এই সময় অতিরিক্ত সতর্ক থাকতে বলেন চিকিৎসকরা। তাই কিছু নিয়ম আগে থেকেই মেনে চললে সেইসব ঝুঁকি এড়ানো সম্ভব।
শরীরচর্চা করা
নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজনীয় যেকোনো বয়সের মানুষেরই। কাজের ব্যস্ততা, সারাদিনের বিভিন্ন চাপ সবকিছুর মাঝে ব্যায়াম করার সময় পান না অনেকেই। তবে তা না করার জন্য বিপদ বাড়ছে বৈ কমছে না। তাই ব্যস্ততার মাঝেও সময় করে শরীর চর্চা করা প্রয়োজন। নয়তো ব্যায়ামের অভাবেই দেহে বাসা বাঁধে বিভিন্ন রোগ। রোগবালাইয়ের হাত থেকে বাঁচতে তাই শরীর চর্চার বিকল্প কিছু নেই। দেহে বয়সের ছাপ পড়তে দেয় না নিয়মিত শরীর চর্চা।
সুষম আহার
কম বয়সে অনেকেই বিভিন্ন রকম খাবারের স্বাদ নেওয়ার জন্য কোনো রকম ডায়েটের তোয়াক্কা করেন না। তবে রোজ রোজ বাইরের খাবার খেলে পেটের সমস্যা, হজমের গোলমাল হতে পারে। তাই বাইরের খাবারের পরিবর্তে বাড়িতে তৈরি স্বাস্থ্যকর খাবার ও সুষম ডায়েটের উপর নজর দেওয়া জরুরি। প্রতিদিনের খাদ্য তালিকায় তাই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, শস্য দানা, ফাইবার, বাদাম, শাকসবজি ও ফলমূল রাখতে হবে।
পর্যাপ্ত ঘুম
দেহ সচল রাখার জন্য পর্যাপ্ত ঘুম ভীষণ প্রয়োজনীয়। অনেকেই সারাদিন কাজ করার পরে রাতে বিনোদনের জন্য রাত জেগে সিনেমা-ওয়েব সিরিজ দেখেন। আবার কাজের চাপের জন্য অফিস থেকে বাড়ি ফিরেও ল্যাপটপ খুলে বসেন। তাতে খাবার খাওয়ার সময় যেমন হেরফের হয় তেমনই ঘুমাতে যেতেও দেরি হয়। দীর্ঘদিন এরকম চলতে থাকলে দেহ ভেতর থেকে দুর্বল লাগে। পর্যাপ্ত ঘুম না হওয়া এবং সম্পূর্ণ হওয়ার কারণে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
ধূমপান বর্জন
একটা সময়ের পর কিছুদিন বাদে রক্তের শর্করার মাত্রা ও অন্যান্য অসুস্থতার পরীক্ষা নিরীক্ষা করানো জরুরী। আপাতদৃষ্টিতে দেহ সুস্থ হলেও চোখের আড়ালে রোগ বাসা বাধে যা পরীক্ষা ছাড়া বোঝা যায় না। এছাড়াও নেশা জাতীয় দ্রব্য থেকেও দূরে রাখতে হবে নিজেকে। নিয়মিত ধূমপান ও মদ্যপান দেহকে বয়সের তুলনায় বেশি বয়স্ক করে তোলে। তাই সুস্থ থাকতে ও ফিট রাখতে এগুলো এড়িয়ে যেতে হবে।
West-Bengal | Updated: 17:53 PM, Tue Aug 22, 2023
Hair Care Tips: চুল পড়ছে বলে অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু মাখছেন? তাহলে সর্বনাশ! এই সব রাসায়নিকে বারোটা বাজবে চুলের
নিউজ ডেস্ক: বর্ষাকালে চুল পড়া ও খুসকির সমস্যা বেড়ে যায় অনেকখানি। বৃষ্টি থেকে মাথা বাঁচিয়েও লাভ হচ্ছে না। তাই ভরসা রাখতে হচ্ছে নামিদামি ব্র্যান্ডের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুর উপর। ব্যবহারের পর চুল পড়া কমার আশা রাখলেও ফল হতে পারে ঠিক উল্টো! অভিজ্ঞদের মতে চুল পড়ার বিভিন্ন কারণ থাকতে পারে। দিনে ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। কিন্তু তার চেয়ে বেশি চুল পড়লে তখন বেশি যত্ন নিতে হয়। তবে অভিজ্ঞদের মতে আবহাওয়া ও শারীরিক কারণ ছাড়াও চুল পড়তে পারে। তার জন্য দায়ী শ্যাম্পুতে থাকা ক্ষতিকর রাসায়নিক। তাই শ্যাম্পু রৃকেনার আগে অবশ্যই দেখে নেবেন এই তিন রাসায়নিক নেই তো?
