Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreAbhishek Banerjee: অভিষেকের আবেদনের শুনানি বুধবার, কেন ইডির তলব এড়ানোর বিষয় আগে জানাননি? প্রশ্ন আদালতের
নিউজ ডেস্ক: আজ অর্থাৎ মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। কিন্তু এদিন ইডির ডাকে সাড়া দেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের কর্মসূচিতে তিনি এখন দিল্লিতে। আর এদিনই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন তাঁর আইনজীবী।
অভিষেকের পক্ষ থেকে দ্রুত শুনানির দাবি জানানো হয়েছিল। কিন্তু এদিন শুনানি হল না। সমস্ত নথি সময়ে ডিভিশন বেঞ্চে এসে না পৌঁছনোর জন্যই শুনানি একদিন পিছিয়ে গেল। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে বুধবার ওই মামলার শুনানি হবে।
ইডির তলব এড়াতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। ইডির হাজিরায় সাড়া দেবেন না সেকথা আগে কেন জানাননি? আদালত এই প্রশ্ন তোলে। জবাব অভিষেকের আইনজীবী জানান, পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি থাকায় তিনি হাজিরা তিনি পারছেন না। এর আগে রাজনৈতিক কর্মসূচির দিনে অভিষেককে তলব করা হয়েছে বলে অভিযোগ করেন। যদিও আদালত প্রশ্ন তোলে, হাজিরা না দেওয়ার বিষয় কেন আগে ইডিকে জানানো হয়নি ? অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন মঙ্গলবার তিনি ইডির কাছে যাবেন না।
মূলত হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহার নির্দেশ ছিল, ৩ অক্টোবরের তদন্তপ্রক্রিয়া যেন কোনওভাবে বিঘ্নিত না হয়। এমনকী কেন্দ্রীয় সংস্থা যে কোনও পদক্ষেপ করতে পারবে বলেও জানায় আদালত। এদিন হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন জানান অভিষেক। ইডির হাজিরা এড়ানো ও সিঙ্গল বেঞ্চের নির্দেশের ব্যাখ্যা চেয়ে আবেদন জানিয়েছেন। বুধবার সেই মামলার শুনানি হবে।
West-Bengal | Updated: 15:35 PM, Tue Oct 03, 2023
Giriraj Singh: ১০০ দিনের কাজে দুর্নীতিতে সিবিআই চান গিরিরাজ, রাজঘাট থেকে তৃণমূলের ধর্না সরাল পুলিশ
নিউজ ডেস্ক: রাজ্যের বকেয়া নিয়ে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচির মধ্যেই পাল্টা তোপ গিরিরাজ সিংয়ের। সোমবার গান্ধী জয়ন্তীতে রাজঘাটে ধর্নায় বসেছিল তৃণমূল। পুলিশ তাদের একসময় সরিয়ে দেয়। অন্যদিকে এদিনই গিরিরাজ একশ দিনের কাজে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবি তুললেন।
এমএনরেগা প্রকল্পে ১০০ দিনের কাজে বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ রাজ্য সরকারের। এমনকী আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলেই অভিযোগ। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক অবরোধের প্রতিবাদ জানাতে দিল্লি চলো কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো সোমবার রাজঘাটে গান্ধীর সমাধিস্থলের কাছে ধর্নায় বসে তৃণমূল সাংসদ, মন্ত্রী, বিধায়ক-সহ নেতা-কর্মীরা। কিন্তু দিল্লি পুলিশ সেখান থেকে সরে যেতে বলে। ধর্নার কারণে অন্য কেউ গান্ধীজির সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে পারছিলেন না বলে জানায় দিল্লি পুলিশ। শেষ পর্যন্ত গান্ধীজির সমাধিক্ষেত্রের বাইরে অশান্তি বেধে যায়। তৃণমূল অভিযোগ করে দিল্লি পুলিশ জোর জবরদস্তি করেছে। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনও শেষ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
তবে তৃণমূল কংগ্রেস যে কারণে দু’দিন ব্যাপী রাজধানীতে কর্মসূচি নিয়েছে। এদিন সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রী। এদিন গিরিরাজ সিং বলেন, “১০০ দিনের কাজে ৫৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। ইউপিএ আণলের থেকে অনেক বেশি। ২৫ লক্ষ জবকার্ডে হেরফের করা হয়েছে। অুসন্ধান কমিটির সঙ্গে সহযোগিতা করা হয়নি। এখন মনে হচ্ছে তদন্তভার সিবিআইকে দিতে হবে। ২৫ লক্ষ ভুয়ো জবকার্ড। এর তদন্ত হওয়া উচিত।”
মমতা বন্দ্যোপাধ্যায়কেও হুঁশিয়ারি দিয়েছেন গিরিরাজ। তিনি বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছি। গরিবের লুঠ করা টাকা গরিবদের ফিরিয়ে দিন। ২৫ লক্ষ ভুয়ো জবকার্ডের টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, এটা কেন্দ্রীয় সরকার ও দেশবাসী জানতে চায়”।
West-Bengal | Updated: 16:48 PM, Mon Oct 02, 2023
Mamata Banerjee: স্পেন সফর সেরে দুবাইতে কোন লগ্নির খোঁজে মমতা?
নিউজ ডেস্ক: স্পেন সফর শেষ। এবার মরুশহর দুবাইতে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিনিয়োগ হবে, এই লক্ষ্যেই স্পেন সফর মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে নাকি বাংলার ফুটবলে লগ্নির জন্য স্পেনের লা লিগার সঙ্গে আলোচনা সেরেছেন তিনি, এবার দুবাইতে গিয়ে আরও কোন বিনিয়োগের সুলুক সন্ধান দেন মুখ্যমন্ত্রী, সেটাই দেখার।
বৃহস্পতিবার দুবাইয়ের ‘জাফজা মুক্তাঞ্চল’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শনে যাবে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বাংলার প্রতিনিধিদল। জেবেল আলি বন্দর গভীর সমুদ্র বন্দর। বাংলার তাজপুরে এমন বন্দর করার ব্যাপারে উদ্যোগী রয়েছে রাজ্য সরকার। সেই কারণেই নাকি দুবাই বন্দরে গিয়ে সেখানকার পরিকাঠামো সরেজমিনে দেখবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদল। এছাড়া এদিন বিকেলে দুবাইয়ের ভারতীয় উপদূতাবাসে চা-চক্রে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা।
তবে ১২ বছরে রাজ্যে সেভাবে কোনও বড় শিল্প হয়নি, বহু শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের মুখে। সেখানে বিদেশে গিয়ে লক্ষাধিক টাকা খরচ করে শিল্প সম্মেলনে যোগ দেওয়া আসলে শিয়ালের কুমিরছানা দেখানো ছাড়া আর কিছুই নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মর্মে স্পষ্টই একটি আরটিআই আবেদন করে জানতে চেয়েছেন, মুখ্যমন্ত্রীর এই ১১ দিনের বিদেশ সফরে কত খরচ হচ্ছে, কারাই বা সঙ্গ দিচ্ছেন তাকে? অন্যদিকে কয়েকদিন আগেই দিলীপ ঘোষ কটাক্ষ করেছিলেন স্পেন, দুবাই ঘুরে নাকি নিজের মনখারাপ কাটাতে চাইছেন মমতা। চটি পড়ে প্রমোদ ভ্রমণে গিয়েছেন তিনি, এমনটাই তোপ দেগেছেন বিরোধীরাও।
West-Bengal | Updated: 15:24 PM, Thu Sep 21, 2023
Mamata Banerjee: বাংলার ফুটবলে কি বিদেশি লগ্নি আসবে?
