নিউজ ডেস্ক: লরির চাকার নীচে দীর্ঘক্ষণ আটকে সাইকেল আরোহীর পা। দুর্ঘটনার কবলে পড়ে প্রান হারালেন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ভগত সিং মোড়ে। আরোহীর নাম প্রদীপ দে, বছর বাষট্টি বয়স।
প্রত্যক্ষদর্শীদের দাবী ঐ রাস্তা দিয়ে সেনরেলে রোড ধরার মুখে ওই ব্যাক্তিকে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। দুর্ঘটনার ফলে লরির চাকায় পা আটকে যায় ঐ ব্যাক্তির। এরপরেই লরি চালক সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেয়। দীর্ঘক্ষণ ওই অবস্থায় আটকে থাকে ওই ব্যাক্তি। প্রায় ঘন্টাখানেক ধরে যন্ত্রনাকাতর ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালায় স্থানীয়রা। কিন্তু তাতে কোনো ফল না হওয়ায় স্থানীয়বাসিন্দারা খবর দেয় পুলিশে।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ।
শেষ পর্যন্ত লরির হাইড্রলিক জ্যাক লাগিয়ে চাকা তুলে সাইকেল আরোহীকে উদ্ধার করা হয়। এরপর গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যাক্তিকে এলাকা সংলগ্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে ভর্তির কিছুক্ষনের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় প্রান হারান ঐ ব্যক্তি। এরপর ময়নাতদন্তের জন্য দেহটি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ।