Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MoreRahul Gandhi: কুলি সেজে দিল্লির স্টেশনে রাহুল, ‘নির্বাচনী প্রকল্প’ বলল বিজেপি
নিউজ ডেস্ক: গায়ে সাদা জামার উপরে কুলিদের লাল পোশাক। হাতে বাঁধা কালো ব্যাজ। মাথায় ট্রলি। বৃহস্পতিবার দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে কুলি অবতারে দেখা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেইসঙ্গে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে ওয়ানাড় সাংসদের সেই ভিডিও।
কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ এরকম সাজে কেন কংগ্রেসের যুবরাজ? জানা গিয়েছে, বেশকিছু দিন ধরে তাঁর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিল কুলিদের সংগঠন। তাদের সেই ইচ্ছা পূরণের জন্যই এদিন দিল্লির স্টেশনে পৌঁছন রাহুল। কুলির বেশে তাদের সঙ্গে কথা বলেন তিনি। কর্মক্ষেত্রে কী কী অসুবিধা হচ্ছে, সেই নিয়েও আলোচনা করেন। রাহুল প্রসঙ্গে কংগ্রেসের দাবি, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এদিন স্টেশনে পৌঁছন সাংসদ।
উল্লেখ্য, বছরের শেষে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তারপর ’২৪-এর লোকসভা নির্বাচন। কংগ্রেসের উপর দেশবাসীর আস্থা অনেক আগেই হারিয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। এই আবহে এ ধরনের কার্যকলাপ করে পুরনো আস্থা ফেরাতে চাইছেন কংগ্রেস সাংসদ বলে মত পর্যবেক্ষক মহলের।
এদিকে রাহুলের কার্যকলাপে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতার ছবি পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, “চাকা থাকা সত্ত্বেও মাথায় স্যুটকেশ নিয়ে হাঁটতে পারে রাহুল গান্ধীর মতো কোনও বোকা মানুষই।” সেইসঙ্গে তাঁর সংযোজন, “তিনি যে অনেকদিন স্টেশনে যাননি, তা এই ছবি দেখে স্পষ্ট। এখন দেশের বিভিন্ন স্টেশনে যাত্রী ও কুলিদের সুবিধার্থে এক্সকেলেটর তৈরি করা হয়েছে। আসলে এসব নাটক করে ভোটব্যাঙ্ক আদায়ের চেষ্টা করছে।”
সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে বিজেপির জাতীয় সম্পাদক মনজিন্দার সিং সিরশা জানান, কুলি সেজে দেশের মেহনতি মানুষের অপমান করেছেন রাহুল। বলিউড অভিনেতা গোবিন্দার অভিনীত ‘কুলি’ সিনেমার উপমা টেনে তিনি বলেন, “সিনেমায় বিভিন্ন সময়ে বিভিন্ন অবতারে দেখা যায় গোবিন্দাকে। কিন্তু দিনের শেষে পরিবারের কাছে রাজাবাবু হয়েই থাকেন তিনি। ঠিক তেমনই আসল জীবনে মায়ের রাজাবাবু হলেন রাহুল”। সেইসঙ্গে তাঁর সংযোজন, “দেশে কংগ্রেস সরকার থাকাকালীন সাধারণ মানুষের সঙ্গে সংযোগের ইচ্ছে হয়নি তাঁর।”
West-Bengal | Updated: 17:32 PM, Thu Sep 21, 2023
INDIA Alliance: কে হবেন বিরোধী জোটের প্রধান, জানিয়ে দিলেন কংগ্রেসের প্রবীণ নেতা
নিউজ ডেস্ক: ২৬ টি বিরোধী দলের INDIA জোট আগামী লোকসভায় মোদীর নেতৃত্বাধীন NDA জোটকে টেক্কা দেওয়ার লক্ষ্য নিয়ে নামলেও এ পর্যন্ত ঘোষণা করতে পারেনি জোটের মুখ। ইতিমধ্যে NDA জোট পরিষ্কার করে দিয়েছে আগামী লোকসভা নির্বাচনেও মোদীই থাকছেন প্রধান। এদিকে কংগ্রেসের পৌরোহিত্যে INDIA জোট গঠিত হলেও কংগ্রেস খোদ ধন্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে। জোটের শুরুর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীকেই ফেভারিট জানিয়েছিলেন। কিন্তু বাধ সেধেছিলেন নীতীশ। এখনও নাকি INDIA জোটের নাম না-পসন্দ বিহারের মুখ্যমন্ত্রীর, আর জোটের মুখ নিয়ে তো তিনি একেবারে স্পিকটি নট।
