Karnataka votes to elect a new government today as stakes are high for the BJP and higher for the Congress with 2,615 candidates in the fray for 224 assembly constituencies. Polling is scheduled across 58,545 polling stations including auxiliary polling stations and a total of 42,48,028 new voters have been registered to vote for the elections.
Read MorePakistan News: বিদেশিনীর বুকে হাত রেখে ফটোশুট, শ্রীঘরে পাকিস্তানের হোটেল মালিক
নিউজ ডেস্ক: রয়েছে হোটেল ব্যবসা। তবে ব্যবসার উপরে চলে যেত যৌন আবেগ! হোটেলে আসা বিদেশিনী পর্যটকদের নানা অছিলায় স্পর্শ করা, শরীরের আপত্তিজনক অঙ্গে হাত দেওয়ার কুঅভ্যাস ছিল পাকিস্তানবাসী বৃদ্ধের। সীমা ছাড়িয়ে গেলে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়ে শ্রীঘরে স্থান পেলেন বৃদ্ধ। পেশোয়ারের একটি রেস্তোরাঁর মালিক এই অভিযুক্ত।
সূত্রের খবর, হোটেলে কোনও বিদেশি মহিলা কিংবা যুবতি এলেই তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করতে দেখা যেত নিসার নামের ওই হোটেল মালিককে। বিষয়টি নিয়ে আগে প্রতিবাদ করেন অনেকেই। এমনকি যাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করতেন নিসার, তারাও বহুবার বিষয়টি জানিয়েছিলেন প্রশাসনকে। সোশ্যাল মিডিয়াতেও আগে প্রতিবাদ করেছিলেনওই হোটেলে যাওয়া বহু মানুষজন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।
কিন্তু সম্প্রতি অভিযুক্তের বেশকিছু ছবি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় জনৈক বিদেশি মহিলাকে অশ্লীলভাবে স্পর্শ করে রয়েছেন নিসার। এমনকি মহিলার বুকে হাত রেখেও ছবি তুলতে দেখা যায় তাকে। সূত্রের খবর, পেশোয়ারে বেড়াতে গিয়ে ওই হোটেলে এসেছিলেন ওই বিদেশিনী। তাঁকে দেখেই তাঁর সঙ্গে ছবি তোলার বাই তোলেন অভিযুক্ত বৃদ্ধ। এরপরই তোলা হয় সেই ছবিগুলি। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন নেটাগরিকেরা। দ্রুত গ্রেফতার করার দাবি জানানো হয় বৃদ্ধকে। এরপর তড়িঘড়ি তাকে শ্রীঘরে চালান করে পেশোয়ার পুলিশ।
West-Bengal | Updated: 15:57 PM, Sat Sep 23, 2023
ICC Ranking: দুর্লভ কৃতিত্ব! ক্রিকেটের তিন ফর্ম্যাটেই বিশ্বগুরু ভারত
নিউজ ডেস্ক: ক্রিকেট দুনিয়ায় ফের বিশ্বগুরু ভারত! একই সঙ্গে টেস্ট, ওয়ান ডে এবং টি-২০ ফরম্যাটে শীর্ষ স্থান দখল করল দ্রাবিড়ের ছেলেরা। বিশ্বকাপের আগে এই সাফল্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে দলকে। বাকি দুই ফরম্যাটে ১ নম্বর র্যাঙ্কে থাকলেও ODI ফরম্যাটে ২ নম্বর পজিশনে ছিল ভারত। কিন্তু শুক্রবার মোহালিতে অস্ট্রেলিয়াকে প্রথম ODI-তে হারানোর পর একদিনের ক্রিকেটে পাকিস্তানকে টপকে এভারেস্টে রোহিতের দল।
এর আগে ODI ফরম্যাটে ১১৫ পয়েন্ট নিয়ে ১ম ধরে রেখেছিল পাকিস্তান। কিন্তু গতকাল ম্যাচ জিতে ১১৬ পয়েন্ট নিয়ে সেই স্থানে পৌঁছে গেল ভারত। অন্যদিকে ১১১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে অস্ট্রেলিয়া। এছাড়া চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। উল্লেখ্যযোগ্য, তালিকায় বাংলাদেশেরও নীচে অবস্থান করছে এশিয়া কাপ রানার্স শ্রীলঙ্কা।
অন্যদিকে টি-২০ ফরম্যাটে ২৬৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরেই ভারত। ২৬১ পয়েন্ট নিয়ে ২য় ইংল্যান্ড। অন্যদিকে টেস্ট দুনিয়ায় পরপর দুইবার ICC টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠে পরাজিত হলেও ১১৮ পয়েন্ট নিয়ে ফার্স্ট বয় ভারত। অন্যদিকে ভারতের চেয়ে ১ ম্যাচ বেশি খেলে একই পয়েন্টে অবস্থান করে ২য় স্থানে অজিরা। আর ইংল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে।
West-Bengal | Updated: 10:41 AM, Sat Sep 23, 2023
haunted Place: ৩০০ বছরের অভিশাপে জনশূন্য এই গ্রাম, আজও রাতে ভেসে আসে কান্নার আওয়াজ!
