নিউজ ডেস্ক: ‘ভুলভুলাইয়া ৩’র বিজয়রথ চলছে। সবমিলিয়ে মুক্তির কয়েকদিনে ছবি আয় করতে পেরেছে ১২৫ কোটিরও বেশি। আশা করা হচ্ছে, ব্যবসার গ্রাফ এরকম থাকলে খুব শীঘ্রই ২০০ কোটি পার করবে এই ছবি। যত সপ্তাহ এগোচ্ছে ভুলভুলাইয়া ৩-র ব্যবসা বেড়েই চলেছে। এবার খবর, ছবির এমন সাফল্য নিয়েই ইতিমধ্য়েই ‘ভুলভুলাইয়া ৪’ ছবির প্রস্তুতি শুরু করে ফেলেছেন অনীশ বাজমি।
উল্লেখ্য, ‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির বয়স ১৭ বছর। প্রথম সিনেমাটি নির্মাণ করেছিলেন পরিচালক প্রিয়দর্শন। বছর দুয়েক পর দ্বিতীয় কিস্তি বানান অনীশ। হরর কম্নেডি জনরায় নিয়ে যান ছবিটিকে। তারপর সম্প্রতি রিলিজ হয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। এই তৃতীয় কিস্তিতে দেখা গিয়েছে দুই বোন মঞ্জুলিকা-অঞ্জুলিকা, ভাই দেবেন্দ্রকুমার এবং রাজ সিংহাসন দখলের গল্প। আর এবার এরপর আসছে সিনেমার চতুর্থ পার্ট। বলিউড সূত্র বলছে, ইতিমধ্যেই নাকি চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন অনীশ। ‘ভুলভুলাইয়া ৩’র মতোই, এই ছবির চতুর্থ পর্বতেও থাকবে প্রচুর চমক। শোনা যাচ্ছে, ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে যেমন ‘মঞ্জুলিকা’ অবতারে ফিরেছেন বিদ্যা বালান। চতুর্থ পর্বেও থাকছেন তিনি। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, ‘ভুলভুলাইয়া ৪’-এ নাকি দেখা যেতে পারে অক্ষয় কুমার ও কিয়ারা আডবাণীকেও। তবে এখনই এই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ ছবির টিম।
বলাই বাহুল্য,’ভুল ভুলাইয়া ২’ বক্স অফিসে হিট করেছিল বলেই বড়পর্দার মুখ দেখছে এই সিরিজের তিন নম্বর ছবি। আর এবার সেই ছবি মুক্তির পরেই নির্মাতারা পরিকল্পনা কষে নিয়েছেন ‘ভুল ভুলাইয়া ৪’-এর জন্য। ছবির প্রযোজনা সংস্থা ‘টি সিরিজ’-এর এক সূত্রের মারফৎ পাওয়া খবরে জানা গিয়েছে, ‘ভুল ভুলাইয়া ৩’-এর ব্যবসা নিয়ে এতটাই নিশ্চিত তারা যে এর পরের পর্বের ছবির জন্য প্রাথমিক চিন্তা ভাবনা ইতিমধ্যেই সেরে ফেলেছেন। এমনকি ‘ভুল ভুলাইয়া ৪’ ছবিতে মুখ্য অভিনেতার ভূমিকায় কার্তিক আরিয়ানকে দিয়ে সইসাবুদও সেরে ফেলেছেন তারা। ওই সূত্র আরও জানিয়েছে, ‘ভুলভুলাইয়া ৩’ মুক্তির পরেপরেই সিরিজের পরবর্তী ছবির কাজ শুরু করে দেওয়া হবে।