এবার মুম্বই বৈঠকের আগে বিরোধী জোটের প্রধান নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রমোদ তিওয়ারি। তিনি জানান, যে দলের কাছে সবচেয়ে বেশি সংখ্যক সাংসদ হবে, সেই দলের নেতাই প্রধানমন্ত্রী হবেন। তবে ভোটের আগে বিরোধী শিবিরের প্রচারের মুখ কে হবেন, তা নিয়ে উত্তর দিতে পারেননি তিনি। তবে এর আগে মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছিলেন, ১১ জনের একটি কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হবে। এই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, জোটের মুখ কিংবা প্রধানমন্ত্রী পদপ্রার্থী কাকে করা হবে।
এদিকে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হোক কি জোটের মুখ, সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাবিভক্ত খোদ কংগ্রেসই। কংগ্রেসের একাংশের মতে, আগের বারের মতো রাহুল গান্ধীকেই করা হোক প্রচারের মুখ। তবে অন্য অংশ অবশ্য প্রজেক্ট করতে চাইছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে। সূত্রের খবর, ২০২৪ লোকসভায় বেনারস থেকে মোদীর বিপক্ষে দাঁড়াতে পারেন প্রিয়াঙ্কা। তাই আগামী ভোটে বেনারসের দিকে নজর থাকবে গোটা দেশের। এই পরিপ্রেক্ষিতে সরাসরি মোদীর বিরুদ্ধেই জোটের মুখ হিসেবে অনেকে চাইছেন তাঁকে। তবে শেষ অবধি জোটের মাথারা কতজন একটি নির্দিষ্ট সিদ্ধান্তে একমত হতে পারেন, সেটাই দেখার!
West-Bengal | Updated: 12:30 PM, Sat Aug 26, 2023
2024 Lok Sabha Election: প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় মোদীর ধারে কাছে নেই কেউ, কোথায় স্থান মমতার?
নিউজ ডেস্ক: লোকসভার ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনীতির ময়দানে তরজা বাড়ছে শাসক-বিরোধীদের। বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের মোকাবিলায় কংগ্রেসসহ ২৬ টি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছে INDIA জোট। ২৪-এ মোদীর বিজয় রথ আটকাতে আদাজল খেয়ে ইতিমধ্যেই নেমে পড়েছে সদ্য প্রতিষ্ঠিত এই জোট। তবে রাজনীতির অঙ্গনে যে যুদ্ধই চলুক না কেন, আগামী লোকসভা নির্বাচনে কার ভাগয়ে ছিঁড়বে শিকে, তা ঠিক করবে জনগণের রায়। সম্প্রতি দেশ জুড়ে এবিপি নিউজ ও সি ভোটার একটি সমীক্ষা চালায়, যেখান থেকে উঠে আসে আগামী প্রধানমন্ত্রী হিসেবে কাকে প্রথম পছন্দ জনগণের।
৭ হাজার ৬৯৬ জনকে নিয়ে করা এই সমীক্ষা থেকে উঠে এসেছে, এখনও দেশের ৬২% নাগরিকের প্রথম পছন্দ হলেন নরেন্দ্র মোদী। অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে দেখতে ইচ্ছুক মাত্র ১৯% লোক। আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জন্য হাত তুলেছেন ৬% মানুষ। এদিকে, বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সমীক্ষা অনুযায়ী, প্রধানমন্ত্রীর দৌড়ের ধারে কাছে নেই তাঁর নাম। ২.৭% ব্যক্তির পছন্দের প্রার্থী তিনি।
উল্লেখ্য, গত ১৮ জুলাই থেকে ১৯ অগাস্ট পর্যন্ত চালানো হয়েছে সমীক্ষাটি। বিপুল সংখ্যক জনগণকে নিয়ে সমীক্ষাটি চালানো না হলেও এক প্রকার নিশ্চিত, INDIA জোট তৈরি করেও মোদীর সমর্থনের ধারেকাছে পৌঁছতে পারেনি বিরোধী শিবির। এদিকে মোদীর বিরুদ্ধে রাহুলের পরিবর্তে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পক্ষপাতী কংগ্রেসেরই একাংশ। মোদীর বিরুদ্ধে এবার বেনারস লোকসভা কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে প্রিয়াঙ্কার। তবে আপাতত প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মোদীকে টক্কর দেওয়ার মতো যে দ্বিতীয় কেউ নেই, তা এক প্রকার পরিষ্কার।
West-Bengal | Updated: 10:09 AM, Tue Aug 22, 2023
Amit Shah: ‘ব্যর্থ রাহুল’, ঝাঁঝাল আক্রমণ শাহের
নিউজ ডেস্ক: ‘১৩ বার চেষ্টার পরও উঠে দাঁড়াতে পারেননি’। কেন্দ্রের উদ্দেশ্যে রাহুল গান্ধীর দীর্ঘ কটাক্ষের উত্তরে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাম না করে কংগ্রেস সাংসদকে বিঁধে তিনি বলেন, “সংসদের এই কক্ষে এমন একজন সদস্য আছেন, রাজনীতিতে যাকে ১৩ বার লঞ্চ করার চেষ্টা করা হয়েছে। তবে ১৩ বারই ব্যর্থ হয়েছেন তিনি।”
সেইসঙ্গে তিনি আরও বলেন, “আমি নিজেই একবার সেই প্রচেষ্টার সাক্ষী ছিলাম, যখন তিনি এক দরিদ্র মহিলা কলাবতীর বাড়ি গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কি করেছিলেন তিনি? তাঁকে বাড়ি, রেশন, বিদ্যুৎ সবকিছুই দিয়েছেন প্রধানমন্ত্রী মোদীর সরকার।”
উল্লেখ্য, ২০০৮ সালে রাহুলের সৌজন্যে প্রচারের আলোয় আসেন মহারাষ্ট্রের বিদর্ভের বাসিন্দা কলাবতী বান্দুরকর। ঋণ মেটাতে না পেরে ২০০৫ সালে আত্মহত্যা করেন তাঁর স্বামী। কলাবতীর দৈনন্দিন জীবনের সংগ্রাম নিয়ে সংসদে বক্তব্যও রাখেন রাহুল। তারপর কেন্দ্রে ৬ বছর থাকা সত্ত্বেও সেই কলাবতীর জীবন সুধরাতে পারেনি কংগ্রেস সরকার বলে এদিন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, মোদী পদবি মামলায় খানিক স্বস্তি পেয়ে সম্প্রতি সাংসদ পদ ফিরে পেয়েছেন কংগ্রেসের ‘রাজকুমার’ রাহুল। সংসদের বাদল অধিবেশনে মঙ্গলবার উপস্থিত হন তিনি। বুধবার বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের আলোচনায় বক্তব্য রাখার সময় ফের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক কটাক্ষ ছুঁড়ে দেন তিনি। ‘অহংকারী রাবণ’এর সঙ্গে প্রধানমন্ত্রীকে তুলনাও করেন রাহুল। যদিও কংগ্রেস সাংসদের আনা প্রতিটি কটাক্ষের যোগ্য জবাব দিয়েছেন অমিত। তবে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবি, পদবি মামলার রেশ এখনও কাটেনি। কিন্তু তা সত্ত্বেও মুখে লাগাম নেই রাহুলের। ফলে ফের নতুন করে তিনি বিতর্ক উস্কে দিয়েছেন বলে জানায় বিশেষজ্ঞ মহল।
West-Bengal | Updated: 13:15 PM, Thu Aug 10, 2023
Rahul Gandhi: সংসদে ফিরে ফের বিতর্কের শিরোনামে রাহুল
নিউজ ডেস্ক: ‘কালারফুল’ কংগ্রেস সাংসদ। বুধবারের ঘটনার পর রাহুল গান্ধীর উদ্দেশ্যে অন্তত এমনটাই বলা চলে। প্রধানমন্ত্রীকে আলিঙ্গন এবং দলের স্বতীর্থদের দিকে চোখ টেপার পর এবার সরাসরি ‘ফ্লাইং কিস’! বিতর্ক যেন পিছু ছাড়তে চায় না কংগ্রেসের ‘রাজকুমার’র।
প্রায় চার মাস পর মঙ্গলবার সংসদে ফিরেছেন রাহুল। প্রথম দিন কার্যত মৌনতা অবলম্বন করেছেন তিনি। বুধবার অবশেষে বক্তৃতা দিতে দেখা যায় তাঁকে। মণিপুর সহ একাধিক ইস্যুতে ফের কেন্দ্রকে নিশানা করেন তিনি। বক্তৃতা শেষে কক্ষ ত্যাগের সময় জড়িয়ে পড়েন বিতর্কে। রাহুলের পরই বক্তব্য রাখতে ওঠেন বিজেপি সাংসদ স্মৃতি ইরানি। বক্তৃতার শুরুতেই তাঁর অভিযোগ, রাহুল গান্ধী লোকসভা থেকে বেরনোর সময় ট্রেজারি উপস্থিত বিজেপি মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘ফ্লাইং কিস’ ছুঁড়েছেন রাহুল। ‘যা সম্পূর্ণরূপে অসংসদীয় এবং অসম্মানজনক আচরণ’ বলে জানান স্মৃতি। এরপরই বিজেপি সাংসদ শোভা করন্দলাজে সহ ২১ জন রাহুলের বিরুদ্ধে লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে একটি অভিযোগও দায়ের করেন।
২০১৮ সালে কিছুটা এমনই ঘটনার স্বাক্ষী হয়েছিল গোটা দেশ। ঠিক পাঁচ বছর আগের বাদল অধিবেশনে বক্তৃতা শেষ করে ট্রেজারি বেঞ্চে বসে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গিয়ে আলিঙ্গন করেন রাহুল। এখানেই শেষ নয়, ফিরে এসে দলের স্বতীর্থদের দিকে তাকিয়ে চোখ টেপেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রাহুলের সেদিনের কীর্তি ভাইরালও হয়েছিল বেশ।
রাজনৈতিক বিশ্লেষকের মতে, পাঁচ বছর আগে সেদিনের সেই ঘটনা রাহুলের বক্তৃতার মানকে যথেষ্ট কমিয়ে দিয়েছিল। পরবর্তী সময়ে তাঁর রাজনৈতিক জীবনেও প্রভাব পড়েছিল যথেষ্ট। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ। তবে এবারও কী রাহুলের রাজনৈতিক ভূমিকায় বুধবারের ঘটনার প্রভাব পড়বে? প্রশ্ন রাজনৈতিক মহলের।
West-Bengal | Updated: 11:12 AM, Thu Aug 10, 2023
Rahul Gandhi: প্রায় চারমাস পর সাংসদ পদ ফিরে পেলেন রাহুল
নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সাংসদ পদ ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার লোকসভার অধিবেশন শুরু হতেই স্পিকার ওম বিড়লার সচিবালয় থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানান হয়। বিবৃতিতে লেখা, সুপ্রিম কোর্টের রায়ের পর রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
মোদী পদবি অবমাননা মামলায় দোষী সাব্যস্ত হন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মামলার শুনানিতে ২ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকার জরিমানা ধার্য হয় রাহুলের বিরুদ্ধে। এরপর সাংসদ পদ খারিজ হয়ে যায় তাঁর।
শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে রাহুলের সেই শাস্তির উপর স্থগিতাদেশ দেওয়া হয়। শীর্ষ আদালতের সেই রায়ের ৪৮ ঘন্টা পরই রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সচিবালয়ের তরফে বিবৃতি পাওয়ার পরই সোমবার দুপুরে সংসদের বাদল অধিবেশনে যোগও দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উল্লেখ্য, এদিনের এই ঘটনার ফলে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে অংশগ্রহণ করতে পারবেন রাহুল।
West-Bengal | Updated: 18:20 PM, Mon Aug 07, 2023
Election 2024: সাংবাদিক বৈঠকে অনুপস্থিত নীতীশ, জন্মেই কি হোঁচট খেল ইন্ডিয়া অ্যালায়েন্স?