West-Bengal | Updated: 11:06 AM, Sat Sep 16, 2023
Madrid Visit of Mamata Banerjee: কলকাতার বুকে অ্যাকাডেমি গড়বে লা লিগা,
মাদ্রিদ সফরে বড় সাফল্য মুখ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক: লা লিগার কর্তাদের সঙ্গে আলোচনার জন্য মাদ্রিদ সফরে গিয়েছিলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে লা লিগার কর্তাদের সঙ্গে আলোচনার পর জানা
গিয়েছে বাংলার ফুটবলের উন্নতির জন্য কলকাতার বুকে লা লিগা একটি ফুটবল অ্যাকাডেমি গড়ে
তুলবে।
এই অ্যাকাডেমি গড়ার যাবতীয় জমির ব্যবস্থা করবে রাজ্য সরকার। স্পেনের বুকে সেই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘোষণার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন লা লিগার সভাপতি জাভিয়ের তেভাস এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারত তথা বাংলার ফুটবলের উন্নতির জন্য একটি অ্যাকাডেমি গড়তে চায় লা লিগা। সংস্থার সভাপতি জাভিয়ের তেভাস এই নতুন দিক নিয়ে খুবই আশাবাদী। নতুন প্রতিভা খুঁজে আনতে সব উদ্যোগ লা লিগার তরফ থেকেই নেওয়া হবে বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন যে লা লিগার কর্তাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনার শেষে মৌ স্বাক্ষরিত হয়েছে। খুব দ্রুত লা লিগার কর্তারা বাংলায় আসবেন অ্যাকাডেমি গড়ে তোলার কাজের জন্য। বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলিও ছিলেন এদিনের আলোচনায়। তিনি জানান, শুধু বাংলা নয়, গোটা ভারতের কাছে অসাধারণ এক মুহূর্ত হতে চলেছে। আশাকরি স্প্যানিশ ফুটবল কলকাতার বুকে আলাদা দৃষ্টান্ত গড়তে পারবে।” সৌরভ আরও যোগ করেন, “কথা দিচ্ছি আপনারা একবার কলকাতায় যোগ দিলে বুঝতে পারবেন কেন এই শহর ফুটবল অ্যাকাডেমি তৈরি হওয়ার জন্য উপযুক্ত।’
West-Bengal | Updated: 10:03 AM, Fri Sep 15, 2023
Mamata Banerjee: কথা শুনলে টাকা বন্ধ, রাজ্যপালকে তোপ! রাজভবনের সামনে
ধর্নার হুঁশিয়ারি মমতার
নিউজ ডেস্ক: রাজ্যপালকে ফের একবার হুঁশিয়ারি জারি
করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত
এবার চরমে। উপাচার্যের নামোল্লেখ না করেই মমতা জানান, কোনও বিশ্ববিদ্যালয় নির্দেশ মেনে চললে আর্থিক অবরোধ তৈরি
করবে সরকার। রাজ্যের শিক্ষাব্যবস্থার স্বার্থে তিনি রাজভবনের সামনে ধর্নায় বসতে
পারেন বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করিয়ে দেওয়ার চক্রান্ত করছেন
রাজ্যপাল। আমরা এই চক্রান্ত মানব না। উনি কী ভাবছেন? মুখ্যমন্ত্রীর থেকেও বড়? সে উনি বড় হতেই
পারেন।’ এর পরেই অর্থনৈতিক অবরোধ প্রসঙ্গ আনেন। মমতা বলেন, ‘আমি বলে দিচ্ছি, এই যদি চলতে থাকে তা হলে অর্থনৈতিক বাধা তৈরি করব। দেখি কে চালায়।’ রাজভবনের সামনে ধর্না দেওয়ার হুঁশিয়ারিও দেন মমতা।
গত ২ সেপ্টেম্বর রাজভবনের তরফে
বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, আচার্যের পর বিশ্ববিদ্যালয়গুলির সার্বভৌম অধিকর্তা হলেন উপাচার্যই। তাঁর
অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের কর্মীরা আচার্যের নির্দেশ মেনেই কাজ করবেন। সরকার তাঁদের
নির্দেশ দিতেই পারে। কিন্তু সেই নির্দেশ তাঁরা মানতে বাধ্য নন। সোমবার রাজভবনের
তরফে ১৬টি বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তিকালীন উপাচার্য নিয়োগ করা হয়। রাজ্যের
সঙ্গে আলোচনা না করে এই ধরনে পদক্ষেপ আগেও করেছেন রাজ্যপাল বোস।
West-Bengal | Updated: 16:05 PM, Tue Sep 05, 2023
Abar Proloy: 'হ্যালো স্যার' করালিবাবুর প্রশংসায় মুখ্যমন্ত্রী! 'কাজ' সামলে এবার থিয়েটারের মঞ্চে সেচমন্ত্রী
নিউজ ডেস্ক: পেশা রাজনীতি হলেও নেশা যে আসলে শিল্পের প্রতি তা প্রমাণ করে দিয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সম্প্রতি মুক্তি পাওয়া রাজ চক্রবর্তীর অন্যতম চর্চিত ওয়েব সিরিজ 'আবার প্রলয়'। সিরিজের টিজার মুক্তির সময় থেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন দর্শকদের একাংশ। গোটা সিরিজটা দেখে ফেলার পরে তাঁর অভিনয়কে বাহবা দিতে ভুলছেন না দর্শকরা। 'আবার প্রলয়' সিরিজে ইন্সপেক্টর করালি বাবুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার সংলাপ 'হ্যালো স্যার' এখন বেশ ট্রেন্ডিং।
এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর কাজের প্রশংসা করলেন। সোমবার মন্ত্রীসভার বৈঠক শেষে নিজের ঘরেই বসেছিলেন মুখ্যমন্ত্রী, কথা বলছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে। তখনই একটি বিশেষ কাজে ফের ঘরে প্রবেশ করেন পার্থ ভৌমিক। তাঁকে দেখা মাত্রই 'হ্যালো স্যার' বলে ওঠেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। তাঁদের মুখে আঙুল দিয়ে চুপ করতে বললেও লাভ হয়নি। তারপরেই মুখ্যমন্ত্রী তাঁকে বলেন যে মন্ত্রী হিসেবে এত দায়িত্ব নিয়ে কাজ করার পরেও অভিনয় করেছেন জেনে তিনি বেশ খুশি। এরপরেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে বলেন ওই সিরিজটি দেখার জন্য। তার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন,'আমাদের মধ্যে থেকে কেউ যদি শিল্প সাহিত্য জগতে ভালো কাজ করতে পারে তাতে আমারই আনন্দ হয়।'
কিন্তু সেচমন্ত্রী যে ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন তা মুখ্যমন্ত্রীকে শুটিং এর আগে জানাননি। পরিবারের সঙ্গে সুন্দরবন বেড়াতে যাচ্ছেন বলে চার দিনের ছুটি নিয়েছিলেন তিনি। ওই চার দিনের মধ্যেই শুটিং শেষ করে ফের কাজে যোগ দিয়েছিলেন আর তাতেই একগুচ্ছ নামজাদা অভিনেতার মাঝে নিজের দক্ষতার ছাপ রেখে গিয়েছেন তিনি। পরিচালক রাজ চক্রবর্তীও পার্থ ভৌমিকের বিধানসভার সতীর্থ। প্রশাসনিক কাজ সামলে অভিনয় করাটা বেশ দুষ্কর ছিল তাঁর পক্ষে। ওয়েব সিরিজের পর বিভিন্ন প্রযোজনা সংস্থার ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখেই সেই প্রস্তাব নাকচ করে দেন তিনি। যদিও আগামী বছর ১২ই মার্চ অবধি থিয়েটারে দেখা যাবে তাঁকে। দেবশঙ্কর হালদার এবং খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে দুটি পৃথক নাটকে অভিনয় করবেন তিনি।
West-Bengal | Updated: 17:20 PM, Wed Aug 30, 2023
2024 Lok Sabha Election: প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় মোদীর ধারে কাছে নেই কেউ, কোথায় স্থান মমতার?
