Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read Moreনিউজ ডেস্ক: সাত দিন ধরে লড়াই চলছিল। কিন্তু মৃত্যুর কাছে হার মানলেন সিরাজুল মোল্লা। নিজের জমি রক্ষা করতে গিয়ে প্রাণ দিতে হল বসিরহাটের এই যুবককে।
বসিরহাট ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুর চড়পাড়া এলাকার বাসিন্দা সিরাজুল মোল্লা। সেখানে তাঁর একটি জমি রয়েছে। সেই জমি দখল করার চেষ্টা চলছিল বলে অভিযোগ। ওই জমিতে কে বা কারা তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে দেয়। এর প্রতিবাদ জানান সিরাজুল। তিনি ওই পতাকা খুলতে যান। সিরাজুলের পরিবারের দাবি এরপরই তাঁকে মারধর করা হয়। ১৯ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। সিরাজুল মোল্লাকে গুরুতর জখম অবস্থায় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে মধ্যমগ্রামের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ওই নার্সিংহোমেই মঙ্গলবার সিরাজুলের মৃত্যু হয়েছে।
সিরাজুলের মা নুরুন্নাহার খাচুন ঢালি বলেন, “তৃণমূলের একটা গোষ্ঠী আমার নিজের জমি জোর করে দখল করে পতাকা লাগিয়ে দেয়। সেখানে পার্টি অফিস করার চেষ্টা করছিল। আমার ছেলে প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করে। আবাস যোজনার টাকায় সেখানে বাড়ি তৈরির পরিকল্পনা ছিল”। মৃতের মা জানান, তারাও তৃণমূল কংগ্রেস সমর্থক। ৩২ বছর বয়সী সিরাজুলের স্ত্রী শাহনাজ বিবি বলেন, “ আমাদের একটা এক বছরের কন্যা রয়েছে। সরকারি ঘর আৎ হল না। যারা স্বামীকে খুন করল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই”। ঘটনার তদন্ত করছে বসিরহাট থানার পুলিশ। সত্যিই জমি দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টা নাকি পুরনো শত্রুতার জের তা পুলিশ খতিয়ে দেখছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে।
West-Bengal | Updated: 15:34 PM, Tue Sep 26, 2023
Abhishek in ED: হাজিরা দিলেন অভিষেক
নিউজ ডেস্ক: তলব করার প্রতিবাদ জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগে হাজিরা এড়ালেও অবশেষে বুধবার সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে সকাল ১১টা ৩৪ মিনিট নাগাদ এলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক। তার আগের দিন মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। চেয়েছিলেন রক্ষাকবচ। তবে লিখিত রক্ষাকবচ না থাকলেও মৌখিক রক্ষাকবচ রয়েছে তার। আবেদন শোনার পর বিচারপতি জানান, ইডি এই বিষয়ে আগেই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পালন করেছে। তাই নতুন করে কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই অভিষেকের। শুনানির সময় ‘সমন মানেই অভিযুক্ত নয়। এবং গ্রেফতারি নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডাকার’ আশ্বাস দিয়েছেন ইডি-র কৌঁসুলিও।
জানা গেছে এদিন দুপুর ১২:০০ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি আধিকারিক। মঙ্গলবার রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রশ্নমালা তৈরি করে রাখেন ইডি আধিকারিকরা। অভিষেক লিপ্স অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর পদ ছেড়ে দিলেও সি ই ও পদে রয়েছেন বলে ইডি সূত্রে খবর। তবে ডিরেক্টর পদে রয়েছেন অভিষেকের পরিবারের তিন সদস্য। গুরুত্বপূর্ণ পদে ছিলেন কালিঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। লিপ্স অ্যান্ড বাউন্ডস সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন রয়েছে ইডির। সেগুলি সম্পর্কে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত বুধবার বিরোধী জোটের সমন্বয় কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু তদন্তে সহযোগিতার স্বার্থে বৈঠকে যোগ দেওয়া হল না অভিষেকের। এক্ষেত্রে তৃণমূল শিবিরের প্রশ্ন সমন্বয় কমিটির বৈঠক কবে হবে তা আগেই ঘোষণা করা হয়েছিল। তা সত্বেও একই দিনে তলবের পিছনে রাজনৈতিক ষডযন্ত্রের ইঙ্গিত খুঁজে পাচ্ছে ঘাসফুল শিবির।
West-Bengal | Updated: 11:59 AM, Wed Sep 13, 2023
Cow Smuggling: ঘোর বিপাকে অনুব্রত মন্ডল!
নিউজ ডেস্ক: গরু পাচার মামলা
আসানসোল সিবিআই আদালত থেকে স্থানান্তরিত হল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। ফলে অনুব্রত মন্ডলের আসানসোলে ফেরার পরিকল্পনা বিশ বাঁও জলে বলেই
মনে করছে ওয়াকিবহাল মহল।
আসানসোল সিবিআই আদালতের বিচারক
রাজেশ চক্রবর্তী শেষ
দু দিনের শুনানিতে ইডির আইনজীবীর কাছে যে তথ্য দেখতে চান বুধবার সেই তথ্য পেশ করেন ইডির আইনজীবী অভিজিত ভদ্র। ১
জুলাই ২০০৫ সালে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের
জারি করা নোটিফিকেশন পেশ করেন ইডির আইনজীবী । সেই নোটিফিকেশনে ই ডি আর্থিক
দুর্নীতি মামলায় ৪৪/১সি ধারায় মামলা স্থানান্তরের আবেদন
করতে পারে বলে উল্লেখ রয়েছে।
যদিও এই আবেদনের তীব্র বিরোধিতা করেন অনুব্রতর
আইনজীবী সোমনাথ চট্টরাজ। তিনি আবেদন করেন, “সিবিআই’এর মামলা যত দিন না
সমাপ্ত হচ্ছে ততদিন যেন এই আবেদন স্থগিত রাখা হয়। অনুব্রতর মন্ডলের
মামলা দিল্লি স্থানান্তরের
বিষয়ে বার বার আসানসোল সিবিআই বিশেষ
আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ই ডি আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন এই মামলা
স্থানান্তর করতে চাইবার এক্তিয়ার ই ডি’র আছে নাকি ? কোন আইনের ভিত্তিতে ই ডি এই দাবি করছে ? এই মামলা
কেন্দ্রীয় এজেন্সি ই ডি ই করবে কেন ? এ বিষয়ে ১৯ই অগাস্ট
শুনানিতে ই ডি'র আইনজীবী সদুত্তর দিতে পারেন নি বলে সূত্রের খবর। সে ক্ষেত্রে
পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছিল ২ রা সেপ্টেম্বর। সেদিন ও ই ডি এর আইনজীবী
সন্তুষ্ট করতে পারেন নি আদালতকে বলে সূত্রের খবর। সে ক্ষেত্রে আরো ৪ দিন সময় চায়
ই ডি। সেই অনুযায়ী বুধবার এ বিষয়ে শুনানি হয়।
বিচারকের প্রশ্ন ছিল সেই এক ই।
তবে বুধবার ই ডি’র আইনজীবী
প্রয়োজনীয় নোটিফিকেশন দেখান বলে সূত্রের খবর। অপর দিকে অনুব্রত আইনজীবী সোমনাথ চট্টরাজ এই মামলা স্থানান্তরের বিষয়ে
বিরোধিতা করেন। তার দাবি তদন্ত চলছে। ফলে মামলা স্থানান্তর কি ভাবে
সম্ভব ?
ই ডি আইনজীবী .অভিজিৎ ভদ্র জানান,২০০৫ সালের এক নোটিফিকেশন অনুযায়ী মানি লন্ডারিং মামলা স্থানান্তর ও তদন্ত করে পারে ই ডি। সেই নোটিফিকেশন এ অর্থ দপ্তর ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা আছে যে পি এম এল এ অ্যাক্টে এ রকম মামলা ই ডি যে কোনো জায়গায় স্থানান্তর করার আবেদন জানাতে পারে। সেই নোটিফিকেশনের পর আদালত সন্তুষ্ট হয় বলে খবর। এর পর বিচারক মামলা স্থানান্তরের নির্দেশ দেন। যদিও অনুব্রতর আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান, "২০০৫ সালের এক নোটিফিকেশন ই ডি দেখিয়েছে। আগামী ১১তারিখের মধ্যে মামলা স্থানান্তরের কথা বলা আছে। কিন্তু ২ পাতার অর্ডার আছে"। তিনি আরও জানান উচ্চ আদালতে যাবার সম্ভাবনা রয়েছে। তবে দিল্লিতে মামলা গেলে কিছুটা অসুবিধা হতে পারে।
West-Bengal | Updated: 16:16 PM, Wed Sep 06, 2023
BDO VS TMC: বসার জায়গা নেই নতুন সভাপতির, বাক-বিতন্ডায় জড়ালেন বিডিও-প্রাক্তন সহ-সভাপতি
নিউজ ডেস্ক: বসার ঘরের যেন বড়ই অভাব। তাই চেয়ার হারানোর পর বসার জায়গা নিয়ে বাক-বিতন্ডায় জড়িয়ে গেলেন জনপ্রতিনিধি-আমলা। পুরুলিয়ার ঝালদা এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি তথা এখনও পর্যন্ত সাধারণ সদস্য হয়ে থাকা শেখ সুলেমান ও বিডিও রাজকুমার বিশ্বাসের মধ্যে বৃহস্পতিবার ঝামেলা বেঁধে যায় ব্লক প্রশাসনিক ভবনেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে প্রাক্তন সহ- সভাপতির বিরুদ্ধে অফিস ঘর জোর করে দখল করে রাখার অভিযোগ তোলেন বিডিও। ওই প্রাক্তন সহ-সভাপতি তার অফিস ঘরে ব্যক্তিগত ভাবে কেনা আলমারি, টিভি ও অন্যান্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে এই তত্ত্ব খাড়া করে ঘর ছাড়ার জন্য কিছু সময় চেয়ে বিডিওকে লিখিতভাবে জানিয়েছিলেন। তারপরেও বৃহস্পতিবার সেই অফিস ঘরে রঙ শুরু হওয়াই চটে লাল হয়ে যান প্রাক্তন সহ-সভাপতি।
জানা গেছে বিডিওকে হুমকি দেন সুলেমান মহাশয়। ১৪ই আগস্ট এই পঞ্চায়েত সমিতির
বোর্ড গঠনের পর নতুন সভাপতি, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
কিন্তু এখনও স্থায়ী ভাবে বসার জায়গা পাননি সভাপতি সারথি মুড়া ও সহ-সভাপতি
শক্তিপদ মাহাতো। এদিকে আজ শুক্রবার এই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন।
ঝালদা এক ব্লক কার্যালয় ও পঞ্চায়েত সমিতির ভবন আর পাঁচটা ব্লক অফিসের মত বড় জায়গায় বা একেবারে ঝাঁ চকচকে নয়। বাস্তবেই জায়গার অভাব রয়েছে। তবে এর মধ্যেই পাঁচ বছরে বেশি সময় আগে 'অ্যাডমেনিস্ট্রেটিভ বিল্ডিং' হিসাবে একটি ভবন তৈরি হয়। সেখানেই বিডিও ও জয়েন্ট বিডিওর বসার জায়গা ঠিক করা হয়। কিন্তু ঝালদা এক ব্লকের বিডিও রাজকুমার বিশ্বাস বলেন, “যে ঘর আমার অফিস কক্ষ হিসেবে ঠিক করা হয়েছিল সেখানে প্রাক্তন সহ-সভাপতি জোর করে দখল করে রাখেন। ফলে আমাকে অন্যত্র অফিস ঘর করতে হয়। বেশ কিছুদিন হল এই সমিতির নতুন বোর্ড গঠন হয়ে গিয়েছে। ফলে এবার ঘর ছাড়তেই হবে। প্রাক্তন সহ-সভাপতি ব্যক্তিগত জিনিসপত্রের যে অজুহাত খাড়া করেছেন তা ঠিক নয়। ওই ঘরের আলমারি, টিভি সবই সরকারি অর্থে কেনা”।
বিডিওর
পাল্টা শেখ সুলেমান বলেন, “ওই কক্ষে আমার
ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে। এগুলো আমি বিডিওকে চলতি মাসের ২১ তারিখ লিখিত আকারে জানিয়ে বলেছি আমাকে কয়েকদিন
সময় দেওয়া হোক ওই ঘর ছাড়ার জন্য। কিন্তু তিনি সেই সব কোন কথা না শুনেই চেয়ার
টেবিল ঘর থেকে বার করে রঙ করতে শুরু করেছেন। আমার প্রয়োজনীয় নথিপত্র হারিয়ে গেলে
বা নষ্ট হলে এর দায় কে নেবেন? এদিন আমি বিডিওকে সেটাই
বলেছি। "
২০১৩ সালের পঞ্চায়েতের
সময় থেকেই তৎকালীন বিডিও পূর্ণদেব মালাকার ১০০ দিনের কাজের প্রকল্পের প্রোগ্রাম
অফিসারের ঘরে তাঁর কার্যালয় চালান। তিনি বদলি হয়ে যাওয়ার পর পরের বিডিও নির্মিতা
সাহাও সেখানেই বসেন। সেখানেই বসছেন বর্তমান বিডিও রাজকুমার বিশ্বাস। ২০১৮ সালের
বোর্ডের প্রাক্তন সহ-সভাপতি শেখ সুলেমান ও প্রাক্তন সভাপতি বিনা মাহাতো প্রশাসনিক
ভবনের ঘরে বসছেন। বিডিও বলেন, " জয়েন্ট বিডিওর ঘরে প্রাক্তন সভাপতি এতদিন বসে এসেছিলেন। জয়েন্ট
বিডিও এ বিষয়ে কোনো আপত্তি তোলেন নি। " কিন্তু প্রশ্ন সভাপতি ও সহ-সভাপতি
কোন ঘরে বসে তাদের অফিস চালাবেন? বিডিও বলেন, “এখনই ঠিক বুঝতে পারছি না”।
West-Bengal | Updated: 00:38 AM, Fri Aug 25, 2023
Supreme Court of India: শিক্ষক ও পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আর্জি খারিজ সুপ্রিমে
নিউজ ডেস্ক: শিক্ষক এবং পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করবে সিবিআই(CBI) এবং ইডি(ED)। রাজ্যের আবেদন খারিজ করে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায়, ‘উভয় দুর্নীতির মামলার মধ্যে সাদৃশ্য রয়েছে’।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের সময় রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির সন্ধান পায় সিবিআই(CBI)। এরপর নতুন মামলা করে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই’র সঙ্গে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)ও। সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। তবে এবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে কার্যত রাজ্যের কোনও অভিযোগই ধোপে টিকল না।
মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এএসভি রাজু জানান, শিক্ষক এবং পুরসভা নিয়োগ দুর্নীতি দুই মামলার ক্ষেত্রেই একাধিক সাধারণ অভিযুক্ত রয়েছেন। শিক্ষক দুর্নীতি মামলার তদন্তে অয়ন শীলের হদিশ পাওয়া যায়। তাঁর বাড়িতে তল্লাশি করতে গিয়ে পুরসভা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে।
অন্যদিকে এই অভিযোগের উত্তরে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানান, ২০১৯ সালে নিয়োগ হওয়ার পর চার বছর কেটে গেলেও একটি অভিযোগও জমা পড়েনি এখনও। তিনি আরও জানান, প্রত্যেক ক্ষেত্রে রাজ্য পুলিশকে উপেক্ষা করে কেন্দ্রীয় সংস্থাকে তদন্ত করতে দেওয়া নিয়মবিরুদ্ধ।
দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “অন্যান্য মামলায় রাজ্য সরকারের ক্ষমতা খতিয়ে দেখবে আদালত। তবে এই ক্ষেত্রে দুটি মামলা একে অপরের সঙ্গে জড়িত”। সেকারণে রাজ্যের আবেদন গৃহীত হবে না।
West-Bengal | Updated: 10:33 AM, Tue Aug 22, 2023
T.M.C inner clash: ‘দলে সততার দাম নেই’ ক্ষোভ মেদিনীপুরের তৃণমূলের জেলা সাধারণ সম্পাদকের
নিউজ ডেস্ক: নবজোয়ার যাত্রার সময় গোপন ব্যালট লুঠ, মনোনয়ন পর্বে
দলের টিকিট না পেয়ে নির্দল দাঁড়ানো থেকে শুরু করে সবশেষে ভোটে জেতা প্রার্থীদের মধ্যে
বিভিন্ন পদের জন্য কলহ। তৃণমূলের গোষ্ঠীকোন্দল যেন রেওয়াজে পরিণত হয়েছে । তৃণমুলে গোষ্ঠীদ্বন্দ্ব
থামার নাম কোন ইঙ্গিত নেই। নবতম সংযোজন তরুণ জানা। তরুণ জানা তৃণমূল কংগ্রেসের কাঁথি
জেলার সাধারণ সম্পাদক। তার ক্ষোভ নিষ্ঠার সঙ্গে দল করলে জায়গা হয় না। যারা ঝোলে অম্বলে
উঁচুতলাকে খুশি করতে পারেন তারাই ভাল জায়গা পান দলে। দলে সততা আজ অতীত।
সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তিনি প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন।
বললেন ‘নিষ্ঠার সঙ্গে দল করলে, তার কোন জায়গা নেই’। তবে কোন প্রেক্ষিতে তিনি বললেন
সেটা খোলসা করে বলেননি। জানা গেছে জেলা সভাধিপতি হওয়ার দৌড়ে তার নাম ছিল। শেষ বেলা
অবধি তিনি আত্মবিশ্বাসী ছিলেন। মানসিক প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।
সঙ্গে ছিলেন সমর্থকরা। কিন্তু মাঝ পথে জানতে পারেন তাকে সভাধিপতি করা হচ্ছে না। সভাধিপতি
হচ্ছেন উত্তম বারিক। এর পর মাঝ পথে গাড়ি ঘুরিয়ে সমর্থকদের নিয়ে ফিরে যান তিনি। জেলা
পরিষদ সভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তিনি। যদিও প্রকাশ্যে তরুণ বাবুর
সাফাই ‘নাম ছিল জানতাম। কিন্তু নিশ্চিত ছিলাম না। দল যা সিদ্ধান্ত নিয়েছে, হয়েছে। এখন
নানান রকম এজেন্সি কাজ করে তো’।
যদিও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জেলার দাপুটে নেতা সৌমেন
মহাপাত্র বলেন, রাজ্য নেতৃত্ব থেকে যেমন নির্দেশ এসছে সেই মোতাবেক জেল পরিষদ সভাধিপতি
বাছা হয়েছে। রাজ্য নেতৃত্ব উত্তম বারিককে সভাধিপতি করার প্রস্তাব দিয়েছিল বলেই জানি।
সভাধিপতি হয়ে উত্তম বাবু অবশ্য কৌশলী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি অবশ্য প্রকাশ্যে
বলেন, ‘আমরা সকলেই তৃণমূলের সৈনিক। দল যেভাবে
চলতে বলবে সেভাবে চলব। তবে শুনেছি তরুণ বাবুর সেদিন নাকি শরীর খারাপ ছিল তাই তিনি আসতে
পারননি’। তবে ক্যামেরার সামনে তারা যাই বলুন না কেন দলের অন্দরে কলহ ও মান অভিমানের
পালা থামার ইঙ্গিত এখনই মিলছে না। এক্ষেত্রে বিজেপি নেতা অসীম মিশ্র বলেন, ‘ওদের দলে
কিভাবে টিকিট আর পদ পাওয়া যায় তা এখন সবাই জেনে গেছে। ওরা মারামারি করলে করুক আমাদের
কোন মাথাব্যথা নেই। সামনে দিন পড়ে আছে দেখুন না কি হয়’।
West-Bengal | Updated: 11:36 AM, Sat Aug 19, 2023
Jadavpur University Update: যাদবপুর কাণ্ডে পুলিশের তদন্তে আস্থা নেই শুভেন্দুর, চাইলেন N.I.A. তদন্ত
নিউজ ডেস্ক: যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় পুলিশের তদন্তে আস্থা নেই বিরোধী দলনেতার। এই ঘটনায় সিট তদন্ত দাবি করলেন তিনি। তবে কাশ্মীরি ছাত্রের সার্টিফিকেট বিতর্কের ঘটনায় তিনি কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করলেন।
প্রসঙ্গত যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ তদন্ত কমিটি শুক্রবার পঞ্চমবারের জন্য বৈঠকে বসতে চলেছে। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের। জানা গিয়েছে যাদবপুরের প্রাক্তন ও বর্তমান আরো বেশ কয়েকজন ছাত্রকে জিজ্ঞাসাবাদ করবে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা।
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে এবিভিপির বিক্ষোভ কর্মসূচিতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। সেই সময় তাঁকে কালো পতাকা দেখায় অতি বাম এক ছাত্র সংগঠনের সদস্যরা। শুভেন্দু অধিকারী সভামঞ্চ ছাড়তেই এবিভিপি সমর্থকদের ওপর একতরফা হামলা চালায় ওই অতিবাম সংগঠনের ছাত্ররা এমনটাই অভিযোগ। ছাত্রীদের সঙ্গেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে তারা। বিক্ষোভকারীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সমর্থকরা মিশে গিয়েছিল বলে দাবি করেন শুভেন্দু। শুক্রবার দলের ১৫ জন বিধায়ককে নিয়ে মৃত ছাত্রের নদীয়ার বাড়িতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কথা বলবেন মৃত ছাত্রের পরিবারের। তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত যাদবপুরের পরিস্থিতি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু।
West-Bengal | Updated: 13:10 PM, Fri Aug 18, 2023
TMC VS TMC: হুমায়ুন কবীর পন্থীদের দখলে পঞ্চায়েত সমিতি
নিউজ ডেস্ক: দীর্ঘ
টালবাহানার পর অবশেষে ভরতপুর পঞ্চায়েত সমিতির দখল নিলেন
বিধায়ক হুমায়ুন কবীরপন্থী ব্লক সভাপতি সঞ্জয় সারখেল। হুমায়ুন কবীরের বিরুদ্ধে দলের একাংশের হম্বি তম্বি কোন কাজে এল না।
ভরতপুরে তার অনুগামীরা পঞ্চায়েত সমিতি দখল করে প্রমাণ করে দিল বিয়াধকই শেষ পর্যন্ত
শেষ কথা বললেন।
সোমবার ভরতপুর এক নম্বার ব্লকের পঞ্চায়েত
সমিতির সভাপতি নির্বাচন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায়
ভরতপুর ১ নম্বর ব্লকের মোট ২৩ টি আসন সংখ্যা তার মধ্যে
শাসকদলের জয়ী ছিল ১৭ টি, কংগ্রেসের পাঁচটি ও নির্দলের একটি
আজ সর্বদলীয় সমর্থনে অর্থাৎ ২৩ জনের সমর্থনে ভরতপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন সালমা সুলতানা ও সহ সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় সঞ্জয়
সারখেল। এতদিন এই পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আবুল
হাসানাত। তাকে সরিয়ে সভাপতি নির্বাচন হলেন এই সালমা সুলতানা।
পঞ্চায়েতের মনোনয়ন পর্ব থেকেই ভরতপুর
বিধানসভায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। পঞ্চায়েত
নির্বাচনের দিন পর্যন্ত সেই দ্বন্দ্ব ছিল প্রকাশ্যে। সেই
দ্বন্দ্বের এখনও যে থামেনি তা বলা বাহুল্য। ভরতপুর পঞ্চায়েত
সমিতির দখল হুমায়ুন পন্থীরা নেওয়ায় কার্যত তৃণমূল কংগ্রেস যে তামসমর্পণ করল
তা বলা বাহুল্য। দলের অন্দরে কানাঘুষো শুরু হয়েছে শৃঙ্খলা রক্ষা
কমিটি কি তাহলে কারো কারো ক্ষেত্রে দৃষ্টিহীন হয়ে পড়ে।
West-Bengal | Updated: 17:10 PM, Mon Aug 14, 2023
PM Narendra Modi: ‘রক্তের খেলা খেলেছে’, পঞ্চায়েত নির্বাচনকে টেনে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর
নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে ‘রক্তের খেলা খেলেছে’ তৃণমূল কংগ্রেস। বাংলায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে এভাবেই তৃণমূলকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীভাবে অত্যাচার করা হয়েছে, ভোট লুট করা হয়েছে সেসব নিয়ে তীব্র আক্রমণ করেন। শনিবার বিজেপির ‘ক্ষেত্রীয় পঞ্চায়েতিরাজ পরিষদ’-এর পূর্বাঞ্চলীয় সম্মেলনের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সূচনা করেন প্রধানমন্ত্রী। রাজ্যে তখন উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই অনুষ্ঠানেই তৃণমূলের বিরুদ্ধে ভোটসন্ত্রাসের অভিযোগ করলেন নরেন্দ্র মোদী।
গত ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মনোনয়ন জমার শুরুর দিন থেকেই হিংসার অভিযোগ আসতে থাকে। ভোটগ্রহণের দিন একের পর এখ খুনের খবর এসেছে। তারপরেও খুনোখুনি বন্ধ হয়নি। ১১ জুলাই ফলাফল প্রকাশের দিনও হিংসা বন্ধ হয়নি। এদিন সেই পরিস্থিতির কথায় উঠে এসেছে প্রধানমন্ত্রীর কথাতে। এদিন মোদী বলেন, “বিজেপি প্রার্থীরা যাতে মনোনয়ন জমা দিতে না-পারে, যথাসাধ্য চেষ্টা করেছে তৃণমূল। তারা কেবল বিজেপি কর্মীদেরই নয়, ভোটারদেরও হুমকি দিয়েছে। বুথ দখলের জন্যে চুক্তি দেওয়া হয়েছে”। তৃণমূলকে তীব্র কটাক্ষ করে মোদী বলেন, ‘রাজ্যে রাজনীতি করার এটাই তাদের একমাত্র পন্থা’।
ভোটের দিন একাধিক জায়গায় ভয় দেখানো, রিগিং করে ভোটলুটের অভিযোগ উঠেছে। একাধিক জায়গায় ব্যালট বাক্স লুট করার অভিযোগ ওঠে। রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন যেন এক ‘বিভীষিকা’। গণমনার দিনও সন্ত্রাসের ছবি দেখা গিয়েছিল। এদিন সেই প্রসঙ্গে মোদী বলেন, “গণনার দিন গুন্ডা ভাড়া করে বুথ দখল করেছে তৃণমূল। কার্যালয়ের উপর হামলা চালায় তারা। জোর করে কর্মীদের বের করে দেওয়া হয়। কিন্তু এতকিছু সত্ত্বেও যখন বিজেপি জয় পেয়েছে, তখন আমাদের বিরুদ্ধে সমাবেশ করেছে।” প্রধানমন্ত্রী বলেন, রাজ্যবাসীর জীবন ‘নরকে পরিণত করা হয়েছে’। সেইসঙ্গে তিনি বলেন, "যারা নিজেদেরকে গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসাবে তুলে ধরে তারাই ইভিএম থেকে মুক্তি পাওয়ার ষড়যন্ত্র করেছে"।
West-Bengal | Updated: 15:59 PM, Sat Aug 12, 2023
Agnimitra Paul: বোর্ড গঠনে বাধা, রাস্তায় বসে বিক্ষোভ অগ্নিমিত্রার
নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার
থানার কৃষ্ণপুর অঞ্চলে বৃহস্পতিবার বোর্ড গঠনের দিন ধার্য
করা হয়। স্থানীয় বিডিও এমনটাই তাদের জানিয়েছিলেন বলে দাবী বিজেপির ।
কিন্তু বৃহস্পতিবার কোন কারণ না জানিয়ে বোর্ড গঠন স্থগিত করে দেওয়া হয় বলে অভিযোগ
বিজেপির। গেরুয়া শিবিরের দাবী তৃণমূলকে অনৈতিকভাবে বোর্ড গঠনের সুযোগ করে দিতেই এই
পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযোগে এদিন অগ্নিমত্রা
পল এদিন রাস্তায় বসে বিক্ষোভ দেখান।
এদিন বিজেপি নেতৃত্ব বোর্ড গঠনের জন্য নিয়ে এই পঞ্চায়েত দপ্তরের আসে। হঠাৎ করে বিডিও জানান বোর্ড গঠন আজ হচ্ছে না। ক্ষোভে ফেটে পড়েন বিজেপি সমর্থকরা। খবর পেয়ে এলাকায় আসেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। কিন্তু তাকে আটকে দেওয়া হয়। পঞ্চায়েত দপ্তরের কাছে যেতে দেওয়া হয়নি তাকে। মাধবপুর বাজারে রাস্তার উপরে বসে বিক্ষোভ শুরু করেছেন অগ্নিমিত্রা পল এবং বিজেপি সমর্থকেরা।
উল্লেখ্য এই কৃষ্ণপুর পঞ্চায়েতে ১৯ সদস্যের মধ্যে তৃণমূল ৫, আইএসএফ ৩, নির্দল ১, বিজেপি ১০ আসন পায়। বিজেপি নির্দল সদস্যকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয়। অগ্নিমিত্রা পলের দাবি, বিডিও জানান বোর্ড গঠন হবে না কারণ স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাকি তাকে অনুরোধ জানিয়েছেন ফোর্স না থাকায় আইনশৃঙ্খলাজনিত কারনে বোর্ড গঠন স্থগিত রাখা হোক। তৃণমূলকে বাড়তি সুযোগ করে দিতেই এই পদক্ষেপ দাবি বিজেপির।
West-Bengal | Updated: 17:19 PM, Thu Aug 10, 2023
Justice Abhijit Ganguly: কলকাতায় যোগীর বুলডোজার আনার পরামর্শ জাস্টিস গঙ্গোপাধ্যায়ের
নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের একাধিক দুর্নীতির মামলায় একের পর এক সোজাসাপটা মন্তব্য এবং কড়া পদক্ষেপ নিয়ে সরকারের চক্ষুশূল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর প্রতি তৃণমূল সরকারের বিরূপ ভাব ইতিমধ্যেই সর্বজনবিদিত। প্রকাশ্যে সিপিএম-বিজেপির হয়ে বিচারের রায় পরিচালনা করছেন বলে দাবি করে থাকে তৃণমূলের নেতারা। এবার একটি মামলার শুনানিতে আরও একবার স্ট্রেট কার্ট মন্তব্য করে ফের শিরোনামে তিনি।
মানিকতলায় বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন মামলাকারীর উকিল জানান, বেআইনি নির্মাণে বাধা দেওয়ায় হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁর মক্কেলকে। এমনকি বাড়ি থেকে বেরোতে পারছেন না তিনি ভয়ে। এ প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেআইনি নির্মাণ বন্ধ করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বুলডোজার ভাড়া করার কথা বলেন। শুনানি চলাকালীন পৌরসভার উকিলকে উদ্দেশ্য করে বিচারপতি টিপ্পনী কেটে বলেন, কলকাতা পৌরসভা তো যোগী আদিত্যনাথের বুলডোজার ভাড়া করতে পারে। আসলে কলকাতার বুকে এইরকম অবৈধ নির্মাণগুলি নিয়ে পৌরসভার উদাসীনতায় বিরক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি।
যদিও অভিজিৎ বাবুর এই টিপ্পনীতে ফের বিরোধিতা দেখছে তৃণমূল। মেয়র ফিরহাদ হাকিম বলেন, বুলডোজার নীতিতে আমরা বিশ্বাস করি না। তবে বেআইনি নির্মাণ যে হচ্ছে, তা মেনে নেন ফিরহাদ। অন্যদিকে, ফের বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে কটাক্ষ করতে কসুর করেন নি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন,' সিপিএম-এর আসার সম্ভাবনা নেই দেখে বিজেপির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাস্টিস গাঙ্গুলী। তিনি উত্তরপ্রদেশকে রোল মডেল বানাতে চাইছেন।'
West-Bengal | Updated: 11:19 AM, Sat Jul 29, 2023
TMC Sahid Diwas: একুশের মঞ্চে মমতার ঘোষণা ১০০ দিনের ‘খেলা হবে’
নিউজ ডেস্ক: এবার ১০০ দিনের কাজ দেবে রাজ্য সরকার। কর্মসূচীর নাম হবে ‘খেলা হবে’। শুক্রবার ২১শে জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্ধ্যোপাধ্যায়।
তাঁর দাবি, এই মুহূর্তে ১০০ দিনের কাজ কার্যত বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কিছু ক্ষেত্রে কাজ হলেও সময়মত টাকা পাচ্ছে না শ্রমিকরা। শুধু তাই নয়। মমতার অভিযোগ, দিন সংখ্যা কমিয়ে ৬০-৭০ দিন করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তাই রাজ্যের খেটে খাওয়া মানুষের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার বলে জানান মমতা।
আর এখানেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির। সরকারি কোনও প্রকল্পের কী করে রাজনৈতিক নাম দিতে পারেন তৃণমূল নেত্রী! এই প্রসঙ্গে বিজেপির রাজ্য মুখপাত্র শমিক ভট্টাচার্য জানান, গত বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের নির্বাচনী প্রচারে জায়গা করে নিয়েছিল ‘খেলা হবে’ স্লোগান। রাজনৈতিক স্লোগানের নামে কোনও সরকারি প্রকল্পের নাম কোনও ভাবেই কাম্য নয়।
রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে প্রাণ হারিয়েছেন বহু। এমনকি নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরও মৃত্যু মিছিল অব্যাহত। তবে মমতার কথায় নির্বাচনী হিংসা আসলে ‘সামাজিক সমস্যা’। তৃণমূল নেত্রীর দাবি, পঞ্চায়েত নির্বাচনে একই পরিবারের ৪ জন লড়েন। সেক্ষেত্রে মনমালিন্য হতে পারে। পরিকল্পনা করে অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি, অভিযোগ মমতার।
তৃণমূল নেত্রীর এই মন্তব্যের কটাক্ষে বিরোধী নেতা শুভেন্দু বলেন, “কিসের শহিদ দিবস! পঞ্চায়েত নির্বাচনে যারা বলি হয়েছেন তাদের কোনও ন্যায় হল না কেন?” সেইসঙ্গে তাঁর সংযোজন, “ঘটবার সঙ্গে যারা যুক্ত তারা এখনও ঘুরে বেড়াচ্ছে নির্ভয়ে। অথচ পুলিশমন্ত্রী হওয়া সত্ত্বেও অপরাধিদের এখনও আটক করতে পারল না তাঁর পুলিশ।”
West-Bengal | Updated: 16:06 PM, Fri Jul 21, 2023
Mamata Banerjee and Abhishek Banerjee: মমতা পাশে, কর্মসূচী ঘোষণা করে দিলেন অভিষেক!
নিউজ ডেস্ক: দলের রাশ এখন তার হাতে বুঝিয়ে দিলেন অভিষেক। মমতাকে পাশে বসিয়ে দুটি বড় কর্মসূচি ঘোষণা করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমত দিল্লিতে ২ অক্টোবর কৃষি ভবন ঘেরাও। দ্বিতীয় হল ব্লক স্তরে বিজেপি স্তরে নেতাদের বাড়ি ঘেরাও। ১০০ দিনের কাজের টাকা আদায় করে আনার হুঁশিয়ারি দিয়ে এদিন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বলেন, “দিল্লিতে ২ অক্টোবর কৃষি ভবন ঘেরাও হবে। দিল্লি চলোর ডাক দিলাম। কৃষি ভবনের সামনে আন্দোলন হবে। পেয়ে ধরব না নিজেদের অধিকার কেড়ে আনব”।
অন্যদিকে ৫ আগস্ট সোমবার সকাল ১০ টা থেকে সন্ধায় ৬:০০ পর্যন্ত জেলায়, ব্লকে, এলাকায় বিজেপি নেতাদের তালিকা তৈরি করে তাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিলেন অভিষেক। তিনি এ প্রসঙ্গে বলেন, “৩৪১ টা ব্লকে গণঘেরাও কর্মসূচি হবে। বাড়ির লোকেদের অসুবিধে করবেন না, তবে বিজেপি নেতাদের বাড়ির বাইরে বেরোতে দেবেন না”। অন্যদিকে মণিপুর প্রসঙ্গে তৃণমূলের নম্বর ২ এর বক্তব্য, “ইডি সিবিআই ডাকলে ডেট মিস হয় না। অথচ মণিপুরে ৮০ দিনের আগের ঘটনায় দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়নি”। প্রসঙ্গত মণিপুরের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তা সত্বেও অভিষেকের এই বক্তব্য মিথ্যে তথ্য পরিবেশন অভিযোগ বিজেপির।
আরও পড়ুন: Post Poll Violence: বিজেপি জয়ী হওয়ায় এলাকায় পুলিশি মোতায়েন করে ভয় দেখানোর অভিযোগ বিধায়কের
প্রসঙ্গত লোকসভার আগে এটি শেষ ২১-এর সমাবেশ। ২০২৩-এর পঞ্চায়েতে ব্যাপক সন্ত্রাস হয় রাজ্যজুড়ে। ছাপ্পা রিগিংয়ের অভিযোগ থাকা নির্বাচনে সমর্থনের জন্য অভিষেক তাদের দলের সমর্থকদের ধন্যবাদ জানান। ভোটপ্রসঙ্গে অভিষেক বলেন, “এবারের ভোটে ব্যবধান ৩০ শতাংশের হয়েছে। ৫২ শতাংশ পেয়েছে তৃণমূল। ২২ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। ইডি সিবিআই লাগিয়ে তৃণমূলকে দমানো যাবে না। তৃণমূল বিশুদ্ধ লোহা। ঘাসফুল কেটে শেষ করা যায় না”।
West-Bengal | Updated: 14:10 PM, Fri Jul 21, 2023
জমি আটকে রাতারাতি তৈরি উদ্যান, কাঠগড়ায় পুরসভা
নিউজ ডেস্ক: জমিতে ঢোকার রাস্তা বন্ধ করে রাতারাতি পুরসভার উদ্যোগে গড়ে উঠেছে উদ্যান। ভাটপাড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর গাঙ্গুলি পাড়ার ঘটনা। মূলাজোড় ভারতচন্দ্র গ্রন্থাগারের ঠিক উল্টোদিকেই পুরসভার উদ্যোগে গড়ে উঠেছে এই উদ্যান।
জমির মালিক কাজলি গাঙ্গুলির অভিযোগ, “জমিতে প্রবেশ ও বেরোনোর পথ আটকে জোর পাঁচিল তুলে দিয়ে তৈরি হয়েছে উদ্যান। স্থানীয় কাউন্সিলরের কাছে একাধিকবার গিয়েও সুরাহা মেলেনি। কাজলি দেবীর আরও অভিযোগ, “পার্কের পাঁচিল ভাঙার বিনিময়ে ছয় লক্ষ টাকা দাবি করেছেন স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম। এমনকি জমিটা প্রমোটারের হাতে তুলে দেবার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে”। স্বভাবতই নিরাপত্তাহীনতায় ভুগছেন জমির মালিক ওই বৃদ্ধা।
সাংসদ অর্জুন সিং বলেন, “এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছেও ওই বৃদ্ধা অভিযোগ জানিয়েছেন। আশা করছি পদক্ষেপ নেওয়া হবে”। প্রসঙ্গত ব্যারাকপুর মহকুমায় শাসকদলের নেতাদের সঙ্গে জমি মাফিয়াদের আঁতাতের অভিযোগ বহু পুরোনো। একাধিক বার বাসিন্দাদের হুমকির কলরেকর্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা পরেও এই ধরনের ঘটনা থামার ইঙ্গিত নেই।
West-Bengal | Updated: 12:52 PM, Fri Jul 21, 2023
Post Poll Violence: বিজেপি জয়ী হওয়ায় এলাকায় পুলিশি মোতায়েন, ভয় দেখানোর অভিযোগ বিধায়কের