সালফেট
সালফেট হল একপ্রকার সিন্থেটিক যৌগ যা সাধারণত পরিষ্কার করার কাজে লাগে। মাথার স্ক্যাল্পে জমে থাকা ধুলো বালি ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করতে শ্যাম্পুতে সোডিয়াম লরেট সালফেট ও সোডিয়াম লরেথ সালফেট নামক দুটি যৌগ দেওয়া হয়। এটি থেকেই ফেনা হয় শ্যাম্পুতে। কিন্তু এই যৌগগুলি চুলের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। যা চুলের গোড়া আলগা করে দেয়। পরোক্ষ ভাবে যা চুল পড়া বাড়িয়ে তোলে।
সিলিকন
চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত সিল্কি ভাব ও আর্দ্রতা ধরে রাখার জন্য সিলিকন ব্যবহার করা হয়। শ্যাম্পুতে তো বটেই কন্ডিশনারেও এই রাসায়নিক দেওয়া হয়ে থাকে। এই রাসায়নিকটি চুলের গোড়ায় থেকে গেলে ফলিকলের মুখ বন্ধ করে দেয়। যা খুশকি বাড়িয়ে তোলে।
প্যারাবিন
প্রিজারভেটিভ হিসেবে কাজ করে প্যারাবিন। দীর্ঘদিন বোতলবন্দি হয়ে থাকলে ব্যক্টেরিয়া বা ছত্রাক আক্রমণ হয়। সেটা রুখতেই এই রাসায়নিক দেওয়া হয়। তবে এটিও চুল পড়াকে ত্বরান্বিত করে। তাই চুল পড়া রুখতে চাইলে অবশ্যই এই সব রাসায়নিক বাদে শ্যাম্পু কিনুন।
West-Bengal | Updated: 17:26 PM, Fri Aug 18, 2023
Toothbrush Recycle: দাঁত মাজার পুরোনো ব্রাশ শিল্পীদের বেশ পছন্দের, কারণ জানেন?
নিউজ ডেস্ক: রোজ সকালে উঠে প্রাতঃরাশের আগে দাঁত মাজা জরুরি। আগে আঙুলের সাহায্যে কাঠ কয়লা গুঁড়ো দিয়ে দাঁত মাজতেন সকলে। আবার নিম দাঁতনের ব্যবহারও ছিল বহুল প্রচলিত। এখন সেই ধারা বদলে এসেছে ব্রাশ ও মাজনের ব্যবহার। তবে একটি ব্রাশ তিনমাসের বেশি ব্যবহার করা উচিত নয়। তাই তিন মাস অন্তর পুরোনো ব্রাশ বদলে ফেলে দিতে হয়। তবে জানেন কি পুরোনো ব্রাশ ফেলে না দিয়ে ফের ব্যবহার করতে পারেন বিভিন্ন ভাবে। এর ফলে পরিবেশ দূষণও কম হয়। চলুন জেনে জেনে নেওয়া যাক এমনই কিছু পদ্ধতি।
ব্যবহৃত জিনিস পরিষ্কার
পুরোনো ব্রাশ দিয়ে জুতো পরিষ্কার করে নিতে পারেন অনায়াসে। জুতোয় অনেক সময় এমন জায়গা থাকে যেখানে পরিষ্কার করা যায় না, কিন্তু টুথব্রাশ দিয়ে তা অনায়াসে করা যায়। এমনকি জানলার গ্রিলের খাঁজ বা স্লাইডিং দরজার খাঁজও পরিষ্কার করা যায়।
গয়না পরিষ্কার
অনেক সময় সোনা রুপোর গয়নার সূক্ষ্ম খাঁজ গুলিতে ময়লা জমে তা পরিষ্কার করা যায় না। ফলে দীর্ঘদিন ময়লা জমে গয়নার ঔজ্জ্বল্যতা কমে যায়। চবে নরম ব্রাশ দিয়ে গয়না পরিষ্কার করা যায়।
আঁকার সরঞ্জাম
অনেক শিল্পীই আঁকার ক্যানভাসে রং করতে বা ছিটিয়ে দিতে পুরোনো টুথব্রাশ ব্যবহার করেন।
