Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreWomen Reservation Bill: মহিলাদের জন্য সংরক্ষণে ‘অনিচ্ছা’ থাকলেও সমর্থন, ভোপালে বিরোধীদের কটাক্ষ করে বললেন মোদী
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোপাল থেকে বিরোধীদের তির্যকভাবে বিঁধলেন। সংসদের বিশেষ অধিবেশনে ইতিমধ্যেই উভয়কক্ষে পাশ হয়েছে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বা মহিলা সংরক্ষণ বিল। বিরোধীরাও ওই বিলকে সমর্থন করেছে। কিন্তু বিরোধীদের সমর্থন নিয়ে ইন্ডিয়া জোট কটাক্ষ করতে ছাড়লেন না নরেন্দ্র মোদী।
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে সোমবার মোদী ‘কার্যকর্তা মহাকুম্ভ’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। বছর শেষে এ রাজ্যে বিধানসভা ভোট। সেখানে মোদী বিরোধীদের দাম্ভিক বলে অভিহিত করেছেন। বিরোধীদের মহিলা সংরক্ষণ বিলে সমর্থন নিয়ে কটাক্ষ করে মোদী বলেন, “অনিচ্ছা নিয়েই বিরোধী দাম্ভিক জোট মহিলা সংরক্ষণ বিলে সমর্থন দিয়েছে”। মহিলাদের জন্য লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ সংরক্ষণের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিলটি আপাতত রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায়।
মধ্যপ্রদেশের আগের কংগ্রেস সরকার প্রতিশ্রুতি রাখেনি বলে অভিযোগ করেন মোদী। প্রধানমন্ত্রীর অভিযোগ, এখনকার যুবকেরা কংগ্রেসের দুর্নীতি, অপশাসন ও আইনশৃঙ্খলার অবনতি দেখেছেন। তিনি বলেন, “কংগ্রেস কখনও গরিবদের জন্য ভাবেনি। মধ্যপ্রদেশকে দুর্বল রাজ্যে পরিণত করেছিল কংগ্রেস। কেন্দ্রের উন্নয়ন প্রকল্পের সর্বদা বিরোধিতা করে এসেছে”।
প্রধানমন্ত্রী এদিন জনগণের উদ্দেশে বলেন, “বিজেপি ক্ষমতায় ফিরলে প্রতিশ্রুতি রাখবে। ডাবল ইঞ্জিন সরকার উন্নয়নে গতি আনবে।”
West-Bengal | Updated: 17:00 PM, Mon Sep 25, 2023
Varanasi
Cricket Stadium: বারাণসীতে তৈরি হবে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম, শিলান্যাস
করবেন মোদী
নিউজ
ডেস্ক: ক্রিকেটে ভারতে স্টেডিয়ামের তালিকায় আরও একটি স্টেডিয়াম যোগ
হতে চলেছে। বারাণসীতে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের নতুন একটি স্টেডিয়াম। আইসিসি-র
সমস্ত নিয়ম মেনে তৈরি করা হচ্ছে এই স্টেডিয়ামটি। প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা
উত্তরপ্রদেশের বারাণসীতে এই অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। শনিবার নতুন
স্টেডিয়ামের শিল্যান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বারাণসীর নতুন স্টেডিয়াম তৈরি করা হচ্ছে বিশেষ ভাবনায়। যাতে থাকবে কাশী এবং
শিবের ছোঁয়া। গ্যালারির আকৃতি হবে শিবের মাথায় থাকা এক ফালি চাঁদের মতো।
স্টেডিয়ামের প্রবেশপথ হবে বেলপাতার আদলে। ফ্লাডলাইটের স্ট্যান্ড হবে ত্রিশূলের
মতো দেখতে। ৩০.৬ একর জমিতে এই স্টেডিয়াম তৈরি হয়েছে। স্টেডিয়ামের মিডিয়া সেন্টার
হবে ডমরুর আদলে। গ্যালারি তৈরি করা হবে বারাণসীর গঙ্গার ঘাটগুলির আদলে। একসঙ্গে ৩০
হাজার দর্শক বসে এই স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন। নতুন এই স্টেডিয়ামে থাকবে মোট
৭টি পিচ। আশা করা হচ্ছে, ২০২৫ সালের
ডিসেম্বরের মধ্যে স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। কানপুর এবং লখনউয়ের পর এই
স্টেডিয়াম হবে বারাণসীর তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
বারাণসী রিং রোডের পাশে গঞ্জারি গ্রামে নতুন স্টেডিয়ামের জন্য জমি চিহ্নিত
করেছিল উত্তরপ্রদেশ সরকার। জমি অধিগ্রহণ করতে যোগী আদিত্যনাথ সরকারের খরচ হয়েছে
১২১ কোটি টাকা। স্টেডিয়াম তৈরির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বরাদ্দ করেছে ৩৩০ কোটি
টাকা। সব মিলিয়ে নতুন স্টেডিয়াম তৈরির জন্য প্রাথমিক ভাবে ৪৫১ কোটি টাকা ধার্য্য
করা হয়েছে। শনিবারের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর,
রবি
শাস্ত্রী, দিলীপ বেঙ্গসরকারেরা। থাকবেন
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি এবং সচিব জয় শাহও।
West-Bengal | Updated: 11:32 AM, Sat Sep 23, 2023
India Canada Relations: মোদীর সঙ্গে জরুরি সাক্ষাৎ জয়শঙ্করের, বড় সিদ্ধান্ত কানাডা নিয়ে ?
নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমঅবনতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জরুরি সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের খবর মোদীর সঙ্গে জয়শঙ্কর সাক্ষাৎ করেন সংসদ ভবনেই। যদিও এই সাক্ষাতের কারণ সরকারিভাবে প্রকাশিত না হলেও অনুমান করা হচ্ছে ভারত-কানাডা সম্পর্ক নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে এই জরুরি সাক্ষাতটি করেন বিদেশমন্ত্রী।
উল্লেখ্য, কানাডার ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নির্জ্জর হত্যাকাণ্ডে ভারতীয় RAW এজেন্টের হাত রয়েছে দাবি তোলে ওই দেশ। আর সেই সঙ্গে ভারতের এক রাষ্ট্রদূতকেই ঘটনায় জড়িত থাকার আরোপ লাগিয়ে করে দেওয়া হয় বহিষ্কার। এমনকি বিষয়টি নিয়ে কানাডার সংসদে বক্তব্যও রাখেন ওই দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সংসদে তিনি পরিষ্কারভাবে ভারতের উপর দাঁয় চাপিয়েয় দেন এই হত্যার ঘটনায়। ভারতের বিদেশমন্ত্রক বিষয়টি নিয়ে বিবৃতি দিলেও এ পর্যন্ত আধিকারিক সূত্রে কোনওরকম মন্তব্য করেনি ভারত। সূত্রের অনুমান, এবার কানাডা প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়া নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা মোদী-জয়শঙ্করের মধ্যে।
আকস্মিক দুই হেভিওয়েটের সাক্ষাতে এখন জাতীয় থেকে আন্তর্জাতিক রাজনৈতিক মহল মনে করছে, এবার ট্রুডোর প্রত্যুত্তর দিতে ভারত সরকারও সংসদে মুখ খুলবে কানাডার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে। এর আগে ভারতীয় আধিকারিককে বহিষ্কার করার জবাবে পালটা কানাডার রাষ্ট্রদূতকে ভারত ছাড়ার নির্দেশ দেয়। এরপরই আরও তলানিতে চলে যায় ভারত-কানাডা সম্পর্ক। সেই পরিপ্রেক্ষিতে মোদী-জয়শঙ্করের এই আকস্মিক সাক্ষাতকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতিবিদেরা।
West-Bengal | Updated: 14:15 PM, Wed Sep 20, 2023
India Canada Relations: সপাটে জবাব পেয়েও শুধরাতে নারাজ, এবার কাশ্মীর-মণিপুর নিয়ে টিপ্পনী কানাডার
নিউজ ডেস্ক: ফের প্রকাশ্যে কানাডার ভারত-বিরোধী মনোভাব। এবার কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে ঠুকে প্রবাসী কানাডিয়ানদের ভারত ছাড়ার পরামর্শ দিল ট্রুডোর দেশ। ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের ঠান্ডা লড়াই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। গতকাল থেকেই অব্যাহত টানাপোড়েন। বিচ্ছিন্নতাবাদী নেতা হত্যায় ভারতের হাত রয়েছে বলে কানাডা বহিষ্কার করে সে দেশে কর্মরত এক ভারতীয় রাষ্ট্রদূতকে। কড়া পদক্ষেপ নিতে দেরি করেনি ভারতও। ইটের বদলা পাটকেলে দিয়ে ভারতও ৫ দিনের মধ্যে দেশ ছাড়ার আদেশ দেয় কানাডার এক শীর্ষ আধিকারিককে। কিন্তু উচিত জবাব পেয়েও শিক্ষা হয়নি কানাডার। তাই আরও একবার ভারতকে আন্তর্জাতিক মঞ্চে নিচু দেখাতে কাশ্মীর নিয়ে খোঁচা দিল।
কানাডার বিদেশ মন্ত্রক সূত্রে ভারতে থাকা কানাডার মানুষজনের উদ্দেশ্যে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, 'খুব প্রয়োজন না থাকলে ভারত ছাড়ুন। ভারত ভ্রমণে আপনার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।' পাশাপাশি কানাডার লোকজনের উদ্দেশ্যে বলা হয়েছে, ওই দেশে যাওয়ার আগে বারবার ভাবুন। শুধু তাই নয়, এরসঙ্গেই কাশ্মীর নিয়ে ভারতকে খোঁচা দেয় কানাডা। বলা হয়-- 'কাশ্মীর জঙ্গি উপদ্রুত এলাকা। পঞ্জাব, গুজরাট এবং রাজস্থানের পাক সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে কানাডার নাগরিকরা ভুলেও যাবেন না।' এমনকি ভারতের সাম্প্রতিক সংবেদনশীল বিষয় মণিপুর নিয়েও টিপ্পনী করতে ছাড়েনি কানাডা।
উল্লেখ্য কাশ্মীর নিয়ে ভারতকে হেয় করার চেষ্টা করলেও আসল সত্য হল, ভারতবিরোধী বহু সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনা তৈরি হয়ে থাকে কানাডাতেই। বিচ্ছিন্নতাবাদী সংগঠন ছাড়াও ভারতবিরোধী একাধিক সন্ত্রাসবাদী সংগঠনেরও নিরাপদ আশ্রয়স্থল যে ট্রুডোর দেশ, তা বহুবার জানিয়েছে ভারত। ভারতবিরোধী কার্যকলাপের বহু তথ্যপ্রমাণ কানাডাকে পাঠিয়ে ভারত বারেবারে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টে বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদকে গুরুত্ব দিয়ে ভারত বিরোধী মন্তব্য করে চলেছে জাস্টিন ট্রুডোর সরকার।
West-Bengal | Updated: 12:15 PM, Wed Sep 20, 2023
India Canada Relations: কানাডার পালটা, এবার ট্রুডোর আধিকারিককে বহিষ্কার করল ভারত
নিউজ ডেস্ক: ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কারের পালটা এবার কানাডার এক উচ্চ পদস্থ রাষ্ট্রদূতকেও বহিষ্কার করল বিদেশ মন্ত্রক। বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ভারতীয় কূটনীতিবিদকে বহিষ্কার করার পরই কানাডার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় ভারত। তখনই অনুমান করা গিয়েছিল এতেই শেষ নয়, ইটের বদলে পাটকেলেই জবাব দেবে ভারত সরকার। কানাডার পদক্ষেপের পরই মঙ্গলবার সকালে তলব করা হয় কানাডার রাষ্ট্রদূতকে। দিল্লির সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের অফিসে ডেকে পাঠানো হয় তাঁকে। এরপরই ভারতে কানাডার দূতাবাসের এক শীর্ষস্তরের আধিকারিকে বহিষ্কার করে বিদেশ মন্ত্রক।