নিউজ ডেস্ক: লোকসভার ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনীতির ময়দানে তরজা বাড়ছে শাসক-বিরোধীদের। বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের মোকাবিলায় কংগ্রেসসহ ২৬ টি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছে INDIA জোট। ২৪-এ মোদীর বিজয় রথ আটকাতে আদাজল খেয়ে ইতিমধ্যেই নেমে পড়েছে সদ্য প্রতিষ্ঠিত এই জোট। তবে রাজনীতির অঙ্গনে যে যুদ্ধই চলুক না কেন, আগামী লোকসভা নির্বাচনে কার ভাগয়ে ছিঁড়বে শিকে, তা ঠিক করবে জনগণের রায়। সম্প্রতি দেশ জুড়ে এবিপি নিউজ ও সি ভোটার একটি সমীক্ষা চালায়, যেখান থেকে উঠে আসে আগামী প্রধানমন্ত্রী হিসেবে কাকে প্রথম পছন্দ জনগণের।
৭ হাজার ৬৯৬ জনকে নিয়ে করা এই সমীক্ষা থেকে উঠে এসেছে, এখনও দেশের ৬২% নাগরিকের প্রথম পছন্দ হলেন নরেন্দ্র মোদী। অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে দেখতে ইচ্ছুক মাত্র ১৯% লোক। আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জন্য হাত তুলেছেন ৬% মানুষ। এদিকে, বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সমীক্ষা অনুযায়ী, প্রধানমন্ত্রীর দৌড়ের ধারে কাছে নেই তাঁর নাম। ২.৭% ব্যক্তির পছন্দের প্রার্থী তিনি।
উল্লেখ্য, গত ১৮ জুলাই থেকে ১৯ অগাস্ট পর্যন্ত চালানো হয়েছে সমীক্ষাটি। বিপুল সংখ্যক জনগণকে নিয়ে সমীক্ষাটি চালানো না হলেও এক প্রকার নিশ্চিত, INDIA জোট তৈরি করেও মোদীর সমর্থনের ধারেকাছে পৌঁছতে পারেনি বিরোধী শিবির। এদিকে মোদীর বিরুদ্ধে রাহুলের পরিবর্তে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পক্ষপাতী কংগ্রেসেরই একাংশ। মোদীর বিরুদ্ধে এবার বেনারস লোকসভা কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে প্রিয়াঙ্কার। তবে আপাতত প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মোদীকে টক্কর দেওয়ার মতো যে দ্বিতীয় কেউ নেই, তা এক প্রকার পরিষ্কার।
West-Bengal | Updated: 10:09 AM, Tue Aug 22, 2023
CM Mamata Banerjee: যাদবপুরকাণ্ডে সিপিএম’র উপর দায় চাপালেন মমতা
নিউজ ডেস্ক: ফের রাজ্যের বাম নেতৃত্বকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় সরাসরি বাম ছাত্র সংগঠনকে তীব্র কটাক্ষ করলেন তিনি। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে তিনি বললেন, “যাদবপুর নিয়ে আগে আমরা গর্ব করতাম। অথচ সিপিএম’র ইউনিয়ন একটা ছেলেকে মেরে ফেলল।” সেই সঙ্গে আরও কড়া ভাষায় তিনি বলেন, “এত রক্ত নিয়েও এরা বদলায়নি। এরা জীবনে বদলাবে না।”
যাদবপুরকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের। ঘটনার কারণ হিসাবে উঠে এসেছে র্যাগিং। ইতিমধ্যেই এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতারও করেছে কলকাতা পুলিশ। তবে রাজনৈতিক চাপানউতর তুঙ্গে। বহিরাগতদের হস্টেলে অবাধ বিচরণ, পাস আউট ছাত্রদের হস্টেলে অবস্থান, এই সব নিয়ে বারবার রাজ্যের শাসক শিবিরকে কটাক্ষ করেছে বিরোধীরা। এবার সেই কটাক্ষের জবাবে সিপিএম’র দিকেই আঙুল তুললেন মমতা।
অবশ্য এর আগেও যাদবপুরকাণ্ডে নাম না করে বাম ছাত্র সংগঠনকে কাঠগড়ায় তোলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “যাদবপুরের ছেলেটিকে অত্যাচার করে মেরেছে। ওঁর বাবার সঙ্গে আমি ফোনে কথা বলেছি। ওঁর বাবা বলেছেন, ও খুব কাঁদত। বলত, খুব অত্যাচার হচ্ছে।” তারপরই মমতা বলেন, ‘ওটা আতঙ্কপুর হয়ে গিয়েছে’।
উল্লেখ্য, এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে ইমাম, মোয়াজ্জেম এবং পুরোহিতদের ৫০০ টাকা অতিরিক্ত ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
West-Bengal | Updated: 18:54 PM, Mon Aug 21, 2023
Supreme Court of India: 'ভগবান বাঁচাতে পারবেন পশ্চিমবঙ্গকে', নিয়োগ দুর্নীতিতে টিপ্পনী সুপ্রিম বিচারপতির
নিউজ ডেস্ক: 'একমাত্র ভগবানই বাঁচাতে পারে পশ্চিমবঙ্গকে'! দুর্নীতি ইস্যুতে এবার এমনই কড়া ভাষায় পশ্চিমবঙ্গ সরকারকে ভর্ৎসনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস দীপঙ্কর দত্ত। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে রাজ্য সরকারের। এর মধ্যে অন্যতম হলো নিয়োগ দুর্নীতি। আর এই নিয়োগ দুর্নীতি নিয়েও চলছে একাধিক ভিন্ন মামলা।
উল্লেখ্য, এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে। এই মামলার শুরুতেই অধৈর্য হয়ে বিচারপতিকে বলতে শোনা যায়, রাজ্যে হচ্ছে টা কী? সব নিয়োগে রাজনীতি! এরপরই তিনি প্রসঙ্গক্রমে মন্তব্য করেন,'একমাত্র ভগবান বাঁচাতে পারবেন পশ্চিমবঙ্গকে।'
একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে ওএমআর শিটের বিকৃতি নিয়ে মামলা চলছে জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনিরুদ্ধ বসুর বেঞ্চে। এই মামলার পর্যবেখন করতে গিয়েই এমন উক্তি করতে দেখা যায় দীপঙ্কর দত্তকে। এর আগে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ মামলায় বিপুল নিয়োগ বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অভিজিত গঙ্গোপাধ্যায়। সেই মামলাও সুপ্রিম কোর্টে ওঠার পর আপাতত নিয়োগ বাতিলের সিদ্ধান্তে দেওয়া হয়েছে স্থগিতাদেশ।
West-Bengal | Updated: 12:47 PM, Tue Jul 25, 2023
INDIA Alliance: 'তৃণমূলের সঙ্গে জোট করে তৃণমূলকেই হারাতে চায় সিপিএম!' ইয়েচুরির সাফাইয়ে আরও প্যাঁচে আলিমুদ্দিন
নিউজ ডেস্ক: তৃণমূল-বিজেপি সেটিংয়ের তোড় পাটনা বৈঠকের পর রাতারাতি বদলে গেছে তৃণমূল-সিপিএম সেটিংয়ে। পাটনার পর সেই অভিযোগে ঘৃতাহুতি দিয়েছে ব্যাঙ্গালুরু ডিনার পার্টি। সোশ্যাল ট্রেন্ডিংয়ে এখন শুধুই সিপে-মূল(CPM+TMC বোঝাপড়া) ট্রোলিং পোস্ট। ইতিমধ্যে এই সেটিং কাঁটা নিয়ে অস্বস্তিতে কংগ্রেসও। বিরোধী জোটের ঘোষণার পর থেকেই চুপচাপ রাজ্য কংগ্রেসের একমাত্র অক্সিজেন অধীর চৌধুরী। প্রাণপণে কংগ্রেসের রাজ্য নেতারা তাঁদের বক্তব্যের মাধ্যমে হাইকমান্ডকে বুঝিয়ে দিচ্ছেন, রাজ্য নেতারা কখনই মানবেন না তৃণমূলের সঙ্গে বোঝাপড়া। অন্যদিকে এই সেটিং এখন গলার কাঁটা হয়ে গিয়েছে আলিমুদ্দিনের!