নিউজ ডেস্ক: কথায় বলে, গাছে না উঠতেই এক কাঁদি! তেমনই কি হলো আগামী ২০২৪ লোকসভায় কেন্দ্রের বিজেপি সরকারকে হারানোর উদ্দেশ্যে গঠিত বিরোধী-জোট INDIA কে নিয়ে? বেঙ্গালুরুতে বৈঠকের পর গতকাল সাংবাদিক বৈঠক করেন বিরোধীরা। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই বৈঠকে ছিলেন না নীতীশ কুমার। আর নীতীশ কুমারের সাংবাদিক বৈঠকে না থাকা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারণ বিহারের মুখ্যমন্ত্রীই ছিলেন বিজেপি-বিরোধী জোট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। আর সেই নীতীশেরই সাংবাদিক বৈঠকে না থাকাকে কটাক্ষ করে বিজেপির দাবি, নীতীশকে INDIA জোটের আহ্বায়ক না করায় ক্ষুব্ধ হয়েই তড়িঘড়ি পাটনা প্রত্যাবর্তন করেছেন তিনি।
উল্লেখ্য, সাংবাদিক বৈঠকে বিরোধী শিবিরের মধ্যে বক্তব্য রেখেছিলেন মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এবং উদ্ধব ঠাকরে। ফ্লাইটের কারণে অথবা জরুরি কাজে আগে চলে গেছেন নীতীশ বলে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করা হলেও সূত্রের খবর, গঠবন্ধনের INDIA নাম নিয়ে নাখুশ তিনি। জানা গেছে, জোটের নাম নিয়ে আলোচনা না করেই কংগ্রেস সূত্রে ঘোষণা করে দিলে আশ্চর্য হয়ে যান নীতীশ। এমন কি বৈঠকের মধ্যেই নাকি তিনি প্রশ্ন তোলেন- একটি রাজনৈতিক জোটের নাম কীভাবে INDIA রাখা যায়! নীতীশকে গুরুত্ব না দেওয়াতে ক্ষুব্ধ হয়েছে আরজেডি এবং জেডিইউ-এরও একাংশ বলে খবর।
বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির প্রথম সারির নেতারা। বিজেপির রাজ্য সভার সাংসদ সুশীল কুমার মোদী নীতীশকে খোঁচা দিয়ে টুইট করেন,'INDIA জোটের আহ্বায়ক না করাতেই কি নীতীশ ক্ষুব্ধ?' কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবেও। তিনি বলেন,' শুনেছি বিহারের মহাঠগবন্ধনের বড় ভূপতিরা ইতিমধ্যেই বেঙ্গালুরু থেকে ফিরে গিয়েছেন। বর ঠিক হয়নি, পিসেমশাইরা তার আগেই রেগে গেছেন।' এক কথায় জন্মের পরেই স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল ২৬ বিরোধী দলের গঠবন্ধন INDIA জোট।
West-Bengal | Updated: 11:42 AM, Wed Jul 19, 2023
Opposition Meeting: ফের রাজ্য বাম-কংগ্রেস কর্মীদের একসঙ্গে লড়াই করার আহ্বান জানালেন শুভেন্দু
নিউজ ডেস্ক: পাটনায় তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেসের বৈঠক নিয়ে আগেই 'বাংলায় কুস্তি দিল্লিতে দোস্তি' বলে কটাক্ষ ছুঁড়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সোনিয়া গান্ধীর ডাকা ডিনার পার্টিতে রাহুল গান্ধী- সীতারাম ইয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এক টেবিলে উপস্থিতি নিয়ে ফের মুখ খুললেন তিনি। উল্লেখ্য, রাজ্যে সন্ত্রাস নিয়ে বাম-কংগ্রেস নেতৃত্ব একযোগে তৃণমূলকে আক্রমণ করতে থাকায় ডিনার পার্টিতে প্রথমে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও শেষমেশ ডিনারে দেখা যায় তৃণমূল-সুপ্রিমোকে। এরপর থেকেই বাম-কংগ্রেস-তৃণমূলকে একাসনে বসিয়ে সেটিংয়ের অভিযোগে আক্রমণ করে চলেছে বিজেপি।