চুলের কলপ
চুলে রং করার ব্রাশ হিসেবে পুরোনো ব্রাশের ব্যবহার কাউকে বলে দিতে লাগেনা। চুলে কলপ করতে পুরোনো ব্রাশ অনেকেই ব্যবহার করে থাকেন।
West-Bengal | Updated: 14:26 PM, Fri Aug 18, 2023
Digital Addiction: এই লক্ষণগুলি আপনার থাকলে সাবধান! ফোনে আসক্ত হলেই বিপদ
নিউজ ডেস্ক: সারাদিন কম্পিউটারের সামনে বসলেও হাতের মুঠোয় ফোন না থাকলে মনে হয় জীবন থেকে কিছু একটা বাদ চলে গেল? রাত জেগে অন্ধকারেই করছেন সোশ্যাল মিডিয়া স্ক্রল? তাতে চোখের ক্ষতি হচ্ছে জেনেও ফোন থেকে দূরে সরাতে পারছেন না। এর একটা কারণ হতে পারে ফোনে আসক্তি। প্রয়োজনের বাইরে প্রয়োজনের বাইরে মোবাইলের ব্যবহার হতে পারে অতি-নির্ভরতা বা আসক্তি। কিন্তু বুঝবেন কীভাবে?
কয়েকটি বিষয় খেয়াল করলেই বুঝতে পারবেন আপনি মোবাইল ফোনে আসক্ত কিনা! ঘর থেকেই শুরু করুন। মোবাইল ফোন চার্জে বসালে মন পড়ে থাকে সেই দিকেই। মাঝে মাঝেই উঠে গিয়ে দেখেন কতটা চার্জ হল। আবার চার্জে দিয়েও ফোন ব্যবহার ক্ষতিকর জেনেও ফোন চালিয়ে যান অনেকেই। মোবাইলে আসক্তির লক্ষণ এটি।
খুব তাড়াতাড়ি ফোনে টাইপ করতে পারা এবং অনেকগুলি প্ল্যাটফর্মের চ্যাটবক্সে এক সঙ্গে চ্যাট করে যাওয়াও এর লক্ষণ। দেখা যায় কারোর সঙ্গে কথা বলার চেয়ে চ্য়াট করতেই বেশি ভালোলাগে। আবার বেড়াতে গিয়ে ফোনে নেটওয়ার্ক না থাকলে পাগল পাগল লাগে। তাহলে সাবধান! মোবাইলে আসক্ত হতে পারেন আপনি।
'সাইবারসাইকোলজি বিহেভিয়র অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং জার্নালে' প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে কমবয়সী ছেলেমেয়েদের মানসিক চাপের অন্যতম কারণই হল অতিরিক্ত মোবাইল সার্ফিং। বাড়ির আয়না থেকে অফিসের টয়লেট সবজায়গায় সেলফি তোলা এমনকী আপনার কাজের কারণে পাশের মানুষটি বিরক্ত হচ্ছেন কিনা না ভেবেই ফোনে ছবি তোলা স্মার্টফোনে আসক্তি বলেই জানিয়েছেন গবেষকরা।
ডিপ্রেশন ও অ্যানজাইটির অন্যতম কারণ হিসেবেও গবেষকরা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোকেই দাবি করেছেন। তরুণ প্রজন্মের ৯০ শতাংশ ঘুমের সমস্যায় ভোগেন যার অন্যতম কারণ অতিরিক্ত ফোনের ব্যবহার। তাই এই সমস্ত লক্ষণগুলি আপনার সঙ্গে মিলে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। দূরে থাকুন সোশ্যাল মিডিয়া থেকে।
West-Bengal | Updated: 17:15 PM, Fri Aug 11, 2023
Relationship Tips: সোশ্যাল মিডিয়ায় প্রভাব ফেলতে পারে আপনার ব্যক্তিগত জীবনে, কারণ জানেন?
নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ হওয়ার পর থেকেই বাস্তব জীবনের খুঁটিনাটি সেখানে তুলে ধরাও রীতি হয়ে উঠেছে। অনেকেই আছেন যাদের সোশ্যাল মিডিয়া বাটারফ্লাই বললে অত্যুক্তি করা হবে না। দিনের শুরু থেকে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সারাদিনের কর্মকান্ড সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরতে পছন্দ করেন। কিন্তু জানেন কি এমন ধরণের মানুষরা আসলে অসুখী?
মনোবিদদের মতে যে সকল মানুষেরা নিজের জীবন সোশ্যাল মিডিয়ায় বেশি তুলে ধরেন তারা হীনমন্যতায় ভোগেন বেশি। ফোমো গ্রাস করে তাঁদের। আবার অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানায়। নিজের জীবনের একাংশ জুড়েই রয়েছে সোশ্যাল মিডিয়া। তবে এটা ভুললে চলবে না ব্যক্তিগত জীবনের সঙ্গে কন্টেন্টের মাঝে একটি সূক্ষ বাউন্ডারি আছে।
প্রেমের ক্ষেত্রেও তাই নিয়ম প্রযোজ্য। কাছের মানুষটির সঙ্গে কোথায় গেলেন, কী খেলেন বা একাধিক হাসি মুখে ছবি পোস্ট করেন অনেকেই। আপাত দৃষ্টিতে তাঁদের সেই সব ছবি দেখলে সুখী কাপল বলে মনে বলেও মনোবিদদের মতে এমন ধরণের সম্পর্কের ভিত আলগা হয়। অপরদিকে যে কাপলরা নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাকেন তাঁদের সমীকরণ তুলনামূলক ভালো ও মজবুদ হয়।
প্রায় ৩০০ যুগলের উপর ব্যক্তিগত জীবনে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে সমীক্ষা চালিয়েছিলেন কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সেই সমীক্ষার তথ্য একত্রিত করে তাঁরা বলেন সোশ্যাল মিডিয়ায় অন্যদের সুখী দেখে ঈর্ষাকাতর হয়ে পড়েন অনেকে। তবে সোশ্যাল মিডিয়ায় দেখা সেই সমীকরণ সকলের জন্য প্রযোজ্য নয়।
West-Bengal | Updated: 17:41 PM, Wed Aug 09, 2023
Skin Care: বর্ষায় ঘরোয়া উপায়ে নিন ত্বকের যত্ন
নিউজ ডেস্ক: গরমে রোদে পোড়ার হাত থেকে ত্বককে বাঁচাতে সুরক্ষার চিন্তা বেড়ে যায়। সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে ত্বককে বাঁচাতে বাদ যায় না কিছুই। সানস্ক্রিন হোক কিংবা মুখ-গলায় ভালো করে স্কার্ফ জড়িয়ে নেওয়া। রোদ থেকে বাঁচতে ব্যবস্থাপনা একেবারে পুঙ্খানুপুঙ্খ হওয়া চাই। তবে এত কিছুর মাঝে ভুলে যাই যে ক্ষতিকর রাসায়নিক দিয়ে তৈরি হয় বেশির ভাগ স্কিন কেয়ার আইটেম। যা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে বাড়িতে থাকা কয়েকটি উপকরণের মাধ্যমে সহজেই করতে পারবেন ত্বকের যত্ন।
ক্লেনজিং- প্রত্যেকদিন বাড়ি ফিরে প্রথমেই সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। বাড়ি ফিরে স্নান করাটা সবার আগে জরুরি। তবে ত্বকের যত্নে ক্লেনজিং-এর জন্য মুলতানি মাটি ও চন্দন গুঁড়ো মিশিয়ে মুখ ধোয়া যেতে পারে।
এক্সফোলিয়েটিং- চালের গুঁড়ো ও বেসন মিশিয়ে ভালো স্ক্রাবার তৈরি হয়। এতে হলুদ গুঁড়ো বা কফিও মেশানো যেতে পারে।