নিউজ ডেস্ক: ভূত নিয়ে আমাদের দেশে জল্পনা-কল্পনার নেই কোনও আদি-অন্ত। এই বিষয় নিয়ে বিশেষ উৎসাহ দেখা যায় আমাদের বাঙালিদের মধ্যে। বিশ্বাস করুক আর না করুক, ভূত নিয়ে আড্ডা জমাতে পিছপা হয় না বাঙালি মানস। তবে ভূত নিয়ে নয়, আজ জেনে নেওয়া যাক ভারতের একটি বিশেষ ভৌতিক স্থান সম্পর্কে, যার সঙ্গে শুধুমাত্র ভৌতিক কাহিনী জড়িত নয়, পাশাপাশি জড়িয়ে ইতিহাস ও কিংবদন্তী!
ভারতের দ্বিতীয় ভৌতিক স্থান রাজস্থানের কুলধারা। খোদ রাজস্থান সরকারের তত্ত্বাবধানে গ্রামটিকে ঘিরে দেওয়া হয়েছে পুরু পাঁচিল তুলে। টিকিট কেটে ঘুরতে গেলেও সূর্য ডোবার আগেই নিরাপত্তারক্ষীরা বের করে দেয় ভ্রমণার্থীদের, এমনকি সেখানে রাতে থাকার অনুমতি নেই কোনও রক্ষীরও! শুটিংয়ের জন্য গ্রামটি ব্যবহার করতে দেওয়া হলেও সঙ্গে রাখতে হয় আঁটোসাটো নিরাপত্তা। কুলধারায় বেড়াতে যাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে ব্লগাররা অনেকেই ব্যক্ত করেছেন তাঁদের সঙ্গে ঘটা বিভিন্ন অলৌকিক অভিজ্ঞতা। কেউ ঘাড়ের কাছে অকারণেই পেয়েছনে গরম নিশ্বাস, কেউ বা পরিত্যক্ত ঝুপড়ির মধ্যে অনুভব করেছেন অস্বস্তি, আবার কেউ বা গাড়িতে পেয়েছেন বাচ্চার হাতের ছাপ।
এবার জেনে নেওয়া যাক কুলধারা গ্রামের নেপথ্যে থাকা কাহিনী। ঐতিহাসিকদের মতে, মোটামুটি ১২৯১ সাল নাগাদ রাজস্থানের ৮৪ টি গ্রাম থেকে প্রায় ৬০০ ঘর পালিওয়াল ব্রাহ্মণ এসে গ্রাম তৈরি করে স্থায়ী বসবাস শুরু করেন সেখানে। প্রায় ৫০০ বছর ধরে সুখে-শান্তিতে থাকার পরও রাতারাতি গ্রাম ফাঁকা করে চলে যান গ্রামবাসীরা। ঐতিহাসিক মত, এর পিছনে ছিল মাত্র একজন লোকের হাত-- জয়সলমীরের দেওয়ান সালেম সিং। সালেম সিং ছিল প্রবল অত্যাচারী, ধূর্ত। এক সময় তাঁর নজর গ্রাম প্রধান(মতান্তরে পুরোহিত)-এর মেয়ের উপর পড়ে। তিনি মেয়েটির উপর প্রলুব্ধ হয়ে তাঁকে পাওয়ার বাসনা জানান। কিন্তু অত্যাচারী সালেম সিংয়ের হাতে মেয়েকে ছাড়তে চান নি গ্রাম প্রধান। গোটা গ্রাম এক হয়ে জানায় প্রতিবাদ। এরপর সালেম সিং একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে গ্রামবাসীদের হুঁশিয়ারি দেন, সেই সময়ের মধ্যে মেয়েটিকে তাঁর মহলে পাঠানো না হলে তিনি তাঁর সৈন্য দিয়ে গোটা গ্রামের দখল নিয়ে সকলকে হত্যা করবেন।