বিষয়টি নিয়ে সরকারিভাবেও বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতিটি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। বিবৃতিতে জানানো হয়েছে, 'ভারতে নিযুক্ত কানাডার এক শীর্ষ আধিকারিককে বরখাস্ত করা হচ্ছে। আগামী পাঁচদিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে দখলদারি দিচ্ছে কানাডার কূটনীতিকরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ভারত। দেশবিরোধী কার্যকলাপের সঙ্গেও জড়িত এরা। এই কারণে বিদেশ মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে।'
উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নির্জ্জরকে হত্যা নিয়ে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে কানাডা। আর এই ঘটনায় কানাডায় বসবাসকারী এক ভারতীয় কূটনীতিবিদকে বহিষ্কার করে ট্রুডো সরকার। সূত্রে প্রকাশিত, ওই আধিকারিককে ভারতীয় গুপ্তচর সংস্থা RAW-এর সদস্য বলে দাবি করেছে কানাডার প্রশাসন। হরদীপ সিং হত্যায় ভারতের হাত রয়েছে, এই অভিযোগ দেশের সংসদে দাঁড়িয়ে করেছেন খোদ প্রধানমন্ত্রী ট্রুডো। এবার সেই ঘটনার পালটা প্রতিঘাতে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ট্রুডোকে কড়া বার্তা দিল ভারত।
West-Bengal | Updated: 13:56 PM, Tue Sep 19, 2023
India Canada Relations: বিচ্ছিন্নতাবাদী হত্যায় ভারতীয় কূটনীতিককে বহিষ্কার কানাডার, কড়া জবাব ভারতের
নিউজ ডেস্ক: বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নির্জ্জরের হত্যা নিয়ে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল কানাডা। আর এই ঘটনায় কানাডায় বসবাসকারী এক ভারতীয় কূটনীতিবিদকে বহিষ্কার করল ট্রুডো সরকার। সূত্রে প্রকাশিত, ওই আধিকারিককে ভারতীয় গুপ্তচর সংস্থা RAW-এর সদস্য বলে দাবি করেছে ওই দেশের প্রশাসন। হরদীপ সিং হত্যায় ভারতের হাত রয়েছে, এই অভিযোগ দেশের সংসদে দাঁড়িয়ে করেছেন খোদ প্রধানমন্ত্রী ট্রুডো। এরপরই কানাডার বিদেশমন্ত্রী মেলানিয়া জোলি ভারতের ওই কূটনীতিবিদকে বহিষ্কার করেন।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে ভারত সরকার। এ প্রসঙ্গে কড়া বিবৃতি এসেছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। জানানো হয়েছে,'কানাডার সংসদে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ আমরা শুনেছি। কানাডার বিদেশমন্ত্রীর বক্তব্যও আমরা শুনেছি। আমরা এই সমস্ত অভিযোগই খণ্ডন করছি।কানাডা সরকারের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই হত্যাকাণ্ডে ভারতের কোনও যোগ নেই।' পাশাপাশি বিদেশ মন্ত্রকের সংযোজন, এই নিয়ে আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলেন ট্রুডো। কিন্তু তখনও আমরা খণ্ডন করেছিলাম অভিযোগ।
শুধুমাত্র কানাডার অভিযোগ খণ্ডন করাই নয়, সেই সঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছে, কানাডার আনা এই অভিযোগ আসলে সেই দেশে ভারতের বিরুদ্ধে চলা বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ থেকে সকলের দৃষ্টি সরানোর প্রচেষ্টা। কানাডা সরকারের প্রশ্রয়ে এই বিচ্ছিন্নতাবাদীদের সেফ ঠিকানা হয়েছে ওই দেশ। ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নষ্ট করার চক্রান্তকে মদত দিচ্ছে ওই দেশের সরকার। উল্লেখ্য, এর আগে কানাডায় ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। ভারত তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আবেদন জানালেও সেই আবেদনে কর্ণপাত করেনি ট্রুডো সরকার।
উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ নিয়ে যে ভারত-কানাডার মধ্যে একপ্রকার ঠান্ডা লড়াই চলছে, তা স্পষ্ট হয়ে গিয়েছিল G-20 বৈঠকেই। বৈঠকে বিদেশের মাটিতে চলা ভারতবিরোধী কার্যকলাপের সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ইঙ্গিত যে ছিল কানাডার দিকেই তা বুঝতে সমস্যা হয়নি বিশেষজ্ঞদের। অন্যদিকে, কানাডা প্রধান ট্রুডোও তাঁর বক্তব্যে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে পরোক্ষে বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার বলে দাবি করেছিলেন। এরপর ট্রুডো দেশে ফিরলেই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করে কানাডা। আর তারপরই ফের ভারতের কূটনীতিবিদকে বহিষ্কার করে ভারতবিরোধী নীতি স্পষ্ট করে দিল ট্রুডোর দেশ।
West-Bengal | Updated: 12:15 PM, Tue Sep 19, 2023
Parliament Special Session: সংসদের অকালবোধনেই কি ঐতিহাসিক পদক্ষেপ, জল্পনা মোদীর বক্তব্যে
নিউজ ডেস্ক: সোমবার থেকে শুরু হলো সংসদের বিশেষ অধিবেশন। ৫ দিন ব্যাপী পরিকল্পিত এই অধিবেশনে আজ, সোমবারই শেষ সত্র বসছে পুরনো সংসদ ভবনে। অধিবেশন শুরুর আগের বক্তব্য পেশের সময়ই প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবারই গণেশ চতুর্থীর পবিত্র দিনে শুরু হবে ভারতের নতুন সংসদের অধিবেশন। ইতিমধ্যেই প্রকাশিত অধিবেশনের সম্ভাব্য তালিকা। তালিকাটিতে রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ প্যানেল সংশোধন, অ্যাডভোকেট বিল, পোস্ট অফিস বিলের মতো কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ করার কথা। তা সত্ত্বেও এই বিশেষ অধিবেশনটি নিয়ে তৈরি হয়েছে জল্পনা-কল্পনা। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রীর রাখা বক্তব্যে কি আরও জোরালো হলো সেই সম্ভাবনা?
দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোন বক্তব্যের জন্য বিশেষ অধিবেশনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বক্তব্যে মোদী জানিয়েছেন, এটি একটি সংক্ষিপ্ত অধিবেশন। তবে এটি ঐতিহাসিক হতে চলেছে । বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, 'জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যা আমাদের আরও বিশ্বাসী আর উৎসাহী হতে শেখায়। এই অধিবেশনে সেরকমই বলে আমার বিশ্বাস।'
অন্যদিকে আরও গুরুত্বপূর্ণ, আগামীকাল গণেশ চতুর্থীর দিনে নতুন সংসদ ভবনে পদার্পণের সিদ্ধান্ত। এ প্রসঙ্গে মোদী বলেছেন,'ভগবান গণেশ ''বিঘ্নহর্তা'' নামেও পরিচিত। এখন দেশের উন্নয়নে কোনও বাধা থাকবে না, নির্বিঘ্নে সব স্বপ্ন আর সংকল্প পরিপূর্ণ করবে ভারত।'
প্রশ্ন উঠছে, গণেশ চতুর্থীর আবহে নতুন সংসদে পা রেখে কি নতুন কোনও ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মোদী সরকার? নাকি পুরনো সংসদ ভবনের স্মৃতি থেকে নতুনে পদার্পণকেই 'ঐতিহাসিক' বলে ব্যাখ্যা দিয়েছেন মোদী? এর উত্তরের জন্য গোটা দেশের নজর থাকবে সংসদের এই বিশেষ অধিবেশনের দিকে।
West-Bengal | Updated: 16:04 PM, Mon Sep 18, 2023
PM Modi: বিশেষ অধিবেশনের শুরুতে দেশবাসীর উদ্দেশে বার্তা মোদীর
নিউজ ডেস্ক: ‘আয়তনে ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ’। বিশেষ অধিবেশনের শুরুতে দেশবাসীর উদ্দেশে সোমবার এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ, পাঁচ দিনের সংসদের এই ‘অমৃত কাল’এ নেওয়া হতে পারে একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত।
১৮ সেপ্টেম্বর, সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। অধিবেশনের সূচনার আগে নয়া ভবনের বাইরে দাঁড়িয়ে একাধিক ক্ষেত্রে দেশের উন্নতির প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জি২০ সম্মেলনে (G20 Summit) ভারতের সাফল্যের কথা বলেন তিনি। জানান, ভারতের বৈচিত্রের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক এই সম্মেলন। বলেন, “আফ্রিকাকে জি২০-তে স্থায়ী সদস্য পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। আর সেটা সর্বসম্মতিতে গৃহীত হয়েছে। বৃহত্তর এশিয়ার আজ নেতৃত্ব দিচ্ছে ভারত। দেশের সাফল্যে নতুন যুগের সূচনা হয়েছে।”
সেইসঙ্গে এদিন বিশ্বকর্মা পুজোর উল্লেখ করে তিনি বলেন, “বিশ্বকর্মা প্রগতি, উদ্ভাবনের দেবতা। আর বর্তমান সময় আমাদের দেশের জন্য উন্নয়ন ও উদ্বাবনের সময়। ভারত আজ এক নয়া আত্মবিশ্বাস অনুভব করছে।” পাশাপাশি তাঁর সংযোজন, “আগামীকাল গণেশ চতুর্থী। গণেশ বিঘ্ন দূর করেন বলে মনে করা হয়। দেশের উন্নয়নের ক্ষেত্রেও কোনও বিঘ্ন আসতে দেওয়া যাবে না। তাই সংসদের এই বিশেষ অধিবেশন ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ।” ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে চাইছেন বলেও জানালেন মোদী।
এরপরই বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, “অভিযোগ এবং সমালোচনার জন্য অনেক সময় রয়েছে। তবে জীবনে এমন অনেক মুহূর্ত আছে যা আপনাকে উৎসাহী করে তোলে। পাঁচ দিনের এই বিশেষ অধিবেশন আমার কাছে ঠিক সেই রকম একটি মুহূর্ত। তাই সংসদের সকল সদস্যদের কাছে আমার অনুরোধ, এই অধিবেশনে যোগ দিয়ে তারা তাদের সময়ের সদ্ব্যাবহার করুক।”
উল্লেখ্য, মঙ্গলবার গণেশ পুজোর পর নতুন সংসদ ভবনে কাজ শুরু হবে। এদিন সেই প্রসঙ্গে লোকসভার ভাষণে তাঁর প্রথম সংসদ ভবনে প্রবেশের স্মৃতিচারণ করেন মোদী। বলেন, “দেশবাসীর কষ্টের দ্বারা উপার্জিত অর্থের সাহায্যে কঠোর পরিশ্রমের মাধ্যমে পুরোন এই সংসদ ভবন তৈরি করা হয়েছিল। সুতরাং আমরা নতুন ভবনে স্থানান্তরিত হলেও পুরোন এই ভবন সর্বদা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