এই প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারীর বক্তব্য। যে বাম-কংগ্রেস কর্মীদের পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিতে গিয়ে, অথবা ভোটের দিন কিংবা ফলাফলের দিনকেও সন্ত্রাসের বলি হতে হয়েছে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে, তাঁদেরই শীর্ষনেতারা কীভাবে তৃণমূলের সঙ্গে বৈঠকে বসছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ প্রসঙ্গে রাজ্যের সাধারণ বাম-কংগ্রেস কর্মীদেরকে দল থেকে বেরিয়ে এসে বিজেপিতে যোগদানের আমন্ত্রণ জানান শুভেন্দু। শুধু তাই নয়, প্রয়োজনে ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার পরামর্শও দেন তিনি তাঁদের উদ্দেশ্যে।
তিনি বলেন,' বাম-কংগ্রেসের যে সব কর্মীরা ভোটের আগে এবং ভোট-পরবর্তী সন্ত্রাসে ভুক্তভোগী হয়েছেন, তাঁদের আমি খোলাখুলিভাবে বিজেপিতে এসে একসঙ্গে লড়াই করার আমন্ত্রণ জানাই। আর যাদের বিজেপিতে আসতে সমস্যা আছে, তারা একটি প্ল্যাটফর্ম তৈরি করে মমতা সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।' এক কথায় আরও একবার পশ্চিমবঙ্গের বাম-কংগ্রেস কর্মীদের তাঁর 'নো ভোট টু মমতা' প্রচারে অংশ নিতে সরাসরি আমন্ত্রণ জানালেন শুভেন্দু অধিকারী।
West-Bengal | Updated: 13:50 PM, Tue Jul 18, 2023
পাটনার পর বেঙ্গালুরুর ডিনার পার্টিতে মমতা-রাহুল-ইয়েচুরি, অস্বস্তিতে রাজ্য বাম-কংগ্রেস
নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে ভোট সন্ত্রাসের পর এখনও একের পর এক বলি হয়ে চলেছে বিরোধীরা। থামার নাম নেই ভোট-পরবর্তী সন্ত্রাস। ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের বাম-কংগ্রেস সাধারণ কর্মীরাও। এমন অবস্থায় ফের রাজ্য বাম-কংগ্রেস নেতৃত্বের গলার কাঁটা হয়ে দাঁড়াল তৃণমূলের সঙ্গে তাদের শীর্ষ নেতৃত্বের ডিনার পার্টি। ২৪ লোকসভায় বিজেপির বিরুদ্ধে একত্রিত হচ্ছে বিরোধী দলগুলি। সেই মহাজোটে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে বাম-কংগ্রেসের শীর্ষনেতৃত্ব। এই নিয়ে ইতিমধ্যেই প্রকাশ্য সেটিং তত্ত্ব নিয়ে একযোগে তৃণমূল-সিপিএম-কংগ্রেসকে কটাক্ষ করে চলেছে বিজেপি।
আর তৃণমূলের সঙ্গে এই মাখামাখিতে অস্বস্তিতে বাম-কংগ্রেসের রাজ্য নেতৃত্বও। কদিন আগেই পাটনা বৈঠকের কাঁটায় বিদ্ধ হতে হয়েছিল অধীর চৌধুরী- সুজন চক্রবর্তীদের। সেই রেশ কাটতে না কাটতেই ফের সোনিয়া গান্ধীর ডাকা বেঙ্গালুরুর পার্টিতে একসঙ্গে ভোজে অংশ নিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী ও সীতারাম ইয়েচুরিকে। আর এই নিয়ে প্রকাশ্যেই ফের দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল বাম-কংগ্রেসের একাধিক রাজ্য-নেতাকে। এবারের পঞ্চায়েতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রত হয়েছেন কংগ্রেসের সাধারণ কর্মীবৃন্দ। এই কারণে এই দোস্তির বিরোধিতা সবচেয়ে বেশি দেখা কংগ্রেসের নিচুতলার কর্মীদের মধ্যে।