নিউজ ডেস্ক: ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি গ্রাম পঞ্চায়েত স্তরে জেতায় এলাকায় পুলিশি নজরদারি চালাচ্ছে শাসক দল, এমনই অভিযোগ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের।
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অন্তর্গত ইড়পালা গ্রাম পঞ্চায়েতের। এই গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে বিজেপি! তারপর থেকে এই এলাকায় নাকি পুলিশি নজরদারি বেড়েছে এমনটাই বিজেপি কর্মীদের অভিযোগ। তবে ওই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী মনোরঞ্জন ঘোষের পাল্টা দাবী, “বিজেপি জয়লাভ করার পর থেকেই তাদের কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরক হুমকি দিচ্ছে তাই পুলিশ পাহারা দিচ্ছে”।
এ বিষয়ে পাল্টা কটাক্ষের সুরে ঘাটালের বিজেপি বিধায়ক শীতলকপাটের। তিনি বলেন তৃণমূলের লোকেদের মাথা খারাপ হয়ে গিয়েছে। বিজেপি রাজ্যে ক্ষমতায় নেই। পুলিশ তৃণমুলের হাতে আর বিজেপি ভয় দেখাবে। এখন এই অঞ্চলে বিজেপি জয়ী হয়েছে পুলিশ মোতায়ন করে বিজেপিকে ভয় দেখানো হচ্ছে। পুলিশ তৃণমূলের দল দাসে পরিণত হয়েছে।
West-Bengal | Updated: 12:31 PM, Fri Jul 21, 2023
TMC: রাস্তায় নেই পাবলিক বাস, তৃণমূলের শহিদ দিবসের বলি সাধারণ মানুষ
নিউজ ডেস্ক: ২৪ লোকসভার আগে শেষ শহিদ দিবস পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর এই নিয়েই সকাল থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের দৃষ্টি ২১ জুলাইয়ের দিকে। ইতমিধ্যে একাধিক চাপান-উতোর দেখা গেছে এই দিনটি নিয়ে। একাধিক সূত্রে শোনা গেছে এবার ২১ শের মঞ্চে নাকি দেখা যাবে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে পঞ্চায়েত সন্ত্রাসের পর বুদ্ধিজীবীদের অবস্থান নিয়েও উঠেছে প্রশ্ন। এর আগের শহিদ দিবসেও একাধিক বুদ্ধিজীবীকে দেখা গিয়েছিল তৃণমূলের মঞ্চে, তবে এবার তাদের কতজনকে দেখা যাবে মঞ্চে তা নিয়েও কৌতূহল বিশেষজ্ঞমহলে।
অন্যদিকে, সকাল থেকেই অঘোষিত ছুটির মেজাজ কলকাতার ব্যস্ত রাস্তাগুলিতে। বাস-অটোর অপ্রতুলতায় দুর্ভোগে অফিস-যাত্রীরা। এদিকে, আগামী লোকসভার আগে শেষ শহিদ দিবসে সর্বাধিক লোক জমায়েতের লক্ষ্য নিয়েছিল তৃণমূল। সেই অনুযায়ী কলকাতার বাইরে থেকে ইতিমধ্যেই কর্মীসমর্থকদের নিয়ে এসে থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্কের মতো এলাকায়। তাঁদের সরকারি বাসে সভাস্থলে নিয়ে যাওয়ার জন্য টুলে নেওয়া হয়েছে প্রচুর সরকারি বাস। এক কথায় সকাল থেকেই বেশ বিপাকে স্কুল ও অফিস-যাত্রীরা।
এদিকে সভাস্থলে ইতিমধ্যেই শুরু হয়েছে জমায়েত। মূল মঞ্চের পাশে করা হয়েছে আরও একটি মঞ্চের ব্যবস্থা। যেখানে তৃনমূলের সাংসদ, বিধায়ক কাউন্সিলর মিলিয়ে প্রায় ৬০০ জনের বসার ব্যবস্থা করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে জমায়েত। এবারের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কী বার্তা দেন তৃণমূল-সুপ্রিমো, সে দিকেই নজর এখন রাজনৈতিক-বিশেষজ্ঞদের।
West-Bengal | Updated: 10:56 AM, Fri Jul 21, 2023
Abhishek Banerjee: এখনই গ্রেপ্তার হবেন না অভিষেক, রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট
নিউজ ডেস্ক: আগামী সোমবার পর্যন্ত অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত কোনো মামলায় কোনো কড়া পদক্ষেপ করা যাবে না নির্দেশ কলকাতা হাইকোর্টের। তার রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট। একইসঙ্গে অভিষেক সংক্রান্ত যাবতীয় নথি এবং তথ্য আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় পরবরতী শুনানি সোমবার। সোমবার বিকেল সাড়ে চারটায় শুনানি করবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালত। অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি ও এস বি রাজুর সময়ের সুবিধায় এই ব্যাবস্থা।
আদালতের এদিন ইডির কাছে জানতে চায় অভিষেককে গ্রেপ্তার করার দরকার আছে কিনা। তাকে হেফাজতে নিয়ে জেরার দরকার আছে কি না। আদালতের প্রশ্নের উত্তরে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, “বেআইনি শিক্ষক নিয়োগের মামলায় তাকে ইডি কবে ডাকার পরিকল্পনা করেছে সেটা এখন বলা যাচ্ছে না। তাকে ১৪ জুন ডাকা হয়েছিল। তিনি আসেনি ভোটে ব্যাস্ততার কথা বলে। তারপরে আর ডাকা হয়নি। ওনার বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য নথি আছে ইডি র কাছে”।
আরও পড়ুন: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
শহীদ সমাবেশের আগের দিন আদালতের তরফে রক্ষাকবচ আসায় স্বস্তির নিঃশ্বাস তৃণমূলে। রক্ষাকবচের জন্য অনেক দিন ধরেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন অভিষেকের আইনজীবীরা। সেই কাঙ্ক্ষিত রক্ষাকবচের মেয়াদ অবশ্যে খুবই অল্প সময়ের। এখন দেখার এই রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হয় কি না।
West-Bengal | Updated: 17:54 PM, Thu Jul 20, 2023
TMC on Manipur Violence: 'সভ্য সমাজে এটা চলতে পারে না', মোদীর সুরে সুর মেলাল তৃণমূলের প্রতিনিধি দল
নিউজ ডেস্ক: উত্তাল মণিপুর পরিদর্শন করে কলকাতায় ফিরল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মণিপুরের বর্তমান অবস্থা নিয়ে বলেন, "ভয়াবহ পরিস্থিতি ওখানে। যে অত্যাচার হয়েছে যে নৃশংসতা যে ভয়াবহতা এটা ভাবা যায় না কোনো সভ্য সমাজে। এটা হতে দিয়েছে, ওখানকার শুধু রাজ্য সরকার নয় কেন্দ্রের সরকার সমানভাবে দায়ী"।
মণিপুরে রিলিফ পাঠানো নিয়ে তিনি বলেন, "আমরা তো সব ব্যবস্থা নিতে পারব না। সবটাই আমার নেত্রী নেবে। কিন্তু আমরা জেনেছি কি খাদ্যদ্রব্য কি বস্তু বেবি ফুড পর্যাপ্ত পরিমাণে তাদেরকে দেওয়া হচ্ছে না। কোনো আলো নেই পাখা নেই। পাঁচ হাজার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ৫৭ হাজার মানুষ ক্যাম্পে রয়েছে। আবার ৬০ হাজার আধা সামরিক বাহিনী নেমেছে। কিন্তু কাজটা মানুষের স্বার্থে যেটা হওয়া উচিত ছিল সেটা ঠিকভাবে হচ্ছে না।
আরও পড়ুন: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