ট্যান রিমুভ- তবে ত্বকের যত্ন শুধু মুখে নয় পায়েও সমান ভাবে জরুরি। দেহের মধ্যে পা সবচেয়ে বেশি ঘামে, ফলে পায়ের তলায় ঘাম জমে নানান ধরনের সংক্রমণের ঝুঁকি থাকে। পা ভালোভাবে পরিষ্কার করার জন্য বাইরে থেকে ফিরে হালকা গরম জলে দশ মিনিট পা চুবিয়ে বসে থাকা যায়। এতে নখের কোনে জমে থাকা ময়লা ধুলোবালি যেমন পরিষ্কার হয় তেমনি দেহে আরাম পাওয়া যায়। স্ট্রেস কমে অনেকটাই। ওই জলে একটু লেবুর রস এবং বেকিং সোডা মেশালে ট্যান উঠে যায় সহজে।
পায়ের স্ক্রাবিং- পায়ের যত্নেও স্ক্রাবিং জরুরী। পায়ে গাঢ় হয়ে পড়ে থাকা ট্যান-দাগছোপ তুলতে সাহায্য করে স্ক্রাবিং এবং মৃত কোষ তুলে ফেলে। বাজার চলতি স্ক্রাব তো আছেই বাড়িতে সময় না থাকলে কফি এবং মধু মিশিয়েও লাগিয়ে রাখা যায় এতেও ভালো ফল দেয়।
West-Bengal | Updated: 17:24 PM, Tue Aug 08, 2023
Hair Colour: সামান্য ভুলে নষ্ট হতে পারে আপনার সাধের চুল! রং করার আগে জেনে নিন এই বিষয়গুলি
নিউজ ডেস্ক: পুজোর আর বাকি মাত্র দুটো মাস। অনেকেরই পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। পুজোর কালেকশন এসে গিয়েছে এর মধ্যেই। খবরের কাগজের পাতায় এসে গিয়েছে নামিদামি বিপণির বিজ্ঞাপন। ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে কিনে রাখছেন জামা জুতো। পুজোর কটা দিন নিজেকে সুন্দর দেখনোর জন্য শুরু করে দিয়েছেন রূপচর্চা। এই বছরের নতুন হেয়ারস্টাইল কী হবে তা নিয়েও পরিকল্পনা করছেন অনেকেই। হয়তো কেউ চুল ছোটো করে ছেঁটে ফেলতে চাইছেন আবার কেউ প্রথম রং করবে চুলে। কিন্তু বুঝতে পারছেন না প্রথম বার চুল রং করলে কেমন করা উচিত বা রং করার পরে চুলের যত্ন কীভাবে নেবেন। রইলো প্রথমবার চুলে রং করার কয়েকটি হদিশ।
ব্লিচ
ভারতীয়দের চুলের ধাত অনেকটাই আলাদা। চুলের ঘনত্ব কম বেশি হলেও চুল সাধারণত বেশ পুরু হয়। মেলানিনের পরিমাণও বেশি থাকে। তাই লাইট শেডের কোনো রঙের জন্য ব্লিচ করা জরুরি। কিন্তু ব্লিচ করলে চুলের ক্ষতি হয় বেশি তাই যারা প্রথম চুলে রং করতে চলেছেন তাদের ডার্ক শেডের রং করাই ভালো। ব্লিচের দরকার পড়ে না এতে।
হেয়ার কালারের পদ্ধতি
চুলের রং মূলত তিন ধরনের পদ্ধতিতে করা হয়। হাইলাইটস, ওমব্রে ও গ্লোবাল হেয়ার কালার। স্বাভাবিক চুলের রঙের উপর কয়েকটি জায়গায় রং করলে তাকে হাইলাইটস বলে। অপর দিকে চুলের গোড়ার দিকে লাইট কালার থেকে ডগার দিক অবধি ধাপে ধাপে চুলের রং গাঢ় হলে তাকে ওমব্রে বলে। এটি বেশ জনপ্রিয়। চুলের স্বাভাবিক রং পুরোপুরি পাল্টে ফেলাকে গ্লোবাল হেয়ার কালার বলে। প্রথমবার রং করলে এই পদ্ধতিটি না করাই ভালো।
বালেয়াজ
