Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreManipur
News: স্বস্তির মাঝেই ফের অগ্নিগর্ভ মণিপুর, ফিরল ইন্টারনেট, আগুন থামেনি তবু
নিউজ
ডেস্ক: স্বস্তি পাচ্ছেন মণিপুরবাসীরা। ফিরেছে ইন্টারনেট পরিষেবা। শনিবার মণিপুরের মুখ্যমন্ত্রী
বীরেন সিং ঘোষণা করেন যে চার মাসেরও বেশি সময় ধরে হিংসার পরিমণ্ডলে ঘেরা মণিপুরে সম্পূর্ণরূপে
পুনরুদ্ধার করা সম্ভব হল ইন্টারনেট পরিষেবা। একটি সাংবাদিক সম্মেলনে মণিপুরের মুখ্যমন্ত্রী
বলেন, ‘এর আগে মণিপুরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল রাজ্য সরকার।
আজ থেকে সম্পূর্ণরূপে সাধারণ মানুষের জন্য সেই পরিষেবা ফের চালু হয়ে গেল।’
এর আগে
২৫ জুলাই আংশিকভাবে চালু হয়েছিল ইন্টারনেট পরিষেবা। কিছু নির্দিষ্ট সংগঠন স্বরাষ্ট্র
দপ্তরের অনুমতিক্রমে ব্রডব্যান্ড পরিষেবা চালু হয়েছিল মণিপুরে। এবার তা সকলের জন্য।
সর্বসাধারণ এবার সেই পরিষেবা ব্যবহার করতে পারবে। মে মাসে সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায়
এবং সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চরমে ওঠে, হিংসার আবহ তৈরি হয় মণিপুর
জুড়ে। রাজ্য সরকার বাধ্য হয়েছিল হিংসা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট পরিষেবা
বন্ধ করতে।
গত শনিবার সশস্ত্র পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়। আগ্নেয়াস্ত্র ও সেনার পোশাক
নিজেদের কাছে রাখার অপরাধে আটক করা হয় তাদের। এর পর থেকেই মণিপুরের নানা প্রান্তে
ক্ষোভ বাড়তে থাকে। পোরমপট থানায় প্রতিবাদ দেখাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান
বিক্ষোভকারীরা। জমায়েত নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এর
জেরে কয়েকজন বিক্ষোভকারী এবং র্যাফের জওয়ান আহত হন। ধৃতদের মুক্তির দাবিতে
রাজ্যজুড়ে ৪৮ ঘণ্টার বন্ধের ডাক দেয় মেইরা পাইবি-সহ স্থানীয় পাঁচটি ক্লাব। গত
সোমবার ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট, খুরাই, কংবা, বিষ্ণুপুর, থাউবলের মতো এলাকায়
প্রতিবাদ দেখান মেতেই মহিলারা। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ।
এই ঘটনার
জেরে শুক্রবার সকালে ইম্ফলের বিশেষ আদালতে ওই অভিযুক্তদের জামিন
দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের মধ্যে একজনকে ফের গ্রেপ্তার করে নিরাপত্তাবাহিনী।
জামিনে মুক্ত চারজনকে পরিবারের হাতে তুলে দেওয়া হলেও মইরংথাম আনন্দ নামে একজনকে
ফের হেফাজতে নেওয়া হয়। জানা গিয়েছে,
আনন্দ
‘নিষিদ্ধ পিপলস লিবারেশন আর্মি’র সদস্য ছিলেন। এর পরই ইম্ফল ওয়েস্টে বিক্ষোভ
দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখানো হয়।
উন্মুক্ত জনতাকে নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে
আহত হয় ১৫ জন।
West-Bengal | Updated: 12:45 PM, Sat Sep 23, 2023
Manipur Violence: মণিপুরের ২৭টি মামলার তদন্ত শুরু করল সিবিআই
নিউজ ডেস্ক: মণিপুরের ঘটনায় এবার আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু করল সিবিআই(CBI)। জানা গিয়েছে, উত্তর-পূর্বের এই রাজ্যের হিংসার ঘটনার ২৭টি এফআইআর(FIR)এর তদন্ত করবে সিবিআই। যার মধ্যে মহিলাদের বিরুদ্ধে রয়েছে ১৯টি মামলা। এছাড়া তিনটি অস্ত্র লুট, দুটি খুন এবং সন্ত্রাস সংক্রান্ত এফআইআর-এর তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী দল।
মণিপুরের হিংসার ঘটনাগুলি তদন্তের জন্যে চলতি মাসে ২৯ জন মহিলা আধিকারিক সহ ৫৩ জনের একটি দল গঠন করেছে সিবিআই । দলে পর্যবেক্ষক হিসাবে ডিআইজি স্তরের ৩ জন মহিলা অফিসার রয়েছে। পুরো তদন্তের তত্ত্বাবধান করবেন সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়। বলে রাখা ভালো, এই প্রথম কোনও ঘটনার তদন্তে এত বিপুল সংখ্যক অফিসার নিয়োগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী দলটি।
উল্লেখ্য, মণিপুরের হিংসা সংক্রান্ত মামলাগুলির শুনানি গুয়াহাটি আদালতে হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলাগুলির বিচারের জন্য নিম্ন আদালত মনোনয়নের ভারও গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে দিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
অন্যদিকে, তদন্ত শুরু হওয়ার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে ওঠে উত্তর পূর্বের এই রাজ্য। মঙ্গলবার চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে কুকি এবং মেইতেই গোষ্ঠী। দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মণিপুর পুলিশ। সেইসঙ্গে ৭ জন গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ, অসম রাইফেলস, ভারতীয় সেনা এবং কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী পৌঁছনোর পর পরিস্থিতি আয়ত্তে আসে।
West-Bengal | Updated: 17:21 PM, Thu Aug 31, 2023
