নিউজ ডেস্ক: বারাসতের হরিতলা এলাকায় বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটে বারাসত-শিয়ালদহ শাখার বারাসত স্টেশনের কাছে ১২ নম্বর রেলগেট সংলগ্ন হকার বাজারে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন কাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রেলগেট সংলগ্ন রেলের তারে একটি পায়রার কারণে শটসার্কিট হয়। সেই শটসার্কিট থেকে আগুন ছিটকে এসে হকার বাজারের কাপড়ের দোকানে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে। আগুন লাগার জেরে কিছু সময়ের জন্য বারাসত-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেল ও স্থানীয় প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ এবং দমকল বিভাগ।
ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। হকার বাজারের ব্যবসায়ীরা এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বারাসতের হকার বাজারের অগ্নিকাণ্ডে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।