West-Bengal | Updated: 12:04 PM, Mon Sep 18, 2023
Sanatan Dharma: হাজার বছর ধরে ভারতকে রক্ষা করছে সনাতন ধর্ম', বিরোধীদের ধুয়ে দিলেন Modi
West-Bengal | Updated: 13:38 PM, Fri Sep 15, 2023
Modi On Sanatan: হাজার বছর ধরে ভারতকে রক্ষা করছে সনাতন ধর্ম, বিরোধীদের ধুয়ে দিলেন মোদী
West-Bengal | Updated: 17:55 PM, Thu Sep 14, 2023
Putin Praises Modi: জি ২০-তে না থাকলেও মোদীর প্রশংসায় পঞ্চমুখ পুতিন
নিউজ ডেস্ক: জি- ২০ সম্মেলনে হাজির না থাকলেও ভারতের সঙ্গে যে সুসম্পর্কই রয়েছে রাশিয়ার তা পরিষ্কার করলেন ভ্লাদিমির পুতিন। দরাজভাবেই রুশ প্রধানকে প্রশংসা করতে দেখা গেল নরেন্দ্র মোদীর। সম্প্রতি রাশিয়ার ভ্লাডিভস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে অংশ নিয়েছিলেন পুতিন। সেখানেই ভারতের দ্রুত অর্থনৈতিক উন্নতির প্রসঙ্গে কথা বলেন তিনি। সেই সঙ্গে ভারতের 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের প্রশংসাও শোনা যায় তাঁর কণ্ঠে।
গাড়ি তৈরির বিষয়ে কথা বলতে গিয়ে ভারতকে 'পার্টনার' বলে সম্ভাষণ করেন রুশ প্রেসিডেন্ট। গাড়ির জাতীয় উৎপাদনের উপর জোর দিতে তিনি বলেন, 'আমাদের পার্টনারদের কাছ থেকে এই বিষয়ে অনেক কিছু শেখা উচিত। যেমন ভারত আমাদের পার্টনার। তাদের থেকে আমাদের এই বিষয়ে শেখা উচিত। ভারত সম্প্রতি প্রয়াস করছে গাড়ি এবং জাহাজ যেন তাদের দেশের মাটিতেই উৎপাদন করা যায়।' এরপরই পুতিন মোদীর মেক ইন ইন্ডিয়ার প্রশংসা করে বলেন, মোদী জাতীয় ব্র্যান্ড ব্যবহার জন্য উৎসাহিত করছেন ভারতীয়দের। তিনি সঠিক কাজ করছেন। আমাদেরও সেখান থেকে শেখা উচিত।
উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে রাশিয়ায় উৎপাদিত গাড়িই ব্যবহার করতে হবে তাঁদের। তবে দেশের সকল নাগরিকদের জন্য তা বাধ্যতামূলক করেননি পুতিন। তবে ভারতের দেখানো মেক ইন ইন্ডিয়ার পথ ধরে রাশিয়াও যে স্বদেশী জিনিসের ব্যবহারে জোর দেওয়ার কথা ভাবছে, তা পরিষ্কার স্বীকার করে নিলেন রুশ প্রেসিডেন্ট।
West-Bengal | Updated: 18:29 PM, Wed Sep 13, 2023
UNSC: মোদীর কাছে মাথা নোয়ালেন এরদোয়ান! জাতিসংঘের স্থায়ী আসনে দাবিকে স্বাগত জানাল তুর্কি
নিউজ ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের
অন্তর্ভুক্তির দাবি দীর্ঘদিনের। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপ্রাণ চেষ্টা
চালাচ্ছেন। কিন্তু বাধার দেওয়াল হয়ে দাঁড়িয়ে চিন। বদলে যাওয়া সমীকরণে রাশিয়ার অবস্থান
স্পষ্ট নয়। কিন্তু মোক্ষম সময়ে পুরোনো শত্রু বন্ধুর অবতার অদয় হল। জাতিসংঘের
নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তির দাবিকে স্বাগত জানালেন তুর্কি প্রেসিডেন্ট।
বললেন ভারত জাতিসংঘের স্থায়ী সদস্য হলে তা হবে গর্বের বিষয়।
এত দিন ভারতের সঙ্গে তুর্কির সম্পর্ক ছিল যেন বুনো ওল আর বাঘা
তেঁতুল। আরমেনিয়া আজারবাইজান যুদ্ধের পর সেই সম্পর্কে আরও ফাটল তৈরি হয়। কারণ আজারবাইজানকে
সমরাস্ত্র দিয়ে সাহায্য করে তুর্কি। অন্যদিকে পিনাক রকেট লঞ্চার সিস্টেম সহ আরও বহু
সমরাস্ত্র দিয়ে পাল্টা আরমেনিয়ার সাহায্য করে ভারত। কিন্তু সেই পরিস্থিতি বদলে গেল
G-20’র বৈঠকে। শত্রুতার মনোভাব ছেড়ে বন্ধুত্বের হাত বাড়ানোর ইঙ্গিত দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের
স্থায়ী আসনের দাবিকে স্বাগত জানালেন তিনি। G-20’র বৈঠক শেষে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) স্থায়ী
আসনে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান একে 'গর্বের বিষয়' বলে অভিহিত করেন। তিনি আরও বলেন,
“বিশ্ব পাঁচটি রাষ্ট্রে সীমিত নয়। তা (মার্কিন,
যুক্তরাজ্য, ফ্রান্স, চীন
ও রাশিয়া) চেয়েও বড়। ভারতের মতো একটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে থাকা,
আমরা গর্বিত হব। । ১৯৫ টি নন কাউন্সিল সদস্য
দেশ রোটেশন পদ্ধতির
মাধ্যমে সাময়িক ভাবে কাউন্সিল সদস্য হতেই পারে”।
ভারতের স্থায়ী সদস্যতাকে স্বাগত জানানোর পাশাপাশি নিরাপত্তা
পরিষদের বর্তমান ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিলেন তুর্কি প্রেসিডেন্ট। তার মতে
পাঁচটি শক্তিধর রাষ্ট্রের পাশাপাশি আরও সদস্যের স্থায়ী পদ থাকা উচিত। ১৯৫ টি দেশের
কাছেই রোটেশন ব্যবস্থার মাধ্যমে কিছু সময়ের জন্য ভিটো পাওয়ার থাকা উচিত। এতে জাতীয়
পর্যায়ে জাতিসংঘের প্রতি বিশ্বাস আরও বাড়বে।
প্রসঙ্গত জাতিসংঘে ভারতের অনতর্ভূক্তির দাবিকে আগেই সমস্ররথন জানিয়েছে আমেরিকা ফান্সের
মত দেশ। বড় বাধা একমাত্র চিন। কিন্তু পাশাপাশি চন্দ্রযানের পাল্টা লুনা ২৫ মিশন এবং
G-20’র বৈঠকে অনুপস্থিত হয়ে রাশিয়া কি বার্তা
দিতে চায় তা বিশ্লেষণ করছে বিদেশ মন্ত্রক।
West-Bengal | Updated: 12:44 PM, Mon Sep 11, 2023
Morocco Earthquake: ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মরক্কো, নিহত ছাড়াল ১০০০, শোক প্রকাশ মোদীর
নিউজ ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কের এক বিশাল এলাকা। সূত্রের খবর, এ পর্যন্ত ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে ১০০০ জনেরও অধিক। উত্তরোত্তর বাড়ছে এই সংখ্যা। পাশাপাশি আহতের সংখ্যা এ পর্যন্ত ১২০০ ছাড়িয়েছে, যার মধ্যে ৭২১ জনের অবস্থা গুরুতর। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে মরক্কোর মধ্যাঞ্চলে ৬.৮ মাত্রায় আঘাত হেনেছে ভূমিকম্পটি। মৃতের সংখ্যা দেশটির দক্ষিণ অঞ্চলে সর্বাধিক বলে জানিয়েছে সূত্রটি। ভূমিকম্পের উৎসস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮.৫ কিলোমিটার গভীরে।
জানা যাচ্ছে, গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ১১ টা ১০ নাগাদ অনুভূত হয় কম্পনটি। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা দুলতে থাকে ঘর আর আসবাব-জিনিসপত্র। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসতে থাকেন লোকজন। ঘর ছেড়ে বেরোতে না বেরোতেই ধসে পড়তে থাকে একাধিক বাড়ি। জনৈক ব্যক্তির কথায় একপ্রকার তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখেন তিনি চোখের সামনে ঘরবাড়ি। এই কম্পনে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে মরক্কোর উপকূল অঞ্চলের রাবাত, কাসাব্লাঙ্কা ও এসাউরা এলাকা। দাবি করা হয়েছে এর আগে এত শক্তিশালী ভূমিকম্প হতে দেখা যায়নি মরক্কোতে।
মরক্কোর ভূমিকম্পের এই ভয়াবহ ক্ষয়ক্ষতিতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,'মরক্কোতে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় অত্যন্ত মর্মাহত। এই দুঃখজনক সময়ে, আমার সমবেদনা মরক্কোর জনগণের সাথে। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।' পাশাপাশি মরক্কোকে প্রয়োজনে সবরকম সহায়তা করতেও ভারত প্রস্তুত বলে আশ্বাস দেন মোদী।
West-Bengal | Updated: 10:55 AM, Sat Sep 09, 2023
G-20 Summit: মোদীর পররাষ্ট্রনীতির প্রশংসায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
নিউজ ডেস্ক: ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে এবার প্রশংসা শোনা গেল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মুখে। আগামীকাল, শনিবার G-20 অনুষ্ঠানের নৈশভোজে আমন্ত্রণ রয়েছে তাঁর। এর আগে মোদী সরকারের বিভিন্ন নীতি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে মুখ খুললেন বরিষ্ঠ প্রাক্তন রাষ্ট্রপ্রধান। মনমোহন সিং বলেন,'ভারত তার সার্বভৌম এবং অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে শান্তির আবেদন করার ক্ষেত্রে সঠিক কাজ করছে।' তবে এর সঙ্গে তিনি জাতীয় রাজনীতির ক্ষেত্রে পররাষ্ট্রনীতি ব্যবহার করার বিষয়েও সতর্ক করেছেন।
৯০ বছরের এই নেতার মুখে উঠে এসেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ভারতের কঠোর অবস্থান নিয়েও। প্রসঙ্গত, রাশিয়া ভারতের মিত্র দেশ হলেও ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে কোনওভাবেই ভারত সমর্থন করেনি পুতিনকে। এই বিষয়ে ভারতের অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়ে সরকারের কঠোর কূটনৈতিক অবস্থান সঠিক পদক্ষেপ। যখন দুই বা ততোধিক শক্তি একটি সংঘাতে ধরা পড়ে, তখন পক্ষ বেছে নেওয়ার জন্য অন্যান্য দেশগুলির উপর প্রচুর চাপ থাকে। আমি মনে করি ভারত শান্তির জন্য আবেদন করার পাশাপাশি আমাদের সার্বভৌম এবং অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে সঠিক কাজ করেছে।'
চিন প্রসঙ্গে UPA সরকারের প্রধানমন্ত্রীর বক্তব্য, আমি আশা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের আঞ্চলিক এবং সার্বভৌম অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবেন। যদিও তিনি পরিষ্কার বলে দেন, এই প্রসঙ্গে তিনি কোনওরকম টিপ্পনী করবেন না। তবে জি-২০ সম্মেলনে জিংপিং-এর যোগদান না করা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। তাঁর আশা, ভারতের আঞ্চলিক ও সার্বভৌম অখণ্ডতা রক্ষার পাশাপাশি দ্বিপাক্ষিক উত্তেজনা প্রশমিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নরেন্দ্র মোদী নিশ্চয়ই নেবেন। পাশাপাশি ISRO-র সাফল্য নিয়েও দরাজ প্রশংসা করেন মনমোহন সিং।
West-Bengal | Updated: 12:17 PM, Fri Sep 08, 2023
India Vs Bharat: 'INDIA' না 'ভারত', কে নেবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন?