Manipur Hindu Temple Vandalized: মেইতেইদের ৩৯৩ মন্দির সহ ১৬টি হিন্দু মন্দির ধ্বংস মণিপুরের হিংসায়
নিউজ ডেস্ক: মণিপুরে সহিংসতার ঘটনায় ধ্বংস হয়েছে অন্তত ৩৯৩ টি ধর্মীয় স্থল যা
মূলত সনাতন মেইতেই সম্প্রদায়ের বলে দাবী করা হচ্ছে। পূর্বের এই রাজ্যে সহিংসতার ঘটনায় একটি সামাজিক সংগঠনের অভ্যন্তরীণ তদন্তে উঠে
এসেছে হিন্দু ও সানামাহি ধর্মের অনুগামীদের মন্দির নির্বিচারে ভাঙ্গা হয়েছে। দীর্ঘদিন ধরে মণিপুরে চলছে অশান্তি। ঘরবাড়ি দোকানপাট লুঠ হয়েছে দুপক্ষেরই। এরই মাঝে উমাংলাই কানবা আপনবা
লুপ (UKAL) নামে একটি সংস্থা দুই পক্ষের সহিংসতা চলাকালীন কয়েক মাস ব্যাপী গবেষণা চালিয়েছে। তাদের গবেষণায়
উঠে এসেছে হাড় হিম করা তথ্য।
ওয়ার্কিং কমিটি অন প্রটেকশন অফ মেইতেই টেম্পলস এর অধীনস্থ ওই সংস্থা জানিয়েছে উপত্যকা ও সীমান্ত এলাকায় থাকা এক বিশেষ সম্প্রদায়ভুক্ত উগ্রপন্থীরা সনাতন ও সানামাহিদের মন্দির লুঠ ও ধ্বংস করার পাশাপাশি বহু মন্দির পুড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত সানামাহি ধর্মের অনুগামীদের মেইতেই বলা হয়। যারা মুলত প্রকৃতির উপাসনা করেন। হিন্দু ধর্মের সঙ্গে তাদের মিল রয়েছে। আবার অনেক মেইতেই হিন্দু ধর্ম পালন করে থাকেন বলে জানা যায়। মন্দির ধ্বংস করার সময় মূর্তির গায়ে থুতু ছেটানো, এমনকি লাথি মেরে মুর্তি ভাঙার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। ওই সংস্থার থেকে দাবী করা হয়েছে যাতে পরবর্তীকালে মন্দিরগুলি পুনর্নিনির্মাণ করা যায় তার জন্যই তারা এই তথ্য সংগ্রহ করছেন। অন্যদিকে তাদের গবেষণায় যদি কোন মন্দির বাদ গিয়ে থাকে সেক্ষেত্রে স্থানীয়দের খবর দিতে বলা হয়েছে ওই সংস্থাকে।
মণিপুরের একটি স্থানীয় দৈনিকের তরফ থেকে দাবি করা হয়েছে ধর্মীয় স্থলগুলি ভাঙচুর, পোড়ানো এমনকি সম্পূর্ণ মাটিতে মিশিয়ে দেওয়ার ঘটনা জাতি বিদ্বেষের ফলেই ঘটেছে। ওই পত্রিকা তরফ থেকে দাবী করা হয়েছে কুকি প্রভাবিত এলাকাতেই সব থেকে বেশি হিন্দু ও মেইতেইদের মন্দির ধ্বংস করা হয়েছে। তবে নাগা প্রভাবিত এলাকায় এই ঘটনা তুলনামূলক কম। সংস্থার তরফ থেকে আরও দাবি করা হয়েছে হিন্দুদেবী দেবতার মন্দিরগুলিও পাশাপাশি সানামাহী দেবী দেবতার মন্দিরগুলিও ধ্বংসের হাত থেকে রক্ষা পায়নি। দৈনিকের ওই প্রতিবেদন থেকে জানা যায় মেইতেই সম্প্রদায়ের মানুষ আজও প্রকৃতির উপাসনা করেন। মেইতেই মূল নিবাসী সম্প্রদায় ভুক্ত মানুষ, যারা আজও প্রকৃতির উপাসনা করেন। তা সত্ত্বেও তাদের জনজাতি তকমা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। বেশ কয়েকটি গোষ্ঠীর দাবি মেইতেইরা হিন্দু ধর্ম গ্রহণ করায় তাদের জনজাতি তকমা পাওয়া উচিত নয়। অবশ্য যারা এই দাবি করছেন তাদের বেশিরভাগই বর্তমানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। এই যুক্তিতে যেসব জনজাতির মানুষরা ধর্ম পরিবর্তন করেছেন তারা নতুন ধর্মে সংখ্যালঘু তকমা পেলেও জনজাতি তাপমা থাকে কি করে প্রশ্ন তুলছেন মেইতেইরা। প্রসঙ্গত ইউরোপের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে কুকি প্রভাবিত এলাকার চার্চ ভাঙচুরের ঘটনা ফলাও করে ছাপা হয়েছে। অথচ হিন্দু ও মেইতেইদের শতশত ধর্মস্থল ধ্বংস হওয়ার ঘটনা ছাপার প্রয়োজন মনে করেনি কেঁদে ভাসিয়ে দেওয়া বিদেশী সংবাদমাধ্যম। এই ঘটনায় ক্ষুব্ধ মণিপুরের হিন্দু ও মেইতেই সম্প্রদায়ের মানুষ। মণিপুরের একটি পত্রিকা দাবি করেছে কিছু কিছু চার্চ উগ্র স্বজাতিদের দ্বারাই ধ্বংস হয়েছে। এমনকি নাগা ও কুকিদের মধ্যেও কিছু কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।
West-Bengal | Updated: 12:37 PM, Wed Aug 23, 2023
Manipur Violence: মণিপুরের একটি মামলায় শুক্রবার নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
নিউজ ডেস্ক: মণিপুর ইস্যুতে একটি মামলায় আগামী ২৫ অগাস্ট রায় শোনাবে আদালত। প্রাক্তন বিচারপতি গীতা মিত্তলের নেতৃত্বে গঠিত তিন সদস্যের দলের রিপোর্ট পেশের পর সোমবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ এদিন জানান, মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের ইতিমধ্যেই রিপোর্টের কপি দিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে, প্যানেলের সঙ্গে এই বিষয়ে আইনজীবী ভ্রিন্দা গ্রোভারকে তাঁর পরামর্শ ভাগ করে নেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, মণিপুরের এক নির্যাতিতার হয়ে শীর্ষ আদালতে মামলা লড়ছেন আইনজীবী ভ্রিন্দা।
প্রসঙ্গত, মণিপুরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন এবং তাদের ক্ষতিপূরণের বিষয়টি খতিয়ে দেখতে ৭ অগাস্ট তিন সদস্যের একটি দল গঠন করে দেশের সর্বোচ্চ আদালত। জম্মু-কাশ্মীর আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি গীতা মিত্তলের নেতৃত্বে গঠিত দলে রয়েছেন বোম্বে হাইকোর্টের প্রাক্তন তথা অবসরপ্রাপ্ত বিচারপতি সালিনি পি জোশী এবং দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আশা মেনন।
