Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

barasat

Barasat Incident: বৃষ্টি হলেই আতঙ্ক! ফের রাস্তার জমা জলে মিলল মহিলার দেহ


নিউজ ডেস্ক: আবারও রাস্তায় জমা জলে মিলল মহিলার দেহ। হাওড়ার পর এবার বারাসত। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলেই মনে করছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসতের দক্ষিণ নারায়ণ কোকো বাগান এলাকায়। ঘটনাটি খতিয়ে দেখছে বারাসত (Barasat Incident) থানার পুলিশ।

এদিন রাত ১০ নাগাদ অঞ্জনা বিশ্বাস নামে ওই মহিলা কাজ থেকে বাড়ি ফিরছিলেন। তখন মুষলধারায় বৃষ্টি নেমেছে। সেই সময়ই এই ঘটনা ঘটে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, হঠাৎ করে তাঁরা একটা বিকট শব্দ শুনতে পান। এলাকার লোকজন বেরিয়ে দেখেন, জলের মধ্যে পড়ে রয়েছেন ওই মহিলা। বিদ্যুতের তার দেখে তাঁদের বুঝতে অসুবিধা হয়নি যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই মহিলার মৃত্যু হয়েছে। এর পরে স্থানীয়রা বারাসত থানার পুলিশকে খবর দেন। কিছু ক্ষণ পরেই পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ওই মহিলাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, অঞ্জনা একটি বেসরকারি স্কুলে কর্মরতা ছিলেন। সেখান থেকেঈ এদিন তিনি বাড়ি ফিরছিলেন। আর তখনই ঘটে দুর্ঘটনা।

তবে এই ঘটনায় এলাকাবাসী প্রশ্ন তুলেছেন, বৃষ্টির মধ্যে জনবসতি পূর্ণ এলাকায় কী ভাবে বিদ্যুতের তার খোলা অবস্থায় পড়েছিল? ঘটনায় পুর প্রশাসন ও বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, ''তাঁরা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দফতরকে এই অভিযোগ জানিয়ে আসছেন, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।'' ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বারাসত থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহটিকে পাঠানো হয়েছে বারাসত (Barasat Incident) হাসপাতালের মর্গে।

তবে এমন ঘটনা প্রথম নয়। দুর্যোগের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে এর আগে। তাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এড়াতে এবার নিজেকেই সাবধান হতে হবে। রাস্তায় জমা জলে হাঁটা এড়িয়ে চলুন। কোনও তার ছিঁড়ে পড়ে থাকতে দেখলে ধার-পাশ দিয়ে যাবেন না। কোনও ঝুলন্ত তার থাকলে হাত দেবেন না। এছাড়া কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে, সেই ব্যক্তিকে পায়ে স্যান্ডেল পরে, শুকনো কাঠের টুকরো, বাঁশ, বা লাঠি দিয়ে দূরত্ব বজায় রেখে বৈদ্যুতিক উৎস থেকে আলাদা করতে হবে।

Sweta Chakrabory | 13:06 PM, Fri Aug 23, 2024

PM Narendra Modi: সন্দেশখালির ঝড় গোটা বাংলায় উঠবে-বারাসাতে হুঙ্কার মোদীর, নির্যাতিতাদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: আবারও মোদীর নিশানায় তৃণমূল। বারাসাতের সভায় সন্দেশখালি প্রসঙ্গ তুলে আরও একবার তৃণমূলকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালি প্রসঙ্গে মোদী বলেন, ‘এই বাংলার মাটি নারী শক্তির প্রেরণা জুগিয়েছে। এখানে সারদা মা, রাণী রাসমনির জন্ম। আর এখানে মা-বোনেদের ওপরে অত্যাচার করে ঘোর পাপ করেছে তৃণমূল।'

এই সঙ্গেই তিনি আরও বলেন সন্দেশখালিতে যা হয়েছে, তাতে যে কারও মাথা লজ্জায় ঝুঁকে যাবে। তবে আপনাদের কষ্টে তৃণমূল সরকারের কিছু যায় আসে না। এই তৃণমূল সরকার অপরাধীদের বাঁচাতে পুরো শক্তি প্রয়োগ করছে। তবে প্রথমে হাই কোর্ট, আর আজ সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে।

এরই সঙ্গে তিনি বলেন, তৃণমূলের মাফিয়া রাজকে শেষ করতে বাংলার নারীরা নেমে পড়েছেন। সন্দেশখালি দেখিয়েছে, বাংলার মেয়েদের জন্য শুধুমাত্র বিজেপি আওয়াজ তোলে। তৃণমূল শুধু তোলাবাজদের জন্য কাজ করে। তারা মা-বোনেদের সুরক্ষা দিতে পারবে না। আর কেন্দ্রের বিজেপি সরকার ধর্ষণের মতো অপরাধের সাজা হিসেবে ফাঁসির ব্যবস্থা করেছে।

সভা শেষ করে কথা মত তিনি দেখা করলেন সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে। সভা মঞ্চের পেছনেই তিনি দেখা করেন। জানা গেছে সেখানে সন্দেশখালির পাঁচ নির্যাতিতার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী খোঁজ নেন। জানা গিয়েছে মঞ্চের পিছনে এই আলাপচারিতা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির নেতা বিকাশ সিংও।