সালেম সিংয়ের বিরুদ্ধে অস্ত্র তোলার ক্ষমতা ছিল না গ্রামের। এদিকে গ্রামের মেয়ের ইজ্জত তাঁদের কাছে সবচেয়ে আগে। এই অবস্থায় খুব চুপিসারে রাতারাতি গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন গ্রামবাসীরা। যাওয়ার আগে তাঁরা শাপ দিয়ে যান, সেদিনের পড় থেকে কোনওদিন কেউ কুলধারায় গড়ে তুলতে পারবে না বসতি, এতে ক্ষতি হবে তাদের। পড়ে সালেম সিংয়ের সৈন্যরা দখল করতে এসে সমগ্র গ্রাম ফাঁকা দেখে সেখানে বসতি গড়ে তোলার চেষ্টা করলেও সফল হয় না। এরপরেও অনেকেই বিভিন্ন সময়ে সেখানে বসবাস করতে গেলেও আর ফিরে আসতে পারে নি কোনওদিন। ২০১৩ সালে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি কুলধারায় তদন্ত করতে গিয়ে গ্রামটিতে অলৌকিক কিছু রয়েছে বলে স্বীকার করে নেয়। আপনার মতে কি কুলধারা সত্যিই ভূতুড়ে গ্রাম, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য?
West-Bengal | Updated: 18:45 PM, Mon Sep 04, 2023
Fact Check: চাঁদের বুকে ভাইরাল অশোক স্তম্ভ! সত্যিই কি এমন ছবি পাঠিয়েছে চন্দ্রযান?
নিউজ ডেস্ক: চাঁদে পৌঁছে ইতিহাস গড়েছে ভারত। ইতিমধ্যে রোভার প্রজ্ঞান পাঠিয়ে দিয়েছে দক্ষিণ মেরুর প্রথম ছবি। চাঁদে বিক্রমের অবতরণের পরই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি, যেখানে অশোক স্তম্ভ এবং ইসরোর লোগো দেখা যাচ্ছে ধূসর বর্ণের ব্যাকগ্রাউন্ডে। ছবিটি পোস্ট করে দাবি করা হয় চাঁদের মাটিতে নামার পর এই দুটি চিহ্ন খোদাই করেছে রোভার। মুহূর্তের মধ্যে ভাইরাল হতে থাকে ছবিটি। এমন কি বেশ কিছু সংবাদ সংস্থাও বিষয়টি যাচাই না করেই তা পরিবেশন করতে থাকে।
কিন্তু সত্যিই কি রোভার প্রজ্ঞানই চাঁদের বুকে এঁকেছে ওই ছাপ। না, ছবিটি গ্রাফিক্সের কাড়িকুড়িতে করা একটি প্রতীকী পোস্ট মাত্র! ISRO-র অফিসিয়াল সাইটে এরকম কোনও ছবি এখনও পর্যন্ত পোস্ট করা হয়নি। যদিও মিশনের সময় জানানো হয়েছিল চাঁদের মাটিতে নেমে অশোক স্তম্ভের ছাপ ছাড়বে প্রজ্ঞান। তবে এটাও সত্যি, সেরকম কোনও ছবি সত্যি হাতে এলে অফিসিয়াল সাইটেই প্রথম আপলোড করবে ISRO।
এখন প্রশ্ন, ভাইরাল গ্রাফিক্সের কাজের ছবিটি ভাইরাল হলো কোথা থেকে। সূত্রের খবর, লখনউ-নিবাসী কৃশানু গর্গ নামে জনৈক নেটিজেনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ভাইরাল হয়েছিল ছবিটি। কৃশানুর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান,' ISRO যেরকম চাঁদে প্রজ্ঞানের রেখে আসা প্রতীক সম্পর্কে বলেছে, আমি সেটাই কল্পনা করে গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করেছি। আমি এই ছবিটা চাঁদে পা রাখার কাউন্ট ডাউনের জন্য ব্যবহার করেছিলাম আমার পোস্টে।'