নির্দেশানুসারে সমস্ত দিক খতিয়ে দেখার পর সোমবার শীর্ষ আদালতে তিনটি রিপোর্ট জমা দেয় বিশেষ এই দল। রিপোর্টে, সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের ত্রাণ তহবিল বৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। এদিন এই প্রসঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, বিচারপতি মিত্তলের নেতৃত্বে জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পুনরায় বিবেচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া আদালত আরও জানায়, মণিপুরে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের পরিমাণ আরও বাড়াতে হবে এবং একজন প্রশাসনিক বিশেষজ্ঞ নিয়োগ করা হবে বলেও এদিন জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
West-Bengal | Updated: 16:56 PM, Mon Aug 21, 2023
Manipur Violence: ফের উত্তপ্ত মণিপুর! উখরুলে গুলির আঘাতে মৃত ৩
নিউজ ডেস্ক: দু’সপ্তাহের ‘শান্তি’র পর ফের উত্তপ্ত মণিপুর। শুক্রবার উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত তিন জন।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে থোওয়াই গ্রামের কাছে লিটন এলাকায় প্রবল গোলাগুলি শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে। খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছায় নিরাপত্তা বাহিনী। অবশেষে তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই গুলির আঘাতে প্রাণ হারায় তিন ব্যক্তি। এরপর হামলাকারীদের খোঁজে নিকটবর্তী গ্রাম এবং বনাঞ্চলে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় কিছু সামাজিক গোষ্ঠী এবং পুলিশ।
উল্লেখ্য, ১০ জনের মধ্যে ৭ জন হলেন বিজেপির বিধায়ক। সম্প্রতি নিরাপত্তার জন্যে পৃথক মুখ্যসচিব এবং পুলিশের ডিজি নিয়োগের প্রয়োজনীয়তার কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মণিপুরের কুকি-জোম সম্প্রদায়ের ১০ জন বিধায়ক। চিঠিতে তাঁরা জানান, সুরক্ষা দিতে ব্যর্থ মেইতেইরা। তাই চূড়াচাঁদপুর, কাংপোকপি, চান্দেল, তেংনৌপল এবং ফেরজৌল, অর্থাৎ কুকি অধ্যুষিত জেলাগুলির জন্য বিশেষ পদক্ষেপ নিক কেন্দ্র।
সেইসঙ্গে, জাতিগত সংঘর্ষে ক্ষতিগ্রস্ত কুকি-জোমি সম্প্রদায়ের মানুষদের যথাযথ পুনর্বাসনের জন্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫০০ কোটি টাকা মঞ্জুর করারও দাবি জানিয়েছেন তাঁরা। বিধায়কদের দাবি, তিন মাস ধরে চলা এই সংঘর্ষ ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছে কুকিরা। রাজ্যের একাধিক জেলায় আক্রান্ত সরকারি কর্মচারি, স্কুল-কলেজের ছাত্র, ব্যবসায়ী সকলেই। বহুবার অভিযোগ সত্ত্বেও কোনও সুরাহা পাওয়া যায়নি। তাই কুকিদের নিরাপত্তার জন্যে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এই পরিস্থিতিতে ফের উত্তপ্ত মণিপুর।
West-Bengal | Updated: 13:07 PM, Fri Aug 18, 2023
Manipur Violence: মণিপুরের দুই প্রধান জাতীয় সড়ক বন্ধের হুমকি CoTU’র
নিউজ ডেস্ক: উপত্যকার নির্বাচিত কয়েকটি এলাকা অবরোধ করে পাহাড়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছতে বাধা দেওয়া হচ্ছে। কুকি সম্প্রদায়ের এই অভিযোগের ভিত্তিতে মণিপুরের দুই প্রধান জাতীয় সড়ক অবরোধের হুমকি দিল দ্য কমিটি অন ট্রাইবাল ইউনিটি(CoTU)।
রাজ্যের প্রধান উপজাতি সংগঠনের দাবি, শীঘ্রই এই সমস্যার কোনও সমাধান না করা হলে তিন দিনের মধ্যে ২ নং এবং ৩৭ নং জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য, এনএইচ ২’র মাধ্যমে নাগাল্যান্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে মণিপুর। অন্যদিকে, অসমের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হল এনএইচ ৩৭। ফলে এই দুই জাতীয় সড়ক বন্ধ হয়ে গেলে কার্যত অচল হয়ে পড়বে উত্তর-পূর্বের এই রাজ্য। এমনিতেই মে মাসে অশান্তি শুরু হওয়ার পর দীর্ঘদিন অবরুদ্ধ ছিল এনএইচ ২। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলার পর অবরোধ তুলে নেয় CoTU সংগঠন।
সংগঠনের মিডিয়া সেলের কো-অর্ডিনেটর এনজি লুন কিপজেন জানান, রাজ্যবাসীর একাংশের অমত সত্ত্বেও রাজ্যের মঙ্গলার্থে কেন্দ্রের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল তার সংগঠন। তবে বর্তমান পরিস্থিতির নিরিখে ফের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংগঠন বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত তিন মাস ধরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে উত্তপ্ত মণিপুরে। তবে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের হস্তক্ষেপে এই মুহূর্তে অশান্তির আঁচ কিছুটা কমেছে উত্তর-পূর্বের এই রাজ্যে। কিন্তু রাজ্যের প্রধান উপজাতি সংগঠনের এই ঘোষণায় নতুন করে অশান্তির সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে।