মণিপুরের সব বিধ্বস্ত অঞ্চলে তারা যেতে পেরেছে কিনা সেই প্রসঙ্গে বলেন, "মোটামুটি সব জায়গায় আমরা গিয়েছি। ইম্ফলে নেমে হেলিকপ্টারে করে পাহাড়ে গিয়েছি। যে দুর্গম অঞ্চলে জনজাতি গোষ্ঠী তারা বলছে আমরা অত্যাচারিত। আবার সমতলে যারা রয়েছে তারা বলছে আমরা অত্যাচারিত। কিন্তু ঘটনা হচ্ছে দুই তরফে মানুষ আহত, নিহত ও ঘরছাড়া হয়েছে। এটা সরকারের দেখা উচিত ছিল।
প্রসঙ্গত এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর নিয়ে করা ব্যবস্থা আশ্বাস দিয়ে বলেন, " সারা দেশবাসী লজ্জিত। মণিপুরে যা হয়েছে তার জন্য আমি ব্যথিত। আমার হৃদয় ভারাক্রান্ত। মণিপুরের মেয়েদের সঙ্গে যা হচ্ছে তা কখনও মাফ করা হবে না"। কড়া আইনি পদক্ষেপের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মণিপুরের ঘটনা নিয়ে এই প্রথমবার প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে মোদী বলেন, "এই গণতন্ত্রের মন্দিরের পাশে যখন দাঁড়িয়ে আছি তখন আমার হৃদয় ক্ষোভ ও দুঃখে পরিপূর্ণ। আমি সব মুখ্যমন্ত্রীদের অনুরোধ করব তারা যেন নিজেদের রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আরও কঠিন কঠোর হন"।
West-Bengal | Updated: 17:47 PM, Thu Jul 20, 2023
Calcutta Highcourt: বোর্ড গঠন আটকাতে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে পুলিশ! অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা বিজেপির
নিউজ ডেস্ক: গণনা কেন্দ্রে তৃণমূলের বিধায়ক ঢুকে হুমকি দিয়ে জয়ী প্রার্থীর নাম বদল করেছেন। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন সিপিএমের প্রার্থী। এই মামলায় কমিশনের রিপোর্ট তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা। অন্যদিকে হেনস্থার অভিযোগে হাইকোর্টে বিজেপির জয়ী প্রার্থীরা। অভিযোগ নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থীদের পুরনো মামলায় ডেকে হেনস্থা করে সেখানে পঞ্চায়েতের বোর্ড গঠন আটকে দিচ্ছে পুলিশ।
অভিযোগ তৃনমূলের বিধায়ক যোগরঞ্জন হালদারের বিরুদ্ধে। গণনার দিন সিপিএমের প্রার্থী অর্পিতা বনিক সর্দারকে জয়ী ঘোষণার পর ওই কেন্দ্রে যান অভিযুক্ত বিধায়ক। গননা কেন্দ্রে দুষ্কৃতীদের নিয়ে যান। তারপর এক ভোটে পরাজিত হন সিপিএমের প্রার্থী। গণনার দিন কিভাবে গণনা কেন্দ্রে বিধায়ক এত লোক নিয়ে প্রবেশ করল, প্রশ্ন মামলাকারীর। কমিশন কি পদক্ষেপ নিয়েছে জানাতে হবে আদালতকে।
আরও পড়ুন: Calcutta Highcourt: উলটপুরাণ! অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল প্রার্থী
অন্যদিকে হেনস্থার অভিযোগে হাইকোর্টে বিজেপির জয়ী প্রার্থীরা। অভিযোগ, নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থীদের পুরনো মামলায় ডেকে হেনস্থা করে সেখানে পঞ্চায়েতের বোর্ড গঠন আটকে দিচ্ছে পুলিশ। বুধবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীর তরফে আইনজীবী জানান, “মুখ্যমন্ত্রীর ভাইপো এর মধ্যে এক জনসভায় হুশিয়ারি দেন, নন্দীগ্রামে জেতা এইসব প্রার্থীদের জন্য এলাকায় অশান্তি হচ্ছে। অভিযোগ, তারপর থেকে পুলিশ অতিসক্রিয় হয়ে ওইসব জয়ী প্রার্থীদের হেনস্থা করছে। ফলে এটা বোর্ড গঠনের পথে বাধা হয়ে যাচ্ছে”। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দেন। আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
West-Bengal | Updated: 17:36 PM, Wed Jul 19, 2023
Violence in Bengal: ফের উত্তপ্ত ভাঙড়, গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী হাতেম মোল্লা
নিউজ ডেস্ক: মঙ্গলবার রাতে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুরে তৃণমূলের পরাজিত প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে বলে সূত্রের খবর। গুলি চালানোর অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে।
জানা গিয়েছে, তৃণমূল প্রার্থী হাতেম মোল্লার মাথায় গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনা ঘিরে আবারও উত্তপ্ত ভাঙড়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাশিপুর থানার বিশাল পুলিশ ফোর্স।
গুলিবিদ্ধ হাতেমকে জিরেনগাছা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তার অবস্থার সংকটজনক হওয়ায় তাকে কলকাতায় রেফার করে দেয়। পাল্টা তৃণমূল আই এস এফের বেশ কয়েকজনের ওপর চড়াও হয় বলে অভিযোগ। বারংবার রাজ্যের এই প্রান্তে শাসকদলের কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় চাপ বাড়ছে শাসকদলের ওপর।
West-Bengal | Updated: 17:18 PM, Wed Jul 19, 2023
TMC Shahid Diwas: বুথ থেকে ৩০ জন লোক আনার হুইপে কালঘাম ছুটছে নেতাদের
নিউজ ডেস্ক: বুথ থেকে অন্তত৩০ জন লোক আনতে হবে। সুত্রের খবর এমনই হুইপ দেওয়া হয়েছে দলের তরফ থেকে। ২১ জুলাইয়ের সমাবেশে রেকর্ড মানুষের জমায়েত করার লক্ষে কোমর বাঁধছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই রেকর্ড ভিড় করার লক্ষ্যে মানুষকে ভয় দেখিয়ে কলকাতামুখী করার আশংকা করছে বিরোধীরা।
ইতিমধ্যে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে আগত কর্মীদের তৃণমূলের পক্ষ থেকে থাকার ব্যবস্থা করার হয়েছে। ৫০ হাজার কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে। আজ বুধবার বিকেল থেকেই আসতে শুরু করবেন কর্মীরা এমনটাই জানিয়েছেন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মীরা। বৃহস্পতিবার ভরে যাবে এই প্রাঙ্গণ।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য আলাদা ক্যাম্প করেছে। প্রতিটি জেলার জন্য রয়েছে আলাদা তাঁবু। থাকছে মেডিক্যাল ক্যাম্প। বুধবার রাত থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা চালু হয়ে যাবে। সকালে চা বিস্কুট,দুপুর ও রাতে এলাহী খাওয়া দাওয়া দেওয়া হবে কর্মীদের। ব্যবস্থাপনার দেখভালের দায়িত্বে রয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।
ইতিমধ্যেই ২১ জুলাইয়ের কর্মসূচির পথে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এমনকি কালিম্পং থেকে নেতা-কর্মী- সমর্থকরা রওনা দিয়েছেন।
West-Bengal | Updated: 16:18 PM, Wed Jul 19, 2023
TMC Conflict: তৃণমূলের ঘরে আগুন দিল প্রাক্তন তৃণমূল!