কদিন আগে পর্যন্ত জোরালো কণ্ঠে বিজেপি-তৃণমূলের আঁতাত দাবি করে আসা বঙ্গ-সিপিএম-এর বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতা সীতারাম ইয়েচুরি। সিপিএম-এর নিচু তলা থেকেই ইতিমধ্যে উঠেছে প্রশ্ন , পঞ্চায়েত ভোটে এত ব্যাপক সন্ত্রাস, পার্টি-কর্মীরা অত্যাচারিত হওয়ার পরও কীভাবে ব্যাঙ্গালুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নৈশ ভোজে যোগ দিলেন ইয়েচুরি? কটাক্ষ করে বিজপিও বলছে, কেন্দ্রে দোস্তি করে রাজ্যে কীভাবে তৃণমূলের বিরোধিতা করবে সিপিএম? আরও গুরুত্বপূর্ণ, গতকাল শহিদ দিবসের ভাষণেও সিপিএম-এর প্রসঙ্গ 'ধরি মাছ না ছুঁই পানি'র মতো এড়িয়ে গেছেন মমতা।
এই নিয়ে এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন খোদ সীতারাম ইয়েচুরি। তাঁর সাফাই,'তৃণমূলকে হারাতে হবে বাংলায়। সেখানেই তৃণমূলের প্রাসঙ্গিকতা রয়েছে, সেখানেই তাদের বিরুদ্ধে লড়াই চলছে, সেখানেই তাদের পরাস্ত করতে হবে। আর বিজেপিকে হারাতে হবে দেশে।' অর্থাৎ, কেন্দ্রে তৃণমূলের সঙ্গে জোট হলেও রাজ্যে যে তৃণমূলের বিরুদ্ধেই তাঁদের লড়াই, সেটাই বোঝাতে চাইলেন ইয়েচুরি। তবে বিশেষজ্ঞদের প্রশ্ন, তৃণমূলের সঙ্গে জোট করে তৃণমূলকেই কীভাবে হারানোর ছক কষছে সিপিএম নেতৃত্ব? যদিও মিলছে না এর সদুত্তর।
West-Bengal | Updated: 15:36 PM, Sat Jul 22, 2023
মালদার নৃশংস ঘটনা আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা: অমিত মালব্য
নিউজ ডেস্ক: মণিপুরের নৃশংস ঘটনার মধ্যেই ভাইরাল পশ্চিমবঙ্গ। গত ১৯ জুলাই দুই আদিবাসী মহিলাকে প্রায় নগ্ন অবস্থায় বেধড়ক মারের অভিযোগ ওঠে মালদার বামনগোলা এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা ঘিরে জুতো দিয়ে মারছে ওই দুই মহিলাকে। মারের চোটে প্রায় খসে পড়েছে তাদের পরনের জামাকাপড়। আর সবচেয়ে বড় কথা, এই ঘটনা ঘটছে, একেবারে প্রশাসনের সামনেই। নীরব দর্শকের ভূমিকায় দেখা গেছে সেখানে তৃণমূল-সরকারের পরিচালিত সিভিক ভলেন্টিয়ারদের। ঘটনা সামনে আসতেই প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে বিরোধী শিবির।
গতকাল এই নিয়ে প্রেসকনফারেন্স করতে গিয়ে প্রকাশ্যে বারেবারে কেঁদে ফেলতে দেখা গিয়েছিল বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। এবার ঘটনাটির ভিডিও পোস্ট করে একটি সুদীর্ঘ টুইট লিখে পশ্চিমবঙ্গ সরকারকে তোপ দাগলেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন,'পশ্চিমবঙ্গে আতঙ্ক অব্যাহত। মালদহের বামনগোলা থানার পাকুয়া হাট এলাকায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন, নির্মমভাবে নির্যাতন ও মারধর করা হলো, সেই সময় নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল পুলিশ।' ঘটনাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় আহত হওয়া উচিত ছিল যেহেতু তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও, বলে মন্তব্য করেন মালব্য। তিনি আরও বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই পদক্ষেপ নেননি। তিনি এই বর্বরতার নিন্দা তো করেননি, এমনকি দুঃখপ্রকাশ পর্যন্ত করেননি, যেহেতু এটি মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর ব্যর্থতার পরিচয় দেয়।'
উল্লেখ্য, দিন ২ আগেই মণিপুর নিয়ে মোদী সরকারকে একের পর এক নিশানায় বিঁধছিলেন তৃণমূল-সুপ্রিমো সহ অন্যান্য তৃণমূলের নেতা-মন্ত্রীরা। এখন দেখার, খোদ পশ্চিমবঙ্গের প্রশাসনের সামনেই ঘটা এই নৃশংস ঘটনা সামনে আসার পর কী পদক্ষেপ নেয় সরকার।
West-Bengal | Updated: 13:19 PM, Sat Jul 22, 2023
21 July: দিদির তাত্ত্বিক কচকচানি হার মানল পেটের কাছে
নিউজ ডেস্ক: চিংড়িঘাটা পেরিয়ে সায়েন্স সিটির দিকে এগোতেই একুশে জুলাইয়ের কলকাতা যেন আস্ত একটা পিকনিক নগরী। ১০ মিটার অন্তর অন্তর দাঁড়িয়ে বাস। কোনোটি এসেছে বাদুড়িয়া, কোনোটি বারাসাত, কোনোটা আবার গাইঘাটা থেকে।
ততক্ষণে মঞ্চে উঠে পড়েছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আর গিয়ে লাভ নেই। অতএব পেট পুজো। সব থেকে মনোরম লোকেশন বাইপাস লাগোয়া ক্যাপ্টেন ভেড়ি। পিকনিকের একদম মনোরম পরিবেশ বলে কথা। বিশাল ঝিলে টলটলে জল। মাথার ওপর মেঘলা আকাশ। কখনো হাল্কা বৃষ্টি। মেঘ রোদ্দুরের লুকোচুরি মাঝে গরমও তেমন নেই। খুব হাওয়া দিচ্ছে। ব্যাস। সার দিয়ে বনভোজনের মুডে দলীয় কর্মী সমর্থকরা।
আরও পড়ুন: Cub Died: সাফারিতে ব্যাঘ্র শাবক মৃত, চিকিৎসকের ভূমিকা নিয়ে প্রশ্ন
খাওয়া দাওয়া করে আর কি পৌঁছানো যাবে ধর্মতলা? শোনা যাবে দিদির ভাষণ? সলাজ হেসে প্রশ্ন এড়ালেন বাদুড়িয়ার পঞ্চায়েত নেত্রী এবং এই ৭৫ জনের টিম লিডার। পাতে পড়ল ভাত, ডাল, মুরগির মাংস, ধোকার ডালনা, ডিম, চাটনি। সে একেবারে জমজমাট ব্যাপার। এভাবেই প্রতিবছর শহিদ দিবসের নামে পিকনিকের সাক্ষী থাকে তিলোত্তমা। দিদি, ইন্ডিয়া, জোট এই সব তাত্বিক কচকচানি সব হার মানে পেটপুজোর কাছে।
West-Bengal | Updated: 17:28 PM, Fri Jul 21, 2023
TMC Sahid Diwas: একুশের মঞ্চে মমতার ঘোষণা ১০০ দিনের ‘খেলা হবে’
নিউজ ডেস্ক: এবার ১০০ দিনের কাজ দেবে রাজ্য সরকার। কর্মসূচীর নাম হবে ‘খেলা হবে’। শুক্রবার ২১শে জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্ধ্যোপাধ্যায়।
তাঁর দাবি, এই মুহূর্তে ১০০ দিনের কাজ কার্যত বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কিছু ক্ষেত্রে কাজ হলেও সময়মত টাকা পাচ্ছে না শ্রমিকরা। শুধু তাই নয়। মমতার অভিযোগ, দিন সংখ্যা কমিয়ে ৬০-৭০ দিন করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তাই রাজ্যের খেটে খাওয়া মানুষের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার বলে জানান মমতা।