প্রথমবার চুল রং করার ক্ষেত্রে বালেয়াজ পদ্ধতিটি বেশ ভালো। চুলের স্বাভাবিক রঙের চেয়ে কয়েকটি শেড লাইট কালার করা হয় এই পদ্ধতিতে। ফলে ব্লিচের দরকার পড়ে না। এই রং ধিরে ধিরে ফিকে হয়ে স্বাভাবিক রঙে ফেরত আসে। ব্লিচ করলে চুল যে সাদা রং হয়ে যায় এবং রং উঠে গিয়ে পাটের মতো লাগে এই রঙে তা হয় না। ফলে প্রথমবার রং করলে চুল ভালোই লাগে। প্রায় তিন মাস স্থায়ী হয় এই বং এবং ধিরে ধিরে ফিকে হয়।
চুলের পরিচর্যা
চুলে কী রং করা হচ্ছে তার উপর নির্ভর করে চুলের পরিচর্যা ঠিক করা হয়। যদিও কোঁকড়ানো চুলের ক্ষেত্রে যে পরিচর্যা সেঠাই যথেষ্ঠ। কিন্তু অমব্রে বা গ্লোবাল কালারে লাইট রং করলে রঙের শেডের উপর ভিত্তি করে শ্যাম্পু করা উচিত।
West-Bengal | Updated: 17:19 PM, Sat Aug 05, 2023
Feet Care: গরমে যত্নের অভাবে গোড়ালি ফাটছে? ঘরোয়া উপায়ে নিন পায়ের যত্ন
নিউজ ডেস্ক: গরমে রোদে পোড়ার হাত থেকে ত্বককে বাঁচাতে সুরক্ষার চিন্তা বেড়ে যায়। সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে ত্বককে বাঁচাতে বাদ যায় না কিছুই। সানস্ক্রিন হোক কিংবা মুখ-গলায় ভালো করে স্কার্ফ জড়িয়ে নেওয়া। রোদ থেকে বাঁচতে ব্যবস্থাপনা একেবারে পুঙ্খানুপুঙ্খ হওয়া চাই। তবে এত কিছুর মাঝে ব্রাত্য থেকে যায় পা। অথচ গরমে প্রভাব মুখের থেকে পায়ের উপর পরেই বেশি। গরমে ঘাম বেশি হয় বলে অনেকেই পা ঢাকা জুতো পরতে চান না। তাই খোলামেলা জুতো পরার ফলে ধুলো ময়লা ছাড়াও পায়ের ত্বকে গাঢ় ট্যান পড়ে যায়। অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়ার ফলে গোড়ালি ফাটতে শুরু করে। এমনকী গোড়ালির ত্বকও মোটা হয়ে যায়। তাই মুখের এবং হাতের পাশাপাশি পায়ের যত্ন নেওয়াও জরুরী। পায়ের যত্ন নিতে আহামরি কোন ব্যবস্থার প্রয়োজন নেই। মাত্র কয়েকটি পদ্ধতিতেই পায়ের যত্ন নিতে পারবেন অনায়াসে।
প্রত্যেকদিন বাড়ি ফিরে প্রথমেই পা ধুয়ে নিন। বাড়ি ফিরে স্নান করাটা সবার আগে জরুরি। যদি স্নান না করা যায় তবে পা ভালো করে সাবান দিয়ে ঘষে ধুয়ে নিতে হবে। দেহের মধ্যে পা সবচেয়ে বেশি ঘামে, ফলে পায়ের তলায় ঘাম জমে নানান ধরনের সংক্রমণের ঝুঁকি থাকে।
পা ভালোভাবে পরিষ্কার করার জন্য বাইরে থেকে ফিরে হালকা গরম জলে দশ মিনিট পা চুবিয়ে বসে থাকা যায়। এতে নখের কোনে জমে থাকা ময়লা ধুলোবালি যেমন পরিষ্কার হয় তেমনি দেহে আরাম পাওয়া যায়। স্ট্রেস কমে অনেকটাই। ওই জলে একটু লেবুর রস এবং বেকিং সোডা মেশালে ট্যান উঠে যায় সহজে।
অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে বা হাইড্রেটেট না থাকলে গোড়ালি ফাটা এবং ত্বক ফাটার মত সমস্যা দেখা যায়। ফলে পায়েতেও ময়েশ্চারাইজার ব্যবহার দরকার। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে ময়শ্চারাইজার ব্যবহার করা যেতে পারে কিংবা পেট্রোলিয়াম জেলিও ব্যবহার করা যেতে পারে। বাজার চলতি বেশ কিছু ক্রিম পাওয়া যায় সেগুলিও উপকার দিতে পারে।