নিউজ ডেস্ক: সম্প্রতি রাষ্ট্রপতির একটি চিঠিতে ইন্ডিয়ার স্থলে ভারত শব্দটি ব্যবহার করায় গোটা দেশ জুড়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। অনেকেই মনে করছেন এই চিঠিটা ডেমো মাত্র! খুব শীঘ্রই ইন্ডিয়া হতে চলেছে ভারত। এদিকে বিরোধী জোটের সদস্যরা বলছেন, তাদের জোটের নামে ভয় পেয়ে দেশের নাম বদলে দিচ্ছে মোদী সরকার। যদিও এই নাম বদল আদৌ হবে কিনা, তা নিয়ে কিন্তু কোনওরকম বিবৃতি আসেনি সরকারের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন উঠছে এখানে, সত্যিই কি দেশের নাম বদল করা হবে, যদি ইন্ডিয়ার পরিবর্তে ব্যবহার করা হয় ভারত? রাজনীতির ঊর্ধ্বে উঠে দেখা যাক কী বলছে দেশের মহামান্য সংবিধান এবং ইতিহাস।
প্রথমে আসা যাক দেশের সংবিধানে। সংবিধানের ১ নম্বর ধারাতেই কিন্তু রয়েছে এই সমস্যার সমাধান! সেখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে-'India, that is Bharat, shall be a Union of States। সাংবিধানিকভাবে বলাই রয়েছে দেশের উভয় নামই গ্রহণযোগ্য এবং Interchangable অর্থাৎ বিনিময়যোগ্য। অর্থাৎ কোনও সরকার দেশের নাম ইন্ডিয়া থেকে ভারত করে দিলে তা কোনওভাবেই সংবিধানবিরোধী বলে গণ্য হবে না।
এবার ইতিহাসের পাতায় ডুব দিয়ে দেখা যাক ইন্ডিয়া এবং ভারত নামের উৎপত্তি কী। India নামের উৎপত্তি 'সিন্ধু' শব্দ থেকে। পার্সীরা সিন্ধুকে হিন্দু উচ্চারণ করতে থাকে। এরপর গ্রীকরা সেই শব্দকে 'ইন্ডোস'। সেখান থেকেই INDIA নাম আসে। পরবর্তীকালে ব্রিটিশরা এই বিকৃত হয়ে যাওয়া শব্দকেই দেশের নাম হিসেবে গ্রহণ করে।
আসা যাক ভারত প্রসঙ্গে। 'ভারত' নামটি পাওয়া যায় হাজার হাজার বছরের প্রাচীন শাস্ত্রে। মহাভারত ছাড়াও বিষ্ণু পুরাণে রয়েছে ভারত নামক রাষ্ট্রের বর্ণনা- 'উত্তরং য়ৎ সমুদ্রস্য হিমাদ্রেশ্চৈব দক্ষিণম্/ বর্ষং তৎ ভারতং নাম ভারতী য়ত সন্ততিঃ।' অর্থাৎ 'যে দেশটি সমুদ্রের উত্তরে এবং তুষারময় পর্বতের দক্ষিণে অবস্থিত, তাকে ভারত বলা হয়, কারণ সেখানে মা ভারতীর বংশধরেরা বাস করে।' মহাভারতের আদি পর্ব অনুসারে চন্দ্র বংশীয় রাজা ভরতের নাম থেকে 'ভারত' উৎপত্তি। রাজা ভরত ছিলেন অখণ্ড ভারতের রাজ চক্রবর্তী, তাঁর বংশধর হিসেবেই ভারতের অধিবাসীদের বলা হয়েছে ভারতীয়।
এবার প্রশ্ন হচ্ছে, দেশের নাম হিসেবে কোনটি অধিক প্রাসঙ্গিক। এ কথা অনস্বীকার্য, কোনও জাতিকে সম্পূর্ণরূপে বিনাশ করার প্রথম পদক্ষেপ তাকে আত্মবিস্মৃত করে তোলা। তার সাহিত্য-ইতিহাস-সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া। আর তার পরিবর্তে নতুন শিক্ষা-সংস্কার-রীতি তার উপর চাপিয়ে দেওয়া। ভারত শব্দটি শুধুমাত্র দেশের ঐতিহ্য, সংস্কার, কৃষ্টিকে নয়, সেই সঙ্গে অখণ্ডতাকেও স্মরণ করিয়ে দেয়। অন্যদিকে বিকৃত উচ্চারণ থেকে আসা শব্দ 'ইন্ডিয়া'র জন্ম ১৯৪৭-এ ইংরেজদের হাতেই। এক কথায় ইন্ডিয়া শব্দটি ব্রিটিশ ঔপনিবেশিকতা, দেশের পরাধীনতার কথা স্মরণ করায় আমাদের। এমনটাই তো চেয়েছিল ইংরেজ!
প্রাক-স্বাধীনতার সময়ের ইতিহাস ঘাঁটলেও দেখা যায়, দেশের মনীষী তথা স্বাধীনতা সংগ্রামীরা কিংবা ইন্ডিয়া নয়, ভারতের বন্দনাই করেছেন সর্বত্র। বঙ্কিমচন্দ্রের 'আনন্দমঠ'-এ বন্দনা করা হয়েছে ভারত মায়ের। অস্বীকার করা যায় না বিশ্বকবি রবীন্দ্রনাথকেও।' ভারত তীর্থ' কবিতায় তিনি লেখেন,'এই ভারতের মহামানবের সাগর তীরে'। আর তাঁর লেখা জাতীয় সঙ্গীতে তো স্পষ্ট উল্লেখ,'ভারত ভাগ্যবিধাতা'। স্বামী বিবেকানন্দের মতে,''যদি এই পৃথিবীতে এমন কোন দেশ থাকে, যাকে ‘পুণ্যভূমি’ নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোন স্থান থাকে...যেখানে মানুষের ভেতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব প্রভৃতি সদ্ গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোন দেশ থাকে, যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ।'' (স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা,৫ম খণ্ড)। এমন কি নেতাজি সুভাষ বসু তাঁর মাকে চিঠিতে লিখছেন,' ভারতবর্ষ ভগবানের বড় আদরের স্থান।' ভারতের জাতীয়তাবোধ, স্বাভিমানের প্রতি ছত্রে ছত্রে রয়েছে ভারত ভূমির উল্লেখ। তাই ভারত শব্দটিতেই লুকিয়ে দেশের গর্ব।
১৯৪৭-এ স্বাধীনতার দিনে শ্রী অরবিন্দ দুঃখ করে বলেছিলেন,'ভারত আজ স্বাধীনতা লাভ করল ঠিকই। তবে একত্ব লাভ করেনি। যে কোনওভাবেই হোক, এই খণ্ডতাকে ছাপিয়ে যেতেই হবে মহাভারতের মহৎ ভবিষ্যতে।' নীতিগতভাবে ইন্ডিয়া খণ্ডিত ভারতের অংশ। কিন্তু এই পুণ্যভূমি যে দেশের অখণ্ডতাকেই স্মরণ করে তার প্রমাণ আমাদের জাতীয় সঙ্গীত। আজও আমরা জাতীয় সঙ্গীতে গেয়ে উঠি,' পাঞ্জাব সিন্ধু গুজরাত মারাঠা'। এইসব কারণে বলা যায়, দেশের মনীষী তথা স্বাধীনতা সংগ্রামীদের কণ্ঠে বারে বারে উঠে এসেছে ভারতেরই বন্দনা।
West-Bengal | Updated: 12:35 PM, Thu Sep 07, 2023
Lok Sabha Election 2024: বিজেপির বিরুদ্ধে বাংলায় আসন সমঝোতা! কী ইঙ্গিত দিল কংগ্রেস?
নিউজ ডেস্ক: বেঙ্গালুরুতে সৌহার্দ্যপূর্ণ নৈশ ভোজের পর মুম্বইয়ে আরও কাছাকাছি, আরও ঘনিষ্ঠ হতে দেখা যায় বিজেপি তথা মোদী-বিরোধী INDIA জোটকে। ২৪-এ বিজেপিকে হারানোর উদ্দেশ্য নিয়ে তৈরি এই মহাজোটের শুরু থেকেই আসন সমঝোতা আর প্রধান মুখ নিয়ে উঠছে প্রশ্ন। জোটের প্রধান দল কংগ্রেস, অনেক দল তা স্বীকার করে নিলেও স্বীয় রাজ্যে স্বয়ং কংগ্রেসের সঙ্গেই কুস্তি লড়তে দেখা যাচ্ছে সেই দলের নেতাদের। এর জলজ্যান্ত উদাহরণ পশ্চিমবঙ্গ, দিল্লি, পাঞ্জাব। তাই বাংলায় তৃণমূল আর দিল্লি-পাঞ্জাবে আপের সঙ্গে কীভাবে আসন সমঝোতা সম্ভব, এই নিয়েই সরগরম জোটের ভবিষ্যৎ।
এই অবস্থায় কিছুটা মধ্যপন্থা নীতি নিল কংগ্রেস হাইকমান্ড। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে তৃণমূল কিংবা দিল্লি ও পাঞ্জাবে আম আদমি পার্টির সঙ্গে একান্তই আসন সমঝোতা না হলে কিছু আসনে হতেই পারে বন্ধুত্বপূর্ণ লড়াই! কংগ্রেসের বক্তব্য, আগামী লোকসভা ভোটে বিজেপিকে হারাতে বাংলাতে তৃণমূল-বাম-কংগ্রেসের প্রকাশ্য মহাজোট হোক। কিন্তু শেষ পর্যন্ত না হলে বেশ কিছু আসন একে অপরকে ছেড়ে দেওয়ার কথা ভাবা হবে। জানা যাচ্ছে, এই নিয়ে ইতিমধ্যেই এক কদম এগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভায় কংগ্রেসের জেতা বহরমপুর এবং মালদা-দক্ষিণ ছেড়ে দিতে পারে তৃণমূল। অন্যদিকে পাঞ্জাবে আপের সঙ্গে আসন নিয়ে সমঝোতা না হলেও দিল্লিতে কেজরিওয়ালের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করতে সমস্যা হবে না কংগ্রেসের বলে খবর।
এদিকে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথা হওয়ার পর বামেদের সঙ্গেও আলোচনা হবে আসন সমঝোতা নিয়ে। তবে বাম-কংগ্রেস দুই শীর্ষ নেতৃত্বই চিন্তিত বাংলার রাজ্য নেতা-কর্মীদের নিয়ে। ইতিমধ্যেই রাজ্য কংগ্রেসে তৃণমূলের সঙ্গে সমঝোতা নিয়ে প্রকাশ্যে শুরু হয়েছে গোষ্ঠী দ্বন্দ্ব। সেটিং স্ট্যাম্প ঘাড়ে নিয়ে লেজেগোবরে অবস্থা বামেদেরও। এই অবস্থায় কংগ্রেসের মধ্যস্থতায় বামেদের সঙ্গেও আসন সমঝোতা নিয়ে নাকি কথা বলবে তৃণমূল! যদিও কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে আর সিপিএম-এর সীতারাম ইয়েচুরি উভয়েই রাজ্য নেতাদের সঙ্গে আলোচনা করে রণকৌশল ঠিক করবেন বলে জানিয়েছেন। তবে আগামী লোকসভার রণকৌশলের উপরই যে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেসের ভবিষ্যৎ নির্ভর করতে চলেছে, তা এক কথায় নিশ্চিত।
West-Bengal | Updated: 15:20 PM, Tue Sep 05, 2023
Narendra Modi: সাড়ে ন’বছরে একদিনও ছুটি নেননি, প্রধানমন্ত্রীর
কাজের ধরন নিয়ে নয়া তথ্য জানাল আরটিআই
নিউজ ডেস্ক: তিনি নিজেকে জনগণের
‘চৌকিদার’ বলে দাবি করেন। তিনি যে সত্যিই প্রতিদিন চৌকি দিচ্ছেন, তার প্রমাণ মিলল তথ্যের অধিকার আইনে। দিন কয়েক আগে
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, প্রতিদিন ১৭ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী অর্থাৎ বছরের ৩৬৫ দিনই ১৭ ঘণ্টা কাজ
করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেবল তাই নয়, তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন ২০১৪ সালে। তার পর থেকে
এ পর্যন্ত এই সাড়ে ন’ বছরের প্রধানমন্ত্রীত্বের কালে একটি দিনও ছুটি নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তথ্যের অধিকার আইনে এক প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর
দফতর। তারা জানিয়েছে, ২০১৪ সালের ২৬ মে
প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে প্রতিদিনই কাজ করেছেন মোদী। অথচ, তাঁর এই কার্যকালের মেয়াদে রবিবারের পাশাপাশি ছিল আঞ্চলিক ছুটির দিন এবং জাতীয় ছুটির দিনও।
প্রধানমন্ত্রী সে সময় তাঁর
মন্ত্রীসভার সদস্যদের স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘মানসিকতা পাল্টান। সামনে কাজ অনেক। যে জনমত নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, সেই প্রত্যাশা পূরণের জন্য শুধু কাজেই মনোনিবেশ করতে হবে।’
West-Bengal | Updated: 11:53 AM, Tue Sep 05, 2023
Modi Biden Meet: জি২০-এর আগে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন মোদী-বাইডেন
নিউজ ডেস্ক: ৯ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি২০ বৈঠক(G20 Summit)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গুরুত্বপূর্ণ এই বৈঠকের জন্য ভারতে আসছেন বিশ্বের তাবড় তাবড় নেতারা। স্বাভাবিকভাবে তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকের আগেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে ফেলবেন তিনি। শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল হোয়াইট হাউস।
বিবৃতি অনুযায়ী, “জি২০ সম্মেলনে যোগদানের জন্য ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন প্রেসিডেন্ট।” আন্তর্জাতিক অর্থনীতি এবং কূটনীতিতে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব এবং এই সমস্যার সমাধানে ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত, সেই বিষয়ে দু’দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
সেইসঙ্গে, দারিদ্রতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ওয়ার্ল্ড ব্যাংক সহ বহুপাক্ষিক ব্যাংকগুলির সক্ষমতা বৃদ্ধি করার বিষয়েও আলোচনা হবে মোদী এবং বাইডেনের মধ্যে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা হবে বলেই জানিয়েছে মার্কিন প্রশাসন।
West-Bengal | Updated: 18:19 PM, Sat Sep 02, 2023
West-Bengal | Updated: 12:11 PM, Thu Aug 31, 2023
India China Relations: শান্তির কথা বলার পরই ভোলবদল, ফের অরুণাচল দাবি করল ড্রাগন
নিউজ ডেস্ক: BRICS-এ শান্তি ফেরানোর কথা বলার পর ফের ১৮০ ডিগ্রি ঘুরে গেল চিন। সোমবার 'স্ট্যান্ডার্ড ম্যাপ'-এর নতুন সংস্করণে দেশটি অরুণাচল প্রদেশ ও আকসাই চিনের বিতর্কিত অঞ্চলগুলিকে নিজেদের বলে দাবি করে। সেই সঙ্গে তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরকেও নিজেদের অংশ বলে দাবি করে ড্রাগন। যদিও বিষয়টি সামনে আসার পর তীব্র প্রতিবাদ করে ভারত জানিয়ে দেয়, অরুণাচল ভারতের অংশ ছিল, আছে, থাকবে। এর আগেও এইরকম ঘৃণ্য কূটনীতি করেছে চিন। তবে দীর্ঘদিন বাদে মোদী-জিংপিং সাক্ষাতের পর সীমান্ত সমস্যা নিয়ে যে ইতিবাচক ধারণা করা গিয়েছিল, তাতে জল ঢেলে ফের দ্বিপাক্ষিক সম্পর্ককে উত্তপ্ত করে দিল চিনের নোংরা রাজনীতি।
উল্লেখ্য, দিনকয় আগেই দক্ষিণ আফ্রিকায় BRICS সম্মেলনে ভারতের পাশপাশি সীমান্ত সমস্যা মিটিয়ে শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করেছিলেন জিংপিং। কিন্তু চিন যে ৬২-র বিশ্বাসঘাতকতার নীতিতেই চলেছে তা ফের হলো প্রমাণিত। ব্রিকস-এ ইতিবাচক কথা বলার পর সম্মেলনের পরই রঙ বদলে ড্রাগন দাবি করে, ভারতের তরফ থেকে নাকি জিংপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানানো হয়েছিল। এই কারণেই ব্রিকস-এ মোদীর সঙ্গে কথা বলেন জিংপিং।
কিন্তু চিনা বিদেশমন্ত্রকের এই বিবৃতি প্রকাশের পরই চিনের বেলুন ফুটো করে ভারত। ভারতের বিদেশমন্ত্রক জানায়, ভারত নয়, বরং চিনই বহুদিন ধরে ভারত সরকারের কাছে মোদীর সঙ্গে জিংপিংয়ের ব্যক্তিগত সাক্ষাৎ চেয়ে আর্জি জানিয়ে এসেছিল। ভারতের বিবৃতির পর যদিও পালটা বিবৃতি দিতে সাহস করেনি ড্রাগন। তা বলে বদলায়নি নিজেদের স্বভাবকেও। ফের ভারতের ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে চিহ্নিত করে আগুনে ঘি ঢালল জিংপিংয়ের দেশ।
West-Bengal | Updated: 12:29 PM, Tue Aug 29, 2023
Rozgar Mela 2023: ৫১ হাজার চাকরির ঘোষণা! নিয়োগপত্র
বন্টন খোদ প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক: ২০২২ সাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদীর উদ্যোগে রোজগার মেলার আয়োজন হয়ে আসছে। এবছর ফের একবার রোজগার মেলা আয়োজিত হল।
সোমবার এমনই রোজগার মেলা থেকে ৫১ হাজারেরও বেশি যুবকের হাতে চাকরি তুলে দিলেন খোদ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন দফতরে সদ্য চাকুরিপ্রাপ্ত যুবকদের হাতে এদিন
জয়েনিং লেটার দিয়েছেন প্রধানমন্ত্রী। রোজগার মেলার আওতায় এই নিয়োগপত্র দেওয়া
হয়েছে। ২৮ অগাস্ট, সোমবার দেশের মোট ৪৫ টি জায়গায় এই রোজগার মেলার আয়োজন করা হয়েছিল।
যুবকদের হাতে নিয়োগপত্র দেওয়ার সময়
নিজের বক্তব্যও পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘যুবকদের এমন একটা সময়ে রোজগার মেলার মাধ্যমে নিয়োগপত্র
দেওয়া হচ্ছে, যখন সারা দেশ চন্দ্রযান ৩- এর সাফল্য উদযাপন করছে। এই গর্বের মুহূর্তে যুবকদের জন্য এটি দ্বিগুণ আনন্দ করার সময়।’
২০২২ সালের ২২ অক্টোবর দেশে প্রথমবার রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। ৭৫ হাজার যুবককে তখন নিয়োগপত্র দেওয়া হয়েছিল। এরপরে ২০২২ সালেরই ২২ নভেম্বর ৭১ হাজারেরও
বেশি যুবককে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। এরপর ২০২৩ সালের ২০ জানুয়ারি আরও ৭১ হাজার
যুবককে নিয়োগপত্র দেওয়া হয়। পরে ১৩ এপ্রিলও ৭১ হাজার যুবককে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। ২০২৩ সালের ১৬
মে-তে ৭১ হাজার যুবক ও ১৩ জুন ৭০ হাজার নিয়োগপত্র এবং শেষবার ২২ জুলাই আরও ৭০ হাজার যুবককে দেওয়া হয়েছিল চাকরির
নিয়োগপত্র।
West-Bengal | Updated: 16:37 PM, Mon Aug 28, 2023
PM Modi: দেশে ফিরলেন নরেন্দ্র মোদী, বাঁধভাঙা উচ্ছ্বাস জনতার
West-Bengal | Updated: 13:05 PM, Sat Aug 26, 2023
INDIA Alliance: কে হবেন বিরোধী জোটের প্রধান, জানিয়ে দিলেন কংগ্রেসের প্রবীণ নেতা
নিউজ ডেস্ক: ২৬ টি বিরোধী দলের INDIA জোট আগামী লোকসভায় মোদীর নেতৃত্বাধীন NDA জোটকে টেক্কা দেওয়ার লক্ষ্য নিয়ে নামলেও এ পর্যন্ত ঘোষণা করতে পারেনি জোটের মুখ। ইতিমধ্যে NDA জোট পরিষ্কার করে দিয়েছে আগামী লোকসভা নির্বাচনেও মোদীই থাকছেন প্রধান। এদিকে কংগ্রেসের পৌরোহিত্যে INDIA জোট গঠিত হলেও কংগ্রেস খোদ ধন্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে। জোটের শুরুর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীকেই ফেভারিট জানিয়েছিলেন। কিন্তু বাধ সেধেছিলেন নীতীশ। এখনও নাকি INDIA জোটের নাম না-পসন্দ বিহারের মুখ্যমন্ত্রীর, আর জোটের মুখ নিয়ে তো তিনি একেবারে স্পিকটি নট।
এবার মুম্বই বৈঠকের আগে বিরোধী জোটের প্রধান নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রমোদ তিওয়ারি। তিনি জানান, যে দলের কাছে সবচেয়ে বেশি সংখ্যক সাংসদ হবে, সেই দলের নেতাই প্রধানমন্ত্রী হবেন। তবে ভোটের আগে বিরোধী শিবিরের প্রচারের মুখ কে হবেন, তা নিয়ে উত্তর দিতে পারেননি তিনি। তবে এর আগে মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছিলেন, ১১ জনের একটি কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হবে। এই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, জোটের মুখ কিংবা প্রধানমন্ত্রী পদপ্রার্থী কাকে করা হবে।
এদিকে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হোক কি জোটের মুখ, সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাবিভক্ত খোদ কংগ্রেসই। কংগ্রেসের একাংশের মতে, আগের বারের মতো রাহুল গান্ধীকেই করা হোক প্রচারের মুখ। তবে অন্য অংশ অবশ্য প্রজেক্ট করতে চাইছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে। সূত্রের খবর, ২০২৪ লোকসভায় বেনারস থেকে মোদীর বিপক্ষে দাঁড়াতে পারেন প্রিয়াঙ্কা। তাই আগামী ভোটে বেনারসের দিকে নজর থাকবে গোটা দেশের। এই পরিপ্রেক্ষিতে সরাসরি মোদীর বিরুদ্ধেই জোটের মুখ হিসেবে অনেকে চাইছেন তাঁকে। তবে শেষ অবধি জোটের মাথারা কতজন একটি নির্দিষ্ট সিদ্ধান্তে একমত হতে পারেন, সেটাই দেখার!