আর এখানেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির। সরকারি কোনও প্রকল্পের কী করে রাজনৈতিক নাম দিতে পারেন তৃণমূল নেত্রী! এই প্রসঙ্গে বিজেপির রাজ্য মুখপাত্র শমিক ভট্টাচার্য জানান, গত বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের নির্বাচনী প্রচারে জায়গা করে নিয়েছিল ‘খেলা হবে’ স্লোগান। রাজনৈতিক স্লোগানের নামে কোনও সরকারি প্রকল্পের নাম কোনও ভাবেই কাম্য নয়।
রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে প্রাণ হারিয়েছেন বহু। এমনকি নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরও মৃত্যু মিছিল অব্যাহত। তবে মমতার কথায় নির্বাচনী হিংসা আসলে ‘সামাজিক সমস্যা’। তৃণমূল নেত্রীর দাবি, পঞ্চায়েত নির্বাচনে একই পরিবারের ৪ জন লড়েন। সেক্ষেত্রে মনমালিন্য হতে পারে। পরিকল্পনা করে অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি, অভিযোগ মমতার।
তৃণমূল নেত্রীর এই মন্তব্যের কটাক্ষে বিরোধী নেতা শুভেন্দু বলেন, “কিসের শহিদ দিবস! পঞ্চায়েত নির্বাচনে যারা বলি হয়েছেন তাদের কোনও ন্যায় হল না কেন?” সেইসঙ্গে তাঁর সংযোজন, “ঘটবার সঙ্গে যারা যুক্ত তারা এখনও ঘুরে বেড়াচ্ছে নির্ভয়ে। অথচ পুলিশমন্ত্রী হওয়া সত্ত্বেও অপরাধিদের এখনও আটক করতে পারল না তাঁর পুলিশ।”
West-Bengal | Updated: 16:06 PM, Fri Jul 21, 2023
জানুন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গ্রেপ্তার নুর আলমের আসল পরিচয়
নিউজ ডেস্ক: ২১ জুলাইয়ের ঐতিহাসিক সমাবেশ নিয়ে ব্যস্ত তৃণমূল-সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র-ভোজালি ও মাদক সহযোগে আটক করা হল এক সন্দেহভাজন ব্যক্তিকে। শেখ নুর আমিন। তার বাড়ি আনন্দপুরে বলে জানা গেছে। নুর ইন্টেরিয়ার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা চালাতেন ওই ব্যক্তি।
তার কাছ থেকে বি এস এফ, আইবি এবং একাধিক সরকারি সংস্থার ভুয়ো আই কার্ড মিলেছে। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর বাড়ির একদম কাছেই একটি কালো রঙের গাড়ির মধ্যে অনেকক্ষণ ধরে বসে ছিলেন ওই ব্যক্তি। গাড়িতে পুলিশের স্টিকার সাঁটিয়ে তিনি মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছে যান বলে খবর। স্থানীয় পুলিশরা তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর সন্দেহের কারণে আটক করে।
উল্লেখ্য, ওই ব্যক্তি নিজের পরিচয়পত্রও দেখান বলে খবর। তবে পুলিশ জানিয়েছে তার কাছ থেকে পাওয়া একাধিক পরিচয়পত্রটি ভুয়ো। পুলিশ লেখা গাড়িতে করে ঘুরে বেড়াতেন ওই ব্যক্তি। তার প্রতিবেশীরা জানিয়েছেন ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করলেও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতেন না তিনি। আনন্দপুর থানা এলাকায় যেখানে তার বাড়ি সেই ঠিকানায় নুর আমিন তিন বছর আগে থেকে থাকা শুরু করেন। কিন্তু তার গতিবিধি সন্দেজনক ছিল।
West-Bengal | Updated: 12:58 PM, Fri Jul 21, 2023
Martyr's Day: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস উদ্যাপন, দেখুন সরাসরি
West-Bengal | Updated: 11:59 AM, Fri Jul 21, 2023
Manipur TMC: তৃণমূলের প্রতিনিধি দলের আগমন ঘিরে অশান্তির আশঙ্কা মণিপুরে
নিউজ ডেস্ক: অশান্তির আগুন নেভেনি। তারই মাঝে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল রওনা দিল মণিপুরের উদ্দেশ্যে। দলে রয়েছেন ডেরেক ও ব্রায়েন, সুস্মিতা দেব, কাকলী ঘোষ দস্তিদার, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের এই দলের আগমন ঘিরে চাপা অশান্তির আবহের আশঙ্কা করছে মণিপুর প্রশাসনের একাংশ।
মণিপুরে রাজনৈতিক হিংসার কারণে দীর্ঘ কয়েক মাস ধরে হয়েছে অশান্তির পরিবেশ। মূলত পাহাড় ও সমতল নিবাসী দুই গোষ্ঠীর সংঘর্ষের আগুন ধীরে ধীরে নিভতে শুরু করেছে। তৃণমূলের এই পরতিনিধিদল পরস্থিতির পর্যালোচনা করবে বলে ক্যামেরার সামনে জানিয়েছে। তবে বিজেপির আশংকা রাজনীতির ঘোলা জলে মাছ ধরার তাদের চেষ্টা করতে পারে তৃণমূলের প্রতিনিধিরা। সেক্ষেত্রে অশান্তির আগুন নতুন করে লাগতে পারে এই আশংকা অমুলক নয়।
আরও পড়ুন: Re-poll in West Bengal: ফের নির্বাচন গোটা জেলায়! তোলপাড় বাংলা
প্রতিনিধি দলের মুখপাত্র সুস্মিতা দেব বলেন, “মণিপুরের পরিস্থিতি নিয়ে গোটা দেশ অবগত। দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছে। মমতা নিজে যেতে চাইছিলেন। কিন্তু গৃহমন্ত্রক থেকে উত্তর আসেনি। আমরা প্রত্যেক গোষ্ঠীর সঙ্গে কথা বলব। বিভিন্ন এনজিও এবং পিস কমিটির লোকজনের সঙ্গে আমরা কথা বলব। এটা একটা হিউম্যান ক্রাইসিস। আমরা উত্তেজনা চাইছি না। আমরা রাজ্যপালের সঙ্গে কথা বলব। আমরা হেলিকপ্টার সার্ভিস চেয়েও পাইনি। তবে রাজ্য সরকার সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছে। মণিপুরে যা পরিস্থিতি আমরা ছয় সাত বার মুখ্যমন্ত্রীর দপ্তরে ইমেইল করেছি। সদুত্তর সেভাবে পাইনি। উত্তর প্রদেশে যে হয়েছিল সেটা আশা করি এবার হবে না”।
মণিপুরের মুখ্যমন্ত্রী পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছিলেন সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হোক। যাতে সেখানকার পরিবেশ যাতে শান্ত করা যায়। গৃহমন্ত্রী তড়িঘড়ি ব্যবস্থা নেন। কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের অভিযোগ কেন্দ্র সরকারের তরফ থেকে কোন হস্তক্ষেপ করা হয়নি। বুধবার সকালে পশ্চিমবঙ্গ রাজ্যের সাংসদদের পাঁচ সদস্যের দল মণিপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, এবং একটি লিখিত রিপোর্ট রিপোর্ট তৈরি করে সংসদের পরবর্তী অধিবেশনে তা তোলা হবে।
West-Bengal | Updated: 11:56 AM, Wed Jul 19, 2023
Election 2024: সাংবাদিক বৈঠকে অনুপস্থিত নীতীশ, জন্মেই কি হোঁচট খেল ইন্ডিয়া অ্যালায়েন্স?