West-Bengal | Updated: 17:28 PM, Fri Aug 25, 2023
Magic Mirror Fraud: মানুষকে পোশাকহীন অবস্থায় দেখার শখ বৃদ্ধের, চোকাতে হলো বড় মূল্য
West-Bengal | Updated: 13:57 PM, Tue Aug 22, 2023
৮০০ টাকা কেজি দরে বিকোচ্ছে কাতলা, কি এমন বৈশিষ্ট্য জেনে নিন
নিউজ ডেস্ক: মালদার রথবাড়িতে ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে কাতলা মাছ। জানেন কি বৈশিষ্ট্য এই মাছের? এই মাছ কিনতে রীতিমত হিড়িক পড়ে গেছে রথবাড়ি পুর বাজারে। লাইন দিয়ে মাছ কিনছেন ক্রেতারা। খেতেও নাকি দারুণ এই কাতলা। জানা গেছে এক-দুই কেজি নয়, প্রায় ৫০ কেজি ওজনের কাতলা মাছ উঠেছে গঙ্গায় রাজমহল ঘাটে। ৮০০ টাকা কেজিতে কাতলা বিক্রি হচ্ছে গঙ্গার মাছ। মানিকচকে গঙ্গায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ে মাছটি। মাছ, বাজারে আসতেই কেনার হিরিক ক্রেতাদের।
মাছ ব্যবসায়ীদের দাবি এই প্রথম বাজারে প্রায় ৫০ কেজি ওজনের মাছ এসেছে এবং তা বিক্রি করা হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। বিশালাকৃতির কাতলা মাছ দেখতে এবং ছবি তুলতেও ভিড় জমান বহু মানুষ। মালদহের মানিকচক ব্লকের রাজমহল গঙ্গাঘাটে বিশাল এই কাতলা মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ায় খুশির হাওয়া মৎস্যজীবী মহলে। এই মাছ স্থানীয় বাজারে বিক্রি না হওয়ায় মৎস্যজীবীরা জেলার সবচেয়ে বড় মাছের বাজার রথবাড়ি পুর-বাজারে নিয়ে আসেন। পঞ্চাশ কেজি ওজনের মাছ বিক্রির খবর পেয়েই মালদার বিভিন্ন প্রান্তের ক্রেতারা ছুটে আসেন বাজারে। বিশাল এই মাছকে ঘিরেই জমে ওঠে বাজার।
আরও পড়ুন: Behala Death Case: ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বেহালা, পুলিশের গড়িতে আগুন, ইঁটবৃষ্টি
মাছ বিক্রেতা কাইয়ুম মহালদার বলেন, “এর আগে এত বড় মাছ এই বাজারে বিক্রি হয়নি”। মৎস্যজীবীরা মনে করছে, বর্ষায় খাল বিলে জল বেড়ে যাওয়ায় এই কাতলা মাছ গঙ্গার জলে এসে পড়ে। সাধারণত, গঙ্গার জলে এই ধরনের বড় কাতলা কম দেখা যায়। বাজারে এত বড় কাতলা ওঠায় খুশি মাছ বিক্রেতা থেকে শুরু করে ক্রেতারা। ইতিমধ্যে বহু ক্রেতাই ৮০০ টাকা দরে কেজিতে মাছ কিনে বাড়ি ফিরেছেন।
West-Bengal | Updated: 11:14 AM, Fri Aug 04, 2023
Viral: অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে বিশালাকায় ধাতব টুকরো! রহস্যময় বস্তুটি আসলে কী?
