নিউজ ডেস্ক: সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ বৃদ্ধির পথে বিহার সরকার। সর্বসম্মতিতে বৃহস্পতিবার বিধানসভায় পাশ হল সংরক্ষণ সংশোধনী বিল। জাতভিত্তিক সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করার কথা বলা হয়েছে এই বিলে। সেইসঙ্গে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ পৃথক সংরক্ষণের কথাও বলা হয়েছে।
বিহার বিধানসভায় জাতসমীক্ষার দ্বিতীয় রিপোর্ট পেশের পরই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সংরক্ষণ বাড়ানোর বিল পেশের সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী নীতীশ বলেন, “পিছিয়ে পড়াদের অধিকার দিতে আমাদের সরকার বদ্ধপরিকর”। অবশেষে সেই পথেই হাঁটল বিহারের জেডি(ইউ)-আরজেডি-কংগ্রেস-সিপিএম-এর ‘মহাগঠবন্ধন’ সরকার।
সংশোধিত এই বিলে বিহারে অনগ্রসর (ওবিসি) এবং অতি অনগ্রসরদের (ইবিসি) জন্য সংরক্ষণ ২৭ শতাংশ থেকে বাড়িয়ে ৪৩ শতাংশ করার কথা বলা হয়েছে। পাশাপাশি, তফসিলি জাতির (এসসি) সংরক্ষণ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। তবে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে তফসিলি জনজাতিভুক্তদের জন্য সাত শতাংশ সংরক্ষণ থাকলেও তা দুই শতাংশে সীমাবদ্ধ রাখতে চায় বিহার সরকার।