নিউজ ডেস্ক: কথায় বলে, গাছে না উঠতেই এক কাঁদি! তেমনই কি হলো আগামী ২০২৪ লোকসভায় কেন্দ্রের বিজেপি সরকারকে হারানোর উদ্দেশ্যে গঠিত বিরোধী-জোট INDIA কে নিয়ে? বেঙ্গালুরুতে বৈঠকের পর গতকাল সাংবাদিক বৈঠক করেন বিরোধীরা। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই বৈঠকে ছিলেন না নীতীশ কুমার। আর নীতীশ কুমারের সাংবাদিক বৈঠকে না থাকা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারণ বিহারের মুখ্যমন্ত্রীই ছিলেন বিজেপি-বিরোধী জোট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। আর সেই নীতীশেরই সাংবাদিক বৈঠকে না থাকাকে কটাক্ষ করে বিজেপির দাবি, নীতীশকে INDIA জোটের আহ্বায়ক না করায় ক্ষুব্ধ হয়েই তড়িঘড়ি পাটনা প্রত্যাবর্তন করেছেন তিনি।
উল্লেখ্য, সাংবাদিক বৈঠকে বিরোধী শিবিরের মধ্যে বক্তব্য রেখেছিলেন মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এবং উদ্ধব ঠাকরে। ফ্লাইটের কারণে অথবা জরুরি কাজে আগে চলে গেছেন নীতীশ বলে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করা হলেও সূত্রের খবর, গঠবন্ধনের INDIA নাম নিয়ে নাখুশ তিনি। জানা গেছে, জোটের নাম নিয়ে আলোচনা না করেই কংগ্রেস সূত্রে ঘোষণা করে দিলে আশ্চর্য হয়ে যান নীতীশ। এমন কি বৈঠকের মধ্যেই নাকি তিনি প্রশ্ন তোলেন- একটি রাজনৈতিক জোটের নাম কীভাবে INDIA রাখা যায়! নীতীশকে গুরুত্ব না দেওয়াতে ক্ষুব্ধ হয়েছে আরজেডি এবং জেডিইউ-এরও একাংশ বলে খবর।
বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির প্রথম সারির নেতারা। বিজেপির রাজ্য সভার সাংসদ সুশীল কুমার মোদী নীতীশকে খোঁচা দিয়ে টুইট করেন,'INDIA জোটের আহ্বায়ক না করাতেই কি নীতীশ ক্ষুব্ধ?' কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবেও। তিনি বলেন,' শুনেছি বিহারের মহাঠগবন্ধনের বড় ভূপতিরা ইতিমধ্যেই বেঙ্গালুরু থেকে ফিরে গিয়েছেন। বর ঠিক হয়নি, পিসেমশাইরা তার আগেই রেগে গেছেন।' এক কথায় জন্মের পরেই স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল ২৬ বিরোধী দলের গঠবন্ধন INDIA জোট।
West-Bengal | Updated: 11:42 AM, Wed Jul 19, 2023
পাটনার পর বেঙ্গালুরুর ডিনার পার্টিতে মমতা-রাহুল-ইয়েচুরি, অস্বস্তিতে রাজ্য বাম-কংগ্রেস
নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে ভোট সন্ত্রাসের পর এখনও একের পর এক বলি হয়ে চলেছে বিরোধীরা। থামার নাম নেই ভোট-পরবর্তী সন্ত্রাস। ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের বাম-কংগ্রেস সাধারণ কর্মীরাও। এমন অবস্থায় ফের রাজ্য বাম-কংগ্রেস নেতৃত্বের গলার কাঁটা হয়ে দাঁড়াল তৃণমূলের সঙ্গে তাদের শীর্ষ নেতৃত্বের ডিনার পার্টি। ২৪ লোকসভায় বিজেপির বিরুদ্ধে একত্রিত হচ্ছে বিরোধী দলগুলি। সেই মহাজোটে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে বাম-কংগ্রেসের শীর্ষনেতৃত্ব। এই নিয়ে ইতিমধ্যেই প্রকাশ্য সেটিং তত্ত্ব নিয়ে একযোগে তৃণমূল-সিপিএম-কংগ্রেসকে কটাক্ষ করে চলেছে বিজেপি।
আর তৃণমূলের সঙ্গে এই মাখামাখিতে অস্বস্তিতে বাম-কংগ্রেসের রাজ্য নেতৃত্বও। কদিন আগেই পাটনা বৈঠকের কাঁটায় বিদ্ধ হতে হয়েছিল অধীর চৌধুরী- সুজন চক্রবর্তীদের। সেই রেশ কাটতে না কাটতেই ফের সোনিয়া গান্ধীর ডাকা বেঙ্গালুরুর পার্টিতে একসঙ্গে ভোজে অংশ নিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী ও সীতারাম ইয়েচুরিকে। আর এই নিয়ে প্রকাশ্যেই ফের দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল বাম-কংগ্রেসের একাধিক রাজ্য-নেতাকে। এবারের পঞ্চায়েতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রত হয়েছেন কংগ্রেসের সাধারণ কর্মীবৃন্দ। এই কারণে এই দোস্তির বিরোধিতা সবচেয়ে বেশি দেখা কংগ্রেসের নিচুতলার কর্মীদের মধ্যে।
রাজ্যের কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর প্রতিক্রিয়া চাওয়া হলে সরাসরি শীর্ষনেতৃত্বের বিরোধিতা না করে কিছুটা ডিফেন্সিভ বক্তব্য রেখেছেন তিনি। তার বক্তব্য,' বেঙ্গালুরুতে যে বাংলার সন্ত্রাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধী এবং সীতারাম ইয়েচুরি কোনও প্রশ্ন করবেন না তা কীভাবে নিশ্চিত হওয়া যায়? আমাদের যথেষ্ট ভরসা আছে, এই প্রশ্ন তাঁরা অবশ্যই করবেন।' তবে নিজের ক্ষোভ পুরোপুরি চেপে রাখতে পারেননি কৌস্তভ। তিনি পরিষ্কারভাবে বলেন,'পশ্চিমবঙ্গে কংগ্রেসকর্মীদের যে আবেগ বা মানসিকতা, তাতে কোনওভাবেই তৃণমূলের সঙ্গে পথ চলাকে মেনে নেবেন না তাঁরা।' কংগ্রেসের রাজ্য নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের ড্যামেজ কন্ট্রোলে যাই বলুন না কেন, তৃণমূলের সঙ্গে কংগ্রেস-বামের দোস্তি যে ভালো চোখে দেখছেন না সাধারণ পার্টি-কর্মীরা, তা একপ্রকার স্পষ্ট।
West-Bengal | Updated: 12:42 PM, Tue Jul 18, 2023
Sarbananda Sonowal: মমতাকে ধুয়ে দিলেন সর্বানন্দ সোনেওয়াল
নিউজ ডেস্ক: তৃণমূল গণতন্ত্রের কাঠামোর ক্ষমতার অপব্যবহার করছে। এখানে গণতন্ত্র চলে না। আইনের শাসন নেই। সারা দেশের মানুষ দেখেছে কিভাবে তৃণমূল কংগ্রেস গণতন্ত্র ধ্বংস করছে। সল্টলেকে জাতীয় হোমিওপ্যথি সংস্থার বয়েজ হোস্টেলের শিলান্যাস অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল এভাবেই সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করলেন।
এদিন আন্ডার গ্রাজুয়েট কোর্সে ছাত্রদের জন্য হোস্টেলের শিলান্যাস করা হয়। এই প্রতিষ্ঠান এর আগেই ছাত্রীদের জন্য হোস্টেল ছিল। এবার ছাত্রদের জন্য হোস্টেল হওয়ায় দূরদূরান্ত থেকে আসা পড়ুয়ারা উপকৃত হবে। সল্টলেকের এই হোমিওপ্যাথি ইনস্টিটিউটে প্রত্যেকদিন হাজার হাজার রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসেন। অনেক ক্ষেত্রে অব্যবস্থার অভিযোগ ওঠে।
আরও পড়ুন: Opposition Unity: সোমবার থেকে ‘মহাজোটের’ হাই-ভোল্টেজ বৈঠকের সূচনা
কেন্দ্রীয় মন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা তিনি বলেন, "মানুষের বিশ্বাসের জন্য ওপিডিতে রোগীদের সংখ্যা বাড়ছে। লক্ষ লককহয় মানুষের চিকিৎসা হচ্ছে। সকলে মিলে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে"। এদিন মন্ত্রী ঘোষণা করেন এখানে ১৫০ বেডের হাসপাতাল হবে। পোস্ট গ্রাজুয়েট পড়াশুনা হবে। প্রায় ৩০০০ হাজার মানুষ পিরিতে চিকিৎসা করাচ্ছে এই সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যাতে উন্নততর পরিষেবা দেওয়া যায় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।