West-Bengal | Updated: 17:24 PM, Thu Aug 17, 2023
Manipur News: মণিপুরে ক্ষণিক শান্তি,
১ বছরের জন্য কিস্তি মকুব করল স্টেট ব্যাঙ্ক
নিউজ ডেস্ক: মণিপুরে ব্যাঙ্কের ইচ্ছুক
ঋণগ্রহীতাদের জন্য দীর্ঘ বছরের কিস্তি মকুবের সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
বৃহস্পতিবার ১৭ অগাস্ট ব্যাঙ্কের তরফ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কোভিডের সময় দেশজুড়ে সমস্ত ঋণগ্রহীতাদেরকে এই কিস্তি মকুবের সুবিধে দিয়েছিল স্টেট ব্যাঙ্ক
অফ ইন্ডিয়া। এবার মণিপুরের অশান্ত পরিবেশে এই সিদ্ধান্তে যেন কিছুটা হলেও শান্তি ফিরল
মণিপুরবাসীর মনে। তবে স্টেট ব্যাঙ্ক তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ইতিমধ্যেই যে সমস্ত
ঋণগ্রহীতাদের অ্যাকাউন্ট ব্যাঙ্ক মারফত অনুৎপাদক সম্পদ হিসেবে ঘোষিত হয়েছে, তারা এই
সুবিধে থেকে বঞ্চিত হবেন।
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মণিপুরবাসীর
জন্য সুখবর দিল। অশান্তির আবহে মণিপুরের অনেক মানুষের রোজগার বন্ধ হয়ে রয়েছে। জনজীবনে
স্বাভাবিক ছন্দ না থাকায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক যে
ঘোষণা করেছে তাতে অনেকেরই সুরাহা হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিগত তিন মাস ধরে মণিপুর জুড়ে চলছে প্রবল
গোষ্ঠী সংঘর্ষ আর বেলাগাম হিংসা। সংখ্যাগরিষ্ঠ মেইতেই গোষ্ঠী এবং কুকি উপজাতির সংঘর্ষে
রক্তাক্ত রয়েছে ভারতের উত্তর-পূর্বের এই রাজ্য। এখনও পর্যন্ত সরকারি হিসাবে নিহতের
সংখ্যা ১৬০। হিংসার জেরে ঘরছাড়া প্রায় ৬০ হাজার মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে হিংসার পরিবেশ নিয়ন্ত্রণে আনার
চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত। বিগত কয়েকদিনে যে সেখানে শান্তি ফিরেছে সেই আশ্বাস দেন
নরেন্দ্র মোদী।
West-Bengal | Updated: 17:17 PM, Thu Aug 17, 2023
Manipur Violence: অসম রাইফেলস’এর জওয়ানদের বিরুদ্ধে FIR রাজ্য পুলিশের
নিউজ ডেস্ক: ঘুমন্ত অবস্থায় মণিপুরের বিষ্ণুপুরে তিন নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছিল একদল দুষ্কৃতী। হত্যাকারীদের গ্রেফতারে রাজ্য পুলিশকে বাধা দেয় এলাকায় নিরাপত্তায় নিযুক্ত অসম রাইফেলসের জওয়ানরা। এবার এই অভিযোগে জওয়ানদের বিরুদ্ধে মামলা রুজু করল মণিপুর পুলিশ।
এফআইআর’এর তথ্য অনুযায়ী, শনিবারের ঘটনার পর আততায়ীদের উদ্দেশ্যে তদন্ত অভিযান শুরু করে রাজ্য পুলিশ। সেই সময় কোয়াকতার ফোলজাং এলাকায় কুতুব ওয়ালি মসজিদের কাছে তাদের সামনে যেতে বাধা দেয় অসম রাইফেলসের ৯ নম্বর ব্যাটেলিয়ান। সেকারণেই জওয়ানদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে FIR’এ জানায় রাজ্য পুলিশ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৫ আগস্ট ফৌগাকচাউ ইখাই থানায় FIR দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, স্থানীয়দের সঙ্গে নৃশংস আচরণ করছে আধা সামরিক বাহিনী অসম রাইফেলস। বেশকিছু দিন ধরে কেন্দ্রীয় জওয়ানদের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠছে। এমনকি, কুকি সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ‘নির্মম নৃশংসতা’র অভিযোগে মণিপুরের পাঁচ জেলায় প্রতিবাদও শুরু করে মেইতেই মহিলা সংগঠন ‘মেইরা পাইবি’। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় অসম রাইফেলসের জওয়ানদের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এসেছে জওয়ানদের বিরুদ্ধে মামলা রুজুর ঘটনাটি।
মণিপুর পুলিশের অভিযোগ, গত তিন মাসে বহুবার রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাদের বাধা দিয়েছে জওয়ানরা। এই নিয়ে বেশ কয়েকবার বাদানুবাদেও জড়িয়ে পড়ে দুই পক্ষ। সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
West-Bengal | Updated: 11:08 AM, Wed Aug 09, 2023
Manipur Violence: ‘নিরাপদ এলাকা’য় ঢুকে ঘুমন্ত গ্রামবাসীর উপর হামলা মণিপুরে
নিউজ ডেস্ক: নতুন করে আরও উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। শনিবার সকালে আততায়ীদের হাতে খুন তিন নিরস্ত্র গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের কোয়াকতা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, কোয়াকতার কাছে উখা তাম্পাক গ্রামে এদিন ভোররাতে এলোপাথারি গুলি চালাতে শুরু করে সন্দেহভাজন একদল জঙ্গি। ঘুমের মধ্যেই গুলির আঘাতে প্রাণ হারান তিন গ্রামবাসী। মৃতদের মধ্যে দুজন বাবা ও ছেলে ছিলেন। আর একজন ছিলেন তাদের প্রতিবেশী। তারপর ঘরে ঢুকে তলোয়াড় দিয়ে মারাও হয় তাদের। হামলাকারী জঙ্গিরা চূড়াচাঁদপুর এলাকা থেকে এসেছিল বলে খবর পুলিশ সূত্রে।