Sweta Chakrabory | 14:50 PM, Wed Mar 06, 2024

PM Modi in Barasat: সরাসরি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা দেখুন লাইভ 

বারাসাতে প্রধানমন্ত্রীর সভা। +

Editor | 12:07 PM, Wed Mar 06, 2024

PM Narendra Modi: রাজ্যে আসার আগে রাতভোর বিজেপি বৈঠক, প্রার্থী বাছতে ভোর অব্ধি বৈঠক মোদীর

নিউজ ডেস্ক: সন্দেশখালি কাণ্ড নিয়ে রাজ্য সরগরম। অবশেষে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। এই আবহেই শুক্রবার হুগলির আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে এ রাজ্যে প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর। কিন্তু রাজ্যে আসার আগের রাতেই লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে গভীর রাত পর্যন্ত আলোচনা চলল বিজেপির সদর দফতরে। রাত ১১টা নাগাদ বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক চলে ভোররাত ৩টে ১৫ মিনিট পর্যন্ত। মোদী, নড্ডা ছাড়াও বৈঠকে ছিলেন অমিত শাহ এবং রাজনাথ সিং।

জানা গেছে, প্রাথমিক ভাবে আজ গোটা কুড়ি রাজ্যের প্রাথমিক প্রার্থী তালিকায় সবুজ সঙ্কেত দেয় বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। সূত্রের মতে, আগামী ১০ মার্চের মধ্যে প্রায় সাড়ে তিনশো আসনে প্রার্থী ঘোষণার কাজ সেরে ফেলতে চান বিজেপি নেতৃত্ব। রিপোর্টে দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলাঙ্গানা, রাজস্থান, ত্রিপুরার মতো রাজ্যগুলির ৫০ শতাংশ আসনের প্রার্থী ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে বিজেপি। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই সব আসনের প্রার্থী তালিকা ঘোষণাও করে দিতে পারে বিজেপি।

জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে যে সব আসনে আগেরবার বিজেপি জেতেনি, সেই সব আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। প্রসঙ্গত, শুক্রবার আরামবাগে ৭ হাজার ২০০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। রেল, বন্দর, তেলের পাইপলাইন, গ্যাস সরবরাহ এবং জল পরিশোধনের প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে এবার আরামবাগ ও কৃষ্ণনগর আসন দুটিকে টার্গেট করেছে বিজেপি। এই আবহে আরামবার, কৃষ্ণনগর থেকে মোদী নিজেই প্রার্থীর নাম ঘোষণা করেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। পরে অবশ্য বারাসাতেও সভা করবেন মোদী।

Sweta Chakrabory | 12:32 PM, Fri Mar 01, 2024

PM Narendra Modi: সন্দেশখালি ইস্যুতে প্রধানমন্ত্রীর সমাবেশ!ভোটের আগে মার্চেই রাজ্যে আসছেন মোদী

নিউজ ডেস্ক: একেই সন্দেশখালি নিয়ে উত্তপ্ত রাজ্য। তারওপর সামনেই আবার লোকসভা নির্বাচন। আর এই আবহকে হাতিয়ার করেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৭ মার্চ বারাসাতে উত্তর ২৪ পরগনা জেলা মহিলা বিজেপির সমাবেশে যোগ দেবেন তিনি। এরই সঙ্গে দীর্ঘদিন ধরে পড়ে থাকা তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানাতে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী। এছাড়াও সুকান্ত মজুমদার আরও বলেন, "আমরা আপাতত বারাসাতে সভা ঠিক করেছি। কারণ সন্দেশখালিতে রাজ্য প্রশাসনের তরফে নানারকম বাধা আসছে। এই সরকার অগণতান্ত্রিক সরকার। সরকারের গালে থাপ্পড় মারার জন্য প্রধানমন্ত্রী যাচ্ছেন। কোর্ট তো অনেকবার থাপ্পড় মেরেছে। এবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি থাপ্পড় মারবে, রাজনৈতিক থাপ্পড়। মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, তা কোনওভাবে সহ্য করা যায় না। তার প্রতিবাদ জানাতে, মহিলাদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী যাচ্ছেন। সন্দেশখালির মা-বোনেদের পাশে থাকার বার্তা দিতে তিনি বাংলায় আসবেন। এদিনের সভা মূলত মহিলাদের নিয়েই, পাশাপাশি অনান্যরাও উপস্থিত থাকবেন।" সূত্র মারফত জানা গিয়েছে, বারাসতে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। সেখানে দলীয় অনুষ্ঠানের পর তিনি একটি সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। সেই সভা সেরেই প্রধানমন্ত্রীর দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রোর ঐতিহাসিক সফরে শামিল হওয়ার কথা রয়েছে। মেট্রো রেল সূত্রের খবর, প্রধানমন্ত্রী এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মেট্রোতে চড়ে গঙ্গার ২৮ মিটার নীচ দিয়ে হাওড়া মদয়ানে যাবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতর থেকে এবিষয়ে রেলকে প্রস্তুতি সেরে নেওয়ার নির্দেশ দিয়েছে। ফলত ভোটের আগে প্রধানমন্ত্রীর বাংলা সফর এবং বারাসতে জনসভা নির্বাচনের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনীতিকবিদরা।

Editor | 13:28 PM, Mon Feb 19, 2024
upload
upload