West-Bengal | Updated: 17:23 PM, Mon Jul 17, 2023
Opposition Unity: সোমবার থেকে ‘মহাজোটের’ হাই-ভোল্টেজ বৈঠকের সূচনা
নিউজ ডেস্ক: নজরে ২০২৪’এর লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনে বিজেপি বিরোধিতার তাগিদে বেঙ্গালুরুতে সোমবার থেকে শুরু হচ্ছে বিরোধী ‘মহাজোটের’ হাই-ভোল্টেজ বৈঠক। পাটনায় ২৩ জুনের বৈঠকে উপস্থিত ছিল ১৫টি অ-বিজেপি দল। তবে মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকবে ২৪টি দল।
জানা গিয়েছে, সোমবারই বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন নীতিশ কুমার, শরদ পাওয়ার, এমকে স্ট্যালিন এবং হেমন্ত সোরেন। তবে এই বৈঠকের থেকে নিজেদের দূরে রেখেছেন কে চন্দ্রশেখর রাও, নবীন পট্টনায়ক এবং জগন মোহন রেড্ডি।
অন্যদিকে, অর্ডিন্যান্স নিয়ে দীর্ঘ মতানৈক্যের পর অবশেষে মহাজোটের বৈঠকে যোগ দেবেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। লোকসভায় বিজেপি বিরোধিতায় আপের সহযোগীতা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা অবশেষে বুঝতে পেরেছেন কংগ্রেস হাইকমান্ড। তাই মঙ্গলবারের বৈঠক হওয়ার আগে এই বিষয়ে দলীয় বৈঠক সেড়ে ফেলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বৈঠকে আপ’কে সমর্থনের ক্ষেত্রে মিলেছে অধিক ভোট। আর সেই কথা জানার পরই মহাজোটে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেজরিওয়াল।
এদিকে, সোমবার বিকেলে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সোমবারের নৈশভোজে থাকবেন না মমতা। তবে এই বৈঠকের সুবাদে দু’বছর পর কংগ্রেস নেত্রীর সঙ্গে মুখোমুখি হবেন তিনি। অবশ্য বাংলায় সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের হিংসার আঁচ এই সম্পর্কে কতটা পড়বে, তা নিয়ে সন্দিহানে বিশেষজ্ঞ মহল। তবে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবি, বিজেপি বিরোধিদার ক্ষেত্রে কোনও রকম ফাঁক রাখবেন না এই দুই পোড়খাওয়া রাজনীতিকের কেউই।
উল্লেখ্য, পাটনার বৈঠকে আলোচনা হয়েছিল জোট গঠন প্রক্রিয়া নিয়ে। এবারের বৈঠকে আলোচনা হবে আসন বন্টন, নীতি নির্ধারণ নিয়ে। এককথায় নির্বাচনী ময়দানে জোটের রোডম্যাপ নিয়েই আলোচনা হবে মঙ্গলবারের বৈঠকে।
পাটনায় সিদ্ধান্ত হয়েছিল পরবর্তী বৈঠক হবে সিমলায়। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বেঙ্গালুরুতে স্থানান্তরিত করা হয়েছে এই বৈঠক। কিছুদিন আগে বিজেপিকে হারিয়ে কর্ণাটকের ক্ষমতায় এসেছে কংগ্রেস। কিন্তু তা সত্ত্বেও এই বৈঠক কতটা ফলপ্রসু হবে, প্রশ্ন উঠছে জাতীয় রাজনীতির অন্দরে। তাদের দাবি, প্রধানমন্ত্রী কে হবে, তা নিয়ে এখনও কিছু ঠিক করতে পারেনি মহাজোট। অন্যদিকে, বিজেপি বিরোধিতায় মহাজোট ছাড়া যে আর কোনও উপায় নেই তাও বুঝতে পেরেছেন সোনীয়া। তাই একের পর এক বৈঠক হলেও অবশেষে ফল আদেও ভালো হবে কিনা! তা নিয়ে সন্দিহানে রাজনৈতিক মহল।
West-Bengal | Updated: 12:59 PM, Mon Jul 17, 2023
RAF: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত
শ্যামপুরের বেতবেড়িয়া- বোমাবাজি, বাড়ি ভাঙচুর,
ইট বৃষ্টি, নামানো হল র্যাফ
নিউজ ডেস্ক: বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার শ্যামপুর ১ নম্বর ব্লকের
বেলাড়ী অঞ্চলের বেতবেড়িয়া গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ব্যাপক বোমাবাজি এবং বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ
জানিয়েছে।
মূলত নতুন ও পুরাতন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।স্থানীয় সূত্রে জানা গেছে রাতে নতুন ও পুরাতন দুই গোষ্ঠীর দুই নেতা শেখ মইদুল ও শেখ বক্তিয়ারের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। এলাকার মানুষ কিছু বুঝে ওঠার আগেই বোমাবাজি ও ইট বৃষ্টি শুরু হয়ে যায় দু-পক্ষের। চলে বাড়ি ভাঙচুর, ছোঁড়া হয় অ্যাসিড বোতল।
আরও পড়ুন: West Bengal News: ভোট হয়েছে রাস্তা হয়নি, জলে দাঁড়িয়ে প্রতিবাদ গ্রামবাসীদের
পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনতে উলুবেড়িয়ার এসডিপিও’র নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র্যাফ।চলে গভীর রাত পর্যন্ত ধড়পাকড়।ঘটনায়
ইতিমধ্যে ১৩ জনকে আটক করেছে শ্যামপুর থানার পুলিশ। এলাকা থমথমে। পুলিশ মোতায়ন করা হয়েছে।বিজেপির তরফ থেকে জানানো হয়েছে
রাজ্যের অন্যান্য ঘটনার মতোই এখানেও তৃণমূল আক্রান্ত হওয়ার পেছনে তৃণমূল দায়ী।
তৃণমূল মুখপাত্ররা যতই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় বিজেপিকে দায়ী করুক না
কেন আসল ঘটনা সবক্ষেত্রেই প্রকাশ্যে চলে আসছে।
West-Bengal | Updated: 16:06 PM, Fri Jul 14, 2023
Panchayat Election 2023: ভোট শেষ, তবু ব্যালট উদ্ধারের ঘটনা অব্যাহত
নিউজ ডেস্ক, বালুরঘাট: নদীর ধার থেকে ব্যালট পেপার উদ্ধার। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কুমারগঞ্জ এলাকায়। স্থানীয় বিডিওকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকরা শুক্রবার সকালে ব্যাপক বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুমারগঞ্জ থানার পুলিশ। পরিস্থতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী।
বিডিওকে বিক্ষোভের হাত থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে বিক্ষোভকারীদের অভিযোগ । লাঠিচার্জে আহত হন কয়েকজন বিজেপি কর্মী। তাদের চিকিৎসা চলছে স্থানীয় জেলা হাসপাতালে।
আরও পড়ুন: Arabul Islam: ভাঙড়ের দায়িত্ব ছাড়তে চাইলেন আরাবুল
এলাকায় পরিস্থিতি উত্তপ্ত থাকায় পুলিশি টহল চলছে বলে জানা গেছে। বিজেপির অভিযোগ ব্যালট কিভাবে ঘটনাস্থলে এল সেটা তদন্ত না করে পুলিশ গোটা বিষয় ধামাচাপা এবং বিজেপির ঘাড়ে দোষ চাপাতে চাইছে। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি ব্যালট উদ্ধারের ঘটনা বিজেপির সাজানো। যদিও কুমারগঞ্জ থানার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া অবধি কোথা থেকে ব্যালট এল। এবং কারা দায়ী এবিষয়ে কিছু বলা যাবে না।
West-Bengal | Updated: 12:34 PM, Fri Jul 14, 2023
Mamata Banerjee: ‘রাজ্যে কুস্তি, দিল্লিতে দোস্তি’র বিরুদ্ধে সোচ্চার মমতা