উল্লেখ্য, গ্রামটি পার্বত্য এলাকা এবং উপত্যকার মধ্যে অবস্থিত। গ্রামের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ফলে স্বাভাবিকভাবে গ্রামটিকে নিরাপদ বলেই মনে করা হয়। এখন প্রশ্ন কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এদিনের এই ঘটনা ঘটল? এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে চিন্তিত তারাও। ইতিমধ্যেই স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের নিয়ে একটি যৌথ বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে। ঘটনার সঙ্গে কোন জঙ্গি দল জড়িত? কেনই বা তারা বেছে বেছে এই গ্রামটিতেই হামলা চালাল? তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে হিংসার ঝাঁঝ আরও বেড়ে গিয়েছে সমগ্র মণিপুরে। বিষ্ণুপুরের তেরাখোঙ্গসাঙ্গবি এলাকায় রাজ্য পুলিশ বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে অজ্ঞাতপরিচয়ের একদল দুষ্কৃতী। ঘটনায় গুরুতর আহত হন ৩৫ বছরের এক স্থানীয় মহিলা। মাথায় গুলি লাগে তার। বর্তমানে ইম্ফল হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
অন্যদিকে, পশ্চিম ইম্ফলের সেনজাম চিরাং এলাকায় পুলিশবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা। দু’পক্ষের সংঘর্ষে মাথায় গুলি লাগে এক পুলিশকর্মীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পাশাপাশি, বিষ্ণুপুর জেলার নারানসেইনায় অবস্থিত ইন্ডিয়া রিসার্ভ ব্যাটেলিয়নের অস্ত্রাগারে লুট চালায় আততায়ীরা। জানা গিয়েছে এএফ রাইফেল, ইনসাস রাইফেলের পাশাপাশি লাইট মেশিন গান, পিস্তল-সহ বহু অস্ত্র নিয়ে পালিয়ে যায় তারা।
West-Bengal | Updated: 11:16 AM, Sat Aug 05, 2023
Manipur Violence in SCI: মণিপুরে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা বহু, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির
নিউজ ডেস্ক: ‘মণিপুরে মহিলাদের সঙ্গে যৌন হেনস্থার এটিই একমাত্র ঘটনা নয়’। বিবস্ত্র করে মহিলাদের হাঁটানোর ঘটনায় মামলার শুনানিতে এমনটাই জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন তিনি। প্রধান বিচারপতির কথায়, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের দাখিল করা হলফনামায় মণিপুরে মহিলা নির্যাতনের কথা উল্লেখ রয়েছে।” নির্যাতি মহিলাদের সঠিয় বিচার দিতে সমস্ত ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।
গত ৪ মে মণিপুরে হিংসার বাতাবরণ তৈরির পরের দিন বিবস্ত্র অবস্থায় মহিলাদের রাস্তায় হাঁটানোর একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে আসে। ইতিমধ্যে সেই ঘটনায় কেন্দ্রের নির্দেশে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। পূর্ব নির্দেশ অনুযায়ী, ৬ মাস পর তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে তাদের। কিন্তু এদিন মামলাকারীরা জানান, তারা ঘটনায় সিবিআই তদন্ত চান না।
আবেদনকারীদের হয়ে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল জানান, নির্যাতিতা মহিলারা মামলাটিকে রাজ্যের বাইরে স্থানান্তরিত করতে চাইছেন না। তিনি বলেন, “অভিযুক্তদের পুলিশ সহযোগীতা করেছে, তা স্পষ্ট। মহিলাদের তারাই জনতার মধ্যে নিয়ে গেছিলেন। তারা যে নাগরিকদের সুরক্ষা করবেন, তার প্রমাণ কোথায়?” তবে কোনও নিরপেক্ষ সংস্থা গঠন করে যদি শীর্ষ আদালত তদন্তের দায়ভার দেয়, তাতে তাদের কোনও সমস্যা নেই বলে জানান আইনজীবী সিব্বল। পাশাপাশি, নির্যাতিতাদের নাম প্রকাশ না করারও আরও একবার আর্জি জানান তিনি।
গত ১৯ জুলাই মহিলাদের উপর যৌন নির্যাতনের ঘটনাটি প্রকাশ্যে আসে। তারপর থেকে আরও উত্তপ্ত হয়ে জাতীয় রাজনীতি। ভিডিও ভাইরাল হতেই থৌবাল জেলার নঙ্গপোক সেকমাই থানায় একটি এফআইআর দায়ের করে পুলিশ। এরপর ২০ জুলাই ঘটনাটির গুরুত্ব বুঝ একটি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয় শীর্ষ আদালত। এই ঘটনার পর কেন্দ্রের তরফে ঘটনার তদন্তভার সিবিআই’এর হাতে তুলে দেওয়ার কথা জানান হয়।
West-Bengal | Updated: 16:58 PM, Mon Jul 31, 2023
Manipur Violence: মণিপুরে ছাড়খার চিঙ্গলসানার বাড়ি-ঘর, পরিবার পরিবার পালিয়ে আশ্রয় শিবিরে
নিউজ ডেস্ক: মণিপুরে হিংসায় ছাড়খার ভারতীয় ফুটবলার চিঙ্গলসানার বাড়ি, ঘরও। ভস্মীভূত গোটা গ্রামও। ঘটনা সদ্য নয়। মাসখানেক আগের ঘটনা। তা প্রকাশ্যে আসতেই তোলপাড় ভারতীয় ফুটবল। দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর বিগত ৩ মাস ধরে হিংসার আগুনে জ্বলছে। কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আকারে হিংসা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। এই হিংসার কারণে আপাতত গোটা রাজ্যজুড়েই চলছে ভাঙচুর চলছে, পরিস্থিতি হয়ে রয়েছে যথেষ্ট অগ্নিগর্ভ। পাশাপাশি প্রতিদিন কয়েক কোটি টাকার আর্থিক লোকসানও হচ্ছে।