রাজ্যের কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর প্রতিক্রিয়া চাওয়া হলে সরাসরি শীর্ষনেতৃত্বের বিরোধিতা না করে কিছুটা ডিফেন্সিভ বক্তব্য রেখেছেন তিনি। তার বক্তব্য,' বেঙ্গালুরুতে যে বাংলার সন্ত্রাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধী এবং সীতারাম ইয়েচুরি কোনও প্রশ্ন করবেন না তা কীভাবে নিশ্চিত হওয়া যায়? আমাদের যথেষ্ট ভরসা আছে, এই প্রশ্ন তাঁরা অবশ্যই করবেন।' তবে নিজের ক্ষোভ পুরোপুরি চেপে রাখতে পারেননি কৌস্তভ। তিনি পরিষ্কারভাবে বলেন,'পশ্চিমবঙ্গে কংগ্রেসকর্মীদের যে আবেগ বা মানসিকতা, তাতে কোনওভাবেই তৃণমূলের সঙ্গে পথ চলাকে মেনে নেবেন না তাঁরা।' কংগ্রেসের রাজ্য নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের ড্যামেজ কন্ট্রোলে যাই বলুন না কেন, তৃণমূলের সঙ্গে কংগ্রেস-বামের দোস্তি যে ভালো চোখে দেখছেন না সাধারণ পার্টি-কর্মীরা, তা একপ্রকার স্পষ্ট।
West-Bengal | Updated: 12:42 PM, Tue Jul 18, 2023
West-Bengal | Updated: 11:24 AM, Thu Sep 14, 2023
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, বিপদ এড়ানোর উপায় কী?
West-Bengal | Updated: 18:17 PM, Thu Aug 31, 2023
Mumbai News: একই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
West-Bengal | Updated: 15:08 PM, Mon Jul 17, 2023
Monsoon Health Tips: পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি? রান্নাঘরেই আছে সুস্থ থাকার টোটকা!
West-Bengal | Updated: 17:46 PM, Thu Jul 13, 2023
Hand Sanitizer: করোনা গেলেও ব্যবহার হচ্ছে স্যানিটাইজার, অজান্তে বাড়ছে না তো বিপদ?
West-Bengal | Updated: 16:54 PM, Wed Jul 12, 2023
Chronic cough causes: কফ জমে গলায়? জেনে নিন সর্দি জমার লক্ষণ আর প্রতিকারের উপায়
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is other culture news
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is culture news
West-Bengal | Updated: 17:47 PM, Fri Jun 02, 2023
Rahul Gandhi's remarks on condition of Dalits, Muslims in India 'bitter truth': Mayawati
West-Bengal | Updated: 17:40 PM, Fri Jun 02, 2023
An open letter to the Indian film industry
West-Bengal | Updated: 17:39 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System ads132
West-Bengal | Updated: 17:37 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System dsf342
West-Bengal | Updated: 17:36 PM, Fri Jun 02, 2023
Girl Finds Strange Eggs Under Her Bed - When Expert Sees It, He Turns
West-Bengal | Updated: 17:33 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System 687342