নিউজ ডেস্ক: প্রধান লক্ষ্য ২৪’এর লোকসভা নির্বাচনে বিজেপি’র হার। সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে জোট বেঁধেছে দেশের বিরোধী দলগুলি। তবে এবার সেই জোটেই প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বর্তমান পরিস্থিতির নিরিখে জাতীয় রাজনীতিতে কংগ্রেস এবং সিপিএম’র সঙ্গে জোট নিয়ে খানিক সন্দিহানে তিনি। অন্তত বুধবার নবান্নে তাঁর সাংবাদিক বৈঠক থেকে এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
পঞ্চায়েত নির্বাচনে অশান্তির জন্যে প্রথম থেকেই বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক শিবির। তালিকায় বিজেপির সঙ্গে রয়েছে কংগ্রেস এবং সিপিএম’ও। এবার সেই নিয়ে কড়া মন্তব্য করলেন মমতা। খানিক হুমকির সুরে বলেই দিলেন, ভাবনা চিন্তা করে মন্তব্য করা উচিত কংগ্রেস এবং সিপিএম’র। মমতার কথায়, “ওদের দেখলে আমার দয়া হয়। ওদের বিষয়ে কোনও মন্তব করতে চাই না। জাতীয় রাজনীতিতে ওদের সঙ্গে জোটের কথা চলছে। আর সেটা মাথায় রেখে ওদের মন্তব্য করা উচিত”। এরপরই তৃণমূল নেত্রী বলেন, “রাজ্যে আমাকে নিয়ে কটূক্তি করবে আর জাতীয় মঞ্চে ওদের সঙ্গে জোটে থাকবো! সেটা ভাবা উচিত।” আর মমতার এই উক্তিতেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।
আরও পড়ুন: New TMC Campaign: নবীন, প্রবীণে রাজ্যসভায় যাত্রা তৃণমূলের
সম্প্রতি পাটনায় নীতিশ কুমারের নিমন্ত্রণে বৈঠকে বসে বিজেপি বিরোধী ১৫টি দল। কংগ্রেসের হয়ে উপস্থিত রাহুল গান্ধীর সঙ্গে সৌহার্দ্যমূলক ব্যবহার করতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। আবার সূত্রের খবর, জাতীয়মঞ্চে বিজেপির বিরোধিতায় সিপিএম’র সঙ্গে হাত মিলিয়ে লড়াইয়ে আপত্তি নেই মমতার। তবে রাজ্য রাজনীতির সমীকরণ আলাদা। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বারবার মমতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে কংগ্রেস এবং সিপিএম। পঞ্চায়েত নির্বাচনের পর সেই ঝাঁঝ আরও বেড়ে গিয়েছে। এবার সেই বিষয়টি নিয়েই মুখ খুললেন মমতা। কড়া ভাষায় মনে করিয়ে দিলেন জাতীয় মঞ্চে একসঙ্গে কাজ করতে চাইলে নেই ব্যবহার মেনে নেওয়া সম্ভব নয়।
West-Bengal | Updated: 13:32 PM, Thu Jul 13, 2023
DA Case: আগামীকাল মহার্ঘ্য ভাতা মামলায় সুপ্রিম কোর্টে শুনানি
নিউজ ডেস্ক: অবশেষে
আগামীকাল শুক্রবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দায়ের করা বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি হতে চলছে। বিচারপতি ঋষিকেশ রায় এবং
বিচারপতি মিত্তলের ডিভিশন বেঞ্চে বকেয়া মহার্ঘ ভাতা (D. A.) মামলার শুনানি
রয়েছে। মামলার সিরিয়াল নাম্বার ৬০। ১০ নম্বর আদালত কক্ষে দুই বিচারপতির ডিভিশন
বেঞ্চে রাজ্য সরকারের দায়ের করা বকেয়া মহার্ঘ ভাতা ( Dearness Allowance)
মামলাটির শুনানি হবে। সরকারের
বিরুদ্ধে এই মামলায় সওয়াল জবাবের জন্য বৃহস্পতিবার দিল্লির জন্য রওনা দিচ্ছেন
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং
গোপা বিশ্বাস।
অতীতে একাধিকবার কলকাতা
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ দেয়।
রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করে। কিন্তু তাতেও
হাইকোর্ট একই নির্দেশ বহাল রাখে। তারপরই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে
এসএলপি দাখিল করা হয়। কাকতালীয়ভাবে এই মামলায় বারংবার শুনানি পিছিয়ে যায়।
আরও পড়ুন: New TMC Campaign: নবীন, প্রবীণে রাজ্যসভায় যাত্রা তৃণমূলের
রাজ্য সরকারি কর্মচারীদের
একাংশের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িজ কনফেডারেশনের তরফ থেকে ২০১৬
সালে মহার্ঘ ভাতার দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করা
হয়েছিল। সেই মামলায় রাজ্য সরকারের জয় হয়। তারপরেই হাইকোর্টে মামলা দায়ের করা
হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মেটানোর
নির্দেশ দেয়। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ,
রিভিউ পিটিশন মিলিয়ে বার ছয়েক এই মামলা হেরেছে রাজ্য সরকার।
তারপরেও মহার্ঘ ভাতা দিতে ঘাম ছুটছে সরকারের। সরকারের তরফ থেকে দাবী করা হয় যদি
সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হয় তাহলে বিভিন্ন জনহিতকর প্রকল্পে টান
পড়তে পারে। কেন্দ্রীয় হারে ভাতা দেওয়া সম্ভব না জানিয়ে মুখ্যমন্ত্রী কখনো ৩
শতাংশ কখনো ৮ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও ছিটেফোঁটা মহার্ঘ ভাতার বদলে কেন্দ্রীয়
হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একটা
বড় অংশ। একদিকে রাস্তায় আন্দোলন অন্যদিকে আদালতে সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে
যাচ্ছেন আন্দোলনকারীরা। তা সত্ত্বেও সরকারের অনড় মনোভাবে ক্ষুব্ধ সরকারি
কর্মচারীরা।
West-Bengal | Updated: 12:45 PM, Thu Jul 13, 2023
West-Bengal | Updated: 11:24 AM, Thu Sep 14, 2023
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, বিপদ এড়ানোর উপায় কী?
West-Bengal | Updated: 18:17 PM, Thu Aug 31, 2023
Mumbai News: একই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
West-Bengal | Updated: 15:08 PM, Mon Jul 17, 2023
Monsoon Health Tips: পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি? রান্নাঘরেই আছে সুস্থ থাকার টোটকা!
West-Bengal | Updated: 17:46 PM, Thu Jul 13, 2023
Hand Sanitizer: করোনা গেলেও ব্যবহার হচ্ছে স্যানিটাইজার, অজান্তে বাড়ছে না তো বিপদ?
West-Bengal | Updated: 16:54 PM, Wed Jul 12, 2023
Chronic cough causes: কফ জমে গলায়? জেনে নিন সর্দি জমার লক্ষণ আর প্রতিকারের উপায়
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is other culture news
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is culture news
West-Bengal | Updated: 17:47 PM, Fri Jun 02, 2023
Rahul Gandhi's remarks on condition of Dalits, Muslims in India 'bitter truth': Mayawati
West-Bengal | Updated: 17:40 PM, Fri Jun 02, 2023
An open letter to the Indian film industry
West-Bengal | Updated: 17:39 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System ads132
West-Bengal | Updated: 17:37 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System dsf342
West-Bengal | Updated: 17:36 PM, Fri Jun 02, 2023
Girl Finds Strange Eggs Under Her Bed - When Expert Sees It, He Turns
West-Bengal | Updated: 17:33 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System 687342