এই হিংসার কারণে কয়েক হাজার মানুষ নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ভারতীয় ফুটবলার চিঙ্গলসানা সিংও এই হিংসার আগুনে বিপর্যস্ত হয়ে উঠেছেন। তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা গ্রাম কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। তবে ভালো খবর এটাই যে এই ফুটবলারের পরিবার কোনওক্রমে নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছে। যখন এই ঘটনাটি ঘটেছে, সেইসময় চিঙ্গলসানা সিং হায়দরাবাদ এফসি ক্লাবের সঙ্গে কেরালার কোঝিকোড়ে ছিলেন। চিঙ্গলসানা সিংয়ের পরিবার চূড়াচাঁদপুর জেলার খুমুজামা লেকেই অঞ্চলে বসবাস করতেন।
আরও পড়ুন: Hardik Pandya: হার্দিকের টেস্ট ভবিষ্যৎ নিয়ে জল্পনা
সম্প্রতি মণিপুরের এই হিংসা নিয়ে মুখ খুলেছেন তিনি। একটি সংবাদসংস্থাকে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলেছেন, 'আমি খবর পেলাম যে আমার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি চূড়াচাঁদপুরে আমি যে ফুটবল টার্ফ বানিয়েছিলাম, সেটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আমার মন একেবারে ভেঙে গিয়েছে। স্থানীয় ফুটবলারদের নিয়ে আমি যে স্বপ্ন দেখেছিলাম, সেটা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এই হিংসার হাত থেকে আমার পরিবার বেঁচে গিয়েছে। ওঁদের উদ্ধার কেন্দ্রে নিয়ে এসে রাখা হয়েছে।'
তবে এই হিংসার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন চিঙ্গলসানা। তিনি খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু, ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর তিনি জানতে পারেন যে গত ৩ মে তাঁর রাজ্যে যে হিংসার ঘটনা ঘটেছে, তাতেই তাঁর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। বেশ খানিকক্ষণ চেষ্টা করার পর তিনি মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ছেলের ফোন পেয়ে চিঙ্গলসানার মা কেঁদে ফেলেন। পিছন থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছিল। এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে দেখা করার জন্য় তিনি মণিপুরের উদ্দেশে রওনা দেন।
২৭ বছর বয়সি এই ফুটবলার টিম ইন্ডিয়ার হয়ে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন। চিঙ্গলসানা একজন ডিফেন্ডার এবং তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলেন। ২০২১ সালের ২৫ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে একটি ম্যাচে তাঁর আন্তর্জাতিক ডেবিউ হয়েছিল। আপাতত তিনি নিজের পরিবারের সঙ্গেই রয়েছেন। যাবতীয় দুর্যোগ কাটিয়ে তিনি নিজের জীবন আবারও শুরু থেকে শুরু করতে চান।
West-Bengal | Updated: 16:18 PM, Mon Jul 31, 2023
Manipur Violence: ইম্ফলে বিরোধী জোটের প্রতিনিধি দল
নিউজ ডেস্ক: পূর্বঘোষিত সূচি মতোই মণিপুরে পৌঁছলেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রতিনিধিরা। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ১৬টি দলের লোকসভা এবং রাজ্যসভার মোট ২১ জন সাংসদ রওনা দিয়েছেন মণিপুরের উদ্দেশে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বাধীন এই দলে রয়েছেন ডিএমকে’র কানিমোঝি, সিপিএম’এর এএ রহিম, জেডি(ইউ)’এর লালন সিং, আরজেডি’এর মনোজ ঝা’র মতো বিরোধী সাংসদরা।
শনিবার প্রথমে ইম্ফল থেকে কপ্টারে চূড়াচাঁদপুরে যাওয়ার কথা রয়েছে বিরোধী জোটের সাংসদদের। সেখানে দাঙ্গা কবলিত উপত্যকা এবং পাহাড়ি এলাকা পরিদর্শন করবেন তাঁরা। ত্রান শিবিরগুলিতেও যাওয়া পরিকল্পনা রয়েছে তাঁদের। হিংসার ঘটনা নিয়ে রবিবার মণিপুরের রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বিরোধী সাংসদদের।
প্রসঙ্গত, হিংসাবিধ্বস্ত মণিপুর নিয়ে বারবার বিরোধীদের কটাক্ষের নিশানায় কেন্দ্র সরকার। বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুরের একাধিক হিংসার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে ওঠে দুই কক্ষ। এমনকি, মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী জোট।
এই পরিস্থিতিতে দু’দিনের মণিপুর সফরের সিদ্ধান্ত নেয় বিরোধী জোট। ঘটনাচক্রে উত্তপ্ত পরিস্থিতির জন্যে নিরাপত্তার স্বার্থে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সফরে বাধা দেয় মণিপুর সরকার। অতীতের সেই ঘটনার কারণে বিরোধীদের এই সফর নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। যদিও মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, রাজ্যের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখা যাক বিরোধীরা। বলেন, “গণতন্ত্র কাউকে আটকানো যায় না। রাজ্যের কোনও আপত্তি নেই”।
I.N.D.I.A জোটের মণিপুর সফর নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, পশিচমবঙ্গ এবং রাজস্থানেও মহিলারা অসুরক্ষিত। অথচ সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন বিরোধীরা বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। তাঁর কথায়, “মণিপুর ঘুরে আসার পর ২০ জন সাংসদদের কি বাংলায় নিয়ে আনবেন অধীর? রাজস্থানে কি নিয়ে যাবে কংগ্রেস?”