নিউজ ডেস্ক: চন্দ্রযান পাড়ি দিয়েছে এক সপ্তাহ হল। চন্দ্রযানকে ঘিরে বিজ্ঞানীমহলের বিরাট আশা ও উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে চাঁদের কক্ষপথের দিকে রওনা দিয়েছে এই মহাকাশযান। আর এরই মধ্যে অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে পাওয়া গেল এক অজানা ধাতব বস্তু। এই অজানা বস্তুটি আদপে কী? অনেকেই মনে করছেন এটি নাকি চন্দ্রযানের ভাঙা অংশ। আর তা নিয়ে বিজ্ঞানীমহলে জোর জল্পনা। সারা বিশ্ব জুড়ে রহস্য দানা বেঁধেছে এই রহস্যময় বস্তুটিকে ঘিরে।
তবে এর মধ্যে রহস্যের কোনও কিছু নেই বলে জানিয়ে দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সেই বস্তুটির ভারত যোগ রয়েছে কি না তা নিয়ে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয় ইসরোকে। কিন্তু বস্তুটিকে ভালোভাবে খতিয়ে না দেখে সে কথা বলা যাবে না বলেও জানিয়েছে তারা। এই প্রসঙ্গে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে একটি সাক্ষাৎকার দেন ইসরো প্রধান এস সোমনাথ। তিনি বলেন, ‘ওই বস্তু আমাদের কি না, তা বিশ্লেষণ না করে বলা যাবে না।’ জল্পনা, গত শুক্রবার শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা চন্দ্রযান-৩-এর কোনও অংশ এসে পড়েছিল সমুদ্রে। তার পরে তা সৈকতে ভেসে এসেছে। বিমান বিশেষজ্ঞ জিওফ্রে থমাস বলেন, বস্তুটি কোনও রকেটের জ্বালানির ট্যাঙ্ক হতে পারে। গত ১২ মাসের মধ্যে হয়তো ভারত মহাসাগরের উপর কোনও রকেট ভেঙে পড়েছিল। তার ফলেই ওই বস্তুটি ভেসে এসেছে।
আরও পড়ুন: Chandrayan 3: পুরীর সমুদ্রতটে চন্দ্রযান ৩! ঘাবড়ে গেলেন নেটিজেনরা
অন্যদিকে অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থা স্পষ্টই জানিয়েছে যে কোনো বিদেশি মহাকাশযান থেকেই ঐ দৈত্যাকার সিলিন্ডারটি পড়েছে। এখনও পর্যন্ত যেহেতু কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই স্থানীয় মানুষদের ঐ বস্তুটি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া প্রশাসন। অজানা রহস্যময় বস্তুটির আদল পরিচয় খুঁজতে তৎপর অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থা এবং একইসঙ্গে প্রশাসন।
West-Bengal | Updated: 14:15 PM, Fri Jul 21, 2023
West-Bengal | Updated: 11:24 AM, Thu Sep 14, 2023
Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, বিপদ এড়ানোর উপায় কী?
West-Bengal | Updated: 18:17 PM, Thu Aug 31, 2023
Mumbai News: একই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরের
West-Bengal | Updated: 15:08 PM, Mon Jul 17, 2023
Monsoon Health Tips: পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি? রান্নাঘরেই আছে সুস্থ থাকার টোটকা!
West-Bengal | Updated: 17:46 PM, Thu Jul 13, 2023
Hand Sanitizer: করোনা গেলেও ব্যবহার হচ্ছে স্যানিটাইজার, অজান্তে বাড়ছে না তো বিপদ?
West-Bengal | Updated: 16:54 PM, Wed Jul 12, 2023
Chronic cough causes: কফ জমে গলায়? জেনে নিন সর্দি জমার লক্ষণ আর প্রতিকারের উপায়
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is other culture news
West-Bengal | Updated: 12:23 PM, Mon Jun 05, 2023
This is culture news
West-Bengal | Updated: 17:47 PM, Fri Jun 02, 2023
Rahul Gandhi's remarks on condition of Dalits, Muslims in India 'bitter truth': Mayawati
West-Bengal | Updated: 17:40 PM, Fri Jun 02, 2023
An open letter to the Indian film industry
West-Bengal | Updated: 17:39 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System ads132
West-Bengal | Updated: 17:37 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System dsf342
West-Bengal | Updated: 17:36 PM, Fri Jun 02, 2023
Girl Finds Strange Eggs Under Her Bed - When Expert Sees It, He Turns
West-Bengal | Updated: 17:33 PM, Fri Jun 02, 2023
Shri Goyal asks States/UTs to leverage Public Distribution System 687342