West-Bengal | Updated: 16:57 PM, Tue Jul 18, 2023
Amit Shah in Bengal: ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির পর এবার বাংলা সফরে শাহ
নিউজ ডেস্ক: রক্তস্নাত বাংলার পঞ্চায়েত নির্বাচন। সন্ত্রাসের কবলে প্রাণ হারিয়েছেন দলের একাধিক নেতা-কর্মী। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য বিজেপি নেতৃত্ব। অবশেষে পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই আসবেন তিনি। কথা বলবেন মৃত কর্মীদের পরিবারের সঙ্গে। তবে এখানেই শেষ নয়। আগামী লোকসভা নির্বাচনে দলের রূপরেখা বাতলে দিতেও শাহের এই সফর। সূত্রের খবর, সফরে এসে উত্তরবঙ্গ এবং কলকাতায় বৈঠক করবেন তিনি। আলোচনা করবেন দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে।
উল্লেখ্য, শুক্রবারই পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ফল নিয়ে বাংলায় ট্যুইট করেছেন শাহ। লিখেছেন, ‘রক্তক্ষয়ী সন্ত্রাস’কে উপেক্ষা করে বাংলায় আগের থেকে অনেক ভালো ফল করেছে বিজেপি। তৃণমূল নেতৃত্ব হাজার চেষ্টা করেও তাদের আটকাতে পারেনি বলে জানিয়েছেন। আর তার জন্যে বাংলার মানুষকে ধন্যবাদও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লিখেছেন, ‘আগের নির্বাচনের তুলনায় বিজেপির আসন সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে, যার থেকে প্রমাণিত আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে’।
সেইসঙ্গে, ২৪’এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ফল ভালো হবে বলে আশাবাদী শাহ। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, “এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে জনগণের স্নেহ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপির সাথে রয়েছে এবং লোকসভা ও বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবে।” আবার ‘প্রতিকূল পরিস্থিতিতে দলের সাথে অটল’ থাকার জন্যে সকলকে কৃতজ্ঞতাও জানিয়েছেন বিজেপির এই শীর্ষ নেতা।
প্রসঙ্গত, বাংলায় সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে অন্তত ৫৪ জনের। কাঠগোড়ায় রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস। বিজেপির উদ্বেগ, পরিস্থিতি এখনই সামাল দেওয়া না হলে আসন্ন ২৪’এর লোকসভা নির্বাচনে এই সংখ্যা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে শাহের বাংলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
West-Bengal | Updated: 11:53 AM, Sat Jul 15, 2023
Marriage: বিবাহ বন্ধন! সাংসদের মেয়ের বিয়ে আরেক সাংসদের সঙ্গে
নিউজ ডেস্ক: বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ আবীর
বিশ্বাস। আবীর প্রাক্তন লোকসভা সাংসদ আনন্দমোহন বিশ্বাসের ছেলে। আবীরের পাত্রী
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ক্যাপ্টেন তথা হাওড়া লোকসভারই তৃণমূলের আরেক সাংসদ প্রসূন
বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রেরণা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার সন্ধ্যায় একেবারে
ঘরোয়া অনুষ্ঠানে নিকট আত্মীয়দের উপস্থিতিতে প্রসূনবাবুর হাওড়ার বাড়িতেই বসছে
বিয়ের অনুষ্ঠান। আমন্ত্রিতদের মধ্যে দলীয় নেতৃত্বের পাশাপাশি সমাজের বিশিষ্ট বেশ কয়েকজন
থাকছেন।
মেয়ের বিয়ে বলে কথা। বৃহস্পতিবার রাতে তার আগে চূড়ান্ত প্রস্তুতির মধ্যে মাথা তোলার সময় ছিল না প্রসূনবাবুর। নিজে জামাই পছন্দ করেছেন। কোনও জায়গায় ফাঁকি রাখতে চাননি আজীবন মোহনবাগানি প্রাক্তন জাতীয় স্তরের এই ফুটবলার। তার মাঝেই বললেন, “আবীরের বাবা প্রখ্যাত রাজনীতিবিদ। মোহনবাগানের মানুষ। আমিও তাই। আবীরের মা-ও উচ্চ শিক্ষিত। আমাদের পারিবারিক সম্পর্ক অনেক দিনের। আমি স্ত্রীকে হারিয়েছি বেশ কিছুদিন। এক ছেলে আর এক মেয়েকে নিয়ে ছিলাম। এর মাঝেই মেয়ের বিয়েটা ঠিক হয়ে গেল। আবীর খুব ভাল ছেলে। আমরা দুই পরিবারই ভীষণ খুশি”। দুই পরিবারকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Maharashtra News: মহারাষ্ট্রে 'পাওয়ার' কাটের পর বিহার নিয়ে বড় ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরেরআবীরের পাত্রী প্রেরণা ন্যাশনাল
ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইনিংয়ের স্নাতক। তার পরও চিরকাল ঘরোয়া পরিবেশে মায়ের
সঙ্গে তাঁর বেড়ে ওঠা। আবীরের কথায়, “আমার মা ছিলেন
একেবারে ঘরণী। বাবার ধারণা ছিল দু’জনেই যদি বাইরে চলে যাই, তবে ছেলে কার শিক্ষায় মানুষ হবে? কিন্তু আমার মা
ওকালতি করতে পারতেন, অধ্যাপিকা হতে পারতেন।
কিন্তু হলেন ঘরণী। আমার হবু স্ত্রীও তাই।” পাত্র-পাত্রীর আলাপ সদ্য গত শীতকালীন
অধিবেশনে। মেয়েকে সঙ্গে নিয়ে সংসদে গিয়েছিলেন প্রসূনবাবু। সেখানেই আবীরের সঙ্গে
আলাপ প্রেরণার। আবীরের কথায়, “প্রসূন দা আমায়
অত্যন্ত স্নেহ করেন। আমাদের পরিচয় হয়। টুকটাক কথা হত। তার পর প্রসূনদাই আমায়
প্রস্তাবটা দেন। আমিও জানিয়ে দিই রাজি।” খুব অল্প সময়ের মধ্যে কথাবার্তা এগোয়। রথের
দিন প্রথম আবীরের বাড়িতে প্রস্তাব নিয়ে যান প্রসূনবাবু। মাঝে একদিন কথা। শেষে
পাকা কথা হয় উল্টো রথে।
আবীরের সহাস্য সংযোজন,
“আমাদের আসলে অ্যারেঞ্জ আর তার পর লাভ! সবই জগন্নাথ দেবের
কৃপা। তাই এই মাসেই বিয়ে সেরে ফেলছি।” যৌথ রিসেপশন ২২ সেপ্টেম্বর কলকাতায়। ওইদিনই
হবে রেজিস্ট্রি।
West-Bengal | Updated: 13:00 PM, Fri Jul 14, 2023
West-Bengal | Updated: 11:24 AM, Thu Sep 14, 2023
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, বিপদ এড়ানোর উপায় কী?
West-Bengal | Updated: 18:17 PM, Thu Aug 31, 2023
Mumbai News: একই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
West-Bengal | Updated: 15:08 PM, Mon Jul 17, 2023
Monsoon Health Tips: পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি? রান্নাঘরেই আছে সুস্থ থাকার টোটকা!
West-Bengal | Updated: 17:46 PM, Thu Jul 13, 2023
Hand Sanitizer: করোনা গেলেও ব্যবহার হচ্ছে স্যানিটাইজার, অজান্তে বাড়ছে না তো বিপদ?
West-Bengal | Updated: 16:54 PM, Wed Jul 12, 2023
Chronic cough causes: কফ জমে গলায়? জেনে নিন সর্দি জমার লক্ষণ আর প্রতিকারের উপায়
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is other culture news
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is culture news
West-Bengal | Updated: 17:47 PM, Fri Jun 02, 2023
Rahul Gandhi's remarks on condition of Dalits, Muslims in India 'bitter truth': Mayawati
West-Bengal | Updated: 17:40 PM, Fri Jun 02, 2023
An open letter to the Indian film industry
West-Bengal | Updated: 17:39 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System ads132
West-Bengal | Updated: 17:37 PM, Fri Jun 02, 2023
Shri