West-Bengal | Updated: 12:49 PM, Sat Jul 29, 2023
Manipur Violence: মণিপুর হিংসায় চিন-যোগ? সন্দেহ প্রকাশ প্রাক্তন সেনাপ্রধানের
নিউজ ডেস্ক: মণিপুরে দীর্ঘদিন ধরে চলা হিংসায় চিনা-মদতের সম্ভাবনার কথা উস্কে দিলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। একটি প্রেস কনফারেন্সে মণিপুর নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, মণিপুরের হিংসাত্মক ঘটনায় বিদেশি শক্তির হাত থাকাটা অসম্ভব কিছু নয়। আর সীমান্ত রাজ্যগুলিতে এরকমভাবে দীর্ঘদিন ধরে চলে আসা অশান্তি দেশের নিরাপত্তার জন্য ভালো নয় মোটেও।
নারাভানে বলেন, উত্তর-পূর্ব সীমান্তে সক্রিয় জঙ্গি-গোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরেই চিনের থেকে সাহায্য পেয়ে আসছে। তাঁর আশা প্রশাসনে যাঁরা শান্তি প্রতিষ্ঠার দায়িত্বে রয়েছেন, উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন তাঁরা। মণিপুর হিংসার মূল বিন্দু মাদক পাচার। এই প্রসঙ্গে প্রাক্তন সেনাপ্রধান বলেন,'মাদক পাচার অনেকদিন ধরেই হচ্ছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণও বেড়েছে।' তবে মায়ানমার সীমান্তে মাদক পাচার নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, মায়ানমারের সীমান্ত এলাকাগুলিতে সামরিক শাসনের ফলে বিশৃঙ্খলা চলে। এই কারণে সীমান্ত এলাকায় অনেক সংবেদনশীল হয়ে কাজ করতে হয় কেন্দ্র ও রাজ্য সরকারকে।
মণিপুর হিংসার পাশাপাশি সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্প নিয়েও মতামত প্রকাশ করেন নারাভানে। তিনি বলেন,'এই প্রকল্পটি যে কতটা সময়োপযোগী আর জাতীয় হিতে গৃহীত, তা সময়ই বলে দেবে। দীর্ঘ সময় ধরে আলোচনা-চর্চার পর চালু হয়েছে এই স্কিমটি। দেশের সেনাবাহিনীতে তরুণ-যুবদের মজবুত শক্তিকে সফলভাবে ব্যবহার করার জন্যই আনা হয়েছে অগ্নিপথ।
West-Bengal | Updated: 12:27 PM, Sat Jul 29, 2023
Manipur Violence: মণিপুরের ঘটনায় নিন্দার ঝড় দেশ জুড়ে, প্রতিবাদে সামিল বলিউড
নিউজ ডেস্ক: দেশজুড়ে বইছে নিন্দার ঝড়, মণিপুরের ভাইরাল ভিডিও নিয়ে। দলমত নির্বিশেষে গর্জে উঠছে ভারতবাসী। এবার এই ঘটনার প্রতিবাদে সরব হলো বলিউড। সোশ্যাল মিডিয়ায় এঁকের পর এক ক্ষোভ উগড়ে দিচ্ছেন বলিউড অভিনেতা-অভিনেত্রীরা। মুখ খুলেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, রিচা চাড্ডা, ঊর্মিলা মাতণ্ডকর প্রমুখ প্রথম সারির সেলিব্রিটিরা। অক্ষয় কুমার টুইটে লেখেন,'মণিপুরের মহিলার প্রতি এমন বর্বরতার ভিডিও দেখে আমি শিহরিত, বিরক্ত। আশা করি অপরাধীরা এমন কঠিন শাস্তি পাবে যেন কেউ আর কখনও এমন জঘন্য কাজ করার কথা না ভাবে।'
অভিব্যক্তি ব্যক্ত করেছেন রিচাও। সংক্ষেপে লিখেছেন 'Shameful! Horrific! Lawless!'। এদিকে রীতেশ লিখেছেন,'মণিপুরে মহিলাদের সাথে এমন নৃশংস আচরণ দেখে গভীরভাবে বিচলিত। আমি ক্ষোভে ফুঁসছি। এ ধরনের অপরাধের জন্য কারোকেই রেয়াত করা উচিত নয়। মহিয়ালদের মর্যাদার উপর হামলা মানবতার উপর আঘাত।' ঊর্মিলা লেখেন,'মণিপুর ভিডিও দেখে আমি হতবাক, ভীত, আতঙ্কিত। এবং এটি আদতে মে মাসের ঘটনা...।'
মুখ খুলেছেন 'কাশ্মীর ফাইলস'খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। স্বাধীনতার আগে ভারতে ঘটা মোপলা, ডাইরেক্ট অ্যাকশন ডে, নোয়াখালি এবং পরবর্তী পাঞ্জাব, কাশ্মীর, বাংলা, কেরালা, আসামে মহিলাদের উপর অত্যাচারের প্রসঙ্গ এনে মণিপুরকে তুলনা করেছেন তিনি। টুইটে তিনি লেখেন, 'প্রতিবারই আমাদের নিরপরাধ মা-বোনেরা অমানবিক, বর্বরতার চূড়ান্ত শিকার হন।একজন ভারতীয় হিসেবে, একজন মানুষ হিসেবে আমি প্রতিবারই ভেঙে পড়ি।' উল্লেখ্য, ঘটনাটি মে মাসের। যদিও ভাইরাল হওয়ার পরই দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। বাকিদেরও খোঁজ চালাচ্ছে মণিপুর প্রশাসন।
West-Bengal | Updated: 12:51 PM, Thu Jul 20, 2023