পায়ের যত্নেও স্ক্রাবিং জরুরী। পায়ে গাঢ় হয়ে পড়ে থাকা ট্যান-দাগছোপ তুলতে সাহায্য করে স্ক্রাবিং এবং মৃত কোষ তুলে ফেলে। বাজার চলতি স্ক্রাব তো আছেই বাড়িতে সময় না থাকলে কফি এবং মধু মিশিয়েও লাগিয়ে রাখা যায় এতেও ভালো ফল দেয়।
সব থেকে বেশি জরুরী দিনের বেলা বাইরে গেলে পা ঢাকা জুতো পরা। কারণ এতে সহজে ট্যানও পড়বে না এবং ধুলোবালি থেকেও রক্ষা পাবে পদযুগল।
West-Bengal | Updated: 17:20 PM, Fri Aug 04, 2023
Wine Facial: রুক্ষ ত্বকে ফিরিয়ে আনবে জেল্লা! ওয়াইন ফেসিয়ালে করুন ত্বকের যত্ন
নিউজ ডেস্ক: সারাদিনের কাজের চাপে ত্বকের ঠিকমতো যত্ন নেওয়া হয়ে ওঠে না। আবার পার্লারে গিয়েও যে ফেসিয়াল করাবেন সেই সময় নেই। তাহলে বাড়িতেই করতে পারেন পার্লারের মতোই জেল্লাদার ফেসিয়াল। ত্বকের উপর থেকে মৃত কোষ তুলতে বেশ উপযোগী অ্যান্টি-অক্সিডেন্ট ও স্ক্রাব। ত্বকে কোলাজেন তৈরিও ফেসিয়ালের অন্যতম কাজ। ফলে বাড়িতেই মাঝে মধ্যে ফেসিয়াল করলে উপকার পাওয়া যায়। কিন্তু উপাদানে একটু ফারাক আনলে পার্লারের চেয়ে কম উপকার পাবেন না। মাত্র একটি উপকরণ। রেড ওয়াইন। ওই তিনটি পদ্ধতিতে বাড়িতে রেড ওয়াইন দিয়ে ফেসিয়াল করে দেখুন। ফল মিলবে হাতে নাতে।
ওয়াইনের মধ্যে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিডেন্ট। যা ত্বকের স্ট্রেস দূর করতে সাহায্য করে। জেল্লা ফিরিয়ে তারুণ্যে ভরিয়ে দেয় ওয়াইন। ব্রণ দূর করতে সাহায্য করে এই ওয়াইন ফেসিয়াল। বলিরেখা দূর করতেও সাহায্য করে এটি। তাই বিভিন্ন পার্লারে ওয়াইন ফেসিয়াল এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ক্লেনজিং
ফেসিয়ালের প্রথম ধাপই হল ক্লেনজিং। তাই ওয়াইন ফেসিয়ালে ক্লেনজিং করার জন্য নিয়ে নিন দুই চামচ রেড ওয়াইন এবং এক চামচ লেবুর রস। ভালোভাবে মিশিয়ে তুলোয় ভিজিয়ে মুখে মেখে রাখুন ১০ মিনিট। এই মিশ্রণটি ত্বকে টেনে গেলে ভেজা টিস্যু দিয়ে মুখ মুছে ফেলুন।
স্ক্রাবিং
ফেসিয়ালের পরবর্তী ধাপ স্ক্রাবিং বা ত্বক এক্সফোলিয়েট করা। অর্থাৎ মৃত কোষ তুলে ফেলা। ত্বক এক্সফোলিয়েট করলে সানট্যানও দূর হয় ও ত্বকের ঔজ্জ্বল্যতা ফিরে আসে। ওয়াইন দিয়ে স্ক্রাব বানাতে হলে এক চামচ চালের গুঁড়োর সঙ্গে দুই চামচ ওয়াইন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ মুখে মেখে আঙুলের চাপে গোল গোল করে ম্যাসাজ করতে হবে। হালকা শুকিয়ে গেলে তা ধুয়ে নিতে হবে।
ফেসপ্যাক
ক্লেনজিং ও স্ক্রাবিং-এর পর ত্বকের হাইড্রেশন ধরে রাখতে ফেসপ্যাক খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। তাই এই পর্যায়ে দুই চামচ ওয়াইনে দই ও মধু মিশিয়ে মিশ্রণটি মুখে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। ত্বক ওয়েলি হলে মধু না দিলেও চলবে।
West-Bengal | Updated: 16:21 PM, Fri Aug 04, 2023
Relationship Tips: ব্যক্তিগত জীবনের সবকিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন? আপনার সম্পর্কের ভিত আলগা নয় তো?
নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ হওয়ার পর থেকেই বাস্তব জীবনের খুঁটিনাটি সেখানে তুলে ধরাও রীতি হয়ে উঠেছে। অনেকেই আছেন যাদের সোশ্যাল মিডিয়া বাটারফ্লাই বললে অত্যুক্তি করা হবে না। দিনের শুরু থেকে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সারাদিনের কর্মকান্ড সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরতে পছন্দ করেন। কিন্তু জানেন কি এমন ধরণের মানুষরা আসলে অসুখী?
মনোবিদদের মতে যে সকল মানুষেরা নিজের জীবন সোশ্যাল মিডিয়ায় বেশি তুলে ধরেন তারা হীনমন্যতায় ভোগেন বেশি। ফোমো গ্রাস করে তাঁদের। আবার অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানায়। নিজের জীবনের একাংশ জুড়েই রয়েছে সোশ্যাল মিডিয়া। তবে এটা ভুললে চলবে না ব্যক্তিগত জীবনের সঙ্গে কন্টেন্টের মাঝে একটি সূক্ষ বাউন্ডারি আছে।
প্রেমের ক্ষেত্রেও তাই নিয়ম প্রযোজ্য। কাছের মানুষটির সঙ্গে কোথায় গেলেন, কী খেলেন বা একাধিক হাসি মুখে ছবি পোস্ট করেন অনেকেই। আপাত দৃষ্টিতে তাঁদের সেই সব ছবি দেখলে সুখী কাপল বলে মনে বলেও মনোবিদদের মতে এমন ধরণের সম্পর্কের ভিত আলগা হয়। অপরদিকে যে কাপলরা নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাকেন তাঁদের সমীকরণ তুলনামূলক ভালো ও মজবুদ হয়।
প্রায় ৩০০ যুগলের উপর ব্যক্তিগত জীবনে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে সমীক্ষা চালিয়েছিলেন কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সেই সমীক্ষার তথ্য একত্রিত করে তাঁরা বলেন সোশ্যাল মিডিয়ায় অন্যদের সুখী দেখে ঈর্ষাকাতর হয়ে পড়েন অনেকে। তবে সোশ্যাল মিডিয়ায় দেখা সেই সমীকরণ সকলের জন্য প্রযোজ্য নয়।
West-Bengal | Updated: 17:15 PM, Tue Jul 25, 2023
West-Bengal | Updated: 11:24 AM, Thu Sep 14, 2023
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, বিপদ এড়ানোর উপায় কী?
West-Bengal | Updated: 18:17 PM, Thu Aug 31, 2023
Mumbai News: একই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
West-Bengal | Updated: 15:08 PM, Mon Jul 17, 2023
Monsoon Health Tips: পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি? রান্নাঘরেই আছে সুস্থ থাকার টোটকা!
West-Bengal | Updated: 17:46 PM, Thu Jul 13, 2023
Hand Sanitizer: করোনা গেলেও ব্যবহার হচ্ছে স্যানিটাইজার, অজান্তে বাড়ছে না তো বিপদ?
West-Bengal | Updated: 16:54 PM, Wed Jul 12, 2023
Chronic cough causes: কফ জমে গলায়? জেনে নিন সর্দি জমার লক্ষণ আর প্রতিকারের উপায়
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is other culture news
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is culture news
West-Bengal | Updated: 17:47 PM, Fri Jun 02, 2023
Rahul Gandhi's remarks on condition of Dalits, Muslims in India 'bitter truth': Mayawati
West-Bengal | Updated: 17:40 PM, Fri Jun 02, 2023
An open letter to the Indian film industry
West-Bengal | Updated: 17:39 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System ads132
West-Bengal | Updated: 17:37 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System dsf342
West-Bengal | Updated: 17:36 PM, Fri Jun 02, 2023
Girl Finds Strange Eggs Under Her Bed - When Expert Sees It, He Turns
West-Bengal | Updated: 17:33 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System 687342