West-Bengal | Updated: 12:30 PM, Sat Aug 26, 2023
West-Bengal | Updated: 10:23 AM, Fri Aug 25, 2023
PM Modi Brics
Summit: ব্রিকসের মঞ্চ থেকে তেরঙ্গা তুলে নিলেন মোদী, জাতীয় পতাকাকে শ্রদ্ধার নিদর্শনে
অভিভূত বিশ্ব
নিউজ ডেস্ক: মঞ্চে উঠেই দেখলেন পায়ের নিচে রাখা আছে তেরঙ্গা। ভারতের জাতীয় পতাকা। তা পায়ের তলায় থাকবে কেন? তার স্থান তো মাথার উচ্চে থাকা উচিত। আর সেই চিন্তা থেকেই শ্রদ্ধাবনত হয়ে মঞ্চ থেকে সেই পতাকা তুলে রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখানো পথেই হাঁটলেন আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
ভারত, চিন, ব্রাজিল,
দক্ষিণ আফ্রিকা ও রাশিয়াকে নিয়ে তৈরি হয়েছে ব্রিকস গোষ্ঠী (BRICS summit)। মঙ্গলবার
থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে জোটের পঞ্চদশ শীর্ষ সম্মেলন। চলবে তিনদিন। ২২ থেকে
২৪ আগস্ট । প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সম্মেলনে যোগ দেওয়া নিয়ে
তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল জোহানেসবার্গে পৌঁছে যান
মোদি। রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ভারচুয়ালি অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন।
জোহানেসবার্গে ব্রিকস
সম্মেলনের দ্বিতীয় দিনে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মঞ্চে ওঠেন মোদী এবং
রামাফোসা। সেখানে নির্দিষ্ট দেশের পতাকার স্টিকারের উপরেই দাঁড়াতে হত তাদের আর তা দেখেই
মোদী মঞ্চের নিচ থেকে সেই পতাকা তুলে নিয়ে পকেটে রাখেন। মোদীকে দেখেই প্রেসিডেন্ট রামাফোসাও
একই কাজ করেন, তাদের দেশের ক্ষুদ্র পতাকার স্টিকার তুলে রাখেন। সমাজমাধ্যমে মোদীর এহেন
কীর্তিতে পঞ্চমুখ সকলে। দেশের জাতীয় পতাকার প্রতি পরম শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তিনি এভাবেই।
West-Bengal | Updated: 17:55 PM, Wed Aug 23, 2023
India-Us Relations: বাইডেনের কাছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ ভারত, জানালেন মার্কিন রাষ্ট্রদূত
নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ ভারত, এমনটাই মন্তব্য করলেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি। তিনি বলেন তথ্য-প্রযুক্তি, মহকাশ, বাণিজ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হাতে হাত রেখে কাজ করে চলেছে ভারত-আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং নাকি তাঁকে জানিয়েছেন, তাঁর কাছে ভারতের গুরুত্ব সবচেয়ে প্রথমে। গারসেট্টি জানান, আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা প্রায় ৬% করদাতা।
আমেরিকান দূত ভারতের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, 'প্রযুক্তি থেকে বাণিজ্য, পরিবেশ থেকে নারীর ক্ষমতায়ন, ছোট ব্যবসা থেকে মহাকাশ সর্বত্র আজ একে অপরকে সহযোগিতার রাস্তা বেছে নিয়েছে উভয় দেশ। আমরা বলতাম আকাশের সীমা। কিন্তু এখন আমরা মহাকাশে একসঙ্গে কাজ করছি, আকাশেরও সীমা নেই। আসমুদ্র-আকাশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত পৃথিবীর মঙ্গলের জন্য সংগঠিতভাবে কাজ করে চলেছে।' পাশাপশি ভারতের প্রতি নিজের ব্যক্তিগত আকর্ষণ এবং ভালোবাসার কথাও ব্যক্ত করেন গারসেট্টি। তিনি জানান, ভারতে আসা তাঁর স্বপ্ন ছিল। তিনি সর্বদা বুদ্ধ গয়াতে থেকে বৌদ্ধশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে আগ্রহী ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে ভারতে ১০০ দিন পূর্ণ করার স্মৃতি নিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন গারসেট্টি। সেখানে ভারতের বিভিন্ন রাজ্যে সাক্ষাতের মুহূর্ত তুলে ধরেছেন তিনি। এর আগে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, ভারতে তাঁর মেয়াদ চলাকালীন দুই দেশের মদহ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে প্রয়াসী হবেন তিনি। আগামী ৭ সেপ্টেম্বরেই ৩ দিনের জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন জো বাইডেন। এর আগে মার্কিন রাষ্ট্রদূতের দুই দেশকে নিয়ে করা এমন মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
West-Bengal | Updated: 17:19 PM, Wed Aug 23, 2023
West-Bengal | Updated: 15:43 PM, Wed Aug 23, 2023
Modi Raksha
Bandhan: পাকিস্তানি বোনের কাছে রাখি পরবেন মোদী! কে এই পাকিস্তানি মহিলা?
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীর আপন বোন বাসন্তীর কথা অনেকেই জানেন, কিন্তু তার আরেক বোন যে পাকিস্তানে
থাকেন সে কথা জানতেন কি? আর সেই পাকিস্তানি বোন আবার প্রতি বছর দিল্লি এসে রাখি পরিয়ে
যান মোদীকে। এ বছরও তার অন্যথা হবে না। মোদীর সঙ্গে কোনোরকম পারিবারিক সম্পর্ক না থাকলেও
গত ৩৫ বছর ধরে তার কাছেই পরম যত্নে রাখি পরেন নরেন্দ্র মোদী। নিজে হাতে রাখি বানিয়ে
পরাতে ভালোবাসেন এই পাক-মহিলা। সঙ্গে থাকে প্রাণভরা আশীর্বাদ। কিন্তু কে এই মোদীর পাকিস্তানি
বোন?
পাকিস্তানি এই বোনের
নাম কামার মহসিন শেখ। পাকিস্তানে জন্ম হলেও তার বিয়ে হয়েছে আমেদাবাদে। এখন থাকেন পাকিস্তানেই।
তবে শুধুমাত্র মোদীকে রাখি পরাতে পাকিস্তান থেকে ভারতে আসবেন কামার শেখ। তিনি জানান,
গত ৩৫ বছর ধরেই মোদীকে চেনেন তিনি। মোদী যখন আরএসএসের কর্মকর্তা ছিলেন তখন রাখি পরিয়ে
কামার মহসিন শেখ তাঁকে আশীর্বাদ করেছিলেন যেন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হতে পারেন।
আশীর্বাদ ফলেছিল বাস্তবেও। সেই থেকেই প্রতি বছর প্রধানমন্ত্রীকে রাখি পরান কামার মহসিন
শেখ।
করোনা মহামারির কারণে বেশ কিছু বছর যাবৎ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি কামার মহসিন শেখ। তবে এবার তাঁর সঙ্গে দেখা করে রাখির দিনটা তাঁর সঙ্গেই কাটাতে চান কামার। প্রতিবার রাখি পরিয়ে কামার ঈশ্বরের কাছে কামনা করতেন যেন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তার কামনা পূরণ হয়েছে। শুধু তাই নয়, দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও সর্বত্র মোদীর জয়জয়কার। এ বছর রাখি পরাতে সুদূর পাকিস্তান থেকে ভারতে আসবেন প্রধানমন্ত্রীর এই পাকিস্তানি বোন কামার মহসিন শেখ।
West-Bengal | Updated: 10:49 AM, Wed Aug 23, 2023
PM Modi: জোহানেসবার্গে স্বামী নারায়ণ মন্দিরের নকশা উদ্বোধন করলেন মোদী
West-Bengal | Updated: 10:19 AM, Wed Aug 23, 2023
PM Modi: 'ব্রিকস সামিট'-এ যোগ দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা পাড়ি দিলেন মোদী
West-Bengal | Updated: 10:45 AM, Tue Aug 22, 2023
2024 Lok Sabha Election: প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় মোদীর ধারে কাছে নেই কেউ, কোথায় স্থান মমতার?
নিউজ ডেস্ক: লোকসভার ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনীতির ময়দানে তরজা বাড়ছে শাসক-বিরোধীদের। বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের মোকাবিলায় কংগ্রেসসহ ২৬ টি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছে INDIA জোট। ২৪-এ মোদীর বিজয় রথ আটকাতে আদাজল খেয়ে ইতিমধ্যেই নেমে পড়েছে সদ্য প্রতিষ্ঠিত এই জোট। তবে রাজনীতির অঙ্গনে যে যুদ্ধই চলুক না কেন, আগামী লোকসভা নির্বাচনে কার ভাগয়ে ছিঁড়বে শিকে, তা ঠিক করবে জনগণের রায়। সম্প্রতি দেশ জুড়ে এবিপি নিউজ ও সি ভোটার একটি সমীক্ষা চালায়, যেখান থেকে উঠে আসে আগামী প্রধানমন্ত্রী হিসেবে কাকে প্রথম পছন্দ জনগণের।
৭ হাজার ৬৯৬ জনকে নিয়ে করা এই সমীক্ষা থেকে উঠে এসেছে, এখনও দেশের ৬২% নাগরিকের প্রথম পছন্দ হলেন নরেন্দ্র মোদী। অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে দেখতে ইচ্ছুক মাত্র ১৯% লোক। আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জন্য হাত তুলেছেন ৬% মানুষ। এদিকে, বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সমীক্ষা অনুযায়ী, প্রধানমন্ত্রীর দৌড়ের ধারে কাছে নেই তাঁর নাম। ২.৭% ব্যক্তির পছন্দের প্রার্থী তিনি।
উল্লেখ্য, গত ১৮ জুলাই থেকে ১৯ অগাস্ট পর্যন্ত চালানো হয়েছে সমীক্ষাটি। বিপুল সংখ্যক জনগণকে নিয়ে সমীক্ষাটি চালানো না হলেও এক প্রকার নিশ্চিত, INDIA জোট তৈরি করেও মোদীর সমর্থনের ধারেকাছে পৌঁছতে পারেনি বিরোধী শিবির। এদিকে মোদীর বিরুদ্ধে রাহুলের পরিবর্তে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পক্ষপাতী কংগ্রেসেরই একাংশ। মোদীর বিরুদ্ধে এবার বেনারস লোকসভা কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে প্রিয়াঙ্কার। তবে আপাতত প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মোদীকে টক্কর দেওয়ার মতো যে দ্বিতীয় কেউ নেই, তা এক প্রকার পরিষ্কার।
West-Bengal | Updated: 10:09 AM, Tue Aug 22, 2023
Agriculture Drone for Women: মহিলাদের জন্য এবার কৃষি ড্রোন! স্বাধীনতা দিবসে
বিরাট ঘোষণা মোদীর
নিউজ ডেস্ক: মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বহুদিন ধরেই নানা প্রকল্প
পরিচালনা করে এসেছে মোদী সরকার। শুধুই দেশের উন্নয়ন নয়, মহিলাদের নেতৃত্বের সামনের
সারিতে নিয়ে এসে উন্নয়নের দিকেই ঝুঁকেছে ভারত। ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার
লালকেল্লার বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের বিভিন্ন সাফল্য তুলে
ধরেন। একইসঙ্গে তিনি এও জানান যে দেশের সহস্র স্বনির্ভর গোষ্ঠীকে কৃষি ড্রোন সরবরাহ
করার প্রকল্প নেওয়া হবে। এমনকি মোদী এও বলেন যে দেশের মহিলাদের ড্রোন ওড়ানোর পাশাপাশি
সেই ড্রোন মেরামত করার প্রশিক্ষণও দেওয়া হবে সরকারের তরফে।
ভারতের দু’কোটি মহিলা লাখপতি হবেন, এটাই মোদীর স্বপ্ন। কৃষিখাতে প্রযুক্তির
ব্যবহার আরো বাড়াতে এবং সেই প্রযুক্তি আরো উন্নত করে তুলতে চেষ্টা করে চলেছেন নরেন্দ্র
মোদী। মোদী বলেন, “আমরা স্বনির্ভর গোষ্ঠীতে মহিলাদের ড্রোন ওড়ানোর এবং ড্রোন মেরামত
করার প্রশিক্ষণ দেব। ভারত সরকার হাজার হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন সরবরাহ
করবে।”
প্রাথমিকভাবে, এই প্রকল্পে
১৫,০০০ মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন দেওয়া হবে। পরে, এই প্রকল্পের পরিসর আরও
বাড়ানো হবে। দেশের প্রায় ১০ কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী
বলেছেন, “মহিলাদের নেতৃত্বে উন্নয়নই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আজ আমরা গর্ব করে বলতে
পারি, অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ভারতেই সর্বাধিক মহিলা পাইলট আছেন। মহিলা বিজ্ঞানীরা
চন্দ্রযান মিশনে নেতৃত্ব দিচ্ছেন। জি২০ দেশগুলিও ভারতে মহিলাদের নেতৃত্বে উন্নয়নের
গুরুত্ব স্বীকার করছে।”
West-Bengal | Updated: 12:56 PM, Wed Aug 16, 2023
West-Bengal | Updated: 10:30 AM, Wed Aug 16, 2023
Independence Day 2023: ৭৭তম স্বাধীনতা দিবসে
লালকেল্লায় পতাকা উত্তোলন, দেশবাসীর উদ্দেশে কী বললেন মোদী?