নিউজ ডেস্ক: আজ থেকে সংসদে শুরু বাদল অধিবেশন। আর গোটা দেশ সহ সমস্ত রাজনৈতিক দলের চোখ এই অধিবেশনের দিকে। ১৭ দিন ধরে চলবে অধিবেশন। আর এবার সংসদে পেশ করার কথা একাধিক গুরুত্বপূর্ণ বিল। যে কারণে শুরু থেকেই শাসক-বিরোধীর তুমুল তরজার সাক্ষী থাকতে পারে দেশ। উল্লেখ্য, এবারের অধিবেশনের সবচেয়ে হট টপিক হতে চলেছে মণিপুর। মণিপুর দাঙ্গা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের সমালোচনায় এক ইঞ্চি জমি ছাড়ছে না বিরোধীরা। সেই সঙ্গে রয়েছে মূল্যবৃদ্ধির প্রসঙ্গ।
গতকাল এ নিয়ে সর্বদলীয় বৈঠক করে কেন্দ্র। কংগ্রেস-আম আদমি পার্টি সহ বিরোধী দলগুলি একাধিক জাতীয় সমস্যা নিয়ে আলোচনার দাবি জানিয়েছে অধিবেশনে। আজ অধিবেশনের শুরুর দিন- জাতীয় ডেন্টাল কমিশন বিল ২০২৩, জীব বিচিত্র সংশোধনী বিল ২০২২, ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল ২০২৩, এগুলি উত্থাপনের কথা রয়েছে। অন্যদিকে, অধিবেশনের বাকি দিনগুলিতে সিনেমাটোগ্রাফ বিল ২০১৯, দিল্লি ন্যাশানাল ক্যাপিটাল টেরিটরি বিল ২০২৩-সহ ডিএনএ টেকনোলজি নিয়ন্ত্রণ বিল ২০১৯-এর মতো উল্লেখযোগ্য বিলগুলিও তোলা হবে সংসদে। এমনকি সম্ভাবনা রয়েছে UCC অর্থাৎ অভিন্ন দেওয়ানী বিধির প্রসঙ্গ ওঠারও।
এদিকে শুরুর দিনেই মণিপুরে ভাইরাল কুকি মহিলার ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় দেশ। ইতিমধ্যেই এ বিষয়ে কড়া নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রেফতারও করা হয়েছে এক অভিযুক্তকে বলে খবর। বাদল অধিবেশনের শুরুর দিনে এই নিয়েও সংসদে শাসক-বিরোধী তরজা হওয়ার সম্ভাবনা। আরও বড় ব্যাপার হলো, ২৬ টি বিরোধী দল ইতিমধ্যেই INDIA জোট তৈরি করেছে আগামী লোকসভায় বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য। সংসদেও যে এই জোট মোদী সরকারকে চাপে রাখার চেষ্টা করবে তা পরিষ্কার। মোট কথা, অধিবেশনের শুরুতেই কেন্দ্র সরকারকে হতে হবে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন।
West-Bengal | Updated: 11:54 AM, Thu Jul 20, 2023
West-Bengal | Updated: 11:24 AM, Thu Sep 14, 2023
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, বিপদ এড়ানোর উপায় কী?
West-Bengal | Updated: 18:17 PM, Thu Aug 31, 2023
Mumbai News: একই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
West-Bengal | Updated: 15:08 PM, Mon Jul 17, 2023
Monsoon Health Tips: পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি? রান্নাঘরেই আছে সুস্থ থাকার টোটকা!
West-Bengal | Updated: 17:46 PM, Thu Jul 13, 2023
Hand Sanitizer: করোনা গেলেও ব্যবহার হচ্ছে স্যানিটাইজার, অজান্তে বাড়ছে না তো বিপদ?
West-Bengal | Updated: 16:54 PM, Wed Jul 12, 2023
Chronic cough causes: কফ জমে গলায়? জেনে নিন সর্দি জমার লক্ষণ আর প্রতিকারের উপায়
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is other culture news
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is culture news
West-Bengal | Updated: 17:47 PM, Fri Jun 02, 2023
Rahul Gandhi's remarks on condition of Dalits, Muslims in India 'bitter truth': Mayawati
West-Bengal | Updated: 17:40 PM, Fri Jun 02, 2023
An open letter to the Indian film industry
West-Bengal | Updated: 17:39 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System ads132
West-Bengal | Updated: 17:37 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System dsf342
West-Bengal | Updated: 17:36 PM, Fri Jun 02, 2023
Girl Finds Strange Eggs Under Her Bed - When Expert Sees It, He Turns
West-Bengal | Updated: 17:33 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System 687342