নিউজ ডেস্ক: “মেরে প্রিয় একশো চালিশ ক্রোড় পরিবার জন” ৭৭তম স্বাধীনতা দিবসের সকালে দেশবাসীকে ‘পরিবার’ বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম কোনো প্রধানমন্ত্রী লালকেল্লার ঐতিহাসিক ইমারত থেকে স্বাধীনতা দিবসের দিন দেশবাসীর প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ব্যক্ত করলেন। হাততালিতে ফেটে পড়ল গোটা দেশ। জনসংখ্যা ও গণতন্ত্রের ভিত্তিতে মোদী জমানায় এক নম্বরে ভারত। ৭৭তম স্বাধীনতা দিবসকে ঐতিহাসিক করে তুললেন দেশের প্রধানমন্ত্রী।
স্বাধীনতা দিবসের দিন রাজনৈতিক সংকীর্ণতা
ভুলে মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিপ্লবী ভগৎসিং, ঋষি অরবিন্দ ও আধ্যাত্মিক গুরু
স্বামী দয়ানন্দ সরস্বতী, মীরাবাঈ ও রানি দুর্গাবতীর অবদান জাতিকে সম্বোধন করার সময়
তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশ প্রগতির পথে এগোলেও সামনে রয়েছে কয়েকটি বাধা। সেই বাধা
কাটাতে গেলে রাজনীতির সংকীর্ণতার উর্ধ্বে উঠে রাজ্য ও কেন্দ্রের সহযোগিতায় কাজ করার
কথাও এদিন বলেন দেশের সর্বোচ্চ আসনে থাকা এই প্রশাসনিক কর্তা। লালকেল্লার মঞ্চ থেকে মণিপুর ইস্যু
সমাধানের ইঙ্গিত দেন তিনি।
স্বাধীনতা দিবস পরাধীনতা থেকে শিক্ষা নেওয়ার
দিন। যেভাবে হাজার বছর পূর্বে এদেশ বহিরাগত আক্রমণকারীদের হাতে পরাধীন হয়েছিল, অখণ্ড
ভারতমাতার পা থেকে মাথা ধীরে ধীরে পরাধীনতার শিকলে বেষ্টিত হয় তা এদিন মনে করিয়ে দেন
প্রধানমন্ত্রী। শুধু ব্রিটিশরা নয়, তার আগে যারা সোনার পাখি ভারতের সম্পদ লুঠ করেছে
তাদের আরেকবার এদিন স্মরণ করিয়ে দেন তিনি। সেই লুঠের ক্ষত আজও শুকোয়নি। কিন্তু হাজার
হাজার বছরের বহিরাগত আক্রমণ ও পরাধীনতার হাজার বছরের প্রত্যেক শতক ও দশকে পরাধীনতা
থেকে মুক্তির সংগ্রাম হয়। সেই ইতিহাস থেকে দেশবাসীকে শিক্ষা নিতে বলেন তিনি।
প্রসঙ্গত আজ ভারতের নাম নিলে দ্বিতীয় বা
তৃতীয় বিশ্বের দেশ মনে করা হয় না। বিশ্বের উন্নত দেশের সারিতে দাঁড়িয়ে ভারত। ভারত আজ
বিশ্বগুরু হওয়ায় সম্মুখে দাঁড়িয়ে। এই কৃতিত্ব অবশ্যই দেশের সরকারের প্রাপ্য বলে মনে
করছে দেশবাসীর একটা বড় অংশ। সরকার ও জণগণের একে অপরের প্রতি বিশ্বাসের ফলে ভারত আজ
এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এটাই ২৪-এর
লোকসভার নির্বাচনে যাওয়ার আগে শেষবারের মত লালকেল্লা থেকে জাতিকে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী।
কিন্তু তাঁর বক্তব্যে ছিল না কোনো রাজনৈতিক সংকীর্ণতা কিংবা জনমুখী প্রকল্প ঘোষণার
আড়ালে ভোট ব্যাংক তৈরির চেষ্টা।
West-Bengal | Updated: 13:05 PM, Tue Aug 15, 2023
Independence Day 2023: ৭৭তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
West-Bengal | Updated: 09:46 AM, Tue Aug 15, 2023
Central
Allocation of Money: কেন্দ্রের বরাদ্দ সরাসরি আর রাজ্যকে নয়, রিজার্ভ ব্যাঙ্কে পাঠানো
হবে টাকা
নিউজ ডেস্ক: এতদিন ধরে কেন্দ্র সরকারের
প্রকল্পের টাকা সরাসরি দেওয়া হত রাজ্যের হাতে। প্রকল্প-ভিত্তিক নির্দিষ্ট অ্যাকাউন্টে
জমানো থাকত সেই টাকা। কিন্তু এবার রাজ্যের হাতে সরাসরি টাকা পাঠানো বন্ধ করতে চলেছে
কেন্দ্র সরকার। এবার প্রকল্পের টাকা জমা থাকবে রিজার্ভ ব্যাঙ্কে, প্রয়োজন পড়লে যখন
খুশি সেই টাকা তোলাও যাবে। এই নয়া পদ্ধতিকে বলা হচ্ছে ‘জাস্ট ইন টাইম’।
কিছুদিন আগে এই রাজ্যে এক প্রকল্পে বরাদ্দ টাকা অন্য প্রকল্পে ব্যবহার করার জন্য বিস্তর বিতর্ক হয়েছিল। এমনকি এই অভিযোগও উঠেছিল যে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরে আর্তদের ক্ষতিপূরণ দিতে রাজ্য ব্যবহার করেছে মিড ডে মিলের টাকা। এমনকি নির্দিষ্ট প্রকল্পের জন্য বরাদ্দ টাকা বাণিজ্যিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিনের পর দিন রেখে দিয়ে অনৈতিকভাবে বিপুল অঙ্কের টাকার সুদও নিয়েছে রাজ্য। কিন্তু নতুন নিয়ম পুরোদস্তুর চালু হলে, এই দুই কাজই করা সমস্ত রাজ্যের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে বলে মানছেন পোড়খাওয়া প্রশাসনিক কর্তাদের একাংশ।
আরও পড়ুন: PM Narendra Modi: ‘রক্তের খেলা খেলেছে’, পঞ্চায়েত নির্বাচনকে টেনে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর
অর্থ দফতর সূত্রে অবশ্য দাবি, বিষয়টি পরিকল্পনার স্তরে রয়েছে। চলছে প্রস্তুতি পদ্ধতির চূড়ান্ত নিয়ম-বিধি এখনও হাতে আসেনি। এলে, পদক্ষেপ করা হবে। এক কর্তার মতে, “রাজ্যের ততটা সমস্যা হওয়ার কথা নয়। তবে তহবিলে বিপুল অঙ্কের টাকা জমা না পড়লে, বরং সমস্যায় পড়তে পারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিই।’ ইতিমধ্যে কেন্দ্র সরকার জানিয়েছে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলির টাকা সরবরাহ করা হবে ট্রেজারি সিঙ্গল অ্যাকাউন্ট থেকে। বাজেট বরাদ্দ হওয়ার পরে পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের মাধ্যমে সেখানে অর্থ মন্ত্রক টাকা পাঠাবে। আপাতত প্রতিটি মন্ত্রকে একজন করে কেন্দ্রীয় নোডাল এজেন্সি তৈরি হবে।
আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই
নতুন নিয়ম চালু হলে রাজ্যকে দেওয়া কেন্দ্রের কোনো প্রকল্পের অব্যবহৃত টাকা আর পড়ে থাকবে
না। ফলে অব্যবহৃত অর্থ ফিরিয়ে দিয়ে সেই টাকা অনেকটা সাশ্রয়ও হবে বলে জানা গিয়েছে।
West-Bengal | Updated: 10:34 AM, Mon Aug 14, 2023
Narendra Modi: ১০০ কোটির সন্ত হরিদাস মন্দিরের উদ্বোধন করবেন মোদী, শিলান্যাসে বড় চমক প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক: শনিবার সন্ত রবিদাসের ১০০ কোটি টাকার মন্দিরের
(Sant Ravidas Temple) ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের সাগর
জেলার বুন্দেলখণ্ড এলাকায় প্রায় ২০ থেকে ২৫ শতাংশ মানুষ মুচি সম্প্রদায়ের মানুষ। এঁরা
হলেন সন্ত রবিদাসের একনিষ্ঠ ভক্ত। অপর দিকে সমানেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন।
তাই তার আগে তফশিলি সমাজের জন্য সন্ত গুরু রবিদাসের মন্দিরের স্থাপনা করে বড় চমক দিতে
চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মধ্যপ্রদেশের সাগর জেলায় চতুর্দশ সন্ত সাধক রবিদাসের একটি সুন্দর মন্দির নির্মাণের শিলান্যাস করবেন মোদী। এর পাশাপাশি তিনি প্রকাশ্য সভা করবেন বলেও জানা গেছে। এই মন্দির নির্মাণে আনুমানিক খরচ হবে মোটামুটি ১০০ কোটি টাকা। সামনেই মধ্যপ্রদেশ নির্বাচন। তাই এই সন্ত মহাপুরুষের মন্দির নির্মাণ করে সন্ত রবিদাসের ভক্তদের বিশেষ উপহার তুলে দিতে চাইছেন প্রধানমন্ত্রী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: JP Nadda: লোকসভা নির্বাচনের রোডম্যাপ ঠিক করে দিতে বঙ্গ সফরে জেপি নাড্ডা
সন্ত রবিদাস ছিলেন ভারতের মধ্যযুগের ভক্তিবাদী
আন্দোলনের একজন অন্যতম প্রবক্তা। মূলত মধ্য ভারত, পশ্চিম ভারত এবং উত্তর ভারতে ভক্তিবাদী
আন্দোলনের অন্যতম প্রচারক ছিলেন। মানুষের মধ্যে জাতপাত, বর্ণ বিদ্বেষকে দূরে রেখে ভক্তিবাদের
প্রচার, প্রসার ঘটান তিনি। তাঁর সমসাময়িক ভক্তিবাদী সন্ত মহাপুরুষদের মধ্যে ভক্তিবাদে
বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন দাদুর, নানক, কবীর, মীরা বাঈ, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রমুখ।
জগতের মুক্তির জন্য মুখে মুখে দোহা বা পদের মাধ্যম গানে রচনা করে গিয়েছেন সন্ত রবিদাস।
এখনও পর্যন্ত জানা গিয়েছে প্রায় ১০ হাজার
বর্গ কিলোমিটার জায়গা জুড়ে তৈরি হবে এই মন্দির যেখানে একটি বিশেষ প্রদর্শনীশালা থাকবে,
থাকবে সন্ত রবিদাসের জীবনীভিত্তিক বেশ কিছু কথাচিত্র। মন্দিরে আগত ভক্তদের জন্য ভক্তনিবাস
এবং জলকুণ্ড রাখার পাশাপাশি মন্দিরের ভিতরেই একটি সম্মেলনকক্ষও থাকবে বলে জানা গিয়েছে।
West-Bengal | Updated: 14:25 PM, Sat Aug 12, 2023
HAR GHAR TIRANGA 2.0: বাড়ি বসেই পেয়ে যান জাতীয় পতাকা
West-Bengal | Updated: 14:02 PM, Thu Aug 10, 2023
Narendra Modi: চক দে ইন্ডিয়া! ভারতের ঝুলিতে এল ২৬টি পদক- কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নিউজ ডেস্ক: চক দে ইন্ডিয়া! বিশ্বের দরবারে আবারও সাফল্যের নিশান ওড়ালো ভারতের খেলোয়াড়রা। দুর্ধর্ষ পারফরম্যান্সে জিতে নিল ২৬টি পদক। ক্রীড়াক্ষেত্রে ভারতের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ, উচ্ছ্বসিত স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দেশের গর্ব ঐ খেলোয়াড়দের কুর্নিশ জানিয়ে টুইটও করেন নরেন্দ্র মোদী।
গত ২৯ জুলাই চিনের ছেংতু শহরে শুরু হয়েছে ৩১তম World University Games। আর এই প্রতিযোগিতাতেই পরপর ২৬টি পদক জয় করে ভারত। এর আগে এই প্রতিযোগিতায় একসঙ্গে এতগুলি পদক পায়নি ভারত। প্রথম দিনই সোনার হ্যাটট্রিক করে ভারত। এছাড়া একটি ব্রোঞ্জও আসে ভারতের ঝুলিতে। তারপর খেলা যত এগোতে থাকে ততই ভারতের ঝুলিতে পদকের সংখ্যা বাড়তে থাকে। মোট ১১টি সোনা সহ ২৬টি পদক এসেছে ভারতের ঝুলিতে।
আরও পড়ুন: Canada League: কানাডা লিগে সেরা ক্রিকেটারের পুরস্কার অর্ধেক একর জমি
এদিন খেলোয়াড়দের
প্রশংসা করে টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘৩১ তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি
গেমসে ভারতীয় খেলোয়াড়রা ২৬টি পদক নিয়ে রেকর্ড গড়ে ফিরে এসেছেন। আমাদের সবচেয়ে ভালো
পারফরম্যান্স ছিল এটি। যার মধ্যে ১১টি সোনা, ৫টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ রয়েছে। যাঁরা
গোটা দেশকে গৌরবান্বিত করে তুলেছে এবং আগামী দিনের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করেছে,
সেই সমস্ত অসাধারণ ক্রীড়াবিদদের স্যালুট।‘এই বিশাল সাফল্যের জন্য পদকজয়ী ক্রীড়াবিদ,
তাঁদের পরিবার এবং কোচদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটারে পদকজয়ীদের ছবিও
তুলে ধরেছেন তিনি।
West-Bengal | Updated: 12:44 PM, Wed Aug 09, 2023
Rahul Gandhi: প্রায় চারমাস পর সাংসদ পদ ফিরে পেলেন রাহুল
নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সাংসদ পদ ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার লোকসভার অধিবেশন শুরু হতেই স্পিকার ওম বিড়লার সচিবালয় থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানান হয়। বিবৃতিতে লেখা, সুপ্রিম কোর্টের রায়ের পর রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
মোদী পদবি অবমাননা মামলায় দোষী সাব্যস্ত হন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মামলার শুনানিতে ২ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকার জরিমানা ধার্য হয় রাহুলের বিরুদ্ধে। এরপর সাংসদ পদ খারিজ হয়ে যায় তাঁর।
শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে রাহুলের সেই শাস্তির উপর স্থগিতাদেশ দেওয়া হয়। শীর্ষ আদালতের সেই রায়ের ৪৮ ঘন্টা পরই রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সচিবালয়ের তরফে বিবৃতি পাওয়ার পরই সোমবার দুপুরে সংসদের বাদল অধিবেশনে যোগও দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উল্লেখ্য, এদিনের এই ঘটনার ফলে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে অংশগ্রহণ করতে পারবেন রাহুল।
West-Bengal | Updated: 18:20 PM, Mon Aug 07, 2023
Narendra Modi: মধ্যপ্রদেশের 'ছোট্ট ব্রাজিল'-এ ঘুরে এলেন প্রধানমন্ত্রী
West-Bengal | Updated: 10:59 AM, Mon Jul 31, 2023
BJP Vice President: সর্বভারতীয় পদে RSS-ঘনিষ্ঠ মুসলিম, বিরাট চমক বিজেপির
নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী ২৬ টি দল তাদের জোটে INDIA ব্যবহার করে দেওয়ার চেষ্টা করেছে বড় চমক। কিন্তু রাজনৈতিক চমক দেওয়ার ক্ষেত্রে এখনও অপ্রতিরোধ্য টিম মোদী-শাহ-নাড্ডা। এবার মুসলমান সমাজকে বার্তা দিতে বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি করা হলো একজন মুসলমান শিক্ষাবিদকে। তিনি আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তারিক মনসুর। এই সিদ্ধান্ত যে বিরোধীদের বিজেপিকে মুসলিম-বিরোধী বলে প্রচারেরই সপাট উত্তর, তাই মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, ২০২৪ এর লোকসভার আগে হিন্দু রাষ্ট্র ইস্যু এবং UCC নিয়ে মুসলমান সমাজের ক্ষোভের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। আলীগড় বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছিল কেন্দ্রের বিরোধিতায়। সেই সময় উত্তেজনা সফলভাবে নিয়ন্ত্রণ করেছিলেন মনসুর সাহেব। মুসলিম হয়েও আরএসএস ঘনিষ্ঠ হওয়ায় বিজেপির পছন্দের তালিকায় ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পসমন্দা মুসলিম ছাত্রদের কাছে দারাসিকোর ধর্মনিরপেক্ষতার আদর্শের কথা তুলে ধরেছিলেন তিনি। পসমন্দা মুসলিম সম্প্রদায়ের মন পেতেই এই দুঁদে নেতাকে বসানো হলো বিজেপির এমন গুরুত্বপূর্ণ পদে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের আলীগড়েরই বাসিন্দা তারিক মনসুর, এবং সেখানকার পসমন্দা সমাজে বেশ জনপ্রিয়তা রয়েছে তাঁর। এদিকে উত্তরপ্রদেশের প্রায় ২০ টি আসনে ভালোরকম ভোট শেয়ার রয়েছে পসমন্দা মুসলিমদের। এই কারণে লোকসভার আগে তারিক মনসুরকে গুরুত্বপূর্ণ দায়িত্বে এনে বিরোধী- জোটের একটি শক্তিশালী অস্ত্রকে ভোঁতা করে দিল বলে মত বিশেষজ্ঞদের। যদিও বিজেপির বক্তব্য, এই সিদ্ধান্তকে রাজনৈতিক ফায়দার দিক থেকে দেখা ভুল। কারণ এপিজে আব্দুল কালামের মতো মনীষীকেও রাষ্ট্রের প্রধান করেছে বিজেপি।
West-Bengal | Updated: 18:03 PM, Sat Jul 29, 2023
Narendra Modi: গুজরাতে সেমিকন সম্মেলনে বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী, দেখুন সরাসরি
West-Bengal | Updated: 12:05 PM, Fri Jul 28, 2023
No-Trust Motion: বিরোধীদের কটাক্ষে মোদীর হাতিয়ার ‘অনাস্থা প্রস্তাব’
নিউজ ডেস্ক: অগ্নিগর্ভ মণিপুর। সংসদে এই প্রসঙ্গে কোনও আলোচনা করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ বিরোধীদের। বাদল অধিবেশনের শুরু থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার দাবিতে একাধিকবার মুলতুবি হয়েছে অধিবেশন। অবশেষে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধী জোট। বুধবার সেই প্রস্তাব গ্রহণও করে নিয়েছেন স্পিকার ওম বিড়লা। আসলে সংখ্যার বিচারে কোনও রকম বিপদ নেই বিজেপি সরকারের। বরং বিতর্কপর্বে ‘মোদী বনাম বিরোধী’ এই বক্তব্যকে বিরোধীদের বিরুদ্ধে প্রতিষ্ঠা করার সুযোগ পাবে এনডিএ।
অনাস্থা প্রস্তাবে মোদী সরকারের যে কোনও ‘ভয়’ নেই, তা ভালোভাবেই জানে বিরোধী শিবির। তা সত্ত্বেও মণিপুর ইস্যুতে কেন্দ্রকে ‘কোণঠাসা’ করার জন্যে এই পদক্ষেপ নিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। উল্টো দিকে, নির্বাচনী আবহে কংগ্রেস সহ বাকিদের বিরুদ্ধে সুর চড়াতে এই সুযোগকেই পাল্টা হিসেবে কাজে লাগাবেন মোদী। অন্তত বুধবার আইটিপিও’এর উদ্বোধনী অনুষ্ঠানে এমনই ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রীর ভাষণে। বিজেপির তৃতীয় দফাতেও তাঁর নেতৃত্বের কথা বলে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন ২৪’এর লোকসভা নির্বাচনে জেতা নিয়ে এক ফোটাও চিন্তিত নন তিনি। উপরন্ত, নাম না করে ফের একবার কংগ্রেসের বিরুদ্ধে ‘রাজতন্ত্রের’ অভিযোগ তুলেছেন তিনি। আসলে দেশের স্বার্থে নয় ‘মোদীকে হারাতেই’ কংগ্রেসের সঙ্গে জোট বেধেছে বাকি বিরোধীরা। আর সেই বিষয়টিকেই এবার ‘হাতিয়ার’ করতে চলেছে কেন্দ্র সরকার।
আরও পড়ুন: Parliament Monsoon Session: কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের
বিরোধীদের অনাস্থা প্রস্তাবে স্পিকার ওম বিড়লা স্বীকৃতি জানালেও, এই বিষয়ে বিতর্কের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। এই প্রসঙ্গে স্পিকার বিড়লা জানিয়েছেন, সমস্ত দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে সেই ঘোষণা করা হবে। অবশ্য ভোটাভুটি হলে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে হারের কোনও সম্ভাবনা নেই বিজেপির।